শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
৫ পৌষ ১৪৩২

শীর্ষ ১০ রেমিট্যান্স বিতরণকারী ব্যাংকের তালিকায় ঢাকা ব্যাংক

করপোরেট ডেস্ক
প্রকাশিত
করপোরেট ডেস্ক
প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫ ২০:৫৭

২০২৪-২০২৫ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহ ও বিতরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ লাভ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। এই সময়ে ব্যাংকটি দেশের শীর্ষ দশটি রেমিট্যান্স বিতরণকারী ব্যাংকের অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গত বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছ থেকে ঢাকা ব্যাংক পিএলসি-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এ কে এম শাহনেওয়াজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আশুলিয়ায় এপেক্স ফুটওয়্যার সেলস কনফারেন্স অনুষ্ঠিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

‘অর্জনেই বিজয়’ প্রতিপাদ্যকে সমানে রেখে ঢাকার আশুলিয়ার সামাজিক কনভেনশন সেন্টারে এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর বার্ষিক সেলস কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দেশের সব অঞ্চল থেকে ১ হাজার ৫০০ এরও বেশি এপেক্স পরিবারের সদস্য এতে অংশগ্রহণ করেন।

কনফারেন্সের শুরুতেই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত জনাব সৈয়দ মঞ্জুর এলাহী’কে শ্রদ্ধা ও স্মৃতিচারণের মাধ্যমে স্মরণ করা হয়। তিনি ছিলেন দেশের চামড়া জুতা শিল্পের ফুটওয়্যার উদ্ভাবনের অগ্রদূত এবং তার দর্শন ও প্রতিশ্রুতি আজও এপেক্স পরিবারকে অনুপ্রাণিত করছে।

নতুন নেতৃত্বে আস্থা জানিয়ে বোর্ড অফ ডিরেক্টরস সর্বসম্মতিক্রমে নির্বাচিত চেয়ারপারসন গোলাম মাইনউদ্দিন দায়িত্বভার গ্রহণ করেছেন। তার নেতৃত্বে কনফারেন্সে একটি নতুন উদ্যম, অঙ্গীকার ও কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রাধান্য পেয়েছে।

কনফারেন্সে সেলস টার্গেট অর্জনকারী সেলস অ্যাসোসিয়েটদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও কর্মীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, পারফরমেন্স অ্যাওয়ার্ডস ও র‍্যাফেল ড্র-এর মাধ্যমে আনন্দময় মুহূর্ত ও পুরস্কারের সুযোগ তৈরি করা হয়।

কোম্পানির লিডারশিপ টিমের সদস্য- ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, সিইও ফিরোজ মোহাম্মদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলীপ কাজুরীসহ সব উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় গত শনিবার (২০ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর হকি মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল ভূঞা, চিফ কনসালটেন্ট জেনারেল (সিসিজি), সেনাসদর, এডহক কন্সট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট, ঢাকা সেনানিবাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় বাংলাদেশ বিমান বাহিনী দল ২-১ গোলে বাংলাদেশ সেনাবাহিনী দল কে হারিয়ে প্রতিযোগিতায় শুভ সূচনা করে।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


দেশব্যাপী ইবিএল বাইক ট্যুরের যাত্রা শুরু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) দেশব্যাপী বাইক ট্যুরের দ্বিতীয় সংস্করণ ‘ইবিএল মিশন বাংলাদেশ রিটার্নস’-এর উদ্বোধন করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা প্রচার এবং সারাদেশে কমিউনিটি এনগেজমেন্ট আরও জোরদার করা।

গত বুধবার ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে এ ট্যুরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বাইকারদের হাতে মোটরবাইক নিরাপত্তা সরঞ্জাম তুলে দেন।

বাইকার দলে রয়েছেন সাদমান মোস্তফা, রাসেল হোসেন পাটোয়ারী, মিজানুর রহমান এবং এ. এম. এম. আফসারুর রহমান ভূইয়া। বাংলাদেশের ৬৪টি জেলায় ভ্রমণকালে বাইকরা বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে জলবায়ু সহনশীলতা ও পরিবেশ সংরক্ষণে ৩,০০০টি গাছের চারা রোপণ, সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় বাইকিং কমিউনিটির সঙ্গে সমন্বয়, এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সম্ভাবনা তুলে ধরে টেকসই পর্যটনকে উৎসাহিত করা-বিশেষ করে পাহাড়ি ও নৈসর্গিক অঞ্চলে।

