বুধবার, ২১ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

শাহবাগ ছেড়েছে ছাত্রদল, যান চলাচল স্বাভাবিক

ইউএনবি
প্রকাশিত
ইউএনবি
প্রকাশিত : ২০ মে, ২০২৫ ১৮:১৮

প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখার পর শাহবাগ ছেড়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে আশেপাশের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকাল ৩টার দিকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। এরপর বিকাল ৫টার দিকে শাহবাগ ছেড়ে যান তারা।

সাম্য হত্যার বিচার, ভিসি ও প্রক্টরের পদত্যাগ, নিরাপদ ক্যাম্পাসসহ একাধিক দাবিতে শাহবাগ মোড়ে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। এর ফলে শাহবাগ এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে বৃষ্টির মধ্যে মানুষের ভোগান্তি আরও বাড়ে।

অবরোধ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদকের নাছির উদ্দিন নাছিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অন্যান্য ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, রবিবারও একই দাবিতে তারা দুই ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন।


বিপুল বিদেশি মদ ও বিয়ারসহ গ্রেপ্তার ১

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গেন্ডারিয়া থেকে ১৪৫ বোতল বিদেশি মদ ও ১০৬ ক্যান বিয়ারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার নাম- মো. সজল (৩৪)।

আজ মঙ্গলবার বিকেলে গেন্ডারিয়ার ৪৯ নম্বর শরাফৎগঞ্জ লেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) সূত্রাপুর সার্কেল।

ডিএনসির উপ পরিচালক মো. মানজারুল ইসলাম দৈনিক বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তার সজল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে তার কার্যকলাপ গোপনে নজরদারির মধ্যে রাখা হয়। পরে গোয়েন্দা তথ্যে গতকাল বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত তার শরাফৎগঞ্জ লেনের নিজ বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ২৮ টি ব্র্যান্ডের ১৪৫ বোতল বিদেশি মদ ও বিভিন্ন ব্যান্ডের ১০৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তাৎক্ষনিক এসব মাদকের মূল্য তিনি জানাতে পারেননি। পরে নির্ণয় করে জানানো হবে বলে জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে মানজারুল ইসলাম বলেন, গ্রেপ্তার সজল গত ৫-৬ মাস আগে থেকে এ ব্যবসা করে করেছেন। আগামী ঈদ-উল-আযহার সময় গেন্ডারিয়া ও আশে পাশের এলাকায় বিক্রির জন্য এসব মদ ও বিয়ার মজুদ করেছেন তিনি। রাজধানীর গুলশান থেকে এসব মদ ও বিয়ার সংগ্রহ করেছেন বলেও জিজ্ঞাসাবাদে জানান তিনি।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ডিএনসির এ কর্মকর্তা।


ইশরাক সমর্থকদের বিক্ষোভ অব্যাহত, বঙ্গবাজার-গুলিস্তান সড়কে যান চলাচল বন্ধ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ইউএনবি

ষষ্ঠদিনের মতো নগরভবন অবরোধ করে রেখেছেন বিএনপি নেতা ইশারক হোসেনের সমর্থকরা। তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এই লাগাতার কর্মসূচি চলছে। সড়কে অবস্থানের কারণে বঙ্গবাজার থেকে গুলিস্তান গোলাপশাহ মাজার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ১০টা থেকে ঢাকা বিভিন্ন এলাকা থেকে নগরভবনের সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। ভবনের প্রধান ফটকের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে।

গত বুধবার থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে নগরভবন কার্যত অচল। সেখানে কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না। দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা লোকজন। স্থানীয় সরকার বিভাগের অফিস নগর ভবনে থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কার্যালয়ে আসতে পারছেন না।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, ‘ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া নিয়ে সরকার বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় অন্যায় করছে। বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সব নাটের গুরু। আমরা ইশরাক ভাইকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব।’

শিহাব হোসেন নামের গেন্ডারিয়ার এক ব্যবসায়ী বলেন, ‘ষড়যন্ত্র করে নির্বাচনে হারানো হয়েছিল ইশরাককে। এতদিন পরে হলেও কোর্ট তাকে মেয়র ঘোষণা করেছে। যে কয়দিন মেয়াদ আছে, ওই কয়দিন আমরা ইশরাককে মেয়রের চেয়ারে দেখতে চাই।’

