ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের ৩৩৩তম সভা গত শনিবার তেজগাঁওয়ের প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পর্ষদের চেয়ারম্যান কে বি এম মঈন উদ্দিন চিশতী সভায় সভাপতিত্ব করেন।
সভায় অন্যদের মধ্যে পর্ষদের ভাইস চেয়ারম্যান শিব্বির মাহমুদ ও আনিস সালাউদ্দিন আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম শহীদুল হক, পরিচালকরা হোসাইন মাহমুদ, আফজালুর রহমান, জুলিয়া রহমান, আজগার হায়দার, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী এবং আইএফআইএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ অনুষ্ঠিত হয়। ৯১ হাজার ৭ শত ৫৬ জন প্রার্থীর মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে এ নিয়োগ প্রদান করা হয়। নিয়োগ প্রক্রিয়ায় দেশের ৬৪ জেলারই প্রতিনিধিত্ব রযেছে। যার মধ্যে প্রথম চট্টগ্রাম, দ্বিতীয় কুমিল্লা ও তৃতীয় কক্সবাজার জেলা। দেশের ৭৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে এ নিয়োগ পেয়েছেন।
ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসিম। এসময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন ও মো. মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।
প্রফেসর ড. এম জুবায়দুর রহমান প্রধান অতিথির ভাষণে বলেন, বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংক অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। সকল চ্যালেঞ্জকে সম্ভাবনায় পরিণত করে আবারো ঘুরে দাঁড়িয়ে অগ্রগতির ধারায় ফিরে এসেছে সাধারণ মানুষের প্রিয় এই প্রতিষ্ঠান। এ ব্যাংকের অগ্রযাত্রা আরো বেগবান করতে এবং ব্যাংক খাতের উন্নতি ও সমৃদ্ধির জন্য তরুণ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান। তরুণরাই উন্নত বাংলাদেশ ও আধুনিক ইসলামী ব্যাংক ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে।
তিনি বলেন, আজকে যারা এ ব্যাংকে যোগদান করেছেন তারাই আগামী দিনে ব্যাংকিং সেক্টরে নেতৃত্ব দিবে। সবাইকে এ স্বপ্ন নিয়ে কাজ করতে হবে এবং তা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তিনি নতুন যোগদানকৃত কর্মকর্তাদের সুন্দর ব্যবহার ও উন্নত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনের পাশাপাশি পেশাগত উৎকর্ষতা অর্জনের জন্য আহবান জানান।
টয়োটা গাড়ির ক্রেতাদের জন্য নতুন সেবা এনেছে টয়োটা বাংলাদেশ লিমিটেড (টিবিএল)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টয়োটা টুসো এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড দেশজুড়ে আরও উন্নত গ্রাহকসেবার অঙ্গীকার করছে। তাই টয়োটার আন্তর্জাতিক মানের গাড়ি ও সেবা সরাসরি পৌঁছে দিতে তাদের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান টয়োটা বাংলাদেশ লিমিটেডের (টিবিএল) মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।
টয়োটার একমাত্র সহায়ক প্রতিষ্ঠান টিবিএল এখন থেকে বাংলাদেশে সরাসরি নতুন টয়োটা গাড়ি, যন্ত্রাংশ ও আন্তর্জাতিক মানের বিক্রয়োত্তর সেবা দেবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়মিত আপডেট, অফার ও ক্যারিয়ার–সংক্রান্ত তথ্যের জন্য www.toyota-bd.com ও ফেসবুক পেজ www.facebook.com/ToyotaBangladesh ভিজিট করতে বলা হয়েছে। নিজস্ব শোরুমের +০৯৬৪৩৩৩৩৭৭৭ নম্বরে ফোন করে আরও বিস্তারিত জানা যাবে। শোরুমটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
এবি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন জনাব ইফতেখার এনাম আওয়াল। দেশের বেসরকারি ব্যাংকিং খাতের অন্যতম অভিজ্ঞ এই ব্যক্তিত্ব দীর্ঘ দিন ধরে ব্যাংকিং সেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় তাঁর মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। জনাব আওয়াল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে অত্যন্ত কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর ১৯৯৪ সালের জুন মাসে এবি ব্যাংক পিএলসিতে ৭ম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন। দীর্ঘ তিন দশকের এই পথচলায় তিনি ব্যাংকের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে আজ শীর্ষস্থানীয় নীতিনির্ধারণী পর্যায়ে আসীন হয়েছেন।
