২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। এরপর একে একে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ এবং সর্বশেষ ‘জাওয়ান’ সিনেমায় অভিনয় করেছেন। জাওয়ানে দীপিকাকে ক্যামিও চরিত্রে দেখা গেলেও সিনেমায় তার চরিত্রটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। সে ক্ষেত্রে এটা তাদের জুটির পঞ্চম ছবি হিসেবে ধরা যেতেই পারে। আর এই পাঁচ সিনেমায় দীপিকা-শাহরুখের রসায়ন মুগ্ধ করেছে সবাইকে।
শাহরুখ এবং দীপিকার বন্ধুত্বটা যে বেশ শক্তপোক্ত, সেটা বলার অপেক্ষা রাখে না। যেকোনো পরিস্থিতিতে একে অন্যের পাশে থেকেছেন। সম্প্রতি তাদের এ বন্ধুত্ব ও সম্পর্ক নিয়ে মুখ খুললেন দীপিকা। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তারা একে অন্যের জন্য সৌভাগ্যবান। এমনকি দীপিকা দিয়েছেন আরেক তথ্য, ‘জাওয়ান’ সিনেমায় ক্যামিও দিয়ে কোনো পারিশ্রমিক নেননি তিনি।
দীপিকা বলেন, ‘আমরা একে অন্যের জন্য লাকি চার্ম। আমাদের একে অন্যের প্রতি ভীষণ রকম অধিকারবোধ আছে। শাহরুখ যে ক’জনের সামনে অত্যন্ত দুর্বল, আমি তাদের একজন। আমরা একে অন্যকে যেমন অত্যন্ত বিশ্বাস করি, তেমনি শ্রদ্ধাও করি।’ জাওয়ান সিনেমার পারিশ্রমিকের প্রশ্নে দীপিকা জানিয়েছেন, তিনি এক রুপিও পারিশ্রমিক নেননি। শাহরুখ খানকে জাওয়ান সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা গেছে। একদিকে তিনি ভারতীয় সেনা অফিসার বিক্রম রাঠোরের চরিত্রে অভিনয় করেছেন, আরেকদিকে তারই ছেলে আজাদের চরিত্রেও দেখা গেছে তাকে। দীপিকাকে বিক্রমের স্ত্রী ও আজাদের মায়ের চরিত্রে ‘জাওয়ান’ সিনেমায় দেখা গেছে। তাদের রসায়ন আবারও এ ছবিতে নজর কেড়েছে সবার।
একটা নয়, একসঙ্গে দুই দুটো পোস্টার প্রকাশিত হয়েছে বলী (দ্য রেসলার) সিনেমার। ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত এই ছবি এরই মাঝে জায়গা করে নিয়েছে এশিয়ার মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসানের মূল প্রতিযোগিতা বিভাগে। বলী, দ্য রেসলার ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে এরই মাঝে বুসান পৌঁছে গেছেন ছবির প্রযোজক পিপলু আর খান । যাচ্ছেন অভিনেতা নাসির উদ্দীন খান। টরন্টো থেকে যোগ দিচ্ছেন পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী ও সহপ্রযোজক সাইফুল আজিম।
উৎসব শুরুর দিনে প্রকাশ করা হলো সিনেমার দুটি পোস্টার। কিন্তু একসঙ্গে জোড়া পোস্টারের রহস্য কী?
পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বলছিলেন, ‘বলী সাগরপাড়ের গল্প। সাগরের মতোই বলী ছবির মূলত দুই রূপ। একটি খুবই শান্ত, রহস্যময়। আরেকটি খুবই নিষ্ঠুর, বিধ্বংসী রূপ। সিনেমার দুটো পোস্টারে এই দুটো রূপ ধরা পড়েছে। দুটো পোস্টারেরর ডিজাইনও করেছেন দুজন আলাদা ডিজাইনার। তারা হলেন মনিরুল ইসলাম এবং সাবিনা ইয়াসমীন।
সিনেমার পোস্টার নিয়ে প্রযোজক পিপলু আর খান বলেন, ‘আমি খুবই আনন্দিত যে, একসঙ্গে বলীর দুটো পোস্টার চলে এসেছে। তাও আবার বুসানে ওয়ার্ল্ড প্রিমিয়ারের ঠিক আগে। ছবির সঙ্গে যারা যুক্ত সবাইকে শুভেচ্ছা। যে দুজন ডিজাইনার এটি করেছেন তাদেরও শুভেচ্ছা।
দক্ষিণ কোরিয়ার বুসান শহরে প্রতিবছর অনুষ্ঠিত হওয়া এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে বাংলাদেশের সিনেমা ‘বলী, দ্য রেসলার’। ২৮তম এ আসরটি শুরু হবে অক্টোবরের ৪ তারিখ থেকে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।
২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা ‘বলী (দ্য রেসলার)’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। গেল বছরের এপ্রিল-মে মাসে ছবিটির টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়।
ছবিটির সহপ্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও সৈয়দ গাউসুল আলম শাওন।
হিমালয়ের কোলে অবস্থিত লাদাখ। ভারতের সবচেয়ে চমৎকার স্থানগুলোর মধ্যে অন্যতম। এখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা উমলিং লা। এটি ১৯ হাজার ২৪ ফুট উচ্চতায় অবস্থিত। আর এখানেই সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল একটি আন্তর্জাতিক ফ্যাশন শো। ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভালের অধীনে সর্বোচ্চ উচ্চতা উমলিং লাতে অনুষ্ঠিত এই ফ্যাশন শোটি বিশ্বের রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে।
