বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক রেপো এবং অ্যাসিউরড লিকুইডিটি সাপোর্ট ফ্যাসিলিটির (এএলএসএফ) নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে সাত দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় ১৮টি ব্যাংক ও ৪টি আর্থিক প্রতিষ্ঠান মোট ৭ হাজার ৫৬৩.৪২ কোটি টাকার ১০৫টি বিড এবং এক দিন মেয়াদি অ্যাসিউরড লিকুইডিটি সাপোর্ট ফ্যাসিলিটির আওতায় ১৪টি পিডি ব্যাংক মোট ৫ হাজার ৪৫৭.৪৯ কোটি টাকার ৫৭টি বিড দাখিল করে। অকশন কমিটিতে সব বিডই গৃহীত হয়। ফলে রেপো এবং এএলএসএফের আওতায় সর্বমোট ১৩ হাজার ২০.৯১ কোটি টাকা প্রদান করা হয়। ৭ দিন মেয়াদি রেপো এবং অ্যাসিউরড লিকুইডিটি সাপোর্ট ফ্যাসিলিটির সুদের হার ছিল যথাক্রমে বার্ষিক শতকরা ৮.১০ ও ৮.০০ ভাগ।
১৫ বছর মেয়াদি বাংলাদেশ গভ. ট্রেজারি বন্ডের নিলাম:
১৫ বছর মেয়াদি বাংলাদেশ গভ. ট্রেজারি বন্ডের ৪২/২০২৩-২৪ নং নিলাম মঙ্গলবার অনুষ্ঠিত হয়। নিলামে ১ হাজার কোটি টাকা পূর্ব নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে সর্বমোট ২ হাজার ৩৯৫.৬০ কোটি টাকার ১১৫টি দরপত্র দাখিল হয়। এর মধ্য ৮৭টি দরপত্র অকশন কমিটিতে গৃহীত হয়, যার মূল্যমান দাঁড়ায় ১ হাজার ৫১.৪০ কোটি টাকা। গৃহীত দরপত্রের কাট-অফ প্রাইস ছিল ৯৯.৬৩৭১ টাকা (প্রতি ১০০ টাকার জন্য)।
২০ বছর মেয়াদি বাংলাদেশ গভ. ট্রেজারি বন্ডের নিলাম :
২০ বছর মেয়াদি বাংলাদেশ গভ. ট্রেজারি বন্ডের ৪২/২০২৩-২৪ নং নিলাম মঙ্গলবার অনুষ্ঠিত হয়। নিলামে ১ হাজার কোটি টাকা পূর্ব নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে সর্বমোট ৩ হাজার ৪.১৩ কোটি টাকার ৮০টি দরপত্র দাখিল হয়। এর মধ্যে ৪৫টি দরপত্র অকশন কমিটিতে গৃহীত হয়, যার মূল্যমান দাঁড়ায় ১ হাজার ৪৩৯.০৪ কোটি টাকা। গৃহীত দরপত্রের কাট-অফ প্রাইস ছিল ৭৫.৯৫৪৫ টাকা (প্রতি ১০০ টাকার জন্য)। বিজ্ঞপ্তি
বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হপ লুন আনুষ্ঠানিকভাবে ‘ফাউন্ডেশন টু ফিউচার’ (ভবিষ্যতের ভিত্তি) শীর্ষক একটি শিক্ষা সহায়তা কর্মসূচি চালু করেছে। কর্মীরা যেন পুনরায় তাদের শিক্ষা গ্রহণ শুরু করার মাধ্যমে কর্মক্ষেত্রের বাইরেও প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে পারে এ লক্ষ্যে নতুন এ কর্মসূচি চালু করা হয়।
হপ লুন ফ্যাশনে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কর্মসূচিটির পরীক্ষামূলক পর্যায় উদ্বোধন করা হয়। এর জন্য প্রথম ধাপে ৩৫ জন কর্মীকে নির্বাচন করা হয়েছে। এই উদ্যোগটি হপ লুনের বৃহত্তর #শিক্যান উদ্যোগের একটি অংশ এবং প্রতিষ্ঠানের ‘হুইল অব ওয়েল বিয়িং’ কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ কাঠামোতে শিক্ষাকে কর্মীদের কল্যাণ ও ব্যক্তিগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়।
‘ফাউন্ডেশন টু ফিউচার’ কর্মসূচিটি সেইসব কর্মীদের জন্য প্রণয়ন করা হয়েছে, যারা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে আগ্রহী। যোগ্যতার শর্তের মধ্যে রয়েছে: হপ লুনে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা, নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলাবোধ এবং সন্তোষজনক কর্মদক্ষতা। এছাড়াও, অংশগ্রহণকারীদের শেখার আগ্রহ, ইতিবাচক মনোভাব ও কর্মক্ষেত্রে সম্পৃক্ততাও নির্বাচন প্রক্রিয়ায় বিবেচনা করা হয়েছে।
কর্মসূচিতে পাঁচটি মূল বিষয়ে পাঠদান করা হবে; বাংলা, মৌলিক ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান। এর লক্ষ্য হল অংশগ্রহণকারীদের মধ্যে সাক্ষরতা, সংখ্যাগত দক্ষতা, অনুধাবন ক্ষমতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি। আগামী ছয় থেকে আট মাস সপ্তাহে দুই দিন করে পাঠদান করা হবে।
