অভিনয় ও চাকরির পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় তারকা অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ‘টেডএক্স ডিপিএস এসটিএস স্কুল’ শীর্ষক আয়োজনে এবার জীবনের গল্প শোনাবেন এই অভিনেত্রী। এতে জীবনের চড়াই-উতরাইসহ বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি।
একই অনুষ্ঠানে মিথিলার সঙ্গে থাকবেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। মিথিলার মতো তিনিও শোনাবেন নিজের জীবনের গল্প। উত্তরার ডিপিএস এসটিএস স্কুল ক্যাম্পাসে হয়েছে এ অনুষ্ঠান।
‘আনকভারিং আনসারটেইনটিজ’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজক ডিপিএস এসটিএস (দিল্লি পাবলিক) স্কুল ঢাকা।
এ আয়োজনে নিজেদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেবেন প্রতিষ্ঠিত ব্যক্তিরা। অনুষ্ঠানটির তৃতীয় আসর এটি। ২০২১ সাল থেকে এর আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে মিথিলা-অর্ণব ছাড়াও থাকবেন অভিনেতা সুমন পাটোয়ারী, উপস্থাপক রাফসান শাবাব খান, ইনফ্লুয়েন্সার রাবা খান ও কনটেন্ট ক্রিয়েটর মাসুদা খান।
আগামী ১ ডিসেম্বর ভারতে মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা 'অ্যানিমেল'। সিনেমাটি একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটি বাংলাদেশে আমদানি করতে যাচ্ছে কিবরিয়া ফিল্মস।
সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু জানিয়েছেন,এরইমধ্যে তথ্যমন্ত্রণালয় 'অ্যানিমেল' সিনেমাটিকে বাংলাদেশে মুক্তির অনুমতি দিয়েছে।
তিনি বলেন, মন্ত্রণালয় ‘অ্যানিমেল’ মুক্তির অনুমতি দিয়েছে। সেন্সর পাওয়া বাকি, আশা করছি কাল পরশু সেন্সর করাতে পারবো। যদি সবকিছু ঠিক থাকে ১ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাবে ‘অ্য়ানিমেল’।
'অ্যানিমেল' সিনেমাটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যাবে। পর্দায় তাদের মধ্যকার জটিল পিতা-পুত্রের সম্পর্ককে তুলে ধরা হবে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন মার্কিন পপতারকা টেইলর সুইফট। চলতি বছরের শুরু থেকেই একের পর এক রেকর্ড গড়ে আলোচনার শীর্ষে থাকা এ সংগীতশিল্পীর নামটিই যেন বিশ্বের কোটি কোটি সংগীতপ্রেমীদের উন্মাদনার এক খোরাক। একের পর এক সাফল্যের পর এবার নতুন এক স্বর্ণপালক যুক্ত হতে যাচ্ছে তার সোনালি মুকুটে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিদ্যাপীঠ হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ানো হবে টেইলর সুইফটের পাঠ। ‘টেইলর সুইফট অ্যান্ড হার ওয়ার্ল্ড’ নামে একটি নতুন কোর্স অফার করছে হার্ভার্ড ইউনিভার্সিটি; যা তার সংগীত জগৎ, গান এবং সাংস্কৃতিক প্রভাব অন্বেষণ করবে। তার কাজ কীভাবে অন্যান্য শিল্পী, লেখক এবং আজকের তরুণদের প্রভাবিত করেছে সেটিও শেখাবে এ কোর্স। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা (ইউএফ) উভয়ই ২০২৪ সালের জন্য সুইফট অধ্যয়নের নতুন কোর্স ঘোষণা করেছে।
সম্প্রতি ইরাস ট্যুর দিয়ে টেইলরের সাফল্য প্রমাণ করে যে তার তরুণ প্রজন্মের ওপর বিশাল প্রভাব রয়েছে। তার উপস্থিতি ক্রমবর্ধমান ফ্যানবেজের ওপর একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, সেটি তার আলোচনা বা গানের মাধ্যমেই হোক না কেন। তার শৈল্পিক অবদানগুলো কীভাবে সাহিত্যের সঙ্গে সামঞ্জস্য হয় তা আরও বিস্তারিত বলবে এ পাঠ্যক্রমটি।