আধুনিক ব্যাংকিং ব্যবস্থার ওপর গভীর জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন জনাব ইফতেখার এনাম আওয়াল তাঁর কর্মজীবনে এবি ব্যাংকের একাধিক বড় কর্পোরেট শাখা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে নেতৃত্ব দিয়েছেন। পেশাগত জীবনে তাঁর দক্ষতার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কর্পোরেট বিজনেস, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা এবং শাখা পরিচালনার মতো ব্যাংকিং খাতের অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিভাগগুলো। এসব বিভাগে তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনা ও সুদক্ষ কার্যপরিচালনা ব্যাংকটির সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। একজন পেশাদার ব্যাংকার হিসেবে তিনি তাঁর ওপর অর্পিত সকল দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন।
পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে জনাব আওয়াল দেশে ও বিদেশে ব্যাংকিং সংক্রান্ত অসংখ্য উচ্চতর প্রশিক্ষণ, সেমিনার এবং কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আন্তর্জাতিক পর্যায়ের এসব প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান তিনি দেশীয় ব্যাংকিং ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে কাজে লাগিয়েছেন। এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর এই পদোন্নতি কেবল তাঁর ব্যক্তিগত সাফল্যই নয়, বরং ব্যাংকটির ভবিষ্যৎ অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এই বলিষ্ঠ নেতৃত্ব আগামী দিনে এবি ব্যাংককে আরও শক্তিশালী ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
রাজধানীর উত্তরায় নান্দনিক সাজে যাত্রা শুরু করল দেশের অন্যতম জনপ্রিয় লাক্সারি ব্র্যান্ড ‘ইল্লিয়ীন’-এর নতুন ফ্ল্যাগশিপ স্টোর। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত বিশিষ্ট অতিথি, সর্বসাধারন ক্রেতাবৃন্দ, ইনফ্লুয়েন্সার এবং ইল্লিয়ীনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আন্তর্জাতিক মানের লাক্সারি পোশাক ও অ্যাকসেসরিজ-এর জন্য পরিচিত ইল্লিয়ীন খুব অল্প সময়ের মধ্যে ফ্যাশন সচেতন ক্রেতাদের কাছে আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নতুন এই আউটলেটে মিলবে ব্র্যান্ডটির সিগনেচার মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্ওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথরা বলেন, ইল্লিয়ীনের পোশাকের মান ও ডিজাইন সবসময়ই ক্রেতাদের মুগ্ধ করে। বিশেষ করে তাদের সাহারা ও লাক্সারি কালেকশনগুলো আন্তর্জাতিক ব্র্যান্ডের সমকক্ষ।
উদ্বোধনী দিনে আসা ক্রেতারা জানান, ইল্লিয়ীনের গ্র্যান্ড ওপেনিং ইভেন্টটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ ছিল। আয়োজনটি সবারই ভালো লেগেছে। ক্রেতাদের মতে উত্তরায় এমন একটি সুন্দর শোরুম চালু হওয়ায় এই এলাকার ফ্যাশনপ্রেমীদের জন্য কেনাকাটা আরও সহজ হয়ে যাবে।
ব্র্যান্ডটির সেলস অপারেশন্স ম্যানেজার আবু আদম বলেন, “বিশ্বমানের লাক্সারি ব্র্যান্ড হিসেবে ইল্লিয়ীন শুরু থেকেই কোয়ালিটি এবং এক্সেপ্সনাল পণ্য ও সেবা নিয়ে কাজ করছে। আমরা কেবল পোশাক নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরে আমাদের কাস্টমারদের লাক্সারির অভিজ্ঞতা দিতে চাই। গ্রাহকদের ভালোবাসায় আমরা আজ এই পর্যায়ে পৌঁছেছি। উত্তরার নতুন ফ্ল্যাগশিপ স্টোরের গ্র্যান্ড ওপেনিং আমাদের সেই যাত্রারই অংশ। ইল্লিয়ীন শুধু লাইফস্টাইল ব্র্যান্ড না, এটি একটি এক্সপিরিয়েন্স।”
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে এ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মহাখালীস্থ এসকেএস টাওয়ারে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী। Accountability Today for Sustainability Tomorrow এই মোটোতে আসন্ন ২০২৬ সালের কর্মপরিকল্পনা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, মেডিকেল সার্ভিসেস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, মানবসম্পদ ও সাপ্লাই চেইন পরিচালক কর্নেল মো. ইফতেখার আহমেদ (অব.), চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিপংকর দত্ত এসিএস, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম, হেড অব করপোরেট নীতা চক্রবর্ত্তী এবং ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্চ ইনচার্জ সৈয়দ হাসিবুল হক হাসিবসহ আরও অনেকে।
