শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২

মাহফুজ-অপির ‘অদৃশ্য’ আসছে ৫ অক্টোবর

আপডেটেড
১৫ সেপ্টেম্বর, ২০২৩ ২১:২২
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ২০:০৩

আনিস আহমেদ একজন স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনীতিবিদ। তার জীবন হুট করে পাল্টে যায়, যখন সে নিজেকে বন্দি অবস্থায় আবিষ্কার করে একটি পরিত্যক্ত ঘরে। কিন্তু কে, কেন বা কী কারণে তাকে বন্দি করেছে তার কোনো হদিস পায় না আনিস আহমেদ। এদিকে তাকে খুঁজে না পাওয়ায় পুরো শহরজুড়ে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। তৈরি হয় পরিবারের সদস্যদের মধ্যে নানান হিসাব।

এমন গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘অদৃশ্য’। যেটি নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা শাফায়েত মনসুর রানা। আগামী ৫ অক্টোবর থেকে ‘অদৃশ্য’ দেখা যাবে হইচইতে।

সিরিজটিরএক মিনিট দৈর্ঘ্যের ট্রেইলার উন্মোচন হয়েছে গত ১৪ সেপ্টেম্বর। হইচই মনে করছে, সিরিজটি দর্শকদের এমন এক রহস্যময় অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবে যা দর্শকদের শেষ পর্ব পর্যন্ত দেখতে বাধ্য করবে। সিরিজটি দর্শকদের সাসপেন্স, ড্রামা ও ষড়যন্ত্রের মাধ্যমে এমন এক রোমাঞ্চকর জার্নির মধ্য দিয়ে নিয়ে যাবে, যা দর্শকদের পৌঁছে দেবে একটি অনন্য অভিজ্ঞতায়। এমনটাই দাবি সংশ্লিষ্টদের।

এতে মাহফুজ আহমেদ অভিনয় করেছেন আনিস আহমেদ চরিত্রে। চরিত্রটি প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘চিত্রনাট্য পড়েই আমি রাজি হয়ে গিয়েছিলাম। তারপরও ওটিটিতে এটি আমার প্রথম কাজ, তাই দর্শকদের কেমন লাগল তা জানার জন্য অপেক্ষায় আছি।’

অভিনেত্রী অপি করিম অভিনয় করছেন আনিস আহমেদের স্ত্রী রিজওয়ানা আহমেদের চরিত্রে। তিনি বলেন, ‘শাফায়েত মনসুর রানার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। ‘ঢাকা মেট্রো’ ওয়েব সিরিজের পর আবারও ওটিটিতে কাজ করলাম আর মাহফুজ আহমেদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা সবসময়ই আনন্দের।’

পরিচালক শাফায়েত মনসুর রানা বলেন, “আমার প্রথম ওয়েব সিরিজ ‘অদৃশ্য’, এটি পরিচালনার অভিজ্ঞতা সত্যি আনন্দদায়ক। বিশেষ করে অপি আপা ও মাহফুজ ভাইয়ের সহযোগিতা ছাড়া এটা পসিবল ছিল না। তাদের দুজনের চরিত্রের অসাধারণ কম্বিনেশন এবং পারফরম্যান্স সত্যিই অবিস্মরণীয়। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কাজটি দর্শকদের দেখানোর জন্য। আমি আমার সর্বোচ্চটুকু ঢেলে দিয়েছি এই সিরিজটির পেছনে। আশা করছি দর্শকরা ভালোভাবে সিরিজটি গ্রহণ করবে।”


পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবন এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে প্রায়ই তিনি আলোচনার কেন্দ্রে থাকেন; তবে তা কাজের তুলনায় বেশি। পরীমণি নিজের ব্যক্তিগত জীবন বেশ উপভোগ করেন; আর সেসব মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নিতে পছন্দ করেন নায়িকা।

চলছে শীতের মৌসুম; অর্থাৎ পিঠা-পার্বণ তো চলবেই! আর সাধারণের মতো তিনিও পিঠা খেতে ঢাকা ছাড়লেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরেই ঢাকা ছাড়েন এই নায়িকা; পথিমধ্যে ছবি তুলে জানান দিলেন তার ভ্রমণের কথা।

পরীমণি তার অফিসিয়াল ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, নায়িকা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি থেকে নেমেছেন। শুভ্র সাদা রঙের একটি গাড়ির সামনে দাঁড়িয়ে তিনি বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছেন। কোনো ছবিতে তাকে হাসিখুশি মুখে হাত উঁচিয়ে ভি সাইন দিতে দেখাতে দেখা যায়, আবার কোন ছবিতে তাকে আনন্দে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ছবিগুলোতে নায়িকার পরনে ছিল জিন্স, টি শার্ট ও জ্যাকেট। পেছনে সবুজ গাছপালা ও পরিষ্কার নীল আকাশ ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘ভালো থেকো আমার প্রিয় শহর! যাই, একটু পিঠা খেয়ে আসি!’ পরীমণির এই ছবিটি নজর কেড়েছে ভক্তদের। মুহূর্তেই তা হাজার হাজার লাইক ও মন্তব্যে ভরে উঠেছে। নেটিজেনদের অনেকের অনুমান, নিজের গ্রামের বাড়ি বরিশালের দিকে সম্ভবত রওনা হয়েছেন নায়িকা; সেখানেই শীতকালীন পিঠা খেতে যাচ্ছেন তিনি।