এ সময় বাইকাররা স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সততা, নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক চর্চার গুরুত্ব তুলে ধরবেন, পাশাপাশি ব্যাংকিং খাতে উত্তম চর্চা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবেন।

এই উদ্যোগের অফিসিয়াল মোবিলিটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি ইয়ামাহা এফজেড ২৫ মোটরবাইক স্পনসর করেছে এবং বাইকারদের এই অনুপ্রেরণাদায়ক দেশব্যাপী ভ্রমণে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।


এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রাওয়া ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম। এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ, কোম্পানি সচিব আলাউদ্দিন শিবলি, এবং পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক শেয়াহোল্ডার সভায় অংশগ্রহণ করেন।

সভায় শেয়াহোল্ডারগণ গত ৩০ জুন ২০২৫ তারিখে শেষ হওয়া অর্থবছরের জন্য নিরীক্ষিত আর্থিক বিবরণীর অনুমোদন দেন। একই সঙ্গে পরিচালনা পর্ষদ ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এজিএমে কোম্পানির টেকসই প্রবৃদ্ধি, সামগ্রিক কর্মদক্ষতা, এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে প্রতি প্রতিষ্ঠানের ধারাবাহিক গুরুত্বের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি, পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে কর্পোরেট সুশাসন ও স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।


প্রথমবারের মতো এআই প্রযুক্তিনির্ভর এএমএল ও সিএফটি সম্মেলন করলো এনআরবিসি ব্যাংক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ‘এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স ২০২৫’ আয়োজন করেছে এনআরবিসি ব্যাংক। শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।

এনআরবিসি ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ ও পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে সম্মেলনে বিএফআইইউয়ের যুগ্ম পরিচালক রাজিব হাসান ও মো. হাফিজুর রহমান খান এবং এআই নির্ভর অনলাইন প্ল্যাটফর্ম ‘কনভে’ এর মাধ্যমে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

দিনব্যাপী এই সম্মেলনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত বিদ্যমান আইন, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা, গ্রাহক শনাক্তকরণ (কেওয়াইসি), লেনদেন পর্যবেক্ষণ, সন্দেহজনক লেনদেন (এসটিআর/এসএআর) প্রস্তুত ও দাখিলসহ শাখা পর্যায়ের কমপ্লায়েন্স কার্যক্রম জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা ও কেস স্টাডি উপস্থাপনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. মফিজুর রহমান খান চৌধুরী বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকিং খাতে একটি শক্তিশালী, ঝুঁকিভিত্তিক ও টেকসই কমপ্লায়েন্স কাঠামো গড়ে তোলা অপরিহার্য। এ লক্ষ্যে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের পাশাপাশি শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (ব্যামেলকো) ভূমিকা আরও সুসংহত ও কার্যকর করা প্রয়োজন। তিনি নিয়মিত সক্ষমতা উন্নয়ন, কার্যকর লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা এবং সন্দেহজনক লেনদেন যথাসময়ে শনাক্ত, বিশ্লেষণ ও প্রতিবেদন দাখিলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান বলেন, আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা ও ঝুঁকিনিয়ন্ত্রণ নিশ্চিত করতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত নিয়ম-নীতি অগ্রাধিকারভিত্তিতে পরিপালন করতে হবে। এক্ষেত্রে শাখা পর্যায়ে ব্যামেলকো কর্মকর্তারা কমপ্লায়েন্স ব্যবস্থাপনার প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দায়িত্ব পালন করেন।


সিটিজেন্স ব্যাংকের তেজগাঁও লিংক রোড শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

সিটিজেন্স ব্যাংক পিএলসি তেজগাঁও লিংক রোড শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু। সিটিজেন্স ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব উক্ত শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় সিটিজেন্স ব্যাংকের স্বতন্ত্র পরিচালক বৃন্দ এন কে এ মুবিন এবং এ কে এম শহিদুল হক উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন; উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. মোস্তাফিজুর রহমান, মো. আবদুল লতিফসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দ শামস ইস্কান্দার, রুমো রউফ চৌধুরী, এনাম চৌধুরী, সাবেক সচিব ফয়জুল লতিফ চৌধুরী, নজরুল ইসলাম স্বপন, মো. হোসেন জনি, দেলোয়ার হোসেন চৌধুরীসহ আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এমডি মো. রাফাত উল্লা খান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

