এ বছর নতুন আটটি অরিজিনাল সিরিজ নিয়ে আসছে ভারতের ওটিটি প্ল্যাটফর্ম হইচই। তবে এই আটটি সিরিজে অভিনয় করবেন বাংলাদেশের তারকারা। শুধু তা-ই নয়, এটি নির্মাণও করবেন বাংলাদেশের সব পরিচালক।
আটটি সিরিজে দেখা যাবে বিদ্যা সিনহা সাহা মীম, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, আজমেরী হক বাঁধন এবং মোশাররফ করিমের উপস্থিতি। এর মধ্যে নতুন সিরিজ যেমন আছে, তেমনি আছে বেশ কয়েকটি সিরিজের দ্বিতীয় সিজনও।
আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানে জানানো হয় এসব তথ্য। ‘হইচই মিট-২০২৩’ শিরোনামের এই আয়োজনে উপস্থিত ছিলেন তারকা ও পরিচালকরা।
হইচই বাংলাদেশের দেশীয় অধিকর্তা সাকিব আর খান বলেন, ‘২০২২ সাল হইচই-এর জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। ওই বছর হইচই-এ দৌড়, সাবরিনা, কাইজার, বোধ এবং কারাগারের মতো ম্যাসিভ হিট কন্টেন্ট রিলিজ হয়েছিল। এ ছাড়া মেহজাবিন চৌধুরী এবং আফরান নিশোর মতো তারকা অভিনয়শিল্পীদের ওটিটি অভিষেক হয় হইচই-এর পর্দায়। কনটেন্টগুলো বিশ্বব্যাপী বাংলা ভাষীদের কাছে সমাদৃত হয়। এই সাফল্যের অনুপ্রেরণায় আমরা এ বছর আমাদের নতুন কনটেন্ট ঘোষণা করছি।’
জানা যায়, মোশাররফ করিমকে নিয়ে নির্মাতা আশফাক নিপুন নির্মাণ করবেন ‘মহানগর’ সিরিজের দ্বিতীয় সিজন ‘মহানগর ২’। একই নির্মাতা আফরান নিশোকে নিয়ে তৈরি করবেন ‘এ কমন ম্যান’। এদিকে নম্বই দশকের এক সুপারস্টারের মৃত্যরহস্য নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘বুকের মধ্যে আগুন’ নামের একটি সিরিজ। এটির মাধ্যমে হইচই-তে অভিষেক ঘটতে যাচ্ছে টেলিভিশনের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্বর। এটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু।
‘মিশন এক্সটিম’ চলচ্চিত্র দিয়ে নির্মাণে আসা দুই পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ নির্মাণ করবেন ‘মিশন হান্টডাউন’ নামের একটি সিরিজ। এতে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম, এফ এস নাঈম, সুমিত সেনগুপ্তসহ অনেকে।
তরুণ কথাসাহিত্যিক কিংকর আহসানের উপন্যাস ‘রঙ্গিলা কিতাব’ অবলম্বনে নির্মাতা অনম বিশ্বাস একই নামে সিরিজ বানাতে যাচ্ছেন।
গত বছর কাইজার দিয়ে হইচই-এর প্লাটফর্মে পা রেখেছিলেন আফরান নিশো। এ বছর আসছে সিক্যুয়েল ‘কাইজার লেভেল টু’। যথারীতি সিরিজটি নির্মাণ করবেন তানিম নূর।
অভিনয়শিল্পী চূড়ান্ত না হলেও নির্মাতা সাফায়েত মনসুর রানা নির্মাণ করতে যাচ্ছেন ‘অদৃশ্য’ নামের আরও একটি সিরিজ।
এদিকে কথা সাহিত্যিক মশিউল আলমের উপন্যাস প্রিসিলা অবলম্বনে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় নির্মাণ করবেন ডেল্টা ২০৫১ নামের একটি সিরিজ। এতে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, রওনক হাসান।
সব মিলিয়ে এ বছর আটটি সিরিজ নিয়ে ব্যস্ত থাকবেন দেশের তারকারা।
বাংলাদেশ থেকে আটটি কনটেন্ট প্রযোজনা ও নির্মাণ প্রসঙ্গে হইচই-এর প্রধান পরিচালন কর্মকর্তা সৌম্য মুখার্জী বলেন, ‘আমরা এখন দর্শকদের জন্য সবার সেরা কনটেন্ট নির্মাণের দিকে মনোযোগী। এ বছর আমরা বাংলাদেশ থেকে আটটি কনটেন্ট নির্মাণ করছি, যেখানে অন্য নির্মাতাদের সঙ্গে আছেন আশফাক নিপুণ, তানিম নূর, সানী সানোয়ার-ফয়সাল আহমেদ এবং সৈয়দ আহমেদ শাওকী। মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, আফরান নিশো, এফ এস নাঈমদের মতো জনপ্রিয় মুখকে আবারও হইচই-এ দেখা যাবে। আমাদের প্ল্যাটফর্মে অভিষিক্ত হচ্ছেন বিদ্যা সিনহা সাহা মীম এবং জিয়াউল ফারুক অপূর্ব। বিশ্বব্যাপী আমাদের দর্শকদের কাছে আমরা তাদের চাহিদা অনুযায়ী ভালো কনটেন্ট পৌঁছে দিতে পারব- এ ব্যাপারে আমরা আশাবাদী।’
