জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধন, হারানো ও নবায়ন সেবা ফি আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং নির্বাচন কমিশনের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে ঘরে বসেই সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে বাংলাদেশি নাগরিকরা তাদের এনআইডির বিভিন্ন সেবা ফি পরিশোধ করতে পারবেন।
গতকাল রোববার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং নির্বাচন কমিশনের পক্ষে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনের আইডিইএর প্রকল্প পরিচালক ব্রি. জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন ভূঞাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
দেশের নাম্বার ওয়ান রিটেইল চেইন ব্র্যান্ড স্বপ্ন গ্রাহকদের জন্য চালু করেছে চমকপ্রদ ক্যাম্পেইন- ‘স্বপ্ন প্রতিদিন লাখোপতি’।
১ নভেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অফারে ক্রেতারা মাত্র ১,০০০ টাকার কেনাকাটায় পাচ্ছেন লাখোপতি হওয়ার সুযোগ। পুরো নভেম্বর মাস জুড়ে স্বপ্নের ৭৬০টিরও বেশি আউটলেট এবং স্বপ্ন অনলাইন থেকে ১,০০০ টাকা বা তার বেশি মূল্যের কেনাকাটা করলেই প্রতিদিন লটারির মাধ্যমে একজন ভাগ্যবান ক্রেতা জিতে নিচ্ছেন ১ লক্ষ টাকা।
ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের চারজন বিজয়ীর হাতে বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে স্বপ্নের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বপ্নের বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান।
অনুষ্ঠানটি স্বপ্নের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বপ্নের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত ‘প্রতিদিন লাখোপতি’ ক্যাম্পেইনের প্রথম চারজন বিজয়ী হলেন- রোকসানা বেগম (গোবিন্দগঞ্জ, গাইবান্ধা), মেহেদী হাসান (মেরুল বাড্ডা, ঢাকা), মো. ইকবাল হোসেন (বনানী, ঢাকা), মো. শাহাদাত হোসাইন (বাসাবো, ঢাকা)।
এছাড়াও অনুষ্ঠানে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত কেনাকাটা করা গ্রাহকদের মধ্য থেকেও পরবর্তী লাখোপতিদের নাম ঘোষণা করা হয় লটারির মাধ্যমে।
পুরো নভেম্বর মাসজুড়ে চলবে ‘স্বপ্ন প্রতিদিন লাখোপতি’ ক্যাম্পেইন। ৩০ দিনে ৩০ জন ভাগ্যবান ক্রেতা জিতে নেবেন মোট ৩০ লক্ষ টাকা।
এছাড়া নভেম্বরজুড়ে স্বপ্নের ক্রেতাদের জন্য থাকছে আরও নানা আকর্ষণীয় অফার ও পুরস্কার জেতার সুযোগ।
দেশের বাজারে সম্পূর্ণ নতুন এইচএস সিরিজের গাড়ি আনতে যাচ্ছে স্বনামধন্য ব্রিটিশ গাড়ির ব্র্যান্ড এমজি। নতুন এ সিরিজে থাকছে অত্যাধুনিক সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) ও হাইব্রিড প্লাস – এই দু’টি মডেল। বাংলাদেশে হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এটি এমজি’র একটি বড় পদক্ষেপ। জ্বালানি সাশ্রয়, আরামদায়ক যাত্রা ও পরিবেশবান্ধব প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এমজি এইচএস -এর নতুন হাইব্রিড সিরিজ।
সি-সেগমেন্টের একটি নির্ভরযোগ্য ও আকর্ষণীয় এসইউভি হিসেবে এমজি এইচএস ইতোমধ্যেই দেশের গাড়ির বাজারে দারুণ সুনাম অর্জন করেছে। হাইব্রিড মডেলের নতুন এ দু’টি গাড়ি সে সুনামের ধারাকে বজায় রাখবে। ঐতিহ্যবাহী ব্রিটিশ ডিজাইনের সাথে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি গাড়িগুলো ব্যবহারকারীদের দিবে আরও মসৃণ ও জ্বালানী সাশ্রয়ী গাড়ি চালানোর অভিজ্ঞতা।