মালাইকার বিস্ফোরক মন্তব্য

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

গ্ল্যামার দুনিয়ার আলো ছায়ার মাঝে আবারও তোলপাড় মালাইকা অরোরাকে ঘিরে। আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্য ভাঙন, এরপর অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি। সব মিলিয়ে জীবনের ক্রান্তিকালে দাঁড়িয়ে যেন নতুন করে নিজেকে গড়ছেন তিনি। কিন্তু থেমে নেই কানাঘুষা। এনরিক ইগলেসিয়াসের কনসার্টে ‘গোপন হাতধরা’ ছবিই যেন আগুনে ঘি ঢেলেছে। হাঁটুর বয়সি হীরা ব্যবসায়ীর সঙ্গে তার সম্ভাব্য নতুন প্রেম নিয়ে চারদিকে তোলপাড়। বয়সের তফাৎ নিয়ে চলছে কটাক্ষের ঝড়ও। আর এবার সেটা নিয়েই মুখ খুললেন মালাইকা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আরবাজ-অর্জুন অধ্যায়কে অতীত করে ব্যক্তিগতজীবনের ঝড়-ঝাপটা সামলে অভিনেত্রী বর্তমানে অনেকটাই থিতু হয়েছেন। যদিও বিচারকের আসন ছাড়া বলিউডের সিনেমা-সিরিজের পর্দাতেও তেমন আর দেখা যায় না তাকে। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু কৌতূহলের অন্ত নেই অনুরাগীমহলে। মালাইকার ডিভোর্স, প্রেম থেকে সাজপোশাক, সবকিছুই নেটিজেনদের নজরে থাকে। যার কারণে একাধিকবার ‘বদনামের ভাগী’ হতে হয়েছে এই অভিনেত্রীকে।

এক সাক্ষাৎকারে মাইলাইকা বলেন, ‘হাজার শক্ত থাকলেও আপনাকে বিচার করা হবে। যেটাই হোক না কেন, মেয়েদের সবসময় বিচারের কাঠগড়ায় তোলা হয়। কারণ এটা করা সহজ।’

এদিকে সাক্ষাৎকারে নতুন প্রেমিককে নিয়ে নিন্দুকদের কটাক্ষের জবাব দেওয়ার পাশাপাশি প্রাক্তন স্বামী আরবাজ খানের দ্বিতীয় বিয়েকেও পরোক্ষভাবে খোঁচা দেন মালাইকা।

তিনি বলেন, ‘আমি এখন যেমন নারীতে পরিণত হয়েছি, সেই পর্যায়ে পৌঁছনোর নেপথ্যে আমার জীবনে বেশ কিছু পুরুষের ভূমিকা রয়েছে। কিন্তু আজকের যুগে, একজন পুরুষ নিজের মতো জীবনযাপন করলে সেটাকে বাহবা দেয় সমাজ। এটা দারুণ! পুরুষরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর নিজের জীবনে অনায়াসে এগিয়ে যেতে পারে। আবার হাঁটুর বয়সি মেয়েকেও বিয়ে করতে পারে। তখন সকলে বাহবা দিয়ে বলেন- বাহ দারুণ কাজ করেছে।

কিন্তু এই একই কাজ যখন কোনও মহিলা করেন, তখন তাকে সমালোচিত হতে হয়। উলটে সেই মহিলাকে প্রশ্ন করা হয়- কেন সে এরকম করছে? ওর কি বোধবুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে? এরকম বস্তাপচা ধ্যানধারণা এবার সত্যিই বন্ধ হওয়া দরকার।’

এদিকে জানা যায়, বর্তমানে মালাইকা যার প্রেমে পড়েছেন তিনি একজন হীরা ব্যবসায়ী। নাম হর্ষ মেহেতা। মালইকার সঙ্গে তার বয়সের ফারাক উনিশ বছর। গুঞ্জন রয়েছে, চব্বিশ সালে অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। সম্প্রতি সেই বিশেষ বন্ধুকে নিয়ে বিদেশে ছুটি কাটাতেও উড়ে গিয়েছিলেন ভ্রমণবিলাসী নায়িকা। তারপর থেকেই চর্চায় তার নতুন প্রেমজীবন।


সিয়ামের নায়িকা হচ্ছেন সৃজিতের প্রেমিকা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

খবর ছড়িয়েছে ‘রাক্ষস’ চলচ্চিত্রে সিয়ামের নায়িকা হবেন কলকাতার ইধিকা পাল। দেশজুড়ে গণমাধ্যমে প্রকাশিত এসব খবরের বিপরীতে জানা যাচ্ছে ভিন্ন তথ্য। ইধিকা নন, ‘রাক্ষস’ চলচ্চিত্র সংশ্লিষ্টরা কলকাতার উঠতি নায়িকা সুস্মিতা চ্যাটার্জির প্রতি আগ্রহী হয়েছেন।

