সোমবার, ৬ মে ২০২৪

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩ ০৮:৪১

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৫০তম সভা গত ২৯ মার্চ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, খন্দকার শাকিব আহমেদ ও ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ প্রমুখ।


ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পুঁজিবাজার বিনিয়োগ প্রতিযোগিতা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ক্লাবের আয়োজনে প্রথম আন্তবিশ্ববিদ্যালয় পুঁজিবাজার বিনিয়োগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ক্লাবের আয়োজনে প্রথম আন্তবিশ্ববিদ্যালয় পুঁজিবাজার বিনিয়োগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন মাসব্যাপী এ প্রতিযোগিতায় ২২টি বিশ্ববিদ্যালয়ের ২৪৪টি দল এবং ৭৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আয়োজনের মধ্যে ছিল ৫টি কর্মশালা এবং ৪টি প্রতিযোগিতামূলক রাউন্ড। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বিনিয়োগবিষয়ক জ্ঞান, বিনিয়োগের কৌশল, দক্ষতা এবং শেয়ারবাজারের লেনদেন প্রক্রিয়া সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করেছে। গতকাল রোববার ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির অডিটোরিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ৭টি দল নির্বাচিত হয়। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, প্রথম রানার আপ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ২য় রানার আপ হিসেবে বিজয়ী নির্বাচিত হন। বিজয়ীদের সিটি ব্রোকারেজ লিমিটেড থেকে অর্থ পুরস্কার, ট্রফি, সার্টিফিকেট এবং সিটি ব্রোকারেজ লিমিটেডে ইন্টার্নশিপ সুবিধা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম। ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফফান ইউসুফ। ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ক্লাবের মডারেটর লিও ভাস্কর দেউরি সমাপনী বক্তব্য রাখেন। এ প্রতিযোগিতার স্পন্সর ছিল সিটি ব্রোকারেজ লিমিটেড। বিজ্ঞপ্তি

বিষয়:

১৯তম জাতীয় সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার আগামী ৩১ মে

১৯তম জাতীয় সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন দৈনিক বাংলার মোড়ে জাতীয় ক্রীড়া পরিষদের ‘শহীদ শেখ কামাল মিলনায়তনে ওই সেমিনার হবে। এ উপলক্ষে গতকাল রোববার সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের ‘কাজল মিলনায়তনে’ অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

আমেরিকার প্রখ্যাত হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ অধ্যাপক ড. ডিন অর্নিশ উদ্ভাবিত, ভারতের খ্যাতিমান হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড় বিকশিত সাওল চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে প্রচলন করেছেন, সাম্য ও বিপ্লবের কবি মোহন রায়হান। ‘সাওল হার্ট সেন্টার’ বিশ্বে ১৩২টি শাখার মাধ্যমে বিনা রিং ও বিনা অপারেশনে হৃদরোগের স্থায়ী চিকিৎসা দিচ্ছে। বিশ্বের আন্তর্জাতিক চেইন হার্ট কেয়ার সেন্টারের বাংলাদেশ শাখা ‘সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেড’ বিনা রিং, বিনা অপারেশনে দেশের কয়েক লাখ মানুষকে হৃদরোগ মুক্ত রেখেছে। ‘সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের উদ্যোগে বিশ্বখ্যাত হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড় এমডির ‘১৯তম জাতীয় সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ মে। বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন দৈনিক বাংলার মোড়ে, জাতীয় ক্রীড়া পরিষদের ‘শহীদ শেখ কামাল মিলনায়তনে’ ওই সেমিনার হবে।

এ উপলক্ষে গতকাল রোববার সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের ‘কাজল মিলনায়তনে’ অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সেমিনার নিয়ে সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের চেয়ারম্যান কবি মোহন রায়হান বলেন, ‘এই জাতীয় সেমিনারটি করোনা-উত্তর প্রথম সেমিনার হবে। এর আগেও ২০১৯ সালে হওয়া ১৮তম জাতীয় সেমিনারে সমাজের বিশিষ্ট ব্যক্তি ও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেমিনারে যোগ দিয়েছিলেন।’ সেমিনারটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং প্রবেশের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে সংস্থাটি। ২১০০ টাকা প্রদানের মাধ্যমে অনলাইনে এবং সরাসরি ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ব্রাঞ্চ অফিস থেকে রেজিস্ট্রেশন করা যাবে। গতকাল থেকে অনলাইনসহ ৩টি শাখায় রেজিস্ট্রেশন শুরু হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। বিজ্ঞপ্তি