একবার চার্জ দিলে শুধুমাত্র বৈদ্যুতিক শক্তিতে ১২০ কিলোমিটারের বেশি দূরত্ব পাড়ি দিতে পারে সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেলটি, যা ফুল চার্জ ও ফুল ট্যাংক জ্বালানীর সম্মিলিত শক্তিতে ১০০০ কিলোমিটারেরও বেশি চলতে সক্ষম। গাড়িতে থাকা প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির কারণে স্বল্প দূরত্বের পথ পাড়ি দেওয়া যাবে কোন কার্বন নিঃসরণ ছাড়াই, আর লম্বা রাস্তায় কাজে লাগবে এর হাইব্রিড শক্তি। অন্যদিকে, হাইব্রিড প্লাস মডেলে রয়েছে স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম, যা সর্বোচ্চ দক্ষতা ও আরামের জন্য বিদ্যুৎ ও পেট্রোল ব্যবহারের সমন্বয় করবে। জ্বালানির খরচ কমানোর পাশাপাশি নিঃসরণ কমানো ও গাড়ি চালানোর ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা নিশ্চিত করবে স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম।
আন্তর্জাতিক পরিসরে এমজি এইচএস একাধিক পুরস্কার পেয়েছে। ‘হোয়াটকার? অ্যাওয়ার্ডস ২০২৫’ -এ সেরা প্লাগ-ইন হাইব্রিড ও পরিবারের ব্যবহারে সেরা এসইউভি এবং ‘অটোকার অ্যাওয়ার্ডস ২০২৫’ -এ ‘বেস্ট ম্যানুফাকচারার’ স্বীকৃতি পেয়েছে ব্র্যান্ডটি। এছাড়াও, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপের পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া আর মধ্যপ্রাচ্যের মতো বাজারে এমজি এইচএস সবচেয়ে বেশি বিক্রি হওয়া হাইব্রিড এসইউভির তালিকায় রয়েছে।
দেশজুড়ে এমজি বাংলাদেশের শোরুম ও অনুমোদিত ডিলার পয়েন্টে এখন এমজি এইচএসের এ দু’টি সংস্করণের গাড়ির প্রি-বুকিং চলছে।
দারুণ খবর! প্রায় ২০ বছর পর টিসিএল তাদের বিশ্বসেরা কিউএলইডি গুগল টিভি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ফিরে এসেছে! আর এই ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে দারাজমল সুপার ব্র্যান্ড ডে-তে চলছে বিশেষ আয়োজন।
দারাজমল মানেই নিরাপত্তা ও আসল পণ্যের আস্থা। আর যখন দারাজমল সুপার ব্র্যান্ড ডে আসে, তখন দেশি-বিদেশি নামকরা ব্র্যান্ডগুলো নিয়ে আসে আকর্ষণীয় বিশেষ ছাড়। দারাজের জমজমাট ১১.১১ ‘দ্য রিয়েল বস’ ক্যাম্পেইন উপলক্ষে এবার বাংলাদেশের গ্রাহকদের জন্য দারুণ সুখবর! বিশ্বমানের উদ্ভাবনী এবং সাশ্রয়ী প্রযুক্তির সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে গ্লোবাল টপ গুগল টিভি ব্র্যান্ড টিসিএল যুক্ত হয়েছে এই সুপার ব্র্যান্ড ডে-তে।
টিসিএল-এর প্রিমিয়াম স্মার্ট টিভি মানেই সিনেমা হলের অভিজ্ঞতা ঘরে বসেই! ফোরকে কিউএলইডি প্রযুক্তির ডিসপ্লে, ডলবি অ্যাটমস সাউন্ড এবং গুগল টিভি অপারেটিং সিস্টেমসহ সব সর্বাধুনিক ফিচারের সমাহার।
দারাজের এই মেগা ইভেন্টে পাচ্ছেন অবিশ্বাস্য ছাড়, ফ্রি ডেলিভারি, দারুণ সব ডিলস এবং নানান পুরস্কার জেতার সুযোগ। এই বিশেষ সুপার ব্র্যান্ড ডে-তে টিসিএল আপনাকে দিচ্ছে ২৫,০০০ টাকা পর্যন্ত ছাড় এবং দারুণ সব ভাউচার!
এই বিশেষ অফারটি সীমিত সময়ের জন্য, যা ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে!
চলুন, দেখে নেওয়া যাক টিসিএল সুপার ব্র্যান্ড ডে-এর সেরা কিছু অফার যা আপনার জীবনযাত্রায় নিয়ে আসবে নতুন মাত্রা:
টিসিএল ৩২এস৫কে ৩২" ফুল এইচডি কিউএলইডি স্মার্ট গুগল টিভি
কেন আপনার জন্য সেরা?
আপনি যদি মুভি দেখার জন্য একটি প্রিমিয়াম ভিউয়িং অভিজ্ঞতা চান, তবে এই টিভিটি আপনার জন্যই। কিউএলইডি প্রযুক্তির উজ্জ্বল, বাস্তবসম্মত রং এবং চমৎকার পিকচার কোয়ালিটির সাথে পাবেন গুগল টিভি সিস্টেমের সুবিধা। ফলে খুব সহজেই দেখতে পারবেন নেটফ্লিক্স, ইউটিউব বা আপনার যেকোনো প্রিয় অ্যাপ। আপনি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনার প্রিয় শো দেখতে পারবেন, আর গেম মোডে উপভোগ করতে পারবেন ল্যাগ-ফ্রি গেমিং। এর বেজেল-লেস ডিজাইন আপনার ঘরে আধুনিক সৌন্দর্য যোগ করবে। স্মার্টনেস, বিনোদন এবং প্রিমিয়াম অভিজ্ঞতার এক দারুণ সমন্বয় এই টিভিতে!
স্পেশাল প্রাইসে এই স্মার্ট টিভি অর্ডার করতে এখানে ক্লিক করুন
টিসিএল ৪৩পি৭কে ৪৩" ফোরকে ইউএইচডি কিউএলইডি স্মার্ট গুগল টিভি

কেন আপনার জন্য সেরা?
