বেশ কিছুদিন ধরেই বলিউড তারকারা সরব হয়েছেন চলমান নোংরা রাজনীতি নিয়ে। সম্প্রতি মুখ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানালেন বলিউডে কোণঠাসা হয়ে হলিউডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর থেকেই শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহলে। এই বিতর্কের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনের পুরোনো একটি সাক্ষাৎকার। একটি রিয়েলিটি শো-তে গিয়ে তিনি জানিয়েছিলেন এই রাজনীতির শিকার হয়ে কীভাবে তার হাত থেকে চলে গিয়েছিল একাধিক ছবির কাজ।
ভিডিওতে দেখা যায় শো-তে উপস্থাপক সিমি শাহরুখ খান ও ঐশ্বরিয়াকে উদ্দেশ করে জিজ্ঞেস করেন, ‘তোমাদের একসঙ্গে পাঁচটি ছবিতে কাজ করার কথা ছিল, তাই না? আর তাতে ঐশ্বরিয়া জবাব দেন, ‘আমার সঙ্গে কয়েকটি সিনেমা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই সেগুলো হচ্ছে না। কেন, সেই উত্তর আমার কাছে কখনোই ছিল না।’
এরপর অভিনেত্রীকে প্রশ্ন করা হয় ছবি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত তার ছিল কি না? তাতে অভিনেত্রী বলেন, ‘না এটা আমার সিদ্ধান্ত ছিল না।’
সেই ঘটনার বর্ণনা দিয়ে ঐশ্বরিয়া জানান, এই ঘটনা শুধু যে তাকে বিস্মিত বা বিভ্রান্ত করেছিল তা নয়, বড় আঘাতও পেয়েছিলেন তিনি। তিনি জানান, এই ধরনের ঘটনা তাকে আরও সচেতন করে দেয়। বুঝিয়ে দেয় এখানে লোকেরা অন্য মানুষ বা প্রজেক্টের ওপর প্রভাব ফেলতে পারে। এটা স্পষ্ট হয়ে উঠল যে, আমার সঙ্গেও এরকম কিছু হতে পারে। সেটা আপনার বক্স অফিস সাফল্য বা ইন্ডাস্ট্রিতে যতই নিরাপদ অবস্থান হোক না কেন!
ঐশ্বরিয়া ১৯৯৭ সালে মণি রত্নমের তামিল ছবি ‘ইরুভার’-এর মাধ্যমে অভিনয়জীবনে পা রাখেন। পরে হিন্দিতে ববি দেওলের বিপরীতে ‘অর পেয়ার হো গয়া’ ছবিতে তাকে দেখা যায়। যেটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। শেষ তাকে দেখা গেছে মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান-১’-এ।
বলিউডে একটি কথা বেশ প্রচলিত, যারা দেখতে সুন্দরী, ঝলমলে চরিত্রে রুপালি পর্দায় এসেছেন, ‘নায়িকা’ হিসেবেই পরিচিত, যাদের সব জায়গায়, গুণের আগে রূপই প্রাধান্য পায়; তারা অতটা মেধাবী নন। শুধু রূপের ঝলকেই পার পেয়ে যান। এমন ধারণাকে ছুড়ে ফেলে দিয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকর। তার মতে, যারা নায়কের হাত ধরে গাছের তলায় নাচানাচি করে, তাদেরও মেধা থাকতে হয়।
২০১৫ সালে ‘দম লাগা কি হাইশা’ ছবি দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু এই অভিনেত্রীর। প্রথম ছবিতেই একেবারে গ্ল্যামারের ধার দিয়েও হাঁটেননি ভূমি। ওজন বাড়িয়ে নিজের চরিত্রের সঙ্গে মিশে গিয়েছিলেন। পরের দুটি ছবি ‘টয়লেট: এক প্রেমকথা’ ও ‘শুভ মঙ্গল সাবধান’ ছবি দুটিতেও তিনি ছিলেন গ্ল্যামারহীন। এসব কারণে মানুষ মনে করেছিল, ভূমি কি তাহলে গ্ল্যামারহীন চরিত্রে অভিনয় করতেই পছন্দ করেন?