জানা যায়, এর মধ্যে কিছু কনটেন্ট ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ বিশেষ উৎসবগুলোতে রিলিজ করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা, তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) প্রতিষ্ঠাতা থালাপাতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পেরামবালুর থানায় এ মামলা দায়ের করেছেন শরৎ কুমার নামে এক ব্যক্তি। গত ২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে তামিলাগা ভেটরি কাজাগমের জনসভায় যোগ দিয়েছিলেন সুপারস্টার বিজয়। তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন লাখ লাখ মানুষ। উৎসাহী কয়েকজন র্যাম্পে উঠে পড়েন। তাদের ধাক্কা দিয়ে র্যাম্প থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে। এ ঘটনার পর পেরামবালুর জেলার পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ দায়ের করেন শরৎকুমার। তার অভিযোগ, বিজয়ের নিরাপত্তাকর্মীরা তাকে জনসভার সময় মঞ্চ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ১৮৯(২), ২৯৬(বি) এবং ১১৫(আই) ধারায় মামলা দায়ের হয়েছে। বিজয় ছাড়া আরো ১০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পর জনসভার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা চলছে। প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা বিনোজ পি সেলভাম বলেন, ‘সমাবেশে মানুষের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা দেখেই বোঝা যায় বিজয় কেমন নেতা।
এটা তার স্বভাবেরই প্রতিফলন; যারা তাকে দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, তাদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই।’
তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিজয় কিংবা তার রাজনৈতিক দল।
বলিউড থেকে হলিউড- প্রিয়াংকা চোপড়া অনস্ক্রিন যতটা সাহসী, ভাবনাচিন্তা তার ততটাই স্পষ্ট। সম্প্রতি তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিম শেয়ার করে রহস্যময়ী বার্তা দিয়ে লিখেছেন, কাউকে প্রথমবার দেখেই যদি বুঝে যান, এটাই শেষবার দেখা, তাহলে ভুল হয় না। এই পোস্টে দেখা যায় ‘দ্য অফিস’ সিরিজের স্টিভ ক্যারেলের এক জনপ্রিয় দৃশ্য, এ যেন এক নিঃশব্দ অথচ তীক্ষ্ণ উপলব্ধির প্রতিচ্ছবি।
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জঘবনে এলো নতুন এক অর্জন। সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস ডিফেন্স করেছেন তিনি।
এক ফেসবুক পোস্টে মিথিলা লেখেন— অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর। অভিনেত্রী আরও বলেন, আমার জন্য ‘কম ভ্রমণ করা পথ’ বেছে নেওয়ার মানে ছিল এই চ্যালেঞ্জ গ্রহণ করা—যেখানে আমাকে একদিকে পূর্ণকালীন পেশাগত জীবন, মাঝেমধ্যে অভিনয়ের কাজ এবং ব্যাপক পারিবারিক দায়িত্ব সামলাতে হয়েছে, অন্যদিকে এগিয়ে নিতে হয়েছে এই ডিগ্রির পথচলা।