এই টিভিতে প্রতিটি দৃশ্য হবে আরও রিয়েলিস্টিক এবং জীবন্ত। কিউএলইডি প্রযুক্তি এবং ফোরকে রেজোলিউশন আপনাকে দেবে উজ্জ্বল ও ঝকঝকে পিকচার কোয়ালিটি। ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস এর অসাধারণ কম্বিনেশন আপনাকে দেবে চোখ-ধাঁধানো ভিজ্যুয়াল এবং থ্রিডি সাউন্ডের অভিজ্ঞতা। এর এআইপিকিউ প্রসেসর টিভিকে করে তুলবে ফাস্ট এবং স্মার্ট। গেমারদের জন্য থাকছে এইচডিএমআই ২.১ ও এএলএলএম ফিচার, যা দেবে স্মুথ গেমিং পারফরম্যান্স। স্লিম এবং বেজেললেস ডিজাইন আপনার ঘরকে করে তুলবে আরও এলিগ্যান্ট ও আধুনিক।
স্পেশাল প্রাইসে এই স্মার্ট টিভি অর্ডার করতে এখানে ক্লিক করুন
টিসিএল ৭৫পি৮কে ৭৫" ফোরকে ইউএইচডি কিউএলইডি স্মার্ট গুগল টিভি
কেন আপনার জন্য সেরা?
আপনার লিভিং রুম এবার হবে মিনি থিয়েটার! ৭৫ ইঞ্চির বিশাল স্ক্রিন এবং ফোরকে কোয়ান্টাম ডট ডিসপ্লে রেজোলিউশনে সিনেমা দেখার অভিজ্ঞতা হবে সবার সেরা। ডলবি ভিশন দেবে নিখুঁত ভিজ্যুয়াল আর ডলবি অ্যাটমস দেবে থিয়েটার-কোয়ালিটির সাউন্ড। সব মিলিয়ে তৈরি হবে এক ইমারসিভ এন্টারটেইনমেন্ট জগৎ। গেমারদের জন্য রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও এইচডিএমআই ২.১ যা দেবে স্মুথ ও ল্যাগ-ফ্রি গেমিং। গুগল টিভি সিস্টেমে পছন্দের মুভি, সিরিজ বা গান দেখুন এবং ভয়েস কন্ট্রোলে নিয়ন্ত্রণ করুন সবকিছু। স্লিম, মেটালিক, বেজেল-লেস ডিজাইন আপনার ঘরকে দেবে প্রিমিয়াম ও আধুনিক লুক। এক স্ক্রিনেই বিনোদনের সম্পূর্ণ অভিজ্ঞতা!
স্পেশাল প্রাইসে এই স্মার্ট টিভি অর্ডার করতে এখানে ক্লিক করুন
টিসিএল ৫৫পি৮কে ৫৫" ফোরকে ইউএইচডি কিউএলইডি স্মার্ট গুগল টিভি
কেন আপনার জন্য সেরা?
৫৫ ইঞ্চির কোয়ান্টাম ডট ডিসপ্লেতে ফোরকে রেজোলিউশনে প্রতিটি দৃশ্য হবে উজ্জ্বল, স্পষ্ট এবং বাস্তব। ডলবি অ্যাটমস এবং অনকিও ২.১ চ্যানেল সাউন্ড সিস্টেমে আপনি পাবেন সিনেমাটিক অডিও অভিজ্ঞতা। ১৪৪ হার্জ রিফ্রেশ রেট নিশ্চিত করে ল্যাগ-ফ্রি, স্মুথ গেমিং ও ভিডিও দেখা। এছাড়া ভয়েস কমান্ড ফিচার তো থাকছেই। স্লিম, মেটালিক, বেজেল-লেস ডিজাইন আপনার ঘরে আনবে প্রিমিয়াম ও আধুনিক সৌন্দর্যের ছোঁয়া।
স্পেশাল প্রাইসে এই স্মার্ট টিভি অর্ডার করতে ক্লিক করুন
টিসিএল ৬৫পি৮কে ৬৫" ফোরকে ইউএইচডি কিউএলইডি স্মার্ট গুগল টিভি
কেন আপনার জন্য সেরা?
৬৫ ইঞ্চির বিশাল কোয়ান্টাম ডট ফোরকে ডিসপ্লেতে প্রতিটি সিন হবে আরও উজ্জ্বল, স্পষ্ট এবং রিয়েলিস্টক। ডলবি অ্যাটমস, ডিটিএস ভার্চুয়াল এক্স এবং প্রিমিয়াম অনকিও ২.১ চ্যানেল সাউন্ড সিস্টেম মিলে আপনাকে দেবে থিয়েটার-কোয়ালিটির অডিও অভিজ্ঞতা। ১৪৪ হার্জ রিফ্রেশ রেট দেয় স্মুথ গেমিং ও মুভি দেখার এক্সপেরিয়েন্স। গুগল টিভি সিস্টেমে আপনার সব প্রিয় অ্যাপ ভয়েস কমান্ডে গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে নিয়ন্ত্রণ করুন। স্লিম, মেটালিক এবং বেজেল-লেস ডিজাইন আপনাকে দেবে বড় স্ক্রিনে প্রিমিয়াম বিনোদনের ছোঁয়া!