এই ফ্যাশন শোতে সারা বিশ্বের ১২টি দেশের মডেলরা অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অন্যতম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। এই মডেল-অভিনেত্রী ‘লাদাখ’-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
এই ফ্যাশন শোতে অংশ নিয়ে মোট ১২ জন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, শোবিজ জগতের মডেল-অভিনেত্রী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে প্রথমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন রাফাহ নানজিবা তোরসা। এমন সাফল্যে আনন্দিত তিনি।
তোরসা বলেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’-এর মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি, এটা গর্বের। বিজিএমইএ এতে আমাকে বেশ সহযোগিতা করেছে। এই প্রাপ্তিতে আশা করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগণ অনেক বেশি খুশি হবেন। আগামীতে দেশের জন্য এবং শোবিজ ও গার্মেন্ট সেক্টরে এমন আরও যেন প্রাপ্তি আনতে পারি, এ জন্য সবাই দোয়া করবেন।
তোরসা আরও বলেন, বাংলাদেশের হয়ে এই অর্জন ভীষণ ভালো লাগার। কারণ, আমার জানা মতে এবারই প্রথম মডেল-অভিনেত্রী হিসেবে আমার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ। তাই ভালো লাগাটা একটু বেশিই। এই ১২ জনকে আলাদা আলাদা সার্টিফিকেট প্রদান করা হবে। যা শিগগিরই আমরা হাতে পাব।
উল্লেখ্য, শোটি লাদাখ আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যালায়েন্সের অংশীদারত্বে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ দ্বারা আয়োজন করা হয়েছিল এবং ভারতীয় সেনাবাহিনী ও সীমান্ত সড়ক সংস্থার সমর্থন ছিল এই শোয়ে।
শোয়ের আয়োজকরা জানিয়েছেন, উমলিং লা ফ্যাশন শোটির উদ্দেশ্য ছিল ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’, এতে ধর্মের প্রচারের পাশাপাশি অত্যন্ত মূল্যবান জিআই ট্যাগড লাদাখের পশমিন গুরুত্ব পেয়েছে।
অনেকটা গোপনেই হয়েছে ‘দেয়ালের দেশ’ শুটিং। পরিচালক থেকে অভিনয়শিল্পী, কেউই অফিশিয়ালি প্রকাশ করেননি সিনেমার কোনো স্থির চিত্র বা ভিডিও। গত বছরের শুরু ও শেষে শুটিং হলেও সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার দুই প্রধান অভিনয়শিল্পী শরীফুল রাজ ও শবনম বুবলি বছর জুড়েই ছিলেন ব্যক্তিগত নানা ঝামেলায়।
তবে সেসব কাটিয়ে উঠেছেন দুজন। নতুন নতুন কাজের খবর যেমন দিচ্ছেন তেমন শেষ করা কাজের প্রচারণায়ও ব্যস্ত সময় পার করছেন দুজন। তারই ধারাবাহিকতায় ‘দেয়ালের দেশ’ সিনেমার প্রচার শুরুর প্রথম ধাপে দেখা মিলল শরীফুল রাজ ও শবনম বুবলির। কারণ তাদের জুটি করে নির্মিত হয়েছে সিনেমাটি।
আজ সোমবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়। এ সময় পরিচালক ও নায়ক-নায়িকাসহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, দুটি সময়কে কেন্দ্র করে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। এটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক মিশুক মনি। তিনি জানালেন, অনুদানের সিনেমা মানেই আমরা সামাজিক কোনো ইস্যু ধরি। কিন্তু এই সিনেমার ক্ষেত্রে ভিন্ন হয়েছে। সিনেমাটি এই ট্যবু ভাঙবে। প্রেমের তীব্রতা যে কতটা কঠিন, সেটাই পোট্রে করা হয়েছে এই গল্পে।
অনুষ্ঠানে পরিচালক মিশুক মনি বলেন, ‘এই সিনেমার গল্প আমার মাথায় এসেছে আরও ৫ বছর আগে। তখনই আমি সেটা লিখতে শুরু করি। এরপর ২০২০ সালে এটা অনুদানের জন্য জমা দেই। ২০২১ সালের মাঝে সিনেমাটি অনুদান পায়। ফাইনালি গত বছর আমরা শুটিং শুরু করি। এই সিনেমা রাজ ও বুবলিকে একেবারেই ভিন্নভাবে আমি উপস্থাপন করেছি। আগে কখনো দর্শক তাদের এভাবে পায়নি।
শরিফুল রাজ বলেন, ‘এই সিনেমায় কাজ করার পেছনে সবচেয়ে বড় অবদান চিত্রনাট্য।’
বুবলির কথায়, ‘সিনেমাটির চিত্রনাট্য হাতে পেয়েই আমি কাজের জন্য রাজি হয়েছি। কারণ, গল্প পড়েই আমার ভীষণ ভালো লেগেছে। ‘দেয়ালের দেশ’ সিনেমাটি না দেখা পর্যন্ত দর্শক বুঝবে না যে এখানে আমরা কী করেছি। সবকিছু মিলে দুর্দান্ত একটা ছবি হয়েছে।’
