মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ২৫ মে, ২০২৩ ০৮:৪১

কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৪০তম সভা গতকাল বুধবার ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়:

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের এজিমে লভ্যাংশ অনুমোদন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল সোমবার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত শেয়ারহোল্ডাররা কোম্পানির সাফল্যের জন্য প্রশংসা করেন।

সভায় সংযুক্ত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম, পরিচালকমণ্ডলী, উপদেষ্টা আহসানুল ইসলাম টিটু এমপি, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, ডিএমডি ও সিএফও মো. রফিক আহমেদ এবং কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান।

৩৩তম বার্ষিক সাধারণ সভায় ঘোষিত নগদ ১২ শতাংশ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি


এনসিসি ব্যাংকের বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কুমিল্লার নাঙ্গলকোট, কুমিল্লা সদর ও গৌরীপুর উপজেলায় ১ হাজার ১৫৫ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল আলমের সভাপতিত্বে নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান মো. সামছুউদ্দিন কালু (এআইপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাঙ্গলকোট, লাকসাম ও চৌদ্দগ্রাম উপজেলার প্রান্তিক কৃষকের মধ্যে গত শনিবার বিভিন্ন প্রকার বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন।

এ সময়, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান মেহেবুব ও উপজেলা কৃষি অফিসার মো. নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া কুমিল্লা সদরের অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল আলমের সভাপতিত্বে আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এবং উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন।

এ ছাড়া গৌরীপুরের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৌরীপুর, চান্দিনা ও দেবীদ্বারসহ অন্য উপজেলার প্রান্তিক কৃষকের বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে সিআরএম ডিভিশনের এসভিপি মুহাম্মদ শাহিদুল ইসলাম এবং এসভিপি ও কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল হকসহ গৌরীপুর, হাইওয়ে, নাঙ্গলকোট ও চান্দিনা শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল আলম বলেন, এনসিসি ব্যাংক প্রধানমন্ত্রী ঘোষিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতি ইঞ্চি জায়গা চাষযোগ্য করে গড়ে তোলার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে কৃষি যন্ত্রপাতিসহ আরও উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ কৃষকদের মধ্যে বিনা মূল্যে বিতরণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

বিষয়:

খুলনায় কৃষিঋণ বিতরণ করল এবি ব্যাংক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

এবি ব্যাংক লিমিটেড খুলনা জেলার সদর উপজেলায় ১ হাজার ৫০০ জনের অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষিঋণ বিতরণ করেছে। একই অনুষ্ঠানে ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শেষে নারী উদ্যোক্তাদের মধ্যে সার্টিফিকেট ও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ প্রদান করা হয়।

বঙ্গবন্ধু স্মরণে খুলনার টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালুকদার আব্দুল খালেক, মেয়র, খুলনা সিটি করপোরেশন।

এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম হাসান রেজা, নির্বাহী পরিচালক, খুলনা অফিস, বাংলাদেশ ব্যাংক; কাজী আমিনুল হক, পরিচালক, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; এস এম নজরুল ইসলাম, সভাপতি, খুলনা প্রেসক্লাব; কৃষিবিদ মোহন কুমার ঘোষ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা এবং মুর্শিদা আকতার রনি, সভাপতি, খুলনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বিজ্ঞপ্তি

বিষয়:

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে মাস্টার কার্ড ও নগদের অফার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

শুরু হতে যাচ্ছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-২০২৩। সারা দেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ বাড়িয়ে দিতে মাস্টার কার্ড ও নগদ নিয়ে এসেছে দারুণ অফার। মাস্টার কার্ড থেকে নগদ ওয়ালেটে ৩ হাজার ৪৫০ টাকা বা তার বেশি অ্যাড মানি বা ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করে গ্রাহক জিতে নিতে পারেন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা দেখার টিকিট।