এই সুস্মিতা কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির প্রেমিকা হিসেবে সম্প্রতি আলোচনায় এসেছেন। প্রায়ই তাকে সৃজিতের সঙ্গে ঘুরতে দেখা যায়। এ আলোচনা হয় যে সুস্মিতার জন্যই মিথিলার সঙ্গে দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটিয়েছেন সৃজিত। তবে কিছুই স্পষ্ট নয়, নিশ্চিত নয়।

‘লহো গৌড়াঙ্গ নাম রে’ ও ‘ভালোবাসার মরসুম’ নামের দুটি চলচ্চিত্রে সুস্মিতা যুক্ত হয়েছেন। এবার এই নায়িকার নাম এলো বাংলাদেশের ‌‘রাক্ষস’ সিনেমার নায়িকা হিসেবে। নির্মাতা মেহেদী হাসান হৃদয় অবশ্য এ নিয়ে নিশ্চিত কোন তথ্য দেননি। তবে বেশ কিছু সূত্র দাবি করছে, এরই মধ্যে সিয়ামের বিপরীতে সুস্মিতাকে নেয়ার ব্যাপারে মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, ‘রাক্ষস’ অ্যাকশন ও রোমান্টিক ঘরানার সিনেমা। বাংলাদেশ ছাড়াও এর শুটিং হবে মালেশিয়া ও শ্রীলঙ্কায়। আগামী ১০ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে ছবিটির শুটিং। তবে শুরুতেই থাকছেন না সুস্মিতা। পরের লটের যোগ দেবেন তিনি।

শুরুতে ‘রাক্ষস’ সিনেমায় কাজ করার কথা ছিল সাবিলা নূরের। তবে ঈদের অন্য একটি সিনেমার জন্য ‘রাক্ষস’ সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি। এরপর আসে ইধিকা পালের নাম। ইধিকা নিজেই বিষয়টি সত্য নয় বলে জানান। সর্বশেষ আলোচনায় এলেন সুস্মিতা। সিনেমাপ্রেমীরা মনে করছেন, রোমান্টিক বয় সিয়ামের সঙ্গে মিষ্টি চেহারার সুস্মিতার জুটি বেশ জমে উঠতে পারে।


ফটোগ্রাফারদের অপমান, জয়াকে সপরিবারে বর্জনের ডাক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউডের গুণি অভিনেত্রী জয়া বচ্চন। প্রায়ই নানা রকম বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দেনি তিনি। বিশেষ করে সাংবাদিক, ফটোগ্রাফারদের সঙ্গে তার সম্পর্কটা বরাবরই সাপে-নেউলের মতো। বহুদিন ধরেই ফটোগ্রাফারদের প্রতি বিরাগ প্রকাশ করে আসছেন। অনুষ্ঠান হোক কিংবা জনসমাগম, তার সামনে ক্যামেরা উঠলেই বিরক্তি ঝরে পড়ে কথায়-অভিব্যক্তিতে।
সম্প্রতি সাংবাদিক বারখা দত্তকে দেওয়া এক আলোচনায় তিনি ফটোগ্রাফারদের নিয়ে আরও কড়া মন্তব্য করেন। বলেন, তাদের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। তারা ‘নোংরা আঁটসাঁট প্যান্ট পরে’ ছবি তোলার নামে অশিক্ষিত আচরণ করেন।
জয়ার এমন মন্তব্যে ক্ষুব্ধ ফটোগ্রাফারদের একাংশ। তারা বলছেন, তার এই ভাষা অপমানজনক। পুরো পেশাটিকেই ছোট করেছেন তিনি। এ কারণে বচ্চন পরিবারকেই বয়কটের কথাও ভাবছেন তারা। বিশেষ করে জয়ার নাতি অগস্ত্যের নতুন ছবি ‘ইক্কিস’র প্রচারণায় না যাওয়ার হুমকিও এসেছে তাদের পক্ষ থেকে।
একজন জনপ্রিয় ফটোগ্রাফার ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলাকে জানান, ‘তিনি ঢালাওভাবে সবাইকে নিয়ে অপমানসূচক কথা বলেছেন। এটা দুঃখজনক। তার মতো নন্দিত তারকার কাছে এ ধরণের আচরণ কেউ প্রত্যাশা করে না। তিনি কেন এভাবে বললেন? তার নাতনি অগস্ত্যের নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে। যদি আমরা প্রচারণায় না যাই তাহলে কী হবে?’
ওই ফটোগ্রাফার আরও মনে করিয়ে দেন, অমিতাভ বচ্চন প্রতি রোববার ভক্তদের উদ্দেশে বাড়ির বাইরে আসেন। সেটিও ফটোগ্রাফাররাই নিয়মিত কাভার করেন।
আরেক আলোকচিত্রী জানান, জয়া বচ্চন ডিজিটাল যুগের সঙ্গে তাল মেলাতে পারেননি। নাতিরা অন্তত তাকে বোঝানোর চেষ্টা করতে পারতেন। অন্য একজন ফটোগ্রাফার বলেন, ‘আমরা সবসময় তারকাদের ব্যক্তিগত ব্যাপারকে সম্মান করি। কতবার অনুরোধে আমরা কোনো ছবি ছড়াইনি। কাউকে অপমান করার অধিকার ওনার নেই। তাই আমরা নিজেদের সম্মান রক্ষার জন্য জয়া বচ্চন ও তার পরিবারকে কোনোরকম কাভার করব না বলে ভাবছি।’ জয়া বচ্চনের এই মন্তব্য ও ফটোগ্রাফারদের প্রতিক্রিয়া নিয়ে এখন বলিউডে তুমুল আলোচনা চলছে। তবে বচ্চন পরিবারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