কিন্তু না, ২০১৯ সালে ‘পতি পত্নী অউর ওহ’ ছবিতে একেবারে গ্ল্যামারাস রূপে ফিরলেন। আর সম্প্রতি তিনি জানালেন, যারা মনে করে রুপালি পর্দায় যারা গ্ল্যামার হয়ে আসেন, তারা মেধাবী নন, এ ধারণার একদমই বিপরীত তিনি।
ভূমি বলেন, ‘অভিনেত্রী হিসেবে গ্ল্যামারের বিষয়টি আমি উপভোগ করি। আমি সহজাতভাবেই গ্ল্যামারাস। আসলে আমার ক্যারিয়ারের শুরুতে আমার অভিনীত ছবিগুলোতে গ্ল্যামার লুকে আসার সুযোগ পাইনি আমি। কিন্তু এ নিয়ে আমার কোনো অভিযোগও নেই।’
তিনি আরও বলেন, ‘কারণ আমি যেসব ছবি করেছি, মানুষ মনে করেছে আমি খুবই সিরিয়াস অভিনেত্রী। কমেডি সত্যিকারের কঠিন আর্ট ফর্ম।…মানুষ মনে করে, নায়িকার কাজ শুধু গাছের তলায় নাচা আর গান গাওয়া। না, এটা করতেও মেধাবী হতে হয়।’
চলতি বছর ভূমির হাতে পাঁচ-পাঁচটি ছবি। এর মধ্যে দুটি ‘ভিড়’ ও ‘আফওয়া’ মুক্তি পেয়েছে। ‘দ্য লেডি কিলার’, ‘ভক্ষক’ ও ‘মেরা হাজবেন্ড কি বিবি’ আছে মুক্তির অপেক্ষায়।
ভারতজুড়ে আলোচিত ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার গল্পটি নিছক কাল্পনিক— সিনেমার সঙ্গে এরকম একটি ঘোষণা জুড়ে দেয়ার দাবি নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছিল জামিয়া উলামা-ই-হিন্দ। তবে দেশটির সর্বোচ্চ আদালত এ আবেদনটি শুনতেই রাজি হননি। তারা আবেদনটি নিয়ে যেতে বলেছেন সুপ্রিম কোর্টে।
বুধবার আবেদনটি সুপ্রিম কোর্টে তোলা হয়। জরুরিভিত্তিতে শুনানির জন্য আবেদনটি তালিকার শুরুর দিকে রাখা যায় কি না, এমন আর্জির পর ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই আর্জি নাকচ করে দেন। বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করা যেতে পারে বলে জামিয়া উলামা-ই-হিন্দ ও একট সিনেমা নিয়ে আবেদন করা আরেকটি পক্ষকে পরামর্শ দেন তিনি।
জামিয়ার পক্ষের আইনজীবী বৃন্দা গ্রোভারকে ভারতের প্রধান বিচারপতি বলেন, ‘এটি নিয়ে সংবিধানের ২২৬ অনুচ্ছেদের অধীনে (রিট আবেদন) হাইকার্টে যাওয়া যেতে পারে। সেখানে সম্মানিত বিচারকরা রয়েছেন। আমাদের (সুপ্রিম কোর্ট) কেন ২২৬ অনুচ্ছেদের (রিট) আদালতে পরিণত হতে হবে?’ রিট হলে হাইকোর্ট যেন তা দ্রুত শুনানি করেন, সে বিষয়েও তিনি আদালতের প্রতি অনুরোধ জানান।
কেরালার মেয়েদের ধর্মান্তরিত করে মুসলিম বানিয়ে ‘লাভ জিহাদে’র অংশ হিসেবে জঙ্গি সংগঠন আইএসে যুক্ত করা হয়েছে— ট্রেলার থেকে মিলেছে এমন ধারণা। বলা হচ্ছে, বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। তাকে কেরালার ৩২ হাজার মেয়ের ধর্মান্তরিত হওয়ার ঘটনা দেখানো হয়েছে।
এসব বিষয় নিয়েই সিনেমাটির মুক্তি স্থগিত করা থেকে শুরু করে নানা ইস্যুতে আবেদন গড়াচ্ছে আদালতে। শুক্রবার (৫ মে) মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। তবে এটি যেন মুক্তি না পায়, তেমন আবেদনও পড়েছিল আদালতে। জামিয়ার পক্ষ থেকে সর্বশেষ আবেদনে বলা হয়েছে, সিনেমার কাহিনী যে কাল্পনিক- অন্তত সে কথাটি যেন জুড়ে দেয়া হয়।
সুপ্রিম কোর্ট এ-সংক্রান্ত আবেদন হাইকোর্টে ঠেলে দিলেও এরই মধ্যে সিনেমাটির নির্মাতাপক্ষের আইনজীবী হারিশ স্যালভে সাফ জানিয়ে দিয়েছেন, তারা এ ধরনের কোনো ঘোষণা রাখতে রাজি নন। ‘সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত’ বলে যে ট্যাগলাইন ব্যবহার করা হচ্ছে কেরালা গার্লসে, সেটিই তারা রাখতে চান।
জামিয়া উলামা-ই-হিন্দ মনে করছে, কেরালা গার্লস সিনেমায় গোটা মুসলিম সম্প্রদায়কেই হেয় করা হয়েছে। তাদের আবেদনেও বলা হয়েছে, সিনেমায় কেরালার ৩২ হাজার মেয়েকে ‘লাভ জিহাদে’র প্রলোভন দেখিয়ে আইএসে যোগ দেয়াতে পশ্চিম এশিয়ায় পাচার করার মতো ‘ক্ষতিকর প্রোপাগান্ডা’ ছড়িয়ে দেয়া হচ্ছে। সিনেমাটি স্পষ্টতই ভারতের সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর লক্ষ্যেই তৈরি করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, এই সিনেমায় যে বার্তাটি দেয়া হচ্ছে তা হলো— অমুসলিম তরুণীদের তাদের সহপাঠীদের মাধ্যমে প্রলোভিন দেখিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করা হচ্ছে এবং শেষ পর্যন্ত তাদের পশ্চিম এশিয়ায় পাচার করা হচ্ছে, যেখানে তারা জঙ্গি সংগঠনে যোগ দিতে বাধ্য হচ্ছে। সিনেমায় এমন ধারণাও দেয়া হয়েছে, উগ্রপন্থিদের বাইরেও সাধারণ মুসলিম তরুণ-তরুণীরাও অমুসলিমদের প্রলোভন দেখানোর মাধ্যমে উগ্রবাদে দীক্ষিত করার বিষয়ে উগ্রপন্থিদের দেখানো পথেই কাজ করে যাচ্ছেন।