ছবিতে আরও অভিনয় করেছেন শাহাদত হোসেন, স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, সমাপ্তি মাশুক প্রমুখ। পরিচালক জানান এ বছরই ছবিটি মুক্তি পেতে পারে।
ব্যক্তিগত জীবনের নানান ঝামেলা কাটিয়ে বর্তমানে খুব ভালো সময় পার করছেন অভিনেত্রী পরীমনি। একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। বিরতি কাটিয়ে কাজে ফেরার ঘোষণা দেয়ার পরপরই একগুচ্ছ নতুন কাজের প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে নতুন দুটি সিনেমার খবর দিলেন। এবার দিলেন নতুন ওয়েব সিরিজের খবর।
পরীমনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘রঙ্গিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজে। এ সিরিজটি পরিচালনা করবেন নির্মাতা অনম বিশ্বাস। সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সাত পর্বের এ সিরিজ।
এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরী। এ ছাড়া আছেন শ্যামল মাওলা, জিয়াউল হক পলাশ, ফজলুল হক বাবুসহ অনেকেই। চলতি মাসের শেষে দিকে সিরিজটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনম বিশ্বাসের সঙ্গে একটি ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন, ‘দ্বিতীয় ইনিংস! নতুন করে শুরু! অনম বিশ্বাস। বিস্তারিত আসছে….আল্লাহ ভরসা।’
ভালোবাসা দিয়ে নাকি সব জয় করা যায়? কিন্তু ভালোবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে? এমন বিষয়বস্তু নিয়ে হইচইয়ের জন্য নির্মিত হচ্ছে এই সিরিজ।
কিছুদিন আগেই ওটিটিতেও মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘পাফ ড্যাডি’। পরীমনির হাতে এখন রয়েছে সিনেমা ‘ডোডোর গল্প’, ‘খেলা হবে’, ওয়েব সিরিজ ‘মায়া’।
কদিন আগে ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘পূর্ণমিলনে’ নামের নতুন একটি চলচ্চিত্র। মুক্তির পর এবার হলো সেই সিনেমার বিশেষ প্রদর্শনী। রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস-এ ৩০ সেপ্টম্বর সন্ধ্যা ৭টা থেকে প্রদর্শিত হয় পুনর্মিলনে।
মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো জুটি হয়েছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। সিয়াম-ফারিণ ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ।
কারও মধ্যে কথা কাটাকাটি…কেউ বা রাগ…কারও আবার মন খারাপ! কাজিনদের সম্পর্কের নানান বাঁক-মাত্রা, আনন্দ-হাসি, টুকরো অভিমান, কিছু টানাপোড়ন, সংশয় আর দ্বন্দ্বের গল্প নিয়ে ‘পুনর্মিলনে’ চরকিতে মুক্তি পেয়েছে গত ২১ সেপ্টেম্বর।
কাজটি নিয়ে শুরু থেকেই বেশ এক্সসাইটেড ছিলেন অভিনেতা সিয়াম আহমেদ। বিশেষ প্রদর্শনীতে এসে তিনি বলেন, ‘পুনর্মিলনে একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। সেই সাথে আমার নিজের কাজিনদের সাথে একসঙ্গে বসে এই সিনেমা বড় পর্দায় দেখতে পারাটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা।’
ছোটপর্দায় ও ওটিটিতে এখন নিয়মিত মুখ তাসনিয়া ফারিণ। দর্শককের মনে পৌঁছে গেছেন নিজ অভিনয় গুণে। কিছুদিন আগে নিজের দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করে নেটিজেনদের মনে রীতিমত ঝড় তুলেছেন তিনি।
ফারিণ নতুন এই কাজটি নিয়ে বলেন, ‘পুনর্মিলনে এর গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাকে। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে। এতো অল্প সময়ে আমরা সবাই একদম পরিবার হয়ে গেছি। আমার এখনও মনে পরছে, সিনেমার শেষ দৃশ্যটা শ্যুট করার সময় আমার ইমোশন ধরে রাখতে পারিনি।’
আরিয়ান আরও বলেন, ‘আমার নির্মাণ বড় পর্দায় দেখতে পারাটাও আমার জন্য আনন্দের। আমার জন্য একদম ভিন্ন ও নতুন অভিজ্ঞতা। সে জন্য পুরো টিমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।’
১০৩ মিনিটের ফ্যামিলি ড্রামা জনরার সিনেমাটি সিনেমাটোগ্রাফী করেছেন বরকত হোসেন পলাশ, ব্যাকগ্রাউন্ড স্কোর ও মিউজিকে ছিলেন জাহিদ নিরব, এডিট করেছেন ময়ূখ বারী।
‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ২৫ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল, ‘চ্যানেল আই’। পথ চলার ২৪ বছর পূর্ণ করে ১ অক্টোবর থেকে ২৫ বছরের পথচলা শুরু করেছে এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহর রাত ১২ টা০১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে জন্মদিন উদযাপন শুরু হয়। এরপর সকাল ১১ টা ০৫ মিনিটে লাল-সবুজ বেলুন উড়িয়ে ও কেক কেটে দিনব্যাপী বর্ণিল আয়োজনের উদ্বোধন করা হয়। চ্যানেল আই প্রাঙ্গণে কেক কাটায় সমাজের বরেণ্যজন এবং শুভানূধ্যায়ীদের সঙ্গে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক পর্ষদ সদস্য মুকিত মজুমদার বাবু এবং জহিরউদ্দিন মাহমুদ মামুন। এরআগে কোটি মানুষের ভালোবাসা সাথে নিয়ে ২৫শে পা রাখার প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে চ্যানেল আই পরিবারের সদস্যরা প্রখ্যাত ব্যক্তিদের সাথে নিয়ে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা ভাগ করে নেন। ২৫ বছরের পথচলা প্রসঙ্গে ফরিদুর রেজা সাগর বলেন, ‘চ্যানেল আইয়ের পঁচিশ বছর, আমাদের পঁচিশ বছর, আপনাদেরও পঁচিশ বছর। আপনারা সবসময়ই সঙ্গে ছিলেন, সঙ্গে থাকবেন এটাই প্রত্যাশা।’ শাইখ সিরাজ বলেন, ‘গত ২৪টি বছর বাংলাদেশের ইতিহাসের সাথে এই চ্যানেলটি ছিল। চব্বিশ বছরে চ্যানেল আইয়ের দর্শক বেড়েছে। দর্শকের দৃষ্টি এখনও চ্যানেল আইতেই আছে।’ দিনব্যাপি চ্যানেল আই প্রাঙ্গণে দৃষ্টিনন্দন পরিবেশে আগত অতিথিরা উপভোগ করেন সরাসরি অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রকৃতিপ্রেমী এবং ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবু বলেন, ‘২৪ বছর আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই এই পর্যন্ত এসেছি। বাকি সময়টা ভালোবাসা যেন আরও বেড়ে যায়, আরো সামনে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা রইলো।’
প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল ক্ষণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্ট্রিন ট্রুডুসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধারগণ, সুশিল সমাজ এবং বিভিন্ন অঙ্গণের বিশিষ্টজনেরা। চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে আসেন বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ, শিল্পপতি, শিক্ষাবীদ, সাংবাদিক, ব্যবসায়ী, অভিনয়শিল্পী, সঙ্গীতশিল্পী, সুশিল সমাজসহ বিভিন্ন অঙ্গণের বিশিষ্টজনেরা। এ উপলক্ষে ক্রোড়পত্র প্রকাশ করেছে দেশের জাতীয় দৈনিকসহ জেলা ভিত্তিক সংবাদপত্রগুলো। দেশের বিভিন্ন জেলায় আনন্দ র্যালি এবং আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল আই পরিচালনা পর্ষদের ৭ সদস্যের পক্ষ থেকে দর্শকশ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং শুভেচ্ছা জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। ২৪ বছরের মতো আগামীর দিনগুলোতে সারা পৃথিবীর কোটি কোটি বাঙালির সৃজনশীল কাজের সাথে আস্থা ও বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রকাশ করেছেন তারা।
সন্ধ্যা ৭টায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ এর অংশগ্রহণে কেক কেটে চ্যানেল আই এর জন্মদিন অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা, চিত্রনায়ক আলমগীর, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মে.জে. সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, এনবিআর সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন, এ্যাম্বাসেডর নাসিম ফেরদৌস, রাশেদ খান মেনন এমপি, ড. নাইমা, বিএনপি চেয়ার প্রর্সনের উপদেষ্টা আতাউর রহমান ডালি ও হাবিবুর রহমান হাবিব, ড. বদিউল আলম, অপু উকিল, নাজমা আক্তার, ড. কামাল চৌধুরী, ড. শামসুল আলম এমপি, বিজিএমএ সভাপতি ফারুক হাসান, সিনিয়ার সাংবাদিক এমএ আজিজ, শিক্ষাবীদ ড. মুনিরা খান, নাজমুল হক প্রধান, ব্যারিস্টার নাসির উদ্দিন ও সারোয়ার হোসেন, ব্যবসায়ী নেতা হেলাল উদ্দিন, নুরজাহান বেগম মুক্তা, সাবেক রাষ্ট্রদূত শফিউল্লাহ, লেয়াকত আলী ভূঁইয়া, ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রæপ পরিচালনা পর্ষদ সদস্য মুকিত মজুমদার বাবু ও জহিরউদ্দিন মাহমুদ মামুন প্রমুখ।