মো. রাফাত উল্লা খান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি- এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। ১৮ ডিসেম্বর, ২০২৫ থেকে আগামী ৩ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।

এ পদে যোগদানের পূর্বে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যাবস্থাপনা পরিচালক (ডিএমডি), সিআরও ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. রাফাত উল্লা খান ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রথম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ব্যাংকিং খাতে ৩১ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংকে গুরুত্বপূর্ণ ও নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেন। ব্যাংকিংয়ের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়জুড়ে ইসলামী ও প্রচলিত ব্যাংকিং উভয় ক্ষেত্রেই ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, কর্পোরেট ব্যাংকিং, প্রডাক্ট ডেভেলপমেন্ট ও প্রসেস অ্যান্ড পলিসি মেকিং এর মতো বিস্তৃত ক্ষেত্রগুলোতে তার রয়েছে বৈচিত্রময় কর্মজীবন।

মো. রাফাত উল্লা খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পেশাগত প্রয়োজনে তিনি নেপাল, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতসহ দেশীয় ও আন্তর্জাতিকভাবে অসংখ্য সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।


জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রাইম ব্যাংক পিএলসি এবং দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জেবিএস হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকায় জেবিএস হোল্ডিংসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। এর ফলে এখন থেকে প্রাইম ব্যাংকের গ্রাহকরা জেবিএস হোল্ডিংস লিমিটেড থেকে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় উপভোগ করতে পারবেন।

এই চুক্তির আওতায় গ্রাহকরা আবাসন খাতে বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন, যা তাদের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের সুযোগকে আরও সহজলভ্য করবে। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং জেবিএস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, জেবিএস হোল্ডিংসের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. বেলায়েত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে, যা গ্রাহকদের স্বপ্নের নীড় গড়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।


বাংলাদেশে নতুন ‘হোন্ডা NX200’ উন্মোচন, জানুন দাম ও ফিচার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

অ্যাডভেঞ্চার প্রেমী ও দূরপাল্লার রাইডারদের জন্য বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন মোটরসাইকেল ‘অল-নিউ হোন্ডা NX200’। শনিবার (২০ ডিসেম্বর) আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও অ্যাডভেঞ্চার-ইনস্পায়ার্ড এই বাইকটি উন্মোচন করা হয়।

১৮৪.৪ সিসির শক্তিশালী PGM-FI ইঞ্জিন চালিত এই মোটরসাইকেলটিতে ১৬.৫ পিএস পাওয়ার এবং ১৫.১ এনএম টর্ক পাওয়া যাবে। রাইডারদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এতে যুক্ত করা হয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস, হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (HSTC), অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। এছাড়া বাইকটিতে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্টসহ ৪.২ ইঞ্চির পূর্ণ ডিজিটাল টিএফটি ডিসপ্লে, অল-এলইডি লাইটিং এবং উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএইচএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া জানান, গ্রাহকদের চাহিদা পূরণে উন্নত ফিচারের এই বাইকটি বাজারে আনা হয়েছে। তিনি আরও জানান, গ্লোবাল হোন্ডার সহযোগিতায় অল-নিউ NX200 মেক্সিকোতে রপ্তানির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে হোন্ডা মোটর কর্পোরেশন লিমিটেড জাপানের চিফ অফিসার (মোটরসাইকেল ও পাওয়ার প্রোডাক্টস অপারেশনস) মিনোরু কাতো জানান, বাংলাদেশ হোন্ডা বর্তমানে হোন্ডার একটি গুরুত্বপূর্ণ গ্লোবাল প্রোডাকশন রিসোর্স হিসেবে স্বীকৃত। ২০১২ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে ৫ লাখ ৫০ হাজার ইউনিট বাইক বিক্রির মাইলফলকও তুলে ধরেন তিনি।

বাংলাদেশ হোন্ডার চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, “NX200 অ্যাডভেঞ্চার-ট্যুরিং সেগমেন্টে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে, যা যেকোনো রাস্তায় আরামদায়ক ও শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করবে।”