‘সমাজ একই ঘটনায় পুরুষ ও নারীকে আলাদা চোখে দেখে’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা সিনেমায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব রয়েছেন। বিয়ে, সম্পর্ক নিয়ে তিনি নেটিজেনদের মাঝে সবসময় আলোচনা-সমালোচনায় থাকেন।

অভিনেতা আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছিলেন অনেক আগেই। ২০১৭ সালে মালাইকা ও আরবাজ আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। পরে বিচ্ছেদ নিয়ে দুজনেই চুপ থেকেছেন। এরপর দুজনই নতুন সম্পর্কে জড়িয়েছেন। আরবাজ শুরু করেন জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে, আর মালাইকা আলোচনার কেন্দ্রে থাকেন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের কারণে। অর্জুন তার চেয়ে ১২ বছরের ছোট- এ বিষয়ই মালাইকাকে বারবার সমালোচনার মুখে ফেলেন। সে কারণে অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমেও ভেঙে যায়। গত বছর অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরপরই নাকি হর্ষ মেহেতার সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকা অরোরার। মাসখানেক ধরে তারা একে অপরকে ডেট করছেন নিয়মিতই।

অন্যদিকে আরবাজও জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ৩৫ বছরের মেকআপ আর্টিস্ট শুরাকে বিয়ে করেন। ৫৮ বছর বয়সে সন্তানের বাবাও হয়েছেন তিনি। কিন্তু মালাইকার জীবনে ছোট যে কাজই ঘটে, তা নিয়েই খবরের শিরোনাম তৈরি হয়, মন্তব্যের ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। সম্প্রতি বারখা দত্তর ‘মোজো স্টোরি’র অনুষ্ঠানে এসে মালাইকা নিজের অভিজ্ঞতার কথা খুলে বলেন। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে যে সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে, সমাজের সেই দ্বিচারিতা নিয়েই প্রশ্ন তোলেন অভিনেত্রী।

মালাইকা বলেন, আপনি যদি দৃঢ় স্বভাবের নারী হন, তাহলে আপনাকে নিয়মিতই প্রশ্নের মুখোমুখি হতে হবে। এটা এড়ানোর কোন উপায় নেই। আমার জীবনে আসা কয়েকজন পুরুষ আমাকে দারুণভাবে সমর্থন করেছেন- তাদের জন্য আমার গভীর শ্রদ্ধা আছে। তিনি বলেন, তবে সমাজ একই ঘটনায় পুরুষ ও নারীকে আলাদা চোখে দেখে।

অভিনেত্রী বলেন, আজ একজন পুরুষ নতুন সম্পর্কে যায়, ডিভোর্স দেয়, নিজের অর্ধেক বয়সি কাউকে বিয়ে করে, তাহলে সবাই বলে- ওয়াও, কী দারুণ! অথচ একজন নারী একই কাজ করলে প্রশ্নের তীর তার দিকেই ছোড়া হয়- এটা কেন করলে? তার কি বুদ্ধি নেই? এই স্টেরিওটাইপগুলো এখনো আমাদের সমাজে আছে বলে জানান মালাইকা অরোরা।

অভিনেত্রী বলেন, একটা সময় তিনি শুধু গান করবেন, বিয়ে করে সংসার করবেন, সন্তান নেবেন- এভাবেই ভেবেছিলেন। আমি ভাবতাম না যে এত দূর আসব। পরে বুঝেছি- আমি আসলে অনেক বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। একই জায়গায় থেমে থাকতে ভালো লাগত না। সবসময় অন্য রকম কিছু করতে চাইতাম।

মালাইকা বলেন, ‘মা সব সময় বলতেন- দুনিয়া দেখ, জীবনটা উপভোগ কর। আর প্রথম যাকে ডেট করবে, তাকেই বিয়ে কর না। কিন্তু আমি তা–ই করেছি, মা বিশ্বাসই করতে পারছিলেন না। বলছিলেন- এভাবে করলে তুমি কী করে জানবে জীবনে আরও কী কী আছে? আমি শুধু বলেছিলাম, মা, একটু রিলাক্স কর। তবে মা সবসময়ই আমাদের স্বপ্ন দেখতে উৎসাহ দিয়েছেন, আমাকে থামিয়ে রাখেননি বলে জানান অভিনেত্রী।


ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার সংগীত জগতে নিজের উপস্থিতি শক্তভাবে জানান দিলেন। কিছুদিন ধরেই তার নতুন গান নিয়ে হচ্ছিল আলোচনা। অবশেষে প্রকাশ পেল তার দ্বিতীয় দ্বৈত গান ‘মন গলবে না’, যা গেয়েছেন ফারিণ ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এই গানের মাধ্যমে ফারিণ শুধু অভিনেত্রী নয়, একজন পূর্ণাঙ্গ গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করলেন।

