শুক্রবার, ১৪ জুন ২০২৪

‘স্টার্ট-আপ’ উদ্যোক্তাদের সঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মতবিনিময়

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২৩ ১১:০০

বাংলাদেশের সম্ভাবনাময় ‘স্টার্ট-আপ’ উদ্যোক্তাদের উদ্যোগ, প্রকল্পের অনুকূলে ব্যাংক বিনিয়োগ সহজলভ্যকরণ, নতুন উদ্যোক্তা তৈরি, পৃষ্ঠপোষকতা প্রদান এবং আত্ম-কর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড তিনজন নতুন ‘স্টার্ট-আপ’ উদ্যোক্তাদের অনুকূলে ৪ শতাংশ মুনাফা হারে মোট ১ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগ প্রদান করে।

উদ্যোক্তাদের নতুন ও সৃজনশীল উদ্যোগ, কারিগরি প্রশিক্ষণ বা বাস্তব জ্ঞান এবং কীভাবে আরও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা করবে এ বিষয়ে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের করপোরেট প্রধান কার্যালয়ে গতকাল রোববার মতবিনিময় ও উন্মুক্ত চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের মধ্যে বিনিয়োগের চেক বিতরণ করেন। এগ্রি স্টার্ট-আপ, অ্যাডুকেশন স্টার্ট-আপ এবং ডেনিম স্টার্ট-আপ ব্যবসার জন্য যথাক্রমে মেসার্স আই পেইজ বাংলাদেশ লিমিটেড, মেসার্স মাস্টারমাইন্ড টেকনোলজিস এবং মেসার্স দ্বীন-কে বিনিয়োগের চেক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার গুরুত্বের ওপর জোর দেন এবং উদ্যোক্তাদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার সঙ্গে তাদের স্বপ্ন বাস্তবায়নে উৎসাহিত করেন। তিনি ‘স্টার্ট-আপ’ উদ্যোক্তাদের জন্য ব্যাংকের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস এম মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম আখতার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও এম এম সাইফুল ইসলাম, এসইভিপি ও সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ, এসইভিপি ও আইএমডি বিভাগের প্রধান রুমানা কুতুবুদ্দিন এবং এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিমসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়:

ডিআরআরএর সহায়তায় কর্মশালা

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং ডিজএবলড রিহেবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের (ডিআরআরএ) সহায়তায় গতকাল বুধবার ‘জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি, ২০২২: বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী’ শীর্ষক কর্মশালা আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং ডিজএবলড রিহেবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের (ডিআরআরএ) সহায়তায় গতকাল বুধবার ‘জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি, ২০২২: বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী’ শীর্ষক কর্মশালা আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি এমপি রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় তার লিখিত বক্তব্য পাঠ করা হয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আজ চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সামনে দক্ষ জনশক্তির বিকল্প নেই। মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে শ্রমশক্তির কর্মসংস্থানের সুযোগ এখন সংকুচিত। নতুন নতুন প্রযুক্তি যেমনভাবে শ্রমনির্ভর কাজের ক্ষেত্র সংকুচিত করেছে, তেমনি প্রযুক্তি দক্ষতানির্ভর নতুন বহু ক্ষেত্রও তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের জনশক্তিকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত তথা স্মার্ট বাংলাদেশ গঠন এখন বাস্তবতা। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালায়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বেগম শবনম জাহান শীলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারের সচিব ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ। বিজ্ঞপ্তি


সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড হাসপাতালের মধ্যে চুক্তি

সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সেবা চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সেবা চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়টির সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করে সাউথইস্ট ইউনিভার্সিটির ক্যারিয়ার ও প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস (সিপিডিএস)। ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এর মহাব্যবস্থাপক ও সিআরডি প্রধান মো. রেজাউল মানিক, করপোরেট কমিউনিকেশনস ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সৈয়দ আশরাফ-উল-মাসুম এবং অন্য কর্মকর্তারা। সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য, অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার, ডিন, বোর্ড অব ট্রাস্টিজ-এর সেক্রেটারি, সিপিডিএস পরিচালক, মেডিকেল অফিসার এবং বিএসপিআর উপ-পরিচালক। এই চুক্তিটি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলবে। বিজ্ঞপ্তি


ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ৬ শতাংশ সুদে ঋণ দেবে এনআরবিসি ব্যাংক 

ঋণ বিতরণের জন্য মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মাত্র ৬ শতাংশ সুদে ঋণ দেবে এনআরবিসি ব্যাংক। একজন উদ্যোক্তা সহজশর্তে ১ লাখ টাকা থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে শিল্পের মূলধনি যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ নিতে পারবেন সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত। করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের ‘রিভলভিং ফান্ড’ থেকে এই ঋণ বিতরণ করা হবে। ঋণ বিতরণের জন্য মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালাউদ্দিন মাহমুদ এবং এনআরবিসি ব্যাংকের সিআরএমডি-২ (এসএমই) প্রধান মোহাম্মদ হাজ্জাজ বিন মাহফুজ প্রমুখ। বিজ্ঞপ্তি


সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ৫ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের পাঁচটি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সোশ্যাল ইসলামী ব্যাংকের পাঁচটি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীনসহ ঊর্ধ্বতন নির্বাহীরা। অনুষ্ঠানে ব্যাংকের সংশ্লিষ্ট আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধরমণ্ডল সড়ক বাজার, কুমিল্লার বুড়িচংয়ে পূর্ণমতি বাজার, জামালপুরের মেলান্দহে ঝাউগড়া বাজার, কিশোরগঞ্জের কুলিয়ারচরের রামদীতে আগরপুর বাসস্ট্যান্ড এবং ভোলার চরফ্যাশনে আঞ্জুরহাট বাজার। প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, আমরা সোশ্যাল ইসলামী ব্যাংককে গণমানুষের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করেছি। দেশের সব অঞ্চলের মানুষ যাতে ব্যাংকিং সেবা পায় সে লক্ষ্যেই দেশব্যাপী শাখা-উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো কাজ করছে। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং একটি কল্যাণকর ব্যবস্থা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এ সুবিধা পাচ্ছেন। তিনি এসব এলাকার মানুষকে এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান। বিজ্ঞপ্তি


প্রিমিয়ার ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবালসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্য সদস্যদের মধ্যে বি এইচ হারুন; আব্দুস সালাম মুর্শেদী এমপি; শফিকুর রহমান, জামাল জি আহমেদ, নাহিয়ান হারুন, শায়লা শেলী খান, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বনিক, কাইজার এ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় ১২.৫০% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভাপতির বক্তব্যে ডা. এইচ বি এম ইকবাল, ব্যাংকের গ্রাহক ও শেয়ারহোল্ডার, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সবার অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এ ছাড়া তিনি অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে আগামী দিনগুলোতে ব্যাংকের সবাইকে একযোগে কাজ করতে আহ্বান জানান।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বিষয়:

বাংলাদেশ কমার্স ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং 

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) বিজনেস রিভিউ মিটিং গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) বিজনেস রিভিউ মিটিং গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. আব্দুল কাদের, প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধানরা। এ ছাড়া সব শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সব শাখা ও উপশাখার মে-২০২৪ ভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী তার বক্তব্যে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাংকের সার্বিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সর্বোত্তম গ্রাহকসেবা নিশ্চিতকরনের নির্দেশনা দেন। ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ২০২৪ সালের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি


স্ট্যান্ডার্ড ব্যাংক ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকার মধ্যে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকার ডিজিএম অ্যান্ড হেড অব করপোরেট মার্কেটিং এ এম আবুল কাশেম রনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকার মধ্যে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী, পরিচালক ও তাদের পরিবারবর্গ দেশের স্বনামধন্য এভারকেয়ার হাসপাতালে সব প্যাথলজিক্যাল পরীক্ষা ও কেবিন এবং শয্যাভাড়ায় বিশেষ মূল্যছাড় পাবেন। গত সোমবার ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকার ডিজিএম অ্যান্ড হেড অব করপোরেট মার্কেটিং এ এম আবুল কাশেম রনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সিদ্দিকুর রহমান; এসইভিপি ও চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন; ইভিপি ও সিএফও মো. আলী রেজাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


ডিএনএ লজিক ডিজাইনের নতুন সম্ভাবনা নিয়ে ড. হাসান বাবুর প্রকাশনা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু রচিত ‘ডিএনএ লজিক ডিজাইন: কম্পিউটিং উইথ ডিএনএ’ নামক গ্রন্থ গত ২৯ মে সিঙ্গাপুরের ওয়ার্ল্ড সায়েন্টিফিক পাবলিশিং কোং পিটিই লিমিটেড প্রকাশনি সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। এটি বৈজ্ঞানিক ড. হাসান বাবুর সপ্তম প্রকাশনা৷ ড. হাসান বাবু সম্পূর্ণ নতুন ও ভিন্ন আঙ্গিকে বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী চিন্তা চেতনায় এ প্রকাশনাটি উপস্থাপন করেছেন৷ বইটি শুরু হয় ডিএনএ কম্পিউটিংয়ের মৌলিক বিষয় দিয়ে৷ ডিএনএ কম্পিউটিং, কম্পিউটিংয়ের ফর্ম যেখানে ডিজিটাল লজিক সার্কিটের পরিবর্তে ডিএনএ অণু ব্যবহার করা হয়। জৈবিক কোষকে এমন একটি সত্ত্বা হিসাবে বিবেচনা করা হয় যা একটি অত্যাধুনিক কম্পিউটারের মতো। তারপর ডিএনএ কম্পিউটিংয়ের মৌলিক ক্রিয়াকলাপ বর্ণনা করে। ডিএনএ কম্পিউটিং প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের লজিক্যাল ডিজাইন অনুবাদ করা হয়। যেমন-পাটিগণিত সার্কিট, কম্বিনেশনাল সার্কিট, সিকুয়েন্সিয়াল সার্কিট, মেমরি ডিভাইস, প্রোগ্রামেবল লজিক ডিভাইস এবং ন্যানো প্রসেসর। বইটিতে তাপ এবং গতি গণনা কৌশল বৃত্তাকার আকারে উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞপ্তি


ইউআইইউতে পোস্ট বাজেট আলোচনা

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বিবিএ প্রোগ্রাম অফিসের উদ্যোগে পোস্ট বাজেট ২০২৪-২৫ আলোচনা অনুষ্ঠান গত শনিবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বিবিএ প্রোগ্রাম অফিসের উদ্যোগে পোস্ট বাজেট ২০২৪-২৫ আলোচনা অনুষ্ঠান গত শনিবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো প্রসেফর ড. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউআইইউর বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম। এ সময় ইউআইইউর স্কুল অব বিজনেস অফ ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অধিবেশনে আলোচনায় ছিলেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভালপমেন্টর (আরএপিআইডি) চেয়্যারমান ড. মোহাম্মাদ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সরকারের সাবেক সেক্রেটারি (ফিন্যান্স) মাহবুব আহম্মেদ এবং ইউআইইউ ডিপার্টমেন্ট অব ইকোনোমিক্সের প্রধান প্রফেসর ড. মোহাম্মাদ ওমর ফারুক। আলোচকরা বাংলাদেশের ২০২৪-২৫ বাজেটের ওপর বিশদ আলোচনার পাশাপাশি বিভিন্ন সম্ভবনা ও সমস্যা সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি


ইউআইটিএসএ গবেষণা প্রকাশনার ওপর ওয়েবিনার

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) গতকাল সোমবার ‘গবেষণা থেকে প্রকাশনা’ শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনার করেছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) গতকাল সোমবার ‘গবেষণা থেকে প্রকাশনা’ শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনার করেছে। গতকাল সোমবার ইউআইটিএস ও মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় এ ওয়েবিনার হয়। ওয়েবিনারে আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এবং আইসিআইটি ২০২৪-এর কনফারেন্স চেয়ার অধ্যাপক আই.আর. ড. মালাথি বাটুমালায় আই মূল বক্তব্য প্রদান করেন। ইউআইটিএস-এর ইংরেজি, সমাজকর্ম, আইন, বিজনেস স্টাডিজ, সিএসই, আইটি, ইইই, ইসিই, ফার্মেসি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমস্ত অনুষদ সদস্যরা ইন্টারেক্টিভ সেশনে অংশগ্রহণ করে। ইউআইটিএসের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি


ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার উদ্বোধন

দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো ঢালাই স্পেশাল সিমেন্ট। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো ঢালাই স্পেশাল সিমেন্ট। যেকোন স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ও অত্যধিক কার্যকরী এ ব্লেন্ডেড সিমেন্ট, বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে একটি যুগান্তকারী সূচনা।

গত রোববার ঢাকার উত্তরায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার ‘মেসার্স কাজী স্টিল এজেন্সি’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআই এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. নাসির উল আলম (সুমন), সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম (টিএসডি) সুদীপ্ত রায়, ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. জিয়ারুল ইসলাম, মেসার্স কাজী স্টিল এজেন্সির সত্বাধিকারী কাজী তোফাজ্জল হোসেন ও কাজী তজরুল ইসলাম সহ অন্যরা। ঢালাই স্পেশাল সিমেন্ট হচ্ছে স্পেশাল ধরনের ব্লেন্ডেড সিমেন্ট, যাতে সমন্বিত হয়েছে ওপিসি এবং পিসিসি সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্যসমূহ। এ সিমেন্ট একদিকে যেমন স্বল্প সময়ে সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় দ্বিগুণ দ্রুত দৃঢ়তা লাভ করে, তেমনি সময়ের সাথে সাথে দীর্ঘমেয়াদে স্থাপনাকে করে আরও সুদৃঢ়। তাই দ্রুত সময়ে যেকোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের সেরা নির্মাণ নিশ্চিত করতে ঢালাই স্পেশাল সিমেন্ট বিশেষভাবে কার্যকর। বিজ্ঞপ্তি


বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি

ইউসিডিএফের ওমেনস এমপাওয়ারমেন্ট ফর ইনক্লুসিভ গ্রোথ (উইং) প্রকল্পের আওতায় ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইউসিডিএফের ওমেনস এমপাওয়ারমেন্ট ফর ইনক্লুসিভ গ্রোথ (উইং) প্রকল্পের আওতায় ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মসংস্থান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগ, ইউএনসিডিএফ এবং জয়িতা ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


সাইবার সিকিউরিটি নিয়ে মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ

মার্কেন্টাইল ব্যাংকে দিনব্যাপী ‘অ্যাওয়ারনেস ট্রেইনিং অন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক প্রশিক্ষণ সম্প্রতি অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের ৫৩ জন কর্মকর্তা ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

মার্কেন্টাইল ব্যাংকে দিনব্যাপী ‘অ্যাওয়ারনেস ট্রেইনিং অন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক প্রশিক্ষণ সম্প্রতি অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের ৫৩ জন কর্মকর্তা ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে এএমডি ব্যাংকের সব কার্যক্রমে সাইবার সিকিউরিটি গাইডলাইন্স যথাযথ মেনে চলার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি কঠোর নির্দেশনা দেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম ও মার্কেন্টাইল ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ও গভর্সেন্স ডিভিশনের কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক। দিনব্যাপী প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় ছিলেন ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্য শাহিন আক্তার ও মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী। বিজ্ঞপ্তি


banner close