বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

কে বলেছে জায়েদ খানের ভক্ত নেই?

জায়েদ খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:০৮

প্রায় সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেতা জায়েদ খান। সিনেমা কিংবা অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়েই বেশি আলোচনা-সমালোচনা হয় এই অভিনেতাকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মজা করে লিখেন জায়েদ খানের কোনো ভক্ত নেই। যদিও জায়েদ খান বরাবরই প্রমাণ করার চেষ্টা করেন নারীরা তার বিশাল ভক্ত। তবে এবার কোনো সাধারণ নারী নয়, জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী জায়েদ খানের ভক্ত বলে জানা গেছে। তবে সেটি সিনেমা পর্দায়। সিনেমার পর্দায় জায়েদ খানের ভক্ত হিসেবে দেখা যাবে পূজা চেরীকে।

পর্দায় জায়েদ খানের ভক্ত হিসেবে দেখা যাবে পূজা চেরীকে


আজ রোববার থেকে শুরু হতে যাচ্ছে নতুন এই সিনেমার শুটিং। এ সিনেমার গল্প জায়েদ খানকে কেন্দ্র করে। সিনেমার গল্পে দেখা যাবে, জায়েদ খান নায়ক হিসেবে সিনেমার শুটিং করতে যান গ্রামে, সেখানেই জায়েদ খানের ভক্ত হিসেবে হাজির হবেন পূজা চেরী। সিনেমার নাম ‘লিপস্টিক’। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন জায়েদ খান।
তিনি বলেন, ‘আজ রোববার থেকে শুটিং শুরু হচ্ছে। এই সিনেমায় আমি আমার নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। এটা আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক। এমন একটি কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আর এখানে আমার ভক্তের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরী।’
এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো পূজা চেরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন জায়েদ খান। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘পূজা চেরী আমার পছন্দের অভিনেত্রী। ভীষণ ট্যালেন্টেড শিল্পী সে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, আবার সে আমার ভক্ত চরিত্রে অভিনয় করছে, এটা ভালো লাগার মতো বিষয়।’
‘লিপস্টিক’ নামের এই সিনেমায় আরও অভিনয় করছেন আদর আজাদ ও মিশা সওদাগর।

বিষয়:

কম্বোডিয়ায় স্থায়ী হচ্ছেন সল্ট তারকা অ্যাঞ্জেলিনা জোলি

আপডেটেড ৭ ডিসেম্বর, ২০২৩ ১৬:১৭
বিনোদন ডেস্ক

বিশ্বখ্যাত হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। অভিনয়ের পাশাপাশি আর্তমানবতার সেবায় নিয়োজিত দীর্ঘদিন ধরে। দীর্ঘ অভিনয়-জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তবে ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচিত হননি। সর্বশেষ হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে সংসার ভাঙার পর অনেক কিছুই বদলে গেছে তার। অনেকটা মানসিকভাবে ভেঙেও পড়েছেন সল্টখ্যাত অভিনেত্রী জোলি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করা এই অভিনেত্রীর বেড়ে ওঠাও এ শহরেই। কিন্তু শৈশব-কৈশোরের স্মৃতি বিজড়িত প্রিয় জন্মস্থান ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি।

সাক্ষাৎকারে এই তারকা জানান, লস অ্যাঞ্জেলেসে আর বসবাস করবেন না অ্যাঞ্জেলিনা জোলি। বরং কম্বোডিয়ায় চলে যাবেন। এ বিষয়ে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘বিচ্ছেদের পর যা ঘটেছিল, তারই অংশ এটি। আমি বেঁচে থাকার এবং স্বাধীনভাবে ভ্রমণের সক্ষমতা হারিয়ে ফেলেছি। যখন পারি তখনই চলে যাব। বিশ্বের মধ্যে হলিউড স্বাস্থ্যকর জায়গা নয়; সুতরাং আপনি এর সত্যতা খুঁজছেন।’

অভিনেত্রী হতে চাননি জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি অভিনেত্রী হতে চাইনি। যখন শুরু করেছিলাম, তখন এতটা পাবলিক হওয়ার প্রত্যাশা ছিল না। কারণ আমি হলিউডের আশপাশে বড় হয়েছি, এটি কখনো আমাকে প্রভাবিত করেনি। আমি এটিকে কখনোই গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করিনি।’

অ্যাঞ্জেলিনা নতুন করে কারও সঙ্গে সম্পর্কে জড়াননি। তার সন্তানরাই তার বন্ধু। এ বিষয়ে জোলি বলেন, ‘তারাই আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ, তারাই আমার ঘনিষ্ঠ বন্ধু, তারাই আমার শক্তি। আমরা সাতজন একবারেই আলাদা মানুষ।’

