রোববার, ১২ অক্টোবর ২০২৫
২৭ আশ্বিন ১৪৩২

বিয়ে করলেন মীরাক্কেলের হৃদয়

স্ত্রী নাজিফাতুর রুহ ফাতহুর সঙ্গে এমদাদুল হক হৃদয়
আপডেটেড
১৭ মার্চ, ২০২৩ ১৭:২২
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৩ ১৭:১৯

বিয়ের পিঁড়িতে বসলেন মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার প্রতিযোগিতার মাধ্যমে জনপ্রিয় হওয়া তারকা এমদাদুল হক হৃদয়। তার স্ত্রীর নাম নাজিফাতুর রুহ ফাতহু। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর হলেও পরিবারসহ ঢাকায় বসবাস করেন।

বিয়ে প্রসঙ্গে হৃদয় বলেন, ‘কিছুদিন আগে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। তবে আজ শুক্রবার আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ভারতের টেলিভিশিন চ্যানেল জি বাংলার কৌতুক বিষয়ক জনপ্রিয় শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯-এ বাংলাদেশ থেকে অংশ নেন ঢাকার ছেলে এমদাদুল হক হৃদয়। পান বিপুল জনপ্রিয়তা। লড়ে যান চূড়ান্ত আসর অবধি। সেই আসরে চতুর্থ স্থান দখল করেন তিনি।

তারপর দেশে এসে মীরাক্কেল তারকা হিসেবে পরিচিত পান। নিয়মিত স্টেজ শো ও টিভি অনুষ্ঠান উপস্থাপনা করতে থাকেন। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। এখন তিনি উপস্থাপনা ও স্টেজ শোর পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।


সিদ্ধান্তে অনড় দীপিকা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

মাতৃত্বের কারণে আট ঘণ্টা শুটিংয়ের শর্ত দিয়ে ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবি থেকে বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন। এরপর থেকে অনেকেই নায়িকার এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। দীপিকা বলেন, একজন নারীর ক্ষেত্রে কটাক্ষ করা খুবই সহজ। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড়। আট ঘণ্টাই শুটিং করবো। তাতে যে যা পারে, বলুক।


রণবীরের স্বীকারোক্তি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বহু বছর আগেই অভিনেতা হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন রণবীর কাপুর। ‘সেলিব্রেট সিনেমা-২০২৫’ উৎসবে অভিনেতা স্বীকার করেন যে, তিনি নেপোটিজমের ফল। তিনি বলেন, আমার জীবনে সব সহজেই এসেছে। কিন্তু আমি কঠোর পরিশ্রম করেছি। আমি বুঝেছিলাম যে, এমন এক পরিবার থেকে এসেছি, যদি আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি না থাকে, যদি নিজের নাম তৈরি করতে না পারি, ইন্ডাস্ট্রিতে সফল হতে পারব না।


সতর্ক করলেন নীহা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

তারকাদের ছবি ও আইডি ব্যবহার করে প্রতারণা করার ঘটনাটি নতুন না হলেও বর্তমানে তা বেড়েই চলেছে। এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের তারকা মাঝে-মধ্যেই অনুরাগীদের সতর্ক করছেন। এ তালিকায় রয়েছেন দেশের তারকারাও। কদিন আগেই অভিনেত্রী নুসরাত ফারিয়া এ বিষয়ে সতর্ক করেন অনুরাগীদের। সেই রেশ কাটতে না কাটতেই এবার অপ্রত্যাশিত ঘটনার শিকার হওয়ার আগেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বর্তমান সময়ের ছোট পর্দার আলোচিত অভিনেত্রী নাজনীন নাহার নীহা। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ ব্যাপারে লিখেছেন, আমার নাম, ছবি বা পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, এসএমএস ও ফেসবুকে বা যেকোনো যোগাযোগ মাধ্যমে আপনাদের কাছে যদি কখনো অর্থ চাওয়া হয়, সেটা প্রতারণা। আমি কখনোই অন্য কাউকে ব্যক্তিগতভাবে এমন অনুরোধ করবো না। এই বিষয়ে যাদের পরিচয় পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নেব এবং সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে। দয়া করে এমন কোনো অনুরোধ পেলে আমাকে সরাসরি জানাবেন এবং সেই নম্বর/ প্রোফাইল শেয়ার করবেন। এই পোস্টের মন্তব্য ঘরে নীহার অনুরাগীরা তার এমন সতর্কতামূলক পোস্টের প্রশংসা করেছেন। বর্তমানে নীহা প্রায় প্রতিদিনই নতুন নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সর্বশেষ গত মাসে ফারহান আহমেদ জোভানের বিপরীতে ‘সহযাত্রী’ নামক নাটকের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন নীহা।


