ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন আইএফআইএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কে. বি. এম. মঈন উদ্দিন চিশ্তী, পরিচালকরা হলেন আবুল কাশেম হায়দার, হোসাইন মাহমুদ, মোস্তানসের বিল্যাহ, আফজালুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন আইএফআইএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন। আইএফআইএলের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা, বিভাগীয় প্রধানরা এবং শাখা ব্যবস্থাপকরা এতে অংশ নেন। বিজ্ঞপ্তি
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে এ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মহাখালীস্থ এসকেএস টাওয়ারে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী। Accountability Today for Sustainability Tomorrow এই মোটোতে আসন্ন ২০২৬ সালের কর্মপরিকল্পনা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, মেডিকেল সার্ভিসেস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, মানবসম্পদ ও সাপ্লাই চেইন পরিচালক কর্নেল মো. ইফতেখার আহমেদ (অব.), চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিপংকর দত্ত এসিএস, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম, হেড অব করপোরেট নীতা চক্রবর্ত্তী এবং ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্চ ইনচার্জ সৈয়দ হাসিবুল হক হাসিবসহ আরও অনেকে।
সম্মেলনে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া রোগীদের আরও উন্নত ও দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য প্রশস্ত নতুন বহির্বিভাগ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে দিবা-রাত্রি অনেক রোগীকে একসঙ্গে বহির্বিভাগ চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হবে। সম্মেলন শেষে স্বীকৃতিস্বরূপ বিভিন্ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান এতে সভাপতিত্ব করেন।
সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে সভায় শোক প্রস্তাব গৃহীত হয় এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা, পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, সোয়ায়েব আহমেদ, এ বি এম শওকত ইকবাল শাহীন, মুজিব আহমদ সিদ্দিকী ও এ এইচ এম মঈন উদ্দীন এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম অংশগ্রহণ করেন।
এ ছাড়া উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ।
আমিন মোহাম্মদ পরিবারের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন, ‘রাষ্ট্র পরিচালনা এবং বহুদলীয় গণতন্ত্রের বিকাশে বেগম খালেদা জিয়ার ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তার দৃঢ়চেতা, সাহসী ও আপসহীন নেতৃত্ব দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক অনন্য দৃষ্টান্ত।’
তিনি আরও বলেন, ‘এই মহান নেত্রীর প্রয়াণে দেশের রাজনীতি ও গণতান্ত্রিক চর্চায় এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো, যা কখনোই পূরণ হওয়ার নয়।’
শোকবার্তায় আমিন মোহাম্মদ গ্রুপ বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মীবৃন্দ এবং অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এবং মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, পরিচালক ড. মোহাম্মদ ফজলুল হক, কবিরুল ইজদানী খান, মোহাম্মদ সুলতান মাহমুদ, মুজাফফর আহম্মদ, মো. সাঈদ কুতুব এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালকরা ও মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সভায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
টয়োটা টুসো এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড দেশজুড়ে আরো উন্নত গ্রাহকসেবার অঙ্গীকার ব্যক্ত করে টয়োটা-এর আন্তর্জাতিক মানের গাড়ি ও সেবা সরাসরি পৌঁছে দিতে তাঁদের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান টয়োটা বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।
টয়োটা এর একমাত্র সহায়ক প্রতিষ্ঠান টিবিএল এখন থেকে বাংলাদেশে সরাসরি নতুন টয়োটা গাড়ি, জেনুইন পার্টস এবং আন্তর্জাতিক মানের বিক্রয়োত্তর সেবা সরবরাহ করবে।