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির মধ্যে সোমবার নগর ভবনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। সে সময় তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার পথ করে দিতে কয়েকটি জটিলতায় পড়েছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়।

সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ‘এসব জটিলতা দূর না হলে সরকারও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সব ধরনের জটিলতা নিরসন না করে সিদ্ধান্তে যেতে পারছি না।’

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।

এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইশরাকের শপথ অনুষ্ঠান এখনও হয়নি।


শাহবাগে ডিবির অভিযানে ৯০ লাখ টাকার মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ইউএনবি

রাজধানীর শাহবাগে চোরাচালানের ৯০ লাখ টাকার মোবাইল ফোন জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নাফিস আহমেদ (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুর ১টা ৫৫ মিনিটে শাহবাগ থানাধীন পরিবাগ এলাকার মোতালেব টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ ৩৪৭টি চোরাচালানের মোবাইল ফোন জব্দ করা হয়। একইসঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

ডিবি-সাইবার বিভাগ সূত্রে জানা যায়, পরিবাগ এলাকায় ভারত থেকে অবৈধপথে চোরাচালানের বিপুলসংখ্যক মোবাইল ফোন আনলোড ও ক্রয়-বিক্রয় করা হবে বলে তারা জানতে পারেন। পরে ডিবির একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে দুপুর ১টা ৫৫ মিনিটে মোতালেব টাওয়ার এলাকায় একটি প্রাইভেটকার থেকে চোরাচালানের ৩৪৭টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন আনলোড করার সময় নাফিসকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যান।

জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা। ডিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাফিস স্বীকার করেছে, তিনি একটি সক্রিয় চোরাচালানকারী চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে ভারতসহ বিভিন্ন দেশ থেকে মোবাইল ফোন ও গ্যাজেট চোরাচালানের সঙ্গে জড়িত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ ঘটনায় শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। নাফিসকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য চক্র সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।


নগর ভবন আটকে ইশরাক সমর্থকদের ব্লকেড কর্মসূচি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ইউএনবি

বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা বিক্ষোভ কর্মসূচির পঞ্চম দিনে নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করেছেন ইশরাক সমর্থকরা।

এই কর্মসূচির কারণে সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চার দিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর পঞ্চম দিনের মতো অবরুদ্ধ আছে নগর ভবন। এ নিয়ে টানা পাঁচ দিন ধরে নগরভবনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

এ দিন নগরভবনের মূল ফটকসহ অন্যান্য সব বিভাগের গেটে তালা লাগিয়ে দেন ডিএসসিসির ইশরাকপন্থী কর্মকর্তা-কর্মচারীরা। ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ জনগণকে সেবা নিতে এসে ফিরে যেতে হয়েছে।

নগরভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা বলেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’


আকস্মিক আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আকস্মিক আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন করেন। এসময় তিনি আসন্ন ঈদ উল আজহার কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে ডাম্পিং করার বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত বর্জ্যবাহী পরিবহন চালকদের সাথে মতবিনিময় করেন এবং সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

রবিবার (১৮ মে ২০২৫) সকালে আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক।

তিনি লিচেট টিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন এবং এসময় প্ল্যান্টটির কার্যক্ষমতা বাড়ানোর বিষয় আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস,এম, শফিকুর রহমান নির্দেশ প্রদান করেন। প্ল্যান্টটিতে ময়লা পানি পরিশোধনের জন্য ব্যবহৃত রাসায়নিকের কার্যক্ষমতা এবং সঠিকভাবে পরিশোধন করছে তা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণের নির্দেশ প্রদান করেন। লিচেটের ময়লা পানি সঠিকভাবে সংরক্ষণ হচ্ছে কিনা এবং তা নদী বা জলাশয় পড়ছে কিনা সে বিষয়টি সরজমিন পরিদর্শন করেন এবং এই লিচেট যেন কোনভাবেই নদীর পানির সাথে না মেশে সেবিষয় বিশেষ লক্ষ্য রাখার নির্দেশ প্রদান করেন ।

কোরবানির বর্জ্য স্বল্পসময়ের মধ্যে অপসারণের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী এবং বর্জ্যবাহী গাড়ির চালকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বিষয়ে করে বর্জ্যবাহী পরিবহন চালকদের কে তিনি শৃঙ্খলার বজায় রেখেছে সুষ্ঠভাবে নিরাপদে আসন্ন কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রদান করেন।

