শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সিনেপ্লেক্সে বাংলা সিনেমার দাপট

সিনেপ্লক্সে ছবি দেখতে দর্শকের ভিড়। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০৯:০২

এ সময় বাংলা সিনেমার পালে সত্যিই হাওয়া এনে দিল ‘হাওয়া’ ছবিটি। তার সঙ্গী ছিল ‘পরাণ’। রাজধানী ও এর বাইরের সিনেপ্লেক্সগুলোতে বিদেশি ছবির সঙ্গে টক্কর দিয়ে দর্শকের চাহিদা মিটিয়েছে। সেই ধারা এখনো চলমান সিনেপ্লেক্সে। এখনো সেখানে বাংলা ছবির সংখ্যাই বেশি।

সাধারণত সিনেপ্লেক্সগুলোর ছবির শিডিউলের দিকে চোখ বুলালে একটা সময় আঁতকে উঠতে হতো! তালিকায় থাকা ছবির বেশিরভাগই থাকত বিদেশি। হাতো গোনা দু-একটা ছবি থাকত দেশি। গত শুক্রবার সিনেপ্লেক্সের শিডিউল দেখে চোখ ছানাবড়া! রাজধানী ও বাইরের প্রত্যেকটি সিনেপ্লেক্সে বিদেশি ছবির তুলনায় দেশি ছবির সংখ্যা বেশি।

স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটি শাখায় রাজত্ব করছে বাংলা সিনেমা। পান্থপথের বসুন্ধরা শপিংমলে সাতটি সিনেমার মধ্যে মাত্র ২টি বিদেশি। ধানমন্ডির সীমান্ত সম্ভারে ৪টি সিনেমার ১টি বিদেশি, মহাখালীর এসকেএস টাওয়ারের ৫টি সিনেমার ১টি বিদেশি, মিরপুর-১ এর সনি স্কয়ারে ৫টি সিনেমার ১টি বিদেশি। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার্স সিনেমাসে ৭টি সিনেমার ২টি বিদেশি। চট্টগ্রামের সিলভার স্ক্রিনে পাঁচটি সিনেমার মধ্যে মাত্র ১টি বিদেশি।

শুধু তাই নয়, কোনো কোনো সিনেপ্লেক্সে কেবল বাংলা সিনেমাই চালানো হচ্ছে। কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের চারটি ছবিই বাংলা। সিনেস্কোপ নারায়ণগঞ্জে একটি সিনেমা চলছে, সেটিও বাংলা। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের দুটি সিনেমার দুটিই দেশি বা বাংলা।

বাংলা সিনেমা বাড়ার পেছনে বাংলা ছবির দর্শক আবার হলে ফেরার বিষয়টিকে গুরুত্ব দিলেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বাংলা সিনেমা চালানোটা আমাদের জন্য গর্বের। পাশাপাশি এটাও বলতে চাই, সিনেমা হলে বাংলা ছবির দর্শক ফিরেছে। শুধু বাংলা সিনেমা নিয়ে আমাদের আবেগ নয়, পাশাপাশি ব্যবসাও ভালো হচ্ছে বলেই সিনেপ্লেক্সে বাংলা সিনেমার সংখ্যাটা বাড়ছে।’

সিনেপ্লেক্সগুলোর তালিকা ঘেঁটে দেখা গেছে এখন সেখানে চলছে ‘অপারেশন সুন্দরবন’, ‘বিউটি সার্কাস’, ‘পরাণ’, ‘হাওয়া’, ‘বীরত্ব’, ‘অ্যাভাটার’ ও ‘দ্য কুইন্টেস্সেনশিয়াল কুইন্টুপলেটস মুভি’। তবে নিয়মিত বাংলা সিনেমা মুক্তি পেলে সিনেপ্লেক্সে বাংলা ছবির দাপট থাকবে। ভালো সিনেমা বানানোও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ ভালো সিনেমা হলেই কেবল দর্শক টিকিট কেটে সেই সিনেমা দেখতে চান। বিদেশি সিনেমার চাহিদা কমে যায়। বাংলা সিনেমাও পাল্লা দিয়ে দর্শকের চাহিদা মেটাতে পারে। ব্লকবাস্টার সিনেমাসের টিম লিডার মো. রাজন বলেন, ‘গত কয়েক মাস ধরে বাংলা সিনেমা হলিউড সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে। এ সময় যেহেতু হলিউড কিংবা বিদেশি ভালো ছবি খুব একটা নেই, তাই দর্শকের চাহিদা বাংলা ছবিতেই। আগের থেকে এখন বিদেশি ছবির সঙ্গে বাংলা ছবিরও চাহিদা সিনেপ্লেক্সে বাড়ছে।’

শুধু দেশে নয়, দেশের বাইরেও চাহিদা বাড়ছে বাংলা ছবির। সম্প্রতি ‘হাওয়া’, ‘পরাণ’ ও ‘দিন-দ্য ডে’ নিয়ে বাইরে প্রবাসী বাঙালি ও বিদেশিদের আগ্রহ দেখা গেছে। নিয়মিত বাংলা সিনেমা তৈরি হলে আবার সুদিন ফিরবে বলে আশ্বাস সিনেমা সংশ্লিষ্টদের।



মিলুর ১৯তম মৃত্যুবাষির্কী

খালিদ হাসান মিলু। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলা সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র খালিদ হাসান মিলুর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের আজকের দিনে (২৯ মার্চ) মাত্র ৪৫ বছর বয়সে ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে তিনি ত্যাগ করেছিলেন পৃথিবীর মায়া। কিন্তু ভক্ত হৃদয়ে এখনো রয়েছে নন্দিত এই গায়কের আবেদন। ২০ বছর বয়সে ১৯৮০ সালে খালিদ হাসান মিলু শুরু করেছিলেন সংগীত জগতের যাত্রা। এরপর তিনি তার ক্যারিয়ারে তুলে নিয়েছেন ১২টি অ্যালবাম। মিলু তার প্রথম ‘ওগো প্রিয় বান্ধবী’ অ্যালবামের মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিলেন। তার উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে প্রতিশোধ নিও, নীলা, শেষ ভালোবাসা, আয়না, মানুষ ইত্যাদি। মধুমাখা কণ্ঠ কিংবা স্বর্ণকণ্ঠের গায়ক খালিদ হাসান মিলু ২৫০ বাংলা চলচ্চিত্রে প্রায় পাঁচ হাজারের মতো গানে কণ্ঠ দিয়েছেন। সেসব গানের বেশির ভাগই ছিল তুমুল শ্রোতাপ্রিয়।