এই অভিজ্ঞতা আমাকে দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে, শিখিয়েছে আমি আসলে কতটা সামলাতে পারি। পরিবার ও কাছের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা লেখেন, আমি আমার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞ, যাদের অকুণ্ঠ সমর্থন আমাকে এই যাত্রায় টিকিয়ে রেখেছে। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব—একটি উপাধি, যা আমি নিরলস পরিশ্রম করে অর্জন করেছি। অভিনয়ের পাশাপাশি সমাজকর্ম ও শিক্ষা নিয়ে কাজ করছেন মিথিলা।
জনপ্রিয় মডেল-অভিনেত্রী রুনা খান নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে ছোটপর্দার অভিনেত্রী হিসাবে বেশ পরিচিত তিনি। কিন্তু বড়পর্দাতেও অভিনয় করে নিজেকে আলাদা করে চিনিয়েছেন অভিনেত্রী। এর মধ্যে পাঁচটি সিনেমায় কাজ করেছেন তিনি। হালদা' সিনেমায় জাতীয় চলচ্চিত্র ও বাচসাস পুরস্কার অর্জন করেছেন রুনা খান।
সর্বশেষ যে ছবিতে কাজ করছেন, সেখানেই উঠে আসবে নায়িকাদের জীবনের আড়ালের কাহিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খান সিনেমার নানা প্রসঙ্গে নিয়ে কথা বলেছেন। মিডিয়াতে নারীকে উপস্থাপন ও দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা করেন অভিনেত্রী।
রুনা খান এবারই প্রথম ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামক সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এবার বড়পর্দায় তাকে দেখা যাবে নায়িকার ভূমিকায়। আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মাণ করা হচ্ছে এ সিনেমাটি। যেখানে নায়িকাদের জীবনের গল্প নিয়ে বিশেষ চরিত্রে অভিনয় করবেন রুনা খান।
অভিনেত্রী বলেন, আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, দর্শকরা শুধু আমাদের পর্দায় দেখেন। কিন্তু পর্দার বাইরেও আমাদের আলাদা জীবন আছে, আছে সুখ-দুঃখের গল্প। এ নিয়েই ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ সিনেমার কাহিনি। তিনি বলেন, আমি চাই নারীকে শুধু মানুষ হিসেবেই দেখা হোক। নাটক, সিনেমা কিংবা সংবাদ— সব জায়গায় নারীকে এমনভাবে উপস্থাপন করুক, যেন তারা স্বাভাবিক অধিকার পায়।
রুনা খান বলেন, এক বিশেষ চরিত্র রয়েছে, যা তার মধ্যে পরিবর্তন এনে দিয়েছে। সেটি হলো— ‘নীলপদ্ম’ সিনেমার ‘নীলা’ চরিত্র। নীলা চরিত্রে অভিনয় করেছি। যে একজন যৌনকর্মী। এ চরিত্রটি করতে গিয়ে এ পেশার মানুষের জীবনের যে গভীর যন্ত্রণা, অপমান আর বাস্তবতা— তা খুব কাছ থেকে দেখেছি, অনুভব করেছি; আর এ অভিজ্ঞতাই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে।
অভিনেত্রী বলেন, আমরা কি একটু বেশি মানবিক হতে পারি না? যৌনকর্মীদের প্রতিও যদি সহানুভূতি দেখানো যেত! আসলে এ চরিত্র আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে, মননশীল করেছে।
এ মুহূর্তে ঢালিউডে দুটি বড় বাজেটের সিনেমা নির্মাণ নিয়ে চলছে গুঞ্জন। এ সিনেমা দুটির একটিতে নায়ক শাকিব খান, অন্যটিতে আছেন সিয়াম আহমেদ। আর এই দুই সিনেমার দুই নায়িকা নিয়ে এর মধ্যেই বেশ কদিন ধরে শুরু হয়েছে গুঞ্জন।
নতুন সিনেমা দুটির পাত্র–পাত্রী কে থাকছেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে আলোচনা। জানা গেছে, শাকিব খানের নায়িকা তানজিন তিশা, অন্যদিকে সিয়ামের নায়িকা নাজিফা তুষি বলে গুঞ্জন ছড়িয়েছে।