বিষয়:

পারটেক্স আন্তকোম্পানি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

৪ দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে ড্যানিশ ডেয়ারডেভিলস আম্বার কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

পারটেক্স আন্তকোম্পানি ক্রিকেট টুর্নামেন্ট সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে পারটেক্স গ্রুপ ৫টি কমপ্লেক্সের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর এই ক্রিকেট টুর্নামেন্ট ৫টি কমপ্লেক্সের মধ্যে অনুষ্ঠিত হয়। চারদিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে ড্যানিশ ডেয়ারডেভিলস আম্বার কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পারটেক্স গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ওই ফাইনাল ম্যাচ উপভোগ করেন। পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজিজ আল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক, ড্যানিশ কনডেন্সড মিল্ক (বাংলাদেশ) লিমিটেড, আজিজ আল মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক, পারটেক্স পেপার মিলস লিমিটেড, শওকত আজিজ রাসেল, চেয়ারম্যান আম্বার গ্রুপ, রুবেল আজিজ, ব্যবস্থাপনা পরিচালক পারটেক্স বেভারেজ ও বিভিন্ন কমপ্লেক্সের ডিরেক্টাররা ও তাদের পরিবাররা ওই ম্যাচ উপভোগ করেন। ম্যাচ শেষে বিজয়ী দলকে নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু ট্রফি প্রদান করেন।

বিষয়:

অগ্রণী ব্যাংকের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংক পিএলসির  ইনোভেশন টিমের আয়োজনে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪-এর আওতায়  ইনোভেশন শোকেসিং কক্সবাজারের একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

অগ্রণী ব্যাংক পিএলসির ইনোভেশন টিমের আয়োজনে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪-এর আওতায় ইনোভেশন শোকেসিং কক্সবাজারের একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান এবং মো. আবুল বাশার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন। এ ছাড়াও সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. আমিনুল হক। অনুষ্ঠানে উপস্থাপিত চারটি উদ্ভাবনী ধারণার মধ্যে অনলাইন পেনশন ম্যানেজমেন্ট সিস্টেমকে প্রথম, অগ্রণী ঝটপট ক্যাশকে দ্বিতীয় এবং পার্সোনেল লোন প্রস্তাব সহজীকরণ ধারণাকে তৃতীয় শ্রেষ্ঠ ধারণা হিসেবে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান সমন্বয় করেন আইটি ডিভিশনের এসপিও জয়দেব চন্দ্র হালদার। বিজ্ঞপ্তি

বিষয়:

খেলাপি ঋণ পুনরুদ্ধারবিষয়ক কর্মশালা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে গত ৪ মে, ২০২৪ খেলাপি ঋণ পুনরুদ্ধার শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়ের এসএএমডির কর্মকর্তা ও বিভিন্ন শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ ও মো. আব্দুল মতিন। কর্মশালায় ব্যাংকের খেলাপি ঋণ পুনরুদ্ধার বিষয়ে সার্বিক আলোকপাত করা হয়। বিজ্ঞপ্তি

বিষয়:

মেঘনা ব্যাংকের ডেডিকেটেড বিজনেস ইউনিটের যাত্রা শুরু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

এয়ারলাইন্স কোম্পানিদের সব রকমের ব্যাংকিং সার্ভিস নিশ্চিত করার জন্য মেঘনা ব্যাংক একটি ডেডিকেটেড বিজনেস ইউনিট গঠন করেছে। এমিরেটস, কাতার এয়ারওয়েজ, গালফ এয়ার, থাই এয়ারওয়েজ, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এবং কুয়েত এয়ারওয়েজের মতো প্রথম সারির সব এয়ারলাইন্স কোম্পানির সিনিয়র কর্মকর্তাদের উপস্থিতিতে সম্প্রতি ব্যাংকটির এই স্পেশালাইজড ইউনিটের যাত্রা শুরু হয়। এর ফলে মেঘনা ব্যাংক এবং এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির মধ্যে পারস্পরিক সম্পর্ক আগের চেয়ে আরও জোরদার হবে। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী আহ্সান খলিল, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত-সহ ব্যাংক ও এয়ারলাইন্স কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়:

দেশে প্রথমবার রুচি বারবিকিউ চানাচুরের আয়োজন `মিম ফেস্ট’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

মিম এখন ইন্টারনেট ব্যবহারকারী, বিশেষত তরুণদের মাঝে খুবই জনপ্রিয়। আর তাই এই মিম কালচারকে দেশব্যাপী ছড়িয়ে দিতে রুচি বারবিকিউ চানাচুর আয়োজন করে একটি মিম কম্পিটিশনের, যেখানে সকল মিমাররা অংশগ্রহণ করতে পারবে। রুচি বারবিকিউ চানাচুরের স্বাদ যেমন কখনো ভোলা যায় না, একইভাবে এই মিম কম্পিটিশনের থিম নির্ধারিত হয় ‘ভোলা যায় না’। শুরু থেকেই এই প্রতিযোগিতায় অভাবনীয় সাড়া পাওয়া যায়, সারা দেশ থেকে জমা পড়ে প্রায় ৪ হাজারের বেশি মিম!

পরবর্তীতে সেরা মিমগুলো বাছাই করে ৩ মে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত হয় ‘রুচি বারবিকিউ ভোলা যায় না মিম ফেস্ট’। মিম লাভারদের সমাগমে জমজমাট হয়ে ওঠে আলোকি। ‘রুচি বারবিকিউ ভোলা যায় না মিম ফেস্ট’-এ মিম এক্সিবিশন ছাড়াও ছিলো মজার কিছু এক্টিভিটি, যেমন সেরা মিমবাজ, কাউয়া কপাল গণনা, মিমের বিনিময়ে পুরস্কার, রোস্টিং সেশন, স্ট্যান্ড আপ কমেডি আরও কত কী! উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ইন্টারনেট ইউজারদের মাঝে পরিচিত মুখ রাকিন আবসার, কারিনা কায়সার, রাজ ব্রো, অতনু যোবায়ের, শামস, আলতাফ উদ্দিন আক্রুমি, ইয়ামিন খান ও মনসুরুল আজিজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড- এর সিওও মো. পারভেজ সাইফুল ইসলাম এবং হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ। তারা তাঁদের মূল্যবান বক্তব্য উপস্থাপনের পাশাপাশি পুরস্কার তুলে দেন কম্পিটিশনে সেরা মিম তৈরি করা ১৫ জন মিমারের হাতে।

সারা দেশ থেকে মিম সাবমিশন ও মিম বাছাই করতে এই ক্যাম্পেইনে সহযোগিতা করে জনপ্রিয় মিম প্ল্যাটফর্ম eআরকি ও Rantages। রুচি বারবিকিউ চানাচুরের এই ক্যাম্পেইনের ক্রিয়েটিভ এজেন্সি হিসেবে কাজ করেছে সান কমিউনিকেশনস।


ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ অনুমোদন

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ২ মে, ২০২৪ ১১:২৬
দৈনিক বাংলা ডেস্ক

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় উল্লেখযোগ্য সংখ্যক পরিচালক এবং শেয়ারহোল্ডাররাও যোগদান করেন। ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা শহিদ-ই-মঞ্জুর মোরশেদ সভায় যোগদান করেন এবং শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের বিপরীতে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। সভায় পরিচালকদের প্রতিবেদন, ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষকের প্রতিবেদনসহ কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয় এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণ করা হয়। পরিচালনা পর্ষদের সুপারিশক্রমে ঘোষিত ১০% নগদ লভ্যাংশ (স্পন্সর-পরিচালকরা ব্যতিত, শুধুমাত্র পাবলিক শেয়ারহোল্ডারদের জন্য) বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ২০২৪ সালের আর্থিক বিবরণী নিরীক্ষক এবং করপোরেট গভর্নেন্স কমপ্ল্যায়েন্স নিরীক্ষক নিয়োগের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণ করা হয় এবং কোম্পানির বর্তমান নাম ‘ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি’ নামে পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়।

