বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সোনালী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকরপোরেটেডের আয়োজনে গ্রাহক সমাবেশ ও SECI অ্যাপের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে গত ১৯ এপ্রিল এ সমাবেশ ও SECI অ্যাপের ক্যাম্পেইন আয়োজন করে দূতাবাস কর্তৃপক্ষ ও সোনালী এক্সচেঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সোনালী ব্যাংক পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সোনালী ব্যাংক পিএলসির সিইও মো. আফজাল করিমের সাথে যুক্তরাষ্ট্র হতে বৈধ উপায়ে দেশে রেমিট্যান্সপ্রবাহ বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। তিনি সোনালী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। এ ছাড়া তিনি দূতাবাসের ওয়েবসাইটে SECI অ্যাপের প্রচারণার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকরপোরেটেডের সিইও দেবশ্রী মিত্রের সভাপতিত্বে এ সমাবেশ ও ক্যাম্পেইনে SECI অ্যাপের মাধ্যমে দ্রুত ও নিরাপদে কোনো খরচ ছাড়াই দেশে টাকা পাঠানোসহ অন্যান্য সুবিধা তুলে ধরা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা অংশ নেন। বিজ্ঞপ্তি
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড, ব্রাঞ্চ-১ (মেডিক্স)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গত সোমবার (৫ জানুয়ারি) ইউল্যাব ক্যাম্পাসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ইউল্যাবের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য এবং তাদের বাবা, মা, স্ত্রী, স্বামী এবং সন্তানদের মেডিক্সের বিভিন্ন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।
সমঝোতা স্মারকে মেডিক্স-এর পক্ষে স্বাক্ষর করেন সেন্টার অপারেশনের প্রধান সহযোগী অধ্যাপক ডা. হোসেন ইমাম এবং ইউল্যাবের পক্ষে স্বাক্ষর করেন অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, পিএইচডি, ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার।
অনুষ্ঠানে মেডিক্স-এর পক্ষে আরও উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিসেস ম্যানেজার ডা. মো. নজমুল হাসান এবং করপোরেট মার্কেটিংয়ের সহকারী ব্যবস্থাপক মো. বাপ্পী শাহরিয়ার এবং ইউল্যাবের পক্ষে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), ডেপুটি ডিরেক্টর অ্যান্ড হেড অব কমিউনিকেশন আসিফুর রহমান খান এবং ডেপুটি ডিরেক্টর (এসএও) মো. মাহমুদ হোসেন।
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং শপিং ব্যাগ সুপারমার্কেট (চট্টগ্রামে অবস্থিত প্রিমিয়ার রিটেইল ডেস্টিনিশন) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
গত ২৯ ডিসেম্বর ২০২৫ আইএফআইসি ব্যাংক ও শপিং ব্যাগ সুপারমার্কেট এর কর্মকর্তারা এর উপস্থিতিতে শপিং ব্যাগ সুপারমার্কেট এর কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এই চুক্তির আওতায় এখন থেকে আইএফআইসি ব্যাংকের সকল গ্রাহক নানান ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন।
আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের আগ্রাবাদ শাখার চিফ ম্যানেজার মো. মঞ্জুরুল মুমিন এবং শপিং ব্যাগ সুপারমার্কেট এর পক্ষে স্বাক্ষর করেন শপিং ব্যাগ সুপারমার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মিল্টন দে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক এর খাতুনগঞ্জ শাখার, শাখা ব্যবস্থাপক শেখ সামসুদ্দিন বায়েজীদ, আগ্রাবাদ শাখার হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন শাহাদাত কবির এবং শপিং ব্যাগ সুপার মার্কেট এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জাফর উল্লাহ।
এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এখন থেকে আইএফআইসি ব্যাংকের গ্রাহকরা শপিং ব্যাগ সুপারমার্কেট এ ৩% বিশেষ ছাড়, শেফস টার্মিনাল ফুড কোর্ট এ ১০% ছাড়, কিডস প্লে ল্যান্ড এর প্রবেশ টিকিটে ৩০% ছাড়, ফ্রি হোম ডেলিভারি সার্ভিস, প্রমোশন ও ইভেন্টে আর্লি এক্সেস, এক্সক্লুসিভ কাস্টমার প্রিভিলেজ এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।
দেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক উত্তরা ব্যাংক পিএলসি গ্রাহকদের জন্য আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ‘টাকা-পে’ (TakaPay) ডেবিট কার্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখ, সোমবার, ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সর্বাধুনিক এনএফসি (NFC) প্রযুক্তি সম্পন্ন এই কার্ডটির শুভ উদ্বোধন করেন উত্তরা ব্যাংক পিএলসি-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মো: আবুল হাশেম। বিশ্বমানের নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা এই কার্ডটি ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্বোধনকালে ব্যবস্থাপনা পরিচালক জানান যে, গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে উত্তরা ব্যাংক সবসময়ই আধুনিক প্রযুক্তি গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
নতুন এই টাকা-পে ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা দেশের অভ্যন্তরে যেকোনো ব্যাংকের এটিএম বুথ থেকে সহজেই নগদ টাকা উত্তোলন করতে পারবেন। পাশাপাশি দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মলগুলোতে থাকা পয়েন্ট অব সেল বা পওস (POS) মেশিনের মাধ্যমে কেনাকাটা করার সুবিধাও এই কার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে এনএফসি প্রযুক্তি যুক্ত হওয়ার ফলে কন্ট্যাক্টলেস পেমেন্ট বা স্পর্শহীন লেনদেন আরও নিরাপদ ও দ্রুততর হবে। সাধারণ গ্রাহকদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ ও গতিশীল করতে এই উদ্যোগটি বড় ভূমিকা রাখবে বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ।
জাঁকজমকপূর্ণ এই উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মাকসুদুল হাসান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব মো: রেজাউল করিম ও জনাব খন্দকার আলী সামনুন। এছাড়াও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন এই সেবার শুভ সূচনা উদযাপন করেন। উত্তরা ব্যাংক পিএলসি তাঁদের কার্ড সেবার মান উন্নয়ন এবং ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারে আগামীতেও এ ধরণের যুগোপযোগী পণ্য নিয়ে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। মূলত গ্রাহক সন্তুষ্টি এবং লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করাই এই নতুন কার্ডের প্রধান লক্ষ্য।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (HEAT) প্রকল্পের কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) HEAT প্রকল্প কার্যালয়ে এই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। প্রকল্পের জন্য নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সম্মেলন, সেমিনার এবং কর্মশালাগুলো অত্যন্ত সুশৃঙ্খল ও পেশাদারিত্বের সাথে আয়োজনের লক্ষ্যে দেশীয় শীর্ষস্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সল্যুশন লিমিটেড’ (ইথ্রি সল্যুশন)-এর সাথে এই অংশীদারিত্ব গড়ে তোলা হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটি HEAT প্রকল্পের সকল ইভেন্ট ব্যবস্থাপনার যাবতীয় কারিগরি ও পরিচালনাগত দায়িত্ব পালন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকে HEAT প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এই উদ্যোগের ওপর বিশেষ আলোকপাত করেন। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের সামগ্রিক উন্নয়ন ও রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে HEAT প্রকল্প। এই দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে বিভিন্ন অংশীজনদের নিয়ে নিয়মিত কর্মশালা ও আন্তর্জাতিক মানের সেমিনার আয়োজন করা অপরিহার্য। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সল্যুশন লিমিটেডের মতো একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানের সাথে এই চুক্তি প্রকল্পের সকল ইভেন্ট কার্যক্রম যথাসময়ে ও সর্বোচ্চ মানের সাথে সম্পন্ন করতে সহায়তা করবে। পেশাদার ইভেন্ট ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ প্রকল্পের প্রচার ও প্রসারেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
