‘ঘুড্ডি’ খ্যাত একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই পরিচালকের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা দুজনেই কানাডায় থাকেন। জানা গেছে, সন্তানরা দেশে ফেরার পর বাবার দাফনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
সোমবার রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে এই নির্মাতার। এরপর দ্রুত রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা নিশ্চিত করেন তিনি মারা গেছেন।
নির্মাতা পরিচয়ের বাইরেও সৈয়দ সালাউদ্দিন জাকী কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। গত শতকের নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন তিনি। সৈয়দ সালাহউদ্দিন জাকী ১৯৪৬ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন।
ঢালিউড তারকা সিয়াম আহমেদ সম্প্রতি শেষ করেছেন ‘আন্ধার’ সিনেমার শুটিং। রায়হান রাফী পরিচালিত ছবিটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন নাজিফা তুষি। সিনেমাটির কাজ শেষ করেই প্রস্তুতি নিচ্ছেন আরেকটি নতুন ছবি ‘রাক্ষস’–এর জন্য। ছবিটি নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল- নায়িকা কে হচ্ছেন? প্রার্থনা ফারদিন দীঘি বা সাবিলা নূরের নাম ঘুরে বেড়ালেও নির্মাতারা নায়িকা চূড়ান্ত করতে সময় নিচ্ছিলেন। অবশেষে গুঞ্জনের ইতি টেনে প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ছবিটির নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
ইধিকার সঙ্গে চলতি সপ্তাহেই চুক্তিপত্রে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে এটিই হতে যাচ্ছে সিয়াম–ইধিকা জুটির প্রথম সিনেমা। এর আগেও তাদের জুটিকে ঘিরে একবার আলোচনা তৈরি হয়েছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চাউর হয়েছিল, তামিম রহমান পরিচালিত ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করবেন তারা দুজন। কিন্তু সেই ছবির আর কোন খবর পরে পাওয়া যায়নি। ফলে অনেকেই মনে করছিলেন, এই জুটি হয়তো খুব শিগগিরই একসঙ্গে পর্দায় আসতে পারবেন না। এবার ‘রাক্ষস’- এর মাধ্যমে সে প্রত্যাশাই পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন দর্শকেরা।
ইধিকা পাল বাংলাদেশের দর্শকের কাছে পরিচিতি পান শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। ছবিতে তার অভিনয়, উপস্থিতি ও রোমান্টিক চরিত্র দ্রুতই তাকে আলোচনায় নিয়ে আসে। এই নায়িকা শাকিব খানের বিপরীতে দ্বিতীয়বার অভিনয় করেন ‘বরবাদ’ ছবিতে। শাকিব খানের বাইরে তিনি কাজ করেন বাংলাদেশি পরিচালক হাসিবুর রেজার ‘কবি’ সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন শরীফুল রাজ। পাশাপাশি কলকাতায় দেবের বিপরীতে ‘খাদান’ এবং ‘রঘু ডাকাত’ সিনেমায় অভিনয় করে টলিউডেও নিজেকে আলোচনায় রেখেছেন নিজেকে। আস্তে আস্তে বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায় জনপ্রিয়তা বাড়ছে ইধিকার।
