মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

মাহফুজ-অপির ‘অদৃশ্য’ আসছে ৫ অক্টোবর

আপডেটেড
১৫ সেপ্টেম্বর, ২০২৩ ২১:২২
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ২০:০৩

আনিস আহমেদ একজন স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনীতিবিদ। তার জীবন হুট করে পাল্টে যায়, যখন সে নিজেকে বন্দি অবস্থায় আবিষ্কার করে একটি পরিত্যক্ত ঘরে। কিন্তু কে, কেন বা কী কারণে তাকে বন্দি করেছে তার কোনো হদিস পায় না আনিস আহমেদ। এদিকে তাকে খুঁজে না পাওয়ায় পুরো শহরজুড়ে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। তৈরি হয় পরিবারের সদস্যদের মধ্যে নানান হিসাব।

এমন গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘অদৃশ্য’। যেটি নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা শাফায়েত মনসুর রানা। আগামী ৫ অক্টোবর থেকে ‘অদৃশ্য’ দেখা যাবে হইচইতে।

সিরিজটিরএক মিনিট দৈর্ঘ্যের ট্রেইলার উন্মোচন হয়েছে গত ১৪ সেপ্টেম্বর। হইচই মনে করছে, সিরিজটি দর্শকদের এমন এক রহস্যময় অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবে যা দর্শকদের শেষ পর্ব পর্যন্ত দেখতে বাধ্য করবে। সিরিজটি দর্শকদের সাসপেন্স, ড্রামা ও ষড়যন্ত্রের মাধ্যমে এমন এক রোমাঞ্চকর জার্নির মধ্য দিয়ে নিয়ে যাবে, যা দর্শকদের পৌঁছে দেবে একটি অনন্য অভিজ্ঞতায়। এমনটাই দাবি সংশ্লিষ্টদের।

এতে মাহফুজ আহমেদ অভিনয় করেছেন আনিস আহমেদ চরিত্রে। চরিত্রটি প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘চিত্রনাট্য পড়েই আমি রাজি হয়ে গিয়েছিলাম। তারপরও ওটিটিতে এটি আমার প্রথম কাজ, তাই দর্শকদের কেমন লাগল তা জানার জন্য অপেক্ষায় আছি।’

অভিনেত্রী অপি করিম অভিনয় করছেন আনিস আহমেদের স্ত্রী রিজওয়ানা আহমেদের চরিত্রে। তিনি বলেন, ‘শাফায়েত মনসুর রানার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। ‘ঢাকা মেট্রো’ ওয়েব সিরিজের পর আবারও ওটিটিতে কাজ করলাম আর মাহফুজ আহমেদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা সবসময়ই আনন্দের।’

পরিচালক শাফায়েত মনসুর রানা বলেন, “আমার প্রথম ওয়েব সিরিজ ‘অদৃশ্য’, এটি পরিচালনার অভিজ্ঞতা সত্যি আনন্দদায়ক। বিশেষ করে অপি আপা ও মাহফুজ ভাইয়ের সহযোগিতা ছাড়া এটা পসিবল ছিল না। তাদের দুজনের চরিত্রের অসাধারণ কম্বিনেশন এবং পারফরম্যান্স সত্যিই অবিস্মরণীয়। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কাজটি দর্শকদের দেখানোর জন্য। আমি আমার সর্বোচ্চটুকু ঢেলে দিয়েছি এই সিরিজটির পেছনে। আশা করছি দর্শকরা ভালোভাবে সিরিজটি গ্রহণ করবে।”


পরী-বুবলির ‘খেলা হবে’!

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

‘খেলা হবে’- ছোট এই দুটি শব্দ বেশ জনপ্রিয় ও ভাইরাল। ‘খেলা হবে’ এই শব্দটি শুধু বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মুখেই নয়, বিভিন্ন তারকাদের মুখেও শোনা গিয়েছে। এই শিরোনামে একটি গানও আছে ‘লোকাল’ সিনেমায়। এবার জানা গেল, ‘খেলা হবে’ নামেই একটি সিনেমা নির্মিত হতে যাচ্ছে। সিনেমাটি নির্মাণ করছেন ‘ন ডরাই’য়ের পরিচালক তানিম রহমান অংশু। সিনেমাটিতে আছে আরও একটি চমক। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো পর্দা শেয়ার করতে দেখা যাবে ঢালিউডের জনপ্রিয় দুই তারকা অভিনেত্রী পরীমনি ও শবনম ইয়াসমিন বুবলীকে।

এই দুই তারকা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করবেন মুশফিকুর রহমান। এ ছাড়া আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চুসহ অনেকে।

তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া এক প্রজ্ঞাপন থেকে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। সেই প্রজ্ঞাপনে তথ্য মন্ত্রণালয় থেকে ‘খেলা হবে’ সিনেমার আংশিক দৃশ্য ধারণের জন্য ১২ জন শিল্পী ও কলাকুশলীর ভারত গমনের অনুমতি প্রদান করা হয়েছে। যেখানে ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট ২৫ দিন ভারতে শুটিং করার অনুমতি পেয়েছেন তারা।

জানা যায়, টিএম ফিল্মস ছবিটি প্রযোজনা করতে যাচ্ছে। গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

অক্টোবরে ছবিটির শুটিং হওয়ার কথা আছে ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরে অনুমতি দেয়া হয়।

বিষয়:

প্রসেনজিৎকে কেন শুভেচ্ছা জানালেন অমিতাভ?

অমিতাভ বচ্চন
আপডেটেড ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ২২:২৬
বিনোদন প্রতিবেদক

সদ্যই উন্মুক্ত হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’-এর ট্রেলার। তারপর থেকেই প্রশংসায় ভাসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার ট্রেলার দেখার পর প্রসেনজিতের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন।

আসছে পূজায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ‘বাইশে শ্রাবণ’-এর ১২ বছর পর আরও একবার প্রবীর রায় চৌধুরীর চরিত্রে বড় পর্দায় ধরা দিতে চলেছেন প্রসেনজিৎ। সোমবার সকালে ছবির ট্রেলার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অমিতাভ বচ্চন এক পোস্টে লিখেছেন, ‘বুম্বা, প্রত্যেকবারের মতোই তোমার জন্য শুভকামনা।’

অমিতাভের সঙ্গে সুসম্পর্কের কথা একাধিকবার বলেছেন প্রসেনজিৎ। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চই হোক বা অন্য কোনো অনুষ্ঠান, অমিতাভ শহরে এলে তার সঙ্গে দেখা করতে চেষ্টা করেন প্রসেনজিৎ। সেখানে ‘দশম অবতার’ নিয়ে অমিতাভের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে উচ্ছ্বসিত ‘বুম্বা’।

প্রশংসায় ভাসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

অভিনেতা বললেন, ‘ওনার মতো অভিনেতার কাছ থেকে প্রশংসা পেয়ে আমি অভিভূত। এটা শুধু আমার জন্য নয়, সৃজিতের নেতৃত্বে আমাদের পুরো টিমের কাছেই এক বিশাল প্রাপ্তি।’

প্রসেনজিৎ বলেন, ‘ভারতীয় সিনেমায় তিনি যে উচ্চতায় রয়েছেন, সেখানে ওনার শুভেচ্ছা এই বছরের শারদীয় উৎসবে আলাদা মাত্রা যোগ করল। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ।’

উল্লেখ্য, এর আগেও প্রসেনজিৎ অভিনীত বেশ কিছু ছবি মুক্তির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন বিগ বি।

‘দশম অবতার’-এ প্রসেনজিৎ ছাড়া আরও রয়েছেন জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত প্রমুখ। আগামী ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

বিষয়:

‘অদৃশ্য’ সিরিজে কীসের ইঙ্গিত?

অদৃশ্য সিরিজের দৃশ্যে মাহফুজ আহমেদ ও অপি করিম
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘অদৃশ্য’। আজ এসেছে সিরিজটির আড়াই মিনিটের ট্রেলার। এটা দেখেই অনেকের অনুমান, পুরোদস্তুর রাজনৈতিক ঘরানার এই সিরিজ। সাসপেন্স আর থ্রিলারের অসাধারণ কম্বিনেশনের একটি সিরিজ হতে যাচ্ছে অদৃশ্য।
সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও অভিনেত্রী অপি করিম।

এটি পরিচালনা করেছেন নির্মাতা শাফায়েত মনসুর রানা। ট্রেলার দেখে বোঝা যায়, সিরিজের গল্প আবর্তিত হয়েছে আনিস আহমেদকে নিয়ে। আনিস আহমেদ একজন স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনীতিবিদ। যার জীবন হুট করে পালটে যায়, যখন সে তার নিজেকে বন্দি অবস্থায় আবিষ্কার করে একটি পরিত্যক্ত ঘরে। কিন্তু কে, কেন বা কী কারণে তাকে বন্দি করেছে তার কোনো হদিস পায় না আনিস আহমেদ।