নগদ ও মাস্টার কার্ডের এ অফারের মাধ্যমে একজন গ্রাহক সহজেই জিতে নিতে পারেন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা দেখার টিকিট। এর সঙ্গে থাকছে প্রতি সপ্তাহে সর্বোচ্চ লেনদেনকারী গ্রাহকের জন্য ফ্ল্যাগ বিয়ারার প্রোগ্রাম ও মাস্টার কার্ড সোফা। এ ছাড়া ক্যাম্পেইন শেষে মাস্টার কার্ড অ্যাড মানিতে সর্বোচ্চ লেনদেনকারী একজন ও মাস্টার কার্ড ক্রেডিট কার্ড বিল পেমেন্টে একজন পাবেন ম্যাচ ডে এক্সপেরিয়েন্স ও বিয়ন্ড দ্য বাউন্ডারি টিকিট। পাশাপাশি ক্যাম্পেইন চলাকালে নগদের মাধ্যমে মাস্টার কার্ডে সর্বোচ্চ বিল পেমেন্টকারী পাবেন মাঠে ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে সেলফি তোলার সুযোগ। এ ছাড়া মাস্টার কার্ড থেকে নগদে সর্বোচ্চ অ্যাড মানি করা গ্রাহক প্লেয়ার অব দ্য ম্যাচের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাবেন।

ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং কর্মকর্তা সাদাত আদনান আহমেদ বলেন, ‘ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনায় নগদ ও মাস্টার কার্ড তাদের গ্রাহকদের জন্য দারুণ এই অফার চালু করেছে। ক্রিকেটপ্রেমী গ্রাহকরা সহজে এই ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পেতে পারেন।’

এ ক্যাম্পেইনে অংশ নিতে একজন ফুল প্রোফাইল নগদ গ্রাহক হতে হবে। পাশাপাশি ক্যাম্পেইনের শর্ত মেনে লেনদেন করতে হবে। ক্যাম্পেইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নগদের ফেসবুক পেইজ বা ওয়েবসাইটে নজর রাখতে পারেন গ্রাহক। ক্যাম্পেইনটি ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। ক্যাম্পেইনের বিজয়ীদের নির্বাচন করা হবে দ্বৈবচয়ন ভিত্তিতে।


সাবসিডিয়ারি কোম্পানির সঙ্গে সভা করল আইসিবি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর আওতাধীন সাবসিডিয়ারি কোম্পানি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সিলেটের গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।

আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন আলী আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক কামাল আহমেদ চৌধুরী, আইসিবির তিনটি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিবির মহাব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মচারীসহ সিলেট অঞ্চলের গ্রাহক ও অংশীজন সভায় অংশগ্রহণ করেন।

এ ছাড়া সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অন্য আর্থিক প্রতিষ্ঠানের অংশীজন সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত অংশীজন পুঁজিবাজার উন্নয়ন ও আইসিবির গ্রাহক সেবা বিষয়ে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।


সর্বোচ্চ রেমিট্যান্স আহরণে অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড দিয়েছে মুক্তধারা নিউইয়র্ক আইএনসি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আকিজ উদ্দীন।

গত শনিবার আমেরিকার নিউইয়র্কে ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক ও মুক্তধারা নিউইয়র্কের উদ্যোগে এবং এফবিসিসিআই ও গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্যমেলা ২০২৩-এর সমাপনী অধিবেশনে এ পুরস্কার প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ ইমিগ্র্যান্ট ডে অ্যান্ড ট্রেড ফেয়ার ২০২৩-এর আহ্বায়ক ড. জিয়াউদ্দিন আহমেদ এবং মুক্তধারা নিউইয়র্ক আইএনসির প্রতিষ্ঠাতা ও ইমিগ্র্যান্টস ডে ২০২৩-এর প্রধান সমন্বয়ক বিশ্বজিত সাহা উপস্থিত ছিলেন।


‘বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ১৯৫২-২০২৩’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান রচিত ‘বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ১৯৫২-২০২৩’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত শনিবার বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ইমেরিটাস ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গ্রন্থের ওপর আলোচনায় অংশ নেন সোসাইটির সাবেক প্রেসিডেন্ড অধ্যাপক মাহফুজা খানম ও কাউন্সিল সদস্য অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল।