জোলির ৬ সন্তান। এর মধ্যে ৩ জন দত্তক নিয়েছেন তিনি। তারা হলেন ম্যাডক্স (২২), প্যাক্স (২০), জাহারা (১৮)। ম্যাডক্সকে কম্বোডিয়ার অনাথ আশ্রম থেকে দত্তক নেন তিনি। আর জোলি-পিট দম্পতির বায়োলজিক্যাল ৩ সন্তান হলো শিলোহ (১৭), নক্স (১৫), ভিভিয়েন (১৫)।

বিষয়:

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন লাস্যময়ী ঐশ্বরিয়া

আপডেটেড ৭ ডিসেম্বর, ২০২৩ ১৫:৫৬
বিনোদন ডেস্ক

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল বচ্চন পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না ঐশ্বরিয়া রাই বচ্চনের। এমনকি নামের সঙ্গে বচ্চন শব্দটিও ফেলে দিয়েছেন সাবেক এই মিস ইউনিভার্স। অন্যদিকে অভিষেক বচ্চনও নাকি হাত থেকে তার বিয়ের আংটি খুলে ফেলেছেন। এমনকি অভিষেকের সঙ্গে ডিভোর্সের গুঞ্জনও রটেছিল। তবে সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে দিয়ে বচ্চন পরিবারের সঙ্গে অভিষেকের হাত ধরে ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারে উপস্থিত হলেন ঐশ্বরিয়া।

‘দ্য আর্চিস’ সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। অমিতাভ, জয়া বচ্চন তো বটেই, অগস্ত্যকে উৎসাহ দিতে এ দিন মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হয়েছিলেন অভিষেক, ঐশ্বরিয়া রাই বচ্চনও।

ছবিতে অগস্ত্যর নায়িকা বলিউড তারকা শাহরুখ খানের কন্যা সুহানা। এ সময় সুহানার পাশে হাজির ছিলেন শাহরুখ ও তার পুরো পরিবার। এ ছাড়া দেখা গেছে করণ জোহর, ববি দেওল, রণবীর কাপুর, নীতু কাপুর, রণবীর সিংদের। জুহি চাওলা ও কাজলও পৌঁছে ছিলেন দ্য আর্চিজের প্রিমিয়ারে। শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর হাজির হয়েছিলেন মায়ের পোশাক ও গহনা পরে।

জোয়া আখতারের এই ছবি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ৭ ডিসেম্বর মুক্তি পাবে। ‘দ্য আর্চিজ কমিকস’ অবলম্বনে তৈরি করা হয়েছে ছবিটি।

প্রসঙ্গত, সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে বচ্চন পরিবারের সদস্যদের মধ্যে চলছে অশান্তি, যা ছিল গত কয়েক দিনের খবরের শিরোনাম। অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কও ভালো যাচ্ছে না বলে মনে করা হচ্ছিল। তবে এবার পরিবারের স্বার্থেই এক মঞ্চে পুরো পরিবার। এদিন রং মিলিয়ে পোশাকও পরেছিলেন তারা।

এর আগে বেশ কয়েক দিন ধরেই স্বামীর বাড়ি থেকে বাইরে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মাঝে কয়েক দিন বাবার বাড়িতেও কাটিয়েছেন তিনি।

বিষয়:

ডিপফেকের শিকার এবার ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া

আপডেটেড ৭ ডিসেম্বর, ২০২৩ ১৫:৫৮
বিনোদন ডেস্ক

বলিউড তারকাদের কাছে এখন ভয়ঙ্কর এক আতঙ্কের নাম ডিপফেক ভিডিও বা ‘ভুয়া ভিডিও’। এর আগে রাশমিকা মান্দানা, আলিয়া ভাট, কাজল, ক্যাটরিনা কাইফসহ অন্যান্য তারকার ভিডিও অন্তর্জালে ছড়িয়ে যাওয়ার পর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ভারতীয় পুলিশ। রাশমিকার ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্তও। এর মধ্যেই আরেক তারকা প্রিয়াঙ্কা চোপড়ার ভুয়া অডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই অডিওটিতে যার কণ্ঠ শোনা যাচ্ছে, সেটা ‘দেশি গার্ল’খ্যাত বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কণ্ঠ বলে মনে হলেও আসলে তা প্রযুক্তির কারসাজি। প্রিয়াঙ্কার একটি সত্যিকারের ভিডিও ক্লিপের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ভুয়া অডিও। এমন একটি ক্লিপিং, যাতে মনে হচ্ছে, একটি সংস্থার হয়ে বিজ্ঞাপন করছেন প্রিয়াঙ্কা। ভুয়া ওই অডিওতে নিজের বার্ষিক আয়ের হদিসও দিয়েছেন ভারতের ‘দেশি গার্ল’।

