এ বছরটা আমাদের জন্য অদ্ভুত একটা বছর হয়ে থাকবে। এ বছরেই আমাদের জীবনে এসেছে ইলহাম। আবার এ বছরেই চলে গেলেন আমার বাবা। আর এ বছরই আমাদের বিয়ের ১২ বছর পূর্তি হলো। আমাদের মনের অবস্থাটা কী, এটা বোঝানোর মতো জুতসই শব্দ খুঁজছিলাম। পাই নাই। কত শত স্মৃতি মনে পড়ছে আমাদের এই ১২ বছরের। এই জীবন তো কেবল স্মৃতি জমানোরই খেলা।
আশা করি, সামনে আরও মধুর-অম্ল সব স্মৃতি জমা হবে আমাদের ভাণ্ডারে। আমাদের যৌথ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ইলহাম। আজকের এই দিনে আমরা ওর ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ওর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তাদের মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর ছবি প্রকাশ করেন ফেসবুকে।