অন্যদিকে, ইথ্রি সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব রেজাউল করিম ভুইয়া এই বিশাল দায়িত্ব প্রদানের জন্য HEAT প্রকল্প কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল মহলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান যে, সরকারি ও আন্তর্জাতিক মানের এমন একটি উন্নয়নমূলক প্রকল্পের সাথে যুক্ত হতে পারা তাঁদের প্রতিষ্ঠানের জন্য একটি বড় স্বীকৃতি। ইথ্রি সল্যুশন তাঁদের পূর্বের অভিজ্ঞতা ও দক্ষ জনবল কাজে লাগিয়ে চুক্তির আওতায় অর্পিত সকল দায়িত্ব সর্বোচ্চ মান বজায় রেখে সফলভাবে সম্পন্ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের এই অগ্রযাত্রায় অংশীদার হতে পেরে তিনি গর্ববোধ করেন এবং দীর্ঘমেয়াদী এই সহযোগিতার মাধ্যমে দেশ বিদেশের অতিথিদের সামনে প্রকল্পটির ইতিবাচক ভাবমূর্তি ফুটে উঠবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। HEAT প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক অধ্যাপক খুরশিদ আলম এবং ইথ্রি সল্যুশনের পরিচালক জনাব মধুসূদন সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সক্ষী হিসেবে ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সহযোগিতার মাধ্যমে HEAT প্রকল্পের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর ও ফলপ্রসূ অনুষ্ঠান আয়োজনের সক্ষমতা আরও কয়েকগুণ জোরদার হবে। এটি কেবল প্রকল্পের সাংগঠনিক দক্ষতাই বাড়াবে না, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের বর্তমান সংস্কার ও আধুনিকায়নের প্রক্রিয়ায় এক শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করবে। পরিশেষে, এই ফ্রেমওয়ার্ক চুক্তির মাধ্যমে আগামী দিনগুলোতে উচ্চশিক্ষার প্রসার ও গুণগত মানোন্নয়নে প্রয়োজনীয় সকল বৈশ্বিক ও আঞ্চলিক প্ল্যাটফর্ম তৈরি সহজতর হবে।
দেশের অন্যতম ডিজিটাল অপারেটর বাংলালিংক গ্রাহক তথ্যের নিরাপত্তা ও সুরক্ষায় তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখে আবারও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি তথ্য নিরাপত্তা মানদণ্ড বজায় রাখার স্বীকৃতি স্বরূপ অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘আইএসও ২৭০০১:২০২২’ সনদ পেয়েছে, যা মূলত বিশ্বজুড়ে ‘ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমস’ (আইএসএমএস)-এর জন্য একটি শীর্ষস্থানীয় মানদণ্ড হিসেবে বিবেচিত। এই অর্জনের মাধ্যমে বাংলালিংক পুনরায় প্রমাণ করল যে, তারা গ্রাহকের ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের সবচেয়ে আধুনিক ও কার্যকরী প্রক্রিয়াগুলো কঠোরভাবে অনুসরণ করছে। এই সনদ প্রাপ্তি ডিজিটাল সেবার ওপর নির্ভরশীল সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।
সনদ প্রদানের এই প্রক্রিয়ায় বাংলালিংকের সামগ্রিক নীতিমালা, পরিচালন পদ্ধতি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে অত্যন্ত কঠোরভাবে মূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির সিকিউরিটি গভর্নেন্স, ঝুঁকি ব্যবস্থাপনা (রিস্ক ম্যানেজমেন্ট), অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম এবং ভেন্ডর ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়াও কোনো সংকটে ব্যবসায়িক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার পরিকল্পনা এবং অপারেশনাল সিকিউরিটি কন্ট্রোল পর্যালোচনার মাধ্যমে বাংলালিংকের শক্তিশালী ও স্থিতিশীল নিরাপত্তা কাঠামোর সত্যতা পাওয়া গেছে। এই সাফল্য কেবল প্রতিষ্ঠানের নয়, বরং নিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করে যাওয়া কর্মীদের পেশাদারিত্ব ও নিবেদনেরই একটি বড় প্রতিফলন।
