মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

ঢাকা ও পঞ্চগড়ে মার্কেন্টাইল ব্যাংকের উপশাখা উদ্বোধন

আপডেটেড
৪ নভেম্বর, ২০২২ ১২:২৭
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২২ ১২:২৭

মার্কেন্টাইল ব্যাংক ঢাকায় ‘মাটিকাটা উপশাখা’ও উত্তরবঙ্গে ‘পঞ্চগড় উপশাখা’ গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করেছে।

ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ফিতা কেটে ২টি উপশাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ, পরিচালকবৃন্দ আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), মোশাররফ হোসেন ও এম. এ খান বেলাল।


পথশিশুদের ঈদের পোশাক বিতরণ

সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সঙ্গে আছি ফাউন্ডেশন’ প্রতি বছরের মতো এবারও ঢাকার রাস্তায় বসবাসকারী পথশিশু, আশ্রয়কেন্দ্রের এক হাজার শিশুকে ঈদের পোশাক বিতরণ করেছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সঙ্গে আছি ফাউন্ডেশন’ প্রতি বছরের মতো এবারও ঢাকার রাস্তায় বসবাসকারী পথশিশু, আশ্রয়কেন্দ্রের এক হাজার শিশুকে ঈদের পোশাক বিতরণ করেছে।

সম্প্রতি ভিখারুন্নেসা স্কুলের সামনে ২০০ পথশিশুকে পোশাক বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের সভাপতি মো. জসিম উদ্দিন খান, পরিচালক রিজভী নেওয়াজ, উপদেষ্টা সিনিয়র জেলা জজ (অব.) মো. ফওজুল আজিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুর রাজ্জাক খান উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলা যেমন- নারায়ণগঞ্জের কাঁচপুরে, জয়পুরহাটে, গাজীপুরের কালীগঞ্জে, ঝালকাঠির নলছিটিতে ও কুড়িগ্রামের চরসাজাই ইউনিয়নে অসহায় নারী-পুরুষ ও শিশুদের মধ্যে ঈদের কাপড় বিতরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি


গান, কবিতা আর ছবি এঁকে বৈশাখকে বরণ করল শিশু একাডেমি

বৈশাখবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কবি নির্মলেন্দু গ‍ুণ। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

গত রোববার বাংলা নববর্ষ ১৪৩১-এর প্রথম দিন। বাংলাদেশ শিশু একাডেমিতে উৎসবের আমেজে ওইদিন বাঙালির প্রাণের উৎসব বৈশাখ বরণ অনুষ্ঠান উদযাপিত হয়। বাংলা সংস্কৃতির নানা উপকরণে সাজে শিশু একাডেমি প্রাঙ্গণ। বৈশাখ বরণ উৎসবে ‘বৈশাখের রং লাগাও প্রাণে’ শিরোনামে উন্মুক্ত ক্যানভাসে ছবি আঁকার উদ্বোধন করেন বাংলাদেশের বরেণ্য কবি নির্মলেন্দু গ‍ুণ। এরপর রঙের তুলিতে ক্যানভাস রাঙান বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম এবং মহাপরিচালক আনজীর লিটন। শিশুরাও মনের মাধুরি মিশিয়ে আঁকে বৈশাখের ছবি। বৈশাখবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য কবি নির্মলেন্দু গ‍ুণ। তিনি তার বক্তব্যে শৈশবের পহেলা বৈশাখের স্মৃতিচারণ করেন। ৮০ বছর বয়সের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কবি বলেন, তার শৈশবের বৈশাখে নতুন পোশাক পরে বৈশাখ উদযাপনের সামর্থ্য ছিল না। সামর্থ্য না থাকলেও সেসময় তাদের আনন্দেরও কোনো কমতি ছিল না বলে জানান। শিশু একাডেমিতে বৈশাখবরণ করতে এসে তিনি প্রথমবারের মতো মেট্রোরেল দেখে আপ্লুত হয়ে যান। মেট্রোরেলে জনমানুষের ভোগান্তি দূর হতে দেখে বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্যানভাস উদ্বোধনের পর, শিশু একাডেমির উন্মুক্ত চত্বরে বৈশাখের গান ‘এসো হে বৈশাখ’ পরিবেশন করে বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশু শিল্পীরা। আজকের বৈশাখবরণের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ শিশু একাডেমির শিশুশিল্পী, প্রশিক্ষক এবং অভিভাবকবৃন্দ। এ সময় বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা, প্রশিক্ষক, অভিভাবক এবং প্রশিক্ষণার্থী শিশুরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