বলিউড অভিনেত্রী সারা আলি খান সোশ্যাল মিডিয়ায় সব সময়ই বেশ সক্রিয়। অভিনেত্রী প্রায়ই ইনস্টাগ্রামে তার ভক্তদের সঙ্গে জীবনের নানা ছোটখাটো বিষয় ভাগ করে নেন। সম্প্রতি অভিনেত্রী তার আসন্ন সিনেমা ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ এর শুটিং শেষের পর একটি বিশেষ মুহূর্তের কথা তুলে ধরেছেন।
অ্যায় ওয়াতান মেরে ওয়াতান ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। অবশেষে সেটার কাজ শেষ হলো। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সারাকে। সেই ছবির লুক সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সঙ্গে ছবির নির্মাতাদের ধন্যবাদ জানিয়েছেন তাকে এই ছবিতে কাজ করার সুযোগ দেয়ার জন্য।
ছবিতে সারা আলি খানকে সবুজ পাড় সাদা শাড়ি পরে একটি রিকশায় বসে থাকতে দেখা যায়। অভিনেত্রী পোস্টটির ক্যাপশনে মহাত্মা গান্ধীর বিখ্যাত একটি লাইন উদ্ধৃত করে লিখেছেন, ‘এমন ভাবে বাঁচো যেন এটাই তোমার শেষদিন। এমন ভাবে শেখো যেন তুমি চিরকাল বেঁচে থাকবে।’ তারপর তিনি লেখেন, ‘ধন্যবাদ কান্নান স্যার আমায় এই চরিত্রটির জন্য বাছার জন্য। এই চরিত্র যেন শক্তি, সম্ভ্রম এবং প্যাশনের আদর্শ মিশেল। এই ছবি চিরকাল আমার সঙ্গে থেকে যাবে।’
কান্নান আইয়ার পরিচালিত এই ছবিতে একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখা যাবে সারাকে। একটি সত্য ঘটনার ওপর নির্ভর করে বানানো হয়েছে ছবিটি। ছবির গল্পে উঠে আসবে এক কলেজ ছাত্রীর জীবনের গল্প। কলেজে পড়াকালীন সে কীভাবে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়ে, সাধারণ এক কলেজপড়ুয়া থেকে কীভাবে স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠেন সেই গল্পই এখানে দেখা যাবে। গল্পের প্রেক্ষাপট হচ্ছে ১৯৪২ সাল। অর্থাৎ যখন গোটা দেশ ভারত ছাড়ো আন্দোলন নিয়ে উত্তাল সেই সময়। সারার চরিত্রের মধ্যে দিয়ে তুলে ধরা হবে সাহসিকতা, দেশাত্মবোধ এবং ত্যাগের গল্প। তবে এই ছবি বড়পর্দায় নয়, মুক্তি পাবে ওয়েব মাধ্যমে। অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবি।
সারা আলি খানকে শেষ ‘গ্যাসলাইট’ ছবিতে দেখা গিয়েছিল, যা ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল। ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ছাড়াও, অভিনেত্রীকে হোমি আদাজানিয়া পরিচালিত ‘মার্ডার মুবারক’ এ দেখা যাবে। ছবিতে অর্জুন কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতেও দেখা যাবে এই অভিনেত্রীকে। এ ছাড়াও অভিনেত্রীর লিস্টে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনোও’ রয়েছে। যেখানে তাকে আদিত্য রায় কাপুরের সঙ্গে দেখা যাবে।
ঈদ উৎসবে পুরোনো বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটল বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার। দীর্ঘ সময় বলিউড থেকে দূরে একসময়ের এই জনপ্রিয় নায়িকা। থাকেন না ভারতেও। এবার এলেন ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইপিএল) খেলা উপলক্ষে। আইপিএল এমন একসময় চলছে, যখন মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হলো। সে উৎসবে প্রীতি যোগ দেবেন না তা কি হয়! সালমান খানের বোন অর্পিতা শর্মার ঈদ উদযাপন আয়োজন পুরোনো বন্ধুদের সঙ্গে বেশ মাস্তি করলেন প্রীতি জিনতা।
প্রীতি তার ফেসবুক পেজ থেকে দুটি ভিডিও শেয়ার দিয়েছেন। তাতে দেখা গেল ঈদ উদযাপনে ব্যস্ত এই অভিনেত্রী। ছবি তুলছেন বলিউডের অন্য তারকাদের সঙ্গে। বলে রাখা ভালো, এই ঈদের সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পেয়েছে। এ উপলক্ষে বড়সড় পার্টিরও আয়োজন করা হয়েছে সালমানের বোন অর্পিতার পক্ষ থেকে। সেখানেই গিয়েছিলেন প্রীতি। প্রীতির সেলফিতে ধরা পড়লেন সালামন খান, সোহেল খান, পূজা হেগড়ে, অপির্তা শর্মা, সোনাক্ষী সিনহাসহ বলিউডের আরও জনপ্রিয় তারকারা।
ভিডিও শেয়ার দিয়ে প্রীতি লিখেছেন, ‘এই সপ্তাহ মারাত্মক ব্যস্ততায় গেল। প্রচুর ঘুরলাম, কিছু উদযাপনও করলাম। উৎসবের সময় ভারতে আসা দারুণ একটা ব্যাপার। আর এবারে ঈদ একদমই ফিরিয়ে দেয়নি। বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় সময় কাটাতে পেরে অসাধারণ লাগল। যারা সবাই আমার পরিবারের মতো।’
১৯৯৮ সালে মণি রত্নমের ছবি ‘দিল সে’ দিয়ে দারুণ অভিষেক হয় প্রীতি জিনতার। এরপর ‘সংঘর্ষ’, ‘হার দিল জো পেয়ার কারেগা’, ‘ফর্জ’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘দিল চ্যাহতা হ্যায়’, ‘কাল হো না হো’, ‘বীর জারা’, ‘কাভি আল বিদা না কেহনা’ ‘জান-এ-মান’-এর মতো অসাধারণ সব ছবি উপহার দিয়েছেন। ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ নামের একটি ছবিতে তাকে শেষ দেখা গেছে।