বিষয়:

বিশ্বের সঙ্গে বাংলাদেশেও ‘গডজিলা’র নতুন কিস্তি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

হলিউড সিনেমাপ্রেমীদের মনে অনেক আগেই স্থান করে নিয়েছে গডজিলা ও কংয়ের রসায়ন। বহুল আলোচিত এই দুই চরিত্র আবার একসঙ্গে আসছে পর্দায়। ২০২১ সালে ‘গডজিলা ভার্সেস কং’ ছবিতে মনস্টার জগতের দুই মহারথী কিং কং এবং গডজিলার দ্বৈরথ দেখা গেছে। করোনা মহামারির মধ্যেও ছবিটি দর্শকদের দারুণ সাড়া পেয়েছিল। যার ধারাবাহিকতায় এবার পর্দায় আসছে তার সিক্যুয়াল ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’। আজ ২৯ মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে এই ছবি। একই দিনে ছবিটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

আগের ছবির সাফল্যের পথ ধরে এবারের ছবিটিও পরিচালনা করেছেন অ্যাডাম উইনগার্ড। এবারের ছবিতেও আগের চরিত্রেই দেখা যাবে রেবেকা হল, ব্রিয়ান টাইরি ও কেলি হটলকে। এ ছাড়া এবার নতুন যোগ হয়েছেন ড্যান স্টিভেনস এবং ফালা চেন হপ।

একজন অরণ্যসঙ্কুল নির্জন দ্বীপের বাসিন্দা, আর অন্যজন প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশ থেকে উঠে আসা প্রাগৈতিহাসিক চেহারার দানব। একজন থাকে স্কাল আইল্যান্ড নামের এক রহস্যময় দ্বীপে। অন্যজন মহাসাগরের জলরাশির তলায়। লিজেন্ডারির মনস্টারভার্স ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো যে চোখ-ধাঁধানো গ্রাফিক্স আর দক্ষ এডিটিংয়ের কারণে দর্শকের কাছে দানব জগতের মহিমাকে একেবারেই অন্য আবেদনে উপনীত করেছে, তা বোঝা যায় এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা থেকে।

গত বছরের ডিসেম্বরে ওয়ার্নার ব্রোস পিকচার্সের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার’-এর ট্রেলার। এরপরই রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে দর্শক। মুক্তির ২৪ ঘণ্টা না যেতেই ৮ মিলিয়ন দর্শক ট্রেলারটি দেখে ফেলে।

ট্রেলারের শুরুতেই দেখা যায় পিরামিডের পাশে মাটি ফুঁড়ে প্রকাণ্ড এক হাত উঠে আসে। বিশ্বের মধ্যে লুকিয়ে থাকা এক বিশাল অনাবিষ্কৃত হুমকি নিয়ে লড়াই হবে কিং কং ও গডজিলার। ছবিতে টাইটানদের ইতিহাস, তাদের উৎস, স্কাল আইল্যান্ড এবং তার বাইরের রহস্যগুলো তুলে ধরবে। সঙ্গে দেখানো হবে পৌরাণিক যুদ্ধ, যার মাধ্যমে এই প্রাণীর সৃষ্টি হয় এবং তারা মানবজাতির সঙ্গে যুক্ত হয়।

বিষয়:

নিজেকে ‘লেডি শাহরুখ’ বললেন কঙ্গনা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত মানেই আলোচনা কিংবা সমালোচনা। সেই ধারবাহিকতায় আবারও নানামুখী আলোচনার সৃষ্টি হয়েছে তাকে ঘিরে। যদিও এসব আলোচনার দুয়েকটা নিজেও জন্ম দিয়েছেন তিনি। কয়েক দিন আগে বিজেপির টিকিট পেয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আর রাজনীতির ময়দানে পা রাখতেই কঙ্গনাকে পড়তে হলো তীব্র কটাক্ষের মুখে। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথের ‘যৌনকর্মী’ বলে বলিউড ‘কুইনকে আক্রমণ করতেই হইচই পড়ে গেল রাজনৈতিক মহলে। তবে বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী বলে পরিচিত কঙ্গনা চুপ থাকেননি। কংগ্রেস নেত্রীকে তিনিও একহাত দেখিয়েছেন। নেত্রীকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, মহিলা হয়ে মহিলাদের অসম্মান করা উচিত নয়। ঠিক এর পরেই কঙ্গনার এক পুরোনো সাক্ষাৎকার তুলে এনে কঙ্গনাকে পাল্টা দেখিয়েছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া। যে সাক্ষাৎকারে কঙ্গনা উর্মিলাকে সফট পর্নস্টার বলে মন্তব্য করেন।

এখন বলিউডের মধ্যমণি। না, ছবির জন্য নয়। বরং হিমাচল থেকে বিজেপির প্রার্থী হয়ে বলিউডে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন কঙ্গনা। যদিও কঙ্গনার সরাসরি রাজনীতিতে আসার বিষয়টি আগেই জল্পনাতে ছিল। নিন্দুকরা বলছেন, যেভাবে কঙ্গনা গেরুয়া শিবিরের বড্ড আপন হয়ে উঠেছিলেন, তাতে কঙ্গনার বিজেপির টিকিটপ্রাপ্তি মোটেই সারপ্রাইজ নয়। তবে এসব আলোচনার মাঝে কঙ্গনার ফিল্মি ক্যারিয়ার নিয়েও প্রশ্ন উঠেছে। সিনেমহল মনে করছে, রাজনীতিতে এসে কঙ্গনা ভুলই করলেন। কেননা, এমনিতেই একের পর এক ফ্লপ ছবি দিয়ে কঙ্গনা ক্লান্ত। তার ওপর পুরোদস্তুর রাজনীতি এলে, অভিনয়টা ভুলেই যাবেন তিনি।