এইচএল ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

এইচএল ফাউন্ডেশনের (সামাজিক উৎকর্ষতায় এইচএল ফাউন্ডেশন) উদ্যোগে সম্প্রতি সংগঠনের প্রধান কার্যালয়ে অসহায়, এতিম ও দুস্থ জনগণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে ঈদসামগ্রী বিতরণের পাশাপাশি ফাউন্ডেশনের জাকাত তহবিল থেকে হুইল চেয়ারে আসা অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কিছু নগদ অর্থও প্রদান করা হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

এইচএল ফাউন্ডেশনের (সামাজিক উৎকর্ষতায় এইচএল ফাউন্ডেশন) উদ্যোগে সম্প্রতি সংগঠনের প্রধান কার্যালয়ে অসহায়, এতিম ও দুস্থ জনগণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে ঈদসামগ্রী বিতরণের পাশাপাশি ফাউন্ডেশনের জাকাত তহবিল থেকে হুইল চেয়ারে আসা অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কিছু নগদ অর্থও প্রদান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা এ কে এম হাফিজুল্লাহ্ খান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়াও সংগঠনসংশ্লিষ্ট পরিবারের সব সদস্যরা উপস্থিত ছিলেন।

হাফিজুল্লাহ খান লিটনের প্রয়াত বাবা এবং তার গর্ভধারিণী মায়ের নামে গড়া মানবহিতৈষী, সমাজকল্যাণমূলক, অলাভজনক ও অরাজনৈতিক এ সংগনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে একটি আধুনিক সমাজ গঠন তথা প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য স্থানীয় জনপ্রতিনিধিরা এবং স্থানীয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অত্যন্ত আধুনিক দর্শন ও চিন্তাধারার মানসে সম্প্রতি প্রতিষ্ঠিত এই সংগঠনটি গত মার্চ মাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। অতঃপর অদ্যকার এই অভূতপূর্ব মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নকল্পে আনুষ্ঠানিক অভিযাত্রা শুরু করে।

অনুষ্ঠান শেষে সভাপতি অনুষ্ঠানে আসা সব অতিথিসহ উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি


সোশ্যাল ইসলামী ব্যাংকে ঈদ পুনর্মিলনী

ঈদপরবর্তী প্রথম কর্মদিবসে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল সোমবার উদ্‌যাপিত হলো এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ঈদপরবর্তী প্রথম কর্মদিবসে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল সোমবার উদ্‌যাপিত হলো এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান, ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, ঢাকার কয়েকটি শাখার ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন নির্বাহীদের বক্তব্যের পাশাপাশি অন্য কর্মকর্তাদের ঈদ ও বাংলা নববর্ষ বরণের অনুভূতি ব্যক্তকরণ, স্মৃতিচারণ, কৌতুক, গান, স্বরচিত কবিতা ও কবিতা আবৃত্তি ইত্যাদি পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও বর্ণিল করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি জাফর আলম নিজের ঈদ উদ্‌যাপনের অনুভূতি ব্যক্ত করেন এবং সবার সঙ্গে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, কর্মক্ষেত্রে যাদের সঙ্গে আমরা বেশির ভাগ সময় কাটাই তারা আমাদের আরেকটি বৃহৎ পরিবার। এই পরিবারের সবার সঙ্গে ঈদ ও নববর্ষের আনন্দ ভাগ করে নিতে পারছি এটা অনেক আনন্দের। আমরা সবাই মিলে এই ব্যাংককে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের ব্যাংক রেমিট্যান্স, আমানত ও গ্রাহক সংখ্যায় ভালো করছে। ব্যাংকের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি


ঈদ উৎসবে ওয়ালটন ফ্রিজ কেনার হিড়িক

রাজধানীর এক ওয়ালটন প্লাজায় ফ্রিজ দেখছেন ক্রেতারা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

ঈদুল ফিতরে নতুন ফ্রিজ কিনতে ক্রেতারা ছুটেছেন ইলেকট্রনিক্সের শোরুমে। বিশেষ করে সেরা দামে সেরা মানের পছন্দের ফ্রিজ কিনতে দেশের সুপার ব্র্যান্ড ওয়ালটনের শোরুমে ভিড় করেছেন ক্রেতারা। ব্যাপক ক্রেতা সমাগমে দেশব্যাপী ওয়ালটন শোরুমগুলোতে পড়েছে ফ্রিজ কেনার হিড়িক। শোরুমের বিক্রয় প্রতিনিধিরাও এই বাড়তি ক্রেতা সমাগম ভালোভাবেই সামাল দিচ্ছেন।

ওয়ালটন ফ্রিজের সাশ্রয়ী দাম, উচ্চ গুণগত মানের পাশাপাশি সর্বোচ্চ বিক্রয়োত্তর সুবিধা থাকায় ঈদের আগে শোরুমগুলোতে ফ্রিজ বিক্রির উৎসব চলছে বলে জানিয়েছেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বাগেরহাট, বগুড়া, সিলেট, ফেনী, নরসিংদীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োজিত ওয়ালটন প্লাজার ম্যানেজার, পরিবেশক ও অঞ্চল প্রধানরা।

তারা জানান, ঈদ উপলক্ষে ‘সেরা পণ্যে সেরা অফার’ স্লোগানও সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০। এই সিজনেও ওয়ালটন ফ্রিজ কিনে ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এ ছাড়া রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইতোমধ্যে সিজন-২০-এ ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ৩ জন ক্রেতা। তাই ঈদ উৎসবে ক্রেতা পছন্দের শীর্ষে রয়েছে ওয়ালটন ফ্রিজ।

ওয়ালটন ফ্রিজের ডেপুটি চিফ বিজনেস অফিসার আনিসুর রহমান মল্লিক জানান, সার্বিক বিবেচনায় এবারের ঈদে ফ্রিজ বিক্রির জন্য সময়টা খুব ভালো যাচ্ছে। ফ্রিজ বিক্রি হচ্ছে আশাতীত। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইত্যাদি প্রতিকূলতাকে কাটিয়ে চলতি বছরে ব্যবসায়ে স্বাভাবিক ধারা ফিরে এসেছে। তাই এ বছর ঈদকে ঘিরে ফ্রিজের বাজার বেশ চাঙ্গা। প্রতি বছরের মতো এই ঈদেও ফ্রিজের বাজারে একচেটিয়া আধিপত্য ওয়ালটনের। এরইমধ্যে ঈদে আমাদের ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সার্বিকভাবে বলা চলে ঈদে দেশব্যাপী ওয়ালটনের শোরুমগুলোতে চলছে ফ্রিজ বিক্রির ধূম।

তিনি বলেন, দেশের সিংহভাগ ক্রেতার আস্থা এখন ওয়ালটন ফ্রিজে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ওয়ালটন ফ্রিজে অ্যাডভান্সড আইওটি, ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির পাশাপাশি বিশ্বের সর্বাধুনিক ফিচারের ব্যবহার। আমরা গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন ও বাজারজাত করছি। তাই ঈদ উৎসবে পছন্দের ওয়ালটন ফ্রিজ কিনতে শোরুমগুলোতে ক্রেতার ভিড় বেড়েছে ব্যাপকহারে।

ঈদ বাজারে সব শ্রেণি, পেশা ও আয়ের ক্রেতাদের জন্য ওয়ালটনের রয়েছে বিভিন্ন ডিজাইনের ৩ শতাধিক মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার। এসব মডেলের সহস্রাধিক কালারের ফ্রিজ রয়েছে। এসব ফ্রিজের দাম ১৫ হাজার টাকা থেকে ১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে। আছে জিরো ইন্টারেস্টে ৬ মাসের সহজ কিস্তিসহ সর্বোচ্চ ৩৬ মাসের কিস্তি সুবিধা।