সিয়াম আহমেদ অভিনীত দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা ‘জংলি’। এতে তার বিপরীতে অভিনয় করেন শবনম বুবলী। ‘পোড়ামন ২’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করা সিয়াম আস্তে আস্তে বাণিজ্যিক অ্যাকশন থেকে শুরু করে কনটেন্ট–ড্রিভেন সিনেমা- সব ঘরানাতেই নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘বিশ্বসুন্দরী’, ‘শান’, ‘মৃধা বনাম মৃধা’, ‘অপারেশন সুন্দরবন’, ‘দহন’, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘পাপ–পুণ্য’, ‘দামাল’, ‘অন্তর্জাল’- প্রতিটি সিনেমাতেই ভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে। গেল ঈদুল আজহায় শাকিব খানের ‘তাণ্ডব’ ছবিতে ক্যামিও চরিত্রে চমকে দেন এই তারকা। সাম্প্রতিক ‘আন্ধার’–এর মাধ্যমে আবারও নতুন রূপে হাজির হতে প্রস্তুত তিনি। ফলে ‘রাক্ষস’-এ ইধিকার সঙ্গে তার জুটি নিয়ে আগে থেকেই তৈরি হয়েছে আলাদা আগ্রহ।
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের সঙ্গে পাঁচ দশকের দাম্পত্যজীবন তার। তিনিই এবার বিয়েকে ‘পুরোনো ধারণা’ বলে আখ্যা দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক এবং অমিতাভ বচ্চনকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আবারও আলোচনায় অভিনেত্রী। জয়া বলেন, বিয়ের ধারণা আজ পুরোনো হয়ে গেছে। বিশেষ করে নিজের নাতনি নভ্যা নাভেলিকে তিনি বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন। বলেছেন, আমি চাই না নভ্যা বিয়ে করুক।
তিনি আরও বলেন, জীবনকে উপভোগ করা উচিত। সম্পর্ক, শারীরিক আকর্ষণ-এগুলোর গুরুত্ব আছে; কিন্তু বিয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আজ অনেকটাই কমে গেছে।
অমিতাভের সঙ্গে বিয়ে নিয়ে অভিনেত্রীর ভাবনা কী একই ছিল, এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, আমি তাকে (অমিতাভ বচ্চন) জিজ্ঞেস করিনি। উনি হয়তো বলবেন, আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি সেটি শুনতে চাই না। যদিও তাদের ভালোবাসা, বিয়ে এবং ৫২ বছরের দাম্পত্য নিয়ে এখনো ভক্তদের আগ্রহ কম নয়। বিগ-বি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বিয়ের পেছনের গল্পটিও যেন সিনেমার মতোই নাটকীয়। ১৯৭৩ সালে ‘জঞ্জির’ সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর তাদের দলবল নিয়ে লন্ডন যাওয়ার পরিকল্পনা ছিল। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন জানতে চাইলেন কারা যাবে? জয়াসহ মেয়েদের নাম শুনে তিনি স্পষ্ট বললেন, আগে বিয়ে করো, তারপর যাও। বাবার কথা রাখতেই মাত্র এক রাতের প্রস্তুতিতে বিয়ে সারেন দুজনে। পরদিনই উড়াল দেন লন্ডনে। প্রসঙ্গত, জয়া বচ্চন মানেই যেন বিতর্ক! সম্প্রতি পাপারাজ্জিদের কড়া ভাষায় শাসিয়ে ফের বিতর্কের মুখে পড়েন বিগ-বি ঘরনি। এবার বিয়েকে পুরোনো ধারণা বলায় চটেছেন নেটিজেনদের একাংশ।
অনেক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত এক সময়ের নন্দিত অভিনেত্রী আফসানা মিমি। তবে সাম্প্রতিক সময়ে মাঝেমধ্যে পর্দায় দেখা দিচ্ছেন। সর্বশেষ এই অভিনয়শিল্পী ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী সাম্প্রতিক সময়ে ফেসবুকের ফেইক আইডি নিয়ে বিপাকে পড়েছেন। দুই সপ্তাহের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনের অনেকেই লক্ষ করেছেন, কেউ একজন আফসানা মিমির নামে ফেসবুকে বন্ধু হওয়ার আহ্বান পাঠাচ্ছেন। শুধু বন্ধু রিকোয়েস্ট নয়, মেসেঞ্জারের মাধ্যমে খুদেবার্তা পাঠানো হচ্ছে। বিষয়টি নজরে আসে আফসানা মিমির। এই বিষয়ে আফসানা মিমি গণমাধ্যমকে বলেন, ‘এটা ভুয়া’।