দাম ও প্রাপ্তিস্থান:
রেডিয়েন্ট রেড মেটালিক এবং পার্ল ইগনিয়াস ব্ল্যাক—এই দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে অল-নিউ হোন্ডা NX200। বাইকটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৫ হাজার টাকা। আজ (২০ ডিসেম্বর) থেকেই সারা দেশের সকল হোন্ডা অনুমোদিত ডিলার শোরুমে বাইকটি পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, একই অনুষ্ঠানে বিএইচএল ও কেওয়াইটি (KYT)-এর সহযোগিতায় নতুন হোন্ডা হেলমেটও উন্মোচন করা হয়।


কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭১তম সভা অনুষ্ঠিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র পরিচালনা পর্ষদের ৭১তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর, ২০২৫) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান জনাব বাহারুল আলম বিপিএম।

উক্ত সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় জনাব এ কে এম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি, মহাপরিচালক, র‌্যাব; বাংলাদেশ পুলিশ; জনাব এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ; জনাব আবু নাছের মোহাম্মদ খালেদ, বিপিএম, অ্যাডিশনাল আইজি (এইচআরএম), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ ছিবগাত উল্লাহ, বিপিএম (সেবা), পিপিএম, অ্যাডিশনাল আইজি (সিআইডি), বাংলাদেশ পুলিশ; জনাব সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ; জনাব কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি ও রেক্টর, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ; জনাব কামরুল আহসান, ডিআইজি (কনফিডেন্সিয়াল), বাংলাদেশ পুলিশ; জনাব মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ), বাংলাদেশ পুলিশ; জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; জনাব কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ; জনাব মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; জনাব কিমিয়া সাআদত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং কোম্পানি সচিব জনাব সাইফুল আলম এফসিএস সভায় উপস্থিত ছিলেন।


অ্যাসেম্বলি আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন আইএসডি শিক্ষার্থীদের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) যথাযোগ্য মর্যাদায় স্কুল সমাবেশ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন করেছে। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীসহ স্কুল কমিউনিটির অংশগ্রহণে দেশের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয় এবং শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত নানা কর্মসূচির মাধ্যমে দেশপ্রেম ও ঐক্যের চেতনাকে উদযাপন করা হয়।

আইএসডির প্রাইমারি স্কুল প্রিন্সিপাল ড. মাইকেল পালমারের স্বাগত জানানোর মধ্য দিয়ে অ্যাসেম্বলি শুরু হয়। এরপর প্রাইমারি ইয়ার্স প্রোগ্রাম (পিওয়াইপি) ও মিডল ইয়ার্স প্রোগ্রামের (এমওয়াইপি) শিক্ষার্থীদের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপিত হয়, যা তাদের প্রতিভা ও উদ্দীপনাকে উপস্থিত সকলের সামনে তুলে ধরে। অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাসভিত্তিক বর্ণনার উপস্থাপন করা হয়। সেই সাথে ‘আগামী পঞ্চাশে,’ ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,’ ‘চলো সবাই,’ এবং ‘ও পৃথিবী এবার এসে,’ গান গুলোর সঙ্গে নৃত্য পরিবেশনা আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

এছাড়াও, দর্শকেরা ‘পতাকার মূল্য’ শীর্ষক নাট্য পরিবেশনা উপভোগ করেন। ‘ব্রেভ’ গানের ওপর সরাসরি সংগীত পরিবেশনা এবং কবি জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কবিতার আবৃত্তি দর্শকদের অনুপ্রাণিত করে এবং বিজয় দিবসের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করে তোলে।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ড. পামার বলেন, “বাংলাদেশের স্বাধীনতা লাভের পেছনে মুক্তিযোদ্ধাদের যে আত্মত্যাগ রয়েছে, বিজয় দিবস আমাদের সেই ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের শিক্ষার্থীরা যেন এই দিনটির প্রকৃত তাৎপর্য অনুধাবন করে বেড়ে ওঠে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সমাবেশে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সম্মানের সাথে এই আয়োজন প্রমাণ করে, তারা বাংলাদেশের ঐতিহ্যকে হৃদয়ে কতটা শ্রদ্ধার সাথে ধারণ করে। আজকের পরিবেশনাগুলো তাদের সৃজনশীলতা, দৃঢ়তা এবং দেশ নিয়ে গর্বের এক অনন্য প্রতিফলন; এ নিয়ে আমরা আমরা ভীষণ গর্বিত।”