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে কঙ্গনা ছবি ফ্লপ নিয়ে খুললেন মুখ। শাহরুখের প্রসঙ্গ টেনে, কঙ্গনা বুঝিয়ে দিলেন তিনিই এখন বলিউডের ‘লেডি শাহরুখ’! কঙ্গনার কথায়, ‘১০ বছর ধরে শাহরুখ কোনো হিটের মুখ দেখেননি। তারপর দেখুন, পাঠান, জাওয়ান, ডাঙ্কি ব্লকবাস্টার! সবার ক্যারিয়ারেই এমনটা হয়। যখন আমারও পরপর ছবি ফ্লপ হচ্ছিল, তারপর কুইন সুপারহিট হলো। তারপর বহু বছর পর মণিকর্ণিকা সুপারহিট হলো। এরপর আমার ইমার্জেন্সি আসছে। এই ছবিও দর্শকরা পছন্দ করবেন। আমি বিশ্বাস করি।’

এরপরই কঙ্গনা যেন একটু চটে গেলেন। বলিউড স্টারদের ওটিটিতে পা রাখার প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটিটি স্টার তৈরি করতে পারে না। আমরা তারকা। আমাদের চাহিদা রয়েছে। পর্দাতেই আমাদের মানুষ দেখবে। ওটিটি পা দেওয়া মানে সহজলভ্য। আমি আর্ট অ্য়ান্ড ক্রাফ্টকে মান্যতা দিতে চাই। শুধু টিকে থাকার জন্য ওটিটিতে আসতে পারব না।’

বিষয়:

আদিত্যকেই বিয়ে করছেন অনন্যা!

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুরের সঙ্গে স্টারকিড অনন্যা পান্ডের প্রেম অনেকটাই ওপেন সিক্রেট। বেশ কয়েক মাস ধরেই তাদের সম্পর্ক নিয়ে চর্চা চলছে। মাঝে একসঙ্গে ইউরোপ ট্রিপ থেকে রাত পার্টিতে আদিত্যর বাহুলগ্না অনন্যার ছবি ভাইরাল হয়। অনন্যার জন্মদিনেও একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে তাদের। নায়িকার জন্মদিনে মালদ্বীপেই একান্তে সময় কাটান তারা, যদিও একসঙ্গে ছবি শেয়ার করেননি। এবার তাদের এই সম্পর্কতে সিলমোহর দিলেন চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে। যে প্রেমের গুঞ্জন নিয়ে এতদিন হইচই পড়ে গিয়েছিল গোটা বলিউডে, সেই গুঞ্জনে এবার সিলমোহর দিলেন অনন্যা নিজেই। স্পষ্টই জানিয়ে দিলেন, আদিত্য তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।

সম্প্রতি নেহা ধুপিয়ার পডকাস্ট শোয়ে অংশ নিয়েছিলেন অনন্যা। সেখানেই নানা কথায়, নেহা সোজা আদিত্যর প্রসঙ্গ তোলেন। অনন্যা কিন্তু নেহার প্রশ্নের জবাবও দিয়েছেন স্পষ্ট। অনন্যার কথায়, ‘আদিত্য আমার বন্ধুর চেয়ে অনেক বেশি। বলতে পারি, আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ মানুষ। যাকে ছাড়া আমি ভাবতে পারি না। আদিত্যর সঙ্গে সময় কাটাতেও ভালো লাগে আমার। সবচেয়ে বড় ব্যাপার আদিত্য আমাকে বোঝে। হয়তো ভবিষ্যতটাও এভাবেই সাজাব।’ অনন্যার এই কথাতেই রয়েছে বিয়ের ইঙ্গিত। তবে এখনই বিয়ের তারিখ জানাতে নারাজ চাঙ্কি পান্ডে কন্যা।

অনন্যা কিন্তু এমন ইঙ্গিত ‘কফি উইথ করণ’ শোয়েও দিয়েছিলেন। সেই সময় করণ সারার কাছে জানতে চান, ‘এমন কী অনন্যার আছে যা তোমার কাছে নেই?’ উত্তরে অনন্যা বলেন, ‘নাইট ম্যানেজার।’ যা কিনা আদিত্য রায় কাপুর অভিনীত সিরিজ। সারার কথা শুনেই লজ্জায় লাল হয়ে যান অনন্যা। এর পরই আবার বলে বসেন, ‘অনন্যা রায় কাপুরের মতো অনুভূতি হচ্ছে।’

সূত্রের খবর, অনন্যা ও আদিত্যর বাড়ি থেকে এই প্রেম নিয়ে কোনো আপত্তি নেই। দুই পরিবারের লোকজনই চাইছেন এই প্রেমের পরিণতি যেন ছাদনাতলায় ঘটে। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে, চলতি বছরের শেষের দিকে বাগদানও সারবেন অনন্যা ও আদিত্য। জানুয়ারি মাসেই নাকি দুজনেই এই প্রেমের ইশতেহার সবার সামনে আনবেন। জানাবেন বিয়ের পরিকল্পনাও, এই খবর আগেই জানা গিয়েছিল। তবে বিয়ের খবর রটলেও, অনন্যা-আদিত্য কিন্তু চুপ!

