রোববার, ৫ মে ২০২৪

জানুয়ারিতে ‘পেয়ারার সুবাস’ ও ‘ব্ল্যাক ওয়ার’

‘পেয়ারার সুবাস’ সিনেমায় জয়া আহসান।
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২২ ১১:১৩

আসছে নতুন বছরের শুরুর মাস জানুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে দীর্ঘদিন অপেক্ষা থাকা দুটি বড় বাজেটের সিনেমা। এর মধ্যে একটি নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ও আরেকটি সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘ব্ল্যাক ওয়ার’।

জানা যায়, অভিনেত্রী জয়া আহসান বেশ কয়েক বছর আগে অভিনয় করেছিলেন ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। নুরুল আলম আতিকের পরিচালনায় সিনেমাটির দীর্ঘ সময় পার হয়ে গেলেও নানা জটিলতায় মুক্তি পায়নি সিনেমাটি। অবশেষে সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে আসতে চলেছে এটি। ২০২৩ সালের জানুয়ারিতেই মুক্তি পাবে সিনেমাটি। এই তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও পরিচালক নুরুল আলম আতিক।

সিনেমাটির পরিচালক আতিক বলেন, “আমরা দর্শকের কাছে ‘পেয়ারার সুবাস’ পৌঁছে দিতে প্রস্তুত। সিনেমাটি নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে জানুয়ারিতে।”

এ ছবির শুটিং হয়েছে সিরাজগঞ্জ ও পাবনায়। ‘পেয়ারার সুবাস’ ছবিতে জয়া ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকেই।

এদিকে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাবে ২০২৩ সালের ৬ জানুয়ারি। গত সোমবার রাতে ‘ব্ল্যাক ওয়ার’র মোশন পোস্টার প্রকাশ করে এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন সূত্রে জানা গেছে, চলতি বছরই তারা ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু টেকনিক্যাল কাজগুলো সম্পন্ন করতে না পারায় একটু সময় লেগেছে। এ কারণেই বেছে নেয়া হয়েছে নতুন বছরের প্রথম শুক্রবার।

‘মিশন এক্সট্রিম’র দুই পর্বের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজানসহ অনেকেই।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব।


‘মা পদক’ পাচ্ছেন আনোয়ারা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

‘আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর আয়োজনে ২০২২ সাল থেকে ‘মা পদক’ প্রদান করা হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আগামী ১২ মে বিশ্ব মা দিবস’ উপলক্ষে ‘পারফেক্ট ইলেকট্রনিক্স’ নিবেদিত ‘মা পদক ২০২৪’ অনুষ্ঠিত হবে।

পারফেক্ট ইলেকট্রনিক্স’র সিইও এবং প্রতিষ্ঠাতা গোলাম শাহরিয়ার কবিরের সার্বিক সহযোগিতায় এবারের ‘মা পদক ২০২৪’ পাচ্ছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম।

ঢাকার একটি অভিজাত হোটেলের বলরুমে এই পদক প্রদান করা হবে। আনোয়ারা বলেন, ‘এর আগে অভিনয়ের জন্য রাষ্ট্রীয় জাতীয় স্বীকৃতি পেয়েছি আমি ৯ বার। কিন্তু অসংখ্য সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করার জন্য মা পদকে ভূষিত হচ্ছি, এটা সত্যিই আমার কাছে অন্যরকম ভালোলাগার। দর্শক আমাকে ভালোবাসেন এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ধন্যবাদ আলী-রূপা ফাউন্ডেশেন এবং পারফেক্ট ইলেকট্রনিক্সকে আমাকে এ বিশেষ সম্মাননায় ভূষিত করায়।’

বিষয়:

ক্ষমা চাইলেন নিক জোনাস

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দেশি গার্লখ্যাত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী ও মার্কিন গায়ক নিক জোনাস সংগীতের দুনিয়ায় অত্যন্ত পরিচিত একটি নাম। পৃথিবীজুড়ে বিভিন্ন জায়গায় কনসার্ট করেন নিক; কিন্তু বর্তমানে মারাত্মক অসুস্থ তিনি। কথা বলার মতো অবস্থাতেই নেই। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। যার দরুন একের পর এক কনসার্ট বাতিল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত এই তারকা। এই ঘটনায় ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন নিক। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুষ্ঠানের আয়োজকদের কাছেই ক্ষমা চাইলেন নিক। গায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন তার অগণিত অনুরাগী।

ভারতের জামাই হওয়ার সুবাদে মুম্বাই বিমানবন্দরে পা রাখলেই পাপারাজ্জিরা তাকে জামাই বলেই সম্বোধন করেন। সেটা অবশ্য বেশ এনজয় করেন নিক। দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিয়ের পর নিকের জনপ্রিয়তা ভারতেও যে একটু বেড়েছে তা বলাই যায়। গায়কের অসুস্থতার খবরে একদিকে বিদেশি ভক্তরা যেমন চিন্তিত তেমনই মন খারাপ ভারতীয় অনুরাগীদেরও। মঞ্চে যখন নিক পারফর্ম করেন তখন চারদিকে শুধু করতালির আওয়াজ। ড্যাডি কুল নিকের লাইভ কনসার্ট দেখেছে ছোট্ট মালতি। সেখানেই তো মালতির মুখ প্রথমবার প্রকাশ্যে আনেন প্রিয়াঙ্কা চোপড়া।