পরিবহন চালকদের পক্ষে পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন ভূইয়া এবং সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন ভূইয়া চালকদের বিভিন্ন অসুবিধা ও সমস্যা তুলে ধরেন। ডিএনসিসি প্রশাসক সকল বিষয়ে আশু সমাধান ও আসন্ন কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে সকল ধরনের সরঞ্জাম সরবরাহের আশ্বাস প্রদান করেন।

দুইটি ডাম্পিং স্টেশনের প্রবেশ পথ বেশি খাড়া হওয়ায় গাড়ি দুর্ঘটনা এড়াতে প্লাস্টিকের গ্রিড দিয়ে রাস্তা দ্রুত মেরামতের নির্দেশনা প্রদান করেন। বর্জ্য অপসারণের জন্য ব্যবহৃত ডাম্পিং স্টেশনের রাস্তাগুলো জরুরিভিত্তিতে চওড়া করার নির্দেশ প্রদান করেন।

আমিন বাজার ল্যান্ডফিলটি ২০১৭ সালে সম্পূর্ণভাবে বর্জ্য দ্বারা পরিপূর্ণ হওয়ায় এখনও কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হয় সে বিষয়টি পরিদর্শন করেন। এবছরের কোরবানির বর্জ্য ডাম্পিং করার জন্য একটি স্থান নির্ধারণ করেন । ডিএনসিসি প্রশাসক ঢাকা সেনানিবাস এলাকার বর্জ্য আমিন বাজার ল্যান্ডফিলে ফেলার জন্য স্থান নির্ধারণ করে দেন।

প্রশাসক বলেন, ডাম্পিং স্টেশনে পরে থাকা অকেজ স্কেভেটরগুলোকে মেরামত করে কোরবানির বর্জ্য অপসারণের কাজে ব্যবহার করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস,এম, শফিকুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফরহাদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।


তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ইউএনবি

জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন বাজেটে তামাকপণ্যের মূল্য বৃদ্ধি ও কার্যকর কর আরোপের দাবি জানিয়েছেন নারী মৈত্রী, গণমাধ্যমকর্মীসহ তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি ১০ শলাকার সিগারেটের প্যাকেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯০ টাকা করার দাবি জানিয়ে বক্তারা বলেন, সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরের দাম কাছাকাছি হওয়ায় দাম বাড়লেও মধ্যম থেকে নিম্নস্তরের সিগারেট সেবনের প্রবণতা বাড়ে। তবে দুই স্তরকে একত্রিত করে দাম বাড়ালে সেবনের প্রবণতা কমবে। পাশাপাশি তরুণেরা সিগারেট সেবনে নিরুৎসাহিত হবেন এবং দীর্ঘমেয়াদে প্রায় ৯ লাখ তরুণের তামাকজনিত অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।

এ সময় মূলপ্রবন্ধে প্রজ্ঞার তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের হেড অফ প্রোগ্রাম হাসান শাহরিয়ার জানান, ‘সিগারেটে চারটি মূল্যস্তর (নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম) থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করছে না। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম খুবই কাছাকাছি।’

তিনি বলেন, ‘এ কারণে ভোক্তারা যেকোনো একটি স্তরের সিগারেট বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্র করে দাম বাড়ানো হলে দরিদ্র জনগোষ্ঠী এবং তরুণ প্রজন্ম ধূমপানে নিরুৎসাহিত হবে।’

নারী মৈত্রীর তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী নাসরিন আকতার জানান, ‘সুপারিশ অনুযায়ী আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে তামাকপণ্যের বিদ্যমান কর ব্যবস্থা সংস্কার করলে সিগারেটের ব্যবহার ১৫.১ শতাংশ থেকে হ্রাস পেয়ে ১৩.০৩ শতাংশ হবে।’

তিনি বলেন, ‘প্রায় ২৪ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবেন এবং প্রায় ১৭ লাখ তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবেন। দীর্ঘমেয়াদে ৮ লাখ ৬৪ হাজার ৭৫৮ প্রাপ্তবয়স্ক এবং ৮ লাখ ৬৯ হাজার তরুণ জনগোষ্ঠির অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।