গানটিতে তিনি প্রযোজক হিসেবেও অভিষেক ঘটালেন। এটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ এর ব্যানারে। গানটির কথা লিখেছেন কবির বকুল, আর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। নাহিয়ান আহমেদের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হয়েছেন ফারিণ ও ইমরান।

ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। ভিডিওর বর্ণনায় এটিকে আবেগ ও সুরের এক অনন্য মিলন হিসেবে উপস্থাপন করা হয়েছে।

ভিডিওতে ফারিণের বিভিন্ন রূপ দর্শকদের মুগ্ধ করেছে। কখনও লাল ডট প্রিন্টের পোশাকে সুইমিংপুলের ধারে খুনসুটিতে মেতেছেন, আবার কখনও সাদা পোশাকে গুহার মতো সেটে নৃত্যশিল্পীদের সঙ্গে মিলিয়েছেন। এছাড়া কালো রহস্যময় সাজে কিংবা সোনালি ঝকঝকে পোশাকে আগুনের শিখার মাঝে গ্ল্যামার ছড়িয়ে দিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে ছোট ও বড় পর্দায় তার সাবলীল অভিনয় দেখে আসা দর্শকরা এবার তার মধুর কণ্ঠ শুনে অবাক হয়েছেন। অভিনয়ের দক্ষতার পাশাপাশি গানে তার পারদর্শিতাও দর্শক ও শ্রোতাদের বিস্ময় জাগিয়েছে।


শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

আরিফিন শুভ ভক্তদের জন্য দুঃসংবাদ! শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন এই ঢাকাই চিত্রনায়ক- এমনটাই শোনা যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে সংশিষ্টদের স্পষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি; আরিফিন শুভর অবস্থাও স্পষ্ট জানা যায়নি।

তবে কিছু সূত্রের বরাতে বেশ কয়েকটি সংবাদমাধ্যমগুলোতে এসেছে এই খবর। জানা গেছে, অনেকটা গোপনেই, ঢাকার বাইরে এক নির্জন লোকেশনে চলছিল আরিফিন শুভর নতুন সিনেমা ‘মালিক’ এর শুটিং। আর দুর্ঘটনা ঘটার সঙ্গে এই শুটিংয়ের বিষয়টিও ফাঁস হলো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপ্রত্যাশিত ঘটনার দৃশ্য ফাঁস হতেই কৌতূহল জাগে সিনে ভক্তদের মনে। তাতে দেখা যায়, আরিফিন শুভর মতো দেখতে একজনের পায়ে আগুন, যিনি তা নেভানোর চেষ্টা করছেন।

এমন দৃশ্য নিশ্চিতভাবে নানা কৌতূহলের জন্ম দেয়। পরে সংবাদমাধ্যমে উঠে আসে, ‘মালিক’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে এ ঘটনা ঘটে আরিফিন শুভর সঙ্গে; সেই দৃশ্যটি মূলত ছিল- তার শরীরের নিচের অংশ ছুঁয়ে সামান্য আগুন চলে যাবে। কিন্তু ক্যামেরা চালু হতেই আগুনের শিখা যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। আর তা মুহূর্তেই তা লেগে যায় শুভর পায়ে। কয়েক সেকেন্ডের মধ্যে শিখা আরও উঁচু হয়ে নায়কের পা দগ্ধ করে দেয়।

তবে ইউনিটের সদস্যরা নাকি জানিয়েছেন, প্রথমে শুভ নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় তিনি আগুনে ঝলসে কাঁপছিলেন, তবুও থামেননি। কিন্তু আগুন না থামায় একসময় ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন, কিন্তু ততক্ষণে শুভর পা দগ্ধ হয়।

এই ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করতে চাইলেও শুভ নাকি তাকে এক মুহূর্তের জন্যও সুযোগ দেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান; সেই দিনের শুটিং শেষ না করে তিনি ফিরতে চাননি। পায়ে ক্ষত থাকা সত্ত্বেও এখনো তিনি নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনাটি নিয়ে পরিচালকের আনুষ্ঠানিক কোন মন্তব্য পাওয়া যায়নি। আর ঘটনাটি কবে ঘটেছে, তাও স্পষ্ট নয়। অ্যাকশনধর্মী ‘মালিক’ সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এই ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।


বিজয়ের সঙ্গে বিয়ে, প্রথমবার সরাসরি জবাব দিলেন রাশমিকা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বিজয় দেবারকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। কিছুদিন আগেই ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করে, বাগ্দান সেরেছেন দুই দক্ষিণী তারকা। এমনকি ২০২৬ সালের শুরুতেই বিয়ে করছেন রাশমিকা ও বিজয়, এমন খবরও প্রকাশিত হয়। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা ধরণের খবর প্রকাশিত হলেও এত দিন চুপ ছিলেন রাশমিকা। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে প্রথমবার বিয়ে নিয়ে প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী।