ওয়ালটন ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি এবং ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবার সুবিধা পাচ্ছেন ক্রেতারা। গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে ওয়ালটনের রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ সার্ভিস এক্সপার্টস টিম ও আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। এর আওতায় দেশব্যাপী বিস্তৃত ৮০টিরও অধিক সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকদের সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ লেভেলের বিক্রয়োত্তর সেবা প্রদান করা হচ্ছে।


অসহায়দের মাঝে মিরপুর রাইডার্স ফর হোপ ক্লাবের ঈদ উপহার বিতরণ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

রাজধানীর মিরপুরে অসহায় ও নিম্নবিত্ত মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন মিরপুর রাইডার্স ফর হোপ ক্লাব (এমআরএইচসি)।

গতকাল মঙ্গলবার বিকেল থেকে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে ক্লাবের স্বেচ্ছাসেবীরা। এই কার্যক্রমের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন ক্লাবের উপদেষ্টা আজাহার উদ্দিন আজিম।

ক্লাবের স্বেচ্ছাসেবক তানভির বলেন, ‘শুরু থেকে আমরা অসহায় মানুষদের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। এই ঈদে আমরা সম্পূর্ণ মিরপুর অঞ্চলে ঈদ উপহার বিতরণ করেছি। আমরা চেষ্টা করেছি ঈদের প্রয়োজনীয় নিত্যপণ্য দিয়ে তাদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে।’

ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক জাবের খান বলেন, ‘ঈদ মানে আনন্দ। আমরা নিজেরা ঈদের আনন্দ উপভোগ করলেও আমাদের আশেপাশের অসহায় মানুষদের নিয়ে আমরা কি ভাবি? এই ধরণের মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে আমরা এই কর্মসূচি আয়োজন করি। আমরা এবার পরিকল্পনা করে মিরপুরের বিভিন্ন স্থানের অসহায় ও নিম্নআয়ের মানুষদের কাছে পৌঁছে দিচ্ছি উপহার। আমরা অদূর ভবিষ্যতে মিরপুরের গণ্ডি পেরিয়ে সারা দেশের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করার আশা করছি।’


বগুড়ায় জনতা ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গত রোববার বগুড়ার গাবতলী এলাকায় সমাজের সুবিধাবঞ্চিত অসহায়, দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক পিএলসি। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গত রোববার বগুড়ার গাবতলী এলাকায় সমাজের সুবিধা বঞ্চিত অসহায়, দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক পিএলসি। ব্যাংকের পরিচালক মো. আব্দুল মজিদ পাশার সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস‌্য অধ‌্যাপক ডা. মোস্তফা আলম নান্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। ব‌্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জি এম অরুণ প্রকাশ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন‌্যা, বিশিষ্ট ব‌্যক্তি ও ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


ঈদে ‘আইপিডিসি আমাদের গান’ নিয়ে আসছে চঞ্চল চৌধুরী  

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের উৎসবের আবহের মাঝে ‘আইপিডিসি আমাদের গান’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় একটি গানের নতুন পরিবেশনা। বরেণ্য সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার রচিত গানটি যৌথভাবে পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী মিফতাহ জামান এবং দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, যিনি একাধারে সঙ্গীতজগতেও প্রশংসনীয় পদচারণা রেখেছেন। ‘আইপিডিসি আমাদের গান’-এর চলমান ৫ম সিজনটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার এবং একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার-কে যিনি এদেশের শিল্প-সংস্কৃতির ইতিহাসে এক অমর নাম। সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী সঙ্গীতজ্ঞের সৃষ্ট বিশ হাজারেরও বেশি গানের আবেদন আজও বাংলাদেশের মানুষের কাছে বিরাজমান। সেই গানগুলোকেই নতুনভাবে শ্রোতাদের সামনে উপস্থাপন করতে ‘আইপিডিসি আমাদের গান’-এর ৫ম সিজনের আয়োজন। বিজ্ঞপ্তি