বাংলালিংকের এই শক্তিশালী তথ্য নিরাপত্তা প্রোগ্রামটি মূলত তাদের অপারেশনস, রিস্ক ও গভর্নেন্স টিমের সমন্বিত প্রচেষ্টার ফসল। এই ধরণের সমন্বিত দৃষ্টিভঙ্গি যেকোনো সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি দ্রুত শনাক্ত করতে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক। বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন তুর্কার এই অর্জনে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন যে, ডিজিটাল সেবা এখন মানুষের প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই গ্রাহকরা যাতে নিশ্চিন্তে ও আত্মবিশ্বাসের সঙ্গে বাংলালিংকের সেবা গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে তাঁরা ধারাবাহিকভাবে কাজ করে যাবেন। এই আইএসও সনদ মূলত গ্রাহক সুরক্ষায় তাঁদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিরই একটি অংশ।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বাংলালিংক সকল অংশীদারদের জন্য একটি নিরাপদ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার ওপর বিশেষ জোর দিচ্ছে। এজন্য প্রতিষ্ঠানটি অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি গ্রহণ করার পাশাপাশি কর্মীদের সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণে বিনিয়োগ করছে। ক্রমপরিবর্তনশীল সাইবার জগতের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে এবং ডিজিটাল স্থিতিশীলতা বজায় রাখতে অপারেটরটি তাঁদের সাইবার সিকিউরিটি ও কমপ্লায়েন্স কাঠামো আরও মজবুত করার কৌশল নিয়েছে। বাংলালিংক মনে করে, প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি তথ্যের সুরক্ষা নিশ্চিত করাই আধুনিক টেলিযোগাযোগ খাতের প্রধান ভিত্তি হওয়া উচিত।
দেশের মোবাইল ফোন শিল্পে স্বচ্ছতা ফিরিয়ে আনা, সাধারণ ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শক্তিশালী ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আজ মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স এ্যাসোসিয়েশন (এমআইওবি)। ‘এনইআইআর-এর হাত ধরে শুরু হোক নিরাপদ বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে বক্তারা সম্প্রতি কার্যকর হওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থার বহুমুখী ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। এমআইওবি জানায়, সরকার ১ জানুয়ারি থেকে এনইআইআর ব্যবস্থা চালুর পাশাপাশি স্মার্টফোন আমদানিতে যে শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে, তা এই শিল্পে শৃঙ্খলা ফেরাতে একটি সময়োপযোগী ও বৈপ্লবিক পদক্ষেপ। এই উদ্যোগের ফলে বাজারে দীর্ঘদিনের অনিয়ম ও অবৈধ ব্যবসা অনেকাংশেই কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে মোবাইল ফোন শিল্পের বর্তমান চিত্র তুলে ধরে বলা হয় যে, এনইআইআর কার্যকর হওয়ার ফলে অবৈধ উপায়ে দেশে আসা, নকল এবং চুরি হওয়া মোবাইল ফোন সহজেই শনাক্ত করা সম্ভব হবে। এর ফলে ফোন ক্লোনিং, বিভিন্ন ধরনের জালিয়াতি এবং প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অপরাধের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যা সরাসরি ভোক্তা সুরক্ষা নিশ্চিত করবে। এছাড়া এই ব্যবস্থার ফলে বাজারে একটি সুস্থ ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে, যা বৈধ ব্যবসায়ী ও আমদানিকারকদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। রাষ্ট্রীয় রাজস্ব আদায়ের পাশাপাশি এটি দেশের সামগ্রিক ডিজিটাল অর্থনীতির ভিত্তিকেও আরও মজবুত করবে বলে শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন। বর্তমানে দেশে ১৮টি স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানে প্রায় তিন হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে এবং এই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যার একটি বড় অংশই নারী শ্রমিক।
তবে এনইআইআর বাস্তবায়নকে কেন্দ্র করে সম্প্রতি দেশের কিছু অসাধু ও অবৈধ স্মার্টফোন ব্যবসায়ীর সহিংস আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এমআইওবি। সংগঠনটি জানায়, দেশের প্রায় ১২ হাজার ব্যবসায়ীর মধ্যে মাত্র ১ হাজার থেকে দেড় হাজার ব্যবসায়ীর একটি ক্ষুদ্র গোষ্ঠী সাধারণ ক্রেতাদের স্বার্থ বিসর্জন দিয়ে এবং আমদানিতে শুল্ক হ্রাসের সুবিধা নেওয়ার পরেও বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তাদের এই ষড়যন্ত্রের অংশ হিসেবে বিটিআরসি কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং শিশুদের ব্যবহার করে সহানুভূতি আদায়ের চেষ্টার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এমনকি দেশের বিভিন্ন স্থানে বৈধ মোবাইল ফোনের দোকানগুলো জোরপূর্বক বন্ধ করে দেওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, যা সাধারণ ব্যবসায়ীদের চরম আর্থিক ও মানসিক ক্ষতির মুখে ফেলেছে।