বিষয়:

ফের ঢাকা মাতাবেন আতিফ আসলাম

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

পাকিস্তানে জন্ম হলেও বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। দুনিয়াজুড়ে যার রয়েছে অসংখ্য ভক্ত-অনুসারী। গান গেয়ে জয় করেছেন কোটি শ্রোতার মন। বলিউডের বহু সুপারহিট গানের স্রষ্টা তিনি। বাংলাদেশের সংগীত অনুরাগীরও পছন্দের তালিকায় রয়েছেন তিনি। বাংলাদেশের দর্শক মাতাতে তৃতীয়বারের মতো ঢাকায় আসছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

বৃহস্পতিবার বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এই গায়ক নিজেই। সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই ঢাকায় কনসার্টে মাতাবেন তিনি। এ দিন বিকেলে ফেসবুকে ১২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন আতিফ। যেখানে তার ছবি, মিউজিকের সঙ্গে লেখা ছিল- বাংলাদেশ, চলো একসঙ্গে সংগীত উপভোগ করি।

মুহূর্তের মধ্যেই আতিফের এই পোস্ট ঝড় তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাত্র ৪০ মিনিটেই ৯ হাজার রিয়েক্ট ১ হাজার কমেন্ট জমা পড়ে সেই ভিডিওতে। আতিফকে বাংলাদেশে দেখতে কতটা উদ্‌গ্রীব হয়ে আছেন তার ভক্তরা, সেই চিত্র ফুটে উঠেছে তার পোস্টের কমেন্ট বক্সেই।

যদিও সেই পোস্টে বিস্তারিত কোনো তথ্য জানাননি এই তারকা। কবে বাংলাদেশে আসছেন, কী প্রোগ্রামে আসছেন সেসবও পরিষ্কার করেননি। তবে আতিফের পোস্টের পর থেকেই এটা নিশ্চিত, খুব শিগগিরই বাংলাদেশে পা রাখছেন বলিউডের জনপ্রিয় এই সংগীতশিল্পী।

মাসখানেক আগেই আতিফ আসলামের বাংলাদেশে আসার গুঞ্জন শোনা গিয়েছিল। সে সময় স্টার বক্স এজেন্সি নামে একটি প্রতিষ্ঠান জানায়, ২০২৪ সালে কনসার্ট করতে বাংলাদেশে আসবেন আতিফ আসলাম।

এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথম ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। পরে ২০১৬ সালে এটিএন এন্টারটেইনমেন্টের আমন্ত্রণে দ্বিতীয়বার ঢাকায় আসেন। এবার স্টার বক্স এজেন্সির দাবি সত্যি হলে গানের তালে আবারও ঢাকা মাতাতে দেখা যাবে তাকে।

পাকিস্তানের পাঞ্জাবের ওয়াজিরাবাদে জন্ম নেওয়া উপমহাদেশের তুমুল জনপ্রিয় গায়ক আতিফ আসলাম ক্যারিয়ার শুরু করেন ২০০৩ সালে, ‘জাল’ ব্যান্ডের মাধ্যমে। মূলত উর্দু ভাষায় গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলা, পশতুসহ অনেক ভাষায় নিজের দক্ষতা প্রকাশ করেছেন। ‘জেহের’ সিনেমার ‘ওহ লামহে ওহ বাতে’ গান দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি।

এরপর একে একে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। তারমধ্যে উল্লেখ্য- ‘পেহলি নাজার ম্যায়’, ‘বেখুদা তুমহি হো’, ‘তু জানে না’, ‘ম্যায় রং শরবতো কা’, ‘দিল দিয়া গাল্লা’সহ প্রায় শতাধিক গান।


দুই দশক পর শওকত আলী ইমন - আঁখি আলমগীর!

আপডেটেড ২৯ মার্চ, ২০২৪ ০০:০৩
বিনোদন প্রতিবেদক

শওকত আলী ইমন ও আঁখি আলমগীর বাংলা সংগীতের আকাশে জ্বলজ্বলে দুই তারা। নিজেদের মেধা, মনন আর পরিশ্রম দিয়ে সংগীতের এক অনন্য উচ্চতায় অবস্থান করছেন তারা। কাজের স্বীকৃতিস্বরূপ দুজনেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আঁখি আলমগীরের কণ্ঠের জন্য শওকত আলী ইমনের সংগীত পরিচালনা মানেই অন্য রকম ধামাকা। জল পড়ে পাতা নড়ে, বাবুজি, শ্যাম পিরিতি- গানগুলো শোনেননি এমন শ্রোতা পাওয়া মুশকিল। এই দুই তারকা কিন্তু ডুয়েট গানও করেছিলেন। সেটা ২০ বছর আগের গল্প। সিনেমার গানে কণ্ঠ মিলিয়েছিলেন তারা। ২০ বছর পর আবার একসঙ্গে কণ্ঠ মেলালেন আঁখি আলমগীর ও শওকত আলী ইমন।

দীর্ঘ বিরতির পর ধ্রুব গুহর ইউটিউব চ্যানেলে ‘ধ্রুব মিউজিক স্টেশনের’ জন্য তারা দুজন ‘কফির পেয়ালা’ শিরোনামে আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন আশিক মাহমুদ, সুর করেছেন আকাশ মাহমুদ, সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজও শেষ বলে জানালেন আঁখি আলমগীর ও ইমন।

গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘বেশ কিছুদিন আগের কথা। ইমন হঠাৎ আমাকে একটি গান পাঠায় এবং প্রশ্ন রাখে-গানটা গাবি? আমি তো গানটি শুনে এত মুগ্ধ হয়েছি, যা সত্যিই বলার মতো নয়। এত সুন্দর টিউন, এত মেলোডিয়াস, এত রোমান্টিক গান, যা আমার ভীষণ ভালো লেগে যায়। আমি সঙ্গে সঙ্গেই বলে দিই যে গানটি আমি গাইব। ইমন শুরুতেই বলেছিল যে, আমি আর ইমন এটা ডুয়েট গান হিসেবেই গাইব। কদিন পরে ভয়েজ দিলাম এবং চূড়ান্তভাবে এবারই প্রথম আমাদের সবার প্রিয় ফটোগ্রাফার সিথিল রহমান গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে। সিথিলের প্রতি আমার ভীষণ আস্থা ছিল যে, সে কাজটি ভালো করবে এবং দর্শক ভিডিওটি দেখলেই বুঝতে পারবে সিথিল কতটা দুর্দান্ত কাজ করেছে। গানের কথা, সুর, মিউজিক- সব মিলিয়ে এমন একটি মেলোডিয়াস গান একজন শিল্পীর পাওয়া এবং গাওয়া সত্যিই অনেক আনন্দের বিষয়। গানটি গেয়ে আমার যেমন শান্তি লেগেছে, ভিডিওটি দেখে যেন আরও বেশি শান্তি লেগেছে।’