হামদর্দের নতুন নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের মেডিকেল ও বিক্রয় প্রতিনিধিদের প্রাথমিক প্রশিক্ষণ সমাপনী ও নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের মেডিকেল ও বিক্রয় প্রতিনিধিদের প্রাথমিক প্রশিক্ষণ সমাপনী ও নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘প্রকৃত অর্থেই হামদর্দ ব্যথার সাথী হিসেবে কাজ করছে। সমগ্র বাংলাদেশের মানুষের কাছে হামদর্দ এখন প্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আন্তরিকতা থাকলে অবশ্যই এই প্রতিষ্ঠানে সফল হওয়া সম্ভব। কাজ কখনো কাউকে খালি হাতে ফেরায় না। সুতরাং হামদর্দের শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে ছড়িয়ে দিতে নিরন্তরভাবে প্রচেষ্টা চালাতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। অনুপ্রেরণামূলক বক্তব্য দেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, কোম্পানি সেক্রেটারি ও পরিচালক প্রশাসন এবং এইচআরডি (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল মজিদ। সভাপতিত্ব করেন পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক বিক্রয় মোখলেছুর রহমান মারুফ। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। বিজ্ঞপ্তি


বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা দিবস উদযাপন

কমিশন ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কমিশন চত্বরে বেলুন উড্ডয়ন। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

‘বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা দিবস’-২০২৪ উপলক্ষে গতকাল সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মৃত্যুঞ্জয়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে কমিশন চত্বরে বেলুন উড্ডয়ন, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও কমিশন সচিবালয়ের সচিব মহোদয় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কমিশন সচিবালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি


বর্ণিল সাজে সেজেছে সাগরকন্যা কুয়াকাটা

আপডেটেড ৮ এপ্রিল, ২০২৪ ১৬:১৪
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখরিত হবে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি ‘সাগরকন্যা’ কুয়াকাটায়। পদ্মা সেতু উদ্বোধনের পর ব্যাপকভাবে পর্যটক দেখা গেছে কুয়াকাটায়। তাই এবারের ঈদে ব্যবসা-বাণিজ্য গতি পাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে ৬০ শতাংশ হোটেল মোটেল কক্ষ বুকিং হয়েছে বলে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা ও সেবা দিতে প্রস্তুতি নিয়েছে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পৌর কর্তৃপক্ষ।

খুশির ছোঁয়া লেগেছে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে, ইতোমধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাজিয়েছেন আবাসিক হোটেল, রেস্তোরাঁ। বেচাকেনার জন্য তৈরি রয়েছে রাখাইন মহিলা মার্কেট, ঝিনুক মার্কেট, বার্মিজ আচার, কাঁকড়া ফ্রাই, পর্যটকদের ছবি তোলার জন্য প্রস্তুত ক্যামেরাম্যান। চটপটি-ফুচকার দোকানে দেখা গেছে মানুষের আনাগোনা। কুয়াকাটা দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করাতে প্রস্তুত , মোটরসাইকেল ও অটোরিকশা চালক, কুয়াকাটা থেকে সমুদ্রপথে বিভিন্ন দ্বীপ ও বনাঞ্চল ভ্রমণ করানোর জন্য প্রস্তুত করা হয়েছে ট্যুরিস্ট বোট, স্পিড বোট ও ওয়াটার বাইক ।

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব ও পশ্চিমে মনোমুগ্ধকর ১৮ কিলোমিটার বেলাভূমি রয়েছে। পর্যটকরা এখানকার ট্যুরিজম পার্ক, জাতীয় উদ্যান (ইকোপার্ক), শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহার ঘুরে দেখেন। এ ছাড়া কুয়াকাটার পশ্চিমে সমুদ্র পথে ফাতরার বন, সোনাকাটা ফকিরহাট (ইকোপার্ক), লাল কাঁকড়ার চর, লেম্বুর বন, শুটকি পল্লি ও ভ্রমণপিপাসুদের আগ্রহের কেন্দ্রে থাকে।