ভক্তদের আবেগটাও উপলব্ধি করেছেন নিক জোনাস। সেই জন্যই তো ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে পোস্ট করেছেন নিক জোনাস। শুক্রবারই ইনস্টা পোস্টে নিক জানিয়েছেন তার আগামী সব কনসার্ট বাতিল করা হয়েছে। নিক ব্রাদার্সের শোয়ের তারিখ পরিবর্তন করা হয়েছে বলেও জানান নিক। ম্যাক্সিকো তো উইকেন্ডে পারফর্ম করার কথা ছিল নিকের।

একটি ভিডিও শেয়ার করে নিক বলেছেন, ‘খুব একটা খুশির খবর দেব না। কারণ কয়েক দিন ধরে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। গলায় অসম্ভব ব্যথা। যত দিন এগোচ্ছে, গলার অবস্থা যেন আরও খারাপ হয়ে যাচ্ছে। জ্বর আছে, গায়ে ব্যথা। সত্য়িই আমার খুব খারাপ অবস্থা। ডাক্তার বলেছে, কিছুদিন বিশ্রামে থাকতে। তাই কনসার্ট আপাতত বাতিল করলাম।’

ভক্তদের মন ভাঙায় দুঃখিত নিক। ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে চাই। আমি কাউকে আঘাত করতে চাই না। অনেকেই আমার গান শোনার জন্য কষ্ট করে আসেন। তাদের প্রত্যাশা যদি পূরণ করতে না পারি আমারও ভীষণ খারাপ লাগে। সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

বিষয়:

গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব!

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

এবার রোজার ঈদে ‘রাজকুমার’ সিনেমা দিয়ে ভক্তদের ভালোবাসা পেলেও গত কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত নিজের প্রিয়তমা সিনেমার মতো প্রত্যাশিত সাফল্য পাননি শাকিব খান। এমন মলিন সময়েই নতুন সুখবর পেলেন ঢালিউড কিংখ্যাত এই সুপারস্টার। সংযুক্ত আরব আমিরাতের সম্মানজনক গোল্ডেন ভিসা পাচ্ছেন তিনি। গতকাল শনিবার বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা-প্রযোজক অনন্য মামুন। যিনি শাকিবকে নিয়ে আমিরাত তথা দুবাইতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন, করবেন।

অনন্য মামুন জানান, ইতোমধ্যে আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেয়েছেন শাকিব। এখন কেবল সেটা রিসিভ করে আনা বাকি। মামুনের ভাষ্য, ‘এত দিন শাকিব ভাই ট্যুরিস্ট ভিসায় আমিরাতে যেতেন। তবে আগামীতে তিনি গোল্ডেন ভিসায় যাবেন। রিকমেন্ডেশন চলে এসেছে। এখন শুধু রিসিভ করা বাকি। এটা সত্যিই একটা বড় ব্যাপার। ভারতীয় সিনেমার বড় তারকারা এই ভিসা পেয়েছেন। অথচ আমি যখন আমিরাতের মন্ত্রণালয়ে গিয়েছিলাম, তারা এটাও জানে না, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আছে! যাক, শেষপর্যন্ত যাচাই-বাছাই করে তারা শাকিব ভাইকে গোল্ডেন ভিসা দিচ্ছে; এটাই আনন্দের।’

প্রসঙ্গত, ব্যবসা ও এই ক্যাটাগরি চাকরি ছাড়া কেবল সংস্কৃতি অঙ্গনের মেধাবী তারকাদের বিনামূল্যে গোল্ডেন ভিসা দেওয়া হয়। দীর্ঘমেয়াদি এই ভিসার মাধ্যমে আমিরাতে গিয়ে থাকা, ভ্রমণ, কাজ এমনকি পড়াশোনাও করা যায়। বলিউডের শাহরুখ খান, সঞ্জয় দত্তসহ অনেক তারকা গোল্ডেন ভিসা পেয়েছেন। তবে বাংলাদেশি হিসেবে শাকিবই প্রথম এমন সুযোগ পাচ্ছেন দেশটির পক্ষে।

শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নামে নতুন একটি সিনেমা বানিয়েছেন অনন্য মামুন। গত ২৮ মার্চ নায়কের জন্মদিনে দুবাইতে ছবিটির ব্যতিক্রম প্রচারণা চালিয়েছিলেন তিনি। আগামীতে আরও চমক অপেক্ষা করছে বলেও জানালেন মামুন। তবে ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে, সেটা খোলাসা করলেন না।

উল্লেখ্য, ‘দরদ’-কে বলা হচ্ছে প্যান-ইন্ডিয়ান বাংলাদেশি ছবি। এটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লাম ভাষায় মুক্তি পাবে বলেও জানিয়েছেন নির্মাতা মামুন। ছবিতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। এ ছাড়া থাকছেন কলকাতার পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেবসহ অনেকে।

বিষয়:

মমতাজ: অবাক বিস্ময়ের নাম

আপডেটেড ৫ মে, ২০২৪ ০০:০২
জাহাঙ্গীর বিপ্লব

রূপকথার সেই কল্প-কাহিনিকেও যেন হার মানায় তার গল্প। ছেঁড়া কাঁথায় শুয়ে কখনো লাখ টাকার স্বপ্ন দেখেননি তিনি। বরং স্বপ্ন না দেখেই যা পেয়েছেন, তা কখনো কল্পনায়ও ছিল না তার। অনেকটা মেঘ না চাইতেই বৃষ্টির মতো নাম, যশ, খ্যাতি পেয়ে যান। গান গেয়ে গিনেস বুকে নাম লেখানো, নিজের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ, আন্তর্জাতিক মহলে দেশের সুনাম অজর্ন করা- সব মিলিয়ে মমতাজ যেন এক অবাক বিস্ময়ের নাম। ধলেশ্বরী পাড়ের সেই পালাগান শিল্পী মমতাজ হয়েছিলেন সংসদ সদস্যও।

মমতাজ বেগম। এক দরিদ্র বাউল পরিবারে জন্ম। শৈশব- কৈশোর-যৌবনের বেশির ভাগ সময়ই কেটেছে চরম অভাব আর দৈন্যতায়। বাবা মধু বয়াতির ছিল ‘নুন আনতে পান্তা ফুরায়’ অবস্থা। ঘরহীন, সংসারহীন বাউল বাবার হাত ধরেই শিল্পী মমতাজের গানের ভুবনে পথ চলা। গানকে সঙ্গী করেই জীবনের সব ক্ষুধা নিবারণের এক জীবন্ত উদাহরণ কিংবদন্তি মমতাজ। কোনো বাধা-প্রতিবন্ধকতাই দমিয়ে রাখতে পারেনি গানপাগল মমতাজের স্বপ্নকে। গান দিয়েই অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। হাজারো দুঃখের মাঝে গান গেয়েই আনন্দ খুঁজে পান। গানেই প্রেম-ভালোবাসা, গানেই বিরহ অনুভূত করে চলছেন। ফলে সংসারজীবনের অস্থিরতা থাকলেও তা সংগীত জীবনের কোনো ছন্দপতন ঘটাতে পারেনি। বরং নিজের সুর আর ব্যক্তি স্বাতন্ত্র্যতায় জনমানুষের আজ অতি কাছের মমতাজ। পালাগানে শুরু হলেও প্রতিষ্ঠা পান বিচ্ছেদ আর মুশির্দী গানে। কেবল দেশেই নয়, দেশের বাইরেও মেলে ধরেছেন তার এই অসাধারণ প্রতিভা। আবার সংগীত জীবনের বিশালতায় ঠাঁই দিয়েছেন রাজনীতি আর সামাজিক কমর্কাণ্ডকেও।

বাংলা ফোক গানের সম্রাজ্ঞী মমতাজের আজ জন্মদিন। ১৯৭৪ সালের আজকের দিনে (৫ মে) মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরে জন্মগ্রহণ করেন তিনি। তবে জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন নেই বলেই জানান এই জীবন্ত কিংবদন্তি। ভবিষ্যৎ নিয়ে মমতাজ বলেন, ‘আমার কোনো চাওয়া নেই। বিধাতার অসীম কৃপায় যা পেয়েছি, তা আমি কল্পনা করতেও ভয় পেতাম। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার কোনো চাওয়া নেই। মানুষের চাওয়াই আমার চাওয়া। জনগণের চাওয়াগুলোকে পূরণ করাই একমাত্র লক্ষ্য আমার।’

রাজনৈতিক ব্যস্ততার চাপে পিষ্ট হয়ে গান গাওয়া কি বিলুপ্ত হয়ে যাবে?- এমন প্রশ্নের জবাবে বলেন, তা কী করে হয়! গান ছাড়া মমতাজ কোনো দিন থাকতে পারবে না। গান আমার রক্তের প্রতিটি কণায় কণায় মিশে আছে। এই গানের জন্যই আজ আমি মমতাজ হয়েছি। নাম-যশ-খ্যাতি পেয়েছি। সংসদ সদস্য হয়েছিলাম। গান আমার প্রাণের খোরাক। এত ব্যস্ততার মাঝেও কিন্তু থেমে নেই আমার গান। কয়দিন পরপরই আমাকে মঞ্চে উঠতে হয়। টেলিভিশন অনুষ্ঠানে গাইতে হয়। শুধু তা-ই নয়, নিয়মিত নতুন গানও তৈরি করতে হচ্ছে আমাকে। যতদিন মমতাজ আছে, ততদিন তার গানও থাকবে। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত গান গাইতে চাই।


লন্ডন মাতাবেন জেমস

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

আগামী ২৬-২৭ মে লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়াম মাতাবেন জেমস। দু’দিনব্যাপী এই আয়োজনের উপস্থাপনা করবেন বাংলাদেশের এই সময়ের আলোচিত ও সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। অনুষ্ঠানটি দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন নগরবাউল খ্যাত তারকা জেমস। ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ শিরোনামের এর আয়োজক নেক্সট স্টেজ ইভেন্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নগর বাউল’খ্যাত জেমস ছাড়াও এই আয়োজনে সংগীত পরিবেশ করবেন সংগীতশিল্পী কনকচাঁপা, প্রীতম হাসান, সাব্বির জামান, দোলাসহ অনেকে। অনুষ্ঠানে থাকছে যাত্রাপালাও। দুই দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি লন্ডনের প্রবাসী শিল্পীরাও অংশ নেবেন। এছাড়াও ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ আয়োজন করা হয়েছে মেলার। ইতোমধ্যেই অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে বলে জানান আয়োজকরা।