স্পেশাল প্রাইসে এই স্মার্ট টিভি অর্ডার করতে এখানে ক্লিক করুন
দারাজ সুপার ব্র্যান্ড ডে কেন আপনার জন্য সেরা?
টিসিএল-এর প্রিমিয়াম স্মার্ট টিভি এখন দারাজের সুপার ব্র্যান্ড ডে- তে বিশেষ অফারে পাওয়া যাচ্ছে। তাই আর দেরি না করে আজই দারাজে টিসিএল স্টোর ভিজিট করুন এবং আপনার পছন্দের পণ্যগুলো কিনে ফেলুন!
ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ২০২৫ এ রাজশাহী-দিনাজপুর অঞ্চলের চ্যাম্পিয়নের মুকুট পরেছে ঠাকুরগাঁও জেলা নারী হকি দল।
রোববার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রানার্সআপ রাজশাহীকে ৩-০ গোলে হারিয়েছে ঠাকুরগাঁও।
গত ২ নভেম্বর থেকে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ হকি ফেডারেশন যৌথভাবে এ টুর্নামেন্ট শুরু করে। জেলা পর্যায়ের প্রতিভাবান নারী খেলোয়াড়দের বাছাই করে দেশের নারী হকিকে আরও উন্নত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর)-এর অংশ হিসেবে এ আয়োজনে অংশ নিয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, জয়পুরহাট, দিনাজপুর, রাজশাহী, ঠাকুরগাঁও ও রংপুর জেলা নারী হকি দল রাজশাহী-দিনাজপুর অঞ্চলের খেলায় অংশ নিয়েছে। প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলেছে। পরে এই অঞ্চলের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে শুরু থেকেই প্রেসিং হকি খেলেছে অঞ্চলের জেলাভিত্তিক চারটি ম্যাচই জিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করা ঠাকুরগাঁও জেলা নারী হকি দল। তবে আক্রমণে গেলেও প্রথম কোয়ার্টারে রাজশাহীর রক্ষণদেয়াল ভেদ করতে পারেনি তারা। দ্বিতীয় কোয়ার্টারে ঠাকুরগাঁও জেলা নারী হকি দলের পক্ষে গোলের খাতা খোলেন রিতু রানী সেন। পরে আরো একটি গোল দেন রিতু। অন্য গোলটি করেন একই দলের সদস্য রতি। রাজশাহী নারী হকি দল অনেক চেষ্টা করেও কোনো গোল পরিশোধ করতে পারেনি।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। ফাইনালে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন ঠাকুরগাঁও জেলা দলের লিপা মোনালিসা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন একই দলের রাণী আক্তার রিয়ামনি।
রাজশাহী-দিনাজপুর অঞ্চলের খেলায় সর্বোচ্চ ৮টি গোল করে রাইজিং স্টার পুরস্কার পেয়েছেন ঠাকুরগাঁও জেলা নারী হকি দলের রেখা মনি। এই অঞ্চলের দলগুলোর মধ্যে সেরা গোলরক্ষক হওয়ার গৌরব লাভ করেন রাজশাহী জেলা নারী হকি দলের মহুয়া।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানিয়েছেন, এই টুর্নামেন্টটি দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে রাজশাহী-দিনাজপুর, ময়মনসিংহ, যশোর ও কুমিল্লা— এই চার অঞ্চলের ১৮টি জেলাভিত্তিক দলের মধ্যে প্রতিযোগিতা হবে। প্রতিটি অঞ্চল থেকে চ্যাম্পিয়ন দল দ্বিতীয় ধাপে অংশ নেবে। এই ধাপে বিকেএসপিও অংশ নেবে।
এর আগে গত ৩০ অক্টোবর বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করা হয়।
ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার ইকরাম কবীর বলেন, “দেশের নারী হকির উন্নয়নে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে আমরা বেশ আনন্দিত। ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে, নারীর সম্ভাবনা সীমাহীন। এই টুর্নামেন্টের মাধ্যমে তাঁদের অপরাজেয় শক্তি ও আত্মবিশ্বাস দেশের ক্রীড়ার অগ্রযাত্রাকে আলো দেখাবে।”
ব্র্যাক ব্যাংক দেশের নারী হকি উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ঘরোয়া পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ নারী খেলোয়াড়দের বিকাশ ও ক্ষমতায়নে ব্যাংকটি কাজ করে যেতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবেই চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত নারী হকি টুর্নামেন্টে ব্র্যাক ব্যাংক সহযোগিতা করেছিল। উক্ত টুর্নামেন্টে মোট ১১টি দল অংশ নেয় এবং বিকেএসপি চ্যাম্পিয়ন হয়।
সনি-র্যাংগস নামে বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, নোয়াখালী লক্ষীপুরের, বাগবাড়ি, হাজী তৈয়ব মার্কেট -এ ২৮০০ বর্গফুট আয়তন এর বিশাল পরিসরে সনি-র্যাংগস লক্ষীপুর শোরুম এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করল।