এমআইওবি সভাপতি জাকারিয়া শহীদ তাঁর বক্তব্যে সাফ জানিয়ে দেন যে, এনইআইআর বাস্তবায়ন দেশের মোবাইল শিল্পের স্থিতিশীলতা ও স্বচ্ছতার জন্য অপরিহার্য। তিনি বলেন, কিছু অসাধু লোকের ব্যক্তিস্বার্থের কারণে সৃষ্ট এই অস্থিরতা কেবল জনশৃঙ্খলা বিঘ্নিত করছে না, বরং দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ ও আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) ওপর নির্ভরশীল এই শিল্পে এমন বিশৃঙ্খলা ভবিষ্যৎ বিনিয়োগ প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে। এমআইওবি এই সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারকে আইনানুগ উপায়ে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। নীতিগত ধারাবাহিকতা বজায় থাকলে স্মার্টফোন শিল্প আগামীতে বাংলাদেশের অর্থনীতিতে আরও বড় ধরনের অবদান রাখতে পারবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। মূলত বৈধ ব্যবসা ও বিনিয়োগ সুরক্ষা নিশ্চিত করাই এখন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত বলে সম্মেলনে অভিমত দেওয়া হয়।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) চেয়ারপারসন হিসেবে যোগ দিয়েছেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান।
সোমবার (৫ জানুয়ারি) তিনি এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে, গত ১ জানুয়ারি তাকে নিয়োগ দিয়ে শিল্প মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন পুনরায় নিয়োগ না হওয়া পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের সচিবের মূল দায়িত্বের পাশাপাশি তিনি এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন।
ওবায়দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরি শুরু করেন। চাকরিজীবনের দীর্ঘ সময়ে তিনি মাঠ প্রশাসনের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ওবায়দুর রহমান এসএমই ফাউন্ডেশনের নবম চেয়ারপারসন।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর কালচারাল ক্লাবের আয়োজনে রোববার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ‘টুয়েলভ ক্লথিং প্রেজেন্টস বিইউএফটি ন্যাশনাল কালচারাল ফেস্ট ২০২৬’। দিনব্যাপী এ আয়োজন তারুণ্যের সৃজনশীলতা, আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বিনিময় এবং ক্যাম্পাস সংস্কৃতিকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।
ফেস্টের অন্যতম আকর্ষণ ছিল ইন্টার-ইউনিভার্সিটি কালচারাল কম্পিটিশন। এতে দেশের বাছাইকরা ১২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় সংগীত, নৃত্য, নাটক, চারুকলা, সৃজনশীল লেখা ও আবৃত্তিসহ ছয়টি বিভাগে মোট ১৮টি পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় সংগীত বিভাগে চ্যাম্পিয়ন হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি), নৃত্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়, সৃজনশীল লেখায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আবৃত্তিতে চ্যাম্পিয়ন হয় এআইইউবি।
বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কালচারাল ক্লাবের আয়োজনে সংগীত, নাটক, কবিতা, সৃজনশীল লেখা, চারুকলা ও হিপ-হপসহ নানা পরিবেশনা উপভোগ করেন দর্শকরা।
ফেস্টের বিশেষ আকর্ষণ ছিল ফ্যাশন রানওয়ে শো, বিভিন্ন স্টল ও ফ্ল্যাশমব, যা বিইউএফটির ফ্যাশন ও সৃজনশীল পরিচয়কে তুলে ধরে। পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’-এর লাইভ পারফরম্যান্স দর্শকদের মাতিয়ে তোলে।
ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন- বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শতাব্দী ওয়াদুদ।