আলো আরজুমান্দ বানুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থটির প্রকাশনা প্রতিষ্ঠান ইতিবৃত্ত প্রকাশনের পরিচালক জাকিয়া আফরোজ।

গ্রন্থটির লেখক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান গ্রন্থ প্রণয়নের উদ্দেশ্য এবং এর বিষয় বস্তুর ওপর আলোকপাত করেন। বিজ্ঞপ্তি


শব্দদূষণ নিয়ন্ত্রণে টিওটি প্রশিক্ষণ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আয়োজনে বিআরটিএ ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের ১৫০ জন প্রশিক্ষক এবং কর্মকর্তাদের নিয়ে গত শনিবার পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে টিওটি প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম, শব্দদূষণের কারণ, ক্ষতিকর প্রভাব, করণীয় ও শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ এবং উল্লিখিত সামগ্রিক বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) ও প্রকল্প পরিচালক সৈয়দা মাছুমা খানম। প্রশিক্ষণ কার্যক্রমে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার হুসনে কমর ওসমানী, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার এবং বিআরটিএর পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা।


ড্যাফোডিল অ্যালামনাইদের মাধ্যমে ক্রাউডফান্ড প্রতিষ্ঠার ঘোষণা

আপডেটেড ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৪০
দৈনিক বাংলা ডেস্ক

ড্যাফোডিল ফ্যামিলি চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল অ্যালামনাই অস্ট্রেলিয়ার পুনর্মিলনীতে বিশ্বব্যাপী ড্যাফোডিল অ্যালামনাইদের সমন্বিত অবদানের মাধ্যমে ১০ মিলিয়ন ডলারের একটি ক্রাউডফান্ড প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন, যা বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনাবাসিক ড্যাফোডিল অ্যালামনাইদের কল্যাণ, চাকরি নির্ধারণ এবং উদ্যোক্তা উন্নয়নে নিবেদিত হবে। গতকাল রোববার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ড্যাফোডিল অ্যালামনাই অস্ট্রেলিয়ার পুনর্মিলনীতে তিনি এ ঘোষণা দেন। যেখানে অস্ট্রেলিয়াভিত্তিক ড্যাফোডিলের সাবেক ছাত্রদের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি ছিল এবং অনাবাসিক ড্যাফোডিল অ্যালামনাইরা এ তহবিলে সক্রিয়ভাবে অবদান রাখবে।

পুনর্মিলনীতে বিভিন্ন ব্যাচের ১৫০ জন ড্যাফোডিলের সাবেক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, যারা গবেষণা এবং ব্যবসার মতো ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম লুৎফর রহমান এবং ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


আরো আট পোশাক কারখানার কর্মী বেতন পাবেন বিকাশে

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

দেশের শীর্ষস্থানীয় আরো আটটি তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান তাদের কর্মী ও শ্রমিকদের বেতন-ভাতা বিতরণ করবে বিকাশের পে-রোল সল্যুশনের মাধ্যমে। এ নিয়ে দেশের পোশাকশিল্পের ১ হাজার ১০০টিরও বেশি কারখানার ১০ লাখের বেশি কর্মী ও শ্রমিকের বেতন-ভাতা দেওয়া হচ্ছে বিকাশের ডিজিটাল পে-রোল সল্যুশন ব্যবহার করে। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিকাশের চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোয়াজুদ্দিন গ্রুপের গ্রুপ ডিরেক্টর আবদুল্লাহ আল নোমান, টার্গেট গ্রুপের গ্রুপ অ্যাডভাইজর আব্দুল হক, জামালউদ্দিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া, শাহানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মিজানুর রহমান অপু এবং ব্রিটানিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ, প্যাট্রিয়ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান এবং হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে কথা বলেছেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ সাদিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত পে-রোল সল্যুশন ব্যবহারকারী প্রতিষ্ঠানের উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা বলেন, কারখানা কর্তৃপক্ষকে এখন আর ক্যাশ টাকা বহনের খরচ ও নিরাপত্তা নিয়ে ভাবতে হয় না, নষ্ট হয় না মূল্যবান কর্মঘণ্টা, এ ছাড়া বেতন দেয়ার সময় খুচরা ও নকল টাকার ঝামেলাও এড়ানো যাচ্ছে, বেতন বিতরণ ব্যবস্থাপনা হয়েছে আরো সহজ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক।