চ্যানেল আই ১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে। দুই বছর পর এদিন চালু হয় সংবাদ। আর ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব-একটি জাতির রূপকার’ আগামী ১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। একইসঙ্গে সিনেমাটির ট্রেলার ও পোস্টার উদ্বোধন করেছেন মন্ত্রী।
রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে হোটেল ইন্টারকন্টিনেন্টাল বলরুমে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তৃতার শেষাংশে চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা লগ্নে হাছান মাহমুদ বলেন, “আমরা এতো খুশি যে, চার বছরের পথ পরিক্রমায় আজকে আমরা ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি। ইনশাআল্লাহ ১৩ অক্টোবর এই ছবি সমগ্র বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে।”
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বায়োপিক লাইন ডিরেক্টর সতীশ শর্মা অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করেন ও শিল্পীদের নিয়ে মন্ত্রীর সঙ্গে পোস্টার উন্মোচনে অংশ নেন। চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বিদেশ থেকে এ উপলক্ষে পরিচালক শ্যাম বেনেগাল এবং বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরিফিন শুভর পাঠানো ভিডিওবার্তা ও সিনেমাটির ট্রেলার দর্শকদের ছুঁয়ে যায়।
তথ্যমন্ত্রী বলেন, “এটি শুধু একটি সিনেমা নয়, এটি বঙ্গবন্ধুর বায়োপিক। ‘মুজিব-একটি জাতির রূপকার’ ছবিতে বাংলাদেশের ইতিহাস, অভ্যুদয়ের ইতিহাস আছে। কারণ এই বাংলাদেশ জাতিরাষ্ট্র গঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে।’
হাছান মাহমুদ উল্লেখ করেন , ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি জাতির জন্য একটি দলিল। এটি শুধু সিনেমা নয়, এই ছবিটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধু কীভাবে একটি জাতির রূপকার হলেন, সেটিই এই ছবিতে চিত্রায়িত হয়েছে।
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ইতিহাসের বাঁকে বাঁকে বহু নেতা স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছেন, কিন্তু স্বাধীনতা আসেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম বাঙালি নেতা, যার হাত ধরে স্বাধীনতা এসেছে। যিনি হ্যামিলনের বংশীবাদকের মতো মানুষকে এমনভাবে উদ্দীপ্ত করেছিলেন যে, মানুষ জীবনকে হাতের মুঠোয় নিয়ে হাজারে হাজারে নয়, লাখে লাখে মানুষ যুদ্ধে গেছে, দেশমাতৃকার তরে জীবন দিয়েছে, লাল সূর্য খচিত সবুজ পতাকা ছিনিয়ে এনেছে, তিনি শেখ মুজিব, বঙ্গবন্ধু মুজিব, জাতির পিতা মুজিব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।’
তথ্যমন্ত্রী বলেন, ‘এই ছবিটি আমি তিন চারবার দেখেছি এবং এই ছবি প্রথম জনসম্মুখে প্রদর্শিত হয় টরেন্টো ফিল্ম ফ্যাস্টিভ্যালে। সেখানে বাঙালির বাইরেও বিভিন্ন দেশের নাগরিকরা উপস্থিত ছিলেন। ২ ঘণ্টা ৫৮ মিনিট অর্থাৎ ৩ ঘণ্টার এ ছবি চলাকালে একটি মানুষ এক মিনিটের জন্যও নড়েনি এবং সেখানে কোনো বিরতি ছিলো না। হলে ৩ ঘণ্টার এ ছবিতে বিরতি থাকবে। এতেই প্রমাণিত হয় যে, এই ছবিটা কীভাবে দর্শক ধরে রাখবে, কীভাবে দর্শক টানবে। আমরা এই ছবি মুক্তি দিতে যাচ্ছি।’
মন্ত্রী এ সময় বায়োপিক পরিচালক শ্যাম বেনেগাল এবং সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত সবাইকে অকুণ্ঠ ধন্যবাদ জানান এবং বলেন, ‘গওহর রিজভী সাহেব, আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই ছবির নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, সাজ্জাদ জহিরসহ বাংলাদেশ থেকে আরও অনেকেই যুক্ত ছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। শিল্পীরা প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন। যাকে যে চরিত্র দেওয়া হয়েছে ভালো অভিনয় করেছেন।’
তথ্যমন্ত্রী জানান, ‘বেশ আগেই আমরা বায়োপিকের সেন্সর সার্টিফিকেট দিয়েছিলাম। খুব সহসা এটি ভারতেও সেন্সর সার্টিফিকেট পেতে যাচ্ছে। সুতরাং আমরা প্রথমে বাংলাদেশে মুক্তি দিতে চাই, কারণ বঙ্গবন্ধু এই বাংলাদেশের রূপকার, এই জাতির রূপকার, সেজন্য বাংলাদেশে মুক্তি দিতে চাই। পরে এটি ভারতবর্ষসহ পুরো পৃথিবীতে মুক্তি দেওয়া হবে। আমি সবাইকে এই ছবি হলে গিয়ে দেখার জন্য অনুরোধ জানাই।’