সভায় চেয়ারম্যান জানান, ‘বিশ্বব্যাপী মন্দাভাবের কারণে অর্থনীতি ব্যাপক হারে সংকুচিত হয়েছে। এর প্রভাব দেশেও পড়েছে। এই সময়ে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৩ সালে ১০২৯ মিলিয়নের অধিক টাকা প্রিমিয়াম আয় করেছে। প্রতিষ্ঠার শুরু থেকে ২০২৩ইং সাল পর্যন্ত মোট ৪০১৮ মিলিয়ন টাকা বিমা দাবি পরিশোধ করা হয়েছে। চেয়ারম্যান আরও জানান, প্রতিষ্ঠার শুরু থেকে ইস্টল্যান্ড ব্যবসায়িক নীতির ক্ষেত্রে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রেখেছে। অনবদ্য ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সম্প্রতি দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) কর্তৃক ২০২০ সালের বিমা খাতে অনবদ্য কার্যক্রম ও পরিচ্ছন্ন বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ‘সেরা বার্ষিক প্রতিবেদন ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। বিজ্ঞপ্তি


ইস্পাহানি গ্রুপের ৪ প্রতিষ্ঠান পেল গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড

ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ গ্রহণ করছেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

শ্রমিক ও পরিবেশবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড জিতেছে ইস্পাহানি গ্রুপের তিনটি চা-বাগান ও একটি রপ্তানিমুখী টেক্সটাইল মিল। এবারের ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’-এ চা ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে ইস্পাহানি গ্রুপের ‘মির্জাপুর চা-বাগান’, ‘জেরিন চা-বাগান’ ও ‘গাজীপুর চা-বাগান’, এবং টেক্সটাইল ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে ‘পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস’। শ্রমবান্ধব নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিবদ্ধতার স্বীকৃতিস্বরূপ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয় এ পুরস্কার প্রদান করে থাকে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দেশীয় ১২টি খাতের ২৯টি কারখানা/প্রতিষ্ঠানকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করে। এ উপলক্ষে ২৮ এপ্রিল রোববার রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এবং সভাপতি হিসেবে ছিলেন শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন এম এম ইস্পাহানি লিমিটেডের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি, সিওও-গার্ডেন গোলাম মুস্তফা এবং সিওও-পিটিএইচএম মাহবুবুল আলম। এর আগেও ইস্পাহানি গ্রুপের দুটি চা-বাগান ‘গাজীপুর’ ও ‘নেপচুন’ ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’-এর দুটি পুরস্কার জিতেছিল।


ফিলিস্তিনের নারী শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে আইইউবিএটি

গত শনিবার আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আসা তরুণদের বুকে স্বপ্নবুননে নিবিড়ভাবে দায়িত্ব পালন করছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। পেশাদারি স্নাতক তৈরির লক্ষ্যে শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। দেশ এবং বিদেশে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দেওয়া আইইউবিএটির অন্যতম লক্ষ্য। ‘অ্যান এনভায়রনমেন্ট ডিজাইনড ফর লার্নিং’; অর্থাৎ, জ্ঞান অর্জনের উপযুক্ত পরিবেশ, এমন স্লোগান সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানটি চেষ্টা করেছে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে। সময়োপযোগী, মানসম্মত ও ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখে- এমন শিক্ষায় শিক্ষিত করতে চায় আইইউবিএটি। গত তিন দশক ধরে বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানে সফলতা এবং দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে আইইউবিএটির স্নাতকরা। এই সুনামের জন্যই ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান তার দেশের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অবদান রাখতে আইইউবিএটির নীতিনির্ধারকদের প্রতি বিশেষ অনুরোধ করেন।