আমি কোন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি না। কে বা কারা এসব করছে, তা আমি জানি না।’
বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, মিমির নামে চালু হওয়া আইডিটি সম্পূর্ণ মিথ্যা এবং কেউ না কেউ এটিকে ব্যবহার করে ভুয়া পরিচয় তৈরি করছে।
বাতাসে কান পাতলেই যেন ভেসে আসে তারকাদের প্রেমের গুঞ্জন। আর তারকা যদি হয় বলিউডের, তাহলে সেই গুঞ্জন দিন দিন আরও জোরালো হতে থাকে। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গন থেকে বলিউডে পা রাখা ম্রুণাল ঠাকুরের প্রেম নিয়ে কম কানাঘুষা হয়নি।
কিছুদিন আগে এই অভিনেত্রীর সঙ্গে দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুষের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার শোনা যাচ্ছে, ক্রিকেট তারকা শ্রেয়াস আইয়ারের প্রেমে মজেছেন অভিনেত্রী। তবে নতুন এই প্রেমের খবর আদৌ সত্যি কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে অনুরাগীদের মনে। কেননা, ম্রুণাল প্রেমের গুঞ্জন নিয়ে তার প্রতিক্রিয়া তুলে ধরছেন হাস্যরসের ছলে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ক্রিকেটার শ্রেয়াস আইয়ার এবং অভিনেতা ধানুষের সঙ্গে ম্রুণাল ঠাকুরের প্রেম নিয়ে জল্পনায় মেতেছেন নেট দুনিয়ার বাসিন্দারা। তাদের মনে উঠে এসেছেন নানা প্রশ্ন। অনুরাগীদের জল্পনার মাঝেও সরাসরি কোন ব্যাখ্যা না দিয়ে, সম্প্রতি ইনস্টাগ্রামে এক মজার ভিডিও শেয়ার করছেন অভিনেত্রী।
ভিডিওতে দেখা গেছে, ম্রুণাল আরাম করে বসে আছেন, আর তার মা মাথায় তেল দিয়ে ম্যাসাজ দিচ্ছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ওরা বলে, আমরা হাসি। পুনশ্চ: গুঞ্জন মানে বিনামূল্যে জনসংযোগ, আর আমি বিনা মূল্যের জিনিস ভালোবাসি!’ তিনি যদিও কারও নাম উল্লেখ করেননি, তবে সময়ের সঙ্গে মিলিয়ে দেখলে বোঝাই যায় যে সাম্প্রতিক জল্পনাগুলোর দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
এদিকে সামাজিক মাধ্যমে গত কয়েক সপ্তাহ ধরেই ম্রুণালের সঙ্গে শ্রেয়াস আইয়ারের নাম জড়িয়ে নানা পোস্ট ভাইরাল হয়েছে। রেডিট-এ শুরু হওয়া আলোচনা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে অন্যান্য প্ল্যাটফর্মে। একইভাবে ম্রুণালের সঙ্গে ধানুষের নাম নিয়েও সমানভাবে গুজব ছড়িয়েছিল। ‘সন অব সরদার ২’ সিনেমার প্রিমিয়ারে তাদের একসঙ্গে উপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছিল।
ধানুষ এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে ম্রুণালের সোশ্যাল মিডিয়া ইন্টারঅ্যাকশনও নেটিজেনদের নজরে এসেছে। এত কিছুর পরও প্রেমের গুঞ্জন নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি অভিনেত্রী; বরং অভিনয় ক্যারিয়ারের দিকে মনোযোগ ধরে রেখেছেন তিনি।
ম্রুণালকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘সন অব সরদার ২’ সিনেমায়। সেখানে তার সহশিল্পী ছিলেন অজয় দেবগন, রবি কিষণ, সঞ্জয় মিশ্রের মতো আলোচিত অভিনেতারা। সিনেমাটি অনেকের মনোযোগ কেড়েছে। এবার ম্রুণালকে নতুন একটি চরিত্রে দেখা যাবে ‘দো দিওয়ানে শহর মে’ নামে সিনেমায়। এটি মুক্তি পাবে আগামী বছর ২০ ফেব্রুয়ারি।
গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চান তিনি। তবে কবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে- তা উল্লেখ করেননি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘যে মানুষ আপনার জীবনে ভাল কিছু নিয়ে আসে, সেই-ই আসলে আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভাল ঘটনা।’
জানা যায়, আরিয়ানের স্ত্রী তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। পরিচালক জানান, তাদের পরিচয় সাত বছরের। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়স্বজন, বন্ধু এবং সহকর্মীদের নিয়ে বড় আকারে আয়োজন করে আনুষ্ঠানিক অনুষ্ঠান করবেন তারা। নতুন জীবনের এই সূচনায় দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী ও ভক্তরা।
রোমান্টিক ঘরানার নির্মাতা হিসেবে পরিচিত আরিয়ান এ পর্যন্ত পঞ্চাশেরও বেশি নাটক পরিচালনা করেছেন। তার নির্মিত জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’ তাকে এনে দেয় সবচেয়ে বেশি পরিচিতি। এছাড়াও তার নির্মিত ‘অ্যাংরি বার্ড’, ‘ব্যাচ ২৭’ এর মতো নাটকগুলোও বেশ দর্শকপ্রিয়।
পাবনা জেলার ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও এই অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। প্রাণী অধিকার সচেতনতা নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার অভিনেত্রী জয়া আহসানও এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
অভিনেত্রী জয়া আহসান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।’
তার এই পোস্টে অনেকেই জয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রাণী নির্যাতন আইনের কার্যকারিতা আরো কঠোর করার দাবি তুলছেন।
জানা গেছে, গত সোমবার ঈশ্বরদী উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে থাকা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তার বাসার আঙিনায় একটি মা কুকুর ৮টি ছানার জন্ম দেয়। গত সোমবার হঠাৎ মা কুকুরটিকে ছুটোছুটি ও কাঁদতে দেখে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে।
পরে পুকুর থেকে মৃত ছানাগুলো উদ্ধার করা হলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করতে থাকে। পরবর্তীতে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত কর্মকর্তা হাসনুর রহমান নয়ন বলেন, ‘আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্ত্রী ছানাগুলোকে সরাতে বলেছিল। কিন্তু সেগুলোকে মেরে ফেলা হবে, তা ভাবিনি।
এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘এটি চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ। শাস্তিস্বরূপ ওই কর্মকর্তাকে একদিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। নিজের সুর দিয়ে সংগীতপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেরও বেশ সরব রয়েছেন। এবার ভক্ত-অনুরাগীদের সুখবর জানিয়েছেন। বাবা হয়েছেন ইমরান মাহমুদুল। ব্যক্তিগত জীবনের এই আনন্দের মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ভক্ত-অনুরাগীদের জানয়েছেন।
তিনি লেখেন, ‘আলহামদুল্লিলাহ, আলহামদুল্লিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথম বারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।’
স্ত্রী ও মেয়ের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন আমিন।’