এখানে পাওয়া যাবে সনির আধুনিক প্রযুক্তির সনি ব্রাভিয়া এলইডি- ফোরকে গুগল টিভি, সনি হোম অডিও ও ভিডিও সিস্টেম। থাকছে অফিসিয়াল এলজি ফোরকে টিভি; ওয়াশিং মেশিন; মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার; ইয়ারবাডস থাকছে ইটালিয়ান প্রযুক্তিতে বাংলাদেশে উৎপাদিত র্যাংগস ও কেলভিনেটর রেফ্রিজারেটর সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে ওয়ালপুর ডযরৎষঢ়ড়ড়ষ, ঊষবপঃৎড়ষীঁ, কবষারহধঃড়ৎ, উধবড়িড়, ঐরংবহংব, চধহধংড়হরপ, জধহমং সহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে লক্ষীপুরের এই সনি-র্যাংগস স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে ৭দিনের আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফট সহ আরো অনেক চমক।
জনাব হোসেন মোঃ রায়হান কাজেমী, এডিশনাল পুলিশ সুপার, লক্ষীপুর; জনাব ওসমান গনি, লক্ষীপুর ফ্র্যাঞ্চাইজি শোরুমের মালিক, র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, মুস্তাফা ওয়াকি চৌধুরি; সিনিয়র জেনারেল ম্যানেজার, মোহাম্মদ জানে আলম; হেড অব রিটেইল সেলস, কে. এম মোসাদ্দেক উল্লাহ মুন্না এবং রবিউল আলম, হেড অব এইচ আর এন্ড এডমিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং যৌথভাবে শোরুমের উদ্বোধন করেন।
গত ৪০ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।
সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন, চাঁদা সংগ্রহ এবং এপিআই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে ১২ নভেম্বর ২০২৫ইং তারিখে বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার এর উপস্থিতিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান জনাব মো: মহিউদ্দীন খান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় পেনশন হোল্ডারদের নিকট থেকে কিস্তি সংগ্রহ করতে পারবে।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক (উপসচিব) জনাবা সিরাজাম মুনিরা, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এসএভিপি জনাব মো: জাকির হোসেন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব কে. এম. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
ডিসঅ্যাবিলিটি-ইনক্লুসিভ (প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক) বাংলাদেশ রূপান্তরকে ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)-এর সহযোগিতায় ‘এমপাওয়ারঅ্যাবিলিটি ২০২৫: পাওয়ারিং এভরি অ্যাবিলিটি’ সম্মেলন আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
১১ নভেম্বর ২০২৫ ঢাকার লো মেরিডিয়েন হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর আওতায় এই নিয়ে দ্বিতীয়বারের মতো সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে নীতিনির্ধারক, বেসরকারি খাত ও উন্নয়ন সংস্থার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন। তাঁরা অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে নীতিগত সহায়তা, কর্পোরেট প্রতিশ্রুতি ও অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং জিআইজেড -এর সহযোগিতায় আয়োজিত এই কনফারেন্সে সবার জন্য ন্যায্য সুযোগ সৃষ্টিতে সরকারি, বেসরকারি, উন্নয়ন সংস্থাসহ সকল খাতের সম্পৃক্ততা ও সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, বিবিডিএন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আরদাশির কবির, আইএলও গ্লোবাল বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্কের ডিসঅ্যাবিলিটি ইনক্লুসন স্পেশালিস্ট ইয়োর্গেন মেনযে এবং জিআইজেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইয়োর্গেন শিলিং। এছাড়াও উপস্থিত ছিলেন আইএলও, জিআইজেড, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
কনফারেন্সে ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, যেগুলোর মধ্যে ছিল ব্র্যাক, শিন শিন গ্রুপ, টিম গ্রুপ, এসিআই লজিস্টিকস, ব্র্যান্ড ফোরাম, বাটা, সাজিদা ফাউন্ডেশন, গ্রামীণফোন, আকিজ গ্রুপ, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইউএনডিপি এবং সেভ দ্য চিলড্রেন। বিভিন্ন কর্পোরেট ও উন্নয়ন সংস্থার এই অংশগ্রহণ বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক অগ্রযাত্রায় সম্মিলিত প্রতিশ্রুতির প্রতিফলন।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বিবিডিএন-এর সঙ্গে বিজিএমইএ এবং বিকেএমইএ-এর সমঝোতা স্মারক স্বাক্ষর। এই চুক্তির মাধ্যমে দেশের বৃহত্তম নিয়োগ খাত তৈরি পোশাকশিল্পে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিতার লক্ষ্যে সুষম কর্মপরিবেশ, নিয়োগ প্রক্রিয়া ও এই খাতে সচেতনতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়।
