রোববার, ১০ ডিসেম্বর ২০২৩

শুটিং ফেলে চলে যাওয়ার কারণ জানালেন সায়ন্তিকা

সায়ন্তিকা
বিনোদন ডেস্ক
প্রকাশিত
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৫৩

সম্প্রতি প্রথমবারের মতো ঢালিউডের সিনেমায় অভিনয় করতে ঢাকায় এসেছিলেন কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুটিংয়ের মাঝপথেই কলকাতায় ফিরে গেছেন এই অভিনেত্রী। যা নিয়ে চর্চা হচ্ছে বেশ। তাজু কামরুলের পরিচালনায় ‘ছায়াবাজ’ নামে এ ছবিতে তার বিপরীতে রয়েছেন নায়ক জায়েদ খান।

বাংলাদেশে এসে কক্সবাজারে ছবিটির শুটিংয়ে অংশ নেন সায়ন্তিকা। কিন্তু মাঝপথে শুটিং রেখে ফিরে যান তিনি। জানা গেছে, নৃত্য পরিচালক মাইকেলকে ঘিরে নায়িকা চটেছেন। মাইকেল অনুমতি ছাড়া নায়িকার হাত ধরেছেন বলে অভিযোগ সায়ন্তিকার।

এ বিষয়ে ছবির প্রযোজক মনিরুল ইসলাম জানান, দ্বিতীয় গানের শুটিংয়ের সময় সায়ন্তিকা অভিযোগ তোলেন, নৃত্য পরিচালক মাইকেল তার হাত ধরেছেন! তার সঙ্গে আর কাজ করতে রাজি নন বলে সাফ জানিয়ে দেন। অন্যদিকে প্রযোজকও অনড়, শুটিং হলে মাইকেলের কোরিওগ্রাফিতেই হবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ত্যাগ করেন সায়ন্তিকা।

এরপর কলকাতায় ফিরে বিষয়টি নিয়ে মুখ খুললেন সায়ন্তিকা, জানালেন ‘আসল’ কারণ। ভারতীয় গণমাধ্যমকে তিনি জানালেন, নৃত্য পরিচালক মাইকেল নয়, তার চলে যাওয়ার মূল কারণ ছবির প্রযোজক।

নায়িকার ভাষ্য, ‘প্রথমে অন্য মাস্টারজি এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানে টাকা-পয়সা নিয়ে সমস্যার জন্য তিনি চলে যান। এরপর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে। মাইকেল আমার অনুমতি না নিয়েই হাত ধরে আমায় সরাতে গিয়েছিল। তখন আমি সকলের সামনেই বাধা দিই।’

‘ছায়াবাজ’ ছবির শুরু থেকেই সমস্যার সম্মুখীন হচ্ছিলেন বলে জানান সায়ন্তিকা। তিনি বলেন, ‘বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে আলাপ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো উত্তরই পাইনি। তার কোনো পরিকল্পনা নেই, ব্যবস্থা নেই। হঠাৎ বলা হলো, নাচের দৃশ্যের শুটিং করা হবে! বারবার যোগাযোগের চেষ্টা করার পরেও যখন মনিরুল উত্তর দেননি, তখন বলেছিলাম, আমি এভাবে কাজ করব না মাইকেলের সঙ্গে।’

‘ছায়াবাজ’ ছবিটির কাজ কি তবে অসম্পূর্ণই থেকে যাবে? এ বিষয়ে প্রযোজক মনিরুল জানিয়েছেন, নৃত্য পরিচালক মাইকেলের সঙ্গে যদি সায়ন্তিকা কাজ না করেন, তাহলে ছবির নায়ক-নায়িকাই পরিবর্তন করে ফেলবেন তিনি।

অন্যদিকে সায়ন্তিকার মন্তব্য, ‘তিনি (প্রযোজক) যদি সঠিক পদ্ধতিতে কাজ করেন, তাহলে আমি নিশ্চয়ই ছবিটার কাজ শেষ করব। কিন্তু তার আগে আমাকে চিত্রনাট্য, শট ডিভিশন পুঙ্খানুপুঙ্খভাবে জানাতে হবে।’

বিষয়:

ঐশ্বরিয়াকে আনফলো করেছেন অমিতাভ বচ্চন!