‘এছাড়াও প্রায় ৬৮ হাজার কোটি টাকা রাজস্ব আয় হবে অর্থাৎ ২০ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আয় হবে, যা আগের বছরের তুলনায় ৪৩শতাংশ বেশি,’ বলেন নাসরিন আকতার।


মিছিল থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাসস

রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের সময় ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ জানান, রোববার (১৮ মে) বিকেলে মিছিলের প্রস্তুতিকালে গুলিস্তান এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।


কোরবানির বর্জ্য স্বল্পসময়ের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাসস

কোরবানির বর্জ্য স্বল্পসময়ের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

এ কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী এবং বর্জ্যবাহী গাড়ির চালকদের তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং বর্জ্যবাহী পরিবহন চালকদের তিনি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে নিরাপদে আসন্ন কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ দেন।

কোরবানির ঈদকে সামনে রেখে আজ আমিন বাজার ল্যান্ডফিল আকস্মিক পরিদর্শন করে ডিএনসিসি প্রশাসক এসব নির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি আসন্ন ঈদুল আজহার কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে ডাম্পিং করার বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত বর্জ্যবাহী পরিবহন চালকদের সঙ্গে মতবিনিময় করেন

তিনি লিচেট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন এবং এসময় প্ল্যান্টটির কার্যক্ষমতা বাড়ানোর বিষয় আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস. এম. শফিকুর রহমানকে নির্দেশ প্রদান করেন। প্ল্যান্টটিতে ময়লা পানি পরিশোধনের জন্য ব্যবহৃত রাসায়নিকের কার্যক্ষমতা এবং সঠিকভাবে পরিশোধন করছে তা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণের নির্দেশ দেন। লিচেটের ময়লা পানি সঠিকভাবে সংরক্ষণ হচ্ছে কিনা এবং তা নদী বা জলাশয়ে পড়ছে কিনা সে বিষয়টি সরজমিন পরিদর্শন করেন এবং এই লিচেট যেন কোনোভাবেই নদীর পানির সঙ্গে না মেশে সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখার নির্দেশ প্রদান করেন।

পরিবহন চালকদের পক্ষে পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন ভূইয়া এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ভূইয়া চালকদের বিভিন্ন অসুবিধা ও সমস্যা তুলে ধরেন। ডিএনসিসি প্রশাসক সকল বিষয়ে আশু সমাধান ও আসন্ন কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে সকল ধরনের সরঞ্জাম সরবরাহের আশ্বাস প্রদান করেন।

দুইটি ডাম্পিং স্টেশনের প্রবেশ পথ বেশি খাড়া হওয়ায় গাড়ি দুর্ঘটনা এড়াতে প্লাস্টিকের গ্রিড দিয়ে রাস্তা দ্রুত মেরামতের নির্দেশনা প্রদান করেন। বর্জ্য অপসারণের জন্য ব্যবহৃত ডাম্পিং স্টেশনের রাস্তাগুলো জরুরিভিত্তিতে চওড়া করার নির্দেশ দেন।

আমিন বাজার ল্যান্ডফিলটি ২০১৭ সালে সম্পূর্ণভাবে বর্জ্য দ্বারা পরিপূর্ণ হওয়ায় এখনও কীভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হয় সে বিষয়টি পরিদর্শন করেন। এবছরের কোরবানির বর্জ্য ডাম্পিং করার জন্য একটি স্থান নির্ধারণ করেন। ডিএনসিসি প্রশাসক ঢাকা সেনানিবাস এলাকার বর্জ্য আমিন বাজার ল্যান্ডফিলে ফেলার জন্য স্থান নির্ধারণ করে দেন।

প্রশাসক বলেন, ডাম্পিং স্টেশনে পরে থাকা অকেজো স্কেভেটরগুলোকে মেরামত করে কোরবানির বর্জ্য অপসারণের কাজে ব্যবহার করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস. এম. শফিকুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফরহাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঢাবি সাদা দলের

আপডেটেড ১৮ মে, ২০২৫ ১৯:৫৩
বাসস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময়ের মধ্যে সাম্যের প্রকৃত খুনিদের বিচারের আওতায় না আনলে, আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাদা দলের শিক্ষকরা।

আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে এ আল্টিমেটাম দেন সাদা দলের নেতৃবৃন্দ।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, সাম্য মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে।