সম্মেলনে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া রোগীদের আরও উন্নত ও দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য প্রশস্ত নতুন বহির্বিভাগ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে দিবা-রাত্রি অনেক রোগীকে একসঙ্গে বহির্বিভাগ চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হবে। সম্মেলন শেষে স্বীকৃতিস্বরূপ বিভিন্ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান এতে সভাপতিত্ব করেন।
সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে সভায় শোক প্রস্তাব গৃহীত হয় এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা, পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, সোয়ায়েব আহমেদ, এ বি এম শওকত ইকবাল শাহীন, মুজিব আহমদ সিদ্দিকী ও এ এইচ এম মঈন উদ্দীন এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম অংশগ্রহণ করেন।
এ ছাড়া উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ।
আমিন মোহাম্মদ পরিবারের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন, ‘রাষ্ট্র পরিচালনা এবং বহুদলীয় গণতন্ত্রের বিকাশে বেগম খালেদা জিয়ার ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তার দৃঢ়চেতা, সাহসী ও আপসহীন নেতৃত্ব দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক অনন্য দৃষ্টান্ত।’
তিনি আরও বলেন, ‘এই মহান নেত্রীর প্রয়াণে দেশের রাজনীতি ও গণতান্ত্রিক চর্চায় এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো, যা কখনোই পূরণ হওয়ার নয়।’
শোকবার্তায় আমিন মোহাম্মদ গ্রুপ বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মীবৃন্দ এবং অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এবং মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, পরিচালক ড. মোহাম্মদ ফজলুল হক, কবিরুল ইজদানী খান, মোহাম্মদ সুলতান মাহমুদ, মুজাফফর আহম্মদ, মো. সাঈদ কুতুব এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালকরা ও মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সভায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
টয়োটা টুসো এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড দেশজুড়ে আরো উন্নত গ্রাহকসেবার অঙ্গীকার ব্যক্ত করে টয়োটা-এর আন্তর্জাতিক মানের গাড়ি ও সেবা সরাসরি পৌঁছে দিতে তাঁদের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান টয়োটা বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।
টয়োটা এর একমাত্র সহায়ক প্রতিষ্ঠান টিবিএল এখন থেকে বাংলাদেশে সরাসরি নতুন টয়োটা গাড়ি, জেনুইন পার্টস এবং আন্তর্জাতিক মানের বিক্রয়োত্তর সেবা সরবরাহ করবে।
প্রতিষ্ঠানটি সম্মানিত গ্রাহকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আরো চমকপ্রদ ও আকর্ষণীয় ঘোষণার জন্য অপেক্ষা করতে বলে।
এছাড়াও নিয়মিত আপডেট, অফার এবং ক্যারিয়ার সংক্রান্ত তথ্যের জন্য টয়োটা-এর ওয়েবসাইট www.toyota-bd.com ও ফেসবুক পেজ www.facebook.com/ToyotaBangladesh ভিজিট করতে বলা হয়েছে।
টয়োটা বাংলাদেশ লিমিটেডের নিজস্ব শোরুমের +০৯৬৪৩৩৩৩৭৭৭ নম্বরে ফোন করে আরো বিস্তারিত জানা যাবে। শোরুমটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোঃ নাজমুল হুদা সরকার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদোন্নতি আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। পদোন্নতির আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) এবং চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মোঃ নাজমুল হুদা সরকার দীর্ঘ ২৭ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ প্রযুক্তিবিদ। তাঁর এই বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কৌশলগত পরিকল্পনা, ডিজিটাল রূপান্তর এবং ব্যয়-সাশ্রয়ী আধুনিক প্রযুক্তিগত সেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রেখেছেন। মিডল্যান্ড ব্যাংকে যোগদানের আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-তে কর্মরত ছিলেন এবং ব্যাংকটিকে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। এ ছাড়াও তাঁর রয়েছে আন্তর্জাতিক কর্মপরিবেশে কাজ করার বিশাল অভিজ্ঞতা। তিনি জাপানের প্রখ্যাত প্রতিষ্ঠান ফুজিৎসু, নিসান মোটর এবং ‘ম্যাচ ডটকম’-এ সিনিয়র অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘ সময় কর্মরত ছিলেন।