গত মাসের শুরুর দিকে ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রাশমিকা মান্দানার ভুয়া ভিডিও। অন্য এক নারীর ভিডিওতে বসানো হয়েছিল রাশমিকার মুখ।

নেটমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল সেই আপত্তিকর ভিডিও। তখন অনেকেই বুঝতে পারেননি, ভিডিওটি আসলে দক্ষিণী অভিনেত্রীর নয়।

এর কয়েক দিন পরই ক্যাটরিনা কাইফ ও কাজলের ভুয়া ভিডিও ভাইরাল হয়। ‘টাইগার ৩’ ছবিতে স্নানের পোশাকে ক্যাটের ছবিকে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। গত কয়েক সপ্তাহে বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে ভুয়া ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারকারা। এর পেছনে দায়ীদের আইনের আওতায় নিয়ে আহ্বান জানিয়েছেন।

বিষয়:

আজ থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে বলিউডস্টার রণবীর কাপুর

আপডেটেড ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০৬
বিনোদন ডেস্ক

কথা ছিল উপমহাদেশের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও গত ১ ডিসেম্বর একযোগে মুক্তি পাবে বলিউডের রোমান্টিক হিরো রণবীর কাপুরের বহুল প্রত্যাশিত সিনেমা ‘অ্যানিমেল’। কিন্তু সেন্সর জটিলতাসহ নানা কারণে ছবিটি ভারতের সঙ্গে মুক্তি পায়নি বাংলাদেশে। শেষমেশ যাবতীয় প্রক্রিয়া শেষ করে আজ বৃহস্পতিবার থেকেই বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে দেখা মিলবে রণবীর কাপুরকে। এ ছবির মাধ্যমেই রোমান্টিক ইমেজ ভেঙে ধুন্ধুমার অ্যাকশন সিনেমায় অভিনয় করেছেন চকলেট বয়খ্যাত এ অভিনেতা। এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি।

বাংলাদেশের দর্শকরাও মুখিয়ে ছিল রণবীর কাপুরের অ্যাকশন দেখতে। তাদের এ আশা পূরণ হলো এবার। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠান কাট অ্যান্ড কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন।

চলতি মাসের প্রথম দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত সিনেমা ‘অ্যানিমেল’। ভারতীয় গণমাধ্যম মিন্টের প্রতিবেদন অনুযায়ী, মাত্র ৫ দিনেই বিশ্বব্যাপী ৪২৫ কোটি রুপি ব্যবসা করে ফেলেছে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৬২ কোটি।

পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‌‘অ্যানিমেল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

ভারতের অনেক দর্শক সমালোচকই বলছেন, ‘অ্যানিমেল’-এ রণবীর কাপুর তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই পর্দায় রোমান্টিক ইমেজের জন্য পরিচিত এ অভিনেতা। এবার তিনি মারদাঙ্গা অ্যাকশনে হাজির হয়েছেন। ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। আর এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করলেন তারা।


উচ্ছ্বাসে ভাসছেন মিষ্টিকন্যা চিত্রনায়িকা পূর্ণিমা

আপডেটেড ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০৫
বিনোদন প্রতিবেদক

না, নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন না। এমনকি কাজ শেষ হওয়া তিন সিনেমার মুক্তির খবরও না। নতুন এক বিষয় নিয়ে উচ্ছ্বসিত চলচ্চিত্রের মিষ্টিকন্যা দিলার হানিফ পূর্ণিমা। ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীর ফেসবুক পেজের ফলোয়ার্স ১ কোটি ছাড়িয়েছে। মঙ্গলবার রাত থেকে তার পেজে চোখ রাখলে দেখা যাচ্ছে, ফলোয়ার্স ১০ মিলিয়ন প্লাস! তবে এগুলো নেহাত ফলোয়ার্স নয়, পূর্ণিমার ভাষায়, ‘১ কোটি ভালোবাসা। এগুলো আসলে অর্গানিক ভালোবাসা।’

শুধু বাংলাদেশ নয়- পূর্ণিমার অনুসারীরা পুরো উপমহাদেশ থেকে যুক্ত আছেন। পেজটি থেকে বিভিন্ন ছবি, রিলস ও ভিডিওর মাধ্যমে অনুসারীরা তার আপডেট পায়। পূর্ণিমার পেজ থেকে নতুন ভিডিও-রিলস ছাড়লেই উঠে আসে ফেসবুক ট্রেন্ডিংয়ে! অনুসারীদের ভালোবাসা প্রকাশ দেখে পূর্ণিমা অনেক সময় বিস্মিত ও ইমোশনাল হন। তিনি বলেন, ‘আমার অনুসারীরা সব সময় পাশে থাকে। সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই।’