বিষয়:

মিথিলার মুকুটে নয়া পালক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

একদিকে যেমন বাংলাদেশের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় তার নাম, অন্যদিকে ভারতেও তার গুণমুগ্ধ ভক্তের সংখ্যা প্রচুর। সৃজিত ঘরণির মাথায় এবার নয়া পালক। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ও অভাগী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অভাগীর স্বর্গ অবলম্বনে তৈরি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। তার অভিনয় সকলকে মুগ্ধ করেছে বলা চলে। আর এই ছবির জন্যই এবার দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত মিথিলা। একটি ভিডিও নিজেই ভাগ করে নিলেন সেই খবর।

‘ও অভাগী’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই সকলের মনজয় করেছেন তিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’-এর উপর ভিত্তি করে এই ছবিটি তৈরি করেছেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী। এবং ছবিটির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে মিথিলাকে। ছবিটির গল্প থেকে শুরু করে অভাগী রূপে মিথিলার অভিনয় ভীষণভাবে মন কেড়েছে সকলের। এবার এই চরিত্রটির জন্য পুরস্কৃত মিথিলা। অভিনেত্রীকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে। তবে দিল্লিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন হলেও, সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি রফিয়াথ রশিদ মিথিলা। কারণ, বাংলাদেশে ছিলেন তিনি সেই সময়। অভিনেত্রীর জায়গায় পুরস্কারটি গ্রহণ করেছেন ছবির পরিচালক-প্রযোজক। তবে এমন সম্মানে মিথিলার আনন্দের অন্ত নেই।

তিনি একটি ভিডিওবার্তায় বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে জানাতে চাই যে, দিল্লিতে অনুষ্ঠিত ১৪-তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ আমি সেরা অভিনেত্রীর সম্মানে ভূষিত হয়েছি। ‘ও অভাগী’ ছবিতে অভিনয়ের জন্যই এই পুরস্কার আমি পেয়েছি। আমি এজন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী ও প্রযোজক ড. প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই।’

ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা দেখা গিয়েছে এই ছবিকে কেন্দ্র করে। ‘ও অভাগী’ ছবিতে একজন রসিকের চরিত্রে দেখা গিয়েছে। শুধু তিনি নন, আরজে সায়নকে এবং জমিদারের চরিত্রে অভিনয় করেছেন বহু অভিনেতা-অভিনেত্রী। সুব্রত দত্তের অভিনয় নজর কেড়েছে সকলের। এছাড়াও অভিনয় করেছেন দেবযানী চট্টোপাধ্যায়, আরজে জিনিয়া, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ হালদারের মতো অভিনেতারা। এ ছবিতে ফুটে উঠেছে এই সমাজের এক অন্য কাহিনি। শুধু এই ছবিতে নয়, মিথিলার অভিনয় এর আগেও বহু ছবিতে মুগ্ধ করেছে বাঙালি দর্শককে।

বিষয়:

আবারও কলকাতার সিনেমায় বাঁধন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

লাক্স চ্যানেল আই সুপারস্টার আজমেরী হক বাঁধন। মূলত লাক্স চ্যানেল আই প্ল্যাটফর্ম থেকেই শোবিজে যাত্রা শুরু হয় তার। শুরুতে নাটকে বেশ ব্যস্ত সময় কাটালেও পরবর্তীতে বিয়ে, বিচ্ছেদ ও একমাত্র কন্যাকে নিয়ে বিভিন্ন সমস্যায় পড়ে অভিনয় অনেকটাই কমিয়ে দেন তিনি। তবে বহুল আলোচিত রেহানা মরিয়ম নূর সিনেমা দিয়ে ঘুরে দাঁড়ান এই লাক্স কন্যা। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে কেবল সেরা অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারই অর্জন করেননি, আন্তর্জাতিক অঙ্গনেও মুগ্ধতা ছড়ান তিনি।

রেহানা মরিয়ম নূর সিনেমার সুবাদে টালিউড এমনকি বলিউডের সিনেমাতেও কাজ করার সুযোগ মেলে তার। সেই ধারাবাহিকতায় এবার আরও একটি কলকাতার সিনেমায় কাজের প্রস্তাব পেলেন আজমেরী হক বাঁধন। সবকিছু পরিকল্পনা মাফিক চললে বাঁধনকে খুব শিগগিরই প্রসেনজিৎ বিশ্বাসের অ‌্যান্থোলজি ফিল্ম ‘ফেয়ার অ‌্যান্ড আগলি’র একটি গল্পের সিনেমায় দেখা যাবে। এরই মধ্যে ছবিটিতে কাজ করার বিষয়ে ইচ্ছা পোষণ করেছেন। শুধু তাই নয়, এরই মধ্যে সিনেমায় নিজের চরিত্রের জন্য প্রস্তুতিও নিচ্ছেন বলে জানান বাঁধন। সিনেমাটিতে বাঁধন ছাড়াও থাকছেন ‘ফারজি’, ‘ব্রহ্মাস্ত্র’-খ‌্যাত শাকিব আইয়ুব। এবং দেবপ্রসাদ হালদার। চলতি মাসের মধ‌্যভাগে বাঁধনের শুটিং শুরু হওয়ার কথা। জানা গেছে, পরিচালক প্রসেনজিতের অ‌্যান্থোলজিতে মোট ৫টি গল্প। কয়েকটির শুটিং ইতিমধ্যে হয়ে গিয়েছে। বিভিন্ন গল্পে পার্নো, সম্রাট, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, মুমতাজ, সায়ন মুন্সিরা শুট করেছেন।

