গতকাল যখন যানজটে আটকে পড়েন পপতারকা বিয়ন্সে, তখনো তিনি জানেন না গ্র্যামির এই রাত তার জীবনের সবচেয়ে ঈর্ষণীয় সফলতার খবর নিয়ে এসেছে। যানজট তাকে ঠিক সময়ে উৎসবে ঢুকতে দেয়নি। তবে গ্র্যামির সোনালি রাত তাকে উপহার দিয়েছে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়ার শিল্পীর মর্যাদা। গতকাল চারটি পুরস্কার পেয়ে তার ঘরে জমা হয়েছে ৩২টি গ্র্যামি অ্যাওয়ার্ড, যা আর কারও ঝুলিতে নেই। এমন রাতে আবেগপ্রবণ না হয়ে পারেন! বিয়ন্সে বললেন, ‘চেষ্টা করেছি যেন বেশি আবেগপ্রবণ না হয়ে যাই।’
বেস্ট আরএনবি সং, বেস্ট ডান্স/ইলেকট্রনিক রেকর্ডিং, বেস্ট ডান্স/ ইলেকট্রনিক রেকর্ডিং অ্যালবাম ও বেস্ট ট্র্যাডিশনাল আরএনবি পারফরম্যান্স পুরস্কার পেয়েছেন এবারের আসরে। পুরস্কার উৎসর্গ করেছেন স্বামী জেজি ও কুইর কমিউনিটিকে।
কয়েক দিন আগেই ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাপী শুরু করবেন সংগীত সফর। গত বুধবার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানান, ‘রেনেসাঁস বিশ্ব সফর’ নিয়ে মারাত্মকভাবে রোমাঞ্চিত তিনি।
বিয়ন্সের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, সুইডেনের স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনা থেকে চলতি বছরের মে থেকে শুরু হবে এই সফর। সফরসূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের সিজার্স সুপারডোমে সেপ্টেম্বরে সফর শেষ হওয়ার কথা। গ্র্যামিজয়ী এই গায়িকার ‘রেনেসাঁ’ সপ্তম অ্যালবাম। গত বছরের জুলাইয়ে প্রকাশিত হয় অ্যালবামটি। বের হওয়ার পর ভক্তদের কাছে দারুণ সমাদর পায়। এবার অ্যালবামের গানগুলো বিশ্বভ্রমণের অপেক্ষায়। সংগীত সফর, গ্র্যামিতে ইতিহাস- সবকিছু মিলে মার্কিন পপতারকা বিয়ন্সের সফলতা এ বছর আকাশ ছুঁতে চাইছে।
তবে অ্যালবাম অব দ্য ইয়ারে হারাতে পারেননি হ্যারি স্টাইলকে। গ্র্যামির অন্যতম এই পুরস্কার হ্যারি জিতলেন বিয়ন্সে ও অ্যাডেলের মতো শিল্পীদের হারিয়ে। অ্যাডেলে জিতেছেন বেস্ট পপ সলো ‘ইজি অন মি’ গানের জন্য।
ওদিকে র্যাপে বাজিমাত করেছেন কেন্ড্রিক লামার। বেস্ট র্যাপ পারফরম্যান্স, বেস্ট র্যাপ সং ও বেস্ট র্যাপ অ্যালবাম গেছে তার ঝুলিতে। লিজো জিতেছেন রেকর্ড অব দ্য ইয়ার। বনি রেইট জিতেছেন সং অব দ্য ইয়ার। গ্র্যামির ইতিহাসে দ্বিতীয়বারের মতো ট্রান্সজেন্ডার ওম্যান হিসেবে পুরস্কার জিতেছেন কিম পেট্রাস। বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স জিতেছেন যৌথভাবে স্যাম স্মিথের সঙ্গে।
এবার হিপ-হপ গানের ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। করোনার কারণে গত বছর লাস ভেগাসে আয়োজিত হয়েছিল। ফের উৎসবটি ফিরল লস অ্যাঞ্জেলেসে। সঞ্চালক ছিলেন ট্রাভোর নোয়া। ব্যাড বানি, জ্যাক হারলো, টেলর সুইফটরা মঞ্চ মাতিয়ে রেখেছিলেন তাদের গান দিয়ে।
বিজয়ীদের তালিকা
সং অফ দ্য ইয়ার: আই কান্ট ব্রেথ
বেস্ট পপ সোলো পারফরম্যান্স: হ্যারি স্টাইলস
বেস্ট পপ জুটি: লেডি গাগা ও আরিয়ানা গ্র্যান্ডে
বেস্ট আরএনবি অ্যালবাম: বিগার লাভ
বেস্ট ট্র্যাডিশনাল আরএনবি পারফরম্যান্স: এনিথিং ফর ইউ
বেস্ট প্রোগ্রেসিভ আরএনবি অ্যালবাম: ইট ইজ হোয়াট ইট ইজ
বেস্ট আরএনবি সং: বেটার দ্যান আই ইমাজিনড
বেস্ট নিউ আর্টিস্ট: মেগান দ্য স্ট্যালিয়ন
বেস্ট র্যাপ পারফরম্যান্স: বিয়ন্সে
বেস্ট র্যাপ অ্যালবাম: কিংস ডিজিজ