এন্টারটেইনমেন্ট উইকলির প্রতিবেদন অনুসারে, দুটি বিশ্ববিদ্যালয় নতুন কোর্স অফার করছে যা টেইলর সুইফট এবং অন্য নারীশিল্পীদের সংগীত অন্বেষণ করবে। প্রফেসর স্টেফানি বার্ট হার্ভার্ড ইউনিভার্সিটিতে ‘টেইলর সুইফট অ্যান্ড হার ওয়ার্ল্ড’ শিরোনামের একটি কোর্স শেখাবেন। কোর্সটি টেইলরের সংগীত, গান এবং সাংস্কৃতিক প্রভাবের দিকে নজর দেবে।
মেলিনা জিমেনেজ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে টেইলর সুইফট এবং অন্য আইকনিক নারীশিল্পীদের নিয়ে ‘মিউজিক্যাল স্টোরিটেলিং’ শিরোনামের একটি কোর্স শেখাবেন। সেই কোর্সে কিছু আইকনিক নারীশিল্পীর অধ্যায় রয়েছে যেমন- আরেথা ফ্র্যাঙ্কলিন, বিলি হলিডে এবং ডলি পার্টন।
শুধু হার্ভার্ড এবং ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ই নয়, অন্য কলেজ ও প্রতিষ্ঠানগুলোও পপকুইন সুইফটের ওপর বিশেষ কোর্স অন্তর্ভুক্ত করছে। বেলজিয়ামের গেন্ট বিশ্ববিদ্যালয়, অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়, বার্কলি কলেজ অফ মিউজিক, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়সহ অনেক কলেজ টেইলরের কোর্স নিয়ে কার্যক্রম শুরু করেছে।
দেশের সঙ্গীতাঙ্গনের এক সময়ের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পাবনা-২ আসন থেকে বিএনএমের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার বিকেলে তিনি দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
বিএনএমে যোগ দেয়ার বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, ‘পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই। এবারই প্রথম কোনো রাজনৈতিক দলে যোগ দিলাম।’
২০ নভেম্বর বিএনপির সাবেক চার সংসদ সদস্য বিএনএমে যোগ দেন। গত শনিবার জাতীয় পার্টির আরেকজন সাবেক সংসদ সদস্য যোগ দেন দলটিতে। এ নিয়ে ছয়জন সাবেক সংসদ সদস্য বিএনএমে যোগ দিলেন।
‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া বিএনএম সরকারি মহলের পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। বিএনপি থেকে বেশ কয়েকজন নেতাকে বের করে এনে নির্বাচনে প্রার্থী করানোর লক্ষ্য নিয়ে দলটি সক্রিয় বলেও প্রচার রয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কিছু দৃশ্যমান হয়নি।
গত ১০ আগস্ট বিএনএম নির্বাচন কমিশনে নিবন্ধন পায়। তখন দলের আহ্বায়ক ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুর রহমান আর সদস্য সচিব ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য মেজর (অব.) মো. হানিফ। বিএনএমের প্রতীক হলো নোঙর।
বলিউডের সিনিয়র অভিনেত্রী কাজল দেবগনের সঙ্গে বলিউডের খ্যাতিমান সিনেমা নির্মাতা ও সঞ্চালক করণ জোহরের দীর্ঘদিনের অটুট বন্ধুত্ব। এ দুই তারকাকে বলিপাড়ায় সবাই ‘বেস্ট ফ্রেন্ডস’ বলেই জানে। করণের পরিচালিত প্রথম ছবি থেকে কাজলের সঙ্গে পরিচয়। বহুল জনপ্রিয় ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির সেট থেকে তৈরি হওয়া বন্ধুত্ব আজও আছে অমলিন। সেই বন্ধুত্বের পথ যে পুরোটা মসৃণ, তাও নয়। বরং বন্ধু হিসেবে একাধিক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। সাত বছর আগে, ২০১৬ সালে এক ঝগড়ার কারণে প্রায় মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল তাদের। পরে অবশ্য সেই ঝগড়ার কয়েক মাসের মধ্যেই আবার নিজেদের সম্পর্ক শুধরে নেন দুজন। তার পরে কেটে গেছে সাত বছর। এখনো কি সেই ঝগড়ার তিক্ততা রয়ে গেছে কাজলের মনে?