এদিকে কমেন্ট বক্সে সংগীতশিল্পী পড়শী ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘অভিনন্দন কন্যার বাবা মাকে। ছোট্ট রাজকন্যাকে অনেক আদর।’
উল্লেখ্য, সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ২০০৩ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেন। এরপর ২০০৮ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে শোবিজে পা রাখেন। একই বছর ‘ভালোবাসার লাল গোলাপ’ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়।
পরবর্তীতে ২০১১ সালে আরফিন রুমির হাত ধরে তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোক’ প্রকাশ পায়। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই শিল্পী গানকেই তার আয়ের মূল পথ হিসেবে বেছে নেন।
কলকাতার পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি ‘কাল’-এর শুটিং শুরু করেছিলেন চলতি বছরের নভেম্বর মাসে। কাহিনির কেন্দ্রবিন্দুতে একজন ইনভেস্টিগেটিং অফিসার, আর এই চরিত্রে অভিনয় করছিলেন কৌশানী মুখোপাধ্যায়। তার পাশাপাশি ছবিতে যুক্ত ছিলেন বনি সেনগুপ্ত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় দত্ত ও দেবাশিস মণ্ডলের মতো পরিচিত মুখ। ছবির প্রযোজনায় রয়েছেন রবিউল শেখ এবং রামিজ রাজা; চিত্রনাট্য লিখেছেন রবিউল।
কিন্তু মাত্র ১১ ও ১৪ নভেম্বর দুদিনের শুটিং শেষ হতে না হতেই সেটে দেখা দেয় বড়সড় জটিলতা। চিত্রনাট্যে থাকা একটি গালাগাল শব্দ উচ্চারণে রাজি হননি কৌশানী। অথচ প্রযোজকের দাবি, সেই সংলাপ ছবির বর্ণনার জন্য অপরিহার্য। এই মতবিরোধের জেরে শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়।
পরিচালক আতিউল ইসলাম এ বিষয়টি নিয়ে বলেন, ‘চিত্রনাট্যে একটা গালাগালি ছিল। সেটা বলতে রাজি হননি কৌশানী। প্রযোজক মনে করছেন, ওই শব্দটি থাকা দরকার। সমস্যা সেখান থেকেই। পরিচালক হিসেবে আমার প্রযোজকও দরকার, আবার অভিনেত্রী কৌশানীকেও দরকার। এর বাইরে কিছু বলার নেই।’
তিনি আরও জানান, ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্ত এই জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন।
‘কাল’ ছবিটি ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা ছিল। মোট ২২ দিনের শুটিং সূচি নির্ধারিত হলেও আপাতত তা স্থগিত করা হয়েছে। প্রযোজকের বক্তব্য, শুটিং শুরু করার ১৫ দিন আগে কৌশানী ছবিতে অভিনয়ের সম্মতি দেন। তাদের অভিযোগ- সেসময় চিত্রনাট্য পড়ে সংলাপ নিয়ে আপত্তি জানানো উচিত ছিল। কিন্তু কৌশানী শুটিং ফ্লোরেই জানান, তিনি গালাগালি দিতে প্রস্তুত নন। ফলে তৈরি হয়েছে সংকট।
এদিকে পরিচালকের আগের ছবি ‘দানব’ ডিসেম্বরের শুরুতেই মুক্তি পাচ্ছে। এতে প্রধান চরিত্রে রয়েছেন রূপসা মুখোপাধ্যায়। অন্যদিকে গত বছরে দুর্গাপূজোয় মুক্তি পাওয়া ‘বহুরূপী’-তে অভিনয় করেছিলেন কৌশানী। চলতি বছর তাকে দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’ এবং নন্দিতা–শিবপ্রসাদের ‘রক্তবীজ টু’-তে। এরপর কোন ছবিতে তাকে দেখা যাবে- তা জানতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া কাজের ব্যস্ততা থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে নিক জোনাস ও মেয়ে মালতি মেরিকে নিয়ে থ্যাংকসগিভিং উদযাপনের কিছু ঝলক সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট দিয়েছেন প্রিয়াংকা চোপড়া। সেখানে দেখা গেছে, অভিনেত্রী, স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি একসঙ্গে সময় কাটাচ্ছেন। কিছু ছবিতে দেখা যায় মালতিকে বন্ধুদের সঙ্গে খেলছে। অভিনেত্রী একটি ছোট ভিডিও শেয়ার করেন, যেখানে মালতির মুখ দেখানো হয়নি, তবে তার মিষ্টি গলার গান শোনানো হয়েছে।