প্রতিষ্ঠানটি সম্মানিত গ্রাহকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আরো চমকপ্রদ ও আকর্ষণীয় ঘোষণার জন্য অপেক্ষা করতে বলে।
এছাড়াও নিয়মিত আপডেট, অফার এবং ক্যারিয়ার সংক্রান্ত তথ্যের জন্য টয়োটা-এর ওয়েবসাইট www.toyota-bd.com ও ফেসবুক পেজ www.facebook.com/ToyotaBangladesh ভিজিট করতে বলা হয়েছে।
টয়োটা বাংলাদেশ লিমিটেডের নিজস্ব শোরুমের +০৯৬৪৩৩৩৩৭৭৭ নম্বরে ফোন করে আরো বিস্তারিত জানা যাবে। শোরুমটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোঃ নাজমুল হুদা সরকার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদোন্নতি আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। পদোন্নতির আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) এবং চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মোঃ নাজমুল হুদা সরকার দীর্ঘ ২৭ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ প্রযুক্তিবিদ। তাঁর এই বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কৌশলগত পরিকল্পনা, ডিজিটাল রূপান্তর এবং ব্যয়-সাশ্রয়ী আধুনিক প্রযুক্তিগত সেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রেখেছেন। মিডল্যান্ড ব্যাংকে যোগদানের আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-তে কর্মরত ছিলেন এবং ব্যাংকটিকে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। এ ছাড়াও তাঁর রয়েছে আন্তর্জাতিক কর্মপরিবেশে কাজ করার বিশাল অভিজ্ঞতা। তিনি জাপানের প্রখ্যাত প্রতিষ্ঠান ফুজিৎসু, নিসান মোটর এবং ‘ম্যাচ ডটকম’-এ সিনিয়র অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘ সময় কর্মরত ছিলেন।
দেশের ভেতরেও তিনি আইডিএলসি ফাইন্যান্স ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে এন্টারপ্রাইজ প্রযুক্তি ও ডিজিটাল চ্যানেল নিয়ে কাজ করে গভীর অভিজ্ঞতা অর্জন করেছেন। মিডল্যান্ড ব্যাংকের সিটিও হিসেবে তিনি ব্যাংকটির প্রযুক্তিগত রোডম্যাপ তৈরি, ডিজিটাল চ্যানেলগুলোকে শক্তিশালী করা এবং নিরাপদ ও গ্রাহক-কেন্দ্রিক প্রযুক্তি উদ্যোগের মাধ্যমে ব্যাংকের কর্মক্ষমতা বৃদ্ধিতে বিশেষ অবদান রেখেছেন। তাঁর নেতৃত্বে ব্যাংকটি ডিজিটাল ব্যাংকিং সেবায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
শিক্ষাজীবনে মোঃ নাজমুল হুদা সরকার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে ইলেকট্রনিক্স ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রযুক্তি খাতে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা ও উদ্ভাবনী নেতৃত্ব মিডল্যান্ড ব্যাংকের আগামী দিনের অগ্রযাত্রায় এবং স্মার্ট ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ। নতুন এই গুরুত্বপূর্ণ পদে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছে মিডল্যান্ড ব্যাংক পরিবার। মূলত তাঁর মেধা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবেই এই বিশেষ পদোন্নতি প্রদান করা হয়েছে।
গ্রামীণ ব্যাংক অফিসার্স(অব:)ক্লাব এর বার্ষিক সাধারণ সভা সোমবার (২৯ডিসেম্বর) ঢাকাস্থ মিরপুর ১―এর সিটি মহল চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জিএম মোস্তাফিজুর রহমান । এতে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ গ্রুপের ভাইস চেয়রাম্যান আবদুল হাই খাঁন। বক্তব্য রাখেন, আবুল বসর চৌধুরী (ডিএমডি) গ্রানীণ আমেরিকায় কর্মরত আহসান উল্লাহ ভূইয়া, জিএমদের মধ্যে উপস্থিত ছিলেন, আনসারুল ইসলাম, আলী হোসেন, মিজানুর রহমান, এবিএম মোস্তাফিজুর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মিজানুর রহমান তাছাড়া ও বেশ কয়েকজন এজিএম ও ডিজিএম পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্ত আলোচনা মতবিনিময়, স্মৃতিচারণ করা হয়, শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার শেষে আগামী এক বছরের জন্য পরিচালনা কমিটির সকল পদের জন্য উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচণ ফলাফল ঘোষণায় আগামী সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইউসূফ আলী সাংগঠনিক সম্পাদক আবুল বসর চৌধুরী কোষা দক্ষ নির্বাচিত হন যথাক্রমে আলী হোসেন ও মিজানুর রহমান।