আজমেরী হক বাঁধনের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের মনে আসে ‘রেহানা মারিয়ম নুর’। এবং কান ফিল্মোৎসবে তাঁর মাইলফলক। বাঁধনের অভিনয় আন্তর্জাতিক প্রাঙ্গণে সমাদৃত হয়। তার নামের সঙ্গে ব‌্যাতিক্রমী, প্রতিভাবান, হাল না ছাড়া এই শব্দবন্ধগুলো অনায়াসে চলে আসে। ২০১৮ সালে কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখোপাধ‌্যায় পরিচালিত ‘হইচই’-এর সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে। বাঁধনের ‘মুশকান জুবেরি’ দর্শকের মনে রয়ে গেছে। গতবছর বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’তে প্রথমবার বলিউডে কাজ করেন অভিনেত্রী। বাঁধন হিনা ওরফে অক্টোপাস-এর চরিত্রে অসম্ভব নজর কাড়েন। তবে এর পরে তাকে ভারতের আর সিরিজ বা ছবিতে পাওয়া যায়নি। সে ক্ষেত্রে বলা যায় ‘খুফিয়া’র পরে ‘ফেয়ার অ‌্যান্ড আগলি’ হতে চলেছে ভারতে তার তৃতীয় কাজ।

বিষয়:

কলকাতায় প্রশংসা কুড়াচ্ছেন তারিন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

ছোটপর্দার নন্দিত মুখ তারিন জাহান। একই সঙ্গে মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। মাঝে মধ্যে সিনেমায়ও অভিনয় করে দ্যুতি ছড়ান। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে মেধাবী এ অভিনেত্রী নাটকেই অভিনয় করে দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছেন। বাংলাদেশে গত বছর তার অভিনীত প্রথম সিনেমা হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’ মুক্তি পায়। সিনেমাটিতে তারিন জাহানের অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়।

আর এবার ওপার বাংলায় অর্থাৎ কলকাতায় প্রশংসায় ভাসছেন তারিন জাহান। কারণ ওপার বাংলাতে শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা মানসী সিনহা পরিচালিত ‘এটা আমাদের গল্প’। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক বেশ আগ্রহ নিয়ে সিনেমাটি উপভোগ করছেন। যা ইতোমধ্যে বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও লক্ষ্য করা গেছে। কলকাতায সিনেমার প্রচারণা করতে গিয়ে সেখানে তার অনেক নাটকের দর্শকের সঙ্গেও দেখা হয়েছে। প্রচণ্ড গরম উপেক্ষা করেও তারা হলে হলে গিয়ে তারিন অভিনীত ‘এটা আমাদের গল্প’ সিনেমাটি উপভোগ করেছেন। দর্শকের এই আগ্রহ আর ভালোবাসায় ভীষণ উচ্ছ্বসিত তারিন। যেন জীবনের নতুন এক অধ্যায় কলকাতাতে অতিবাহিত করছেন বাংলাদেশের বরেণ্য এই অভিনেত্রী।

মানুষের যখন বয়স হয়ে যায় তখন মানুষ একা হয়ে যায়। সেই বয়সে প্রেমে পড়াটা অপরাধ নয়। একা থাকার চেয়ে কাউকে ভালোবেসে ভালো থাকাটা ভালো। গল্পে তারিন বাংলাদেশের একটি হিন্দু পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। কলকাতার সিনেমায় তারিনের অভিষেক বেশ ভালোভাবেই হলো। দর্শক তাকে মন থেকে গ্রহণ করে নিয়েছেন। তার অভিনয়, তার ব্যক্তিত্ব, তার বিনয় যেন সিনেমার পুরো টিমসহ দর্শকের মনে ঠাঁই করে নিয়েছে।

তারিনকে শুভ কামনা জানিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ বলেন,‘ কলকাতার দর্শক তারিনের অভিনীত সিনেমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, এটা সত্যিই আনন্দের বিষয়। কারণ আমি জানি দেশের বাইরে অন্য কোনো দেশের সিনেমাতে অভিনয় করে সেখানকার দর্শকের ভালোবাসা পাওয়াটা কতো কঠিন। তারিন নিঃসন্দেহে সিনেমাটি তার চরিত্রানুযায়ী ভালো অভিনয় করেছে বিধায় দর্শক তাকে গ্রহন করে নিয়েছে। তারিনের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আমরা ১৯৭১ সেইসব দিন-সিনেমাতে একসঙ্গেও অভিনয় করেছি। এই সিনেমাকে ঘিরেও আমাদের মধুর স্মৃতি আছে।’

বিষয়:

আবারও প্রশ্নের মুখে তানজিন তিশা

আপডেটেড ৩ মে, ২০২৪ ০০:০৯
বিনোদন ডেস্ক

টানা কয়েক বছর দাপটের সঙ্গে অভিনয় করা ছোট পর্দার মডেল অভিনেত্রী তানজিন তিশার সময়টা ভালো যাচ্ছে বেশ কিছুদিন ধরে। মূলত গত বছরের শেষের দিক থেকেই ক্যারিয়ার নিয়ে বেশ মন্দা সময় পার করছেন তিনি। কাজের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়েই বেশি আলোচনায় ছিলেন এই আভিনেত্রী। নতুন বছরের শুরু থেকেই কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুকে তারই অঙ্গনের একজন ‘অপরাধী’র কথা শেয়ার করতে চান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। তিশার এই পোস্টটি নিয়ে যখন আলোচনা শুরু হয়, তখন সেটি তিনি সরিয়ে নেন। পরের দিন সকাল থেকে তানজিন তিশার সেই পোস্টটি দেখা যাচ্ছে না।

কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশার দেওয়া পোস্টটির স্ক্রিন শট ছড়িয়ে পড়ে। সেখানে তানজিন তিশা লিখেছেন, ‘আমি যদি চাই আমাদের অঙ্গনের একজন ক্রিমিনালের গল্প শেয়ার করতে পারি। শুধু তাই নয়, আমার সেই সাহস যেমন আছে, তেমনি আমার কাছে যাবতীয় প্রমাণও আছে। মনে রাখবে, আমি তোমাকে সবার কাছ থেকে বাঁচিয়ে দিয়েছি, তোমার খারাপ কাজ কাউকে জানতে দিইনি। একজন জনপ্রিয় অভিনেতা হওয়ার আগে সবচেয়ে জরুরি যে বিষয় তা হচ্ছে, একজন ভালো মানুষ হওয়া এবং বিশ্বস্ত মানুষ হওয়া।’

ইংরেজিতে লেখা এই পোস্ট কিংবা হুমকি আসলে কাকে নিয়ে? এমন প্রশ্নে তুলকালাম মিডিয়া। তানজিন তিশার কথায় এটা পরিষ্কার, তিনি তার কোনো সহকর্মী অভিনয়শিল্পীর কথা বলেছেন, যার সঙ্গে তার সম্পর্কটা ব্যক্তিগত। নাটকসংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, তানজিন তিশা তার অভিনয়শিল্পী প্রেমিককে সবার সামনে হুমকি দেখাতে এমন পোস্ট গভীর রাতে দিয়েছেন। এরপর তাদের বোঝাপড়া হয়তো ঠিক হয়েছে, তাই পোস্ট সরিয়ে নিয়েছেন।

গুঞ্জন উঠেছে অনেক দিন ধরেই অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে রয়েছে তার প্রেমময় অসহিষ্ণু একটা সম্পর্ক। যার জেরে কয়েক দফা জেরবার হতে দেখা গেছে তানজিন তিশাকে। মিটেও গেছে সেটি। যেমনটা মিটল এবারও। রাতের আঁধার কাটার আগেই অভিনেত্রী মুছে নিলেন পোস্ট। বলে যাননি, অভিনয় ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প। দেখালেন না সাহস।

তানজিন তিশা আপাতত দেশের বাইরে অবস্থান করছেন বলে টের পাওয়া গেছে তার সোশ্যাল হ্যান্ডেলের দৌলতে। গত সপ্তাহেই চেক-ইন মিলেছে দুবাই হয়ে কুয়ালালামপুরে।


লাক্সের অ্যাম্বাসাডর হচ্ছেন সুহানা খান

আপডেটেড ১ মে, ২০২৪ ০০:০৩
বিনোদন ডেস্ক

বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান। বাবার পথে নিজের পথ সুগম করতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। এরই মধ্যে একটি শর্টফিল্ম এবং একটি পূর্ণাঙ্গ সিনেমা মুক্তি পেয়েছে তার। বতর্মানে বাবার সঙ্গে একই সিনেমায় অভিনয় শুরু করেছেন সুহানা। গত বছর জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে শাহরুখ ও গৌরী দম্পতির কন্যা সুহানা খানের অভিষেক হয়। গত বছরই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি নামি প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও নির্বাচিত হন সুহানা। এবার লাক্সের পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, শাহরুখ খানের কন্যা সুহানা খানকে লাক্সের পরবর্তী অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করা হবে। এর আগে শাহরুখ খান নিজেও এ প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার কাজ করেছেন। বহুবছর ধরে লাক্স বলিউড ডিভাদের নতুন পরিচয় দিয়েছে। সেই লাক্সের এবার নতুন মুখ হলেন সুহানা। জানা গেছে, সোমবার থেকে লাক্সের নতুন বিজ্ঞাপনের শুট শুরু করছেন শাহরুখকন্যা।

এর আগে শাহরুখকেও দেখা গিয়েছিল লাক্সের বিজ্ঞাপনে। ২০০৫ সালে লাক্সের সঙ্গে পথচলা শুরু করেন শাহরুখ খান। লাক্সের একটি বিজ্ঞাপনে গোলাপের পাপড়ি ভরা বাথটাবে শাহরুখকে শুয়ে থাকতে দেখা যায়। আর তাকে ঘিরে দাঁড়িয়ে হেমা মালিনি, কারিনা কাপুর খান, শ্রীদেবী, জুহি চাওলা। বাবার পথ অনুসরণ করে একই পথে হাঁটতে যাচ্ছেন সুহানা।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি।

সামনে সুহানাকে দেখা যাবে সুজয় ঘোষের পরিচালনায় একটি চলচ্চিত্রে। ‘কিং’ নামের সিনেমাটিতে তার বাবা শাহরুখ খানও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। জানা যাচ্ছে, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। এটি ঘিরে ইতোমধ্যেই দর্শক আগ্রহ তুঙ্গে।