আরেক ক্লিপে মালতিকে চক দিয়ে মেঝেতে নিজের নাম লিখতে দেখা যায়। এক ছবিতে ছোট্ট মালতি উৎসাহ নিয়ে হুইপড ক্রিমও তৈরি করছে। আবার কোথাও দীর্ঘ টেবিলে পরিবার-বন্ধুদের সঙ্গে থ্যাংকসগিভিং ডিনারে ব্যস্ত সবাই। খেলাধুলার মজাও বাদ যায়নি পরিবারের সঙ্গে ডার্টস খেলতে খেলতেই বুল’স আই হিট করে আনন্দে নেচে ওঠেন প্রিয়াংকা।
প্রিয়াংকার শেয়ার করা ছবি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় ওঠে।
সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন প্রিয়াংকা চোপড়া। তিনি লিখেছেন, অল্প সময়ের জন্য বাড়ি ফিরেছি। কখনো কখনো চারপাশের ভালোবাসা, সৌন্দর্য আর বিস্ময়ে মুগ্ধ হয়ে যাই। এই থ্যাংকস গিভিংয়ে আমি কৃতজ্ঞ স্বাস্থ্য, আনন্দ, একসঙ্গে থাকা এবং জীবনের ছোট ছোট সহজ আনন্দের জন্য।
তিনি বলেন, পরিবার, বন্ধু, টিম- সবাইকে ধন্যবাদ জানাই, যারা এই পাগলাটে যাত্রাকে সহজ করে তোলে। অনেকদিন পর বাড়ি ফিরে অনুভব করছি- প্রিয় মানুষের মাঝে থাকার আনন্দের মতো আর কিছু নেই।
উল্লেখ্য, প্রিয়াংকা চোপড়া খুব শিগগির ভারতীয় সিনেমায় ফিরছেন। দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির ‘বারানসি’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে আছেন দক্ষিণী অভিনেতা মহেশ বাবু। আরও থাকবেন প্রিথ্বীরাজ সুকুমারন। সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাবে।
এছাড়া প্রিয়াংকার হাতে রয়েছে অ্যাকশন ড্রামা ‘দ্য ব্লাফ’, যেখানে সহশিল্পী হিসেবে আছেন কার্ল আর্বান, ইসমাইল ক্রুজ কর্ডোভা, সাফিয়া ওকলি-গ্রিন ও তেমুয়েরা মরিসন। ২০২৬ সালে মুক্তি পাবে সেই সিনেমা। এর পাশাপাশি রুশো ব্রাদার্স ব্যাকড ‘সিটাডেল’ সিরিজের নতুন পর্বও প্রিয়াংকার ঝুলিতে রয়েছে।
মারা গেলেন শব্দের জাদুকর অস্কারজয়ী স্যার টম স্টপার্ড। যার কলম জন্ম দিয়েছিল রোজেনক্র্যান্টজ এবং গিল্ডেনস্টার্ন আর ডেড, দ্য রিয়েল থিং এবং শেকসপিয়ার ইন লাভ -এর মতো অমর সৃষ্টির এবার নিভে গেল চিরতরে। ইংল্যান্ডের ডরসেটে নিজ বাসায় ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি নাট্যকার ও অস্কারজয়ী চিত্রনাট্যকার।
গত শনিবার স্টপার্ডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এজেন্টস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জানিয়েছে, নিজ বাসায় মারা যান এই নাট্যকার; উপস্থিত ছিলেন তার পরিবারও। তবে তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
নাজি শাসনামলে চেকোস্লোভাকিয়া থেকে পালিয়ে ইংল্যান্ডে বড় হওয়া স্টপার্ড আধুনিক নাটকে ভাষার অভিনব ব্যবহার ও বুদ্ধিদীপ্ত সংলাপের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্র চিত্রনাট্যের মধ্যে আছে, অস্কারজয়ী ‘শেকসপিয়ার ইন লাভ’, ‘ব্রাজিল’, ‘এম্পায়ার অব দ্য সান’ এবং ‘আন্না কারেনিনা’।