সাম্য হত্যার আজ পাঁচ দিন পূর্ণ হলো। এই পাঁচ দিনে আমরা একটি আইওয়াশ অ্যারেস্ট দেখেছি, যা আমরা মানতে বাধ্য না। প্রকৃত হত্যাকারীকে বের করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালো দাবি জানাচ্ছি। আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে যদি সাম্য হত্যার প্রকৃত খুনিকে খুঁজে বের করা না হয়, তাহলে আমরা আরো জোরালো আন্দোলনে যাব।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জাতি হিসাবে আমি অত্যন্ত লজ্জিত। আমার যে ভূমিকা, সেটা আমি পালন করতে পারিনি। নাগরিক হিসাবে আমার যে দায়িত্ব, সেটা আমি পালন করতে পারছি না। একজন বাবার কাছে সন্তানের লাশ অনেক ভারী। একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীর লাশ অনেক ভারী, অনেক বেদনাদায়ক ও কষ্টদায়ক। আমার শিক্ষার্থী দুর্বৃত্তের ছুরির আঘাতে মৃত্যুবরণ করেছে। আমাদের এই ক্যাম্পাস নিরাপদ না, নিরাপদ করতে পারছি না।

মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)’র অধ্যাপক ড. মহিউদ্দিন, শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আলী জিন্নাহ প্রমুখ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোক বিরাজ করছে।


শাহবাগ ছেড়েছে ছাত্রদল, যান চলাচল স্বাভাবিক

সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের আহ্বানে শাহবাগ অবরোধ। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ইউএনবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় টানা দুই ঘণ্টা অবরোধ করে রাখে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা শাহবাগ ছেড়ে যায়, এতে আশেপাশের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ রোববার বিকাল পৌনে ৪টায় তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং প্রায় দেড় ঘণ্টা ধরে সেখানে বিক্ষোভ চালায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৫টার দিকে তারা অবরোধ তুলে নেন।

বিক্ষোভকারীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দায়িত্বজ্ঞানহীন প্রশাসন নিপাত যাক’ প্রভৃতি স্লোগানে মুখর করে তোলে শাহবাগ এলাকা। আন্দোলনে ঢাবিসহ রাজধানীর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীরা সাম্য হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের শনাক্ত ও বিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদের পদত্যাগের দাবি জানান।

ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাদের অভিযোগ, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে। এর আগে একই দাবিতে কালো পতাকা মিছিল করেছে ঢাবি ছাত্রদল।

দুপুর ২ টার দিকে ঢাবির ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অপারেজেয় বাংলায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘যে প্রশাসনের ওপর ছাত্রসংগঠনগুলোর আশা ভরসা ছিল, সেই আশা ভরসার জায়গা নষ্ট করেছে এই ভিসি-প্রক্টর।’

এদিকে, জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক সংগঠন ‘সাদা দল’ সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।

অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক ড. মোর্শেদ হাসান খান বলেন, ‘সাম্য হত্যা আইওয়াশ গ্রেপ্তারে ধামাচাপা দেওয়া হচ্ছে। প্রকৃত খুনিকে খুঁজে বের না করলে আমরা কঠোর আন্দোলনে যাব।’


কিশোরগঞ্জ ফোরাম ঢাকার নতুন কমিটি গঠিত

সভাপতি ড. এম আব্দুল আজিজ এবং সাধারণ সম্পাদক আবদুল কাদির জুয়েল
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

কিশোরগঞ্জ ফোরাম ,ঢাকার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আইআইআইটির কান্ট্রি ডিরেক্টর ও আইইউটির ভিজিটিং প্রফেসর ড. এম আব্দুল আজিজ। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রোডাকশন হাউজ আর্কিটেক্ট আইডিয়ার কর্ণধার আবদুল কাদির জুয়েল।

কিশোরগঞ্জ ফোরাম ঢাকার বিদায়ী সভাপতি কর্নেল (অব) অধ্যাপক ডা. জেহাদ খানের সভাপতিত্বে গত শনিবার ১৭ ই মে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনের নতুন সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর ড. ফরিদ আহমেদ সোবহানী ও ড. আশরাফ উদ্দিন আহমেদ। যুগ্ম সম্পাদক পদে ড. মাসুদুর রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান, এএফএম ওবায়দুল্লাহ তারেক নির্বাচিত হন।