বেস্ট মেলোডিক র্যাপ পারফরম্যান্স: লকডাউন
বেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: আমেরিকান স্ট্যান্ডার্ড
বেস্ট মিউজিক ভিডিও: ব্রাউন স্কিন গার্ল
বেস্ট সং রিটেন ফর ভিজুয়াল মিডিয়া: নো টাইম টু ডাই
বেস্ট কমপিলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজুয়াল মিডিয়া: জোজো র্যাবিট
বেস্ট স্কোর সাউন্ডট্র্যাক ফর ভিজুয়াল মিডিয়া: হিলডার গুয়োনোদোতর
বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম: টোয়াইস অ্যাজ টল
বেস্ট ডান্স রেকর্ডিং: কেত্রানাদা
বেস্ট ডান্স/ইলেকট্রনিক অ্যালবাম: বুবা
বেস্ট রক অ্যালবাম: দ্য নিউ অ্যাবনর্মাল
বেস্ট রক সং: স্টে হাই
বেস্ট অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম: ফেচ দ্য বোল্ট কাটারস
বেস্ট মেটাল পারফরম্যান্স: বুম রাশ
বেস্ট কান্ট্রি সলো পারফরম্যান্স: হোয়েন মাই অ্যামি প্রেইজ
বেস্ট কান্ট্রি পারফরম্যান্স জুটি: ড্যান ও শে
বেস্ট কান্ট্রি অ্যালবাম: ওয়াইল্ডকার্ড
বেস্ট কান্ট্রি সং: ক্রাউডেড টেবল
বেস্ট নিউ এজ অ্যালবাম: মোর গিটার স্টোরিজ
বেস্ট জ্যাজ ভোকাল অ্যালবাম: সিক্রেটস আর দ্য বেস্ট স্টোরিজ
বেস্ট ইমপ্রোভাইজড জ্যাজ সলো: অল ব্লুজ
বেস্ট জ্যাজ ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম: ট্রিলজি ২
বেস্ট লার্জ জ্যাজ অনসাম্বল অ্যালবাম: ডেটা লর্ডস
বেস্ট লাতিন জ্যাজ অ্যালবাম: ফোর কোয়েশ্চেনস
বেস্ট গসপেল পারফরম্যান্স/সং: মুভিং অন
‘হ্যারি পটার’খ্যাত অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফের জীবনে নতুন অধ্যায়ের শুরু হতে যাচ্ছে। বাবা হতে যাচ্ছেন ব্রিটিশ এই তারকা। প্রেমিকার সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে প্রেম করছেন। ১০ বছর পর এবার নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ড্যানিয়েল ও তার প্রেমিকা এরিন ডার্ক। অভিনেতার মুখপাত্র জানিয়েছেন, সন্তানসম্ভবা এরিন। শিগগির তাদের ঘর আলো করে আসছে প্রথম সন্তান।
২০১৩ সালে ‘কিল ইওর ডার্লিংস’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল ও এরিন। ওই ছবির সেটেই বন্ধুত্ব। তারপর প্রেম। এরপর কেটে গেছে প্রায় এক দশক। ‘কিল ইওর ডার্লিংস’-এর সেটে সেই যে একে অপরের হাত ধরেছিলেন, তার পর থেকে একসঙ্গেই পথচলা ড্যান ও এরিনের। যদিও এই সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেন তারা। ‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় সিরিজ়ে অভিনয়ের কারণে সিনেপ্রেমীদের কাছে পরিচিত মুখ ড্যানিয়েল। অন্যদিকে ড্যানিয়েলের জনপ্রিয়তার ধারে কাছে না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক।
অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো ছবি ও সিরিজে। ২০১৬ সালে ড্যানিয়েলের সঙ্গে ‘ডোন্ট থিংক টোয়াইস’ ছবিতেও অভিনয় করেন এরিন। তবে শুধু অভিনয় নয়, এরিনের সঙ্গে ভবিষ্যতে চিত্রনাট্য লেখার ইচ্ছা রয়েছে বলেও জানিয়েছেন ড্যানিয়েল।
ড্যানিয়েলের সাম্প্রতিক ছবি ‘উইয়ার্ড: দ্য অ্যাল ইয়ানকোভিচ’-এর প্রিমিয়ারে একসঙ্গে দেখা গিয়েছিল ড্যান ও এরিনকে। জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তারা। উপভোগ করছেন জীবনের অন্যতম সেরা সময়।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও নিয়ে হইচই। টুইটারে একেবারে ভাইরাল করে ফেলেছেন সংগীতভক্তরা। কেউ করছেন মজা তো কেউ অবাক!