অনুষ্ঠানের স্পন্সর ছিল- সায়র রেস্টুরেন্ট, অ্যাসেনসিয়াল বাই সেল ও দোয়েল ওটিটি। পার্টনার হিসেবে ছিল- এমব্রেলা, স্টাইলওয়ে বিডি, ফোকাস ক্যাম ও প্রমিসেস মেডিকেল লিমিটেড।
বাটা বাংলাদেশ সম্প্রতি ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত সিএসডি টাওয়ারে তাদের সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজি স্টোর উদ্বোধন করেছে। এই নতুন সংযোজনটি বাটার রিটেইল যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং বাংলাদেশের বাজারে তাদের উপস্থিতিকে আরও শক্তিশালী করার ধারাবাহিক প্রয়াসের অংশ।
উদ্বোধনী অনুষ্ঠানটি যৌথভাবে উদ্বোধন করেন বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিস ফারিয়া ইয়াসমিন এবং সিএসডির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে বাটা বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- রিটেইল ডিরেক্টর জনাব আরফানুল হক, হেড অব এইচআর জনাব মালিক কবির, হেড অব মার্কেটিং মিস নূসরাত হাসান এবং হেড অব ফ্র্যাঞ্চাইজি জনাব শাহজাহান সানি। এ ছাড়া সিএসডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মেজর মীর ইখতিয়ার উদ্দিন আহমেদ, হেড অব সেন্ট্রাল প্ল্যান অ্যান্ড প্রকিউরমেন্ট; লেফটেন্যান্ট কর্নেল মো. আসিফ আবদুর রউফ, হেড অব শপস অপারেশন; অবসরপ্রাপ্ত মেজর মো. শাখাওয়াত হোসেন খান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার (মার্কেটিং ও কাস্টমার রিলেশনশিপ); এবং সিনিয়র ম্যানেজার, সিএসডি জনাব মো. শামসুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাটা বাংলাদেশ ও সিএসডির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন বাটা আউটলেটটির আয়তন প্রায় ১,৫০০ বর্গফুট। এটি সিএসডি টাওয়ারের ভেতরে অবস্থিত, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি রিটেইল বিক্রয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি মান ও সাশ্রয়ী মূল্যের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে এবং ভর্তুকিমূল্যে প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে। সিএসডির মূল লক্ষ্য হলো- নির্ভরযোগ্য ও নিয়ন্ত্রিত পরিবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে প্রতিরক্ষা কর্মীদের কল্যাণ নিশ্চিত করা। সিএসডি টাওয়ারে বাটার এই আউটলেটের মাধ্যমে নির্ধারিত সিএসডি গ্রাহকরা সহজে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের জুতা কিনতে পারবেন।
এই পার্টনারশিপ বাটার রিটেইল সম্প্রসারণের দীর্ঘমেয়াদি লক্ষ্যকে সমর্থন করে এবং জাতীয় সেবা ও কল্যাণে অবদান রাখা প্রতিষ্ঠানগুলোর প্রতি বাটার অঙ্গীকারের দৃঢ় প্রতিফলন।
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬৫তম ইন্টার্নশিপ প্রোগ্রাম গত রোববার (৪ জানুয়ারি) শুরু হয়েছে।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন।
আইবিটিআরএ-এর ডাইরেক্টর জেনারেল এ.এস.এম. রেজাউল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইবিটিআরএ-এর ডাইরেক্টর (ট্রেনিং) মো. মিজানুর রহমান মিজি ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন.এস.এম. রেজাউর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান।
বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৩০ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।
দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) আগামী দুই বছরের জন্য তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সিটি ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। তাঁর সঙ্গে সংগঠনটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ব্যাংক পিএলসি–র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী। নবনির্বাচিত এই কমিটি ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত দুই বছর মেয়াদী দায়িত্ব পালন করবে।
