৭৫তম কান চলচ্চিত্র উৎসব ২০২২
ছবিতে ফুটে উঠেছে একজন ট্রান্সজেন্ডার নৃত্যশিল্পীর জীবন
পাকিস্তানের পুরুষতান্ত্রিক একটি পরিবারের ছোট ছেলে তিনি। বাবা-মা চান ছেলেটি তার স্ত্রীর সঙ্গে সংসার করুক। তার স্ত্রীর কোলজুড়ে আসবে একটা ফুটফুটে সন্তান। কিন্তু তিনি যুক্ত হয়ে যান একটি ইরোটিক ডান্স থিয়েটারের সঙ্গে এবং দলটির পরিচালক ট্রান্সজেন্ডার এক নারীর প্রেমে পড়েন।
এমন গল্প নিয়ে ছবি জয়ল্যান্ড। ছবিতে ফুটে উঠেছে একজন মারাত্মক ট্রান্সজেন্ডার নৃত্যশিল্পীর জীবন। এই ছবিই এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো পাকিস্তানকে এনে দিয়েছে সম্মাননা। ৭৫তম এই আসরে আঁ সার্তে বিভাগে ‘জুরি প্রাইজ’ ঘুরে তুলেছে সাইম সাদিক পরিচালিত এই ছবি।
গত ২৭ মে রাতে কান চলচ্চিত্র উৎসব-২০২২-এর আঁ সার্তে রিগার পুরস্কার ঘোষণা করা হয়। এই ছবির মধ্য দিয়ে পাকিস্তান কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করল এবং পুরস্কারও ঘরে তুলল।
সাধারণত নিরীক্ষাধর্মী এবং পরিচালকদের প্রথম ও দ্বিতীয় ছবি এই বিভাগে অংশগ্রহণ করে থাকে। এর আগে গত বছর বাংলাদেশ থেকে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূর অংশগ্রহণ করেছিল।
জয়ল্যান্ড নিয়ে আঁ সার্তে রিগার প্রধান বিচারক ফরাসি পরিচালক ক্যাথেরিনা করসিনি বলেন, ‘এটা খুবই শক্তিশালী সিনেমা। আমরা যাদের জন্য লড়াই করি, এই ছবি তাদের কথাই বলে।’
জয়ল্যান্ড প্রদর্শনীর দিন দাঁড়িয়ে অভিবাদন করেন দর্শকরা। কানে এই অভিবাদন বেশ সম্মানের। ছবিটিতে অভিনয় করেছেন সারওয়াত গিলানি, সানিয়া সাঈদ, আলি জুনেজো, আলিনা খান ও রাস্তি ফারুক। সারওয়াত গিলানি বলেন, ‘আমার মনে হয়েছে, পাকিস্তানে একজন শিল্পীর সংগ্রাম, যার মুখোমুখি হয় প্রত্যেকটা মানুষ, সেটা খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, এটা শুধু একটি ভালোবাসারই গল্প না, বাস্তব সময়ের গল্প, বাস্তব জীবনের বিষয়, যা সবাই অতিক্রম করে। এই ছবিতে একজন নারী, একজন ট্রান্সজেন্ডার সমাজের ওই সেক্টরের প্রতিনিধিত্ব করেছে।
তিনি বলেন, ‘আমি মনে করি, ছবি নির্মাণে এটা খুবই ভালো পদক্ষেপ। যেখানে আমরা বলতে পারি যে, আমরা প্রগতিশীল গল্প লিখতে পারি।’
আঁ সার্তে রিগা বিভাগের পুরস্কার তালিকা
আঁ সার্তে রিগা প্রাইজ: দ্য ওরস্ট ওয়ানস, লিস অকোকো ও রোমান গুয়েরেত
জুরি প্রাইজ: জয়ল্যান্ড, সাইম সাদিক
বেস্ট ডিরেক্টর প্রাইজ: আলেক্সান্দ্রো বেলগাড়ে, মেট্রোনোম
বেস্ট পারফরম্যান্স প্রাইজ (যৌথ): ভিকি ক্রিপস ও অ্যাডাম বেসা
বেস্ট স্ক্রিনপ্লে প্রাইজ: মেডিটেরিয়ান ফিভার, মাহা হাজ
ক্যু দ্য কঘ প্রাইজ: রোদেও, লোলা কিভোঘো
এ ছাড়া পুরস্কার দেয়া হয়েছে চলচ্চিত্র শিক্ষার্থীদের শাখা সিনেফঁদাসোতে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভাল ভবনের বুনুয়েল থিয়েটারে ২৫তম সিনেফঁদাসো বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