গত বছরের আগস্টে মাতৃত্বের স্বাদ পেয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তার ও আনন্দ আহুজার সংসারে আসে ছেলে বায়ু কাপুর আহুজা। এখন মাঝেমধ্যেই অভিনেত্রীকে সন্তান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায়। ছেলের বয়স সাত মাস। এই অভিনেত্রী জানান, তিনি এখনো তার সন্তানকে স্তন্যপান করান। মাতৃত্ব নিয়েই এখন তার সব ভাবনা। পাশাপাশি তিনি দ্রুত ওজন কমানোর জন্যও আপাতত কোনো পরিকল্পনা করছেন না।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনম স্বাভাবিক ও দ্রুত জন্ম দেয়ার বিষয় নিয়ে কথা বলেন। একই সঙ্গে জানান, স্তন্যপান করানো খুব একটা কঠিন কাজ নয়। ছেলে হওয়ার আগে তার শারীরিক অবস্থা যেমন ছিল, এখনো তিনি সেই রকম শারীরিক অবস্থায় পৌঁছাননি। এমনকি তার জন্য তিনি বিশেষ উঠেপড়ে চেষ্টাও করছেন না।
তবে হ্যাঁ, সুস্থ থাকার জন্য ব্যায়াম শুরু করেছেন। কিন্তু মাতৃত্বকালীন ওজন পুরোপুরি কমিয়ে ফেলার জন্য কোনো ডায়েট শুরু করেননি। তিনি জানিয়েছেন, অন্তত এক বছর তিনি সন্তানকে স্তন্যপান করাবেন। আর এর জন্য তার নিজের সঠিক খাবার, বিশ্রাম ও এনার্জির প্রয়োজন আছে।
তিনি গ্রেজিয়া ইন্ডিয়াকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমি বুড়িয়ে যাওয়ায় ভয় পাই না। কিন্তু আমি যেন নিজেকে আর আমার মতো করে ফিল করতে পারি না। তাই শুটিং থাকলে আমি আগে থেকে আমার মাপ পাঠিয়ে দিই। স্রেফ কোনো পোশাকে আমি ফিট করলাম না বলে মন খারাপ করে ফিরে আসতে চাই না। সেটা আমার মনে ভীষণভাবে প্রভাব ফেলে।’
তিনি আরও বলেন, ‘আমি জানি আগে যা ছিলাম তেমন অবস্থায় এখনো ফিরে যাইনি। কিন্তু আমি নিজেকে তার জন্য কষ্ট দেয়ারও চেষ্টা করছি না। আমি এখনো স্তন্যপান করাচ্ছি। আশা করছি অন্তত একটা বছর এটা চালিয়ে যাব। আর এর জন্য আমার শরীরের সঠিক পরিমাণ খাদ্য, বিশ্রাম এবং এনার্জির প্রয়োজন আছে। আমি শরীর চর্চা করছি, কিন্তু কোনো পাগল করা ডায়েটে নেই।’
২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন সোনম ও আনন্দ। মুম্বাইয়ে তাদের বিবাহবাসর বসেছিল। গত বছর তাদের সন্তান হয়।
এত দিন টেলিভিশনের জনপ্রিয় তারকা হিসেবেই পরিচিত ছিলেন অভিনেত্রী শেহনাজ গিল। বিগ বসের কল্যাণে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। আর এই ঈদের পরে, শেহনাজ হয়ে যাবেন বলিউডের নায়িকা।
যেনতেনভাবে বলিউডে ক্যারিয়ার শুরু হচ্ছে না শেহনাজের। একেবারে সালমান খানের ঈদের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে বড় পর্দায় আসছেন পাঞ্জাবি এই মেয়ে। অথচ পাঞ্জাবি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকেই নাকি বিতাড়িত হয়েছিলেন তিনি। সম্প্রতি সেই কথাই স্মরণ করলেন এক সাক্ষাৎকারে।
শেহনাজ জানান, পাঞ্জাবি একটি ছবিতে, দ্বিতীয় কেন্দ্রীয় ছবিতে অভিনয় করেছিলেন শেহনাজ। ছবির অন্যান্য সবাইকে প্রিমিয়ারে দাওয়াত দেয়া হলেও শেহনাজকে কিছুই জানানো হয়নি। ভীষণ খারাপ লেগেছিল তার।
সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে শেহনাজ বলেন, ‘আমি একটি ছবিতে দ্বিতীয় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলাম। তার ছবির প্রিমিয়ারে পর্যন্ত আমাকে দাওয়াত করেনি। তারা সবাইকে বলেছে। এমনকি প্রডাকশন হাউসের সঙ্গে যারা জড়িত, তাদেরও। এটা ছিল একটি পাঞ্জাবি ছবি। আমি ছবিটি দেখেছি। আমি প্রিমিয়ারের ভিডিও ও ছবি দেখেছি। ওই দিন ভীষণ কেঁদেছিলাম। তারা আমাকে একবার বলেছিল, পরে আবার সেটি বাতিল করে দেয়। আমি জানি না কেন, আমি ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। পাঞ্জাবি ইন্ডাস্ট্রি আমার সব দরজা বন্ধ করে দিয়েছিল।’
শেহনাজ গিল তার ক্যারিয়ার শুরু করেছিলেন মিউজিক ভিডিও দিয়ে। পরে পাঞ্জাবি ছবি ‘সাত শ্রী আকাল ইংল্যান্ড’ দিয়ে অভিনয়ে অভিষেক হয়। ‘কালা শাহ কালা’, ‘ডাকা অ্যান্ড হংসলা রাখ’ ছবিগুলোতে শেহনাজ অভিনয় করেছেন।
‘কিসি কা ভাই কিসি কি জান’ পরিচালনা করছেন ফরহাদ শামজি। আগামী ২১ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে অভিনয় করেছেন সালমান খান, পূজা হেগড়ে, শেহনাজ গিল, পলক তিওয়ারি, জেসি গিল, ভূমিকা, সিদ্ধার্থ নিগম ও ভেঙ্কটেশ দাগুবাতি।
গত শনিবার থেকে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাহাড়ি ভুটানের ছবিতে সয়লাব। এই ছবির সিরিজ শুরু হয়েছিল দীপিকার একটি ‘একা’ ছবি দিয়ে, যাতে ‘পিকু’ অভিনেত্রীকে জঙ্গলের পাথরের ওপর বসে থাকতে দেখা যায়। ভক্ত মনে প্রশ্ন, তাহলে রণবীর-দীপিকার সুখের সংসারে ভাঙন ধরার যে গুজব, তা কি তাহলে সত্য হতে চলল!