এক মঞ্চে দেখা মিলবে শাহরুখ, সালমান ও আমিরের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

অনেকদিন ধরেই এক মঞ্চে দেখা যায় না বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে। বিভিন্ন অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে শাহরুখ, সালমানের দেখা মিললেও দেখা যায়না আমিরকে। তাই একসঙ্গে একমঞ্চে এই তিন সুপারস্টারকে দেখার ইচ্ছা ভক্তদের অনেক দিনের।

অবশেষে তাদের এই ইচ্ছা পূরণ হতে চলেছে, সৌদি আরবে একটি অনুষ্ঠানে এক মঞ্চে দেখা মিলবে বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খানের।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, শাহরুখ, সালমান ও আমির জয় ফোরামে একসঙ্গে অংশ নেবেন। আগামী ১৬ ও ১৭ অক্টোবর রিয়াদের এসইএফ অ্যারেনাতে দুই দিনব্যাপী এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে বলিউড সুপারস্টাররা শেষ দিন, অর্থাৎ ১৭ অক্টোবর একটি সেশনেই উপস্থিত থাকবেন।

সৌদি সরকারের কর্মকর্তা ও জেনারেল এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান তুর্কি আলালশিখ এ তথ্য নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তুর্কি আলালশিখ এক্সে লিখেছেন, আগামী ১৭ অক্টোবর শাহরুখ, সালমান ও আমির খান জয় ফোরামের এক ডায়ালগ সেশনে স্পিকার হিসেবে অংশ নেবেন।

এর আগে, সৌদি সরকারের একটি ওয়েবসাইট শুধু আমির খানের উপস্থিতি নিশ্চিত করা হয়েছিল। তখন ৭ অক্টোবরের কথা বলা হয়েছিল। কিন্তু ১০ অক্টোবর রাতে তুর্কি আলালশিখ তিন খানের উপস্থিত থাকার তথ্য নিশ্চিত করেন।

এর আগে, ২০১৯ সালে শাহরুখ খান জয় ফোরামে অংশ নিয়েছিলেন। তখন জাকি চ্যান ও চলচ্চিত্র পরিচালক জাঁ-ক্লড ভ্যান ড্যামের সঙ্গে তার সেলফি ভাইরাল হয়েছিল।


৬টি ফিল্মফেয়ার, অনন্য উচ্চতায় আলিয়া ভাট

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

গত শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ ছবিটি এ বছর ১৩টি পুরস্কার জিতে নজির গড়লেও অভিনয়ের বিভাগে একেবারে খালি হাতে ফিরেছে। অন্যদিকে, আলিয়া ভাট, অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান তুলে নিয়েছেন বড় বড় ট্রফি। বিশেষ করে আলিয়া ভাটের জয় ছিল ঐতিহাসিক।

‘জিগরা’ ছবির জন্য পাওয়া সেরা অভিনেত্রীর পুরস্কারটি তার ক্যারিয়ারের ষষ্ঠ ফিল্মফেয়ার জয়, যা তাকে পৌঁছে দিয়েছে এক নতুন উচ্চতায়।