কনফারেন্সে তিনটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়, যেখানে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিতার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এখানে কর্পোরেট সংস্কৃতিতে প্রবেশগম্যতা যুক্ত, অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের পথ তৈরি এবং সরকারি নীতিমালার সঙ্গে বেসরকারি খাতের উদ্যোগকে যুক্ত করা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বার্জার পেইন্টস, লো মেরিডিয়েন হোটেলস অ্যান্ড রিসোর্টস, সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীরা প্রতিবন্ধিতা নিয়ে নিজেদের কার্যকর কৌশল ও অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “অন্তর্ভুক্তি ব্র্যাক ব্যাংকের অন্যতম প্রধান স্তম্ভ। এটি কেবল আর্থিক অন্তর্ভুক্তিতেই সীমাবদ্ধ নয়, বরং এর পরিধি আরও বিস্তৃত। এগুলোর মধ্যে রয়েছে জেন্ডার অন্তর্ভুক্তি, প্রতিবন্ধী অন্তর্ভুক্তি এবং সার্বিক সামাজিক অন্তর্ভুক্তি। আমাদের বুঝতে হবে, অন্তর্ভুক্তি কোনো চ্যারিটি নয়, এটি একটি টেকসই অর্থনীতির ভিত্তি। ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় আমি’ উদ্যোগের মাধ্যমে ব্যবসায় ও সমাজকল্যাণের মাঝে সেতুবন্ধন তৈরি করছে। আমরা প্রমাণ করে চলছি, প্রতিটি সক্ষমতাকে ক্ষমতায়ন করা মানেই গোটা জাতিকে ক্ষমতায়ন করা।”
অনুষ্ঠানে আরদাশির কবির বলেন, “বেসরকারি খাতকে শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, বাস্তবায়নও করতে হবে। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিতা যাতে ব্যবসায়িক কৌশলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, সে লক্ষ্যে বিবিডিএন শিল্পখাতের নেতৃবৃন্দদের সঙ্গে একসাথে কাজ করে যাবে।”
ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, “সরকার সকল খাতে প্রতিবন্ধী অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নীতিগত সহায়তা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের যৌথ প্রচেষ্টা এমন এক সমাজ গঠনে সহায়ক হবে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।”
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেন, “অন্তর্ভুক্তি আসলে ন্যায্যতার বিষয়। আমাদের দায়িত্ব হলো, প্রতিবন্ধী অন্তর্ভুক্তিতার পথে কাঠামোগত ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করা। প্রকৃত অন্তর্ভুক্তি অর্জনের লক্ষ্যে প্রত্যেক নাগরিককে তাঁর পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ দিতে হবে। সম্মিলিত প্রয়াসেই আমরা এমন একটি বাংলাদেশ গড়তে পারব, যেখানে প্রতিটি সক্ষমতাকেই মূল্যায়ন করা হবে।”
সম্মেলনটি শেষ হয় সকল খাতে প্রতিবন্ধীব্যক্তিদের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিতে সকল খাতের সম্পৃক্ততা, অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান প্রাতিষ্ঠানিকীকরণ এবং নীতিগত সহায়তা জোরদার করার প্রতি আহ্বান জানিয়ে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার ব্যাংকের মহাখালী শাখার গ্রাহকদের সাথে মতবিনিময় করেন। এ সময় অ্যাসোসিয়েট এ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্যামেলকো মোহাম্মদ মাসুদ পারভেজ, মহাখালী শাখার ব্যবস্থাপক খ.ম. খালিদ তৈমুর রানাসহ ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের বিভিন্ন চাহিদা ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন। তিনি বলেন, এ ব্যাংকে গ্রাহকদের আমানত সরকার ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। ব্যাংকের সাথে স্বাভাবিক লেনদেন অব্যাহত রাখা এবং আতঙ্কিত না হয়ে প্রয়োজনের অতিরিক্ত টাকা না তোলার অনুরোধ জানান তিনি। সভায় গ্রাহকরা জানান, তারা দীর্ঘদিন এই ব্যাংকের সাথে লেনদেন করে আসছেন এবং ব্যাংকের সেবা ও কর্মকর্তাদের আচরণে সন্তুষ্ট, তাই ভবিষ্যতেও এই ব্যাংকের সাথে ব্যাংকিং সম্পর্ক ও লেনদেন চালিয়ে যেতে চান।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল এর মধ্যে ১১ নভেম্বর ২০২৫ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর সিইও জনাব সাহাদাত হোসাইন বাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর সিইও জনাব সাহাদাত হোসাইন বাহার এর সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন।