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটিতে শতাধিক বাংলাদেশি শিল্পীদের মধ্যে এ দিন চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, সংগীতা চৌধুরী, দিব্য জ্যোতি, সমু চৌধুরী, আশিউল ইসলাম, নাইরুজ সিফাত, আবুল কালাম আজাদ মিয়া, তুষার খান প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন।
এক বছর পূর্ণ করলো পান্থ আফজালের গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় সেলেব্রেটি শো ‘কাম টু দ্য পয়েন্ট’-এর। গত এক বছর ধরে বিনোদন জগতের প্রায় অর্ধশতাধিক তারকাদের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি।
ডাংগুলি এন্টারটেইনমেন্টের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই তারকা আড্ডা শোতে অতিথি হিসেবে এসেছেন তৌকীর আহমেদ, আজমেরী হক বাঁধন, প্রিন্স মাহমুদ, রায়হান রাফী, তমা মির্জা, দিঘী, সিয়াম আহমেদ, সজল, বাপ্পী চৌধুরী, পূজা চেরী, সুনেরাহ বিনতে কামাল, চয়নিকা চৌধুরী, আরশ খান, সোহেল মণ্ডল, সিদ্দিক, জাকিয়া বারী মম, ইমন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, আদর আজাদ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, ফারজানা ছবি, দিলরুবা রুহি, হৃদি হক, জুয়েল জহুর, কেয়াসহ প্রায় অর্ধশত তারকামুখ।
এই প্রসঙ্গে পান্থ আফজাল বলেন, ‘এক বছর আগে এই শোটি শুরু করেছিলাম। ডাংগুলি এন্টারটেইনমেন্টের পরিচালক সোহাগ মাসুদ আমাকে একটি নতুন ধারার অনুষ্ঠান করতে একদিন তার অফিসে ডাকেন। সঙ্গে ছিলেন ডাংগুলির হাসান রেজা শ্যামল। এরপর এই অনুষ্ঠানটি ডিজিটাল প্লাটফর্মে শুরু করি। অনুষ্ঠানটির বিশেষত্ব হলো, তারকারা এ আড্ডায় বসে তাদের মিডিয়ায় পদার্পণের গল্প, সাম্প্রতিক কাজ ও ইস্যু, জীবনবোধ, সামনের কাজের পরিকল্পনা ও ভাবনাগুলো খোলামনে প্রকাশ করতে পারেন। তাই শোগুলো হয়ে উঠেছে ভিন্ন কিছু।’
এদিকে একই প্লাটফর্মে পান্থ আফজাল নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে ‘প্রেক্ষাগৃহ’ নামে আরেকটি শো উপস্থাপনা করে থাকেন।
বিনোদন সাংবাদিক পান্থ আফজালের উপস্থাপনার ক্যারিয়ার প্রায় ছয় বছর। এছাড়া তিনি একাধারে কবি, ক্রিয়েটিভ কপিরাইটার, উদ্যোক্তা, সংগীতশিল্পী এবং নিবেদিত সাংস্কৃতিক কর্মীও। ২০১৯ সালের বইমেলায় ৫১ জন সাংস্কৃতিক কর্মীর সঙ্গে একান্ত আড্ডা নিয়ে প্রকাশিত হয় পান্থ আফজালের লেখা ‘তারার মুখে তারার গল্প’। এছাড়াও তিনি যুক্ত রয়েছেন ‘বাতিঘর’ থিয়েটার এবং আবৃত্তি সংগঠন ‘মুক্তধারা আবৃত্তিচর্চা কেন্দ্র’র সঙ্গে। আবৃত্তির প্রতি অনুরাগের কারণে নিজ জেলা রাজবাড়ীতে শিশুদের জন্যে প্রতিষ্ঠা করেছেন আবৃত্তি সংগঠন ‘প্রিয়তমেষু আবৃত্তি নিকেতন’।
রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে বসেছে শোবিজ তারকাদের অংশগ্রহণে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’র আসর। সব কিছু ঠিকঠাকই চলছিল। তবে হঠাৎ করেই শুক্রবার রাতে ঘটে যায় তুলকালাম। খেলার মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে সেখানে। বিষয়টি নিয়ে শনিবার সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন দুই দলের অধিনায়ক।
এসময় পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আপনার সবাই জানেন, গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটার জন্য ব্যক্তিগতভাবে আমি লজ্জিত। এই ঘটনার সঙ্গে আমার টিম থেকে যারা জড়িত তাদের জন্যও আমি লজ্জিত। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু এটা আমাদের পারিবারিক বিষয়, তাই আমরা এটার ইন্টারনাল সমাধান করেছি।’
শুক্রবার রাতের এই ঘটনাকে মারামারি বলতে নারাজ নির্মাতা দীপঙ্কর দীপন। তারা কেউ মারামারি করেননি বলেও উল্লেখ করেন তিনি। দীপন বলেন, ‘গতকালের এই ঘটনাটাকে আপনারা মারামারি বলবেন না। এখানে সেলিব্রিটিদের মারামারি হয়নি। কিছু মানুষ এখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আপনার ভিডিও ফুটেজে দেখলে বুঝবেন এখানে আমাদের দুই দলের কেউ এই ঝামেলায় জড়ায়নি। মাত্র ৫ থেকে ৬ জনের হামলা এটা। পরে তাদের সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে ফেলার জন্য দুই দলই সহযোগিতা করেছে।’