চেনা মুখ পারসা ইভানা- মডেলিং দিয়ে যাত্রা শুরু, পরে অভিনয়ে নিজস্ব জায়গা তৈরি করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে পর্দায় নিয়মিত দেখা যায় না। এর কারণ ব্যস্ততা নয়, বরং নিজেকে নতুন করে জানার ও শেখার আকাঙ্ক্ষা। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছেন তিনি।
সেখানে অবস্থানকালে সময়কে স্রেফ বিনোদনে সীমাবদ্ধ না রেখে যুক্ত করেছেন শেখার অভিজ্ঞতা। ইভানা যুক্তরাষ্ট্রে ভর্তি হন জনপ্রিয় অভিনয় বিদ্যালয় ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে একটি শর্ট কোর্সে। পাশাপাশি নাচের প্রতি ঝোঁক থেকেই ব্রডওয়ের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘স্টেপস অন ব্রডওয়ে’-তে সম্পন্ন করেন একটি নাচের কোর্স। তার ভাষায়, ‘মানুষের শেখার তো শেষ নেই। শিল্পীর তো আরওই নয়। মৃত্যুদিন পর্যন্ত শেখার ক্ষুধা মেটে না।’
তিনি বলেন, ‘আমি আসলে বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে মনে হলো, যেহেতু সময় আছে, কিছু শেখা যাক। ওই ভাবনা থেকেই দুই কোর্সে ভর্তি হই। এখন মনে হয়, ঠিকই সিদ্ধান্ত নিয়েছিলাম। অনেক কিছু ভেতর থেকে বদলে গেছে।’ নাচের প্রতি তার প্রেম নতুন নয়। তাই কোর্স শেষ করতে করতেই কিছু স্টেজ শোতেও অংশ নিয়েছেন তিনি। ‘সময়টা শুধু উপভোগ করিনি, নিজেকে গুছিয়েছি, সমৃদ্ধ করেছি’, যোগ করেন ইভানা।
অভিনয়ের কোর্সটি তাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে। শৃঙ্খলা, দেহভঙ্গি, অনুভূতির প্রকাশ সবকিছুতে নতুন উপলব্ধি তৈরি হয়েছে। শিক্ষকের এক পরামর্শ তার মনে গেঁথে আছে, ‘নিজের মতো থাকো। অন্য কারও মতো হতে যেও না।’ ইভানা মনে করেন, এই কথাটি বুঝে কাজ করতে পারলে শিল্পী হিসেবে বেড়ে ওঠা আরও সুন্দর হয়। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর কিছুটা সময় নিজেকে বিশ্রাম দিয়েছেন তিনি। ইতোমধ্যে কয়েকটি ফটোশুট করেছেন, কিন্তু বড় কোন প্রজেক্টে যুক্ত হননি। কিছু কাজ নিয়ে কথা চলছে। ইভানা বলেন, ‘এবার এমন কিছু করতে চাই, যেটা আমাকে নতুন করে শুরু করার সুযোগ করে দেবে।’ জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টে তার অনুপস্থিতি নিয়ে ভক্তদের কৌতূহল রয়েছে। এ বিষয়ে ইভানা বলেন, ‘চতুর্থ সিজনে আমার চরিত্র যেমনভাবে শেষ হয়েছিল, পরিচালক চাইলে সেখান থেকে ফেরানো সম্ভব। এখনও এ নিয়ে বিস্তারিত কথা হয়নি। তবে আমাকে না দেখালেও চরিত্রটির উল্লেখ, ছবি এসব থাকছে। এটাও ভালো লাগার।’ স্বাধীন ধারায় কাজ করতে চান ইভানা। তাই শুধু অন্যরা করছে বলে সিনেমায় নামতে চান না। আবার ফেরার ইচ্ছাও অস্বীকার করেন না। ‘গল্প আর চরিত্র যদি মনে ধরে, সেটা সিনেমা, ইউটিউব বা ওটিটিÑযে মাধ্যমেই হোক, কাজ করব,’ বললেন তিনি।
তিনি মনে করেন, এখন দেশের সিনেমায় ভালো সময় চলছে। নতুন গল্প, নতুন নির্মাণশৈলী দর্শক গ্রহণ করছে। সঠিক চরিত্র পেলে তাকেও সিনেমায় দেখা যেতে পারে।
সঙ্গী যদি শারীরিকভাবে প্রতারণা করে তাতে আপত্তি নেই কিন্তু সঙ্গী যদি তৃতীয় ব্যক্তিকে মন দেয়, তা হলেই সমস্যা- এমন মন্তব্য করে সম্প্রতি তুমুল বিতর্কের মুখে পড়েছেন বলিউডের দুই নামী অভিনেত্রী টুইঙ্কেল খান্না ও কাজল। এক শোতে তাদের এই বক্তব্য নিয়ে অন্তর্জালে বিতর্কের ঝড় বয়ে যায়।