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

কদিন আগেই বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে ‘দ্য আর্চিস’ সিনেমার প্রিমিয়ারে হাজির হয়ে শশুরবাড়ির সবার সঙ্গে দেখা করেন সাবেক মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রাই। বচ্চন পরিবারের সবার সঙ্গে এই বলিউড সুন্দরীর আলাপচারিতা এবং হাসিমুখে এক ফ্রেমে বন্দি হওয়া দেখে অনেকেই ধরে নিয়েছিলেন এবার বুঝি আবার একই ছাদের নিচে বসবাস করবেন অভিষেক ও ঐশ্বরিয়া। কিন্তু না, এক হওয়ার পরিবর্তে বচ্চন পরিবারের সঙ্গে আরও খানিকটা দূরত্ব বাড়ে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, পুত্রবধূ ঐশ্বরিয়াকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন অমিতাভ বচ্চন। তবে কি এখান থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এত দিন ধরে চলা গুজব সত্যি হতে চলেছে? অমিতাভ বচ্চন ইনস্টাগ্রামে ফলো করেন মাত্র ৭৪ জনকে। তালিকায় আছেন সালমান খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, বিরাট কোহলি, শ্বেতা বচ্চন নন্দা, নব্যা নভেলি নন্দা প্রমুখ। অন্যদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন শুধু অভিষেক বচ্চনকে ফলো করেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় সংবাদমাধ্যমের এমন সংবাদে চটেছেন অমিতাভ থেকে ঐশ্বরিয়ার ভক্তরা। তাদের মতে, ঐশ্বরিয়াকে কখনো ফলো করেননি অমিতাভ, ঠিক তেমনি ঐশ্বরিয়ার ফলো তালিকায়ও তিনি ছিলেন না। তাহলে আনফলোর ব্যাপার এল কোত্থেকে! একজন লিখেছেন, ‘অমিতাভ বচ্চন কখনোই ঐশ্বরিয়াকে ফলো করেননি’। আরেকজন লিখেছেন, ‘আপনি এমন কাউকে আনফলো করতে পারবেন না, যাকে আপনি কখনো ফলো করেননি।’ আরেকজন লিখেছেন, ‘সে কি কখনো তাকে অনুসরণ করেছিল? সে সব সময়ই একজন অহংকারী মানুষ- সে তাকে অনুসরণ করে না, যে তাকে অনুসরণ না করে।’


বিশ্ব ময়দানে লড়বে বলিউড বাদশার ‘জাওয়ান’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

সারা বিশ্বে বলিউড কিং শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমার জয়জয়কার। ১১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে অ্যাটলি পরিচালিত ছবি। এবার লড়াই আন্তর্জাতিক মঞ্চে। অস্ট্রেলিয়ান সাবস্ক্রিপশন টেলিভিশন অ্যান্ড রেডিও অ্যাসোসিয়েশন তথা ASTRA অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছে বাদশার ছবি। আন্তর্জাতিক চলচ্চিত্রের জনপ্রিয় অ্যাওয়ার্ডগুলোর মধ্যে একটি ‘অ্যাস্ট্রা অ্যাওয়ার্ড’। আগামী বছর এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে শাহরুখ খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘জাওয়ান’। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০২৪ সালের অ্যাওয়ার্ডে সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে স্থান পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি। সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ‘জাওয়ান’-এর সঙ্গে টক্কর জমবে ফ্রান্সের সিনেমা ‘অ্যানাটমি অব আ ফল’, দক্ষিণ কোরিয়ার ‘কংক্রিট ইউটোপিয়া’, ফিনল্যান্ডের ‘ফলেন লিভস’, জাপানের ‘পারফেক্ট ডেজ’, স্পেনের ‘সোসাইটি অব দ্য স্নো’, ফ্রান্সের ‘দ্য টেস্ট অব থিংস’ প্রভৃতির সঙ্গে।

হলিউড ক্রিয়েটিভ অ্যালায়েন্স সম্প্রতি মনোনয়নের তালিকা প্রকাশ করেছে। আর সেখানে জায়গা অর্জন করে নিয়েছে ‘বার্বি’, ‘ওপেনহাইমার’, ‘স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’, ‘কিলার অব দ্য ফ্লাওয়ার মুন’ ইত্যাদি সিনেমা।

গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছিল জাওয়ান। মুক্তির দিনই ১০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলে শাহরুখ খানের এ ছবি। তারপর যেন বক্স অফিসে সুনামি আসে। ৩০০ কোটি টাকা বাজেটে তৈরি ছবি ১ হাজার ১৪৮ কোটি টাকা আয় করেছে। সেই ছবি এবার আন্তর্জাতিক মঞ্চে একাধিক বিদেশি ছবিকে টক্কর দেবে। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত বলিউড সুপারস্টার শাহরুখ খান।

প্রসঙ্গত, ২০১৬ সালে এ হলিউড ক্রিয়েটিভ অ্যালায়েন্স প্রতিষ্ঠিত হয়, যা ২০১৯ সালে নাম বদলে হয় হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন। ২০২৩ সালে পুনরায় রিব্র্যান্ডিং করেন তারা এবং এটিকে ‘অ্যাস্ট্রা অ্যাওয়ার্ড’ নামে ঘোষণা করা হয়। ২০২৪-এর ২৬ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে এবারের এ পুরস্কার দেওয়া হবে।


মাঠে গড়াচ্ছে ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলীর বায়োপিক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

কবে শুরু হবে ভারতীয় ক্রিকেটের মহারাজ বলে পরিচিত সৌরভ গাঙ্গুলীর বায়োপিক- এমন প্রশ্ন শোনা যাচ্ছে প্রায় প্রায় দুই বছরের বেশি সময় ধরে। বিশেষ করে সৌরভের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই অপেক্ষার প্রহর গুনতে থাকেন সিনেমাপ্রেমী দর্শক ও সৌরভের অনুরাগীরা। তবে এবার সেই ধোঁয়াশা কাটতে চলেছে। চলতি মাসেই মাঠে গড়াচ্ছে ‘দাদা’র বায়োপিক। সৌরভের এই বায়োপিকের নাম দেওয়া হয়েছে ‘প্রিন্স অব ক্যালকাটা’। শুরুতে সৌরভ গাঙ্গুলীর চরিত্রে অভিনয়ের জন্য অনেক অভিনেতার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত আয়ুষ্মান খুরানাকেই চূড়ান্ত করেছেন নির্মাতা। জানা গেছে, এরই মধ্যে শেষ হয়েছে বায়োপিকটির চিত্রনাট্য লেখার কাজ।