প্রথম পুরস্কার জিতেছে ইতালির তরুণ ভালেরিও ফেরারা পরিচালিত অ্যা কন্সপিরেসি ম্যান। তিনি সেন্ত্রো স্পেরিমেন্তাল ডি সিনেমাটোগ্রাফিয়ার শিক্ষার্থী। দ্বিতীয় পুরস্কার পেয়েছে চীনা তরুণ লি জিয়াহে পরিচালিত সামহোয়্যার। তিনি হেবেই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুল অব ফিল্ম অ্যান্ড টেলিভিশনের শিক্ষার্থী।
ইউক্রেনীয় তরুণী মাশা নোভিকাভার গ্লোরিয়াস রেভল্যুশন পেয়েছে তৃতীয় পুরস্কার। তিনি যুক্তরাজ্যের লন্ডন ফিল্ম স্কুলের শিক্ষার্থী। যৌথভাবে তৃতীয় হয়েছে ফ্রান্সের লা সিনেফ্যাব্রিকের শিক্ষার্থী লরেন ফেরনান্দেজ পরিচালিত হিউম্যানস আর ডাম্বার হোয়েন ক্র্যামড আপ টুগেদার।
সীমান্তবর্তী এলাকার অপরাধ চক্রের মধ্যেকার সংঘাত মূলত গল্পের উপজীব্য।
সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির, কাহিনী আসাদ জামানের।
সীমান্ত এলাকা ঘিরে গড়ে উঠেছে অপরাধ চক্র। পাচার হয় মানুষ, গরুসহ মাদকদ্রব্য। দেশের সীমান্তবর্তী এলাকার এমন নানা অপরাধমূলক ঘটনা প্রায়ই গণমাধ্যমে আসে। এবার তেমন গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা।
পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে সিনেমাটির নাম ‘বর্ডার’। সীমান্তবর্তী এলাকার অপরাধ চক্রের মধ্যেকার সংঘাত মূলত গল্পের উপজীব্য। মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর। এর আগে প্রচারের অংশ হিসেবে প্রকাশ পেল সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার।
জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করা হয় পোস্টারটি। সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির, কাহিনী আসাদ জামানের।
সিনেমাটিতে অভিনয় করেছেন আশীষ খন্দকার, সুমন ফারুক, সাঞ্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ। প্রযোজনা করেছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট নামে একটি প্রতিষ্ঠান।
সিনেমা কিংবা বাস্তবে, সবখানেই চমক দিতে ভালোবাসেন বলিউড সুপারস্টার সালমান খান। আর সালমানের নতুন চমকের অপেক্ষায় থাকেন ভক্ত-অনুরাগীরাও। এবার সাল্লু খ্যাত এ অভিনেতার ভিন্ন রকম এক চরিত্র সাড়া ফেলেছে নেটিজেনদের মাঝে।
সম্প্রতি ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশটির নৌ-সেনা কর্মকর্তাদের সঙ্গে আড্ডায় যুক্ত হন বলিউডের ভাইজান। সাদা শার্ট, কালো প্যান্ট ও মাথায় কালো টুপি পরে নেভি অফিসারদের সঙ্গে পুরো একদিন চুটিয়ে আড্ডা দেন।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই আড্ডার ছবি। তাতে দেখা যায়, রান্না ঘরে ঢুকে রুটি বানাচ্ছেন সাল্লু। অন্য এক ছবিতে গানের তালে নৌ-সেনাদের সঙ্গে নাচতেও দেখা যায় তাকে।
এদিকে হত্যার হুমকি পাওয়ার পর থেকেই বেশ মানসিক চাপে আছেন সালমান। নিজের ও পরিবারের সুরক্ষায় কোনো আপষ করতে চাইছেন না তিনি। এরই মধ্যে ভারতের আদালত থেকে নিজের সঙ্গে বন্দুক রাখার অনুমতিও পেয়েছেন।