এ আয়োজনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের অপরিসীম ত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি, শিক্ষার্থী ও কর্মীদের জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক চেতনার পুনর্জাগরণে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করে আইএসডি।

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি):

বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ ও বিশ্বমানের আইবি স্কুল – ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর দেশের প্রথম স্কুল হিসেবে ২-১৮ বছর বয়সী সকল শিক্ষার্থীর জন্য প্রখ্যাত ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট (আইবি) কারিকুলাম চালু করে আইএসডি। আইএসডি-তে ৩২টি জাতীয়তার অধিবাসী রয়েছেন; এখানকার শিক্ষার্থীরা বিশ্বমানসম্পন্ন সুযোগ-সুবিধায় অভিজ্ঞ শিক্ষাবিদদের কাছ থেকে শেখার সুযোগ গ্রহণ করে পরবর্তীতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্তের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করতে যাচ্ছে। ‘সি টুমরো টুডে’র মতো যুগোপযোগী প্রোগ্রাম নিশ্চিত করতে কার্নেগি মেলন ইউনিভার্সিটি ও বার্সেলোনা সকার স্কুলের সাথে অংশীদারিত্ব করেছে আইএসডি। ২০২৫ সালে স্কুলটি শিক্ষাগত উৎকর্ষতায় ২৫ বছরের মাইলফলক অতিক্রম করেছে।

বাংলাদেশে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে দেশের বৃহৎ কর্পোরেট গ্রুপগুলোর মধ্যে অন্যতম, এসটিএস গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান আইএসডি।


আইসিএমএবি―এর ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

বাংলাদেশ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট-এর (আইসিএমএবি) ১৫তম বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার বিসিএফসিসি-তে ১৭টি ক্যাটেগরিতে ৪৮টি লিস্টেড ও নন-লিস্টেড প্রতিষ্ঠানকে, আর্থিক ও অ-আর্থিক মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে দুর্দান্ত কর্পোরেট পারফর্ম্যান্সের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিজয়ীরা গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইন্যানশিয়াল রিপোর্টিং কাউন্সিল-এর (এফআরসি) চেয়ারম্যান ড. মো: সাজ্জাদ হোসেন ভূঁইয়্যা; বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুবুর রহমান; এবং এনবিআর-এর চেয়ারম্যান ও আইআরডি-এর সচিব মো: আবদুর রহমান খান, এফসিএমএ। এছাড়াও, বিভিন্ন মন্ত্রণালয়, বাণিজ্যিক সংস্থা, নিয়ন্ত্রক ও স্টেকহোল্ডাররা সেসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইসিএমএবি-এর সভাপতি মো: মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ বলেন, “দুর্দান্ত কর্পোরেট গভর্ন্যান্স ও পারফর্ম্যান্সের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যা স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছে।”

প্রধান অতিথির বক্তব্যে শেখ বশির উদ্দিন বলেন, “আজকের অ্যাওয়ার্ড বিজয়ীরা উদ্ভাবন, সততা ও সমৃদ্ধ জাতি গঠনের প্রতি তাদের দৃঢ় সংকল্প প্রদর্শনের মাধ্যমে দেশের কর্পোরেট সেবার মানদণ্ড নির্ধারণ করেছেন। তাদের আজকের অর্জন সেই মানদণ্ড বজায় রাখতে অন্যদের অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।”

১৫তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গোল্ড ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে; সোনালি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, রিলায়েন্স ইনস্যুরেন্স পিএলসি, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ স্টিলস রি-রোলিং মিলস লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ব্র্যাক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং গ্রামীণফোন লিমিটেড। কর্পোরেট এক্সেলেন্স, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় অ্যাওয়ার্ড পেয়েছে প্রতিষ্ঠানগুলো।

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৫ কর্পোরেট লিডারদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি কর্পোরেট কমিউনিটিকে উদ্ভাবন, স্বচ্ছতা এবং টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।


banner close