গত মাসেই এক অনুষ্ঠানে পাপারাজ্জিদের সামনে ঝটকা মেরে রণবীরের হাত সরিয়ে দিয়েছিলেন দীপিকা। তখন থেকেই লেগে পড়েছিল নিন্দুকরা বিচ্ছেদের জল্পনা নিয়ে। তবে ইনস্টাগ্রামে যে ছবিগুলো এই অভিনেত্রী শেয়ার করেছেন তাতে বোঝা যাচ্ছে খুব সম্ভবত একক সফরেই গিয়েছিলেন তিনি। কারণ রণবীরসহ তার পরিবারের অন্যান্য সদস্যরাও নেই কোনো ছবিতে।
ভুটানের আকাশ, জঙ্গল, নদী, সেখানকার কচিকাঁচাদের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন তিনি। জঙ্গলে পাথরের ওপর বসে থাকতে দেখা গেছে যেই ছবিটিতে সেখানে দীপিকা পরে আছেন একটি কালো রঙের অ্যাথলিজার, যা ইঙ্গিত করছে খুব সম্ভবত হাইকিং করতেই গিয়েছিলেন দীপিকা।
ভুটানের খাবারও কিন্তু চেখে দেখেছেন। দীপিকা এর আগেও জানিয়েছেন তিনি খেতে ভালোবাসেন। আর কোথাও ঘুরতে গিয়ে সেখানকার খাবারের স্বাদ নিতে ভোলেন না একেবারেই। একটি ছবিতে ভুটানের কিছু বাচ্চার সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা গেল তাকে।
দীপিকাকে শেষ দেখা গেছে, শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ সিনেমায়। তিনি ইতিমধ্যেই ‘ফাইটার’-এর শুটিং শুরু করেছেন। এই সিনেমায় তাকে প্রথমবার হৃতিক রোশনের বিপরীতে দেখা যাবে। ২০২৪ সালের ২৫ জানুয়ারি ছবিটির মুক্তি পাওয়ার কথা। হাতে রয়েছে প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে তার ‘প্রজেক্ট কে’। যদিও বিগ বি এই ছবির সেটে চোট পাওয়ায় শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। অমিতাভের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’-এর রিমেকেও তাকে দেখতে পাবেন ভক্তরা।
আগামী ১৪ এপ্রিল সামান্থা রুথ প্রভুর ছবি ‘শকুন্তলম’। তার জন্য ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ছবির প্রচার করে বেড়াচ্ছিলেন এই দক্ষিণী অভিনেত্রী। কখনও মুম্বাই, কখনও হায়দরাবাদ। নিত্য যাতায়াত। কিন্তু ছবির মুক্তির এক দিন আগেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। অসুস্থতার খবর সামান্থা নিজেই দিয়েছেন।
অতিরিক্ত চাপের কারণে প্রচণ্ড জ্বর। শুধু তাই নয়, কথা বলতে পারছেন না এই অভিনেত্রী। টুইট করে সামান্থা লেখেন, ‘ছবির প্রচারের এত মানুষের সঙ্গে দেখা হয়েছে ভীষণ আনন্দ করেছি। কিন্তু অতিরিক্ত কাজের চাপের কারণে শরীরটা খারাপ হয়ে গেল। ভীষণ জ্বর, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না।’
অভিনেত্রীর অসুস্থতার খবরে মনখারাপ তার ভক্তদের। সামান্থার দ্রুত সুস্থতা কামনা করেছেন নেটিজেনরা।
বিখ্যাত দক্ষিণী পরিচালক গুণশেখরের পৌরাণিক ছবি ‘শকুন্তলম’। ছবিতে মুখ্য চরিত্রে সামান্থা রুথ প্রভু ও দেব মোহন। কালিদাসের কালজয়ী ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি ছবির চিত্রনাট্য। ছবিটি বানাতে কোনও খামতি রাখেননি পরিচালক গুণশেখর। থাকছে ভিএফএক্স, থ্রিডি ভার্সন। গোটা ভারতে তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি—মোট ৫টি ভাষায় মুক্তি পাচ্ছে ‘শকুন্তলম’।
মায়োসাইটিসের দীর্ঘ অসুস্থতা কাটিয়ে ফের বড় পর্দায় ফিরছেন সামান্থা রুথ প্রভু। তবে এই পৌরণিক গল্প দর্শকের মনে ধরে কি না, তা ১৪ এপ্রিল বোঝা যাবে।
অমৃতা সিং ও সাইফ আলী খানের মেয়ে বলিউড অভিনেত্রী সারা আলী খান। মা একসময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। বাবা এখনো অভিনয় করছেন। আর সে পথেই হাঁটছেন সারা। বাবা-মায়ের কতটা প্রভাব তার জীবনে, সম্প্রতি সেটাই জানালেন ভারতীয় গণমাধ্যমে।