কর্মশক্তি বিষয়ে প্রশিক্ষণ ও উন্নয়নে বিশেষজ্ঞ মানব সম্পদ পরামর্শক প্রতিষ্ঠান ট্যালেনট্র্যাকার লিমিটেড কর্মীদের প্রশিক্ষণ প্রদান করবে। কর্মসূচিটির আওতায় প্রাক-মূল্যায়ন হবে এ মাসে, পাঠদান শুরু হবে আগামী জানুয়ারিতে। মিড টার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ -এর মার্চ মাসে এবং একই বছর জুন থেকে আগস্ট মাসের মধ্যে চূড়ান্ত মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এছাড়া, ২০২৬ সালের শেষ প্রান্তিকে একটি সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
হপ লুন বাংলাদেশ এর কান্ট্রি হেড নিশান্তা মোহত্তিজ বলেন, “হপ লুনে আমরা বিশ্বাস করি, আমাদের কর্মীরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। ‘ফাউন্ডেশন টু ফিউচার’ আমাদের কর্মীদের স্বপ্ন ও সম্ভাবনার জন্য একটি বিনিয়োগ। এ উদ্যোগ তাদের এবং তাদের পরিবারের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে।”
হপ লুন ফ্যাশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “শিক্ষার রূপান্তরমূলক শক্তিতে প্রতিষ্ঠানের যে বিশ্বাস রয়েছে, তারই প্রতিফলন এই কর্মসূচি।” তিনি আরও বলেন, “আমরা শুধু কর্মীদের পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করছি না; বরং তাদের নিজেদের সক্ষমতা আবিষ্কার করতে এবং তারা জীবনে কী অর্জন করতে পারে সে বিষয়ে আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করছি।”
হপ লুনের অপারেটর আমেনা খাতুনের মতো অংশগ্রহণকারীদের জন্য এই কর্মসূচি একটি দ্বিতীয় সুযোগ। তিনি বলেন, “আমি অনেক বছর আগে পঞ্চম শ্রেণি শেষ করেছি এবং সবসময় আরও পড়াশোনা করার স্বপ্ন দেখেছি, কিন্তু জীবন আমাকে অন্যদিকে নিয়ে গেছে; পড়াশোনা আর হয়ে ওঠেনি। এই কর্মসূচি আমার জন্য শুধু ইংরেজি বা গণিত শেখার মাধ্যম নয়। এর মাধ্যমে আমি আবার নিজের ওপর বিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ পেয়েছি। আমি আমার সন্তানদের দেখাতে চাই, যে শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ এবং শেখার কোন বয়স নেই।”
‘ফাউন্ডেশন টু ফিউচার’ কর্মসূচিটি হপ লুনের কর্মী-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং তাদের জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগের অনন্য উদাহরণ। প্রতিষ্ঠানটিতে যারা কাজ করেন, তাদের কেবল কর্মী হিসেবেই নয়, বরং স্বপ্ন ও বিকাশের সুযোগসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করা হয়।
নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে শিক্ষার্থী ও অভিভাবকদের কেনাকাটার অভিজ্ঞতা স্বাচ্ছন্দ্যদায়ক করতে ‘ব্যাক টু স্কুল’ ক্যাম্পেইন চালু করেছে বাটা বাংলাদেশ। ১ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এবারের ক্যাম্পেইনে বাটা বিশেষ গুরুত্ব দিয়েছে শিশুদের স্বাস্থ্য ও আরামের ওপর, যার অংশ হিসেবে বাজারে আনা হয়েছে ‘বি-ফার্স্ট অ্যান্টি-ব্যাকটেরিয়াল স্কুল শু’।
শিশুদের সারাদিনের স্কুল ও খেলাধুলার কথা মাথায় রেখে তৈরি এই জুতায় ব্যবহার করা হয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রযুক্তি, যা পা-কে দুর্গন্ধ ও জীবাণু থেকে মুক্ত রাখবে। ক্লাসরুম থেকে খেলার মাঠ—সবখানেই দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী করে তৈরি করা এই জুতাগুলো যেমন আরামদায়ক, তেমনি স্কুলের পোশাকের সঙ্গে মানানসই ও স্টাইলিশ। নতুন ক্লাসের প্রস্তুতিকে আরও সাশ্রয়ী করতে বাটা এই ক্যাম্পেইনের আওতায় বিকাশে পেমেন্টে দিচ্ছে বিশেষ ছাড়। সারা দেশের বাটা শোরুমগুলোতে বিকাশের মাধ্যমে কেনাকাটা করলে ক্রেতারা ১০ শতাংশ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
শুধুমাত্র পণ্য বিক্রিই নয়, শিশুদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে বাটা আয়োজন করেছে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শিশুরা তাদের স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতার কল্পনা ক্যানভাসে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। ক্যাম্পেইন চলাকালীন প্রতি সপ্তাহে সাতজন বিজয়ী অংশগ্রহণকারী পুরস্কার হিসেবে জিতে নিতে পারবে একটি করে নতুন ট্যাবলেট। দেশজুড়ে নির্ধারিত বাটা শোরুমগুলোতে আরামদায়ক স্কুল সু, ট্রেন্ডি স্নিকার্স ও টেকসই জুতার বিশাল সমাহার নিয়ে চলছে এই আয়োজন। ক্যাম্পেইন ও প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য বাটার অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জাঁকজমকপূর্ণভাবে এই সম্মেলনের আয়োজন করা হয়।