ছবির চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে ঘন ঘন মুম্বাই ছুটতে দেখা গিয়েছিল সৌরভকে। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন আয়ুষ্মান। তবে একটি জায়গায় আয়ুষ্মানের মিল রয়েছে সৌরভের সঙ্গে। আয়ুষ্মান নাকি সৌরভের মতোই বাঁ-হাতি। তাই তার চরিত্রকে ফুটিয়ে তোলাটা অভিনেতার ক্ষেত্রে সুবিধাজনক হবে বলেই ধরা হচ্ছে। তবে পুরোপুরি সৌরভের মতো হয়ে উঠতে অনেক প্রশিক্ষণের প্রয়োজন অভিনেতার।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কদের মধ্যে সৌরভের আগে মহেন্দ্র সিংহ ধোনি থেকে বিতর্কিত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের জীবনের চিত্রায়ণ হয়েছে বড় পর্দায়। দুটি ছবিই বক্স অফিসে হিট। এবার সৌরভের জীবনীচিত্র কি টেক্কা দিতে পারে এই দুই তারকার ছবিকে- সেটাই দেখার বিষয়। সৌরভের বায়োপিকের পরিচালনা করছেন রজনীকান্তকন্যা ঐশ্বর্য রজনীকান্ত।

উল্লেখ্য, ভারতের অন্যতম সফল বাঁ-হাতি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ব্যাটে ঝড় তুলতে বরাবরই পরিচিত ছিলেন তিনি। তিনি ৩১১টি এক দিনের ক্রিকেট ম্যাচ খেলেছেন এবং রান তুলেছেন ১১.৩৬৩। টেস্ট খেলেছেন ১১৩টি। যেখান থেকে সংগৃহীত রানের সংখ্যা ৭.২১২।


সিনেমা মুক্তিতে নতুন কৌশল খিলাড়ি অক্ষয়ের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বছরে ৩ থেকে ৪টা সিনেমা মুক্তি দেন অক্ষয় কুমার। ফলে বেশিরভাগ সিনেমাই ব্যর্থতার মুখ দেখে। বিগত বছরগুলোতে অক্ষয় কুমারের একাধিক সিনেমা একের পর এক ব্যর্থ হওয়ায় অক্ষয়ের অনুরাগীরাই এখন হতাশ! কিছুটা সময় নিয়ে সিনেমা মুক্তি দেওয়া উচিত অভিনেতার, এমনটাই দাবি ছিল বেশিরভাগ অনুরাগীর। আর একের পর এক ব্যর্থতার পর অক্ষয়ও অনুরাগীদের কথাই শুনলেন।

তার আসন্ন সিনেমা এ বছর নয়, মুক্তি পাবে আগামী বছর। একেবারে ঈদের ছুটিতে! হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, মিশন রানিগঞ্জের পর অনেকটা সময় নিয়েই সিনেমা মুক্তি দিতে যাচ্ছেন অক্ষয়। যশরাজ ফিল্মসের ব্যানারে ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ মুক্তি পাবে ঈদে। এতে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে টাইগার শ্রফকে।

২০২২ সালে অক্ষয় কুমারের প্রায় ৫টি সিনেমা ওটিটি এবং বড় পর্দায় মুক্তি পেয়েছিল। এগুলো হলো- বচ্চন পাণ্ডে, কাটপুতলি, রক্ষা বন্ধন, সম্রাট পৃথ্বীরাজ, রাম সেতু। আর এই পাঁচটির একটিও বক্স অফিসে তেমন চলেনি। পায়নি দর্শকদের থেকে প্রত্যাশিত সাড়া।

তাই এবার ভক্তদের দাবি মেনে অন্য পথে হাঁটতে চান অক্ষয়। বদলালেন সিনেমা মুক্তির কৌশল। ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ লিখেছেন এবং পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। সিনেমাটি প্রযোজনা করেছেন বাশু ভগনানি, দীপশিখা দেশমুখ, হিমাংশু কিষান মেহরা। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন মালয়ালম থ্রিলার কিং পৃথ্বীরাজ সুকুমারান।

ভারতে ঈদে সাধারণত সালমান খানের সিনেমাই মুক্তি পায়। এবার যদি তার সঙ্গে অক্ষয়-টাইগারের এমন অ্যাকশন সিনেমা আসে, তাহলে বক্স অফিসে দারুণ লড়াই হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে মুক্তির আগে প্রজাতন্ত্র দিবসের দিন ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’র ট্রেলার মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:

স্বপ্ন পূরণ টলিউড কুইন শ্রাবন্তীর

আপডেটেড ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০৩
বিনোদন প্রতিবেদক

মনের মধ্যে দীর্ঘ দিনের লালিত স্বপ্ন অবশেষে পূরণ হলো টলিউড কুইন শ্রাবন্তী চ্যাটার্জির। এ অভিনেত্রীর অনেক দিনের শখ উইন্ডোজের সঙ্গে কাজ করার। ‘আমার বস’ শিরোনামের এ ছবির মাধ্যমে কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী। প্রথমবার পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে কাজ আর রাখির সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়ে ভগবানকেই ধন্যবাদ জানিয়েছেন শ্রাবন্তী।

অনেকটা আনন্দচিত্তে এ তারকা বলেন, ‘শিবুদার সঙ্গে কাজ করার ইচ্ছেটা আমার বহু দিনের। অনেকবার কথাবার্তাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আর কিছু সেভাবে হয়ে ওঠেনি; কিন্তু কথায় আছে না সব জিনিসেরই একটা নির্দিষ্ট সময় থাকে। বিধাতা হয়তো আমাকে এখন সেই সময়টা দিয়েছে যে আমি উইন্ডোজের সঙ্গে কাজ করি। আর এক্সাইটেড তো হবই। কারণ উইন্ডোজের সঙ্গে সবাই কাজ করতে চায়। আমিও চেয়েছি। আমাকে তারা যোগ্য বলে মনে করেছে এটাই আমার সেরা প্রাপ্তি। আমি ভীষণ হ্যাপি। এ প্রজেক্টে হান্ড্রেড পার্সেন্টের বেশি দেওয়ার চেষ্টা করব।’

রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগটা তো যেন শ্রাবন্তীর কাছে মেঘ না চাইতেই বৃষ্টির মতো। তার কথায়, ‘রাখি গুলজার তো একজন লিজেন্ড। তার কথা আলাদা করে বলার কোনো অবকাশই নেই। আমার বাবা-মায়ের সময়কার একজন কিংবদন্তি অভিনেত্রী; যার ছবি দেখে তারা বড় হয়েছেন। আমার বাবার তো চাইল্ডহুড ক্রাশ রাখি গুলজার। তাই মা-বাবাও এ খবরটায় খুবই গর্বিত যে তাদের মেয়ে রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছে। আর একসঙ্গে কাজ করতে পারব এটা ভেবেই আমার তো গর্ববোধ হচ্ছেই। আশা করছি, সিনেমা মুক্তির পর সবার ভালো লাগবে।’

আসছে জানুয়ারি মাসেই ছবিটির শুটিং শুরু হবে।


হিন্দিতেও দ্যুতি ছড়াচ্ছেন দুই বাংলার তারকা জয়া

আপডেটেড ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০২
প্রতিবেদক, দৈনিক বাংলা

দুই বাংলার একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। তবে এবার বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি ভাষার চলচ্চিত্র তথা বলিউডে পা রাখলেন এ তারকা। গতকাল শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে জয়া অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’।

মুক্তির প্রথম দিনেই প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পান বলে জানিয়েছেন জয়া আহসান। তিনি বলেন, ‘জীবনের প্রথম হিন্দি সিনেমা বলে কথা ! কী হবে, কেমন হবে এমনকি দর্শকইবা কীভাবে গ্রহণ করবেন- এ নিয়ে অনেকটাই সংশয়ে ছিলাম। তবে সিনেমার গল্প ও লোকেশন এবং চরিত্র, সব মিলিয়ে ভালো কিছুই প্রত্যাশা ছিল; কিন্তু আমাকে অবাক করে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া দিয়েছেন দর্শক। অনেকেই আমার এবং আমার ছবির প্রশংসা করেছেন। সত্যিই এ সাফল্যের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি সকল দর্শকের কাছে কৃতজ্ঞ।’

কড়ক সিংয়ে নয়না চরিত্রে অভিনয় করেছেন জয়া। নিজের চরিত্র নিয়ে জয়া বলেন, ‘আমার নয়নার চরিত্রটা খুব পছন্দ হয়েছে। আর চিত্রনাট্য এক কথায় অসাধারণ ছিল। চিত্রনাট্য পড়ার পর আমি এ সিনেমার প্রেমে পড়ে গেছি। অনেকগুলো ফ্যাক্টর মিলিয়ে বলা চলে নয়না একটি শক্তিশালী মানসিকতার মেয়ে। ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে।’

কড়ক সিং সিনেমার গল্পটা মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে। মনস্তাত্ত্বিক জটিলতার সঙ্গে বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে নির্মাণ করা হচ্ছে। সংকটের মুখে একটি পরিবারের একত্র হওয়ার আবেগধর্মী গল্প দেখা যাবে এ সিনেমায়।

‘পিঙ্ক’খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এ সিনেমায় কড়ক সিংয়ের চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী। এ সিনেমায় আরও অভিনয় করেছেন সানজানা সাংভি ও দক্ষিণের অভিনেত্রী পার্বতী থিরুভোথু।

সম্প্রতি ভারতের গোয়ায় ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় কড়ক সিং সিনেমার প্রিমিয়ার হয়েছিল। চলচ্চিত্র উৎসবটিতে দর্শকের প্রশংসা পেয়েছিল সিনেমাটি।