কী আছে ওই ভিডিওতে? সম্প্রতি এরাস ট্যুরে আছেন মার্কিন সংগীত তারকা টেলর সুইফট। সফরের অংশ হিসেবে অ্যারিজোনায় ছিল তার কনসার্ট। সেখানে মাত্র একটি গান শেষ করেছেন। একটু একটু হাঁটছেন। হঠাৎ মাথা নিচু করে সটান দুটি হাত সামনে দিয়ে দিলেন লাফ। যেন সাঁতার কাটার জন্য লাফ দিলেন। অমনি চিল্লিয়ে ওঠেন হাজারও সংগীতপ্রেমী।
তারপর দেখা গেল, স্ক্রিনে ভেসে উঠল গোটা মঞ্চ। সেখানে সুইফট সাঁতরে বেড়াচ্ছেন। এমন অদ্ভুত স্টান্ট দেখে হতবাক শ্রোতারা। কনসার্টে উপস্থিত দর্শকরা ওইটুকু ভিডিও করে টুইটারে পোস্ট করে দেন। অমনি ভাইরাল এই ভিডিও। কেউ দেখে চোখ বড় করে ফেলেছেন তো কেউ করলেন মজা। মজা করেই বললেন, ‘সুইফট কি ২০২৪ সালের অলিম্পিকে অশংগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন!’ কেউ বলেছেন, ‘১২ বার গ্র্যামি বিজয়ী, একজন ডক্টর, পরিচালক, ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গীতিকবি, যার আছে দারুণ একটি ক্যারিয়ার; এসবের পাশপাশি টেলর সুইফট এবার সাঁতারে অলিম্পিকের মেডেলের খোঁজে।’
সে যা-ই হোক। মঞ্চে এমন ভোজবাজি দেখে যে অবাক সংগীতপ্রেমীরা, তা আর বলতে। এই দীর্ঘ কনসার্টে ৪৪টি গান গেয়েছেন সুইফট। এই সংগীত সফর শেষ হবে আগামী আগস্টে। ২০১৮ সালের পরে প্রথমবারের মতো সংগীত সফর করছেন সুইফট।
বিখ্যাত ছবি ‘গ্লাডিয়েটর’-এর সিকুয়েল আসছে, এটি ভারি খুশির খবর। এবার তার সঙ্গে যুক্ত হলো আরও দারুণ সংবাদ। এই ছবিতে যুক্ত হচ্ছেন হলিউডের জাঁদরেল অভিনেতা ড্যানজেল ওয়াশিংটন। এই খবর প্রচারিত হওয়ার পরে টুইটার ব্যবহারকারী এই তারকার ভক্তদের উচ্ছ্বাস যেন থামছেই না।
২০০৭ সালের পরে ফের ওয়াশিংটন ও রিডলি স্কট জুটি এক হচ্ছেন। ওই বছর স্কটের ছবি ‘আমেরিকান গ্যাংস্টার’-এ অভিনয় করেছিলেন এই অভিনেতা। যদিও ছবিতে ওয়াশিংটনের চরিত্র কী হচ্ছে তা একেবারেই গোপন থাকছে। হলিউডভিত্তিক সাময়িকী ডেডলাইন বলছে, ‘স্ক্রিপ্ট পড়ার পরে ওয়াশিংটন খুবই উচ্ছ্বসিত হয়েছেন। তার মতে, স্কট তার জন্য কঠিন একটি চরিত্র রেখেছেন। প্রকল্পটির খুব কাছের একটি সূত্র তা জানিয়েছে।’
টুইটার ব্যবহারকীরার তাদের উচ্ছ্বাস জানিয়েছেন এভাবে- ‘গ্লাডিয়েটর টুতে থাকছেন ড্যানজেল। এমন মুহূর্তের জন্য কত প্রার্থনা করেছি।’ ‘ড্যানজেল থাকবেন গ্লাডিয়েটর টুতে। এমন মারাত্মক খবর হলো আমার দেখা সবচেয়ে সেরা খবর।’ ‘ড্যানজেল থাকবেন গ্লাডিয়েটর টুতে, দারুণ…’।
ছবিতে ওয়াশিংটনের সঙ্গে আরও দেখা যাবে পল ম্যাসকেল ও ব্যারি কিওগানকে। ২০০০ সালে ‘গ্লাডিয়েটর’ সফল হওয়ার পরেই সবার চাওয়া ছিল ছবিটির সিকুয়েল আসবে। ‘গ্লাডিয়েটর’ ছবিতে ম্যাক্সিমাস ডেসিমাস মারিডিউস চরিত্রে অভিনয় করেছিলেন রাসেল ক্রো। মারিডিউস একজন রোমান সেনা, যাকে জোর করে দাস বানানো হয়। ছবিটি ১২টি শাখায় অস্কার মনোনয়ন পায় এবং ৫টি শাখায় পুরস্কার জেতে সেরা ছবি ও সেরা অভিনেতাসহ।
ড্যানজেল ওয়াশিংটন হলিউড তারকা রিডলি স্কটের ভাই টনি স্কটের ছবি ‘ম্যান অন ফায়ার’, ‘ক্রিমসন টাইড’ ও ‘ডেজা ভু’তে অভিনয় করেন। শেষ ওয়াশিংটনকে দেখা গেছে অ্যাপল টিভির ছবি ‘দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ’ ছবিতে।