সিরিজটি নিয়ে মাহফুজ আহমেদ বলেন, ‘দর্শক আমাকে এই সিরিজে সম্পূর্ণ নতুন রূপে আবিষ্কার করবে। এমন চরিত্রে এর আগে আমার অভিনয় করা হয়নি। এই গল্পের জার্নিটা একদম আলাদা, বেঁচে থাকার জন্য বাহ্যিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি লড়াইটা নিজের মনের বিরুদ্ধেও করতে হয়। আমি বিশ্বাস করি, এই সিরিজটি দেখে দর্শক অনেক ধরনের বাস্তবতা নিয়ে প্রশ্ন করা শুরু করবে।’
ট্রেলারে গল্পের যে টুইস্ট আর টার্ন দেখানো হয়েছে, তা একটি ভিন্নধর্মী থ্রিলার গল্পের আভাস দিয়েছে, যা সিরিজটিকে দর্শকদের প্রবল আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছে। সেই আগ্রহের ফলে দর্শক এক নিমিষেই দেখতে চাইবে আনিস আহমদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার শেষ পরিণতি।’

সিরিজে আনিসের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অপি করিম। তিনি বলেন, “প্রথমত, ‘ঢাকা মেট্রো’র পর আবারও হইচইতে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। এই সিরিজে বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেতা রয়েছেন, যাদের আমি খুব পছন্দ করি। এটা নিঃসন্দেহে সম্মানের বিষয়। সিরিজটিতে কী ঘটতে চলেছে, ট্রেইলারটি তার একটি ঝলক মাত্র। আমি আশা করি দর্শকরা শেষ পর্যন্ত সিরিজটি বেশ ভালোভাবেই উপভোগ করবেন।
সিরিজ নিয়ে পরিচালক বলেন, ‘ট্রেলারে যে সাড়া পাওয়া গেছে তাতে আমি অত্যন্ত অভিভূত। এটি আমার প্রথম ওয়েব সিরিজ এবং হইচইয়ের সঙ্গে ওটিটিতে অভিষেক করতে পেরে আমি সত্যি আনন্দিত।’
সিরিজটিতে তানিয়া আহমেদ, শাহাদাত হোসেন, শম্পা রেজা, সুমন আনোয়ার, আহমেদ রেজা রুবেল, শহীদুজ্জামান সেলিম, নিশাত প্রিয়ম, পার্থ শেখ, গিয়াসউদ্দিন সেলিমসহ আরও অনেক অভিনয় করছেন।
মাহফুজ আহমেদ ও অপি করিম অভিনীত ‘অদৃশ্য’ ওয়েব সিরিজটি আগামী ৫ অক্টোবর থেকে দেখা যাবে শুধু হইচইয়ের পর্দায়।


‘রাঘণীতি’র বিয়ের ছবি প্রকাশ, ভক্তদের শুভকামনা

বেশ ঘটা করে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

চার মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে বেশ ঘটা করে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। রোববার উদয়পুরের লীলা প্যালেসে এই জমকালো বিয়ে অনুষ্ঠিত হয়। এই জুটির জমকালো বিয়েতে উপস্থিত ছিলেন বলিউড এবং ভারতীয় রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিরা। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের বিয়ের ছবি পোস্ট করে নতুন জীবনের জন্য ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা নিলেন অভিনেত্রী। নেটিজেনরা এই ছবিগুলো দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন। সঙ্গে জুড়ে দিচ্ছেন এই জুটির জন্য শুভ কামনাময় বাক্য।

বিয়ের ছবি পোস্ট করে নতুন জীবনের জন্য ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা নিলেন অভিনেত্রী

বেশ কয়েকদিন ধরেই শুধু ভারত নয়, পুরো মহাদেশে পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সবাই অপেক্ষায় ছিল কখন দেখা যাবে এই জুটির ছবি। পরিণীতি চোপড়া আজ সকালে ছবিগুলো পোস্ট করতেই সেগুলো ভাইরাল হয়। ছবি পোস্ট করে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। তাদের জুটিকে একত্রে ‘রাঘণীতি’ নামে ডাকছেন ভক্তরা।

জানা গেছে, বিয়ের পোশাক হিসেবে নবদম্পতি হাতির দাঁতের থিমযুক্ত পোশাক পরেছিলেন এবং অতিথিদের একই রকম পোশাক পরতে দেখা গেছে।

পরিণীতি তার বন্ধু মনীশ মালহোত্রাকে বিয়ের জন্য তার লেহেঙ্গার দায়িত্ব দিয়েছেন। বিয়েতে চিরাচরিত প্রথা ঘোড়ায় চড়ে আসার বদলে নৌকায় চড়ে এসেছেন রাঘব চাড্ডা।