ভক্তদের সুখবর দিলেন বিটিএস তারকা জিন

আপডেটেড ৮ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৮
বিনোদন ডেস্ক

সারা দুনিয়ার তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীদের মনে উন্মাদনা তৈরি করা দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গানের দল বিটিএসের অন্যতম সদস্য জিন ওরফে কিম সিওকজিন। বর্তমানে দেশটির সামরিক প্রশিক্ষণে রয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুসারে দেশের প্রত্যেক পুরুষ নাগরিককে সামরিক প্রশিক্ষণে যোগ দিতে হয়। সে নিয়ম অনুযায়ী বিটিএসের সবচেয়ে বড় সদস্য জিন ২০২২ সালের ডিসেম্বরে সামরিক প্রশিক্ষণে যোগ দিয়েছেন। এদিকে গত ৪ ডিসেম্বর ছিল তার জন্মদিন। এবারের জন্মদিনে জিনের অনুপস্থিতিতে সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তার অসংখ্য ভক্ত-অনুরাগী শুভেচ্ছাবার্তা দিয়ে জিনের জন্মদিন পালন করেছেন। তার জন্মদিনকে ভক্তরা আইকনিক ‘জিন দিবস’ হিসেবে ঘোষণা করেছেন। এ ছাড়া সুদর্শন জিন দিবস হিসেবেও পালন করছেন।

গত ৩০ নভেম্বর ‘পিক ইওর ওন আইডল’ নামে তারকা ভোটিং ইভেন্ট চালু করেন বিটিএস অনুসারীরা। সেখানে জিন আধিপত্য বিস্তার করেছিলেন। সেখানে প্রায় ৩৮ হাজার ভোট পেয়ে তিনি শীর্ষে ছিলেন। অ্যাপ ও অনলাইনে তার জন্মদিন পালিত হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলেও।

সেখানে সিওডাইমুন স্টেশনে জিনের বিজ্ঞাপন প্রদর্শন করা হয়, সেই বিজ্ঞাপন ১০ হাজার বার দেখানো হয়েছে। মানুষের ব্যাপক আগ্রহের কারণে বিজ্ঞাপন প্রদর্শনের সময় তিন দিন বাড়ানো হয়েছে। যাত্রীদের জন্য একটি ভিজ্যুয়াল ফিস্ট তৈরি করেছে।

এ ছাড়া মায়ং-ডং শহরে এল ই ডি বিলবোর্ড ৭ দিন বেশি সময় ধরে প্রদর্শিত হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা বার্তা। জিনও জন্মদিনে তার ভক্তদের সুসংবাদ দিয়েছেন। তিনি সামরিক বাহিনীতে সার্জেট পদে উন্নীত হয়েছেন। খবরটি প্রকাশ হওয়া মাত্র বিটিএস ভক্তদের মধ্যে তুমুল উচ্ছ্বাস দেখা যাচ্ছে। একের পর এক বিটিএস ফ্যানরা নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

উল্লেখ্য, ১৯৯২ সালে দক্ষিণ কোরিয়ার গোয়াছন শহরে জন্মগ্রহণ করেন জিন। ২০১৩ সালে তিনি বিটিএসে যোগ দেন। ২০১৯ সালের জুন মাসে জিন তার প্রথম একক গান, দি ডিজিটাল ট্র্যাক ‘টুনাইট’ প্রকাশ করেন। জিন তার ১৮ মাসের মধ্যে সামরিক বাহিনীর দায়িত্ব শেষ করে বিটিএসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই ফিরবেন।


আরেক ধামাকা নিয়ে আসছেন ড্রিমগার্ল দীপিকা

আপডেটেড ৮ ডিসেম্বর, ২০২৩ ১৩:৩১
বিনোদন ডেস্ক

ক্যারিয়ারের তুঙ্গে রয়েছেন বলিউডের ড্রিমগার্ল দীপিকা পাড়ুকোন। একের পর এক সফল সিনেমা উপহার দিচ্ছেন তিনি। চলতি বছরে ‘পাঠান’ ও ‘জাওয়ান’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন এ অভিনেত্রী। এবার দীপিকার নতুন প্রজেক্ট ‘ফাইটার’। এ ছবির মাধ্যমে নতুন বছরের শুরুতেই নতুন ধামাকা নিয়ে হাজির হবেন তিনি। দীপিকা এর মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বলিউড তারকা হৃত্বিক রোশানের সঙ্গে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন এই সিনেমাটিতে হৃত্বিকের লুক প্রকাশের এক দিন পরই নির্মাতারা দীপিকা পাড়ুকোনের চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি নতুন পোস্টার উন্মোচন করেছেন। সিনেমায় দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোরের চরিত্রে অভিনয় করেছেন। যেখানে তিনি ‘মিন্নি’ নামে পরিচিত। ফাইটারের লুক প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভাসছেন দীপিকা।

সিনেমাটিতে পাইলট হিসেবে দেখা যাবে দীপিকাকে। পাইলট চরিত্রে এটিই তার প্রথম অভিনয়। দীপিকা পাড়ুকোন তার সোশ্যাল মিডিয়ায় নিজের এই এক্সক্লুসিভ লুক শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর, কল সাইন: মিন্নি, পদবি: স্কোয়াড্রন, পাইলট ইউনিট: এয়ার ড্রাগনস’।