চলতি বছর দুর্দান্ত সময় কাটাচ্ছেন রাশমিকা। বছরের শুরুতে ‘ছাবা’ দিয়ে শুরু করে সবশেষ ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমাও প্রশংসা কুড়িয়েছে। তার অভিনীত পাঁচটি সিনেমা ২০২৫ সালে বক্স অফিস থেকে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে। সাক্ষাৎকারে রাশমিকা বলেন, ‘সত্যি এবার স্বপ্নের মতো বছর কাটল। ক্যারিয়ারের শুরু থেকেই আমি নানা ধরণের সিনেমায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে চেয়েছি। এ বছর সেটা হয়েছে। কোন কিছুই পরিকল্পনা করে হয় না, এটা হয়ে গেছে।’

চলতি বছরের অক্টোবরেই হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাশমিকা ও বিজয় নাকি বাগ্দান সারেন- এমন খবরও ছড়িয়ে পড়ে। বিজয়ের টিম পরে গণমাধ্যমকে জানিয়েছিল, বাগ্দান সত্যি হয়েছিল এবং তাদের বিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হবে। যদিও দুই তারকার কেউই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি বা কোনো ছবি শেয়ার করেননি। ঐ দিন দ্য হলিউড রিপোর্টারের সঞ্চালক অনুপমা চোপড়া রাশমিকাকে সরাসরি জিজ্ঞেস করেন, বিয়ের পরিকল্পনার কথা তিনি কী স্বীকার করবেন? নাকি গুজব বলে উড়িয়ে দেবেন? রাশমিকা একটু সময় নেন। পরে হেসে বলেন, ‘আমি কোনোটাই করব না।’ পরে তিনি বলেন, ‘যখন সময় হবে, তখন আমরাই ঘোষণা দেব।’ ভক্তরা মনে করছেন, রাশমিকার এই উত্তর আসলে তাদের সম্পর্কের স্বীকারোক্তি।

রাশমিকা এ সময় আরও জানান, ভক্ত বা গণমাধ্যমের সঙ্গে কোন ব্যক্তিগত খবর ভাগ করে নেওয়ার আগে তিনি সময় নিতে চান।

‘গীতা গোবিন্দম’ (২০১৮) ও ‘ডিয়ার কমরেডে’ (২০১৯) একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাদের প্রেম নিয়ে বলিউড-দক্ষিণি ইন্ডাস্ট্রিজুড়ে গুঞ্জন শুরু হয়। গত আগস্টে দুজনকে নিউইয়র্কের ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে একসঙ্গে দেখা যায়। এরপর তারা ‘ভারত বিয়ন্ড বর্ডারস’ নামের একটি অনুষ্ঠানেও যোগ দেন।

২০২৪ সালে দুজনই জানিয়েছিলেন তারা ‘সিঙ্গেল নন’, তবে কেউই সঙ্গীর নাম প্রকাশ করেননি।


‘আন্ধার’ এর পর ‘রাক্ষস’, ইধিকা এবার সিয়ামের নায়িকা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ঢালিউড তারকা সিয়াম আহমেদ সম্প্রতি শেষ করেছেন ‘আন্ধার’ সিনেমার শুটিং। রায়হান রাফী পরিচালিত ছবিটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন নাজিফা তুষি। সিনেমাটির কাজ শেষ করেই প্রস্তুতি নিচ্ছেন আরেকটি নতুন ছবি ‘রাক্ষস’–এর জন্য। ছবিটি নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল- নায়িকা কে হচ্ছেন? প্রার্থনা ফারদিন দীঘি বা সাবিলা নূরের নাম ঘুরে বেড়ালেও নির্মাতারা নায়িকা চূড়ান্ত করতে সময় নিচ্ছিলেন। অবশেষে গুঞ্জনের ইতি টেনে প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ছবিটির নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

ইধিকার সঙ্গে চলতি সপ্তাহেই চুক্তিপত্রে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে এটিই হতে যাচ্ছে সিয়াম–ইধিকা জুটির প্রথম সিনেমা। এর আগেও তাদের জুটিকে ঘিরে একবার আলোচনা তৈরি হয়েছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চাউর হয়েছিল, তামিম রহমান পরিচালিত ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করবেন তারা দুজন। কিন্তু সেই ছবির আর কোন খবর পরে পাওয়া যায়নি। ফলে অনেকেই মনে করছিলেন, এই জুটি হয়তো খুব শিগগিরই একসঙ্গে পর্দায় আসতে পারবেন না। এবার ‘রাক্ষস’- এর মাধ্যমে সে প্রত্যাশাই পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন দর্শকেরা।

ইধিকা পাল বাংলাদেশের দর্শকের কাছে পরিচিতি পান শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। ছবিতে তার অভিনয়, উপস্থিতি ও রোমান্টিক চরিত্র দ্রুতই তাকে আলোচনায় নিয়ে আসে। এই নায়িকা শাকিব খানের বিপরীতে দ্বিতীয়বার অভিনয় করেন ‘বরবাদ’ ছবিতে। শাকিব খানের বাইরে তিনি কাজ করেন বাংলাদেশি পরিচালক হাসিবুর রেজার ‘কবি’ সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন শরীফুল রাজ। পাশাপাশি কলকাতায় দেবের বিপরীতে ‘খাদান’ এবং ‘রঘু ডাকাত’ সিনেমায় অভিনয় করে টলিউডেও নিজেকে আলোচনায় রেখেছেন নিজেকে। আস্তে আস্তে বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায় জনপ্রিয়তা বাড়ছে ইধিকার।