দেশের ভেতরেও তিনি আইডিএলসি ফাইন্যান্স ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে এন্টারপ্রাইজ প্রযুক্তি ও ডিজিটাল চ্যানেল নিয়ে কাজ করে গভীর অভিজ্ঞতা অর্জন করেছেন। মিডল্যান্ড ব্যাংকের সিটিও হিসেবে তিনি ব্যাংকটির প্রযুক্তিগত রোডম্যাপ তৈরি, ডিজিটাল চ্যানেলগুলোকে শক্তিশালী করা এবং নিরাপদ ও গ্রাহক-কেন্দ্রিক প্রযুক্তি উদ্যোগের মাধ্যমে ব্যাংকের কর্মক্ষমতা বৃদ্ধিতে বিশেষ অবদান রেখেছেন। তাঁর নেতৃত্বে ব্যাংকটি ডিজিটাল ব্যাংকিং সেবায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
শিক্ষাজীবনে মোঃ নাজমুল হুদা সরকার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে ইলেকট্রনিক্স ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রযুক্তি খাতে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা ও উদ্ভাবনী নেতৃত্ব মিডল্যান্ড ব্যাংকের আগামী দিনের অগ্রযাত্রায় এবং স্মার্ট ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ। নতুন এই গুরুত্বপূর্ণ পদে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছে মিডল্যান্ড ব্যাংক পরিবার। মূলত তাঁর মেধা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবেই এই বিশেষ পদোন্নতি প্রদান করা হয়েছে।
গ্রামীণ ব্যাংক অফিসার্স(অব:)ক্লাব এর বার্ষিক সাধারণ সভা সোমবার (২৯ডিসেম্বর) ঢাকাস্থ মিরপুর ১―এর সিটি মহল চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জিএম মোস্তাফিজুর রহমান । এতে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ গ্রুপের ভাইস চেয়রাম্যান আবদুল হাই খাঁন। বক্তব্য রাখেন, আবুল বসর চৌধুরী (ডিএমডি) গ্রানীণ আমেরিকায় কর্মরত আহসান উল্লাহ ভূইয়া, জিএমদের মধ্যে উপস্থিত ছিলেন, আনসারুল ইসলাম, আলী হোসেন, মিজানুর রহমান, এবিএম মোস্তাফিজুর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মিজানুর রহমান তাছাড়া ও বেশ কয়েকজন এজিএম ও ডিজিএম পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্ত আলোচনা মতবিনিময়, স্মৃতিচারণ করা হয়, শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার শেষে আগামী এক বছরের জন্য পরিচালনা কমিটির সকল পদের জন্য উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচণ ফলাফল ঘোষণায় আগামী সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইউসূফ আলী সাংগঠনিক সম্পাদক আবুল বসর চৌধুরী কোষা দক্ষ নির্বাচিত হন যথাক্রমে আলী হোসেন ও মিজানুর রহমান।
দেশব্যাপী একসাথে দশটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করলো ব্যাংক এশিয়া পিএলসি। ইসলামিক ব্যাংকিং সেবার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আরিকুল আরেফিন অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সম্মানিত অতিথিবৃন্দদের সাথে নিয়ে ফিতা কেটে দশটি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শুভ উদ্বোধন করেন।
ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সাবেক চেয়ারম্যান মুফতি শাহেদ রহমানী, সাবেক সদস্য সচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্, ফকিহ্ সদস্য মাওলানা মুহাম্মদ মোফাজ্জল হুসাইন খান এবং ড. মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামিক ব্যাংকিং সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। ইসলামিক ব্যাংকিং উইন্ডো প্রধান ও শাখা প্রধান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনলাইনে যোগদান করেন।
উল্লেখ্য, ব্যাংক এশিয়া ২০০৮ সালের ২৪ ডিসেম্বর ইসলামিক ব্যাংকিং সেবা চালু করে। শরীয়াহ্কে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং আমানত সংগ্রহ ও বিনিয়োগ প্রদানসহ সকল শ্রেণির গ্রাহকের জন্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পরিচালনা করে আসছে।