দীপিকা যে আরেকটা ধামাকা নিয়ে আসছেন সেটাই জানান দিলেন পোস্টারের মাধ্যমে। দর্শকও সেই ধামাকা দেখার অপেক্ষায়। এ ছাড়া লস অ্যাঞ্জেলেসে ভারতীয় অভিনেত্রী হিসেবে প্রথমবার একাডেমি মিউজিয়াম গালায় অংশ নেন দীপিকা। সেখানে তার ফ্যাশন এবং সৌন্দর্য দিয়ে কাবু করেছেন সবাইকে।

নির্মাতাদের মতে, দীপিকার চরিত্রটি দৃঢ়তা, সংকল্প ও একজন যোদ্ধার অটল চেতনাকে তুলে ধরে। সিনেমাটি পরিচালনা করেছেন পাঠানখ্যাত পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা। ম্যাট্রিক্স পিকচার্সের সহযোগিতায় সিনেমাটি প্রযোজনা করেছেন ভায়াকম ১৮ স্টুডিওজ।

চলতি বছর ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে ‘‌ফাইটার’-এর টিজার। এ টিজারে অ্যাকশন অবতারে দেখা মিলেছে হৃত্বিক, দীপিকা ও অনিল কাপুরের। নির্মাতা জানিয়েছিলেন, সিনেমাটিতে এরিয়াল স্টান্টও দেখতে পাবেন দর্শক। এ ছাড়া সিনেমাটির টিজার দেখে ধারণা করা যাচ্ছে, এটি মূলত ভারতীয় বিমানবাহিনীর দুর্ধর্ষ অভিযানের গল্পকে ফুটিয়ে তোলা হবে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন করন সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, তালাত আজিজ। আগামী ২৫ জানুয়ারি ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে সিনেমাটি মুক্তির পাবে।

বিষয়:

‘ডানকি’ নিয়ে নতুন বার্তা কিং খানের  

আপডেটেড ৮ ডিসেম্বর, ২০২৩ ১৩:৩১
বিনোদন ডেস্ক

চলতি বছরটি যেন বলিউড বাদশা শাহরুখ খানের। ৫ বছরের ব্যর্থতার দায় এড়িয়ে এ বছরে স্বমহিমায় ভক্তদের কাছে ফিরে এসেছেন এই সুপারস্টার। ‘পাঠান’ ও ‘জাওয়ান’ ছবির সুবাদে বছরজুড়েই ছিল শাহরুখবন্দনা। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে বছরের শেষ চমক ‘ডানকি’। এরই মধ্যে ছবির গান একটি গান ও ট্রেলার প্রকাশ পেয়েছে অন্তর্জালে। আর ট্রেলারেই পাঠান ও জাওয়ানের মতো ঝড় তুলেছেন কিং খান। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো গুণী নির্মাতা রাজকুমার হিরানির সঙ্গে কাজ করেছেন শাহরুখ খান। তাই সিনেমাটি ঘিরে প্রত্যাশাও আকাশ সমান।

আসছে বড়দিনের আগেই মুক্তি পেতে চলেছে সিনেমাটি। তার আগে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মন দিলেন শাহরুখ খান। সিনেমাটি নিয়ে ভক্তদের নানা প্রশ্নের জবাব দিলেন তিনি। ছবি মুক্তির আগে শাহরুখ খান টুইটারে তার জনপ্রিয় আস্ক এসআরকে সেশনের আয়োজন করে থাকেন।

বুধবার আয়োজিত এই সেশনে ভক্তদের সঙ্গে আড্ডা দেন তিনি। সেশনে এক ভক্ত লিখেছেন- ‘স্যার, কোনো রোমান্টিক গান আছে কি এ ছবিতে?’ এই প্রশ্নের উত্তরে কিং খান বলেন, ‘অবশ্যই আছে। আমি আছি অথচ রোমান্স থাকবে না, তা কখনো হয়? বিষয়টি তো তাহলে যে হৃদয় আছে, কিন্তু সেটা আর চলছে না।’ শাহরুখের এইজবাবে তার ভক্তরা মুগ্ধ হন। শুধু তাই নয়, ডানকি যে খুব আবেগের ছবি হতে যাচ্ছে সেই আভাসও দিয়েছেন তিনি। এক অনুরাগী তাকে জিজ্ঞেস করেন, ‘শাহরুখ খান স্যার এই ছবি দেখার পর কি খুব কাঁদব? আমি আসলে ভীষণ ইমোশনাল তাই জিজ্ঞেস করছি।’ তাতে তিনি উত্তর দিয়ে লেখেন, ‘সরি বাবা, এই ছবি দেখে তোমার দারুণ কান্না পাবে।’

বিষয়:

নতুন গানে সুন্দরী-সুরেলা আঁখি আলমগীর

আপডেটেড ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০২
বিনোদন প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা আঁখি আলমগীর বছরজুড়েই গান দিয়ে স্টেজ শো মাতিয়ে রাখেন। ক্যারিয়ারের শুরু থেকেই বৈচিত্র্যময় গানে কণ্ঠ দিয়ে আসছেন তিনি। বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটিতেও কয়েকদিন পরপর গান পরিবেশন করেন। সুন্দরী-সুরেলা এই শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পীর গান ছাড়া যেমন বাংলাদেশের স্টেজ শো পরিপূর্ণ হয় না, তেমনি বিদেশের স্টেজ শোতেও তিনি অনবদ্য। এসব গানের পাশাপাশি তিনি গেয়েছেন অনেক মেলোডিয়াস গানও।

তবে মৌলিক ও নতুন গান থেকে অনেকদিন দূরে ছিলেন আঁখি আলমগীর। দীর্ঘদিন পর নতুন এক মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন এই কণ্ঠশিল্পী। বুধবার সন্ধ্যায় আঁখি কণ্ঠ দিলেন একেবারেই ভিন্নধর্মী একটি গানে। ‘পাখির গান’ শিরোনামের গানটিতে একই সঙ্গে রয়েছে মেলোডি আর ফার্স্ট বিটের সংমিশ্রণ। আঁখি আলমগীর জানান, এবারই প্রথম পাখি নিয়ে গান গাইলেন তিনি। এ গানে তার সহশিল্পী বেলাল খান। ‘পাখির গান’ গানটি লিখেছেন গীতিকার-সুরকার প্লাবন কোরেশী। আঁখি আলমগীরের সঙ্গে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন বেলাল খান। আর সঙ্গীতায়োজন করেছেন সজীব। নতুন গানটি নিয়ে আঁখি আলমগীর বলেন, পাখির গানে যেমন আছে মেলোডি, তেমনি রয়েছে ফার্স্ট বিটের অনুপম ছোঁয়া। আশা করছি, শ্রোতাদের গানটি হৃদয় ছুঁয়ে যাবে।

এর আগে বেলাল খানের সঙ্গে ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা গেয়েছিলেন ‘পাখি’ শিরোনামের এক গান। এই গানটি অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হওয়ার পর সেই পাখি নিয়েই আরেকটি গান করলেন বেলাল খান। এবার তার সহশিল্পী আঁখি আলমগীর।


কম্বোডিয়ায় স্থায়ী হচ্ছেন সল্ট তারকা অ্যাঞ্জেলিনা জোলি

আপডেটেড ৭ ডিসেম্বর, ২০২৩ ১৬:১৭
বিনোদন ডেস্ক

বিশ্বখ্যাত হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। অভিনয়ের পাশাপাশি আর্তমানবতার সেবায় নিয়োজিত দীর্ঘদিন ধরে। দীর্ঘ অভিনয়-জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তবে ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচিত হননি। সর্বশেষ হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে সংসার ভাঙার পর অনেক কিছুই বদলে গেছে তার। অনেকটা মানসিকভাবে ভেঙেও পড়েছেন সল্টখ্যাত অভিনেত্রী জোলি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করা এই অভিনেত্রীর বেড়ে ওঠাও এ শহরেই। কিন্তু শৈশব-কৈশোরের স্মৃতি বিজড়িত প্রিয় জন্মস্থান ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি।

সাক্ষাৎকারে এই তারকা জানান, লস অ্যাঞ্জেলেসে আর বসবাস করবেন না অ্যাঞ্জেলিনা জোলি। বরং কম্বোডিয়ায় চলে যাবেন। এ বিষয়ে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘বিচ্ছেদের পর যা ঘটেছিল, তারই অংশ এটি। আমি বেঁচে থাকার এবং স্বাধীনভাবে ভ্রমণের সক্ষমতা হারিয়ে ফেলেছি। যখন পারি তখনই চলে যাব। বিশ্বের মধ্যে হলিউড স্বাস্থ্যকর জায়গা নয়; সুতরাং আপনি এর সত্যতা খুঁজছেন।’

অভিনেত্রী হতে চাননি জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি অভিনেত্রী হতে চাইনি। যখন শুরু করেছিলাম, তখন এতটা পাবলিক হওয়ার প্রত্যাশা ছিল না। কারণ আমি হলিউডের আশপাশে বড় হয়েছি, এটি কখনো আমাকে প্রভাবিত করেনি। আমি এটিকে কখনোই গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করিনি।’

অ্যাঞ্জেলিনা নতুন করে কারও সঙ্গে সম্পর্কে জড়াননি। তার সন্তানরাই তার বন্ধু। এ বিষয়ে জোলি বলেন, ‘তারাই আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ, তারাই আমার ঘনিষ্ঠ বন্ধু, তারাই আমার শক্তি। আমরা সাতজন একবারেই আলাদা মানুষ।’

জোলির ৬ সন্তান। এর মধ্যে ৩ জন দত্তক নিয়েছেন তিনি। তারা হলেন ম্যাডক্স (২২), প্যাক্স (২০), জাহারা (১৮)। ম্যাডক্সকে কম্বোডিয়ার অনাথ আশ্রম থেকে দত্তক নেন তিনি। আর জোলি-পিট দম্পতির বায়োলজিক্যাল ৩ সন্তান হলো শিলোহ (১৭), নক্স (১৫), ভিভিয়েন (১৫)।