নতুন ছবিতে যুক্ত হলেন হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ। ছবির নাম ‘আনস্টপাবল’। ৫৩ বছর বয়সী এই তারকার ছবিটি রেসলিং নিয়ে। যার প্রযোজনায় রয়েছেন লোপেজেরই স্বামী বেন অ্যাফ্লেক।
ছবির গল্প এক দুর্দান্ত খোলোয়াড়কে নিয়ে। মার্কিন রেসলার অ্যান্থনি রবলেস এক পা নিয়ে জন্ম নেন। কিন্তু কোনো বাধাই তাকে আটকে রাখতে পারেনি। তিনবার ‘অল অ্যামেরিকান অ্যাথলেট’ হওয়ার পাশাপাশি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নও হন।
বেন অ্যাফ্লেকের প্রযোজনা প্রতিষ্ঠান আর্টিস্ট ইকুইটি প্রযোজনা করছে ছবিটি। উইলিয়াম গোল্ডবার্গ থাকছেন ছবির পরিচালক হিসেবে। বেনের অনেকগুলো ছবির সম্পাদক ছিলেন তিনি। লোপেজের সঙ্গে আরও কারা অভিনয় করবেন, সেই ঘোষণা আসছে শিগগিরই।
গত বছর বিয়ের পরে এই জুটির প্রথম ছবি এটি। বেন বলেন, ‘আমি লেখা শুরু করেছি ম্যাট ড্যামনের সঙ্গে। জেনিফার আমাকে বেশ কিছু লাইন লিখতে সাহায্য করেছে। ও খোদা, সে দারুণ মেধাবী।’
ছবিটি হবে জীবনীভিত্তিক। রবলেসের অটোবায়োগ্রাফি ‘আনস্টপাবল: ফ্রম আন্ডারডগ টগ আনডিফিটেড: হাউ বিকেইম আ চ্যাম্পিয়রন’ অবলম্বনেই তৈরি হবে ছবিটি। যদিও ছবিতে যুক্ত হওয়ার ব্যাপারে জেনিফার লোপেজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া তিনি কোন চরিত্রে অভিনয় করবেন, আর রবলেসের চরিত্রে কাকে দেখা যাবে সেটিও জানা যায়নি।
বলে রাখা ভালো, বেন অ্যাফ্লেক ও ম্যাট ড্যামনের প্রযোজনা প্রতিষ্ঠান আর্টিস্ট ইকুইটি থেকে এটি হতে যাচ্ছে দ্বিতীয় ছবি। এর আগেও তারা খেলাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির প্রথম ছবি নির্মাণ করেন। যার নাম ‘এয়ার’।
ইনস্টাগ্রামে দারুণ একটি ছবি দিয়েছেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। সাদা-মিষ্টি একটি শিশুর জামা। তার ওপর লেখা ‘শিগগির আসছে’। তার মানে লোহান জীবনের একটি নতুন অধ্যায়ে ঢুকতে যাচ্ছেন। ব্যাডার শ্যামাসের সঙ্গে তার ঘরে আসছে নতুন সদস্য।
যদিও কবে থেকে এই সুখবর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন লোহান, তা জানাননি। হলিউড সাময়িকী টিএমজিকে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের জীবনের আরেক অধ্যায়ে ঢুকে পড়ছি।’ লিন্ডসে ও ব্যাডারের মা-বাবা হওয়ার যাত্রা শুরু হলো দুজনের গাঁটছড়া বাঁধার এক বছরের মাথায়। ২০২১ সালের নভেম্বরে তারা বাগদান সম্পন্ন করেন। গত বছরের জুলাইয়ে তাদের বিয়ে করার প্রতিবেদন আসে পেজ সিক্সে।
যদিও লোহান তার ৩৬তম জন্মদিনে দুজনের সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। ব্যাডারের সঙ্গে তোলা একটি সেলফি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। তুমি আমাকে পেয়েছ। তুমি জানো, আমি একই সময়ে সুখ ও শ্রদ্ধা খুঁজে বেড়িয়েছি। আমি আপ্লুত যে, তুমি আমার স্বামী। আমার জীবন। আমার সবকিছু। প্রত্যেক নারীরই উচিত প্রতিদিন এমন অনুভূতির সাক্ষী হওয়া।’ এর পরই তিনি ই! নিউজকে নিশ্চিত করেন যে তারা বিয়ে করেছেন।
রুথ কার্টার প্রথম কৃষ্ণাঙ্গ নারী— যিনি দুটি অস্কার জিতেছেন। সেরা কস্টিউম ডিজাইন বিভাগে তিনি ‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির জন্য পুরস্কার জিতেছেন।