বর্তমানে শাকিব খান যুক্তরাষ্ট্রে রয়েছেন। কিং খানের নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তানজিন তিশার। সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও সিনেমাসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তরুণ বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ এটি পরিচালনা করবেন।
সিনেমাটির শুটিংয়ের জন্য চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন শাকিব খান। পরে লুক টেস্টসহ সব কাজ শেষ করে সেপ্টেম্বর থেকেই নেমে পড়বেন শুটিংয়ে।
সূত্রে আরও জানা গেছে, শাকিব খানের নায়িকা হিসেবে তিশা প্রায় চূড়ান্ত। কারণ হিসাবে ধরে নেওয়া যায়, এর আগে শাকিবের সিনেমায় নায়িকা হিসেবে শুরুতে গুঞ্জন ছিল- অভিনেত্রী সাবিলা নূরের কথা। পরে দেখা যায় তাকেই নায়িকা হিসেবে নেওয়া হয়েছে। ঠিক তেমনটাই মনে হচ্ছে— এবারও সম্ভবত সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। তবে এ সিনেমার বিষয়ে এখনো মুখ খোলেননি তানজিন তিশা।
কলাকুশলী প্রসঙ্গে পরিচালক সাকিব ফাহাদ বলেন, আমরা এখন প্রি–প্রোডাকশনের কাজ করছি। সেটি নিয়েই ব্যস্ত আছি। এখনো কেউ চূড়ান্ত নন। যে কারণে বলা কঠিন। আমরা মনোযোগ দিয়ে কাজটি করতে যাচ্ছি। তিনি বলেন, তবে শিগগির সংবাদ সম্মেলন করে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এ তরুণ নির্মাতা বলেন, আমাদের যেটা নিয়ে সংবাদ সম্মেলন করে বলার কথা ছিল, সেটা অনেকেই জেনে গেছেন। যে কারণে আপাতত পরিকল্পনা নেই। আগামী মাস থেকে শুটিং করতে চাই। সেই প্রস্তুতি নিয়েই ব্যস্ত আমরা।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সাকিব ফাহাদ নির্মিত সিনেমাটির নাম আপাতত প্রকাশ করতে চান না তারা। তবে সরকারি এক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। সেনা অফিসার, নাকি পুলিশ কর্মকর্তা— এটা এখনো জানাতে চান না কেউ। পরিচালক সাকিব শুধু এটিই বললেন, ‘আমাদের গল্পটা একদমই বাংলাদেশের। দেশের গল্প, দেশপ্রেমের গল্প, এটুকুই বলতে পারি।
বলিউডের ‘ভাইজান’ সালমান খান আবারও ফিরছেন ছোট পর্দায়। রোববার থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৯’। তবে এবারের মৌসুমে এক চমক—গতবারের তুলনায় প্রায় ১০০ কোটি রুপি কম পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান। কিন্তু কেন?
জানা গেছে, এবারের মৌসুমে সপ্তাহান্তে সালমান খানের পারিশ্রমিক ১০ কোটি রুপি। তবে তিনি এই শো সঞ্চালনা করবেন মাত্র ১৫ সপ্তাহ। ফলে মোট আয় দাঁড়াচ্ছে প্রায় ১৫০ কোটি রুপি। ‘বিগ বস ১৮’–এর জন্য সালমান নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি রুপি। এমনকি তার আগের মৌসুমেও আয় ছিল প্রায় ২০০ কোটি রুপি।
কেন কমল পারিশ্রমিক?
আসলে পুরো মৌসুমে থাকছেন না সালমান। প্রায় সাড়ে তিন মাস পর তিনি সঞ্চালনার দায়িত্ব ছেড়ে দেবেন অতিথি উপস্থাপকদের হাতে। আলোচনায় আছে ফারাহ খান ও করণ জোহরের নাম। দুজনই আগেও একাধিকবার সালমানের জায়গায় শো পরিচালনা করেছেন। তাই এবার যেহেতু কম সময় যুক্ত থাকছেন সালমান, স্বাভাবিকভাবেই কমেছে তার পারিশ্রমিকও। পুরো মৌসুম সঞ্চালনা করলে তার আয় আগের মতই ২৫০ কোটির কাছাকাছি হতো বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।
‘বিগ বস ১৯’-এ নতুন কী?