শওকত আলী ইমন বলেন, ‘আমার কাছে শুরুতেই মনে হয়েছিল এই গানের জন্য আঁখিই পারফেক্ট। যে কারণে গানটি তাকেই পাঠিয়েছিলাম। চূড়ান্তভাবে আমরা দুজনই গানটি গেয়েছি। এই গানের প্রতি আমার প্রত্যাশা একটু নয়, অনেকখানি বেশি। কারণ সব মিলিয়ে গানটা খুব ভালো হয়েছে। তাই এই গানের প্রতি আবেগ, ভালোবাসা, ভালো লাগা এবং গানকে ঘিরে প্রত্যাশা বেড়ে গেছে। ধন্যবাদ আঁখি, ধ্রুব মিউজিক স্টেশন, আশিক, আকাশ, সিথিলকে। ৩১ মার্চ গানটি প্রকাশ পাবে।’


আরও এক নতুন লুকে মোশাররফ করিম

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ট্রাক ড্রাইভার আব্বাস একজন দুর্দান্ত প্রেমিক মানুষ। সাত জেলায় থাকা সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সে সুনিপুণভাবে সাত সংসার সামলায়। এদিকে একজন বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে সদ্য যুবতী সুন্দরীকে বাঁচানোর পর সুন্দরী আব্বাসের প্রেমে পড়ে ও তাকে বিয়ে করতে চায়; কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ তাই সুন্দরীকে বিয়ে করতে না চাইলেও একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় তাকে এরপর শুরু হয় গণ্ডগোল। আব্বাসের সাত সংসারে শুরু হয় বিভিন্নরকম ঝামেলা।

এমনই গল্পে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। গল্পের আব্বাস চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। হইচইয়ের এ সিরিজটি নির্মাণ করছেন অমিতাভ রেজা চৌধুরী। মঙ্গলবার দুপুরে ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের নতুন সিজনে ছয়টি সিরিজের ঘোষণা করেছে। ‘বোহেমিয়ান ঘোড়া’ তারই একটি।

সিরিজটি নিয়ে আরও তিন বছর আগেই নাকি মোশাররফ করিমের সঙ্গে কথা হয় পরিচালক অমিতাভ রেজার। পরিচালক জানান, গল্প নিয়ে এখনই তেমন কিছু জানানো যাবে না। তবে প্লট সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে তিনি বলেন, ‘একজন ট্রাকচালক যে সারা দেশে ট্রাক নিয়ে ছুটে যান। মানুষটা খুবই রসিক। বিভিন্ন সময় এই আব্বাস চরিত্রটি ভিন্ন ভিন্ন ক্রাইসিসে পড়ে। সেগুলো কমেডি আকারে তুলে ধরা হয়েছে। আমি বলব, আমার গল্পটি কমেডি ঘরানার।’

এর আগে রোড সিরিজ ‘ঢাকা মেট্রো’ বানিয়ে প্রশংসা পেয়েছিলেন এই পরিচালক। সেখানে ঢাকা শহরের গল্প বললেও এবার একেবারেই ভিন্ন গল্প। পরিচালকের ভাষ্য, ‘আমার এই গল্প প্রায় ১০ বছর আগের। এটা নিয়ে আমি সিনেমা বানাতে চেয়েছিলাম। পরে হইচইয়ের সঙ্গে কথা হয়। তারা গল্প শুনে পছন্দ করে। যে কারণে এখন ওয়েবের জন্য কাজটি করছি। আর দুই-তিন বছর আগে গল্পটি নিয়ে মোশাররফ ভাইয়ের সঙ্গে কথা হয়। চরিত্রটি তার খুবই ভালো লাগে। আব্বাস চরিত্রটিতে অনেক চমক আছে। আমরা আগামী সেপ্টেম্বরের মধ্যে এর শুটিং করতে চাই।’

‘বোহেমিয়ান ঘোড়া’ এই বছরই মুক্তি পাবে। তবে আর কারা থাকছে সেটা এখনো চূড়ান্ত নয়।


নানামুখী ব্যস্ততায় লেডি গাগা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা। নাম শুনে অনেকেই হয়তো প্রশ্ন তুলতে পারেন ‘তিনি আবার কে?’ আসলে তিনিই লেডি গাগা। বিশ্ব সংগীতে নতুন পপকুইন। ম্যাডোনার পর লেডি গাগাই পপকুইনের জায়গা দখল করবেন- এমনটাই মন্তব্য সবার। খুব অল্প সময়েই নাম, যশ ও খ্যাতি পেয়ে যান এ মার্কিন তারকা। শখের বশে অভিনয় করেও বেশ আলোচনায় আসেন। অস্কার মনোনয়নও পান তিনি। আজ ৩৯ বছরে পা দিচ্ছেন এ পপস্টার।

শুধু গান নয়, নানা কারণেই বছরজুড়ে আলোচনায় থাকেন লেডি গাগা। বিচিত্র ফ্যাশনের জন্যও তিনি বেশ আলোচিত। গানের পাশাপাশি এইডস ও বন্যার্তদের সহযোগিতাসহ নানা ধরনের সামাজিক কাজে যুক্ত তিনি। ২০১৩ সালের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর ৪৫ বছরের কম বয়সি সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন এ গায়িকা।

১৯৮৬ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম লেডি গাগার। বাবা জোসেফ জার্মানোটা ইন্টারনেট ব্যবসায়ী। ছোটবেলায় রোমান ক্যাথলিকের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করেন। পরবর্তী সময়ে থিটারের প্রতি আগ্রহী হয়ে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের থিয়েটার স্কুলে ভর্তি হন।