গত শনিবার আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। এ সময় তিনি ফিলিস্তিনের নারী শিক্ষার্থীদের আইইউবিএটিতে ভর্তি করানোর বিষয়ে আলোচনা করেন। এর পাশাপাশি আইইউবিএটি এবং ফিলিস্তিনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা ও শিক্ষাক্ষেত্রে তথ্যের আদান-প্রদানের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস ফিলিস্তিনের রাষ্ট্রদূতের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, উচ্চশিক্ষায় নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে প্রতিষ্ঠার শুরু থেকেই আইইউবিএটি বিশেষ বৃত্তি দিয়ে এসেছে। এবার ৫০ জন ফিলিস্তিনের নারী শিক্ষার্থী বৃত্তিসহ উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। যা সারা বিশ্বে উচ্চশিক্ষায় বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব বলেন, আমরা শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। সময়োপযোগী, মানসম্মত ও ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখে- শিক্ষার্থীদের এমন শিক্ষায় শিক্ষিত করতে চাই। আছে মিয়ান রিসার্চ ইনস্টিটিউট, যা বিভিন্ন বিষয়ে গবেষণা ও প্রকাশনার জন্য শিক্ষক ও গবেষকদের গবেষণা মঞ্জুরি দেয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইইউবিএটির প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় অনুষদের ডিন এবং আন্তর্জাতিক প্রোগ্রামের পরিচালক মোজাফফর আলম চৌধুরী ও আইইউবিএটির প্রক্টর এবং আন্তর্জাতিক প্রোগ্রামের উপপরিচালক মো. সাদেকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

বিষয়:

থাইল্যান্ডের এআইটির সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা

থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি), ব্যাংকক, থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) একাডেমিক অংশীদারত্বমূলক সমঝোতা স্মারক বিনিময় করছেন এআইটির প্রেসিডেন্ট অধ্যাপক কাজুও ইয়ামামোতো এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান। ছবি: সংগৃহীত 
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি), ব্যাংকক, থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সম্প্রতি এআইটি ক্যাম্পাসে একটি একাডেমিক অংশীদারত্বমূলক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এআইটির প্রেসিডেন্ট অধ্যাপক কাজুও ইয়ামামোতো এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান, উভয় প্রতিষ্ঠানের অধ্যাপক ও কর্মকর্তাদের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির উদ্দেশ্য হলো ছাত্র বিনিময় অনুষদ পরিদর্শন, মাস্টার্স-পিএইচডি অংশীদারত্ব প্রোগ্রাম, যৌথ গবেষণা প্রকল্প, গ্রীষ্ম-শীতকালীন প্রোগ্রাম, বৃত্তি, গবেষণা কার্যক্রম এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা প্রসারিত করা। নিঃসন্দেহে এই সমঝোতা স্মারকটি উভয় দেশের জন্য একটি নতুন যাত্রার সূচনা করে, যাতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এআইটি, থাইল্যান্ডে (১৯৫৯ সালে প্রতিষ্ঠিত) অধ্যয়নের নতুন সুযোগ তৈরি হবে এবং পাশাপাশি উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদদের স্বল্প ও দীর্ঘমেয়াদি সময়ের জন্য একে অপরের সঙ্গে বিনিময় কর্মসূচির অধীনে শিক্ষাবিনিময় ও গবেষণা বিনিময়ের সুযোগ পাবে।

বিষয়:

ইউআইইউতে মিট দ্য করপোরেট লিডার শীর্ষক প্রোগ্রাম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) বিবিএ প্রোগ্রামের উদ্যোগে ‘মিট দ্য করপোরেট লিডার’ শিরোনামে একটি একাডেমিক এবং করপোরেট শেয়ারিং সেশন গত রোববার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) বিবিএ প্রোগ্রামের উদ্যোগে ‘মিট দ্য করপোরেট লিডার’ শিরোনামে একটি একাডেমিক এবং করপোরেট শেয়ারিং সেশন গত রোববার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া এবং মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম। এ সময় উপস্থিত ছিলেন ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম। শেহজাদ মুনিম বলেন, তরুণদের মধ্যে আমরা যোগাযোগ দক্ষতা, দলগত কাজের মানসিকতা এবং কাজের প্রতি সর্বোচ্চ ত্যাগকে প্রাধান্য দিয়ে থাকি। এছাড়াও বলেন তরুণদের অনেক বেশি পরিশ্রমের পরিবর্তে দলগত কাজে বেশি সাফল্য আসে। মূল আলোচনা শেষে ইউআইইউ’র শিক্ষার্থী এবং শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের আরও বেশি বিনয়ী হওয়া উচিত। এ ছাড়া তিনি দেশের ব্যবসায়িক নানা চ্যালেঞ্জ এবং উদ্যোগের বিষয় তুলে ধরেন। ইউআইইউ উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া শিক্ষার্থীদের আগামীদিনের জন্য ভালো মানুষ হয়ে গড়ে ওঠার পরামর্শ দেন। এ ছাড়া তিনি তাদের সময় সচেতনতা, নতুন নতুন বিষয়গুলো শেখা এবং সময়ের সঠিক ব্যবহারের পরামর্শ প্রদান করেন।