করণ জোহরের বহুল আলোচিত সেলিব্রেটি শো ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনের এক পর্বের অতিথি কাজল ও রানী মুখার্জি। এরইমধ্যে দেখা মিলছে সেই পর্বের প্রোমো। সেই প্রোমোতেই দেখা গেছে করণের অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন কাজল।
কিন্তু কেন? প্রোমো থেকে জানা গেছে, কাজলকে করণ প্রশ্ন করেছিলেন, তার পরিচালিত ও কাজলের অভিনীত কোন কোন ছবিতে রানী বিশেষ চরিত্রে আছেন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিব্রতবোধ করেন কাজল। শেষপর্যন্ত উত্তর দিতেও পারেননি তিনি। তবে হাতে থাকা একটি যন্ত্রের মাধ্যমে ক্রমাগত আওয়াজ করতে থাকেন অভিনেত্রী। তাতেই বিরক্ত হয়ে কাজলের ওপর চিৎকার করেন করণ। তার পরেই ধৈর্যচ্যুতি হয় অভিনেত্রীর। কাজল বলেন, আমি আর থাকতে পারছি না। আমি চললাম এ অনুষ্ঠান ছেড়ে। যদিও অনুষ্ঠান ছেড়ে যাননি তিনি। মজার ছলেই এমন হুঁশিয়ারি দিয়েছিলেন কাজল।
চলতি বছরের শুরু থেকেই খোশমেজাজে রয়েছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী আলিয়া ভাট। পুরস্কারের কোনোটিই যেন ছাড়ছেন না মহেশভাটকন্যা। ফিল্মফেয়ার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পর এবার জিতলেন ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড। সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। নেটফ্লিক্সের ওয়েব ফিল্ম ‘ডার্লিংস’-এর জন্য এ পুরস্কার জিতেছেন আলিয়া। রোববার রাতে বসেছিল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের চতুর্থ আসর। হাজির হয়েছিলেন ভারতের অভিনয় দুনিয়ার বহু তারকা। ফিল্মফেয়ারের আদলেই নানা বিভাগে পুরস্কার দেয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে কেবল ওটিটি কনটেন্টই ছিল বিবেচ্য। মূলত ওটিটি ভারতে ছড়িয়ে পড়ার পর ওটিটির কলাকুশলীদের উৎসাহ দিতে এ পুরস্কারের আয়োজন করা হয়।
আলিয়া ভাটের ওটিটি অভিষেক হয়েছিল নেটফ্লিক্সের ডারলিংস সিনেমার মাধ্যমে। ২০২২ সালে মুক্তি পাওয়া এ সিনেমার পরিচালক জাসমিত কে রিন। সিনেমায় আলিয়ার বিপরীতে ছিলেন বিজয় বর্মা। ওটিটি অ্যাওয়ার্ডসে তিনিও পুরস্কৃত হয়েছেন। সিরিজে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। এ ছাড়া সেরা সিরিজের পুরস্কার পেয়েছে হানসল মেহতা পরিচালিত ‘স্কুপ’।
ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড রীতিমতো ৪৯টি বিভাগে দেয়া হয়েছে। অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সেরা নির্বাচন করা হয়েছে একাধিক বিভাগে। সিরিজের জন্যই ড্রামা, কমেডিতে ভাগ করা হয়েছে। আছে ক্রিটিকস চয়েজ আর সাধারণ বিভাগ। যেমন সাধারণভাবে সেরা সিরিজ স্কুপ ও ক্রিটিকস চয়েজে সেরা হয়েছে ট্রায়াল বাই ফায়ার। সেরা পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। আবার সমালোচকদের চোখে সেরা রণদীপ ঝা। ফিল্মফেয়ার সম্ভবত কাউকেই কষ্ট দিতে চায়নি।