কর্মীরা এখন বিকাশে পাওয়া বেতন ডিজিটাল পদ্ধতিতেই ব্যবহার করে তাদের আর্থিক ব্যবস্থাপনাকে আরো উন্নত করার সুযোগ পাচ্ছেন। শ্রমিকরা তাদের বিকাশ অ্যাকাউন্ট থেকেই নিতে পারছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল ন্যানো লোন, সেভিংস, বিমাসহ আরো বহু আর্থিক সেবা।

শুধু ডিজিটাল পদ্ধতিতে বেতনই নয়, এ খাতের কর্মীদের জন্য একটি টেকসই আর্থিক ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিকাশ। এর অংশ হিসেবে বেশকিছু কারখানার ভেতরেই ন্যায্যমূল্যের দোকান ‘সুলভ বাজার’ ও ‘আপন বাজার’ স্থাপন করেছে বিকাশ, যেখানে শ্রমিকরা বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া, নারীশ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কারখানায় অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বিকাশ।

পাশাপাশি, আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে শ্রমিকদের আরো সচেতন করতে কারখানা প্রাঙ্গণে এমএফএসের নিরাপদ ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে আসছে বিকাশ। শ্রমঘন এলাকায় আছে বিকাশের বিশেষ গ্রাহক সেবাকেন্দ্র, কারখানার ফটকের পাশে এবং শ্রমিকদের আবাসস্থলের কাছাকাছি স্থাপন করা হয়েছে এজেন্ট পয়েন্ট এবং গড়ে তোলা হচ্ছে মার্চেন্ট অবকাঠামো।


প্রাইম ব্যাংক ও লো মেরিডিয়ানের মধ্যে চুক্তি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

প্রাইম ব্যাংক সম্প্রতি দেশের স্বনামধন্য পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান ঢাকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে ওই চুক্তি হয়। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের ভিসা এবং মাস্টারকার্ড প্লাটিনাম ক্রেডিট কার্ড ও ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ডহোল্ডাররা ও মোনার্ক গ্রাহকরা (প্রায়োরিটি ব্যাংকিং) লো মেরিডিয়ান ঢাকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা পাবেন। এ ছাড়া প্রাইম ব্যাংকের সব কার্ড হোল্ডাররা লো মেরিডিয়ান ঢাকায় রেস্টুরেন্টস, ক্যাফে এবং হেলথ ক্লাবের সদস্যপদের ওপর ১৫% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী এবং লো মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কনস্টান্টিনোস এস গ্যাভরিয়েল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের হেড অব প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদরী, কার্ডস ও এডিসির প্রধান মাসুদুল হক ভূঁইয়া এবং লো মেরিডিয়ান ঢাকার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং জুবায়ের ফারুক চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