সিয়াম আহমেদ অভিনীত দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা ‘জংলি’। এতে তার বিপরীতে অভিনয় করেন শবনম বুবলী। ‘পোড়ামন ২’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করা সিয়াম আস্তে আস্তে বাণিজ্যিক অ্যাকশন থেকে শুরু করে কনটেন্ট–ড্রিভেন সিনেমা- সব ঘরানাতেই নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘বিশ্বসুন্দরী’, ‘শান’, ‘মৃধা বনাম মৃধা’, ‘অপারেশন সুন্দরবন’, ‘দহন’, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘পাপ–পুণ্য’, ‘দামাল’, ‘অন্তর্জাল’- প্রতিটি সিনেমাতেই ভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে। গেল ঈদুল আজহায় শাকিব খানের ‘তাণ্ডব’ ছবিতে ক্যামিও চরিত্রে চমকে দেন এই তারকা। সাম্প্রতিক ‘আন্ধার’–এর মাধ্যমে আবারও নতুন রূপে হাজির হতে প্রস্তুত তিনি। ফলে ‘রাক্ষস’-এ ইধিকার সঙ্গে তার জুটি নিয়ে আগে থেকেই তৈরি হয়েছে আলাদা আগ্রহ।


নাতনিকে বিয়ে না করার পরামর্শ জয়ার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের সঙ্গে পাঁচ দশকের দাম্পত্যজীবন তার। তিনিই এবার বিয়েকে ‘পুরোনো ধারণা’ বলে আখ্যা দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক এবং অমিতাভ বচ্চনকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আবারও আলোচনায় অভিনেত্রী। জয়া বলেন, বিয়ের ধারণা আজ পুরোনো হয়ে গেছে। বিশেষ করে নিজের নাতনি নভ্যা নাভেলিকে তিনি বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন। বলেছেন, আমি চাই না নভ্যা বিয়ে করুক।

তিনি আরও বলেন, জীবনকে উপভোগ করা উচিত। সম্পর্ক, শারীরিক আকর্ষণ-এগুলোর গুরুত্ব আছে; কিন্তু বিয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আজ অনেকটাই কমে গেছে।

অমিতাভের সঙ্গে বিয়ে নিয়ে অভিনেত্রীর ভাবনা কী একই ছিল, এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, আমি তাকে (অমিতাভ বচ্চন) জিজ্ঞেস করিনি। উনি হয়তো বলবেন, আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি সেটি শুনতে চাই না। যদিও তাদের ভালোবাসা, বিয়ে এবং ৫২ বছরের দাম্পত্য নিয়ে এখনো ভক্তদের আগ্রহ কম নয়। বিগ-বি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বিয়ের পেছনের গল্পটিও যেন সিনেমার মতোই নাটকীয়। ১৯৭৩ সালে ‘জঞ্জির’ সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর তাদের দলবল নিয়ে লন্ডন যাওয়ার পরিকল্পনা ছিল। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন জানতে চাইলেন কারা যাবে? জয়াসহ মেয়েদের নাম শুনে তিনি স্পষ্ট বললেন, আগে বিয়ে করো, তারপর যাও। বাবার কথা রাখতেই মাত্র এক রাতের প্রস্তুতিতে বিয়ে সারেন দুজনে। পরদিনই উড়াল দেন লন্ডনে। প্রসঙ্গত, জয়া বচ্চন মানেই যেন বিতর্ক! সম্প্রতি পাপারাজ্জিদের কড়া ভাষায় শাসিয়ে ফের বিতর্কের মুখে পড়েন বিগ-বি ঘরনি। এবার বিয়েকে পুরোনো ধারণা বলায় চটেছেন নেটিজেনদের একাংশ।


ফেইক আইডি নিয়ে বিপাকে মিমি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

অনেক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত এক সময়ের নন্দিত অভিনেত্রী আফসানা মিমি। তবে সাম্প্রতিক সময়ে মাঝেমধ্যে পর্দায় দেখা দিচ্ছেন। সর্বশেষ এই অভিনয়শিল্পী ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী সাম্প্রতিক সময়ে ফেসবুকের ফেইক আইডি নিয়ে বিপাকে পড়েছেন। দুই সপ্তাহের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনের অনেকেই লক্ষ করেছেন, কেউ একজন আফসানা মিমির নামে ফেসবুকে বন্ধু হওয়ার আহ্বান পাঠাচ্ছেন। শুধু বন্ধু রিকোয়েস্ট নয়, মেসেঞ্জারের মাধ্যমে খুদেবার্তা পাঠানো হচ্ছে। বিষয়টি নজরে আসে আফসানা মিমির। এই বিষয়ে আফসানা মিমি গণমাধ্যমকে বলেন, ‘এটা ভুয়া’।

আমি কোন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি না। কে বা কারা এসব করছে, তা আমি জানি না।’

বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, মিমির নামে চালু হওয়া আইডিটি সম্পূর্ণ মিথ্যা এবং কেউ না কেউ এটিকে ব্যবহার করে ভুয়া পরিচয় তৈরি করছে।