নবগঠিত এই কমিটিতে তিনজন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাইম ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ। এছাড়া এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খানকে ট্রেজারার এবং যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদকে যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই শীর্ষ পদাধিকারী কর্মকর্তাদের পাশাপাশি সভায় আরও ১২ জন বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবিবির বোর্ড অব গভর্নর্সের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এবিবি-র নতুন চেয়ারম্যান মাসরুর আরেফিন দেশের ব্যাংকিং খাতের এক সুপরিচিত ও অভিজ্ঞ ব্যক্তিত্ব, যার এই খাতে দীর্ঘ ৩১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। তিনি গত সাত বছর ধরে সিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গত সাত মাস এবিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্বও অত্যন্ত সফলতার সাথে পালন করেছেন। এছাড়াও তিনি বর্তমানে বাংলাদেশে সুইফট মেম্বারস অ্যান্ড ইউজার্স গ্রুপ (SMUGB)–এর চেয়ারপারসন হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অন্যদিকে, নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল আহসান জামান চৌধুরী ১৯৮৬ সালে এবি ব্যাংকের মাধ্যমে পেশাজীবন শুরু করেন এবং পরবর্তীতে ইস্টার্ন ব্যাংকে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ২০২৪ সালের জুলাই থেকে ট্রাস্ট ব্যাংকের শীর্ষ পদে আসীন রয়েছেন। এই অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে আগামী দুই বছরে দেশের ব্যাংকিং খাতে আরও শৃঙ্খলা ও আধুনিকায়ন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
অক্টোবর ও নভেম্বর মাসে বিমান, বাস টিকেট ও হোটেল বুকিংয়ে সর্বোচ্চ বিকাশ পেমেন্ট করে ৬ জন ভ্রমণপ্রেমী জিতে নিলেন নেপাল, কক্সবাজার ট্যুর ও লাক্সারি হোটেলে স্টেকেশন। এছাড়াও, ভ্রমণকারীরা বিকাশ পেমেন্ট করে পেয়েছেন ৪,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ডিসকাউন্ট ও কুপন।
সম্প্রতি, বিকাশ-এর প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারের স্বারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেয়ারট্রিপ-এর হেড অব মার্কেটিং নাফিজ চৌধুরী, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর ডিরেক্টর অব মার্কেটিং সাদমান সালাহউদ্দিন, বিকাশ-এর মার্চেন্ট পেমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার সোহান মিনহাজ হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভ্রমণসেবায় ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে বিকাশ এর সাথে শেয়ারট্রিপ ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা যৌথভাবে এই পুরস্কারগুলো নিয়ে এসেছে। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৫ এ এবং চলবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। সর্বোচ্চ বিকাশ পেমেন্টের ভিত্তিতে অফার চলাকালীন প্রতি মাসে ৩ জন করে ৪ মাসে মোট ১২ জন এই পুরস্কারগুলো জিতে নিবেন। তারই অংশ হিসেবে অক্টোবর ও নভেম্বর মাসের ৬ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে - https://tinyurl.com/mr2xjhu9।
ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির বিদায়ী চারজন সদস্যকে সম্মাননা জানালো ব্যাংক এশিয়া পিএলসি। ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মানিত বিদায়ী সদস্যরা হলেন শরীয়াহ সুপারভাইজরি কমিটির প্রাক্তন চেয়ারম্যান মুফতি শাহেদ রহমানী, প্রাক্তন সদস্য সচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্, প্রাক্তন ফকিহ্ সদস্য মাওলানা মুহাম্মদ মোফাজ্জল হুসাইন খান এবং ড. মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিকুল আরেফিনসহ অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ইসলামিক ব্যাংকিংসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান, শাখা প্রধানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।
অনুষ্ঠানে শরীয়াহ সুপারভাইজরি কমিটির বিদায়ী সদস্যদের দীর্ঘ কর্মজীবন, নিষ্ঠা ও ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।