৬টি ফিল্মফেয়ার পেয়ে রেকর্ড করে আলিয়া ছাপিয়ে গিয়েছেন বলিউডের দুই কিংবদন্তি অভিনেত্রী- কাজল এবং নূতনকে, যারা দুজনেই পাঁচবার করে এই সম্মান পেয়েছিলেন। ‘জিগরা’-র জন্য পাওয়া এই পুরস্কার আলিয়াকে এনে দিয়েছে টানা তৃতীয় জয়। এর আগে তিনি ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গালি বয়’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।

দীর্ঘদিন ধরে এই রেকর্ড ছিল মীনা কুমারীর দখলে, যিনি ১৯৬৬ সালে ‘কাজল’ ছবির জন্য চতুর্থবার জয়ী হন। পরে নূতন এবং কাজল—দুজনেই পাঁচবার করে এই পুরস্কার জিতে ইতিহাসে জায়গা করে নেন। বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের রয়েছে চারটি করে জয়, আর বৈজয়ন্তীমালা, জয়া বচ্চন ও শাবানা আজমির ঝুলিতে রয়েছে তিনটি করে সেরা অভিনেত্রীর ট্রফি।

‘জিগরা’-তে আলিয়ার অভিনয় প্রশংসিত হলেও ছবিটি বক্স অফিসে সফল হয়নি।

৮০ কোটি বাজেটে নির্মিত ছবিটি আয় করেছে মাত্র ৫৫ কোটি। সমালোচকদের রিভিউ ছিল ইতিবাচক, কিন্তু দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয় ‘জিগরা’।


সাদা পোশাকে লস অ্যাঞ্জেলেসে সেলেনা গোমেজ

বিয়ের পরেও কাটেনি শুভ্র আভা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

হলিউড তারকা সেলেনা গোমেজকে সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বেল-এয়ার হোটেল থেকে বের হতে দেখা গেছে। গত সেপ্টেম্বরে সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরও তার সাজসজ্জায় যেন এখনো নববধূর শুভ্রতার ছোঁয়া বিদ্যমান।

৩৩ বছর বয়সি এই অভিনেত্রীকে দেখা যায় একটি মনোমুগ্ধকর সাদা পোশাকে, যার ফুলানো হাতা ও কুঁচি করা নকশা পোশাকটিকে অনন্য শৈলী দিয়েছিল। সম্পূর্ণ লুকের সঙ্গে ছিল ক্রিম রঙের পাতলা স্ট্র্যাপের ফ্ল্যাট জুতো, যা তার উপস্থিতি আরও মার্জিত করে তোলে। হাতে একটি ছোট বাক্স এবং মোবাইল ফোন নিয়ে তিনি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। হালকা মেকআপ এবং খোলা চুলে সেলেনার শান্ত, চিরন্তন সৌন্দর্য ফুটে ওঠে।

গত সেপ্টেম্বরের শেষ দিকে সেলেনা গোমেজ এবং বেনি ব্ল্যাঙ্কো একান্ত পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এই আলোচিত বিয়েতে টেলর সুইফটসহ একাধিক তারকা এবং সেলেনার ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ সিরিজের সহ-অভিনেতা স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট উপস্থিত ছিলেন।

তবে অনুষ্ঠানে সেলেনার দীর্ঘদিনের বন্ধু ও কিডনি দাতা ফ্রানসিয়া রাইসার অনুপস্থিতি নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। সম্প্রতি সেই গুঞ্জনে ইতি টেনে এক স্প্যানিশ সাক্ষাৎকারে মুখ খুলেছেন ফ্রানসিয়া রাইসা। তিনি বলেন, “আমি জানি সেলেনা বিয়ে করেছে, আর আমি সত্যিই ওর জন্য খুশি।’