বিগত কয়েক বছরের সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫ সালেও অপসোনিন ফার্মা বাংলাদেশের ঔষধ শিল্পে উল্লেখযোগ্য বিক্রয় প্রবৃদ্ধি অর্জন করেছে। আইএমএস রিপোর্ট (দ্বিতীয় প্রান্তিক, ২০২৫) অনুযায়ী, বিক্রয় কার্যক্রমে প্রতিষ্ঠানটি বর্তমানে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও সফলভাবে ঔষধ রপ্তানি করে আসছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে কোম্পানির পরিচালক (বিক্রয় ও বিপণন) মোহাম্মদ আবদুল মোমেন তালুকদার বর্তমান ফার্মাসিউটিক্যাল বাজার পরিস্থিতি, বিপণন কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তিনি অপসোনিন ফার্মার লক্ষ্য, উদ্দেশ্য ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিতকরণে প্রণীত কৌশলগত নীতিমালা তুলে ধরেন।
সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) আব্দুস সবুর খান, ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাকিব খান, সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ মাহমুদুল হক ও দেবজিত চন্দ্র ভৌমিক এবং সহকারী মহাব্যবস্থাপক (পিএমডি) তাজ মোহাম্মদ আগা মেনন ও মোহাম্মদ আখতার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারা দেশ থেকে আসা বিক্রয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রথম ফাংশনাল ফুড প্রস্তুতকারক প্রতিষ্ঠান অর্গানিক নিউট্রিশন লিমিটেডের জনপ্রিয় ‘কারকুমা’ ব্র্যান্ড এবার যুক্তরাজ্যের বাজারে যাত্রা শুরু করেছে। ইউকে-ভিত্তিক ডিজিটাল মার্কেটপ্লেস ‘দেশি ডিলাইটস’-এর সঙ্গে এক চুক্তির মাধ্যমে এখন থেকে যুক্তরাজ্যের ভোক্তারা সহজেই এই দেশি পণ্যটি কিনতে পারবেন। এই চুক্তির ফলে নিজেদের বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল কারকুমা।
গত ১৪ ডিসেম্বর (২০২৫) রাজধানীর বনানীর হোটেল সারিনায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্গানিক নিউট্রিশন লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. মাহবুবুর রহমান এবং দেশি ডিলাইটস-এর পরিচালক সরফরাজ এন আলী। অনুষ্ঠানে কনভেয়র গ্রুপের চেয়ারম্যান কবির আহমেদ, পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) আহমেদ জাকি, অর্গানিক নিউট্রিশন লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার তন্ময় মিশ্রসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্গানিক নিউট্রিশন লিমিটেড দেশের বাজারে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু করে এবং বর্তমানে আমাজন ইউএসএ-তেও তাদের পণ্য সহজলভ্য। যুক্তরাজ্যের বাজারে প্রবেশের মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের ধারা অব্যাহত রাখল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেশি ডিলাইটস-এর কর্তৃপক্ষ আগ্রহ প্রকাশ করে জানায়, এই চুক্তির ধারাবাহিকতায় যুক্তরাজ্যের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য দেশেও কারকুমা পণ্যের সরবরাহ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করেছে সোনালী ব্যাংক পিএলসি।
গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ব্যাংকের পক্ষ হতে এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খানের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা, জেনারেল ম্যানেজাররাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এর আগে দিবসের প্রথম প্রহরে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সকল শাখা ও কার্যালয় ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া সারাদেশে ব্যাংকের সকল জেনারেল ম্যানেজারস অফিস, প্রিন্সিপাল অফিসসহ সকল কার্যালয়ে দিবসটি উদযাপন করা হয়।
নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহান বিজয় দিবস ২০২৫’ উপদযাপন করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এর অংশ হিসেবে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আইসিবির প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে প্রার্থনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আইসিবির সাবসিডিয়ারি কোম্পানিগুলোর সিইও এবং মহাব্যবস্থাপকসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারী।
এ কর্মসূচি শেষে ডিএমডিদের নেতৃত্বে আইসিবি পরিবারের পক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত শনিবার (১৩ ডিসেম্বর) সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকায় হাইব্রিড পদ্ধতিতে ‘বার্ষিক রিস্ক কনফারেন্স-২০২৫ আয়োজন করে।
কনফারেন্সে সভাপতিত্ব করেন, সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.ন.ম. মঈনুল কবীর, পরিচালক, অফ-সাইট সুপারভিশন বিভাগ (ডস), বাংলাদেশ ব্যাংক।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাম্মত নাজমিন নাহার, যুগ্ম পরিচালক, অফ-সাইট সুপারভিশন বিভাগ, বাংলাদেশ ব্যাংক। এছাড়া উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলম। ওই কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালকরা মো. মাছুম উদ্দিন খান, মোহাম্মদ রাশেদুল আমিন এবং মো. সেকান্দর-ই-আজমসহ সকল বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও অপারেশন ম্যানেজাররা, অফশোর ব্যাংকিং ইউনিটের ইন-চার্জ এবং উপশাখাগুলোর কর্মকর্তারা।
কনফারেন্সে আর্থিক ব্যবস্থায় জটিলতা বৃদ্ধির প্রেক্ষাপটে রিস্ক ম্যানেজমেন্টকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, আরবিএস, ইসিএল, আইএফআরএস ৯ ইত্যাদি আন্তর্জাতিক মান ও বেস্ট প্র্যাকটিসের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি দৃঢ় রিস্ক কালচার গড়ে তোলার বিষয়েও আলোচনা করা হয়। মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল ইমার্জিং ব্যাংকিং রিস্কস, শ্রেণিকৃত ঋণ বৃদ্ধি, ডিজিটাল ট্রান্সফরমেশন, কমপ্লায়েন্স এবং প্রোঅ্যাকটিভ অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট।
ওই বার্ষিক রিস্ক কনফারেন্স-২০২৫, সাউথইস্ট ব্যাংক পিএলসির দৃঢ় রিস্ক গভর্ন্যান্স, শক্তিশালী রিস্ক কালচার, রেগুলেটরি কমপ্লায়েন্স এবং আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিস কার্যকরের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে, এবং একটি দক্ষ, ঝুঁকি-সচেতন কর্মী বাহিনী গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানিক সাফল্য অর্জনের লক্ষ্যে প্রেরণা জোগাবে।
মহান বিজয় দিবসে জাতির বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুখ, অডিট বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) নাহিদ সুলতানা, রিসার্চ গ্রান্টস অ্যান্ড এ ওয়ার্ড বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ, চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত পরিচালক) মো. মোস্তাফিজুর রহমান, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান, অর্থ, হিসাব ও বাজেট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মোস্তাফিজার রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সুলতান মাহমুদ, জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মাসুদ হোসেন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. গোলাম মোস্তফা, স্ট্র্যাটেজিক প্লানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের অতিরিক্ত পরিচালক আকরাম আলী খান, ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন খান, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও ইউজিসি কর্মচারী ইউনিয়নের নেতাসহ কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে ইউজিসির আবাসিক এলাকায় ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহান বিজয় দিবস ২০২৫’ উপদযাপন করেছে জনতা ব্যাংক পিএলসি। এর অংশ হিসেবে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের নেতৃত্বে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় ব্যাংকের পরিচালক ড. মো. আব্দুস সবূর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার ও মো. ওবায়দুল হকসহ ঊর্ধ্বতন নির্বাহীসহ, জাতীয়তাবাদী অফিসার সংগঠনের নেতারা ও জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের নেতারা এবং সর্ব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এস. এম. মঈনুল কবীর সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) তিনি এ পদে যোগ দিয়েছেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
তিন দশকেরও বেশি সময়ের সমৃদ্ধ ব্যাংকিং ক্যারিয়ারে এস. এম. মঈনুল কবীর দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকে চিফ বিজনেস অফিসার, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড ও লেন্ডিং অপারেশন এবং ব্রাঞ্চ ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে নেতৃত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এস. এম. মঈনুল কবীর ন্যাশনাল ব্যাংকের প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি এক্সিম ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সাফল্যের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।
এস. এম. মঈনুল কবীর সিনিয়র লিডারশিপ ম্যানেজমেন্ট, অ্যাডভান্সড ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও ট্রেড ফাইন্যান্সসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ থেকে এমবিএ সম্পন্ন করেন।
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৫ উপলক্ষে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে রূপায়ণ লেক ক্যাসেল কনডোমিনিয়াম প্রজেক্টে আয়োজন করা হয় দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘রূপায়ণ বিজয় আলো ২০২৫’। অনুষ্ঠানটি উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেলস মোঃ সাদ্দাম হোসেন, রুপায়ণ লেক ক্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম তারেক সহ অন্যরা। অনুষ্ঠানের সহযোগী হিসেবে যুক্ত ছিল দেশের শীর্ষ টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা, পরিবারকেন্দ্রিক সামাজিক মিলনমেলা, পিঠা উৎসব ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, গ্রাহক ও বাসিন্দাদের মানসিক প্রশান্তি এবং পারিবারিক বিনোদনের কথা বিবেচনা করেই রূপায়ণ হাউজিং এস্টেট নিয়মিতভাবে জাতীয় ও ঐতিহাসিক দিবসগুলোতে এমন আয়োজন করে থাকে। প্রতিটি আয়োজনে শিশু থেকে শুরু করে প্রবীণ—সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল; বিজয়ের চেতনায় সবাই মেতেছিল আনন্দ ও ভালোবাসায়।
অনুষ্ঠান চলাকালে গ্রামীণফোন রূপায়ণ হাউজিং এস্টেটের গ্রাহকদের জন্য তাদের ‘Alo’ প্রোডাক্টসমূহের একটি বিশেষ প্রদর্শনী (এক্সিবিশন) আয়োজন করে। এতে গ্রামীণফোনের ডিজিটাল সেবা ও স্মার্ট লাইফস্টাইলকেন্দ্রিক বিভিন্ন ‘Alo’ প্রোডাক্ট সম্পর্কে দর্শনার্থীরা সরাসরি ধারণা নেওয়ার সুযোগ পান, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বসুন্ধরা জোনাল হেড টারজান চৌধুরী, ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের আব্দুল আউয়াল রবি, ব্রান্ড এন্ড মার্কেটিং এর নূর হোসেন, আব্দুর রহমান মিরাজ সহ অন্যান্যরা।
রাধানীর উত্তরায় ‘রূপায়ণ সিটি’―এর ৬ দিনব্যাপী “Rupayan City Investment Carnival” শুরু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কার্নিভালের প্রথম দিনেই গ্রাহক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আবাসন ও বাণিজ্যিক বিনিয়োগে আগ্রহী ক্রেতারা এদিন রূপায়ণ সিটি উত্তরার বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং কার্নিভাল উপলক্ষে ঘোষিত বিশেষ অফার গ্রহণ করেন।