দেশব্যাপী একসাথে দশটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করলো ব্যাংক এশিয়া পিএলসি। ইসলামিক ব্যাংকিং সেবার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আরিকুল আরেফিন অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সম্মানিত অতিথিবৃন্দদের সাথে নিয়ে ফিতা কেটে দশটি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শুভ উদ্বোধন করেন।
ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সাবেক চেয়ারম্যান মুফতি শাহেদ রহমানী, সাবেক সদস্য সচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্, ফকিহ্ সদস্য মাওলানা মুহাম্মদ মোফাজ্জল হুসাইন খান এবং ড. মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামিক ব্যাংকিং সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। ইসলামিক ব্যাংকিং উইন্ডো প্রধান ও শাখা প্রধান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনলাইনে যোগদান করেন।
উল্লেখ্য, ব্যাংক এশিয়া ২০০৮ সালের ২৪ ডিসেম্বর ইসলামিক ব্যাংকিং সেবা চালু করে। শরীয়াহ্কে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং আমানত সংগ্রহ ও বিনিয়োগ প্রদানসহ সকল শ্রেণির গ্রাহকের জন্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পরিচালনা করে আসছে।
SafeCare24/7 Medical Services Limited-এর একটি উদ্যোগ AmbuFast-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও করপোরেট নেতা মি. রুবেল আজিজ। একই সঙ্গে তিনি AmbuFast-এ শেয়ারহোল্ডার হিসেবে বিনিয়োগ করেছেন, যা বাংলাদেশের জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা খাতে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
রুবেল আজিজ বর্তমানে The City Bank PLC-এর ভাইস চেয়ারম্যান এবং ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে The City Bank PLC-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পাশাপাশি তিনি দেশের অন্যতম বৃহৎ ও বহুমুখী শিল্পগোষ্ঠী Partex Group-এর ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংকিং, ফিন্যান্স, জ্বালানি, শিল্প উৎপাদন, এভিয়েশন, শিপিং ও রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। AmbuFast-এর চেয়ারম্যান হিসেবে তার নেতৃত্ব ও বিনিয়োগকে বিশেষজ্ঞরা দেখছেন জরুরি চিকিৎসাসেবায় একটি নতুন যুগের সূচনা হিসেবে।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে মি. রুবেল আজিজ বলেন, ‘জরুরি সময়ে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা একটি মানবিক দায়িত্ব। AmbuFast প্রযুক্তি, পেশাদার ব্যবস্থাপনা ও সুশাসনের মাধ্যমে বাংলাদেশের জরুরি চিকিৎসা ব্যবস্থায় আস্থা ও কার্যকারিতা নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।’
এ প্রসঙ্গে AmbuFast-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (Founder & Managing Director) মেহেদী হাসান কিরণ বলেন, ‘AmbuFast-এর যাত্রা শুরু হয়েছিল একটি সহজ কিন্তু শক্তিশালী বিশ্বাস থেকে। সঠিক সময়ে সঠিক অ্যাম্বুলেন্স সেবা একটি জীবন বাঁচাতে পারে। মি. রুবেল আজিজের মতো একজন অভিজ্ঞ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতার নেতৃত্বে AmbuFast নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বিজনেস কনফারেন্স ২০২৫, স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-৩০ এবং এমপ্লয়িজ কনফারেন্স ২০২৫ শীর্ষক অনুষ্ঠানগুলো সম্প্রতি কক্সবাজারে অবস্থিত হোটেল দ্য সি-প্রিন্সেসের নাগর ব্যানকুয়েট হলে অনুষ্ঠিত হয়।
Rebuild Trust on ICB Islamic Bank শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে প্রথম দিনের প্রথমার্ধের অনুষ্ঠানে ঢাকা ও চট্রগ্ৰাম অঞ্চলের বিপুলসংখ্যক আমানতকারী, ব্যবসায়ী, গ্ৰাহক, বিনিয়োগকারী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী এবং সারাদেশে অবস্থিত ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের প্রায় ২০০ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের সম্মানিত নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান।