পরিনীতির বিয়ের ওড়নায় লেখা রাঘব

এদিকে, পরিণীতির কাজিন এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, তার স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতি বিয়েতে যোগ দিতে ভারতে আসেননি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার মা ডা. মধু চোপড়া। প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে পরিণীতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন।

এই দম্পতি তাদের প্রাক-বিবাহের উৎসব শুরু করেছিলেন দিল্লিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে।

এরপর সুফি রাত অনুষ্ঠিত হয়। গত শনিবার সকালে মেহেন্দি অনুষ্ঠান হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সংগীত অনুষ্ঠান।

বিষয়:

চুম্বনরত জয়া ও অনির্বাণ, দশম অবতারে কিসের ইঙ্গিত

জয়া আহসান
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, ঢালিউডের সিনেমার চেয়ে টালিউডের সিনেমায় তার ব্যস্ততা বেশি। কিছু দিন আগেই পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা। সিনেমাটি দিয়ে বেশ প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। এরপরই কিছু দিন ধরে শোনা যাচ্ছে নতুন ছবি ‘দশম অবতার’-এর কথা। যে ছবিটি দিয়ে পাঁচ বছর পর সৃজিত মুখার্জির পরিচালনায় কাজ করেছেন অভিনেত্রী। গতকাল প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার।

টালিউডে সৃজিত মুখার্জির সিনেমার আলাদা কদর রয়েছে। আর সেই ছবি যদি হয় নন্দিত সিনেমা ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’র সূত্র ধরে; তাহলে তো কথাই নেই। সৃজিতের এই ছবিটি নিয়ে কলকাতার দর্শকের মনে বিরাজ করছে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস। গতকাল ছবিটির প্রায় সোয়া তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলার প্রকাশ করা হয়েছে। যার পুরো ঝলকজুড়ে রয়েছে খুনের রহস্য। আঁচ করা যাচ্ছে, কোনো এক ব্যক্তি নিজেকে ভগবান বিষ্ণুর দশম অবতার মনে করে একের পর এক খুন করে চলেছে। আর তাকেই খুঁজে বের করার মিশনে নামেন পুলিশ কর্মকর্তা প্রবীর রায়চৌধুরী ও ইনস্পেক্টর পোদ্দার।

ট্রেলারের প্রায় পুরোটাই রহস্যের চাদরে মুড়ে রাখা হয়েছে। তবে এক দৃশ্যে প্রেমের উপস্থিতিও পাওয়া গেল। যেখানে জয়া আহসান ও পোদ্দার তথা অনির্বাণ ভট্টাচার্যকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে।

দশম অবতারের দৃশ্য

গত শনিবার ছিল সৃজিতের জন্মদিন। এ উপলক্ষেই প্রকাশ করা হয়েছে ‘দশম অবতার’-এর ট্রেলার। ছবিটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে সৃজিত বলেছেন, ‘এটা সত্যিই রিইউনিয়নের মতো। সব চরিত্রের লুকের ধারাবাহিকতা রয়েছে এ ছবিতেও। আর পুরো ছবিটাই তো আমার মাথায় আছে। মনিটরে বসলেই আমি বুঝতে পারি কী চাই, কী চাই না। চোখের সামনে দেখতে পাচ্ছি, ছবিটা জমে গেছে।’

সৃজিতের কথায় স্পষ্ট, ছবিটি নিয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী। তবে সেই আত্মবিশ্বাস কতখানি সফল হয়, তা প্রমাণ হবে আগামী ১৯ অক্টোবর। দুর্গাপূজা উপলক্ষে সে দিনই প্রেক্ষাগৃহে উঠবে ছবিটি।

বিষয়:

পরীমনি অভিনীত ওয়েব সিরিজ প্রচার বন্ধে আইনি নোটিশ

‘পাফ ড্যাডি’র দৃশ্যে পরীমনি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র প্রচার বন্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী। সিরিজটির পাঁচটি দৃশ্যের জন্য প্রচার প্রচারণা বন্ধে ছয়জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।

গত রোববার বেলা সাড়ে ১২টায় ই-মেইল ও ডাকযোগে এই নোটিশটি পাঠানো হয় বলে জানিয়েছেন আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। তিনি কুমিল্লা জজ কোর্টে আইন প্র্যাকটিস করেন।

জয়নাল আবেদীন মাযহারী জানান, তিন দিনের মধ্যে চিত্রনায়িকা পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’ প্রচার বন্ধ করতে চেয়ে আইনি নোটিশ দিয়েছেন।