২০০৫ সালে মাত্র ১৯ বছর বয়সেই সংগীত জগতে যাত্রা শুরু হয় লেডি গাগার। এ পর্যন্ত প্রকাশিত তিনটি অ্যালবামই লেডি গাগাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। ২০০৮ সালে গাগার প্রথম অ্যালবাম ‘দ্য ফেম’ বাজারে আসে। পরের বছরই আসে তার দ্বিতীয় অ্যালবাম দ্য ফেম মনস্টার। সর্বশেষ ২০১১ সালে মুক্তি পায় গাগার তৃতীয় অ্যালবাম ‘বর্ন দিস ওয়ে’। অ্যালবাম বিক্রির নতুন নতুন রেকর্ড যেমন করেছেন লেডি গাগা, তেমনি খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারেও জনপ্রিয়তার দিক থেকে রয়েছেন হলিউড তারকাদের মধ্যে শীর্ষে। গানের পাশাপাশি তিনি একাধিক ছবিতেও অভিনয় করেছেন।

এদিকে নতুন খবর হলো, লেডি গাগার আসন্ন সিনেমা জোকারের সিক্যুয়ালে থাকছে প্রায় ১৫টির মতো গান। এর মধ্যে কিছু হবে কভার ও বাকিগুলো অরিজিনাল ট্র্যাক; কিন্তু সিনেমায় মোট কতগুলো মৌলিক গান থাকবে তা এখনো জানানো হয়নি। এত গান থাকা সিনেমাটিকে মিউজিক্যালের দিকে নিয়ে যাচ্ছে বলেই মনে করছেন দর্শক ও সিনেমা বিশ্লেষকরা। কেননা মিউজিক্যাল ছাড়া সিনেমায় এত গান থাকে না।

জোকার প্রথম পর্ব ভেনিস চলচ্চিত্র উৎসবে পেয়েছিল গোল্ডেন লায়ন। এ ছাড়া বক্স অফিসে আয় করেছিল ১০০ কোটি ডলারের বেশি। এর বাইরে অস্কারে পেয়েছিল ১১টি মনোনয়ন। এবার লেডি গাগার গলায় গান থাকলে সিনেমাটি অস্কারে সেরা মৌলিক গানের পুরস্কার জিতবে বলেই মনে করে ডেডলাইন।


রাম হতে প্রস্তুত রণবীর

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

আর তো মাত্র কিছুদিনের অপেক্ষা। রোমান্টিক বয় বলে পরিচিতি পাওয়া বলিউড তারকা রণবীর কাপুরই হচ্ছেন শ্রীরাম। জোরকদমে চলছে তারই প্রস্তুতি। নীতিশ তিওয়ারির বহু চর্চিত ছবি ‘রামায়ণ’-এর জন্য বহু আগে থেকেই বিভিন্ন রকম প্রস্তুতি শুরু করেছিলেন কাপুর পুত্র। এবার রণবীরের বিশেষ প্রশিক্ষণের কথা জানালেন তার প্রশিক্ষক।

কিন্তু কীসের প্রশিক্ষণ নিচ্ছেন রণবীর? জানা গেছে, তিরন্দাজি শিখছেন রণবীর। যার জন্য আলাদা করে তিরন্দাজির প্রশিক্ষক নিয়োগ করেছেন তিনি। সম্প্রতি তিরন্দাজ প্রশিক্ষকের কাঁধে হাত রেখে ছবি তুলতে দেখা গেছে অ্যানিম্যালখ্যাত তারকা রণবীর কাপুরকে। ওই প্রশিক্ষককেই সেলফি তুলতে দেখা যায়। রণবীরের ফ্যান পেজে উঠে এসেছে সেই ছবি। সেখানে দাবি করা হয়েছে, তিরন্দাজি প্রশিক্ষকের সঙ্গে রণবীর। সম্প্রতি রাম হয়ে ওঠার জন্য জিমেও অনেকটা সময় কাটাচ্ছেন রণবীর। রণবীরের শীর্ষাসন করার ছবি পোস্ট করেছিলেন তার ফিটনেস কোচ।

কয়েকদিন আগেই ভারতীয় একটি অনলাইন পোর্টালের এক প্রতিবেদনে নীতিশ তিওয়ারির রামায়ণে রামের ভাই লক্ষ্মণের চরিত্রে যিনি অভিনয় করছেন, তার নাম প্রকাশ করা হয়েছিল। রিপোর্ট অনুসারে, ‘নির্মাতারা অবশেষে তাদের লক্ষ্মণকে খুঁজে পেয়েছেন, ইনি আর কেউ নন, টিভি অভিনেতা রবি দুবে।’ যিনি এর আগে বহু টেলিভিশনের বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন।

এদিক রামায়ণের বাকি অভিনেতাদের নাম আগেই জানা গিয়েছিল। নীতিশ তিওয়ারির রামায়ণে হনুমান হচ্ছেন সানি দেওল। সাই পল্লবী হচ্ছেন সীতা। দক্ষিণের যশ হচ্ছেন রাবণ, সূর্পনখার চরিত্রে দেখা যাবে রকুলপ্রীত সিংকে আর অমিতাভ বচ্চনকে দেখা যাবে রাজা দশরথের চরিত্রে। অন্যদিকে ববি দেওল এবং বিজয় সেতুপতিকে যথাক্রমে কুম্ভকর্ণ এবং বিভীষণ হিসেবে দেখা যাবে।। জানা যাচ্ছে, কাস্টিং, ক্যামেরা, সিনমাটোগ্রাফি, ভিএফএক্স, সবদিক থেকেই বলিউডের বহু বিগ বাজেটের ছবিকে ছাপিয়ে যেতে চলেছে এই নীতিশ তিওয়ারির রামায়ণ। মার্চ মাসের শেষে কিংবা এপ্রিলের শুরুতে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এই ছবির। মুম্বই ও লন্ডন মিলিয়ে মোট ১২০ দিনের শ্যটিং শিডিউল রয়েছে।

এদিকে কিছুদিন আগে শোনা যাচ্ছিল শুটিং শুরুর আগে আচমকাই চম্পট দিয়েছেন রামায়ণের প্রযোজক মধু মন্টেনা। যদিও এ বিষয়ে নির্মাতাদের তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।