প্রফেসর ড. সালমা করিম বলেন, এ ধরনের প্রোগ্রাম একাডেমিক এবং করপোরেটের মধ্যে সেতু বন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আগামীতে এ ধরনের প্রোগ্রাম করার প্রতিশ্রুতি দেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা, ছাত্র-ছাত্রী এবং অন্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

বিষয়:

আইএবি অ্যাওয়ার্ডস পেলেন যারা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সর্বোচ্চ সম্মাননা ‘আইএবি গোল্ড মেডেল ২০২৩, আইএবি অ্যাওয়ার্ডস ২০২৩’ এবং আইএবি ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডস ২০২৩-এর বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে গত শনিবার এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড এ আয়োজনের এক্সক্লুসিভ পার্টনার।

মর্যাদাপূর্ণ এ অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ও প্রথিতযশা পেশাজীবী ও গবেষক স্থপতিগণের উপস্থিতিতে ‘আইএবি গোল্ড মেডেল ২০২৩’ এবং বিভিন্ন ক্যাটাগরিতে ‘আইএবি অ্যাওয়ার্ডস ২০২৩’ ও ‘আইএবি ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডস ২০২৩’-এর বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

‘আইএবি অ্যাওয়ার্ডস ২০২৩’ বিজয়ী স্থপতিরা হলেন- ‘পিএমজি গ্যালারি তেজগাঁও’ প্রকল্পের জন্য ‘রিটেইল’ ক্যাটাগরিতে মাহমুদুল আনোয়ার রিয়াদ, মামুন মোরশেদ চৌধুরী, ড্যানিয়েল হক এবং মাজহার উদ্দিন আহমেদ; ‘সাইরু হিল রিসোর্ট, বান্দরবান’ প্রকল্পের জন্য ‘হসপিটালিটি অ্যান্ড হেলথ কেয়ার’ ক্যাটাগরিতে মুস্তফা আমিন, মো. কায়সার হোসাইন, কাজী মেফতাউল আরেফিন, আদনান ফেরদৌস হক এবং মাহমুদ হোসাইন।

‘থার্মাল কমফোর্ট গাইডলাইন্স ফর প্রোডাকশন স্পেস উইথইন মাল্টি-স্টোরি গার্মেন্ট ফ্যাক্টরিজ লোকেটেড ইন বাংলাদেশ’ শিরোনামের গবেষণার জন্য ‘রিসার্চ’ ক্যাটাগরিতে মো. মোহতাজ হোসাইন; ‘ফিফটি ইয়ারস অব আর্কিটেকচার ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণার জন্য ‘পাবলিকেশন’ ক্যাটাগরিতে নাসরিন হুসাইন এবং মাহমুদুল আনোয়ার রিয়াদ।

এ ছাড়া বিচারকরা ‘কনজার্ভেশন অ্যান্ড রিভাইটালাইজেশন’ ক্যাটাগরিতে দুটি প্রকল্পকে অ্যাওয়ার্ড দিয়েছেন। ‘কনজার্ভেশন অব বারো সরদার বাড়ি, সোনারগাঁ’ প্রকল্পের জন্য অ্যাওয়ার্ড বিজয়ীরা হচ্ছেন- আবু সাঈদ এ আহমেদ, মো. সারোয়ার হোসাইন, মো. খালেদ শামস খান এবং মো. মাশরুর মামুন হোসাইন; আর ‘মীর মঞ্জিল, মোহাম্মদপুর, ঢাকা’ প্রজেক্টের জন্য এই বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছেন- নাঈম আহমেদ কিবরিয়া, এশিয়া করিম, মোহাম্মদ মাহমুদুল ইসলাম এবং মো. বাপ্পারাজ চৌধুরী।

বিষয়:

banner close