এই তারকা আরও বলেন, ‘পুরোটাই অর্গানিক ফলোয়ার্স। যেটাকে আমি অর্গানিক ভালোবাসা বলতে চাই। যখন পেজটি ওপেন করি, তখন জানতাম না এতদূর আসবে। যারা অ্যাডমিন তারা দেখভাল করত। আগে পেজ-ফলোয়ার্স, এসব ব্যাপারে খুব বেশি জানাশোনা ছিল না। সময় সবকিছু শিখিয়েছে। ঘোরাঘুরি বা বেড়াতে গেলে ছবি-ভিডিও বেশি পোস্ট হয়। আবার অনেক সময় গ্যাপ থাকে। অ্যাডমিনরা আমাকে ছবি-ভিডিও পোস্ট দিতে উৎসাহিত করে।’

এই এক কোটি দৃশ্যমান ভালোবাসার চেয়েও যখন দেশের বিভিন্ন প্রান্তে যান, তখন তার প্রতি মানুষের ভালোবাসা সামনাসামনি আরও বেশি অনুভব করেন জানিয়ে পূর্ণিমা বলেন, ‘ফেসবুকের মাধ্যমে মানুষ আমাকে পছন্দ করে ভালোবাসা জানায় এমনটা নয়। এর চেয়ে বেশি ভালোবাসা মানুষের সামনে গেলে পাই। এমনও দেখেছি মানুষ আছে, যারা ফেসবুক বা ইন্টারনেটে নেই, তারা আমাকে কাছে পেলে বেশি ভালোবাসা দেন। সোশ্যাল মিডিয়া এবং এর বাইরে যারা আমাকে পছন্দ করেন, দুই মাধ্যম থেকে আলাদা ভালোবাসা অনুভব করি এবং আমি এগুলো খুব উপভোগ করি।’


কাল থেকে বাংলাদেশের হলে রণবীর-রাশমিকার 'অ্যানিমেল'

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

বাংলাদেশে সেন্সর পেয়েছে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত 'অ্যানিমেল' সিনেমাটি। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে হলে গিয়ে দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান কাট অ্যান্ড কাট এন্টারটেইনমেন্টের পরিচালক অনন্য মামুন।

এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন,'বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ফলে আগামীকাল থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অ্যানিমেল’। প্রাথমিকভাবে ৪৮টি স্ক্রিনে সিনেমাটি দেখানো হবে। পরে আরও হল বাড়বে। এ ছাড়া বৃহস্পতিবার যেসব হলে অনলাইন টিকিট কাটার ব্যবস্থা রয়েছে, সেগুলোতেও দেখানো হবে।'

ছবিটির আরেক আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানান, পূর্ণাঙ্গ সিনেমাটি দেখার সুযোগ পাবেন না বাংলাদেশিরা। সেন্সরের জন্য জমা দেয়া হয়েছিল ২ ঘণ্টা ৫০ মিনিটের একটি ভার্সন। অর্থাৎ দেশের দর্শকরা অন্য দেশের দর্শকের চেয়ে ৩০ মিনিট কম উপভোগ করবেন ছবিটির।

প্রসঙ্গত,চলতি মাসের প্রথম দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমা 'অ্যানিমেল'। মাত্র ৫ দিনেই বিশ্বব্যাপী ৪৮১ কোটি রুপি ব্যবসা করেছে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি। পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পের এ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। এছাড়াও অভিনয়ে আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।


আসছে নতুন ছবি ‘বদলা- দ্য রিভেঞ্জ’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

বাংলা চলচ্চিত্রে সুবাতাস বইছে বলা যায়। বেশ কয়েক বছর পর গত ঈদ থেকে দেশীয় চলচ্চিত্র অঙ্গণে জোয়ার আসা শুরু হয়েছে। যারফলে নতুন নতুন ছবি নির্মাণে যাচ্ছেন তরুণ সব নির্মাতারা। সিনেমার বাজার কয়েক বছর আগের চাইতে ভালো হওয়ায় বেশকিছু প্রযোজনা প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে এই অঙ্গণে লগ্নি করার জন্য। তারই ধারাবাহিকতায় দেশের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেডে’র সঙ্গে বাণিজ্যিক ধারার চলচ্চিত্র ‘বদলা- দ্য রিভেঞ্জ’ নির্মাণে চুক্তি স্বাক্ষর করেছেন তরুণ ও প্রতিশ্রুতিশীল নির্মাতা ঝুমুর আসমা জুঁই।

সম্প্রতি ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেডে’র পক্ষে ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হোসেন লিটন, সিইও আয়েশা সিদ্দিকা এবং নির্মাতা ঝুমুর আসমা জুঁই নিজ নিজ পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক এবং পরিচালক সমিতির সাবেক মহাসচিব বদিউল আলম খোকন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু।