এর আগে ২০১৯ সালে তিনি প্রথম অস্কার জিতেছিলেন। দুবার অস্কার পেয়ে তিনি কৃষ্ণাঙ্গদের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
গত সপ্তাহেই মাকে হারিয়েছেন রুথ কার্টার। পুরস্কার পেয়ে তিনি বলেছেন, ‘গত সপ্তাহে আমার মা মেবেল কার্টার চলে গেছেন। তিনি প্রয়াত চ্যাডউইক বোজম্যানকে তার মায়ের খেয়াল রাখতে অনুরোধ করেছেন।’
টিম বার্টনের নেটফ্লিক্স সিরিজ ‘ওয়েডনেসডে’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন অভিনেত্রী জেনা ওর্তেগা। সিরিজটি গত বছর মুক্তির পর থেকেই হলিউডের সবচেয়ে প্রত্যাশিত তারকাদের তালিকায় নাম রয়েছে এই অভিনেত্রীর। অল্প বয়সেই সিরিজটি দিয়ে বাজিমাত করেছেন অভিনেত্রী। আবারও টিম বার্টনের সঙ্গে তার পরবর্তী প্রজেক্টে যুক্ত হয়েছেন ওর্তেগা। ওয়ার্নার ব্রাদার্স-এর ‘বিটলজুস ২’-এ চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
হলিউড নিউজ ডেডলাইন সূত্র জানিয়েছে, আগামী মে মাসের শেষের দিকে বা জুনের শুরুর দিকে বার্টনের পরিচালনায় ‘বিটলজুস ২’-এর শুটিং শুরু হবে। যেখানে ওর্তেগা লিডিয়া ডিটজের মেয়ের চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটিতে উইনোনা রাইডার থাকবেন প্রধান চরিত্রে।
‘বিটলজুস’ সিনেমাটি ১৯৮৯ সালে একাডেমি অ্যাওয়ার্ডে সেরা মেকআপ অস্কার অর্জন করেছিল। যেটির বাজেট ছিল মাত্র ১৫ মিলিয়ন এবং সিনেমাটি আয় করছিল ৮০ মিলিয়ন। সিনেমাটিতে অভিনয় করেছিলেন, অ্যালেক বাল্ডউইন, গিনা ডেভিস, জেফরি জোন্স, ক্যাথরিন ও’হারাসহ অনেকেই।
এই সিনেমাটির সিক্যুয়েলে যুক্ত হতে পেরে আনন্দিত ওর্তেগা। সম্প্রতি ওর্তেগা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার ‘ওয়েডনেসডে’ চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে নির্মাতাদের বিরুদ্ধেও গিয়েছিলেন তিনি।
আর্মচেয়ার এক্সপার্টের একটি সাম্প্রতিক পডকাস্টে হাজির হয়েছিলেন জেনা ওর্তেগা। সেখানে অভিনেত্রী বলেছেন, ‘ওয়েডনেসডে’র মূল স্ক্রিপ্টগুলো তার চরিত্রের দৃষ্টিকোণ থেকে খুব বেশি অর্থবহ ছিল না। এই কারণেই তিনি সিরিজের লেখকদের সঙ্গে পরামর্শ না করেই বেশ কয়েকবার সংলাপ পরিবর্তন করেছিলেন।
ওর্তেগা সেই সময়ের কথা স্মরণ করে বলেছেন, এই সিরিজটির চিত্রগ্রহণের সময় তাকে অনেকবার নিজে থেকে হস্তক্ষেপ করতে হয়েছিল যা আসলে পেশাদারিত্বের পরিচয় দেয় না।
তবে টিম বার্টনের সঙ্গে আবারও কাজের সুযোগ সেই জায়গাগুলো নিয়ে তাকে পরিবর্তনের সুযোগ দেবে।
২০২২ সালের নভেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পায় কমেডি-হরর সিরিজ ‘ওয়েডনেসডে’। জেনা ওর্তেগার অসাধারন অভিনয়ে ‘ওয়েডনেসডে’ দারুণ দর্শকপ্রিয়তা পায়। নেটফ্লিক্স সিরিজটি আকাশচুম্বী রেটিং পেয়েছে দর্শকদের কাছ থেকে। নেটফ্লিক্সের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক দেখা ইংরেজি ভাষার টিভি সিরিজে পরিণত হয়েছে এটি। সিরিজটির দুর্দান্ত সাফল্যে এটির দ্বিতীয় সিজন আনার ঘোষণা দিয়েছেন নির্মাতারা।