প্রায় দুই দশক ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’। এবারও থাকছে নতুন আয়োজন। শোর থিম রাজনীতি ঘিরে, যেখানে দর্শকের মতামতই গেমের গতিপথ ঠিক করবে। এবারের আসরে থাকছেন ১৮ জন প্রতিযোগী, যাদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে। জি- হটস্টারে প্রথম প্রচার শুরু হবে, এরপর দেরিতে সম্প্রচার হবে কালার্স টিভিতে।
গত শুক্রবার থেকেই সালমান শুটিং শুরু করেছেন। প্রোমোতে দেখা গেছে নতুন ‘বিগ বস হাউস’-এর ঝলকও।
দেড় দশক ধরে ‘বিগ বস’-এর প্রাণকেন্দ্রে রয়েছেন সালমান খান। এবার যদিও তার উপস্থিতি কমে আসছে, তবু শোর জনপ্রিয়তায় এর প্রভাব পড়বে কি না—সেটাই দেখার অপেক্ষা।
হঠাৎ করেই শ্রদ্ধা কাপুরের ভেরিফায়েড লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। প্রিমিয়াম ও ভেরিফায়েড প্রোফাইল থাকা সত্ত্বেও তার অ্যাকাউন্টকে ‘ফেক’ হিসেবে চিহ্নিত করা হয়, যার কারণে বিপাকে পড়েছেন এই বলিউড অভিনেত্রী।
ফলে তা অন্যদের জন্য অদৃশ্য হয়ে যায় এবং তিনি কোনো পেশাগত আপডেট শেয়ার করতে পারছিলেন না। এরপরেই প্রকাশ্যে সাহায্যের আবেদন জানান নায়িকা।
গত শনিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি তুলে ধরেন শ্রদ্ধা। সেখানে তিনি লিখেছেন, ‘প্রিয় লিঙ্কডইন, আমি আমার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না কারণ আপনাদের মতে, এটি নকল। কেউ কি আমাকে সাহায্য করতে পারেন? অ্যাকাউন্টটি প্রিমিয়াম, ভেরিফায়েড এবং সেটআপ করা, তবুও কেউ দেখতে পাচ্ছে না। আমি আমার উদ্যোক্তা যাত্রা শেয়ার করা শুরু করতে চাই, কিন্তু অ্যাকাউন্ট চালু করাটাই এখন আলাদা এক যাত্রা হয়ে গেছে।’
ধারণা করা হচ্ছে, লিঙ্কডইনের ভেরিফিকেশন বা মডারেশন সিস্টেমের কোনো ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটেছে। তার উদ্যোক্তা-সংক্রান্ত কার্যক্রম শেয়ার করার উদ্দেশে তৈরি ভেরিফায়েড অ্যাকাউন্টটি ভুলবশত ফ্ল্যাগ হয়ে ব্লক হয়ে যায়।
তবে শ্রদ্ধার হাস্যরসাত্মক ভঙ্গির আবেদন ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। তারা সামাজিক মাধ্যমে সমর্থন জানাচ্ছেন এবং পাশে দাঁড়াচ্ছেন অভিনেত্রীর। ডিজিটাল এই জটিলতায় পড়লেও শ্রদ্ধা নিরুৎসাহিত নন; বরং তিনি যত দ্রুত সম্ভব লিঙ্কডইনে তার ব্যবসায়িক যাত্রা ও অভিজ্ঞতা শেয়ার করতে আগ্রহী। এখন পর্যন্ত লিঙ্কডইনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ব্যাখ্যা পাননি শ্রদ্ধা।
সামান্থা রুথ প্রভুকে বলা হয় দক্ষিণী সিনেমার সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ১৫ বছরের অভিনয় জীবন তার। ক্যারিয়ারের পেছনেই নিজের সব সময় ব্যয় করেছেন। কিন্তু এবার নিজের ক্যারিয়ারে বড় পরিবর্তন আনতে চান দক্ষিণের জনপ্রিয় এ অভিনেত্রী। বর্তমানে তার কাছে সবকিছুর ঊর্ধ্বে মানসিক ও শারীরিক স্বাস্থ্য। এ কারণে তিনি এখন বেছে বেছে সিনেমা করতে চান।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছেন, তিনি এখন থেকে শুধুমাত্র সেই কাজগুলোই করবেন যা তার মনের মতো হবে এবং যেগুলোতে তিনি পুরোপুরি আগ্রহী। মানসিক ও শারীরিক সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যারিয়ারের গতিপথ বদলাচ্ছেন তিনি।