আচার বিক্রেতা মো. জহির রায়হান বলেন, নানা ধরনের দেশি বিদেশি আচার ও চকলেট উঠেয়েছি দোকানে। টানা ছুটিতে কুয়াকাটায় হাজারো পর্যটকের আনাগোনা থাকবে। তাদের কাছে আমরা বাহারী স্বাদের আচার ও চকলেট বিক্রি করব। দাম ও মানের বিষয়ে আমরা পর্যটকদের কথা মাথায় রাখি বরাবরই।

অভিজাত আবাসিক সিকদার রিসোর্ট এন্ড ভিলার্স এবং ওসান ভিউ হোটেল এন্ড কনভেনশন এসিস্ট্যান্ট ম্যানেজার মো. আল-আমীন খান বলেন, ‘আমাদের এখন পর্যন্ত ৫০ শতাংশ অগ্রীম বুকিং সম্পন্ন হয়েছে। প্রতিক্ষণই পর্যটকরা ফোনে খোঁজ-খবর নিচ্ছে। আশাবাদী শতভাগ রুম বুক হয়ে যাবে। আমরা পর্যটকদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রেখেছি।’

হোটেল মোটেল ওনার্স অসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরিফ বলেন, ‘আমরা আশাবাদী পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় অনেক ট্যুরিস্টের আগমন হবে। আবার আগের মত প্রাণ খুঁজে পাবে কুয়াকাটা সমুদ্র সৈকত, হাসি ফুটবে সকল ব্যবসায়ীদের মনে। হোটেল মোটেল গুলোতে ৬০ শতাংশের মত আগাম বুকিং হয়েছে।’

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘ঈদ পরবর্তী সময়ে কুয়াকাটায় পর্যটকদের ভিড় বাড়বে এমন ধারণা মাথায় রেখেই আমরা প্রস্তুতি সভা করেছি। ভ্রাম্যমাণ আদালতের একটি দল সার্বক্ষণিক মাঠে থাকবে। চিকিৎসক দল, ফায়ার সাভির্স অ্যান্ড সিভিল ডিফেন্সের সদসরাও তৈরি রয়েছে।

টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘কুয়াকাটায় ঘুরতে আসা সব পর্যটকের সেবা দেওয়া ও আইনি সহায়তা দেওয়া আমাদের কর্তব্য। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুয়াকাটায় অনেক পর্যটক আসবে, তাই আমরা অনেক নিরাপত্তাব্যবস্থা করেছি। সৈকতের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সাদা পোশাকে আমাদের সদস্যরা টহলে থাকবেন। আশা করছি আমরা পর্যটকদের শতভাগ নিরাপত্তা দিতে পারব।’

কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদার জানান, এবারের ঈদুল ফিতরের লম্বা ছুটিতে অনেক বেশি পর্যটক আসবে বলে ধারণা করা হচ্ছে। তাই নিরাপত্তাসহ সবকিছু বিবেচনা করেই এবার ঈদের ছুটিতে আগত পর্যটকদের সেবা দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে।


গণমাধ্যম ব্যক্তিত্বদের সম্মানে বিনা তেলে তৈরি সাওল ইফতার

শত শত বছরের তেলময় খাদ্যাভ্যাসের বিপরীতে বিনা তেলে তৈরি স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও সুস্বাদু ‘সাওল ইফতার’ আয়োজন করেছে সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ। গত বুধবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে ‘কাজল মিলনায়তনে’ গণমাধ্যম ব্যক্তিত্বদের সম্মানে সাওলের ‘ওয়েল ফ্রি কিচেন’-এর তৈরি ব্যতিক্রমী, অভিনব ও জনসচেতনতামূলক এ ইফতার। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