শাকিব খানের অন্যরকম জন্মদিন

আপডেটেড ২৮ মার্চ, ২০২৪ ১৪:২৩
জাহাঙ্গীর বিপ্লব

বিনোদন দুনিয়ায় একটা কথা প্রচলিত আছে, বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে কোনো তারকা, পরিচালক, কিংবা প্রযোজনা সংস্থা একটানা ১০ বছরের বেশি রাজত্ব করতে পারে না কিংবা পারেনি। কিন্তু প্রচলিত এই বাক্যটিকে ভুল প্রমাণিত করে দিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে একক আধিপত্য বিরাজ করে শীর্ষ আসনটি অটুট রেখেছেন এই তারকা। শীর্ষ চাহিদাসম্পন্ন এই নায়কের কাঁধে ভর করেই টিকে আছে মূলধারার চলচ্চিত্র শিল্প। শীর্ষ নায়ক, কিং খান, সুপারস্টারসহ বিভিন্ন খেতাব অর্জন করা এই নায়কের ধারে-কাছেও কেউ নেই।

তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তার চাহিদা আরও সম্প্রসারিত হচ্ছে ব্যাপক হারে। কোনো শুটিংয়ে তাকে দেখার জন্য হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এমনকি বিদেশ থেকে দেশে ফেরার সময় বিমানবন্দরে ভক্তদের ভালোবাসায় এক প্রকার নাস্তানাবুদ অবস্থা হয়ে যায় এই তারকার। দেশের এই শীর্ষ তারকার আজ জন্মদিন। তবে প্রতিবারের চেয়ে এবারের জন্মদিনটা তার জন্য বিশেষ।

কারণ এবারের জন্মদিনে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় উন্মুক্ত হচ্ছে শাকিব খানের নতুন ছবি ‘রাজকুমার’-এর ট্রেলার। এখানেই ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন উদ্‌যাপন করা হবে। বুর্জ খলিফা থেকেই শুরু হতে যাচ্ছে ছবির প্রচার। সম্প্রতি এক ইফতার আয়োজনে ছবির প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান এ ঘোষণা দেন। তিনি বলেন, বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন যেভাবে বুর্জ খলিফায় উদ্‌যাপন হয়, সেভাবেই শাকিব খানের এবারের জন্মদিন উদ্‌যাপিত হবে সেখানে। একই সঙ্গে উন্মুক্ত হবে রাজকুমারের ট্রেলার।

রাজকুমার সিনেমায় শাকিব খানের নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কোর্টনি কফি। পরিচালনা করেছেন ‘প্রিয়তমা’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। দেশের পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও আমেরিকার নিউইয়র্কে হয়েছে সিনেমাটির শুটিং। বিগ বাজেটের এই ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এর আগে ফেসবুকে শাকিব খানের জন্মদিন উপলক্ষে ‘তুফান’ সিনেমা নিয়ে একই রকম ঘোষণা দিয়েছিলেন পরিচালক অনন্য মামুন; কিন্তু পরে তা বাতিল করা হয়। ‘তুফান’ সিনেমাটির ঘোষণা হয়েছে গত বছর। এর মধ্যে শুটিং গড়ায়নি ক্যামেরার সামনে। শাকিব খানকে নিয়ে ঘোষণা দিলেও অল্প কিছুদিন আগে চূড়ান্ত হয়েছে আরও দুজন অভিনেত্রী। তারা হলেন- এ দেশের মাসুমা রহমান নাবিলা ও ওপার বাংলার মিমি চক্রবর্তী। এ ছাড়া কয়েক দিন আগে চূড়ান্ত হয়েছে কলকাতার যিশু সেনগুপ্তের নাম। ছবিটির পরিচালক রায়হান রাফি জানিয়েছেন, দ্রুত সময়ে শুটিং শুরু হবে ছবিটির। এখন চলছে শুটিং প্রস্তুতি।

তবে এর মধ্যে এলো তুফানের ফার্স্টলুক পোস্টার। যেখানে শাকিব খান ধরা দিয়েছেন অন্য রকম লুকে। আজ ২৭ মার্চ বুধবার বিকেল ৪টায় একযোগে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেজ ও শাকিব খানের পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়। তাতেই নড়েচড়ে বসেছেন শাকিব ভক্তরা। ফার্স্টলুকে দেখা যায় বুক খোলা সাদা শার্টের ওপর কালো কোট পরে আছেন শাকিব।

বিষয়:

বিয়ে করলেন অদিতি রাও

আপডেটেড ২৮ মার্চ, ২০২৪ ০০:১৩
বিনোদন ডেস্ক

বলিউডে চলছে বিয়ের মৌসুম। সদ্যই পুলকিত সম্রাটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কৃতী খারবান্দা। এবার বিয়েরক বন্ধনে আবদ্ধ হলেন আরও এক বলি ডিভা, অদিতি রাও হায়দারি। সিদ্ধার্থের সঙ্গে অনকদিন গোপনে প্রেম করেছেন অভিনেত্রী। একসঙ্গে বহুবার সেলেব্রেটি পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন সিদ্ধার্থ-অদিতি। তবে ব্যক্তিগতজীবনকে কখনই লাইমলাইটে আননেনি তারা। সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন।

সর্বশেষ রিপোর্ট মোতাবেক, বুধবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন অদিতি-সিদ্ধার্থ। তেলেঙ্গনার একটি মন্দিরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। খুব শিগগিরই হয়ত আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিয়ের সুখবর সকলকে জানাবেন অদিতি-সিদ্ধার্থ।

জানা গেছে, কড়া নিরাপত্তায় গোপনীয়তা বজায় রেখেই সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-অদিতি। স্বামী-স্ত্রী হিসাবে তাদের প্রথম ছবি দেখার অপেক্ষায় ভক্তরা। সমাজমাধ্যমের পেজেও বিয়ের কোনও ছবি ফাঁস হয়নি। বুধের সন্ধ্যায় নবদম্পতি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলেই খবর। এর মাঝেই সিদ্ধার্থ-অদিতির ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন।

২০২১- এ তামিল-তেলুগু ছবি মহাসমুদ্রম ছবিতে কাজ করেছিলেন। সেই সময় থেকেই দুই তারকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেই বলেই ইন্ডাস্ট্রির কানাঘুষো। অদিতি-সিদ্ধার্থকে একসঙ্গে অনেক পেজ ৩ পার্টিতে দেখা গিয়েছে। দুজনে ছুটি কাটাতে যাওয়ার সময় বিমানবন্দরেও প্যাপেদের ক্যামেরায় ধরা পড়েছেন।