বিষয়:

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন লাস্যময়ী ঐশ্বরিয়া

আপডেটেড ৭ ডিসেম্বর, ২০২৩ ১৫:৫৬
বিনোদন ডেস্ক

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল বচ্চন পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না ঐশ্বরিয়া রাই বচ্চনের। এমনকি নামের সঙ্গে বচ্চন শব্দটিও ফেলে দিয়েছেন সাবেক এই মিস ইউনিভার্স। অন্যদিকে অভিষেক বচ্চনও নাকি হাত থেকে তার বিয়ের আংটি খুলে ফেলেছেন। এমনকি অভিষেকের সঙ্গে ডিভোর্সের গুঞ্জনও রটেছিল। তবে সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে দিয়ে বচ্চন পরিবারের সঙ্গে অভিষেকের হাত ধরে ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারে উপস্থিত হলেন ঐশ্বরিয়া।

‘দ্য আর্চিস’ সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। অমিতাভ, জয়া বচ্চন তো বটেই, অগস্ত্যকে উৎসাহ দিতে এ দিন মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হয়েছিলেন অভিষেক, ঐশ্বরিয়া রাই বচ্চনও।

ছবিতে অগস্ত্যর নায়িকা বলিউড তারকা শাহরুখ খানের কন্যা সুহানা। এ সময় সুহানার পাশে হাজির ছিলেন শাহরুখ ও তার পুরো পরিবার। এ ছাড়া দেখা গেছে করণ জোহর, ববি দেওল, রণবীর কাপুর, নীতু কাপুর, রণবীর সিংদের। জুহি চাওলা ও কাজলও পৌঁছে ছিলেন দ্য আর্চিজের প্রিমিয়ারে। শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর হাজির হয়েছিলেন মায়ের পোশাক ও গহনা পরে।

জোয়া আখতারের এই ছবি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ৭ ডিসেম্বর মুক্তি পাবে। ‘দ্য আর্চিজ কমিকস’ অবলম্বনে তৈরি করা হয়েছে ছবিটি।

প্রসঙ্গত, সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে বচ্চন পরিবারের সদস্যদের মধ্যে চলছে অশান্তি, যা ছিল গত কয়েক দিনের খবরের শিরোনাম। অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কও ভালো যাচ্ছে না বলে মনে করা হচ্ছিল। তবে এবার পরিবারের স্বার্থেই এক মঞ্চে পুরো পরিবার। এদিন রং মিলিয়ে পোশাকও পরেছিলেন তারা।

এর আগে বেশ কয়েক দিন ধরেই স্বামীর বাড়ি থেকে বাইরে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মাঝে কয়েক দিন বাবার বাড়িতেও কাটিয়েছেন তিনি।

বিষয়:

ডিপফেকের শিকার এবার ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া

আপডেটেড ৭ ডিসেম্বর, ২০২৩ ১৫:৫৮
বিনোদন ডেস্ক

বলিউড তারকাদের কাছে এখন ভয়ঙ্কর এক আতঙ্কের নাম ডিপফেক ভিডিও বা ‘ভুয়া ভিডিও’। এর আগে রাশমিকা মান্দানা, আলিয়া ভাট, কাজল, ক্যাটরিনা কাইফসহ অন্যান্য তারকার ভিডিও অন্তর্জালে ছড়িয়ে যাওয়ার পর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ভারতীয় পুলিশ। রাশমিকার ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্তও। এর মধ্যেই আরেক তারকা প্রিয়াঙ্কা চোপড়ার ভুয়া অডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই অডিওটিতে যার কণ্ঠ শোনা যাচ্ছে, সেটা ‘দেশি গার্ল’খ্যাত বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কণ্ঠ বলে মনে হলেও আসলে তা প্রযুক্তির কারসাজি। প্রিয়াঙ্কার একটি সত্যিকারের ভিডিও ক্লিপের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ভুয়া অডিও। এমন একটি ক্লিপিং, যাতে মনে হচ্ছে, একটি সংস্থার হয়ে বিজ্ঞাপন করছেন প্রিয়াঙ্কা। ভুয়া ওই অডিওতে নিজের বার্ষিক আয়ের হদিসও দিয়েছেন ভারতের ‘দেশি গার্ল’।

গত মাসের শুরুর দিকে ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রাশমিকা মান্দানার ভুয়া ভিডিও। অন্য এক নারীর ভিডিওতে বসানো হয়েছিল রাশমিকার মুখ।

নেটমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল সেই আপত্তিকর ভিডিও। তখন অনেকেই বুঝতে পারেননি, ভিডিওটি আসলে দক্ষিণী অভিনেত্রীর নয়।

এর কয়েক দিন পরই ক্যাটরিনা কাইফ ও কাজলের ভুয়া ভিডিও ভাইরাল হয়। ‘টাইগার ৩’ ছবিতে স্নানের পোশাকে ক্যাটের ছবিকে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। গত কয়েক সপ্তাহে বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে ভুয়া ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারকারা। এর পেছনে দায়ীদের আইনের আওতায় নিয়ে আহ্বান জানিয়েছেন।

বিষয়:

banner close