জানা গেছে, খুব শিগগিরই চলচ্চিত্রটির প্রধান অভিনয়শিল্পীসহ শুটিংয়ের যাবতীয় পরিকল্পনা গণমাধ্যমকে জানানো হবে। বাংলা চলচ্চিত্রে ভিন্ন ধারার একটি ছবি ‘বদলা- দ্য রিভেঞ্জ’যুক্ত হতে যাচ্ছে বলে প্রযোজনা সূত্রে জানায়।

উল্লেখ্য, ‘বদলা- দ্য রিভেঞ্জ’-এর চিত্রনাট্য লিখেছেন রুবায়েত হাসান।


ট্রাম্পের লুকে ঝড় তুললেন হলিউড তারকা সেবাস্টিয়ান স্ট্যান

আপডেটেড ৬ ডিসেম্বর, ২০২৩ ১২:৫৯
বিনোদন ডেস্ক

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনী নিয়ে নির্মিত হতে যাওয়া বায়োপিক ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর নির্মাণকাজ অবশেষে শুরু হতে যাচ্ছে। তারকাখচিত অভিনয়শিল্পীদের নিয়ে চিত্রগ্রহণ শুরু হয়েছে সিনেমাটির। আর সেখান থেকেই ট্রাম্পের ভূমিকায় অভিনয় করা সেবাস্টিয়ান স্ট্যানের একটি ছবি প্রকাশ হয়েছে ইন্টারনেটে, যা বেশ সাড়া ফেলেছে অনুরাগীদের মধ্যে। রীতিমতো ট্রাম্পের চরিত্রে মিশে গেছেন এ অভিনেতা!

‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর সেট থেকে অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যানের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ছবিতে স্ট্যানকে ডোনাল্ড ট্রাম্পের যৌবনকালের লুকে দেখা যাচ্ছে। ছবিতে কালো স্যুট পরে বার্গার খেতে দেখা যাচ্ছে ট্রাম্প ওরফে স্ট্যানকে। তীক্ষ্ণ চোখে যেন জমে আছে অনেক প্রশ্ন! ছবিটি বিনোদন মাধ্যম পেজ সিক্স থেকে প্রকাশ করা হয়েছে।

ট্রাম্পের ভূমিকায় অভিনয়ের জন্য ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছেন স্ট্যান। তবে এই প্রথমবার নয় যে স্ট্যান বাস্তব জীবনের ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করছেন। এর আগে তিনি আমেরিকান মিউজিশিয়ান টমি লির চরিত্রে অভিনয় করেছিলেন। ‘পাম এবং টমি’ নামক সিরিজটি একটি মিনি সিরিজে, যেটি পামেলা অ্যান্ডারসন ও টমি লির কুখ্যাত সেক্স টেপকে ঘিরে তৈরি হয়েছিল।

‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ ট্রাম্পের যৌবনকালের চরিত্রে অভিনয় করছেন স্ট্যান। ট্রাম্পের জীবনে অন্যতম ব্যক্তি আইনজীবী কোহনের চরিত্রে অভিনয় করবেন এমি বিজয়ী জেরেমি। ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার ভূমিকায় অভিনয় করবেন অস্কার মনোনীত মারিয়া বাকালোভা। চলচ্চিত্রটি নিউ ইয়র্কের একজন রিয়েল এস্টেট মোগল হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্টের প্রারম্ভিক বছরগুলো এবং রয় কোহনের সঙ্গে তার সম্পর্ককে অন্বেষণ করবে। রয় কোহন সেই কুখ্যাত আইনজীবী, যিনি তাকে পরামর্শ দিয়েছিলেন এবং পরে অনৈতিক আচরণের জন্য তাকে বরখাস্ত করা হয়েছিল। ছবিটি পরিচালনা করেছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা আলী আব্বাসি।

বিষয়:

বাংলা সিনেমায় অভিনয় করবেন ভাইজান!

আপডেটেড ৬ ডিসেম্বর, ২০২৩ ১২:৫৮
বিনোদন ডেস্ক

এবার বাংলা সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন বলিউডের ভাইজানখ্যাত তারকা সালমান খান। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে তার এ ইচ্ছার কথা প্রকাশ করেন বলিউডের এ সুপারস্টার। গতকাল সোমবার প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাজির হলেন সালমান খান। অকপটেই জানালেন, তার ধারণা ছিল না কলকাতায় এত বড় মাপের চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়।