তিনি আরও বলেন, ‘আমার দলের খেলোয়াড় অভিনেতা মনোজ প্রামাণিককে মাঠে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। পরে তিনি বাইরে তার গাড়িতে গিয়ে বসেছিলেন। পরে আমার কথা বলে তাকে মাঠে আসতে বলা হয়। কিন্তু তিনি গাড়ি থেকে বের হননি।’
এই পরিচালক মনে করেন, ‘এই আয়োজনে কিছু ত্রুটি ছিল, নিরাপত্তার কিছুটা অভাব ছিল, বহিরাগতদের ঢোকা নিয়ে সমস্যা ছিল। এই বিষয়গুলোকে আমার সংস্কার করার কথা বলেছি। কর্তৃপক্ষ এ বিষয়ে আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আশা করি এমনটি আর কখনো ঘটবে না।’
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা জানান, ওই ঘটনায় অনেকেই আহত হয়েছেন, যাদের সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। তাছাড়া যে দলগুলো রয়েছে তাদের অনেকেই এখন খেলতে অসম্মতি জানাচ্ছেন। যে কারণে সাময়িকভাবে খেলা স্থগিত থাকবে। পুরো টুর্নামেন্ট আবার নতুন করে শুরু হবে কি না বা যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে কি না-এসব বিষয়ে বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ দিতে তিনদিন ব্যাপী সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) আয়োজন করা হয়েছে। এতে মোট ১৬টি দল অংশ নিয়েছে। শনিবার ফাইনালের মধ্য দিয়ে এ আসর সমাপ্ত হওয়ার কথা ছিল। তবে এখন তা অনিশ্চিত।
টালিউডে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি মানেই বক্স অফিসে সুপারহিট। দুই দশক জুটি হিসেবে দর্শকের কাছে বেশ জনপ্রিয় ছিলেন তারা। অনেক সময় গুঞ্জন উঠেছিল প্রসেনজিৎ-ঋতুর গভীর প্রেমের কথাও। মাঝে দীর্ঘদিন বিরতিতে ছিলেন তারা। তাদের মধ্যে ঠাণ্ডা লড়াইয়ের কারণেই নাকি ১৪ বছর একসঙ্গে কাজ করেননি। যদিও বুম্বা কিংবা ঋতুপর্ণার কেউই এ প্রসঙ্গে মুখ খোলেননি।
শনিবার ৬১ বছরে পা দিলেন প্রসেনজিৎ। জন্মদিনে প্রিয় মানুষটিকে শুভেচ্ছা জানাতে ভুললেন না ঋতুপর্ণা। সাদা-কালো ধুতি-পাঞ্জাবিতে বার্থডে বয়, পাশে লাল পাড়ের সাদা শাড়িতে নিজের একটি পুরোনো ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে শুভেচ্ছা জানিয়েছেন নায়ককে।
ক্যাপশনে ঋতুপর্ণা লিখেছেন, ‘অসাধারণ মানুষটিকে জন্মদিনে শুভেচ্ছা জানাই। যে কাজটিকে আমাদের কাছে খোলা হাওয়ার মতো করে তোলে। আর আমাদের এই বান্ডিংটা আমার কাছে খুব মূল্যবান। আরও সাফল্য ভাগ করে নেব আমরা। শুভ জন্মদিন। তোমার জীবনের এই বিশেষ দিনটি অনেক ভালোবাসা আর খুশিতে ভরে উঠুক, এই কামনাই করি।
প্রসেনজিৎ-ঋতুপর্ণার প্রেম ছিল, এমন অভিযোগ প্রকাশ্যে করেছেন শ্রীলেখা মিত্র। এ ব্যাপারে ঋতুপর্ণা একবার জানিয়েছিলেন, ‘২৪ ঘণ্টা একটা মানুষের সঙ্গে থাকলে, কাজ করলে, একটা ভালোবাসা, নির্ভরতা তো তৈরি হয়ই। তবে কি এই ভালোবাসা প্রেম নয়? এই উত্তর আমি দেব না, এই প্রশ্নের উত্তর রহস্যই থাক।’
একসঙ্গে প্রায় ৪৮টি ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে প্রিয় বুম্বাদার সঙ্গে ছবি করে হয়েছেন টালিউডের রানী। তারপর ফের নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে তাদেরই পরিচালিত ছবি ‘প্রাক্তন’-এ কামব্যাক করে এই সুপারহিট জুটি। চলতি বছরের গোড়ার দিকে ঋতপর্ণা-প্রসেনজিতকে নিয়ে নতুন ছবির পরিকল্পনার কথা জানিয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, যা হবে তাদের হাফসেঞ্চুরি সিনেমা।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে একটি ড্রাম-ট্রাক অভিনেত্রীর গাড়িকে ধাক্কা দেয়। ফলে ভেঙে গেছে গাড়ির পেছনের কিছু অংশ। বড় কোনো বিপদ না ঘটলেও শরীরে কিছু আঘাত পেয়েছেন তিনি।
গত শুক্রবার বিকেলে দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিশা। তবে কোথায় এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গত রাতের ঘটনা আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি বালুভর্তি ট্রাক আমার গাড়িটিকে দুমড়ে-মুচড়ে দিয়েছে। আমার এই গাড়িটি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছিলাম। সুতরাং এই ক্ষতি মেনে নেয়া আমার জন্য সহজ নয়। তার পরও আলহামদুলিল্লাহ!’