উক্ত চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডপহোল্ডারগণ এখন থেকে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর রুম ভাড়ায় ৪০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসইভিপি ও সিএফও জনাব মো: জাফর ছাদেক, এফসিএ, এসইভিপি ও ইনভেস্টমেন্ট মনিটরিং বিভাগের প্রধান জনাবা রুমানা কুতুবুদ্দিন, এসইভিপি ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জনাব মো: আমজাদ হোসেন, এসইভিপি ও অ্যাসেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর প্রধান জনাব তরিকুল ইসলাম, ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান জনাব মো: রিয়াদ হোসেন ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর হেড অব সেলস জনাব আবু সেহেরী ফরহাদ-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে উদ্ভাবনী প্রযুক্তি ও সমাধান প্রদানের স্বীকৃতি হিসেবে “বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৫”-এ ৪ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বিকাশ। এবছর অ্যাওয়ার্ড এর তৃতীয় সংস্করণে (২০২৫) ‘ডিজিটাল লেন্ডিং’ ও ‘এমএফএস/ডিএফএস’ ক্যাটাগরিতে ‘বিজয়ী’ এবং ‘পেমেন্ট’ ও ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ পেয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি।
বিকাশ-এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চিফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)। এসময় বিকাশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্প্রতি, বাংলাদেশ ফিনটেক ফোরাম এর উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক প্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রভাব এবং নেতৃত্ব দেয়া প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয়া হয়। এমএফএস/ডিএফএস ক্যাটাগরিতে ‘দ্য বিকাশ ইমপ্যাক্ট’ এবং ডিজিটাল লেন্ডিং ক্যাটাগরিতে বিকাশ এর ‘পে লেটার’ সেবা পেয়েছে ‘ফিনটেক ইনোভেশন অব দ্যা ইয়ার’ -এর স্বীকৃতি। এছাড়া, আর্থিক অন্তর্ভুক্তি (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) ক্যাটাগরিতে ‘পে লেটার’ এবং পেমেন্ট ক্যাটাগরিতে ‘মার্চেন্ট অ্যাপ’ পেয়েছে অনারেবল মেনশন।
মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক এর সহযোগিতায় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড এর এবারের আসরে ১৪টি বিজয়ী ও ১২টি অনারেবল মেনশন পাওয়া প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. চট্টগ্রামের পতেঙ্গা অঞ্চলে অবস্থিত ১৮টি বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য এবং অভিভাবকদের অংশগ্রহণে “সাউথইস্টএডুফিন এর বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ পরিচিতি” শীর্ষক এক স্কুল ব্যাংকিং সচেতনতা ও সম্পৃক্ততা বিষয়ক কর্মসূচি আয়োজন করেছে। এই কর্মসূচিটি ব্যাংকের আগ্রাবাদ শাখার তত্ত্বাবধানে পতেঙ্গা উপশাখা কর্তৃক আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং শিক্ষা খাতে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা জোরদার করা।
উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাহবুব আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাসুম উদ্দিন খান, আঞ্চলিক প্রধান (চট্টগ্রাম) জনাব মোঃ আবদুল মান্নান এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সাউথইস্টএডুফিন-একটি আধুনিক ও সমন্বিত শিক্ষা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে সহজতর করে। এটি ফি ব্যবস্থাপনা, উপস্থিতি নিরীক্ষণ, গ্রেড ব্যবস্থাপনা এবং অভিভাবক, শিক্ষকদের জন্য যোগাযোগ সুবিধাসহ উন্নত ফিচার প্রদান করে। শিক্ষার্থীরা সাউথইস্ট ব্যাংকের যে কোন শাখা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মের মাধ্যমে বেতন ও অন্যান্য ফি সহজে পরিশোধ করতে পারবে।
এছাড়াও, ব্যাংকের স্কুল ব্যাংকিং একাউন্ট “তারকা”, এর মাধ্যমে শিক্ষার্থীরা ন্যূনতম জমা, কোন রক্ষণাবেক্ষণ ফি ছাড়াই এবং আকর্ষণীয় মুনাফাসহ সঞ্চয় হিসাব খুলতে পারবে। এর মাধ্যমে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে আর্থিক শৃঙ্খলা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাউথইস্ট ব্যাংক পিএলসি. সর্বদা শিক্ষা খাতে ডিজিটাল রূপান্তর, যুবশক্তির ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
এই উদ্যোগটি সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর অঙ্গীকারেরই প্রতিফলন, যা আগামী প্রজন্মের আর্থিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা খাতে প্রযুক্তিনির্ভর, সহজ ও সুবিধাজনক আর্থিক সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা গ্রহণ করবে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। সম্প্রতি রাজধানীর প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