গত রোববার লস অ্যাঞ্জেলেসের ফেয়ারমন্ট সেঞ্চুরি প্লাজায় অনুষ্ঠিত হয়েছে ২৯তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ড। হলিউডে অস্কার আসরের আগে আয়োজিত এই অ্যাওয়ার্ডের দিকে নজর থাকে সবার। এবারও তার ব্যতিক্রম নয়। সেখানে বছরের সেরাদের সেরা টেলিভিশন এবং চলচ্চিত্রে বিজয়ীদের নাম ঘোষণা হয়। সেই আসর মাত করল ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’চলচ্চিত্রটি। বেশ কয়েকটি বিভাগে পুরস্কার জিতে নেন এই চলচ্চিত্রটি।
‘এভরিথিং এভরিহোয়ারে’সিনেমার অভিনেত্রী মিশেল ইয়ো সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন। যেখানে তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন কেইট ব্ল্যানচেট। যে কিনা গত সপ্তাহে ‘টার’সিনেমার জন্য বাফটাসের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছিলেন। শুধু ইয়ো নয়, ইয়োর সহ-অভিনেতা কে হুয়ি কুয়ান প্রথম এশীয় অভিনয় শিল্পী হিসেবে সেরা পার্শ্ব অভিনেতার এসএজি পুরস্কার জয় করেন। তার সহ-অভিনেত্রী জেমি লি কার্টিস সেরা সহ পার্শ্ব অভিনেত্রী নির্বাচিত হন।
এছাড়াও, সেরা সিনেমার পুরস্কার জিতেছে এই সিনেমাটি। যা স্ক্রিন অ্যাকটরস গিল্ডে একটি সিনেমার চারটি বিভাগে পুরস্কার জয়ের ঘটনা এবারই প্রথম।
এক নজরে দেখে নেয়া যাক এসএজিতে কে কোন ক্যাটেগরিতে পেলেন পুরষ্কার—
সেরা টেলিভিশন অভিনেতা পুরষ্কার(পুরুষ) - শ্যাম এলিয়ট (১৮৮৩)
সেরা টেলিভিশন অভিনেতা পুরষ্কার (মহিলা)- জেসিকা চ্যাস্টেন
সেরা নাট্য অভিনেতা পুরষ্কার (মহিলা)- জেনিফার কুলিজ,
সেরা কমেডি সিরিজে অভিনেতা পুরষ্কার(পুরুষ)-জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বেয়ার)
সেরা কমেডি সিরিজে অভিনেতা পুরষ্কার (মহিলা)- জেন স্মার্ট
শ্রেষ্ঠ মিউজিসিয়ান ব্যান্ড পারফর্মার- দ্য হোয়াইট লোটাস
শ্রেষ্ঠ সহকারী অভিনয় (মহিলা)-জেমি লি কার্টিস
শ্রেষ্ঠ সহকারী অভিনয় (পুরুষ)- কে হুই কান
মুখ্য অভিনয়ে সেরা অভিনেত্রী-মিশেল ইয়ো
মুখ্য অভিনয়ে সেরা অভিনেতা-ব্রেন্ডন ফ্রেজার
সেরা নাট্য পুরস্কার - দ্য হোয়াইট লোটাস
এছাড়া আরও অনেকে পেয়েছেন এই পুরষ্কার। নেটফ্লিক্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিং হয় এই অনুষ্ঠানের।
দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন মার্কিন পপ তারকা রিয়ানা ফেন্টি। কিছুদিন আগেই ‘সুপার বোল হাফটাইম শো’-এ পারফর্ম করার সময় তিনি এই খবর প্রকাশ করেছিলেন। এবার এই গায়িকা এ বছরেই তার নতুন অ্যালবাম প্রকাশ করার ঘোষণা দিয়েছেন। মার্কিন বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ব্রিটিশ ভোগের এক সাক্ষাৎকারে গায়িকা জানান, ‘আমি চাই এটা এই বছরেই হোক। সত্যি বলতে, এই বছর না হলে এটা হাস্যকর ব্যাপার হবে। কিন্তু আমি শুধু মজা করতে চাই।’
এর আগে এক সাক্ষাৎকারে একটি চমকের ইঙ্গিত দিয়েছিলেন রিয়ানা । তিনি বলেছিলেন, ‘কাউকে নিয়ে আসার কথা ভাবছি। এখনো নিশ্চিত না যদিও। দেখা যাক।’ কিন্তু কাকে নিয়ে আসবেন তা তখন জানাননি। এবার নতুন অ্যালবাম নিয়ে রিয়ানা বলেন, ‘আমি শুধু গান করতে এবং ভিডিও করতে চাই। আমার ভিজ্যুয়ালসহ সঠিক ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার। আমার বলা কথাগুলো দিয়েই ভিডিও শুট হোক তা চাই না।’