সম্প্রতি সালমানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট চত্বরে একটি বুলেটপ্রুফ গাড়ি ঘুরতে দেখা গেছে। বলা হচ্ছে, নিজের সুরক্ষার জন্যই বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজারটি কিনেছেন সালমান। আত্মরক্ষার স্বার্থেই এখন থেকে তিনি এই গাড়িতেই যাতায়াত করবেন।
চিত্রনায়িকা পরীমনির কোল আলো করে এসেছে নতুন অতিথি। রাজধানীর একটি হাসপাতালে বুধবার বিকেলে অস্ত্রোপচারে ভূমিষ্ঠ হয় পরীমনির ছেলেসন্তান।
নবজাতককে বুকে জড়িয়ে বৃহস্পতিবার সকালে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন পরী; জানিয়ে দিয়েছেন ছেলের পুরো নামও।
সেই ছবির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে।’
সন্তান ছেলে হলে নাম রাজ্য রাখবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন পরীমনি। কথা অনুযায়ী করলেনও তা-ই।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বুধবার ৫টা ৩৬ মিনিটে পৃথিবীতে আসে পরী-রাজের সন্তান।
২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।
মায়ের চিকিৎসার কারণে বেশ কিছুদিন ধরেই ভারতের হায়দারাবাদে অবস্থান করছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। যে কারণে এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো এখনও দেখা হয়ে ওঠেনি এই চিত্রনায়কের।
তাই তো দেশের বাইরে থেকে দেশকে ও বাংলা সিনেমাকে মিস করছেন এই চিত্রনায়ক। এক ফেসবুক স্ট্যাটাসে সেই অনুভূতিই ব্যক্ত করেছেন তিনি।
এবার ঈদে মুক্তি পাওয়া পরাণ, দিন- দ্য ডে ও সাইকো সিনেমার তিনটি পোস্টার শেয়ার করে বাপ্পী লেখেন, ‘বাংলাদেশকে মিস করছি। মিস করছি বাংলা সিনেমাকে। ভাবছেন নীরব কেন আপনাদের বাপ্পী? প্রিয় ভক্তবৃন্দ- এ মুহূর্তে আমার পুরোপুরি মনোযোগ মায়ের সুস্থতা নিয়ে। ঈদের আগেই ভারতের হায়দারাবাদে এসেছি।’
‘যদিও শত ব্যস্ততার মাঝে ঈদের সিনেমার খবর রাখতে ভুল করিনি। জেনেছি দর্শক আমাদের সিনেমাগুলো দারুণভাবে গ্রহণ করেছে। আপনাদের আশীর্বাদে সব ঠিক থাকলে আগামী ২৫ জুলাই ঢাকার পথে মাকে নিয়ে রওনা হবো। এসেই কথা দিচ্ছি সিনেমাগুলো দেখা শেষ করব। জয় হোক বাংলা সিনেমার।’
এদিকে বাপ্পীর হাতে রয়েছে জয় বাংলা, কুস্তিগির, শত্রুসহ একাধিক সিনেমা। এর মধ্যে জয় বাংলা ও কুস্তিগিরের শুটিংও শেষ করেছেন এই চিত্রনায়ক।
এ বছরটা আমাদের জন্য অদ্ভুত একটা বছর হয়ে থাকবে। এ বছরেই আমাদের জীবনে এসেছে ইলহাম। আবার এ বছরেই চলে গেলেন আমার বাবা। আর এ বছরই আমাদের বিয়ের ১২ বছর পূর্তি হলো। আমাদের মনের অবস্থাটা কী, এটা বোঝানোর মতো জুতসই শব্দ খুঁজছিলাম। পাই নাই। কত শত স্মৃতি মনে পড়ছে আমাদের এই ১২ বছরের। এই জীবন তো কেবল স্মৃতি জমানোরই খেলা।
আশা করি, সামনে আরও মধুর-অম্ল সব স্মৃতি জমা হবে আমাদের ভাণ্ডারে। আমাদের যৌথ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ইলহাম। আজকের এই দিনে আমরা ওর ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ওর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তাদের মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর ছবি প্রকাশ করেন ফেসবুকে।