২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন সারা আলি খান। তাকে শেষ দেখা গেছে ‘গ্যাসলাইট’ সিনেমায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা-মা অমৃতা সিং ও সাইফ আলী খানকে নিয়ে কথা বললেন তিনি।
বাবা সাইফের কাছ থেকে কতটা সাহায্য পান সিনেমার স্ক্রিপ্ট বাছার ব্যাপারে- এমন প্রশ্নের জবাবে সারা বলেন, বাবা তার কাজে হস্তক্ষেপ করেন না বা খুব বেশি পরামর্শ দেন না। তবে একবার তাকে বুঝিয়ে দিয়েছিলেন কীভাবে স্ক্রিপ্ট বাছাই করতে হয় এবং তিনি তা অনুসরণ করে চলেন।
সারার ভাষ্য, ‘আমার বাবা সিনেমার স্ক্রিপ্টগুলো পড়েন না বা আমাকে ওগুলো বেছে নিতে সাহায্যও করেন না। তিনি আমাকে বলেছেন, অভিনেতা হিসেবে আপনি যদি কোনো চিত্রনাট্য পড়েন এবং পড়া শেষে মনে করেন যে আপনি এটি করতে চান, তাহলেই এটি করুন। অন্যদেরকে আপনার স্ক্রিপ্ট পড়তে বাধ্য করে কী পাবেন!’
মা অমৃতা প্রসঙ্গে সারা বলেন, ‘মাকে ছাড়া জীবনের কোনো কিছুই আমি ভাবতে পারি না। আমি একটা ব্যাপার নিশ্চিত করতে পারি আর সেটা হলো মা-ই আমার রোজ ঘুম থেকে ওঠার বড় কারণ। বেশির ভাগ দিন এটাই হয়। আমি মা-কে ছাড়া ভাবতেই পারি না।’
ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে ‘গ্যাসলাইট’। চিত্রাঙ্গদা সিং ও বিক্রম মাসেই অভিনীত এই সিনেমায় সারাকে দেখা গেছে এমন এক নারীর চরিত্রে, যে নিখোঁজ পিতাকে খুঁজতে পৈতৃক বাড়িতে যান।
সারাকে এরপর ভিকি কৌশলের বিপরীতে লক্ষ্মণ উতেকারের নাম ঠিক না-হওয়া একটি ছবিতে দেখা যাবে। এই অভিনেত্রী এখন কারিশমা কাপুরের সঙ্গে হোমি আদাজানিয়ার ‘মুবারক’ ছবির শুটিং করছেন, যা একটি হত্যা রহস্যের ওপর নির্মিত। হাতের এই কাজ শেষের পর সারাকে আদিত্য রায় কাপুর এবং কানন আইয়ারের ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’-এর পাশাপাশি অনুরাগ বসুর ‘মেট্রো ইন ডাইনো’-এর শুটিং শুরু করার কথা।
নানা চরিত্রেই নিজেকে মেলে ধরছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। কখনো রোমান্টিক চরিত্রে তো কখনো সিরিয়াস চরিত্রে। কয়েক দিন আগেই মুক্তি পেল তার অভিনীত ছবি ‘গুমরাহ’। এই ছবিতে ম্রুণালকে দেখা গেছে পুলিশের চরিত্রে। সম্প্রতি জানালেন, এমন কঠোর চরিত্রে অভিনয় খুব সহজ কথা নয়।
বক্স অফিসে ‘গুমরাহ’-এর শুরুটা ম্যাড়মেড়ে হলেও অভিনয়ে এতটুকু খামতি রাখেননি এই অভিনেত্রী। অভিনয় করতে গিয়ে কী করতে হয়েছে, তা জানিয়ে ম্রুণাল বলেন, ‘কঠোর পুলিশের চরিত্রে অভিনয় আমার জন্য নতুন অভিজ্ঞতা। চরিত্রের ভেতরে ঢুকতে আমাকে প্রচুর চেষ্টা করতে হয়েছে। কিন্তু পুলিশের চরিত্রে অভিনয় চেষ্টারও যেন বাইরে। আমি খুবই সম্মানিত যে, দর্শক আমার অভিনয়ের প্রশংসা করেছে।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘গুমরাহ ছবিতে কঠোর পুলিশ চরিত্রে অভিনয় যদিও চ্যালেঞ্জিং ছিল, তবে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে। আমি সব সময়ই অন্যরকম চরিত্র খুঁজতে পছন্দ করি। আমি খুশি যে আমার পছন্দের চরিত্রগুলো আমি পাচ্ছি। যখন আমি শুনি যে, ছবির দ্বিতীয় পর্ব মানুষকে টানছে। এবং তার কারণ আমার অভিনয়, তখন একজন পারফর্মার হিসেবে আমার দারুণ লাগে। পর্দায় এমন প্রভাব বিস্তার করার চরিত্রকে জীবন্ত করার সুযোগ পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’
‘গুমরাহ’ পরিচালনা করেছেন নতুন পরিচালক ভের্দানে কেটকার। তেলেগু ছবি ‘থাডাম’-এর হিন্দি রিমেক এটি। ছবিতে ম্রুণালের সঙ্গে দেখা যাচ্ছে আদিত্য রায় কাপুরকে।
