ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৫৪তম ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
আইবিটিআরএর প্রিন্সিপাল নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম মুনিরুল আলম আল-মামুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঢাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে র্যালি, বৃক্ষরোপণ, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
গতকাল বুধবার কার্জন হল এলাকায় একটি চালতাগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আতহার উদ্দিনের সভাপতিত্বে সেমিনারেও প্রধান অতিথি ছিলেন তিনি। বিজ্ঞপ্তি
‘ইমপ্যাক্ট অব দ্য কোভিড-১৯ প্যানডেমিক অন এয়ার কোয়ালিটি অব দ্য মনসুন এশিয়া রিজিয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালা গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের (কারস) সেমিনার কক্ষে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবদুস সালাম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি
শুধু ছাপা টাকা ব্যবহারের বদলে ক্যাশলেস লেনদেন নিশ্চিত করতে পারলে প্রতিবছর অন্তত ১০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বলে জানিয়েছেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। সংসদ সদস্যদের জন্য আয়োজিত ‘টুওয়ার্ডস ক্যাশলেস ডিজিটাল ট্রানজেকশন সিস্টেম’ শিরোনামের এক আলোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
গতকাল মঙ্গলবার সংসদের শপথগ্রহণ কক্ষে সংসদ সচিবালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. শিরীন শারমিন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।
পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়ন ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির প্রধান কার্যালয়ে গত সোমবার বিনিয়োগকারীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কিসমাতুল আহসান ও আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান ও আইএসটিসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান প্রমুখ।
সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অভিযোগ প্রতিকারব্যবস্থা ও জিআরএস সফটওয়্যারবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম। সহকারী ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জাহিদ হোসেন।
সম্প্রতি মধুমতি ব্যাংক কর্তৃক আয়োজিত সিঙ্গাইর উপজেলা মানিকগঞ্জে ব্যাংকের অর্থায়নে কৃষকদের মাঝে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সফিউল আজম।
এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কৃষক, এজেন্ট, উদ্যোক্তা এবং এলাকার সাধারণ জনগণ।
এবি ব্যাংক গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১৫০০-এর অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষিঋণ বিতরণ করেছে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কোটালীপাড়ার কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১তম সভা গত ১৮ মে অনুষ্ঠিত হয়। গুলশান এভিনিউতে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। সভায় অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মেদ আলমগীরসহ অন্য পরিচালকরা, ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ প্রমুখ।
দি প্রিমিয়ার ব্যাংকের বাংলাবাজার এসএমই শাখা ১০ নর্থ ব্রুক হল রোড (দোতলা), বাংলাবাজার, ঢাকায় স্থানান্তরিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ডিএসসিসির ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন, ভবন মালিক সানোয়ার আলী সিকদার ও পদ্মা গ্রুপের পরিচালক ফিদা হোসেন।
এ ছাড়া ব্যাংকের হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড পিআর তারেক উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্ব পরিবেশ দিবস উদযাপনকে কেন্দ্র করে ইস্টার্ন ব্যাংক লি. (ইবিএল) গতকাল তাদের প্রধান কার্যালয়ে ‘জলবায়ু পরিবর্তন: অভিযোজন ও প্রশমনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে।
এতে মূল বক্তা ছিলেন পিকেএসএফের ডিএমডি ড. ফজলে রাব্বী সাদেক আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।
আরও বক্তব্য দেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, বাংলাদেশ ব্যাংকের পরিচালক চৌধুরী লিয়াকত আলী, বিআইবিএমের অধ্যাপক শাহ মো. আহসান হাবীব, ভিয়েলাটেক্স গ্রুপের চেয়ারম্যান কে এম রেজাউল হাসনাত ও ইবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম।
সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লি. (বিসিবিএল)-এর প্রধান কার্যালয়ে ব্যাংকের প্যানেলভুক্ত আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. আব্দুল কাদের। এ ছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা।
ড. আব্দুল কাদের তার বক্তব্যে দীর্ঘদিনের বিপুল অঙ্কের অনাদায়ি খেলাপি ঋণ আদায়ে দায়েরকৃত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে আইনজীবীদের অপরিসীম ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। এ লক্ষ্যে তিনি আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ বার্ষিক পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে তাদের অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণাও দেন।
রাজধানীর খামাবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন সৌরশক্তি ও পানিসাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী।
কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন উপপ্রকল্প পরিচালক অশোক কুমার বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরআইয়ের সাবেক পরিচালক ড. মো. আউয়ুব হোসেন। বিজ্ঞপ্তি
পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুরে গতকাল সোমবার গ্লোবাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ অনলাইন মাধ্যমে ওই আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সামি করিম, প্রধান কার্যালয়ের ভিপি ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, এসএভিপি এ কে এম নূরুল আফসার প্রমুখ।