মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

ঢাকা মোটর শোতে ব্যাপক সাড়া পেল পদ্মা ব্যাংক

তিন দিনের ঢাকা মোটর শোতে পদ্মা ব্যাংকের স্টল পরিদর্শন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
আপডেটেড
১৯ মার্চ, ২০২৩ ২০:৩৫
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা

ব্র্যান্ডনিউ গাড়ি, মোটরসাইকেলসহ অটোমোবাইল জগতের নানা পণ্য নিয়ে সম্প্রতি রাজধানীতে হয়ে গেল তিন দিনের ঢাকা মোটর শো। এখানে গ্রাহকদের অটো লোনের নানা সুবিধা জানাতে পসরা সাজিয়েছিল পদ্মা ব্যাংক লিমিটেড। মেলায় আগত গ্রাহকরা বিপুল উৎসাহে ঘুরে দেখেন পদ্মা ব্যাংকের স্টল।

এ সময় গ্রাহকরা ‘কার লোন’ সম্পর্কে খোঁজখবর নেন। গ্রাহকরা এমন আয়োজনে আসায় পদ্মা ব্যাংককে ধন্যবাদ জানান। পদ্মা ব্যাংকের সহজ শর্তে গাড়ির ঋণ দেয়ার ব্যাপারে অনেকেই আগ্রহ দেখান।

পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত মেলায় পদ্মা ব্যাংকের স্টলটি পরিদর্শন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। এ সময় তিনি গাড়ি ব্যবসায়ী এবং লোন নিতে আগ্রহী গ্রাহকদের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও পদ্মা অটো লোন সম্পর্কে মতবিনিময় করেন।

এর আগে স্টলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং হেড রকিবুল হাসান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডস সায়ন্তনী ত্বিষা, রিটেইল প্রোডাক্ট হেড কাজী মো. ফজলুর রহমানসহ অন্য কর্মকর্তারা।

বিষয়:

রাজশাহীতে স্ট্যান্ডার্ড ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

স্ট্যান্ডার্ড ব্যাংকের রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাপ্রধানদের নিয়ে গত ২১ মার্চ রাজশাহী পর্যটন মোটেলে ‘বিজনেস রিভিউ মিটিং-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহন মিয়া প্রমুখ।

বিষয়:

সমবায় অধিদপ্তরে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে সমবায় অধিদপ্তর। গতকাল রোববার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকালে সমবায় ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে ১০টায় ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহপরিচালক তরুণ শিকদার। অধিদপ্তরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এসব কর্মসূচিতে অংশ নেন। বিজ্ঞপ্তি


স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মহান স্বাধীনতা দিবস-২০২৩ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জয়নাল আবেদীন প্রমুখ।


ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ইস্ট ডেল্টার ট্রেজারার অধ্যাপক শামস উদ দোহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সেকান্দর খান, প্রধান বক্তা ছিলেন একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ অধ্যাপক ড. মইনুল ইসলাম।

বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল হোসেন, একুশে টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো চিফ রফিকুল ইসলাম বাহার, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, মানবসম্পদ পরিচালক নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি


এসবিএসি ব্যাংক ও ক্লাউডওয়েলের মধ্যে চুক্তি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

গ্রাহকদের ডিজিটাল লেনদেন পরিষেবার লক্ষ্যে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও ক্লাউডওয়েল লিমিটেডের প্রতিষ্ঠান ‘পেওয়েল’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূরুল আজীম এবং ক্লাউডওয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।

এ সময়ে এসবিএসি ব্যাংকের এডিসির প্রধান মোহাম্মদ শফিউল আজম, এজেন্ট ব্যাংকিংয়ের প্রধান ফিরোজ চৌধুরী, পেওয়েলের সিওও মোহাম্মদ কুদরতুল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

ডিআইইউতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে গত শনিবার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক।

গতকাল রোববার ভোরে ডিআইইউ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমানের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইসহাক মিজি ও ঊর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল। বিজ্ঞপ্তি


কিরাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা সেনানিবাসে সদর দপ্তর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর আন্তঅঞ্চল কিরাত ও আজান প্রতিযোগিতা-২০২৩-এর সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার ঢাকা সেনানিবাসের সিগন্যাল মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চল চ্যাম্পিয়ন ও কুমিল্লা অঞ্চল রানার-আপ হয়েছে।

এ ছাড়া কিরাতে ঘাটাইল অঞ্চলের করপোরাল সাব্বির আহমেদ ও আজানে চট্টগ্রাম অঞ্চলের সৈনিক হুসাইন শেখ প্রথম স্থান অর্জন করেন। বিজ্ঞপ্তি


চট্টগ্রামের বধ্যভূমির সম্প্রসারণ চান চসিক মেয়র

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি রক্ষায় চট্টগ্রামের বধ্যভূমির সম্প্রসারণ চান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল শনিবার গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রামের সবচেয়ে বড় বধ্যভূমি পাহাড়তলী বধ্যভূমিতে শহীদদের স্মৃতি স্মরণ করে মেয়র এ মন্তব্য করেন।

এ সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও সচিব খালেদ মাহমুদসহ কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, মো. জহুরুল আলম জসিম, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইসমাইল, আবুল হাসনাত মো. বেলাল, মো. আবদুস সালাম ও পুলক খাস্তগীর।

বিষয়:

স্বাধীনতা দিবসে ইবিএইউবিতে আলোচনা সভা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে উপাচার্যের নেতৃত্বে ইবিএইউবি পরিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম রাশেদুল হাসান। তিনি বলেন, ‘তথাকথিত কিছু ইতিহাসবিদের কারণে আমাদের সঠিক ইতিহাস জানতে দেয়া হয়নি। বর্তমান সরকারের উদ্যোগের কারণে বর্তমান প্রজন্ম ও পরের প্রজন্ম সঠিক ইতিহাস জানার সুযোগ পাচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ড. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন কৃষি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. আশরাফুল আরিফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আইকিউএসি) ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. শামীমুল হাসান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক গ্রুপ ক্যাপ্টেন (অব.) নুরুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) শাহারিয়ার কবির, আইন বিভাগের প্রধান এস এম শহিদুল ইসলামসহ অন্যরা।


স্বাধীনতা দিবস উপলক্ষে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মহান স্বাধীনতা দিবস-২০২৩ উপলক্ষে গতকাল রোববার সকালে রাজধানীর বাংলামোটরে হামদর্দ ভবনসংলগ্ন নগর শোরুমের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক প্রমুখ।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের স্বাধীনতা দিবস উদযাপন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বন্দর রিপাবলিক ক্লাব প্রাঙ্গণে শহীদ স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় চবক সদস্য, বিভগীয় প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বন্দর কর্মচারী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারী ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছিল আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন ও বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। বিজ্ঞপ্তি


চুয়েটে স্বাধীনতা দিবস পালিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, চুয়েট শিক্ষার্থী ও ক্যাম্পাসের শিশু-কিশোরদের জন্য পৃথক রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, জয়ধ্বনির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাদ আসর কেন্দ্রীয় মসজিদে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল। বিজ্ঞপ্তি


স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেবিসির শ্রদ্ধা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান আসাদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মিজানুল হক চৌধুরীর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।


banner close