এই ছবি ছাড়াও বেশ কিছু ছবি আছে ম্রুণালের হাতে। এর মধ্যে আছে ‘পূজা মেরি জান’, ‘পিপা’, ‘আঁখ মিচোলি’, ‘ন্যানি ৩০’ ইত্যাদি।
গতকাল সোমবার বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী তার পরবর্তী প্রকল্পের ঘোষণা দিয়েছেন। ফের টেলিভিশনে ফিরছেন তিনি। জনপ্রিয় রিয়েলিটি শো ‘এমটিভি রোডিস’-এর ১৯তম মৌসুমের ‘গ্যাং লিডার’ হিসেবে দেখা যাবে তাকে।
সাবেক প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে তিনি টেলিভিশন থেকে একেবারেই দূরে ছিলেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে টিভিতে ফেরার ঘোষণা জানালেন ভক্তদের। ভিডিওতে দেখা যায়, ওপর থেকে রশি বেয়ে নিচে নামলেন তিনি। তারপর বললেন, ‘আপনাদে কী মনে হয়, আমি আর ফিরব না? কিংবা আমি ভয় পেয়েছি?’ তারপর তিনি একটু থামেন। হাসি দেন। তারপর আবার বলেন, ‘এটা অন্য কারও ভয় পাওয়ার সময়। দেখা হবে অডিশনে’।
এটি শেয়ার করার পরে বলিউডের অনেকেই পোস্টটিতে রি-অ্যাক্ট দিয়েছেন। মন্তব্য করেছেন। অভিনেতা অপারশক্তি খুরানা ও রিয়েলিটি টিভি ব্যক্তিত্ব ও ফ্যাশন ডিজাইনার সীমা সাজদা রি-অ্যাক্ট দিয়েছেন। ভক্তরা কেউ কেউ প্রশংসা করেছেন- তো কেউ সমালোচনা।
রিয়া চক্রবর্তীর সঙ্গে গ্যাং লিডার হিসেবে থাকবেন প্রিন্স নারুলা ও গৌতম গুলাটি। আবারও সঞ্চালক হিসেবে আসছেন সোনু সুদ। এই রিয়েলিটি শোতে গ্যাং লিডার হওয়া প্রসঙ্গে রিয়া বলেন, ‘আমি রোমাঞ্চিত এমটিভি রোডিসের ১৯তম মৌসুমের অংশ হতে পেরে দারুণ একটি সাংস্কৃতিক প্রপঞ্চ। এমটিভির সঙ্গে কাজ করা মানে যেন ঘরে ফেরা। সোনু সুদ ও অন্য গ্যাং লিডারদের সঙ্গে কাজ করার তর সইছে না। এই রোমঞ্চকর যাত্রায় আমার সাহসী ব্যাপারগুলোকে দেখানোর সুযোগ পাব। এই দুর্দান্ত রোমাঞ্চকর যাত্রায় আশা করছি ভক্তদের ভালোবাসা ও সহযোগিতা পাব।’
এমটিভি ইন্ডিয়াস টিভিএস স্কুটি টিন ডিভা দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল রিয়া চক্রবর্তীর। এই রিয়েলিটি শোতে ফার্স্ট রানার-আপ হয়েছিলেন তিনি। এরপর তিনি বেশ কিছু শোয়ের উপস্থাপনা করেন। যেমন- এমটিভি ওয়াসাপ, টিকটাক কলেজ বিট ও এমটিভি গন ইন সিক্সিটি সেকেন্ড। তেলেগু ছবি ‘তুনাগি তুনাগি’ দিয়ে সিনেমার যাত্রা শুরু। ‘মেরে দাদ কি মারুতি’ ছবি দিয়ে ঢোকেন বলিউডে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে রিয়াকে শেষ দেখা গেছে ‘চেহরে’ ছবিতে। এর পরে মাদককাণ্ডের জেরে তাকে জেলেও জেতে হয়েছিল। রিয়া এখন প্রেম করছেন সিমা সাজদার ভাই বান্টি সাজদার সঙ্গে।
তারকাদের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি তো সব সময়ই চলতে থাকে। এ তেমন নতুন বিষয় নয়। তারকা সন্তানদের নিয়েও ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম থাকে না। তবে বলিউড অভিনেত্রী রানী মুখার্জি, কারিনা কাপুর থেকে শুরু করে অনেক তারকাই সন্তানদের স্পটলাইটে আসা পছন্দ করেন না। তাদের সন্তান নিয়ে বাড়াবাড়ি করাও অপছন্দ। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে। তার মেয়ের সঙ্গে একজন অচেনা মহিলা ছবি তোলার চেষ্টা করেন। শুধু তাই নয়, শিশুটিকে চুম্বন করার চেষ্টাও করেছিলেন তিনি। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করে এ কথা উল্লেখ করেন প্রীতি।