তিশা বলেন, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন, তাদের সবাইকে ধন্যবাদ।’
গত মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হন তানজিন তিশা। বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সুস্থ হয়ে বাসায় ফেরেন এই অভিনেত্রী।
দুদিন ধরে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে চলছে শোবিজ তারকাদের অংশগ্রহণে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। সব কিছু ঠিকঠাকই চলছিল তারকাদের এই ব্যাট-বলের যুদ্ধে। তবে হঠাৎ করেই শুক্রবার রাতে তারকারা নিজেদের মধ্যে তুলকালাম বাঁধিয়েছেন। এই খেলায় তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। মারামারিতে আহত হয়ে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন— শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।
শুক্রবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং দীপঙ্কর দীপনের টিমের খেলার সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে এ ঘটনা ঘটে। খেলা চলাকালে মাঠে দুই দলের খেলোয়াড়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হয়। তবে ম্যাচ শেষের দিকে রাত সাড়ে ১১টার পর আবার উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
চিত্রনায়িকা রাজ রিপা অভিযোগ করেন, তার গায়ে হাত তোলা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তিনি। এ ছাড়া আয়োজকদের নামে ম্যাচ পাতানোর অভিযোগ আনেন আরেক অভিনেতা জয় চৌধুরী।
তবে নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে অফিসিয়াল বক্তব্য ও ব্যাখ্যা দেবেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনার ছবি ও ভিডিও। বিষয়টি নিয়ে মন্তব্য করছেন নেটিজেনরা। কেন হয়েছিল সংঘর্ষ বা ঘটনার সূত্রপাত কোথায় এমন প্রশ্নই ভক্তদের মনে। জানা যায়, খেলার মাঠে দুই দলের সতীর্থরা একে অপরের চার-ছক্কা হাঁকানো বা উইকেট পতনে উল্লাস করছিলেন। এ সময় দীপঙ্কর দীপনের টিমের খেলোয়াড়রা অশালীন ভাষায় গালাগাল দেন। এক পর্যায়ে পানির বোতল ছুড়ে দেন। এতে আঘাতপ্রাপ্ত হন রিপা। আর এ ঘটনাকে কেন্দ্র করেই মূলত মারামারির সূত্রপাত হয়।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ দিতে তিন দিনব্যাপী সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) আয়োজন করা হয়েছে। এতে মোট ১৬টি দল অংশ নিয়েছে। আজ ফাইনালের মধ্য দিয়ে এ আসর সমাপ্ত হওয়ার কথা ছিল। তবে এখন তা অনিশ্চিত। সকাল থেকেই স্থগিত রয়েছে খেলা।
এক ফ্রেমে হাজির হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, হালের সেনসেশন আলিয়া ভাট ও রণবীর কাপুর। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় তিনজন একসঙ্গে কাজ করলেও একসঙ্গে পর্দায় দেখা যায়নি তাদের। এবার ভক্তদের সেই আশাও পূরণ হয়েছে। তবে কোনো চলচ্চিত্রে নয়, বরং একটি বিজ্ঞাপনেই দেখা মিলেছে এই তিন মুখের।
একটি জনপ্রিয় স্টিল ব্র্যান্ডের বিজ্ঞাপনেই একসঙ্গে শাহরুখ-আলিয়া-রণবীর। রণবীর কাপুরের জন্মদিনে বিশেষ চমক হিসেবে প্রকাশিত হয়েছে বিজ্ঞাপনটি। স্বামী-স্ত্রীর সঙ্গে বিজ্ঞাপনে শাহরুখ খানকেও দেখা গেছে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো- বিজ্ঞাপনটির ব্যাকগ্রাউন্ড মিউজিকে শাহরুখের জওয়ানের থিম মিউজিক শোনা গেছে।
স্টিল কম্পানির নতুন বিজ্ঞাপনটিতে জাওয়ানের থিম মিউজিকের সঙ্গে একে একে তিন তারকাকে কালো পোশাকে একত্রে এক ফ্রেমে দেখা গেছে। তিনজনকেই হাতে রড ধরা অবস্থায় এই কম্পানির ট্যাগলাইন বলতে শোনা গেছে।
বিজ্ঞাপনটি পোস্ট করে কম্পানির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘পিকচার আভি বাকি হ্যায়।’ অর্থাৎ এই বিজ্ঞাপনের একটি বড় ভার্সন আসতে পারে আগামীতে, আপাতত একটা আভাস দেয়া হলো। প্রসঙ্গত, এই ক্যাপশনের লাইনটি শাহরুখ খানের একটি জনপ্রিয় চলচ্চিত্র ‘ওম শান্তি ওম’ থেকে নেয়া।
এদিকে তারকাবহুল এই বিজ্ঞাপন দেখে ভক্তরাও চমকে উঠেছেন। ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন প্রিয় তারকাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তি লিখেছেন, ‘আমি তো এটা দেখেই মুগ্ধ! এটা কেবল একটা বিজ্ঞাপন।’ আরেকজন লিখেছেন, ‘ড্রিম কাস্ট।’ অপর এক ভক্ত মন্তব্য করেছেন, ‘প্রিয় মুখ সব এক ফ্রেমে।’
সম্প্রতি প্রকাশিত হয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ চলচ্চিত্রের টিজার। আর টিজারেই বাজিমাত করেছেন বলিউডের এই চকোলেটবয়। প্রথমবারের মতো দুর্ধর্ষ অ্যাকশন অবতারে দেখা যাবে তাকে। আলিয়াকে সর্বশেষ দেখা গেছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে। অপরদিকে বলিউড বাদশাহ শাহরুখ খান ফিরেছেন নিজের চিরচেনা ছন্দে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত জাওয়ান বিশ্বব্যাপী এক হাজার কোটির বেশি রুপি আয় করে নিয়েছে।