তার মতে, ওয়েব সিরিজে বিয়েবহির্ভূত সম্পর্ককে প্রমোট করা হয়েছে। পাশাপাশি বিয়েতে অনুৎসাহিত করা, আধ্যাত্মিক মনীষীর চরিত্রকে অত্যন্ত বাজেভাবে হরণ করা, প্রতি মুহূর্তে যৌন সুড়সুড়ির দৃশ্য উপস্থাপন করা হয়েছে। সে জন্য এই ওয়েব সিরিজটি বন্ধে তিনি ছয়জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

যাদের নোটিশটি পাঠানো হয়েছে তারা হলেন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের কাছে।

উল্লেখ্য, এর আগে গত এপ্রিল মাসে অভিনেত্রী প্রভাকেও আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী মাযহারী।

ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সহিদ উন নবী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তাকে ঘিরেই যত রহস্য। উঠতি নায়িকা থেকে তরুণ রাজনীতিক, সবাই সাহায্যের জন্য তার কাছে ছুটে আসে। এই ‘বাবা’র আশীর্বাদ পেলেই যেন জাদুকরী উপায়ে প্রসন্ন হয়ে যায় সবার ভাগ্য!

সিরিজে উঠতি নায়িকা টিনার চরিত্রে আছেন পরীমনি। যিনি তার সিনেমা হিট করানোর জন্য ‘পাফ ড্যাডি’র সঙ্গে ঘনিষ্ঠ হন। তাদের অন্তরঙ্গ দৃশ্যও উঠে এসেছে কাহিনিতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে অবমুক্ত করা হয় এটি।

বিষয়:

চার ঘণ্টা হোটেলে কী করেছিলেন জায়েদ-সায়ন্তিকা, প্রযোজকের প্রশ্নে যা জানালেন নায়িকা

‘ছায়াবাজ’ ছবির দৃশ্যে জায়েদ খান ও সায়ন্তিকা
আপডেটেড ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:৩৬
বিনোদন প্রতিবেদক

আলোচিত অভিনেতা জায়েদ খানের বিপরীতে অভিনয় করতে কদিন আগে বাংলাদেশে এসেছিলেন কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। ‘ছায়াবাজ’ নামের এ ছবিটির শুটিং শুরু হয়েছিল কক্সবাজার। তবে শুটিং শেষ না করেই কলকাতায় ফিরে গেছেন নায়িকা। নায়ক শুরু করেছেন নতুন চলচ্চিত্রের শুটিং। ঘটনা এখানেই শেষ নয়, নিজের দেশে ফিরেই প্রযোজকের অপেশাদার আচরণ, এমনকি কোরিওগ্রাফারারের আচরণ নিয়েও কথা বলেছেন। প্রযোজকের অপেশাদারি আচরণের কারণে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে ভালো অভিজ্ঞতা হয়নি বলে দাবি করেন। এ কারণেই শুটিং শেষ না করে কলকাতায় ফিরে গেছেন বলে জানান।

নায়িকার এমন অভিযোগের পর তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন প্রযোজক মনিরুল ইসলাম। তার দাবি, শুধু পোশাক পরিবর্তনের দোহাই দিয়ে জায়েদ এবং সায়ন্তিকা দুপুর ২টায় গিয়ে সন্ধ্যা ৬টায় আসেন শুটিং স্পটে। শুধু পোশাক পরবির্তন করতে এত সময় লাগায় বিস্ময় প্রকাশ করে পাল্টা অভিযোগ করেন প্রযোজক।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন সায়ন্তিকা। বলেন, ‘কে আমাকে নিয়ে কী বলছে, তা নিয়ে আমি সত্যিই ভাবি না। কোনো সাফাই দেয়ারও প্রয়োজন মনে করি না, কারণ আমি জানি সত্যিটা কী। আর নায়ক-নায়িকা যদি ঘণ্টার পর ঘণ্টাও বসে থাকে, সমস্যা কোথায়?’

সায়ন্তিকা বলেন, ‘একটি সিনেমায় কাজ করতে গেলে আগে পরিকল্পনা ঠিক করে করতে হয়। এক্ষেত্রে সেটির অভাব ছিল। শুটিংয়েও যার প্রভাব পড়েছিল। আমি দর্শককে হতাশ করতে চাই না। তাই এই বিষয়গুলো মিটিয়ে নিতে চাই।’

তাজু কামরুলের পরিচালনায় ‘ছায়াবাজ’ সিনেমায় জায়েদ খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন সায়ন্তিকা। এই সিনেমার শুটিং চলাকালীনই ‘টাইগার’ নামের আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

বিষয়:

অস্কারে যাচ্ছে দেশের ছবি ‘পায়ের তলায় মাটি নাই’