এমনকি এ চলচ্চিত্র উৎসব যে ইংরেজিতে ছোট করে (KIFF) বলা হয়, তাও অজানা ছিল এ সুপারস্টারের। তিনি ভেবেছিলেন, (KISS) লেখা আছে। তবে ছোট করে যা-ই বলা হোক, কলকাতা থেকে যে তিনি প্রচুর ভালোবাসা পেয়েছেন, তা বলতে দ্বিধা করেননি তিনি। এরপরই সালমান বলেন, মোট ২৩টি জায়গায় সিনেমা প্রদর্শন হবে। সত্যিই আমার ধারণা ছিল না এত বড় করে এখানে চলচ্চিত্র উৎসব হয়। কিছু কিছু বিষয়ে মানুষের লেখাপড়া বা জ্ঞান কম থাকে। আমারও তাই ছিল। আমায় ক্ষমা করবেন।

নিজের মন্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও করেন সালমান। সেই সঙ্গে বাংলা সিনেমায় অভিনয়ের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তাই রসিকতায় জমে ওঠে উদ্বোধনী মঞ্চ।

এর আগে ‘এবার আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন সুপারস্টার সালমান খান’- উৎসবের উপস্থাপিকা জুন মালিয়া এবং চূর্ণি গঙ্গোপাধ্যায়ের এ ঘোষণার পরই হাততালিতে ফেটে পড়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। কিন্তু বক্তব্য পেশ করতে এসেই বিরক্তি প্রকাশ করেন বলিউড ভাইজান! আবার পরে ক্ষমাও চান ভাইজান! হঠাৎ কী এমন হলো ভাইজানের? মজার ছলেই এমনটা করেছেন সালমান খান। তিনি বলেন, সবাই তো সবকিছু বলে ফেলল। অনিল কাপুর, শত্রুঘ্নজি, সোনাক্ষী, সৌরভ। আমি আর কী বলব? একই কথা কি আবার বলব? একদম না। তাহলে চলে যাচ্ছি, নমস্কার।

কিন্তু সালমানের কথা শুনতেই তো বসেছিলেন দর্শক। তাই এমনটা বলেই কি আর চলচ্চিত্রের মঞ্চ ছাড়া যায়? না, এরপর বেশ খানিকক্ষণ নানা বিষয় নিয়েই কথা বলেন ভাইজান।

বিষয়:

সৌদি উৎসবে যোগ দিচ্ছেন ‘গাঙ্গুবাই’ আলিয়া ভাট

আপডেটেড ৬ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৯
বিনোদন ডেস্ক

সৌদি আরবের জেদ্দায় চলছে জমকালো এক চলচ্চিত্র উৎসব। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শিরোনামের এই উৎসব শুরু হয়েছে ৩০ নভেম্বর। এবারের আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা, নির্মাতা, তারকা ও কুশলীরা অংশ নিচ্ছেন। আগামী ৯ ডিসেম্বর উৎসবটির পর্দা নামছে। আর সেই সমাপনী আয়োজনেই বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন চলতি বছরের সবচেয়ে আলোচিত বলিউড তারকা আলিয়া ভাট। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন হলিউড তারকা হেলে বেরি, হেনরি গোল্ডিং, জেসিকা ভেরাতি, জেসন স্ট্যাথাম, অ্যান্ড্রু গারফিল্ডসহ অনেকে। তবে বলিউড থেকে আলিয়া ভাট ছাড়া আর কেউ থাকবেন কি না, সে বিষয়ে জানা যায়নি।

‘গাঙ্গুবাই’ খ্যাত আলিয়া ভাটের উপস্থিতির খবর নিশ্চিত করেছেন যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান স্ট্রেলার এন্টারটেইনমেন্টের কর্ণধার গিনা গোলানি শেঠি। তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে আরও একজন বড় সুপারস্টারকে জেদ্দায় স্বাগত জানাতে চলেছি উৎসবের সমাপনী অনুষ্ঠানে। তারকাবহুল একটি সপ্তাহ এবং কিছু অসাধারণ মেধাবী শিল্পীর সঙ্গে আলোচনা শেষে এ রকম সমাপ্তি; এর চেয়ে দারুণ কিছু হতে পারে না।’

হিন্দি সিনেমার পর্দায় আলিয়াকে সর্বশেষ দেখা গেছে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে। যেখানে তার নায়ক রণবীর সিং। গত জুলাই মাসে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল। এ ছাড়া চলতি বছরই হলিউডে অভিষেক হয়েছে আলিয়া ভাটের। টম হারপার নির্মিত ‘হার্ট অব স্টোন’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। যেখানে তার সহশিল্পী গ্যাল গ্যাদত, জেমি ডরনান প্রমুখ। গত ১১ আগস্ট এটি মুক্তি পায়।

বর্তমানে আলিয়ার হাতে রয়েছে ‘জিগরা’ ছবির কাজ। এতে তিনি প্রযোজক হিসেবেও যুক্ত আছেন। সাম্প্রতিক সময়ে বিনোদনকেন্দ্রিক প্রকল্পে গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। যেটার অন্যতম নজির সাম্প্রতিক সময়ে বিনোদনকেন্দ্রিক প্রকল্প। যার অন্যতম নজির রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ২০১৯ সালে এই উৎসবের সূচনা হয়েছিল বটে। তবে প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০২১ সালে।