২০১৭ সালে সেলেনাকে কিডনি দান করা প্রসঙ্গে ফ্রানসিয়া যোগ করেন, ‘আমি সেটা করেছি সহানুভূতি থেকে, কোনো শর্তে নয়। শুরু থেকেই চিকিৎসকেরা বলেছিলেন, এটা কেবল একটি দান—এর বেশি কিছু নয়।’ জীবন বাঁচানোই তার একমাত্র উদ্দেশ্য ছিল জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের সম্পর্ক বন্ধুত্বের—তার মানে এই নয় যে আমরা সবসময় একসঙ্গে থাকতে হব।’

বিয়ের পর এই প্রথম প্রকাশ্যে সেলেনা গোমেজকে সাদা পোশাকে দেখে ভক্তমহলে আবারও তার বিয়ে ও নতুন জীবন নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে।


মৃত্যুর গুজবে বিরক্ত ইলিয়াস কাঞ্চনের পরিবার

বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছেলের
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তীব্র বিরক্তি প্রকাশ করেছে তার পরিবার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়লে অভিনেতার ছেলে মিরাজুল মইন জয় দেশবাসীর প্রতি গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এক বার্তায় মিরাজুল মইন জয় নিশ্চিত করেন, ‘বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা চলছে নিয়মিত। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না।’ তিনি দেশবাসীসহ সবার কাছে বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান।

ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন বলে সম্প্রতি জানা যায়।

বাবার সুস্থতা কামনায় দেশ-বিদেশের মানুষের আন্তরিক দোয়ায় পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। জয় বলেন, ‘বাবার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর থেকে দেশ-বিদেশে ‘নিরাপদ সড়ক চাই’-এর কর্মী, বাবার ভক্ত এবং সাধারণ মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন। বিশেষ করে জুম্মার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ জন্য আমরা পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।’

তবে গুজবের বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারীর ওপর ক্ষোভ প্রকাশ করেন। জয় বলেন, ‘দুঃখজনকভাবে, কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এগুলো জনমনে আঘাত হানছে এবং আমার বাবার ভক্তদের কষ্ট দিচ্ছে।

আমরা এসব কর্মকাণ্ডের নিন্দা জানাই।’

পরিবার ইলিয়াস কাঞ্চনের সুস্থতা নিশ্চিত করে ভক্তদের এই ধরনের ভিত্তিহীন ও মনগড়া খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।


ঐশীর সঙ্গে প্রথমবার বড় পর্দায় তানজিন তিশা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

আলোচিত সিনেমা ‘সোলজার’-এ অবশেষে চূড়ান্ত হলো শাকিব খানের নায়িকা কারা হচ্ছেন। গত শুক্রবার নির্মাতা সাকিব ফাহাদ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, এই দেশপ্রেমের গল্পে শাকিবের বিপরীতে অভিনয় করবেন তানজিন তিশা ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।

গত এক মাস ধরে গুঞ্জন চলছিল এই ছবিতে শাকিব খানের সঙ্গে কে জুটি বাঁধবেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্মাতা জানান, প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অন্যদিকে, ‘মিশন এক্সট্রিম’ এবং ‘আদম’-এর মতো সিনেমা দিয়ে নিজেকে প্রমাণ করা ঐশী ফিরছেন বড় তারকার নায়িকা হয়ে।

পরিচালক সাকিব ফাহাদ বলেন, ‘গল্পের প্রয়োজনে অভিনয়শিল্পী নির্বাচন করা হয়েছে। তানজিন তিশা তার প্রথম সিনেমায় কাজ করছেন আমাদের সঙ্গে। এটি আমাদের জন্য আনন্দের। আর ঐশী এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। দর্শকদের জন্য এটি হবে এক অনন্য জুটি।’

শাকিব খানের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত ঐশী প্রত্যাশা করছেন, দর্শককে চমৎকার কিছু উপহার দিতে পারবেন। ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী ঐশীকে সর্বশেষ দেখা যায় ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আদম’ সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন ইয়াশ রোহান। সেই ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রশংসা কুড়িয়েছিলেন।