চুক্তির আওতায়- এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড প্রাইম ব্যাংকের সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা গ্রহণ করবে। প্রতিষ্ঠানটি ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ (PrimePay) ব্যবহার করে সকল প্রকার অভ্যন্তরীণ পেমেন্ট বা ডিসবার্সমেন্ট সম্পাদন করতে পারবে এবং প্রাইম ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশ থেকে সেলস কলেকশন করতে পারবে। পাশাপাশি ব্যাংকের উন্নত এমআইএস রিপোর্টিং ও রিকনসিলিয়েশন সিস্টেম এর মাধ্যমে এসএমসি-এর আর্থিক ব্যবস্থাপনা আরও দক্ষ ও স্বচ্ছ হবে।
প্রাইম ব্যাংক পিএলসি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইমপে (PrimePay) প্ল্যাটফর্মের মাধ্যমে করপোরেট ক্লায়েন্টরা সহজে ও নিরাপদে বিভিন্ন ধরনের পেমেন্ট সম্পন্ন করতে পারেন। এই সর্বাধুনিক ডিজিটাল চ্যানেলটির মাধ্যমে ইলেকট্রনিক এবং কাগজ-ভিত্তিক উভয় ধরনের লেনদেন- যেমন আরটিজিএস (RTGS), বিইএফটিএন (BEFTN), আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার, এনপিএসবি (NPSB), মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ওয়ালেট ট্রান্সফার এবং ডিজিটাল স্বাক্ষরযুক্ত করপোরেট চেক ও পে অর্ডার ইস্যু করা যায়। এছাড়াও করপোরেট গ্রাহকরা প্রাইমপে’র মাধ্যমে শুল্ক, কর, ভ্যাট ও ইউটিলিটি বিল প্রদান করতে পারেন।
দ্রুত অথরাইজেশন প্রক্রিয়ার কারণে প্রাইমপে গ্রাহকদের জন্য দ্রুত সময়ের মধ্যে লেনদেন সম্পন্ন, খরচ সাশ্রয় এবং অধিক স্বচ্ছতা নিশ্চিত করে। উন্নত টু-ফ্যাক্টর অথেনটিকেশন নিরাপত্তা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত এই প্ল্যাটফর্মটি ওয়েবের মাধ্যমে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে ব্যবহারের সুবিধা রয়েছে।
বৈশ্বিক গাড়ি ব্র্যান্ড ওমোদা এবং জাইকোর বাংলাদেশের একমাত্র পরিবেশক, এশিয়ান ডিস্ট্রিবিউশনস লিমিটেড, সম্প্রতি দেশের বাজারে ওমোদা ৯ পিএইচইভি গাড়িটি উন্মোচন করেছে। অত্যাধুনিক ডিজাইন ও পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই প্রিমিয়াম প্লাগ-ইন হাইব্রিড এসইউভি গাড়ির উন্মোচন দেশের গাড়ির বাজারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
নতুন এই মডেল বাজারে আনার মাধ্যমে টেকসই ও আধুনিক যাতায়াত ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি আরও একবার দৃঢ়ভাবে তুলে ধরেছে এশিয়ান ডিস্ট্রিবিউশনস লিমিটেড।
রাজধানী ঢাকায় ওমোদা ও জাইকোর শোরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানে গাড়িটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ডিস্ট্রিবিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান, পরিচালক দেওয়ান সাইদুর রহমান এবং নির্বাহী পরিচালক সাদিকুল মোশতাক সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্যে দেওয়ান সাজেদুর রহমান বলেন, “এটা শুধু বাজারে নতুন একটা গাড়ি আনার বিষয় নয়—ওমোদা ৯ প্লাগ-ইন হাইব্রিড আমাদের ভবিষ্যত যাত্রার প্রতিচ্ছবি। আমরা বিশ্বাস করি, শক্তিশালী পারফরম্যান্সের সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তির সফল সমন্বয় সম্ভব। এই গাড়ির মাধ্যমে আমরা বিশ্বমানের উদ্ভাবন নিয়ে এসেছি, যা দেশের টেকসই পরিবহন ব্যবস্থার তৈরিতে একটি বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ।”
ওমোদা ৯ প্লাগ-ইন হাইব্রিড গাড়িটিতে রয়েছে আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি ও ইনটেলিজেন্ট ড্রাইভিং ফিচার। এছাড়াও, এতে রয়েছে ৪৪০ কিলোওয়াট (৫৯০ বিএইচপি) শক্তি ও ৯১৫ নিউটন মিটার টর্ক, যা ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে সময় নেয় মাত্র ৪.৯ সেকেন্ড।
গাড়িটিতে রয়েছে অল-হুইল ড্রাইভ প্রযুক্তি ও ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা মিলিয়ে সর্বোচ্চ ১,২০০ কিমি পর্যন্ত যাত্রা সম্ভব। গাড়ির ভিতরে রয়েছে হিটিং ও কুলিং সুবিধাসহ নাপা লেদার সিট, সনি’র ১৪ স্পিকারের হাই-ফিডেলিটি সারাউন্ড সাউন্ড সিস্টেম এবং ১২.৩ ইঞ্চির লিকুইড এইচডি ক্রিস্টাল ডিসপ্লে।
পাশাপাশি, গাড়িটিতে রয়েছে স্লাইডিং প্যানোরামিক ছাদ এবং উন্নত নিরাপত্তা প্রযুক্তি—যেমন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট ও ব্লাইন্ড স্পট ডিটেকশন। সব মিলিয়ে ওমোদা ৯ পিএইচইভি গাড়িটি যাতায়াতে যোগ করেছে আরাম, স্টাইল ও নিরাপত্তার নতুন এক মাত্রা।
ওমোদা ৯ পিএইচইভি গাড়িটির সঙ্গে রয়েছে বিস্তৃত ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার (শর্ত প্রযোজ্য) পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা। পাশাপাশি, এতে বাই-ব্যাক সুবিধাও রয়েছে।