সামান্থা বলেন, ‘আমি এমন কিছু কাজ করবো যা করতে আমি অত্যন্ত আগ্রহী। সেসঙ্গে আমার শারীরিক ও মানসিক ফিটনেস নিয়েও সচেতন থাকব। আমি এমন অনেক কাজ করেছি ক্যারিয়ারে, যা করতে মোটেও প্রস্তুত ছিলাম না। এখন থেকে আমি সেই কাজগুলোই করবো যা আমার স্বপ্নের প্রজেক্ট হবে।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমি এখন একবারে পাঁচটি সিনেমার বেশি শুটিং করি না। একটি জিনিস বুঝতে পেরেছি, আমাকে শরীরের কথাও শুনতে হবে। তাই আমি যে পরিমাণ কাজ করতাম তা কমিয়ে দিয়েছি। তবে এখন যেসব কাজ করি, সেখানে নিজের সামর্থ্যের পুরোটা কাজে লাগাই।’ প্রসঙ্গত, সামান্থা বর্তমানে কাজ করছেন ‘রক্ষিত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ ছবিতে, যেখানে তার বিপরীতে রয়েছেন আদিত্য রায় কাপুর। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে। এছাড়াও একটি তেলেগু সিনেমাতেও অতিথি চরিত্রে অভিনয় করেছেন, ছবিটির নাম ‘শুভম’। এর আগে তাকে দেখা গেছে অ্যাকশনে-ভরপুর ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-তে, যেখানে তিনি রাজ ও ডিকের নির্মিত একটি স্পাই থ্রিলারে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন।
শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করবেন তিনজন নায়িকা। নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিতব্য এ সিনেমা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। গত শুক্রবার প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম পোস্টার।
সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজক হিসেবে আছেন শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড।
নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘সিনেমার গল্প নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন সবকিছুই থাকবে। সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। শাকিবের বিপরীতে কোন তিন নায়িকা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
২০১১ সালে বলিউডের অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় ‘রাগিনী এমএমএস’। এরপর ২০১৯ সালে দ্বিতীয় কিস্তি ‘রাগিনী এমএমএস রিটার্নস’ মুক্তি পায়, যে সিনেমায় মূল আকর্ষণ ছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন।
এবার সেই ধারাবাহিকতায় তৃতীয় সিনেমায় শুরু হয়েছে-‘রাগিনী এমএমএস থ্রি’। আর সেই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে থাকছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। এ সিনেমার নির্মাতা একতা কাপুর ইতোমধ্যে নতুন এ কিস্তি ঘিরে পরিকল্পনা শুরু করেছেন।
একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, নির্মাতা একতা কাপুর অনেক দিন ধরেই নতুন সিকুয়েল বানানোর কথা ভেবেছিলেন। অবশেষে উপযুক্ত গল্প পেয়ে কাজ শুরু করেছেন। সেই সঙ্গে চলতি বছরের শেষের দিকে 'রাগিনী এমএমএস থ্রি’র শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সূত্র আরও জানায়, ইতোমধ্যে তামান্না ভাটিয়ার সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা কাপুর। এ সিনেমার ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন। চমক হিসেবে সিনেমায় এবারও থাকবে জমজমাট গান, যা সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।
দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে সক্রিয় থাকলেও বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে কিছুটা দূরে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে তার ভক্ত-অনুরাগীদের কাছে জনপ্রিয়তা একটুও কমেনি। তাই মাঝেমধ্যে ভিন্নধর্মী ফটোশুট ও মেকওভারে নতুনভাবে নিজেকে উপস্থাপন করেন তিনি।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যায়, সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় সজ্জিত নায়িকা কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।
এই ফটোশুটের ক্যাপশনে তিনি লিখেছেন— ‘যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।’ কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে হাজারো ভক্তের প্রতিক্রিয়া আসে; মন্তব্যের ঘর ভরে ওঠে প্রশংসায়।