ফের প্রেমের গুঞ্জন ‘ম্রুণালের’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বাতাসে কান পাতলেই যেন ভেসে আসে তারকাদের প্রেমের গুঞ্জন। আর তারকা যদি হয় বলিউডের, তাহলে সেই গুঞ্জন দিন দিন আরও জোরালো হতে থাকে। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গন থেকে বলিউডে পা রাখা ম্রুণাল ঠাকুরের প্রেম নিয়ে কম কানাঘুষা হয়নি।

কিছুদিন আগে এই অভিনেত্রীর সঙ্গে দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুষের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার শোনা যাচ্ছে, ক্রিকেট তারকা শ্রেয়াস আইয়ারের প্রেমে মজেছেন অভিনেত্রী। তবে নতুন এই প্রেমের খবর আদৌ সত্যি কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে অনুরাগীদের মনে। কেননা, ম্রুণাল প্রেমের গুঞ্জন নিয়ে তার প্রতিক্রিয়া তুলে ধরছেন হাস্যরসের ছলে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ক্রিকেটার শ্রেয়াস আইয়ার এবং অভিনেতা ধানুষের সঙ্গে ম্রুণাল ঠাকুরের প্রেম নিয়ে জল্পনায় মেতেছেন নেট দুনিয়ার বাসিন্দারা। তাদের মনে উঠে এসেছেন নানা প্রশ্ন। অনুরাগীদের জল্পনার মাঝেও সরাসরি কোন ব্যাখ্যা না দিয়ে, সম্প্রতি ইনস্টাগ্রামে এক মজার ভিডিও শেয়ার করছেন অভিনেত্রী।

ভিডিওতে দেখা গেছে, ম্রুণাল আরাম করে বসে আছেন, আর তার মা মাথায় তেল দিয়ে ম্যাসাজ দিচ্ছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ওরা বলে, আমরা হাসি। পুনশ্চ: গুঞ্জন মানে বিনামূল্যে জনসংযোগ, আর আমি বিনা মূল্যের জিনিস ভালোবাসি!’ তিনি যদিও কারও নাম উল্লেখ করেননি, তবে সময়ের সঙ্গে মিলিয়ে দেখলে বোঝাই যায় যে সাম্প্রতিক জল্পনাগুলোর দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

এদিকে সামাজিক মাধ্যমে গত কয়েক সপ্তাহ ধরেই ম্রুণালের সঙ্গে শ্রেয়াস আইয়ারের নাম জড়িয়ে নানা পোস্ট ভাইরাল হয়েছে। রেডিট-এ শুরু হওয়া আলোচনা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে অন্যান্য প্ল্যাটফর্মে। একইভাবে ম্রুণালের সঙ্গে ধানুষের নাম নিয়েও সমানভাবে গুজব ছড়িয়েছিল। ‘সন অব সরদার ২’ সিনেমার প্রিমিয়ারে তাদের একসঙ্গে উপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছিল।

ধানুষ এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে ম্রুণালের সোশ্যাল মিডিয়া ইন্টারঅ্যাকশনও নেটিজেনদের নজরে এসেছে। এত কিছুর পরও প্রেমের গুঞ্জন নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি অভিনেত্রী; বরং অভিনয় ক্যারিয়ারের দিকে মনোযোগ ধরে রেখেছেন তিনি।

ম্রুণালকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘সন অব সরদার ২’ সিনেমায়। সেখানে তার সহশিল্পী ছিলেন অজয় দেবগন, রবি কিষণ, সঞ্জয় মিশ্রের মতো আলোচিত অভিনেতারা। সিনেমাটি অনেকের মনোযোগ কেড়েছে। এবার ম্রুণালকে নতুন একটি চরিত্রে দেখা যাবে ‘দো দিওয়ানে শহর মে’ নামে সিনেমায়। এটি মুক্তি পাবে আগামী বছর ২০ ফেব্রুয়ারি।


বিয়ে করলেন ‘বড় ছেলে’র নির্মাতা মিজানুর রহমান আরিয়ান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চান তিনি। তবে কবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে- তা উল্লেখ করেননি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘যে মানুষ আপনার জীবনে ভাল কিছু নিয়ে আসে, সেই-ই আসলে আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভাল ঘটনা।’

জানা যায়, আরিয়ানের স্ত্রী তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। পরিচালক জানান, তাদের পরিচয় সাত বছরের। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়স্বজন, বন্ধু এবং সহকর্মীদের নিয়ে বড় আকারে আয়োজন করে আনুষ্ঠানিক অনুষ্ঠান করবেন তারা। নতুন জীবনের এই সূচনায় দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী ও ভক্তরা।

রোমান্টিক ঘরানার নির্মাতা হিসেবে পরিচিত আরিয়ান এ পর্যন্ত পঞ্চাশেরও বেশি নাটক পরিচালনা করেছেন। তার নির্মিত জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’ তাকে এনে দেয় সবচেয়ে বেশি পরিচিতি। এছাড়াও তার নির্মিত ‘অ্যাংরি বার্ড’, ‘ব্যাচ ২৭’ এর মতো নাটকগুলোও বেশ দর্শকপ্রিয়।


banner close