বিষয়:

আরও এক সুখবর দিলেন এভারগ্রিন জয়া

আপডেটেড ৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০৬
বিনোদন প্রতিবেদক

একের পর এক সাফল্য আর নতুন খবরে আনন্দে ভাসছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এক দিন পরই মুক্তি পাচ্ছে জয়া আহসানের প্রথম বলিউড ছবি ‘কড়ক সিং’। যেটি নির্মাণ করেছেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। ছবিতে বলিউডের তুখোড় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করেছেন ঢাকার মেয়ে জয়া। ছবিটি মুক্তির প্রাক্কালে মিলল নতুন সুখবরের আভাস। ফের অনিরুদ্ধ রায় চৌধুরীর নির্মাণে কাজ করতে চলেছেন জয়া আহসান। নির্মাতার নতুন বাংলা ছবিতে দেখা যেতে পারে জয়াকে। এমনটা নির্মাতা নিজেই জানালেন স্পষ্ট ভাষায়।

ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসানকে নিয়ে নতুন পরিকল্পনার কথা শেয়ার করেন এ নির্মাতা। তিনি জানান, তার আগামী দুটি ছবিই হতে যাচ্ছে বাংলায়। এর মধ্যে প্রথমেই হাত দিচ্ছেন ‘ডিয়ার মা’ নামের একটি প্রজেক্টে। যেটা নতুন বছরের ফেব্রুয়ারি-মার্চেই ফ্লোরে গড়াবে। আমার সঙ্গে শাক্যজিৎ ভট্টাচার্য চিত্রনাট্য লিখেছেন। এর বেশি এখনই কিছু বলতে চাইছি না। আর আমার ইচ্ছে শাশ্বত চ্যাটার্জি ও জয়া আহসানকে নিয়ে ছবিটা করার। ওদের সঙ্গে কথাও হয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।’

জয়া ও অনিরুদ্ধ দুজনেই পরস্পরকে ভীষণ বিশ্বাস করেন। ফলে এটুকু আঁচ করাই যায়, শিডিউল জটিলতা না থাকলে ‘ডিয়ার মা’ ছবিতে কাজ করবেন জয়া। যদিও বিষয়টি নিয়ে আপাতত নীরবতার আশ্রয় নিয়ে আছেন তিনি।

এদিকে নির্মাতা অনিরুদ্ধ জানালেন, সব কিছু ঠিক থাকলে ছবিতে শাশ্বত ও জয়াকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে থাকবেন দুজন শিশুশিল্পী। সেসব কাস্টিংয়ের প্রক্রিয়া এখনো চলমান।

অনিরুদ্ধ রায় চৌধুরী ২০০৬ সাল থেকে টলিউডে ছবি বানাচ্ছেন। ‘অন্তহীন’, ‘বুনো হাঁস’-এর মতো বাংলা ছবিতে মুগ্ধ করেছেন। আর বলিউডে তার খ্যাতি ‘পিঙ্ক’ দিয়ে। এ ছাড়া চলতি বছর ‘লস্ট’ নামের একটি ছবি বানিয়েও তাক লাগিয়েছেন। ৭ ডিসেম্বর আসছে ‘কড়ক সিং’; ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে।


ট্রেলারেও প্রশংসা কুড়াচ্ছে কিং খানের ‘ডানকি’

আপডেটেড ৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০৭
বিনোদন ডেস্ক

সদ্য গান প্রকাশ করে শোরগোল ফেলে দিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। গানের পর গতকাল মঙ্গলবার প্রকাশ পেল তার মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা ‘ডানকি’র ট্রেলার। বছরের অন্যতম প্রত্যাশিত এ চলচ্চিত্রটির ট্রেলারের অপেক্ষায় ছিলেন শাহরুখভক্তরা। আর ট্রেলার মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছে ডানকি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র চার ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন দর্শক দেখে নিয়েছে ট্রেলারটি।

ট্রেলারে দেখা গেছে, অবৈধভাবে কয়েকজন যুবক-যুবতীর ভারত থেকে লন্ডনে পাড়ি দেওয়ার গল্প বলবে শাহরুখ-হিরানির ডানকি। পাঁচ বন্ধুর লন্ডনে যাওয়ার স্বপ্নকে পুঁজি করেই চিত্রনাট্য সাজিয়েছেন রাজু হিরানি। ট্রেলারে এ প্রতিটি চরিত্রকে আলাদা আলাদা করে ফুটিয়ে তুলেছেন পরিচালক। সেই পাঁচ বন্ধুর স্বপ্ন একটাই, লন্ডনে যাওয়া।