২০১৬ সালে মুক্তি পেয়েছিল তার শেষ অ্যালবাম ‘অ্যান্টি’। এরপর আর নতুন অ্যালবাম প্রকাশ করা হয়নি। সেই ব্যাখ্যা দিয়ে রিয়ানা বলছিলেন, “অ্যান্টি’ ছিল আমার সবচেয়ে সেরা অ্যালবাম। সেই থেকে নিজেকে চাপ দিচ্ছিলাম পরের কাজটাও যেন সেটার সমান হয়। আমি বুঝতে পারছিলাম নতুন অ্যালবামটি নিখুঁত এবং আরও ভালো বোধ না হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। তবে এখন যদি আমি এটার উদ্যোগ গ্রহণ না করি তবে এটা কখনো বের হবে না। তাই আমি চাচ্ছি এটা নিয়ে গাইতে। আমার মাথায় আইডিয়া আছে এখনই সব বলার সময় আসেনি।”
গায়িকা লিসা মেরি প্রিসলি তিন সপ্তাহ আগে প্রয়াত হয়েছেন। এবার লিসার মেয়েদের সঙ্গে সম্পত্তির উইল নিয়ে বিবাদে জড়াল তার মা প্রিসিলা প্রিসলি। জীবদ্দশায় নিজের সব সম্পত্তি নিয়ে একটি ট্রাস্ট গঠন করে গেছেন লিসা । এই ট্রাস্টের অন্যতম ট্রাস্টি ছিলেন তার মা প্রিসিলা । তবে ২০১৬ সালে এক সংশোধনীর মাধ্যমে ট্রাস্ট থেকে প্রিসিলাকে বাদ দেন মেয়ে। কিন্তু মা প্রিসিলা দাবি করছেন, তাকে ট্রাস্ট থেকে বাদ দেয়া হলেও তিনি জানতেন না, লিসার মৃত্যুর পর জানতে পেরেছেন। তিনি অভিযোগ করেন, সংশোধনীর নথিতে ভুল বানানে তার নাম লেখা হয়েছে। নথিতে দেওয়া স্বাক্ষরও তার মেয়ের নয় বলে প্রিসিলা মনে করছেন । এমনই অভিযোগে ক্যালিফোর্নিয়ার আদালতে পিটিশন দায়ের করেন প্রিসিলা।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন লিসার দীর্ঘদিনের বন্ধু ছিলেন এমন দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে। এক বন্ধু জানান, তিনি মনে করেন প্রিসিলার আসল উদ্দেশ্য লিসার অর্থ আত্মসাৎ করা। সেজন্যই তিনি আদালতের দারস্থ হয়েছেন। লিসার আরেক বন্ধু বলেছেন, ‘ লিসা এবং তার মা কয়েক বছর ধরে আলাদা ছিলেন। তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। লিসা চাননি, তার মা এই সম্পত্তির তত্ত্বাবধান করুন। ওই বন্ধুও মনে করেন, প্রিসিলা তার মেয়ের সম্পত্তি পেতে এত সব নাটক করছেন। লিসা কী পরিমাণ সম্পদ রেখে গেছেন, তা এখনো জানা যায়নি। বাবা এলভিস প্রিসলির মতো তিনি নিজেও সংগীতশিল্পী ছিলেন। ২০০৩ সালে লিসার গানের ক্যারিয়ার শুরু । প্রথম স্টুডিও অ্যালবাম ‘টু হুম ইট মে কনসার্ন’। ২০০৫ সালে আসে তার ‘নাউ হোয়াট’ অ্যালবাম। ২০১২ সালে তার তৃতীয় ও শেষ অ্যালবাম ‘স্টর্ম অ্যান্ড গ্রেস’ প্রকাশিত হয় ।
প্রয়াত পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের সঙ্গে তার বিয়ে হয়েছিল ১৯৯৪ সালে। সেই বিয়ে দুই বছরের বেশি টেকেনি। পরে জনপ্রিয় হলিউড তারকা নিকোলাস কেজের সঙ্গে তার বিয়ে হয় ২০০
২ সালে। সেবার মাত্র চার মাস সংসার করেন তারা। ব্যক্তিজীবনে আরও দুবার বিয়ে করেছিলেন এই শিল্পী। লিসার তিন সন্তান রয়েছে।
ঘোষণা! ঘোষণা! ঘোষণা! সংগীত তারকা বিয়ন্সে এবার সংগীত সফরের ঘোষণা দিয়েছেন। গত বুধবার এই গায়িকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেন। তিনি তার ‘রেনেসাঁস বিশ্ব সফর’ নিয়ে মারাত্মকভাবে রোমাঞ্চিত।