‘পায়ের তলায় মাটি নাই’ ছবির দৃশ্যে প্রিয়াম অর্চি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৬তম আসরে যাচ্ছে বাংলাদেশের ছবি ‘পায়ের তলায় মাটি নাই’। এই প্রতিযোগিতার বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে লড়বে ছবিটি। এটি পরিচালনা করেছেন তরুণ পরিচালকমোহাম্মদ রাব্বি মৃধা। তার প্রথম চলচ্চিত্র এটি।

অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ছবি মনোনয়নের বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’ এবং মাশরুর পারভেজ পরিচালিত ‘গোয়িং হোম’ ছবি দুটি জমা পড়ে।

আজ ২৩ সেপ্টেম্বর শনিবার ছবি দুটি দেখার পর মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’ ছবিকে চূড়ান্ত করে ৯৬তম অস্কার বাংলাদেশ কমিটি।

উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমনের প্রযোজনায় ‘পায়ের তলায় মাটি নাই’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

বিষয়:

ভক্তর কাছ থেকে ব্রেসলেট উপহার পেলেন মিম

বিদ্যা সিনহা মিম
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

সিনেমা হলে চলছে বিদ্যা সিনহা মিম অভিনীত অন্তর্জাল ছবিটি। ২২ সেপ্টেম্বর শুক্রবার ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। পরিচালক দীপংকর দীপন পরিচালিত এই সিনেমাটিকে বলা হচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা। দেশ-বিদেশ মিলিয়ে ১৮৪ হলে চলছে ছবিটি। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী মিমসহ সব কলাকুশলী। এতে অবশ্য মিম ছাড়াও প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল।

গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে ছিল অন্তর্জালের বিশেষ প্রদর্শনী। সেখানে তারকাসহ হাজির হন সিনেমা সংশ্লিষ্ট সবাই। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন মিমসহ অনেকেই।

ব্রেসলেট দেখাচ্ছেন মিম

সেখানেই মিম জানান, ছবিটি দেখে এক দর্শক নিজের স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন নায়িকা বিদ্যা সিনহা মিমকে! হাত উঁচিয়ে সেই ব্রেসলেট দেখানও মিম।

গোলাপি রঙের ব্লেজার পরে উপস্থিত হন নায়িকা বিদ্যা সিনহা মিম। ছবি দেখা শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বললেন, ‘সকাল থেকে খুব রেসপন্স অনেক ভালো পাচ্ছি। যারা যারাই দেখেছেন, বের হয়ে টেক্সট করছেন, ফোন দিচ্ছেন, খুব ভালো বলছেন। এই সময়ে এরকম একটি ছবি হতে পারে, বিষয়টিকে তারা উৎসাহ দিচ্ছেন।’

এরপর নিজের হাত উঁচিয়ে মিম বললেন, ‘কিছুক্ষণ আগে একজন দর্শক ছবিটা দেখে আমাকে এই গোল্ডের ব্রেসলেট উপহার দিয়েছেন।’

প্রায় ছয় কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে ‘অন্তর্জাল’। এই সিনেমার সঙ্গে যুক্ত আছে দেশের আইসিটি মন্ত্রণালয়। এরই মধ্যে অন্তর্জাল টু নির্মাণেরও ঘোষণা দিয়েছেন প্রযোজক।

বিষয়:

প্রিয়াঙ্কার কাঁধে ছাগল

প্রিয়াঙ্কা চোপড়া
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

উইকেন্ড আসতেই ছুটির মুডে থাকেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সময় রাখেন নিজের জন্য, মেয়ের জন্য। গতকাল শনিবার ভোরবেলা মেয়ের সঙ্গে কাটানো একটা মজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলেন অভিনেত্রী। সেই ভিডিওয় দেখা যায় প্রিয়াঙ্কা, মেয়ে মালতি আর দেবর ফ্রাঙ্কলিনকে নিয়ে একটি আরবান ফার্মে গিয়েছিলেন সময় কাটাতে।

প্রিয়াঙ্কা যে ভিডিওটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে তিনি একটি শার্ট ও প্যান্টের সঙ্গে টুপি পরে একটি গাছের নিচে দাঁড়িয়ে আছেন। আর তার কাঁধের ওপর দাঁড়িয়ে আছে একটা ছাগল। সেটা তার কাঁধে হাঁটছে এবং সেখানে দাঁড়িয়ে আবার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। অভিনেত্রীর পোস্ট দেখে স্পষ্ট যে, ছাগলটা যখন তার পিঠে হাঁটছে, তার ব্যথা লাগছে, তবুও বিষয়টায় যে তিনি মজা পেয়েছেন বেজায়, সেটাও স্পষ্ট। তাকে রীতিমতো পোজ দিতে ও হাসতে দেখা যায়। অনর্গল কথাও বলে যান প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কার কাঁধের ওপর দাঁড়িয়ে আছে একটা ছাগল