ইনস্টাগ্রামে প্রীতি লিখেছেন, ‘এই সপ্তাহের দুটি ঘটনায় আমি একটু আতঙ্কিত। প্রথমটি আমার মেয়ে জিয়াকে ঘিরে। একজন মহিলা ওর ফটো তুলতে চায়। এরপর আমরা নিষেধ করায় উনি সরে দাঁড়ান। পরে হঠাৎ করেই আমার মেয়েকে কোলে তুলে ওর গালে চুমু বসিয়ে দেন। এরপর কী মিষ্টি বাচ্চা বলে ছুটে পালান। আমার বাচ্চারা যে পার্কে খেলছিল সেখানে এই মহিলা ছিলেন। যদি আমি সেলিব্রিটি না হতাম, তাহলে আমি খুব বাজেভাবে প্রতিক্রিয়া জানাতাম, কিন্তু সেই সময় আমি মাথা ঠাণ্ডা রাখতে বাধ্য হই; কারণ আমি লোক হাসাতে চাইনি।’
নিজের পোস্টের সঙ্গে একটি ভিডিওজুড়ে দিয়েছেন প্রীতি, যা দ্বিতীয় ঘটনার সঙ্গে সম্পর্কিত। তা উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ‘আপনারা দেখতেই পাচ্ছেন দ্বিতীয় ঘটনা। আমার প্লেন ধরার তাড়া ছিল, এই বিকলাঙ্গ মানুষটি আমাকে আটকানোর চেষ্টা করে। বছরের পর বছর ধরে আমার কাছে টাকা চেয়ে আসছে এই লোকটা, বহুবার হেনস্তা করেছে। আমি সময়ে সময়ে টাকা দিয়েছিও। এবার আমি ওনাকে বলি, দেখুন আমার কাছে আজ টাকা নেই, ক্রেডিট কার্ডই শুধু রয়েছে। আমার সঙ্গে থাকা মহিলা ওনাকে কিছু টাকা দেয়। উনি সেই টাকা পালটা ছুড়ে ফেলেন, কারণ তা যথেষ্ট ছিল না। এরপর হঠাৎ করেই মেজাজ হারান, দেখতেই পাচ্ছেন কেমনভাবে উনি আমার গাড়ির পিছু ধাওয়া করছেন এবং আমাদের পথ আটকানোর চেষ্টা করছেন।’
প্রীতি বলেন, ‘এ ঘটনা ফটোগ্রাফারদের অনেকেই লেন্সবন্দি করেছেন। হয়তো বিষয়টা খুব মজাদার লেগেছে। তাই আমাদের সাহায্য না করে ওনারা ভিডিও তুলছিলেন এবং হাসছিলেন। কেউ ওনাকে ওভাবে গাড়ির পিছু ধাওয়া করতে না করল না। তবে সেখানে যদি এই লোকটার কোনো দুর্ঘটনা ঘটত, তাহলে আমাকেই দায়ী করা হতো। আমার সেলিব্রিটি হওয়া নিয়ে প্রশ্ন উঠত। বলিউডকে দোষারোপ করা হতো এবং অনেক নেতিবাচক দিকও ছড়িয়ে পড়ত।’
এক পার্টিতে বলিউড অভিনেতা সালমান খানকে চুমু খেয়ে কড়া আলোচনায় এসেছিলেন শেহনাজ গিল। সামনে আসছে ভাইজানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। আর এই ছবি দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে শেহনাজ গিলের। সালমান খানের ছবি দিয়ে অভিষেক। তাই আনন্দে আত্মহারা শেহনাজ। একটি প্রমোশনাল ভিডিওতে সালমান খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন এই মডেল ও অভিনেত্রী।
ছবির ট্রেলার মুক্তি পাবে আগামী ১০ এপ্রিল। তারই ঘোষণা দেয়া হলো একটি ভিডিওতে। ভাইজান নিজেই সেই ভিডিও শেয়ার দিয়েছেন। সেখানে ছবির অন্য শিল্পীরা সালমান খানকে নিয়ে তাদের অনুভূতি জানিয়েছেন। প্রিয় নায়ককে ভালোবাসার কথা জানিয়েছেন ভক্তরাও। সেখানেই শেহনাজ গিল ভাইজানের প্রশংসা করতে গিয়ে বললেন, ‘ভাইজান যেমন আমার ভাই, তেমনি সে আমার জানও’।
সালমান খানকে নিয়ে এমনিতেই উচ্ছ্বসিত শেহনাজ। সেই বিগ বসের ঘর থেকেই ভাইজানকে নিয়ে তার ভালোবাসার শেষ নেই। ভাইজানের বহুল আলোচিত ছবি আসছে। সেখানে আছেন শেহনাজ নিজেও। তাই এবারের আনন্দটা একটু বাড়তি।
সবশেষ ‘অন্তিম’ ছবিতে ২০২১ সালে সালমান খানকে দেখা গেছে। এ ছাড়া তেলেগু ছবি ‘গডফাদার’ ও শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে।
এবারের ঈদে আসছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। ছবিতে সালমানের বিপরীতে আছেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। এ ছাড়া পলক তিওয়ারি ও শেহনাজ গিলকে বিশেষ চরিত্রে দেখা যাবে। ফরহাদ শামজির পরিচালনায় ছবিটি মুক্তি পাবে আগামী ২১ এপ্রিল। ছবিটি ২০১৪ সালের তামিল সিনেমা ‘ভিরাম’-এর হিন্দি রিমেক।