বিয়ন্সের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, সুইডেনের স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনা থেকে শুরু হবে এই সফর। চলতি বছরের মে মাস থেকে সফরের সূচনা করা হবে। জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে কনসার্টের আগ পর্যন্ত এই সফর চলবে পুরো ইউরোপজুড়ে। সফরসূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের সিজার্স সুপারডোমে সেপ্টেম্বরে এই সংগীত সফর শেষ হওয়ার কথা।
গ্রামিজয়ী এই গায়িকার ‘রেনেসাঁ’ সপ্তম অ্যালবাম। গত বছরের জুলাই মাসে প্রকাশিত হয় অ্যালবামটি। বের হওয়ার পর ভক্তদের কাছে দারুণ সমাদর পায়। এবার অ্যালবামের গানগুলো বিশ্বভ্রমণের অপেক্ষায়।
২০১৮ সালে ‘অন দ্য রান ২’ শিরোনামে শেষ সংগীতসফর ছিল বিয়ন্সের। তবে এটি তার একক সফর ছিল না। সঙ্গী ছিলেন তার স্বামী র্যাপার জ্যা-জি। উত্তর আমেরিকা ও ইউরোপের ৪৮টি জায়গায় হয়েছিল কনসার্ট।
‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসনকে নিয়ে রুপালি পর্দায় আসছে বায়োপিক। হলিউড পরিচালক আন্তোয়েন ফুকওয়া পর্দায় মাইকেল জ্যাকসনের জীবনী তুলে ধরবেন। ছবির নাম ‘মাইকেল’।
লায়ন্সগেট প্রযোজিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তার ভাইপো জাফর জ্যাকসন। জানা গেছে, মাইকেল জ্যাকসনের জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটিতে। দেখানো হবে তার বিখ্যাত কিছু পারফরম্যান্স। সিনেমাটি প্রযোজনা করবেন গ্র্যাহাম কিং। চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান।
পরিচালক আন্তোয়েন ফুকওয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জাফরের মুনওয়াকের একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, বায়োপিকে মাইকেল জ্যাকসনের জুতায় পা গলাবে তার ভাইপো জাফর জ্যাকসন। ‘মাইকেল’-এর অন্যতম প্রযোজক গ্রাহাম কিং বছর দুয়েক আগে জাফরের সঙ্গে দেখা করেছিলেন। দুনিয়াজুড়ে মাইকেলের চরিত্রের জন্য অভিনেতার খোঁজ চলে। গ্রাহাম জানিয়েছেন, ‘জাফরকে আমি প্রথম দেখি দুই বছর আগে। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতটা মিল কীভাবে হতে পারে। অদ্ভুতভাবে মাইকেলের ব্যক্তিত্বই যেন ফুটে ওঠে জাফারের মধ্যে।’
বায়োপিক প্রসঙ্গে পপতারকার মা ক্যাথরিন জ্যাকসন গণমাধ্যমের কাছে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘জাফরকে দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে, ওরা দেখতে প্রায় একই রকম। আমার পরিবারের বিনোদনের ধারাকে ও এগিয়ে নিয়ে যাবে, এটা দেখতে অধীর অপেক্ষায় থাকব।’ ছেলের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তার নাতি, তা শুনেই খুশি মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন।
সংগীতশিল্পী জেরমাইন জ্যাকসনের দ্বিতীয় সন্তান জাফর জ্য়াকসন। ২০১৯ সালে ‘গট মি সিঙ্গিং’ গানের মাধ্যমে পপদুনিয়ায় পা রেখেছেন জেরমাইন জ্যাকসনের ছেলে জাফর। শুধু শিল্পসত্তা নয়, শিশুদের অত্যাচারের মতোও রটনা ও ঘটনা রয়েছে কিংবদন্তিকে ঘিরে। তার মৃত্যু পর্যন্ত যেগুলো নিয়ে আলোচনা চলে। মাইকেলের সেই সব বিতর্কিত দিকও থাকবে তার বায়োপিকজুড়ে। সবকিছু চূড়ান্ত হয়ে গেলে চলতি বছর থেকেই শুরু হবে মাইকেল জ্যাকসনের বায়োপিকের কাজ।