এদিকে মনিকা ও মাই ডার্লিংয়ের জন্য সমালোচকদের চোখে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রাজকুমার রাও। অরিজিনাল ফিল্ম বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মনোজ বাজপেয়ী। সমালোচকদের চোখে সিরিজের জন্য সেরা অভিনেত্রী যুগ্মভাবে কারিশমা তান্না ও সোনাক্ষী সিনহা।
প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ঢাকাই সিনেমার অভিনেতা ফেরদৌস আহমেদ। ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই বাংলার জনপ্রিয় এ তারকা। এর মধ্যেই কলকাতার একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফেরদৌস। যেখানে তিনি জানিয়েছেন, নির্বাচনের খবরে টলিউডের অনেক তারকাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
ফেরদৌস বলেন, ‘টলিউডে আমার অনেক বন্ধু রয়েছে। ঋতুপর্ণা (ঋতুপর্ণা সেনগুপ্ত) আমার খুব ভালো বন্ধু। ও তো বলেছে প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবে। কলকাতায় যে কাণ্ড ঘটিয়েছিলাম, সেটা আমি ওকে মনে করিয়ে দিই।’
২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন; সে কথাই ঋতুপর্ণাকে স্মরণ করিয়ে দেন ফেরদৌস।
এ বিষয়ে ফেরদৌস বলেন, ‘কলকাতাকে সব সময়ই দেশের বাইরে আমার দেশ হিসেবে দেখেছি। সেখান থেকে প্রায় দুই বছর আমি দূরে ছিলাম। একাধিক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল। ওই একটা ভুলের জন্য আমাকে প্রচুর ভুগতে হয়েছে। আমি এখনো ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করি। কারণ আমি তখন নিয়মকানুন জানতাম না। কলকাতায় দীর্ঘদিন কাজের ফলে আমি দুই বাংলারই কাছের মানুষ। যারা আমাকে নিয়ে গিয়েছিলেন, তারাও হয়তো আবেগের বশবর্তী হয়ে বিষয়টা খেয়াল করেননি।’
প্রসঙ্গত, ২০০১ সালে ‘ওস্তাদ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও ফেরদৌস। এরপর এ দুই তারকার বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে আরও মজবুত হয়েছে। ঢাকায় এলেই ফেরদৌসের কথা স্মরণ করেন ঋতুপর্ণা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের প্রার্থী হতে সোমবার (২৭ নভেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে মাহিয়া মাহির মনোনয়নপত্র তোলা হয়েছে। সেখানে জাতীয় পরিচয়পত্র অনুসারে প্রার্থী হিসেবে মাহিয়া মাহির নাম লেখা হয়েছে শারমিন আক্তার নিপা। স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র তোলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন মাহি নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় মাহি বলেন, ‘আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী (আমার নেত্রী) দিক নির্দেশনা দিয়েছেন যে, এই নির্বাচন যেন একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়। এই নির্বাচনে যাতে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। যারা নির্বাচন করতে চায় (অর্থাৎ অন্যান্য দল-মত যারা ভেতরে পোষণ করে), তাদেরকে আমরা যেন উৎসাহ দিই, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে,সেটা