প্রসঙ্গত, অদিতি ও সিদ্ধার্থ দুজনেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন। সত্যদীপ মিশ্রার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ২০১২-তে। ১২ বছর পর আরও একবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অদিতি রাও হায়দারি। ইন্ডাস্ট্রির কানাঘুষো সিদ্ধার্থের সঙ্গে অনেক মেয়েরই নাম জড়িয়েছিল। ২০০৩-এ মেঘনাকে বিয়েও করেন বলে সূত্রের খবর। ২০০৯- এ সেই বিয়ে নাকি ভেঙে যায়। এই খবর যদি সত্যি হয় তাহলে সিদ্ধার্থও দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।

ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষা শোনা যেত রং দে বাসন্তীর অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছেন অদিতি। ২০২২- এর ২৮ অক্টোবর অদিতির জন্মদিনে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন সিদ্ধার্থ। সেই বছরই প্রথমবার সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করেছিলেন সিদ্ধার্থ।

ইনস্টা পেজে অদিতির সঙ্গে লাভিডাভি ছবি পোস্ট করে লিখেছিলেন, 'প্রিন্সেস অফ মাই হার্ট'। অদিতির ৩৬ তম জন্মদিনে মনের মানুষকে ‘রাজকন্যা’ বলার পরেই সোশাল মিডিয়ায় এই তারকা জুটিকে ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন নেটিজেনরা। মনের মানুষের জন্মদিনে মজা করে সিদ্ধার্থ বলেছিলেন, ‘তুমি অমনই থাকো, বড় হয়ে যেও না’।


মিজু আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ।

২০১৭ সালের এই দিনে (২৭ মার্চ) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মিজু আহমেদ মূলত খল অভিনেতা হিসেবে বাংলা চলচ্চিত্রে বেশি পরিচিত। তবে একজন প্রযোজক হিসেবেও ঢালিউড পাড়ায় পরিচিতি আছে তার। তিনি চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতিও ছিলেন।

আট শতাধিক সিনেমার এই অভিনেতা ১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। কয়েক বছর পরে তিনি ঢালিউড চলচ্চিত্রশিল্পে অন্যতম সেরা একজন খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এ ছাড়া মিজু আহমেদ তার নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস মুভিজ’-এর ব্যানারে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। মিজু আহমেদ ১৭ নভেম্বর

১৯৫৩ সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম মিজানুর রহমান।

বিষয়:

‘জুরাসিক ওয়ার্ল্ড’-এ নয়া অবতারে জোহানসন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

হলিউডের বরেণ্য অভিনেত্রী স্কারলেট জোহানসন। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের ১০০ সেরা সেলিব্রিটির তালিকায় একাধিকবার উঠে এসেছে আমেরিকান এই অভিনেত্রীর নাম। ২০১৮ এবং ২০১৯ সালে বিশ্বের সর্বোচ্চ আয় করা অভিনেত্রী তিনিই। টাইম তাকে ২০২১ সালে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় রেখেছে। তার অভিনীত কমপক্ষে পাঁচটি সিনেমা সর্বকালের সেরা বক্স অফিস হিট করা ২৫ সিনেমার তালিকায় স্থান করে নিয়েছে।

এসব সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ১৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। আর সে কারণেই তাকে বলা হয় আমেরিকার বক্স অফিস তারকা। জোহানসনের বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরও একটি হিট ফ্র্যাঞ্চাইজি। হলিউড রিপোর্টারের তথ্যানুযায়ী, মাল্টি বিলিয়ন ডলারের সিরিজ ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর অন্যতম ভূমিকায় আসতে চলেছেন এ অভিনেত্রী। এর আগে ‘দ্য অ্যাভেঞ্জার্স’ সিরিজের একাধিক সিনেমা ব্ল্যাক উইডো চরিত্রে অভিনয় করেছেন স্কারলেট জোহানসন। এটি হলিউডের সবচেয়ে ব্যবসাসফল সিরিজগুলোর একটি।

২০২৫ সালের ২ জুলাই মুক্তি পেতে যাছে গারেট এডওয়ার্ড পরিচালিত ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিরিজের নতুন ছবি। এ সিনেমায় যুক্ত হবেন ‘লুসি’খ্যাত তারকা। স্কারলেট জোহানসনের ঝুলিতে রয়েছে দুটি অস্কার মনোনয়ন। ম্যারেজ স্টোরি ও জো জো র‌্যাবিট সিনেমার জন্য এ স্বীকৃতি পেয়েছিলেন তিনি। সামনে তার কণ্ঠ শোনা যাবে ‘ট্রান্সফর্মাস ওয়ান’ সিনেমায়। এ ছাড়া অ্যাপলের প্লাসের একটি ছবিতে চ্যানিং টাটুমের সঙ্গে দেখা যাবে।

মাইকেল ক্রিচটনের উপন্যাস অবলম্বনে ১৯৯৩ সালে মুক্তি পায় স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’। এরপর গত ৩০ বছরের দুটি ট্রিলজির অন্তর্ভুক্ত হয়ে এ সিরিজের মোট ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে, যার প্রায় সবই সফল। এবার সপ্তম কিস্তির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছেন স্কারলেট জোহানসন।

১৯৯৪ সালে ফ্যান্টাসি কমেডি সিনেমা রব রেইনার পরিচালিত ‘নথ’র মাধ্যমে হলিউডে শিশু অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন। ওই সিনেমায় লরা নেলসনের ভূমিকায় অভিনয় করে বুঝিয়ে দেন ভবিষ্যতের অসাধারণ এক তারকা তৈরি হতে চলেছে। শিশু অভিনেত্রী হিসেবেই নিজের যোগ্যতার প্রমাণ দেন ডজনখানেক সিনেমায়। এরপর কেবল সাফল্যের পথেই এগিয়ে যেতে থাকেন এই নন্দিত অভিনেত্রী।

বিষয়:

banner close