শত শত বছরের তেলময় খাদ্যাভ্যাসের বিপরীতে বিনা তেলে তৈরি স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও সুস্বাদু ‘সাওল ইফতার’ আয়োজন করেছে সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ। গত বুধবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে ‘কাজল মিলনায়তনে’ গণমাধ্যম ব্যক্তিত্বদের সম্মানে সাওলের ‘ওয়েল ফ্রি কিচেন’-এর তৈরি ব্যতিক্রমী, অভিনব ও জনসচেতনতামূলক এ ইফতার। মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ভোজ্যতেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় সংযম সাধনের মাস রমজানে। কাটাছেঁড়া-রক্তপাত ছাড়া বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ ‘জনস্বাস্থ্য আন্দোলন’-এর অংশ হিসেবে রমজানে বিনা তেলে ইফতার তৈরি করে থাকে। হৃদরোগ সৃষ্টির ১৫টি কারণের মধ্যে অন্যতম হলো খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল। এর মধ্যে ভোজ্যতেল মহাঘাতক। খাবারে ভোজ্যতেল পরিহার করতে পারলে হৃদরোগের, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ অতিওজন, গ্যাস্ট্রিকসহ অনেক রোগের বিরাট ঝুঁকি দূর হয়ে যায়। ২০০৮ থেকে বিনা তেলে রান্না আর ২০০৯ সাল থেকে রমজানে সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ বিনা তেলে তৈরি স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও সুস্বাদু ‘সাওল ইফতার’ সরবরাহ করছে। সাওল ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, সিনিয়র সাংবাদিক শামসুদ্দিন পেয়ারা, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, সমাজতাত্ত্বিক সলিমুল্লাহ খান, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, নিউএজের সম্পাদক নুরুল কবির, দেশ রূপান্তরের সম্পাদক মোস্তফার মামুন, কথাসাহিত্যিক সুমন্ত আসলাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত, মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজওয়ানুল হক রাজা, কবি ও লেখক ফরিদুর রহমান, ইনসাইডার সৈয়দ বোরহান কবির, কথাসাহিত্যিক আন্দালিব রাশদী, সাংবাদিক মুন্নি সাহা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপু, সাংবাদিক রুমি নোমান, মানব জমিনের প্রধান বার্তা সম্পাদক কাজল ঘোষ, কথাসাহিত্যিক ঝর্না রহমান, কবি কামরুল হাসান, কথাসাহিত্যিক সালাহউদ্দিন শুভ, লেখক এহসান মাহমুদ, কবি জাহানারা পারভিন। সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, সাবেক সিনিয়র সচিব আবু আলম শহিদ খান, সাবেক স্বাস্থ্য সচিব ও লেখক হোসেন আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, আইইডিসিআরের পরামর্শক, কাজী মিনা আহমেদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞডা. আবু জামিল ফয়সাল, সংস্কৃতি বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চিকিৎসাবিজ্ঞানী ডা. লিয়াকত আলী, ডা. আমিনুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবদুল হামিদ প্রমুখ। বিজ্ঞপ্তি


ইউআইটিএস ল’ ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) আইন বিভাগের বিভাগীয় মুট কোর্ট রুমে গত বুধবার আইন অনুষদের ডিন অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া, বিভাগীয়প্রধান রেহনুমা চৌধুরী, বিভাগীয় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ঈদ পূর্ব মতবিনিময় সভার আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) আইন বিভাগের বিভাগীয় মুট কোর্ট রুমে গত বুধবার আইন অনুষদের ডিন অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া, বিভাগীয়প্রধান রেহনুমা চৌধুরী, বিভাগীয় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ঈদ পূর্ব মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় আইন অনুষদের ডিন অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া সবাইকে নিরাপদে ঈদ পালন করার এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য সবার প্রতি আহ্বান জানান, সেই সাথে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। পরে মতবিনিময় সভায় ইউআইটিএস ল’ ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হন শার্মিলা আঞ্জুম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন রিয়াদ মিয়া। ক্লাবটির অ্যাডভাইজর হিসেবে রয়েছেন আইন বিভাগের শিক্ষক মেহেদী হাসান সরকার। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান রেহনুমা চৌধুরী ইউআইটিএস ল’ ক্লাবের সব সদস্যকে অভিনন্দন জানান এবং ক্লাবের সর্বাত্মক সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি


banner close