যেন আমরা নিশ্চিত করি। মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা আসার পরে আমার এলাকা তথা রাজশাহী-১ এর অনেক মানুষ আছেন, যারা আমাকে ফোন করছেন। বলছেন, আপনি আসেন। আপনি ইলেকশন করেন। অনেক তরুণরা আমাকে উৎসাহ দিচ্ছে। সুতরাং তাদের জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমি সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনে রাজশাহী-১ থেকে স্বতন্ত্র ইলেকশন করব।’
এ সময় নির্বাচনী এলাকাবাসীদের দৃষ্টি আকর্ষণ করে মাহি বলেন, ‘আমরা তো আসলে কম খাই, কম খেতে পছন্দ করি-যদি কেউ সম্মান করে। সম্মানটাকে অনেক গুরুত্ব দিই আমরা। কথা দিচ্ছি, যদি নির্বাচিত হই আমার এলাকার মানুষকে সম্মানিত করব। শিক্ষক তার সম্মান পাবে। কৃষক সম্মান পাবে। প্রত্যেকটা মানুষ সম্মান নিয়ে এই এলাকায় বসবাস করবে, কাউকে ভয় পেয়ে নয়। মানুষের জন্য আমি মানবিক কাজ করে যাচ্ছি। এখন যদি তারা চান,তাহলে আমাকে ভোট দেবেন।’
উল্লেখ্য,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
বিশ্বের তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার ব্যান্ডদল বিটিএস। এরই মধ্যে ব্যান্ডটির প্রতিটি সদস্যই আলাদা আলাদাভাবেও শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন। এই পরিবারের অন্যতম এক সদস্য ‘ভি’ ওরফে কিম তেহিউং। কিছুদিন আগেই আর এম, জিমিন, জাংকুকদের পথ ধরে এবার একক গানে নাম লিখিয়েছেন তিনি। স্টেজে লম্বা চুলে ঝাঁকুনিসহ তার গেটআপেও যেন মুগ্ধ ভক্তরা। ২৬ নভেম্বর তার ইনস্টাগ্রাম স্টোরিতে মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চুলের একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি বিটিএস ভক্ত মহলে বেশ সাড়া ফেলে।
বাধ্যতামূলক সামরিকসেবায় যোগদানের প্রস্তুতি হিসেবে তাকে চুল কেটে ফেলতে হয়েছে বলে অনুমান করা হচ্ছে। অনেক ভক্ত তার এই পরিবর্তন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে কেউ কেউ প্রিয় তারকাকে নতুন রূপে দেখতে অধীর আগ্রহও জানান।
দক্ষিণ কোরিয়ার ১৮ থেকে ২৮ বছর বয়সী যুবকদের বাধ্যতামূলকভাবে ২ বছরের জন্য সামরিক বাহিনীতে কাজ করার আইন রয়েছে। তবে এর আগে বিটিএস সদস্যদের এ বিষয়ে কিছুটা ছাড় দেয়া হলেও এবার একে একে তারা সবাই সামরিক বাহিনীতে যোগদান করছেন। বিগহিট মিউজিক কোম্পানি গত ২২ নভেম্বর একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ব্যান্ড সদস্য আরএম, জিমিন, ভি এবং জাংকুকের বাধ্যতামূলক সামরিকসেবায় তালিকাভুক্তি প্রক্রিয়ার আরম্ভ ঘোষণা করেছে। পরে জাংকুক তার সামরিক প্রশিক্ষণে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।
বিগহিট এজেন্সি আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে জানায়, ‘আমরা আমাদের ভক্তদের জানাতে চাই যে, আর এম, জিমিন, ভি ও জাংকুক সামরিক তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করেছেন। শিল্পীরা তাদের সামরিক দায়িত্বগুলো পুরোপুরি পালনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা নির্দিষ্ট সময় পরপর আপনাদের এ বিষয়ে আপডেট দিয়ে যাব।’