নতুন প্রজন্মের কাছে কী দৃষ্টান্ত তৈরি করছেন তারকারা? এমন প্রশ্ন তুলেছিলেন অনেকেই। অবশেষে সেই বিতর্কের জবাব দিলেন দুই অভিনেত্রী।
কাজল ও টুইঙ্কলের অনুষ্ঠানে সেদিন উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর। সেখানে একটি বিষয় উঠে আসে- মানসিক না কি শারীরিক, কোন প্রতারণা খারাপ? এই প্রসঙ্গে কাজল ও টুইঙ্কেল দুজনেই জানান, শারীরিক প্রতারণা কোন ব্যাপার নয়। ‘রাত গায়ি, বাত গায়ি’। কিন্তু মন যেন অন্য কারো কাছে না যায়।
ওই বক্তব্যে সম্মতি জানিয়েছিলেন করণ। কিন্তু আপত্তি জানিয়েছিলেন জাহ্নবী। তার মতে, যেকোনো প্রতারণাই খারাপ। এর জেরে কটাক্ষের শিকার হয়েছিলেন কাজল ও টুইঙ্কেল।
সম্প্রতি কাজল ও টুইঙ্কলের সেই শোয়ের নতুন পর্বে উপস্থিত ছিলেন ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ ও শেফালি বর্মা। আবার সেই বিশেষ রাউন্ড শুরু করার আগে কাজল ও টুইঙ্কেল জানান, এই রাউন্ডের জন্য অতীতে তারা সমস্যায় পড়েছিলেন। এই রাউন্ডে যা যা বলা হয়, তা মজার ছলেই বলা হয় বলে দাবি দুই অভিনেত্রীর।
এরপর টুইঙ্কেল বলেন, ‘অনুষ্ঠানে সতর্কীকরণ দেওয়া হয়েছে, যেটা আমাদের প্রথম পর্ব থেকেই দেওয়া উচিত ছিল। আমরা এই রাউন্ডে যা যা বলি, সেগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। দয়া করে আমাদের পরামর্শগুলো অনুসরণ করবেন না।’
সরাসরি সেই ‘প্রতারণা’ বিষয়ের কথা উল্লেখ না করলেও কাজল ও টুইঙ্কেলের ইঙ্গিত যে সেই ‘প্রতারণার’ দিকে, তা বুঝতে বাকি নেই কারও।
বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনয় অঙ্গনে বরাবরই সফল হলেও ব্যবসায় ঠিক উল্টোপিঠ দেখলেন এ অভিনেত্রী। দীপিকা তার প্রসাধনী ব্র্যান্ড ‘এইট্টিটু ডিগ্রি-ই’ নিয়ে স্বপ্নের জাল বুনেছিলেন। শুরুর দিকে লাভও এসেছিল কিছুটা। কিন্তু গত অর্থবছরের সব হিসাব উল্টে দিল। ব্র্যান্ডটি এক বছরে লোকসান গুনেছে প্রায় ১২.৩ কোটি রুপি। ভারতীয় গণমাধ্যমের খবর, দীপিকার ব্র্যান্ডের আয় কমেছে হু হু করে। আগের বছরের ২১.২ কোটি রুপির জায়গায় এবার আয় নেমে এসেছে ১৪.৭ কোটিতে। খরচ কমানো, মার্কেটিং বাড়ানো—সব চেষ্টা করেও লাভের মুখ দেখা যায়নি। তবে পরের বছর ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে ব্র্যান্ড কর্তৃপক্ষ।
তবে দীপিকার সহঅভিনেত্রী ক্যাটরিনা কাইফ ব্যবসায় পুরো উল্টো অভিজ্ঞতা পাচ্ছেন। তার ‘কে-বিউটি’ ব্র্যান্ড ২০১৯ সালে শুরু হলেও এখন দারুণ লাভের মুখ দেখছে। গত অর্থবছরে ক্যাটরিনার ব্র্যান্ডের লাভ বেড়েছে ৪৫ শতাংশ! এছাড়া মাত্র দুই বছরের নবীন ব্র্যান্ড নিয়েও বাজিমাত করেছেন কৃতি স্যানন। তার ‘হাইফেন’ ইতোমধ্যেই আয় করেছে ৪০০ কোটি রুপি।
চুল পরিচর্যার ব্র্যান্ড ‘অ্যানোম্যালি’র মালিক প্রিয়াঙ্কা চোপড়া। ২০১১ সালে এই ব্র্যান্ড শুরু করেছিলেন তিনি। ২০২৩ সালে এই ব্র্যান্ডের মাধ্যমে বিশেষ নজির গড়েছিলেন অভিনেত্রী। ২০২৪ সালে লেডি গাগার ব্র্যান্ডকেও ছাপিয়ে গিয়েছিল ‘অ্যানোম্যালি’।
বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন আনুশকা শর্মা। কিন্তু তার পোশাকের ব্র্যান্ড ‘নুশ’ নিয়ে ব্যস্ত তিনিও। প্রসঙ্গত, মা হওয়ার পর কাজে ফেরা নিয়ে দীপিকাকে ঘিরে নানা বিতর্ক দানা বেঁধেছে। তিনি ৮ ঘণ্টা শিফটের দাবি তোলায় অনেক ভালো ভালো ছবি থেকে তাকে বাদ পড়তে হয়েছে। তিনি নিজেও সরে এসেছেন বেশ কিছু ছবি থেকে।