‘সোলজার’ ছবির শুটিং গত ৫ অক্টোবর থেকে ঢাকায় শুরু হয়েছে। ইতোমধ্যে সিনেমায় শাকিব খানের লুক প্রকাশ করা হয়েছে। পরিচালক জানান, শিগগিরই প্রকাশ করা হবে তানজিন তিশা ও ঐশীর ফার্স্ট লুক।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই ছবিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ। সব ঠিক থাকলে সিনেমাটি চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


‘সোলজার’-এ তানজিন তিশা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দীর্ঘদিনের জল্পনা শেষে অবশেষে বাংলাদেশের বড় বাজেটের ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক নিশ্চিত করলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ ছবিতে অভিনয় করছেন। এই সিদ্ধান্তের জন্য তিশাকে টলিউডের একটি বহু প্রতীক্ষিত সিনেমার প্রস্তাব ছাড়তে হয়েছে।
মাস দুয়েক আগে গুঞ্জন উঠেছিল, টলিউডের সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ বলিউড অভিনেতা শারমন যোশির বিপরীতে অভিনয় করবেন তানজিন তিশা। একই সময়ে খবর আসে, তিনি দেশের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এর নায়িকা হচ্ছেন। দুই সিনেমার শুটিংয়ের সময় প্রায় কাছাকাছি হওয়ায় তিশার সামনে তৈরি হয় কঠিন সিদ্ধান্তের মুহূর্ত। শেষ পর্যন্ত তিনি নিজের দেশের প্রজেক্টকেই প্রাধান্য দেন এবং ‘সোলজার’-এর জন্য ‘ভালোবাসার মরশুম’ ছেড়ে দেন।
টলিউডের সিনেমাটি ছেড়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করে তানজিন তিশা বলেন, ‘দুটো সিনেমার শুটিং শিডিউল একই সময়ে ছিল। আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হোক। আর শাকিব খানের মতো তারকার সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি।’
তিনি আরো বলেন, ‘আমি বাংলাদেশের মেয়ে। আমার কাছে আগে বাংলাদেশ। তাই ‘সোলজার’-ই আমার প্রথম পছন্দ।’
জানা গেছে, ভারতের ছবিতে অভিনয়ের জন্য তানজিন তিশার সে দেশের ভিসা নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু শুটিংয়ের সময় ঘনিয়ে এলেও ভিসা না মেলায় তিনি আর চেষ্টা করেননি।
এর আগেও শাকিব খানের বিপরীতে ‘প্রেমিক’ সিনেমায় অভিনয়ের কথা ছিল তানজিন তিশার, যা রায়হান রাফির পরিচালনা করার কথা ছিল, তবে শুটিং শুরু হয়নি। অবশেষে ‘সোলজার’-এর মাধ্যমে বাস্তবায়ন হতে যাচ্ছে সেই বহুল প্রতীক্ষিত জুটি।
ইতোমধ্যেই ‘সোলজার’-এর শুটিং শুরু হয়েছে। তানজিন তিশা আজ শনিবার শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়াবেন। দেশপ্রেমের গল্পে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ।
পরিচালক জানিয়েছেন, বছরের শেষে অথবা আগামী বছরের দুই ঈদের মধ্যবর্তী কোনো সময়েই ছবিটি মুক্তি দিতে চান তারা। পরিচালক সাকিব ফাহাদ বলেন, ‘দিন শেষে আমাদের গল্পটা আশার- যত সংকটেই পড়ি না কেনো, আমরা আশাবাদী থাকি, সেই বার্তাই থাকবে ছবিতে।’