সাময়িক বিরতিতে তাপসী পান্নু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দক্ষিণী অভিনেত্রী তাপসী পান্নু। তবে নিজেকে দক্ষিণী অভিনেত্রী ভাবতে আপত্তি এই নায়িকার। নিজেকে কেবল ভারতীয় তারকা বলতেই বেশি পছন্দ তার। ২০২৩ সালের শেষের দিকে শাহরুখ খানের বিপরীতে ‘ডাঙ্কি’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন। কিছুদিন আগে বিয়ে করে নতুন জীবনে প্রবেশ করে আরেক অধ্যায় সূচনা করেন। বলা চলে, পেশাগত ও ব্যক্তিগত দুই জীবনেই ফুরফুরে মেজাজে আছেন তাপসী পান্নু।

অভিনয় জীবনের এক যুগ পেরিয়ে এখনো নিজের বৈশিষ্ট্য ও সাফল্য ধরে রেখেছেন তাপসী। এর পুরো কৃতিত্ব নিজের মেধা ও প্রচেষ্টাকেই দিতে চান অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমি এখন এমন এক অবস্থানে আছি, মনে হচ্ছে কিছু কাজ তো করেছি। আমি সত্যিই অনেক পরিশ্রম করেছি এবং নিজের যোগ্যতায় সব করেছি। সুতরাং আমার সাফল্য কোনো দুর্ঘটনা বা ভাগ্যের জোরে পাওয়া না। প্রতিনিয়ত চেষ্টার মধ্যে থেকেছি। তাই এই অবস্থানটা আমার জন্য বেশ আনন্দের ও সন্তুষ্টির।’

বর্তমানে কাজ থেকে কিছুটা বিশ্রামে আছেন তাপসী। বললেন, ‘আমার এখন বিরতি দরকার। সময়টা উপভোগ করা, বিশ্রাম নেওয়া দরকার। এরপর এমন কিছু দিয়ে কাজে ফেরা উচিত, যেটা পুনরায় আমাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।’

নিজের ক্যারিয়ার নিয়ে তাপসীর পর্যালোচনা এ রকম, “এখন বিশ্ব যখন অ্যাকশন, স্পাই ঘরানার ছবিতে মেতে আছে, আমি এগুলো ক্যারিয়ারের শুরুতেই করেছি ‘বেবি’ (২০১৫) ও ‘নাম শাবানা’ (২০১৭) ছবিতে। আবার ২০১৯ সালেই ‘বদলা’ ছবিতে খল চরিত্রে কাজ করেছি। নিজের চেহারা আমূল পরিবর্তন করে ‘সান্ড কি আঁখ’ (২০১৯) ছবিতে অভিনয় করেছি। স্পোর্টস-ড্রামা জনরার ছবিতেও আমাকে দেখা গেছে। হত্যা রহস্য, টাইম ট্রাভেল, থ্রিলার, ভৌতিক, বায়োপিক কত রকম ছবি করেছি। এত ধরনের ছবিতে কাজ করা নিঃসন্দেহে কঠিন ব্যাপার।”

তাপসী পান্নুকে আগামীতে দেখা যাবে জয়াপ্রদ দেসাই নির্মিত ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ সিনেমায়। এটি ২০২১ সালের ‘হাসিন দিলরুবা’ ছবির দ্বিতীয় কিস্তি। এতে তাপসীর সঙ্গে আছেন বিক্রান্ত ম্যাসি ও সানি কৌশল। ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

বিষয়:

বলিউডে ফিরছেন ইমরান খান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

মিস্টার পারফেকশনিস্ট বলে পরিচিতি পাওয়া বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খান। ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে ক্যারিয়ার শুরু করা ইমরা পরবর্তী সময়ে ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারেনি। ক্যারিয়ারের প্রথম সিনেমাই হিট দেওয়ার পর কেমন যেন দিশা হারিয়ে ফেলেছিলেন এই অভিনেতা। সাফল্যের পাল্লা কমতে কমতে এক সময় বলিউড থেকেই হারিয়ে যান তিনি। যদিও সম্পর্কে তিনি বলিউডের মহারথী আমির খানের ভাগ্নে। মামার নামের প্রতাপও কাজে লাগেনি তার।

তবে গত বছর অভিনেতা ঘোষণা দিয়েছিলেন, বলিউডে ফিরছেন তিনি। ইমরানের এই ঘোষণা তার ভক্তদের জন্য স্বস্তিদায়ক ছিল। এবার নতুন খবর এই যে, মামা আমির খানের ব্যানারেই ফিরছেন ইমরান। আর সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

সূত্রের খবর অনুসারে, গত বছর সিনেমায় ফেরার সম্ভাবনার ইঙ্গিত দেওয়ার আট মাস পর অবশেষে কামব্যাক প্রজেক্ট শুরু করে দিয়েছেন ইমরান। তিনি আমির খান প্রডাকশনস প্রযোজিত একটি কমেডি ঘরানার সিনেমায় ‘হ্যাপি প্যাটেল’ নামক চরিত্রে অভিনয় করবেন। ইতোমধ্যে গোয়ায় শুটিং শুরু হয়ে গেছে সিনেমাটির।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হ্যাপি প্যাটেল দিয়ে পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা বীর দাসের। আমির খানের প্রযোজনায় ‘দিল্লি বেলি’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন ইমরান ও বীর দাস। এবার বীর দাসের পরিচালনায় অভিনয় করছেন ইমরান।