অভিনেত্রী অপু বিশ্বাস ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন। তবে তার অভিনয়যাত্রা শুরু হয়েছিল আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় জুটি বেঁধে কাজ করে ঢালিউডে অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান তিনি।
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও ব্যান্ডসংগীতশিল্পী নিক জোনাসের রসায়নের কথা কারও অজানা নয়। তাদের দাম্পত্যজীবনের কথা মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে থাকেন তারা। এবার অভিনেত্রীর সঙ্গে একবারে একান্ত ব্যক্তিগত মুহূর্তের কথা প্রকাশ্যে আনলেন নিক জোনাস। জানালেন তাদের অন্দরমহলের নানান খুঁটিনাটি।
পুরুষ হিসাবে প্রিয়াংকার চোখে নিকই শ্রেষ্ঠ, এর আগে অনেকবার জানিয়েছেন প্রিয়াংকা চোপড়া। আবার প্রিয়াংকাকে স্ত্রী হিসেবে পেয়ে ভীষণ সুখী নিকও, সে কথাও আমরা জেনেছি। কখনো প্রিয়াংকার শরীরে পিৎজা রেখে খাচ্ছেন নিক, আবার কখনো একে অন্যের ঠোঁটে চুমুতে ডুবে আছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে স্ত্রীর সঙ্গে একান্ত ব্যক্তিগত মুহূর্তের কথা জানালেন এ সংগীতশিল্পী।
নিক জোনাস বলেন, বিছানায় আমি কেবল শুতেই পছন্দ করি। কিন্তু স্ত্রী প্রিয়াংকা মাঝেমধ্যে বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখেন। এ অভ্যাস একেবারেই অপছন্দ তার। তিনি বলেন, আমি টিভি দেখতে হলে খাটের পাশে রাখা চেয়ারে বসেই টিভি দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এমনকি শোবারঘরে খাটের ওপর খেলাধুলা করাও পছন্দ করি না।
নিক বলেন, আমার এমনই বড্ড গরম লাগে, তাই অন্যরকমভাবে উষ্ণ হতে চাই না। নিকের এহেন কথা শুনে সঞ্চালক বলেন, আপনাদের ব্যাপারস্যাপার অন্য ধারার, একেবারে পাগলামির লক্ষণ। মৃদু হাসেন অভিনেত্রীর স্বামী।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন অর্জন করলেন আন্তর্জাতিক স্বীকৃতি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অনুষ্ঠানে তিনি পেয়েছেন এ বছরের ‘বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড ২০২৫’। সম্মানজনক এ পুরস্কারটি প্রদান করেছে চার্চ অব সায়েন্টোলজি।
পুরস্কার গ্রহণের পর কৃতজ্ঞতা জানিয়ে মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমি কৃতজ্ঞ চার্চ অব সায়েন্টোলজির কাছে, যারা আমাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়েছে। এই সম্মান আসলে লস অ্যাঞ্জেলেস অ্যাক্টিং অ্যাকাডেমির সব সদস্যদের।’
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন আনিসুর রহমান মিলন। তবে বর্তমানে দেশের শোবিজ অঙ্গনের ব্যস্ততা থেকে দূরে রয়েছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন ছোট ও বড় পর্দার দর্শকনন্দিত এই অভিনেতা।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের শিল্পীদের অন্যতম প্রভাবশালী সংগঠন ‘দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস’ এর সদস্য হয়েছেন তিনি। এর ফলে হলিউডের মূলধারার অভিনয়ে তার জন্য সুযোগ হয়েছে এই অভিনেতার। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘এম আর-৯: ডু অর ডাই’ মিলনকে সেই পথ খুলে দিয়েছে।
চলতি বছরের শুরুতে মিলন বলেছিলেন, তিনি এখন যুক্তরাষ্ট্রের অ্যাক্টরস ইউনিয়নের সঙ্গে যুক্ত। সে কারণে হলিউডে মূলধারার কাজ করার সুযোগ তৈরি হচ্ছে। এখন হলিউডের কাজের জন্যই প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।
প্রসঙ্গত, অভিনেতা আনিসুর রহমান মিলনকে সর্বশেষ দেশে ‘মায়া’ সিনেমায় দেখা গেছে। মিলন জানান, বাংলাদেশ থেকে কাজের প্রস্তাব পেলেও সেগুলোয় অভিনয় করা তার পক্ষে সম্ভব নয়। যে কারণে তিনি যুক্তরাষ্ট্রেই নিয়মিত অভিনয়ের চেষ্টা করছেন। এরই মধ্যে কিছু কাজে যুক্তও হয়েছেন। সেগুলো আপাতত প্রযোজনা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া বলতে পারছেন না।