এর পরই দেখা যায় ছোট মালতি কখনো ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছে, কখনো কুকুরের সঙ্গে খেলছে। কখনো আবার দেখা যায় মেয়েটি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছাগলদের খাওয়া দেখছে। অন্যদিকে তার কাকা ফ্রাঙ্কলিন পাখিদের সঙ্গে খেলায় ব্যস্ত ছিলেন।

এই ভিডিও পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘কেফার সাবা আরবান ফার্মে কাটানো একটা দিন আমাদের প্রিয় কাকু ফ্রাঙ্কলিন জোনাসের সঙ্গে। ভীষণ মজা হয়েছে। অনেক ধন্যবাদ মিস লিমোর।’ প্রিয়াঙ্কার এই পোস্টে কমেন্ট করেন আরেক বলি সুন্দরী প্রীতি জিনতা। তিনি জানান তার যমজ সন্তানদের এখানে নিয়ে যাবেন বেড়াতে। অনেকের আবার নজর কেড়েছে ছোট্ট মালতির হাঁটাচলা, কোমরে হাত দিয়ে দাঁড়ানোর ভঙ্গিমা।

অন্যদিকে, আজ বিয়ের পিঁড়িতে বসবেন পরিণীতি চোপড়া। দিদি প্রিয়াঙ্কা তার বিয়েতে আসবেন কি না এখনো স্পষ্ট নয়। তবে না এলেও বোনের জন্য কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন। এদিন ইনস্টাগ্রামে পরিণীতির একটি ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আশা করি এই ছবির মতোই তুমি তোমার সব থেকে বিশেষ দিনটিতে আনন্দে এবং খুশিতে আছ। অনেক ভালোবাসা নিও।’

বিষয়:

ইশারা ভাষায় সিসিমপুর

সিসিমপুরের দৃশ্য
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

শিশুদের কাছে জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর। ইকরি, হালুম, টুকটুকি থেকে শুরু করে সবগুলি চরিত্র তাদের প্রিয়। তবে শিশুদের প্রিয় এই অনুষ্ঠানটি এবার শ্রবণপ্রতিবন্ধী শিশুরাও শুনতে পারবে। কারণ তাদের জন্য নির্মিত হলো সিসিমপুরের বিশেষ কিছু পর্ব। উদ্যোগের অংশ হিসেবে সিসিমপুরের জনপ্রিয় ১৩টি পর্বে শিশুদের উপযোগী করে সাইন ল্যাঙ্গুগুয়েজ তথা ইশারা ভাষা যুক্ত করে নতুনভাবে তৈরি করেছে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ (এসডব্লিউবি)। সিসিমপুরের পর্বগুলোকে ইশারা ভাষায় রূপান্তরে সহযোগিতা করেছে শ্রবণপ্রতিবন্ধী মানুষের উন্নয়নে কাজ করা সংগঠন সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএল)।

আজ ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজ ডে। এই দিন থেকে সাইন ল্যাঙ্গুগুয়েজে নির্মিত সিসিমপুরের বিশেষ এই পর্বগুলো সিসিমপুরের সোশ্যাল ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধারাবাহিকভাবে প্রচার শুরু হয়েছে, যা পরবর্তী পর্যায়ে টেলিভিশন চ্যানেলগুলোতেও প্রচারিত হবে।

বিশেষ এই উদ্যোগ সম্পর্কে সিসিমপুরের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, সিসিমপুরের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রতিটি শিশুর কাছে পৌঁছানো। তার অংশ হিসেবে ইতোমধ্যেই আমরা দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য সিসিমপুরের ১০টি গল্পের বই ব্রেইল পদ্ধতিতে প্রকাশ করেছি এবং শিশুদের মাঝে বিতরণ করেছি। এবার শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য নিয়ে আসছি ১৩ পর্বের বিশেষ সিসিমপুর। ধারাবাহিকভাবে পর্বের সংখ্যা বাড়ানোর ইচ্ছে আছে আমাদের। আমাদের টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ ও অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার জন্য ইউএসএআইডি বাংলাদেশকে ধন্যবাদ জানাই।

বিষয়:

প্রিয় ঢাকা, আমি আসছি এক সন্ধ্যা কাটাতে: অঞ্জন দত্ত

অঞ্জন দত্ত। ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ঢাকায় গান গাইতে আসছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী অঞ্জন দত্ত। আগামী ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক কনসার্টে গাইবেন এই গায়ক। কনসার্টের আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস। আসার আগে অঞ্জন দত্ত ভক্তদের কাছে চেয়েছেন গানের তালিকা।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় অঞ্জন দত্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, প্রিয় ঢাকা, আমি অঞ্জন দত্ত আর আহমেদ হাসান সানি আগামী ৩০ তারিখ আসছি ঢাকার আলোকি অডিটোরিয়ামে। মূলত একটা সন্ধ্যা আপনাদের সঙ্গে গান, স্মৃতিচারণা, আড্ডা, মানে সব মিলিয়ে একটা আনন্দের সময় কাটাতে এসে পড়ব।

দর্শকদের উদ্দেশে অঞ্জন বলেন, দেখা হবে। আমার থেকে কী কী গান শুনতে চান কমেন্টে জানাতে পারেন, দেখি কোনগুলো গাওয়া যায়।

প্রি-বুকিংয়ে ব্যাপক সাড়ার পর দর্শকরা এখন হাতে পাচ্ছে টিকিট। এ নিয়ে আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজের ভাষ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় গান করবেন অঞ্জন দত্ত। তার সঙ্গে আরও গান করবেন বাংলাদেশের সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।

ঢাকার আহমেদ হাসান সানি সাম্প্রতিক সময়ে ‘শহরের দুইটা গান’, ‘আমরা হয়তো’ ইত্যাদি গানে দর্শকপ্রিয়তা পেয়েছেন। তারও আগে ‘মুক্তাঞ্চল’ অ্যালবাম দিয়ে কিংবা ‘স্বপ্নজাল’ সিনেমায় গান গেয়েও প্রশংসিত হয়েছেন।

এর আগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সর্বশেষ চলতি বছরের মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান শুনিয়ে গেছেন এই শিল্পী।


এখন ১০০ কোটি আয় করা ব্যাপার না: সালমান খান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউডের মেগাস্টার সালমান খান। একের পর ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিয়ে ভারতীয় সিনেমার বক্স অফিসে তিনি এক রাজা। সবচেয়ে বেশি ১০০ কোটি আয়ের সিনেমা এই তারকার দেয়া। সম্প্রতি শাহরুখ খানের পরপর দুটি সিনেমা বক্স অফিসে ৫০০ কোটির আয় ছাড়িয়েছে।

তাই বলিউডে এখন আয়ের নতুন বেঞ্চমার্ক তৈরি হচ্ছে বলেই ধারণা বিশেষজ্ঞদের। এবার সেই প্রসঙ্গে নিজের মতামত জানালেন সালমান খানও। সম্প্রতি গিপ্পি গ্রেওয়ালের নতুন পাঞ্জাবি চলচ্চিত্র ‘মওজা হি মওজা’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে গিয়ে সালমান খান বলেন, ‘১০০ কোটির ক্লাব এখন সবার নিচে।’

একটি ভাইরাল পোস্টে দেখা যায় সেই অনুষ্ঠানে সালমান খানকে সঞ্চালক জিজ্ঞেস করছেন, ‘১০০ কোটির ক্লাব প্রসঙ্গে যদি কথা বলি, আপনি তো সেই ক্লাবের একেবারে পোস্টার বয়। আজকাল পাঞ্জাবি সিনেমাও ১০০ কোটি টাকা আয় করে ফেলছে, কী বলবেন সেই বিষয়ে?’

উত্তরে সালমান খান বলেন, ‘আমার মনে হয় ১০০ কোটির ক্লাব এখন সবার নিচে। এখন পাঞ্জাবি, হিন্দি বা অন্য সব ইন্ডাস্ট্রির জন্য বক্স অফিস বেঞ্চমার্ক ৪০০, ৫০০ কিংবা ৬০০ কোটির ওপর হবে। মারাঠি সিনেমাগুলোও এখন সহজেই ১০০ কোটি আয় করে নিচ্ছে। এখন ১০০ কোটি টাকা আয় করা কোনো ব্যাপার নয়। আমার মনে হয় একটা সিনেমার জন্য বেঞ্চমার্ক এবার ১ হাজার কোটি হওয়া উচিত।’

পাঞ্জাবি চলচ্চিত্র ‘মওজা হি মওজা’ সিনেমাটি আগামী ২০ অক্টোবর মুক্তি পেতে চলেছে। এটি একটি কমেডি ঘরানার চলচ্চিত্র। অন্যদিকে সালমান খানকে আগামীতে ‘টাইগার ৩’ সিনেমায় দেখা যাবে। তার সঙ্গে থাকবেন ক্যাটরিনা কাইফ। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে বহুল প্রত্যাশিত সিনেমাটি।


banner close