সহসভাপতি ফায়জুল হক উজ্জ্বল, অ্যাডভোকেট রোকন রেজা শেখ ও আবদুল্লাহ শরীফ।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহবুবুর রহমান মাহফুজ, অর্থ সম্পাদক মো. রফিকুল আলম, আইন সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক, প্রচার ও আইটি সম্পাদক মোহাম্মদ আল কামিন।

কার্যকরী সদস্যরা হলেন ডা. নূর উদ্দিন তালুকদার, মো. জিয়া উদ্দিন, মাওলানা ওমর ফারুক, ড. মুমতাহিনা ও শারমিন সুলতানা।

বিকাল চারটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক সেবা পরিষদের সভাপতি জনাব ফাইজুল হক উজ্জ্বল বিশিষ্ট ব্যাংকার মোঃ মুসলেহ উদ্দিন, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার নুরুদ্দিন তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক জনাব আশরাফুল ইসলাম, ড মাহবুবুর রহমান শাহিন, বিশিষ্ট ব্যাংকার মোঃ আব্দুল্লাহ, পিংক সিটির সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, অধ্যাপক মোঃ রমজান আলী, ডক্টর এম আব্দুল আজিজ, ডাক্তার জিহাদ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আব্দুল হালিম, দ্বিতীয় পর্বে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানটি নবনির্বাচিত সভাপতি ডক্টর মোহাম্মদ আবদুল আজিজ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোঃ সিদ্দিকুর রহমান খান প্রমূখ

কিশোরগঞ্জের কৃতি সন্তান হিসেবে কিশোরগঞ্জের ফোরাম ঢাকা এবছর ৭ গুনী জনকে সম্মাননা প্রদান করেন এরা হলেন বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান, মেজর জেনারেল এহতেশাম উল হক এনডিসি,পিএসসি (অব), বিশিষ্ট কারডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ কর্নেল অবসরপ্রাপ্ত অধ্যাপক জিহাদ খান, সাবেক অতিরিক্ত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ড. মুহাম্মদ গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ ফোরাম ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যাংকার মোঃ আব্দুল্লাহ, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মাহাবুবুর রহমান শাহিন কে বিশেষ সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে আগত অতিথি এবং কিশোরগঞ্জ ফোরামের সকল সদস্য ও পরিবার গণের জন্য রাত ৯ টায় ডিনারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট রুকন রেজা শেখ এবং দ্বিতীয় পর্বের পরিচালনায় ছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ।


কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকা’র সভাপতি নাহিদ, সম্পাদক কিরণ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা’র (কেজেএফডি) দ্বি-বার্ষিক সম্মেলনে দুই বছর মেয়াদী (২০২৫-২৭) নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে এরফানুল হক নাহিদ, সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর কিরণ নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আজিজুল হক এরশাদ, নির্বাচন কমিশনার মহসীন আল আব্বাস।
এতে সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হামিদ মোহাম্মদ জসিম, সহসভাপতি মুস্তাফিজুর রহমান বিপ্লব, শফিক বাশার, সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম শাহজাহান, শফিকুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসাইন, কোষাধ্যক্ষ মোঃ এনায়েতুল্লাহ, দপ্তর সম্পাদক যোবায়ের আহসান জাবের, প্রচার সম্পাদক মোবারক আজাদ, জনকল্যাণ সম্পাদক গোলাম রসূল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম শাহীন আরিফিন, তথ্যপ্রযুক্তি সম্পাদক ড. দীপু সিদ্দিকী, নারী বিষয়ক সম্পাদক মুশরেকা জাহান মনা।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল খোকন, শফিউল আলম দোলন, মনজুরুল আলম আঙ্গুর, আসলাম আকন্দ, জান্নাতুল ফেরদৌস পান্না, আবুল হাছান, সিফ্রাত মোশারফ, মোশতাক আহমেদ লিটন, জহিরুল ইসলাম জাবেদ, মোয়াজ্জেম হোসেন। পদাধিকারী বলে সদস্য হলেন সাবেক সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু।
উল্লেখ্য, নবনির্বাহী সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে প্রথম সেশনে সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান, সাবেক সচিব আব্দুল মান্নান, আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক কিশোরগঞ্জ-এর সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, ফারুক কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।


banner close