‘কৃষককে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার দিকে মনোযোগী হতে হবে’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলএসসির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান বলেন, দেশের যুবসমাজ ও কৃষককে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার দিকে মনোযোগী হতে হবে। গতকাল মাদারীপুরে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতে সহায়তা দেওয়ার জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের উদ্যোগে মাদারীপুরের লিগ্যাল এইড প্রশিক্ষণকেন্দ্রে দিনব্যাপী জেলার নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওই প্রশিক্ষণে মাদারীপুর জেলার ৫টি উপজেলার প্রায় ১৩০ জন কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলএসসির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান বলেন, দেশের যুবসমাজ ও কৃষককে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার দিকে মনোযোগী হতে হবে। পোলট্রি শিল্প ও মাছ চাষে ব্যাপক উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা সৃষ্টি করা গেলে পুষ্টি জোগানের পাশাপাশি গ্রামীণপর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কৃষি উদ্যোক্তা তৈরির কাজে সফল হলে একদিকে যেমন দারিদ্র্য দূরীভূত হবে, অন্যদিকে জাতীয় অর্থনীতি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা পাবে। এ জন্য উদ্যোক্তা তৈরি, তাদের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করা দরকার। আমরা ইউসিবি কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চাই। তাদের সহযোগিতা করতে চাই। আমরা আমাদের ব্যাংককে কৃষি উদ্যোক্তাবান্ধব ব্যাংকে পরিণত করতে চাই।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, সদর উপজেলার মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, কৃষি কর্মকর্তা দীপ্তি রানি সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিবস রঞ্জন বাগচী, ইউসিবির আঞ্চলিক প্রধান মিজানুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইউসিবির শাখা ব্যবস্থাপক মো. রাশেদ খান। একই দিন শরীয়তপুর জেলার পৌরসভা মিলনায়তনে ৬টি উপজেলার প্রায় ২০০ জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. রিয়াজুর রহমান, ব্যাংকের জেলা শাখার ব্যবস্থাপক মো. আদুস সবুর। প্রশিক্ষণে সহজশর্তে কৃষিঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

‘ভরসার নতুন জানালা’নামক কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে ৩২টি জেলায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ সব প্রশিক্ষণে সহজশর্তের কৃষিঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া, উন্নত ও সমৃদ্ধ কৃষির বিকাশে সহজশর্তে ও মানবিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উপায় নিয়েও আলোচনা করা হয়।


ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতল নগদ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

দেশের ডিজিটাল পেমেন্ট বাড়াতে অনবদ্য ভূমিকা রাখার জন্য সবচেয়ে দ্রুত বর্ধনশীল এমএফএস নগদ ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করেছে। ভিসার সম্মানজনক এ অ্যাওয়ার্ড নগদের পাশাপাশি দেশের মূলধারার কয়েকটি ব্যাংকও অর্জন করেছে। সম্প্রতি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ‘টুওয়ার্ডস আ ক্যাশলেস, স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ভিসা বাংলাদেশ। এবারের ‘ভিসা লিডারশিপ কনক্লেভ-২০২৩’-এ ক্রেডিট কার্ড বিল পেমেন্ট এবং ডেবিট কার্ডে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে ‘এক্সিলেন্স ইন সাইবারসোর্স-পে-আউট,’ ক্যাটাগরিতে নগদ পুরস্কার অর্জন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট বিভাগের পরিচালক মো. শরাফাত উল্লাহ খান। এ ছাড়া ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু ও ভিসার অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নগদের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, চিফ কমার্শিয়াল কর্মকর্তা সিহাব উদ্দীন চৌধুরী ও হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট গোলাম জামিল আহমেদ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার প্রাপ্তির বিষয়ে নগদের চিফ কমার্শিয়াল কর্মকর্তা সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘আমাদের পার্টনার ভিসার কাছ থেকে পাওয়া এমন স্বীকৃতি সম্মানের। দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন করতে এবং গ্রাহকের সুবিধামতো সেবা দেয়ার জন্য আরও প্রোডাক্ট নিয়ে আসতে এ স্বীকৃতি আমাদের সাহায্য করবে।’

বাৎসরিক এই কনক্লেভ-এ ভিসা তাদের পার্টনার ব্যাংক, ফিনটেক কোম্পানি, মার্চেন্ট এবং অন্য অংশীদারদের সম্মাননা জানায়। ক্রস বর্ডার পেমেন্ট, প্রোডাক্ট ইনোভেশন, ফিনটেক পার্টনারশিপ, সাইবারসোর্স, ভ্যালু অ্যাডেড সার্ভিসেসসহ বিভিন্ন ক্যাটাগরিতে তারা এসব পুরস্কার দিয়ে থাকে।

এবারের আয়োজনে ফিনটেকের পাশাপাশি ইসলামী ব্যাংক বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, দ্য সিটি ব্যাংক, হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, দ্য প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক এবং ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে। বিজ্ঞপ্তি


banner close