কিন্তু সেই স্বপ্নের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইংরেজি ভাষা। ট্রেলারে সিনেমাটির প্রধান অভিনেতা শাহরুখের মুখে শোনা যায়, ব্রিটিশরা যদি ভারতীয় ভাষা না জেনে প্রায় ২০০ বছর ভারত শাসন করতে পারে, তবে ইংরেজি না জেনে লন্ডন যাওয়া যাবে না কেন? আর এ প্রশ্নের উত্তরই মিলবে সিনেমায়।

বলিউডের গুণী পরিচালক রাজকুমার হিরানির সিনেমা মানেই হাসি-মজার মোড়কে ঘেরা সামাজিক বার্তা। ‘ডানকি’তেও যে তার অন্যথা হবে না তা এত দিনে আন্দাজ করেই ফেলেছেন দর্শকরা। আর ছবিটিতে শাহরুখ খান যে একেবারে অন্য ভূমিকায় ধরা দেবেন, তা যেন সবার জানাই ছিলই। ট্রেলার মুক্তির পর সেই আলোচনা আরও কয়েকগুণ বেড়ে গেল।

এ বছরটাই যেন শাহরুখময়! চলতি বছর পরপর দুটি অলটাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন বলিউড বাদশাহ। এখন মুক্তির অপেক্ষা ‘ডানকি’। প্রথমবারের মতো গুণী নির্মাতা রাজকুমার হিরানির সঙ্গে কাজ করেছেন শাহরুখ খান।

নিঃসন্দেহে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় পরিচালক রাজকুমার হিরানি; যিনি সামাজিক কমেডি স্পেসে ক্লাসিক দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তাই শাহরুখ-হিরানি জুটির ‘ডানকি ২০২৩ সালের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা।


স্বর্ণা ‘জুয়ায়’ সফল বাংলাদেশ

আপডেটেড ৫ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩৪
ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট ম্যাচে হঠাৎ করেই পার্টটাইম স্পিনার কর্তৃক ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ঘটনা নতুন কিছু না। এইতো কয়েকদিন আগেই, বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ইনিংসে একাই বাংলাদেশের ইনিংসের গতিপথ পরিবর্তন করে দিয়েছিলেন কিউই ক্রিকেটার গ্লেন ফিলিপস, নিয়েছিলেন গুনে গুনে ৪ উইকেট। ঠিক একই রকমেরই এক ঘটনা দেখল ক্রিকেট বিশ্ব, বাংলাদেশ নারী দল বনাম সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। যেখানে বাংলাদেশের পক্ষে সেদিন ৫ উইকেট নিয়েছিলেন পার্টটাইম অফস্পিনার স্বর্ণা আক্তার, জিতিয়েছিলেন ম্যাচও।

বেনোনিতে সেদিন বাংলাদেশের দেয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল স্বাগতিকরা। তবে ম্যাচের শেষের দিকে স্বর্ণার স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে প্রোটিয়ারা। সেহস পর্যন্ত মাত্র ১৩৬ রান তুলতেই থেমে যেতে হয় তাদের। আর সেই সুবাদে বাংলাদেশ পায় ১৩ রানের ঐতিহাসিক এক জয়।

ম্যাচ শেষে তাই জয়ের নায়ক স্বর্ণা স্তুতিতে মেতেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলে আরও বোলার থাকলেও এই লেগ স্পিনারকে নিয়ে ‘জুয়া’ খেলেছিলেন টাইগ্রেস অধিনায়ক। ‘স্বর্ণা আমার অপশন হিসেবে থাকে; কিন্তু মূল বোলার না। (গতকাল) সে অসাধারণ বোলিং করেছে। আমার কিন্তু রাবেয়ার (খান) একটা ওভার ছিল। ফাহিমা (খাতুন) আপু, নাহিদা (সুলতানা) শেষ ওভার একটু বাজে করে গেছে। কিন্তু এরপরও আমি স্বর্ণাকে নিয়ে এসেছি। কারণ সে একটু জোরের ওপর বল করে, একটা জায়গায় করে যাওয়ার সামর্থ্য ওর আছে। দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের সেখানে ফাঁদে ফেলার চেষ্টা করেছি আমরা। আমি যে জুয়া খেলেছিলাম, সেটা কাজে লেগে গেছে।’

২০২২ সালে সাউথ আফ্রিকাকে তাদের মাটিতে ওয়ানডে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। শুধু তাই না, বরং সে সিরিজেই প্রথম প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতেই প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়েছিল লাল সবুজের দল। এবার বছর ঘুরতে না ঘুরতে একই রকম কীর্তি গড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল, প্রথমবারের মতো সাউথ আফ্রিকা নারী দলকে তাদের হোম ভেন্যুতেই হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।


banner close