দেশের স্বচ্ছ ধারার মানবিক ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ গ্ৰুপের পরিচালক এবং গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দিন, ব্যাংকের করপোরেট ক্লাইন্ট প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রাহাত খলিল, টেক্স বিডির কর্ণধার আফরোজা সুলতানা, ইউনিটি ইনোভেটিভ ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তহমিনা খাতুন বিউটি, পরিচালক শারমিন খানম এবং ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ তাদের বক্তব্যে এ ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় এবং বাণিজ্যিক কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান ছাড়াও ডেপুটেশনে কর্মরত বাংলাদেশ ব্যাংকের ৩ জন কর্মকর্তা যথাক্রমে ড. সুমন্ত কুমার সাহা, অতিরিক্ত পরিচালক এনামুল হক, যুগ্ম পরিচালক এবং রাসেল মাহমুদ, যুগ্ম পরিচালক এবং আইসিবি ইসলামিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বক্তব্যে ব্যাংকের ধারাবাহিক উন্নয়নের গতিধারা এবং প্রো অ্যাকটিভ পদক্ষেপসমূহের বিবরণ তুলে ধরেন। ব্যাংকটি রেগুলেটরি কমপ্লায়েন্স অনুসরণপূর্বক দ্রুততম সময়ের মধ্যে প্রথম শ্রেণির ইসলামী ব্যাংকে উন্নীত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
ব্যাংকের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের কর্মসূচি গ্ৰহণ করায় সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। এ বছরের মতো ব্যক্তিগত অর্থায়নে হলেও নিয়মিত এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য অংগ্ৰহণকারী কর্মকর্তারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।
প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের সার্বিক উন্নয়ন, উত্তরোত্তর সমৃদ্ধি ও ধারাবাহিক অগ্ৰযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট গ্রুপ ‘এসডিজি চ্যাম্পিয়ন প্রাইজ ২০২৫’ অর্জন করেছে।
সম্প্রতি নেপালের রাজধানী কাঠমন্ডুতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কনফারেন্স কাউন্সিল আয়োজিত প্রজেক্ট-১০০ সামিটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে নেপালের সাবেক রাষ্ট্রদূত, নির্বাচন কমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রটোকল ড. রামভক্ত ঠাকুর, সাবেক পর্যটনমন্ত্রী ও বাগমতি প্রদেশের প্রাদেশিক পরিষদের সদস্য ড. ইয়ানকিলা শেরপা ও নেপালের সাবেক মহিলা, শিশু ও প্রবীণবিষয়কমন্ত্রী ভগবতী চৌধুরী ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছারের হাতে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।
বাংলাদেশে ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয়োত্তর সেবার মাধ্যমে জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রা নম্বর- ৭, ৮, ৯, ১২ ও ১৩ বিশেষ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়। ইলেক্ট্রো মার্ট গ্রুপ বাংলাদেশে দারিদ্র্য, অসমতা, জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিটি কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
ইলেক্ট্রো মার্ট গ্রুপ চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের বাজারে কনকা, গ্রী ও হাইকো ইলেকট্রনিক্স ও হোম অ্যাপল্যায়েন্স পণ্য বিশ্বস্ততা, সুনাম ও আস্থার সাথে উৎপাদন, সরবরাহ ও বাজারজাত করছে।
পুরস্কারের বিষয়ে গ্রুপের ডিএমডি নুরুল আফছার বলেন, ‘প্রতিটি স্বীকৃতিই নতুন দায়বদ্ধতা সৃষ্টি করে যা আগামীর পথ চলার প্রতিটি মুহূর্তে আমাদের আরও দায়িত্বশীল ও কর্ম অনুপ্রেরণা প্রদান করবে।
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জনতা ব্যাংক পিএলসি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৭০তম সভায় খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়।
ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান সিএসপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেগম জিয়ার সুদীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে পর্ষদ সভায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়া বাদ আসর ব্যাংকের প্রধান কার্যালয়ের নামাজ ঘরে জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি ও জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ব্যাংকের এমডি মো. মজিবর রহমান, ডিএমডিগণসহ প্রধান কার্যালয়ের জিএমবৃন্দ ও সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।