শুরুতে শোনা যায়, ডিজনি প্লাস হটস্টারের একটি স্পাই সিরিজ দিয়ে ইমরানের প্রত্যাবর্তন হওয়ার কথা। যেখানে তিনি একজন গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন।

চলচ্চিত্র নির্মাতা আব্বাস টায়ারওয়ালা সিরিজটি তৈরি করার কথা ছিল। তবে গত বছর হটস্টার জিও অধিগ্রহণ করার পরে প্রকল্পটি বাতিল করা হয়। তাই অবশেষে মামার প্রযোজনাতেই ফিরছেন ইমরান।

১৯৮৮ সালের রোমান্টিক সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তাক’ এবং ১৯৯২ সালে ‘জো জিতা ওহি সিকান্দার’ চলচ্চিত্রে আমিরের সঙ্গে কাজ করেন খুদে ইমরান। এরপর ২০০৮ সালে জেনেলিয়া ডি’সুজার সঙ্গে ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে প্রধান অভিনেতা হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন ইমরান। অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৫ সালের ‘কাট্টি বাট্টি’-তে, যেটিতে তার সঙ্গে ছিলেন কঙ্গনা রানৌত।

বিষয়:

নতুন ৪ সিনেমা নিয়ে আসছেন মিথিলা

আপডেটেড ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০৬
বিনোদন প্রতিবেদক

গুণী চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ৪০০ বছরের পুরোনো গল্প নিয়ে নির্মাণ করেছেন ‘কাজল রেখা’ সিনেমাটি। আর এ সিনেমায় প্রথমবারের মতো নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার এই সময়ের ব্যস্ত অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ‘কাজল রেখা’য় তিনি কঙ্কণ দাসী চরিত্রে অভিনয় করেছেন। ঈদে মুক্তি পাওয়া এ সিনেমার প্রতি দর্শকের রয়েছে একটা আলাদা ভালো লাগা। কারণ ‘কাজল রেখা’ সিনেমায় বাংলার ঐতিহ্য খুঁজে পাচ্ছেন দর্শক। আর প্রত্যেক চরিত্রে শিল্পীদের অনবদ্য অভিনয়ও দর্শকের মনে ভালো লাগার সৃষ্টি করছে। যে কারণে দর্শকের মধ্যে সময় যত যাচ্ছে ‘কাজল রেখা’ সিনেমার প্রতি ভালোলাগা বাড়ছে ততই। দর্শকও বাড়ছে দিন দিন ‘কাজল রেখা’র।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স ‘কাজল রেখা’র একটি বিশেষ প্রদর্শনী হয়। সেখানে সিনেমাটি উপভোগ করতে গিয়েছিলেন জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণা মোস্তফা। সুবর্ণা মোস্তফা সিনেমাটি দেখে তার ফেসবুকে ‘কাজল রেখা’ নিয়ে তার ভালো লাগার কথা লিখেছিলেন। সেখানে তিনি মিথিলাকে নিয়ে লিখেছিলেন ‘মিথিলা এক দুর্দান্ত অভিনয়শিল্পীতে পরিণত হয়েছে।’ সুবর্ণা মোস্তফার এমন প্রশংসায় মিথিলাও তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে অফিসিয়াল কাজে বেশকিছুদিন কানাডায় থাকার পর গত ২৬ এপ্রিল রাতে ঢাকায় এসেছেন মিথিলা। এসে আবারও ব্যস্ত হয়ে পড়েছেন অফিসের কাজেই। আজ মিথিলার মেয়ে আয়রার জন্মদিন। তাই মেয়েকে ঘিরেও তার পরিকল্পনা আছে। এদিকে মিথিলা জানান, দুই বাংলায় তার অভিনীত চারটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। বাংলাদেশে যে দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় সে দুটি হলো অরুণ চৌধুরীর ‘জলে জলে তারা’ ও লুবনা শারমিনের ‘নূলিয়াছড়ির সোনার পাহাড়’। অন্যদিকে ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় রয়েছে অর্ণব মিদ্দার ‘মেঘলা’ ও দুলাল দের ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ।

‘কাজল রেখা’র জন্য সাড়া পাওয়া এবং মুক্তি প্রতিক্ষীত চারটি সিনেমা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘কাজল রেখা’ মুক্তির পর এখন পর্যন্ত যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, এতটা আমি সত্যিই আশা করিনি। কারণ আমার পর্দায় উপস্থিতি ছিল কম এবং চরিত্রটিও ছিল নেগেটিভ। যেহেতু প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করা, তাই একটু চিন্তাতেও ছিলাম। কিন্তু সব মিলিয়ে যা হলো, যেভাবে সবার ভালোবাসা পাচ্ছি, তাতে সত্যিই মুগ্ধ আমি। আর মুক্তির অপেক্ষায় থাকা চারটি সিনেমা নিয়েই আমি আশাবাদী। বিশেষত মেঘলায় আমাকে নাম ভূমিকায় দেখা যাবে। বাকিগুলোরও গল্প এবং নির্মাণ এককথায় দুর্দান্ত।’


banner close