কার্নিভাল প্রাঙ্গণে উপস্থিত রূপায়ণ সিটি উত্তরার সম্মানিত গ্রাহক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল হামিদ বলেন, “আমি রূপায়ণ সিটি উত্তরার একজন গর্বিত গ্রাহক। এই প্রকল্প সম্পর্কে আমার ধারণা অত্যন্ত ভালো। রূপায়ণ সিটি সব সময় গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর।”
এ সময় রূপায়ণ সিটি উত্তরার সিইও এম. মাহবুবুর রহমান বলেন, “এই বিনিয়োগ উৎসবে আবাসন ও বাণিজ্যিক সম্পত্তিতে আগ্রহী ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড়, স্পট বুকিং সুবিধা এবং সহজ কিস্তিতে (ইএমআই) বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।”
তিনি আরও জানান, বর্তমান বাজার বাস্তবতাকে বিবেচনায় রেখে ক্রেতাদের জন্য নির্ভরযোগ্য, পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরির লক্ষ্যেই এই ইনভেস্টমেন্ট কার্নিভালের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে প্রকল্প পরিদর্শন, লাইভ কনসালটেশন এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক নানা সুবিধাও রাখা হয়েছে।
আগামী ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলমান এই ইনভেস্টমেন্ট কার্নিভালে আবাসন ও বাণিজ্যিক বিনিয়োগে আগ্রহীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত রূপায়ণ সিটি ক্লাব প্রাঙ্গণে অংশ নিতে পারবেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে টি.কে. গ্রুপ-এর উদ্যোগে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা “পুষ্টি ভার্সেস অফ লাইট – সিজন ২”এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন টি.কে. গ্রুপের সম্মানিত বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাচ্ছেল হক। দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমগণ, এবং শীর্ষস্থানীয় গণমাধ্যমের উপস্থিতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী হাফেজ কিশোর-কিশোরীদের জাতীয় পর্যায়ে উপস্থাপন ও মূল্যায়ন করার উদ্দেশ্যে আয়োজিত এই পবিত্র কুরআন চর্চায় পুষ্টি যে যাত্রা শুরু করেছে এবং তা অব্যাহত থাকবে। দ্বিতীয় এই আসরে পুষ্টি ভার্সেস অফ লাইট আর ও জনপ্রিয়তা অর্জন করবে বলে তিনি আশাবাদী।
টি.কে. গ্রুপের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে ইসলামের খেদমতে এই আয়োজন সাধারণ ধর্মপ্রাণ মুসলমানগণের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও আরো বক্তব্য রেখেছেন টি.কে. গ্রুপের পরিচালক- এইচআর, জনাব আলমাস রাইসুল গনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী, ‘পুষ্টি ভার্সেস অফ লাইট’ এর প্রধান বিচারক জনাব শেখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। তিনি বলেন, কিশোর ও তরুণ প্রজন্মকে পবিত্র কুরআনের প্রতি অনুরাগী করতে এই আয়োজন প্রশংসার দাবিদার। সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় টি. কে. গ্রুপের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদে প্রতিভাবান হাফেজগন প্রাথমিক অডিশন রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে। অভিজ্ঞ বিচারক এবং আলেমগণের বিবেচনায় সেরা প্রতিযোগীরা মূল পর্বে অংশগ্রহণ করবে। রিজিওনাল অডিশন এর প্রতিযোগীবৃন্দ পুষ্টি এর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট পাবেন।
চূড়ান্ত পর্যায়ে বিজয়ীরা পাবেন লক্ষাধিক টাকাসহ বিভিন্ন পুরস্কার। আগামী ২২ শে ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হবে দেশব্যাপী অডিশন পর্ব।
চূড়ান্ত পর্ব পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন বিকাল ৫ টা হতে মাগরিবের আজানের পূর্বে দেশের অন্যতম চ্যানেল নাইন এ প্রচারিত হবে। এছাড়াও অনুষ্ঠানে টি.কে. গ্রুপের বিভিন্ন ইউনিট এর হেড অফ সেলস, হেড অফ বিজনেস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।