হামলার ভয়ংকর সেই রাতের কথা খোলামেলা বললেন সাইফ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার পর এ নিয়ে কথা বললেও তিনি অনেক কিছুই খোলাসা করেননি। এ ঘটনার দীর্ঘদিন পর একটি অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন এ অভিনেতা। তিনি তার বাড়িতে যে অনুপ্রবেশকারী প্রবেশ করে ও হামলা চালায়, সে ঘটনা নিয়েও কথা বলেছেন।
সাইফ চলতি বছরের জানুয়ারিতে তার বান্দ্রার বাড়িতে ডাকাতির চেষ্টার বিষয়ে মুখ খোলেন। অভিনেতা তার ঘাড়, পিঠ এবং কোমরে গুরুতর আঘাত পেয়েছিলেন, হাসপাতালে পৌঁছনোর সময়ও তার মেরুদণ্ডে ছুরির একটি অংশ বিঁধে ছিল। এবার সাইফ প্রকাশ করেছেন যে, বাড়িতে এই আক্রমণের সময় তার ছোট ছেলে জাহাঙ্গীর আলি খান জেহও আহত হয়েছিল।
এ প্রসঙ্গে সাইফ আলি খান জানান, জানুয়ারির সেই রাতে তিনি এবং তার দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে একটি সিনেমা দেখার পর রাত প্রায় ২টার দিকে ঘুমাতে যান। কারিনা কাপুর খান সেই সন্ধ্যায় বাইরে ছিলেন এবং তিনি ফিরে আসার পর দম্পতি ঘুমাতে যাওয়ার আগে কিছুক্ষণ কথা বলেন। সাইফ জানান, ‘হঠাৎ পরিচারিকা এসে বললেন যে জেহর ঘরে কেউ একজন আছে এবং টাকা চাইছে। আমি অন্ধকারেই জেহর ঘরে ঢুকে পড়ি এবং দেখি একজন লোক ছুরি হাতে ওর বিছানার সামনে দাঁড়িয়ে আছে।’
সাইফ এরপর নিজের কথায় আরও যোগ করেন, ‘জেহ ও তার আয়াকে যখন ভয় দেখাচ্ছিল, তখন ছুড়ির আঘাতে জেহর হাত সামান্য কেটে গিয়েছিল। আয়াকেও আঘাত করেছিলেন সেই হামলাকারী।’
ঘটনাটি কীভাবে ঘটেছিল তা মনে করে সাইফ বলেন, ‘আমি ঘরে ঢুকি এবং লোকটিকে দেখি, আমার মনে হয়েছিল সে আমার চেয়ে ছোট, অর্থাৎ খুব বড়সড় নয়, তাই আমি তার উপর ঝাঁপিয়ে পড়ি। জেহ পরে আমাকে বলেছিল যে, এটা একটা বড় ভুল ছিল আমার এবং পরামর্শ দিয়েছিল যে আমার ওকে (হামলাকারীকে) ঘুষি বা লাথি মারা উচিত ছিল। কিন্তু আমি ঝাঁপিয়ে পড়ি, এবং আমাদের মধ্যে লড়াই শুরু হয়, আর তারপর আমরা দুজনেই উন্মত্ত হয়ে যাই।’


মিস্টার বিন আসছেন এক পশলা হাসির ঝলক নিয়ে

মিস্টার বিন এবার বাচ্চা সামলাবেন!
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন কৌতুক অভিনয় দিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেছেন। পর্দায় তার দেখা মিললেই যেন মন খারাপ উধাও। আনন্দের সংবাদ হলো এক পশলা হাসির ঝলক নিয়ে আবারও আসছেন মিস্টার বিন।

নেটফ্লিক্সে আসছে রোয়ান অ্যাটকিনসন অভিনীত ম্যান ভার্সেস বি-এর সিকুয়েল ‘ম্যান ভার্সেস বেবি’। চার পর্বের এই সিরিজে আগের মতোই ট্রেভর বিংলি চরিত্রে পাওয়া যাবে রোয়ান অ্যাটকিনসনকে। এ সিজনে তার মূল সংকট দুই শিশু। তাদের সামলাতে গিয়ে পদে পদে নাজেহাল মিস্টার বিন!

দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার ম্যান ভার্সেস বেবি সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করেছে নেটফ্লিক্স। তাতে বাচ্চাদের সঙ্গে নানা মুহূর্তে দেখা গেছে রোয়ান অ্যাটকিনসনকে।

নেটফ্লিক্স জানিয়েছে, ক্রিসমাস উপলক্ষে ১১ ডিসেম্বর থেকে এ প্ল্যাটফর্মে দেখা যাবে ম্যান ভার্সেস বেবি। অভিনয়ের পাশাপাশি উইল ভেডিসের সঙ্গে সিরিজটি লিখেছেন ও নির্দেশনাও দিয়েছেন রোয়ান অ্যাটকিনসন।

চার পর্বের এই সিরিজে আগের মতোই ট্রেভর বিংলি চরিত্রে পাওয়া যাবে রোয়ান অ্যাটকিনসনকে।

এ সিজনে তার মূল সংকট দুই শিশু। তাদের সামলাতে গিয়ে পদে পদে নাজেহাল মিস্টার বিন!

ম্যান ভার্সেস বি-তে বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতে গিয়ে খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল ট্রেভর বিংলির। তাই ওই কাজ ছেড়ে দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে, লোভনীয় বেতনের কোনো প্রস্তাব না পাওয়া পর্যন্ত আপাতত হাউস কেয়ারটেকারের কাজে ফিরবে না। এক স্কুলে কেয়ারটেকারের চাকরি নিয়েছে বিংলি।

কয়েকদিন ধরে বিংলির মন বেশ প্রফুল্ল। কারণ, স্কুলে ক্রিসমাসের ছুটি শুরু হচ্ছে। তবে তার এই আনন্দের সময় বেশিক্ষণ স্থায়ী হয় না। শেষ ক্লাসের দিন স্কুলের আশপাশে নামপরিচয়হীন দুই শিশুকে খুঁজে পায় বিংলি। কোনো অভিভাবক না পাওয়ায় তার ওপরই পড়ে শিশুদের দেখাশোনার ভার। তাদের সামলাতে গিয়ে একের পর এক ঝামেলায় পড়ে বিংলি। নিজের ক্রিসমাসের ছুটি পণ্ড হয়ে যায়।

মিস্টার বিনকে শেষ দেখা গেছে ২০২২ সালে নেটফ্লিক্সে ‘ম্যান ভার্সেস বি’ ৯ পর্বের কমেডি সিরিজে। এতে এক মৌমাছিই ছিল মিস্টার বিনের যত ঝামেলার মূলে। বিশাল এক প্রাসাদে মৌমাছির সঙ্গে তার সেই যুদ্ধের গল্প বেশ আলোচিত হয়েছিল।


ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বলিউডের রানির সাক্ষাৎ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউড ও ব্রিটেনের মধ্যে নতুন সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কের সূচনা ঘটল গত বুধবার। ভারত সফরে এসে মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) স্টুডিও পরিদর্শন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এ সময় তিনি বলিউড তারকা ও যশ রাজ পরিবারের সদস্য রানি মুখার্জিসহ বেশ কয়েকজন সেলিব্রিটির সঙ্গে দেখা করেন।

সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, যশ রাজ ফিল্মসের সঙ্গে যৌথ উদ্যোগে আগামী বছর ব্রিটেনে তিনটি নতুন ছবির শুটিং শুরু হবে। এই উদ্যোগের ফলে ব্রিটেনে ৩ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

স্টারমার বলেন, ‘বলিউড আবার ব্রিটেনে ফিরছে- এটি শুধু চলচ্চিত্র শিল্পের জন্য নয়, আমাদের দুদেশের জনগণের জন্যও গুরুত্বপূর্ণ। এটি কর্মসংস্থান, বিনিয়োগ ও নতুন সুযোগের দ্বার খুলে দেবে। ভারত ও ব্রিটেনের সম্পর্ক আরও দৃঢ় হবে এই উদ্যোগের মাধ্যমে।’

যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি জানান, ব্রিটেন সবসময়ই তাদের জন্য বিশেষ স্থান। তার ভাষায়, ‘আমাদের আইকনিক ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (ডিডিএলজে)-এর শুটিংও হয়েছিল সেখানে। প্রধানমন্ত্রী স্টারমার আমাদের স্টুডিওতে এসে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন-এটি আমাদের জন্য বড় সম্মানের।’

তিনি আরও জানান, ডিডিএলজে-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে ব্রিটেনে বিশেষ আয়োজন করা হবে। এছাড়া বর্তমানে ওয়াইআরএফ ‘Come Fall in Love’ নামে ডিডিএলজে-প্রাণিত একটি ইংরেজি মিউজিক্যাল প্রযোজনা করছে ব্রিটেনে।

এই নতুন উদ্যোগ দুদেশের মধ্যে শুধু অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক সম্পর্ককেও আরও মজবুত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি সৃজনশীল সহযোগিতা, নতুন কনটেন্ট ও আন্তর্জাতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে। সূত্র: রিপাব্লিক ওয়ার্ল্ড


বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক বিজয় থালাপতির বাড়ি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে চেন্নাই পুলিশ। তামিলনাডুর নীলঙ্করাই এলাকার ওই বাড়ির চারপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। পাশাপাশি সাদা পোশাকের কর্মকর্তারাও টহল দিচ্ছেন সেখানে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চেন্নাই পুলিশ সদরদপ্তরে ফোন করে এক ব্যক্তি হুমকি দেন-বিজয় যদি ভবিষ্যতে আবার জনসভা করেন, তাহলে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ফোনটি আসে কন্যাকুমারী জেলা থেকে। এরপরই পুলিশ তৎপর হয়ে বিজয়ের বাড়িতে তল্লাশি চালায়, যদিও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু মেলেনি।

পুলিশ জানিয়েছে, হুমকিদাতার অবস্থান শনাক্ত করার কাজ চলছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ফোনটি ভুয়া বা প্র্যাঙ্ক কল হতে পারে।

এই ঘটনার পেছনে রয়েছে সাম্প্রতিক এক বড় দুর্ঘটনার প্রেক্ষাপট। গত সপ্তাহে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর কারুরে আয়োজিত সমাবেশে পদপিষ্ট হয়ে ৪১ জন নিহত হন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ঘটনাটির পর থেকেই বিজয় ও তার দল ব্যাপক সমালোচনার মুখে।

প্রতিবেদনে বলা হয়, বিজয় সেদিন সমাবেশস্থলে প্রায় সাত ঘণ্টা দেরিতে পৌঁছান। দুপুর থেকেই হাজার হাজার মানুষ জমা হতে থাকেন। আয়োজকদের দাবি, যেখানে সর্বোচ্চ ১০ হাজার মানুষের জায়গা ছিল, সেখানে প্রায় ৩০ হাজার মানুষ ভিড় করেন। নিরাপত্তা বিধি মানা হয়নি, ছিল না পর্যাপ্ত পানি, খাবার বা চিকিৎসাসেবা। ফলে ভিড়ের চাপে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন, অ্যাম্বুলেন্সও ভেতরে ঢুকতে পারেনি।

দুর্ঘটনার পর বিজয় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন। টিভিকে নেতারা অবশ্য দাবি করছেন, ‘আমরা এর আগে বহু বড় সমাবেশ আয়োজন করেছি, কখনও এমন দুর্ঘটনা ঘটেনি।’

এই পরিস্থিতিতেই তার বাড়িতে বোমা হামলার হুমকি চাঞ্চল্য সৃষ্টি করেছে তামিলনাডু জুড়ে।


banner close