ধারণা করা হচ্ছে, সামরিকসেবায় যোগদানের আগে ভি কোনো এক আন্তর্জাতিক সংগীতশিল্পীর সঙ্গে গান প্রকাশ করতে পারেন। ব্যান্ডের অন্যান্য সদস্য জিন, জেহোপ এবং সুগা ইতোমধ্যে সামরিক প্রশিক্ষণে নিয়োজিত আছেন।
দর্শকপ্রিয় নাট্যাভিনেত্রী দীপা খন্দকার মিডিয়াতে পথচলার ২৫ বছর অতিবাহিত করছেন। আজ ২৮ নভেম্বর এই মডেল অভিনেত্রীর জন্মদিন। তবে প্রতিবারের মতো এবারও নিজের জীবনের বিশেষ এই দিন নিয়ে বিশেষ কোনো আয়োজন করছেন না বলেই জানান এই সিনিয়র তারকা। জন্মদিন প্রসঙ্গে দীপা বলেন, ‘জন্মদিন উপলক্ষে কোনো কাজ রাখিনি। আমার স্বামী (অভিনেতা শাহেদ আলী), দুই সুন্তান আদ্রিক ও আরোহীকে নিয়েই দিনটি বিশেষভাবে উদযাপন করার চেষ্টা করব। আর কিছু কাছের মানুষ তো আসবেই- এটা আমার আত্মবিশ্বাস। কারণ প্রতিবছরই জন্মদিনে শুভেচ্ছা জানাতে কয়েকজন কাছের মানুষ ও সহকর্মী ফুল ও নানা উপহারসামগ্রী নিয়ে হাজির হন আমার বাসায়। এটা সত্যিই আমার জন্য অন্যরকম এক ভালোলাগা। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানান। জন্মদিনে সবার কাছে দোয়া চাই।’
দীপা খন্দকার বাংলাদেশের নাট্যাঙ্গন এবং সিনেমার এমনই একজন অভিনেত্রী, যিনি তার অভিনয় জীবনের দীর্ঘ ২৫ বছরের পথচলায় কখনো অভিনয়ে বিরতি নেননি। কখনো কখনো পুরো মাসজুড়ে তার ব্যস্ততা ছিল আবার কখনো কখনো কাজ একটু কমিয়ে সংসারে সময় দিয়েছেন। তবে কখনোই তিনি অভিনয় থেকে দূরে সরে যাননি। কারণ অভিনয়ই তার কাছে মনেপ্রাণে নেশা, পেশা। নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই তাই সবসময় ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সিনেমার পর এবার নাটকে ভিলেন চরিত্রে অভিনয় করছেন দীপা খন্দকার। দীপ্ত টিভিতে চলতি ধারাবাহিক নাটক সাজ্জাদ সুমন পরিচালিত ‘মাশরাফি জুনিয়র’ নাটকে নেতিবাচক চরিত্রে দেখা মিলবে তার। দীপা খন্দকার বলেন, ‘নাটকে যদিও আমার শুরুটা পজিটিভ উপস্থিতি দিয়েই। তবে এই নাটকে আমার চরিত্রটি মূলত নেগেটিভ। আমি জেনেবুঝেই এই চরিত্রে কাজ করার জন্য আগ্রহী হয়ে উঠি। এরই মধ্যে ধারাবাহিকটির তিন দিনের শুটিংয়ে আমি অংশ নিয়েছি। সাজ্জাদ সুমনের পরিচালনায় এর আগে কাজ করেছি কি না ঠিক মনে নেই। কিন্তু এবার কাজ করে মনে হলো বেশ গুছিয়ে কাজ করে। আমার কাছে ভালো লেগেছে। আর ধারাবাহিকটি এরই মধ্যে বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছে। আশা করছি নাটকে আমার ভিন্ন ধরনের উপস্থিতিও দর্শকের ভালো লাগবে।’
আসন্ন ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে ঢাকায় আসছেন বলিউডের খ্যাতিমান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আগামী বছরের ২০ জানুয়ারি থেকে শুরু হবে এ চলচ্চিত্র উৎসব। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগের জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন শর্মিলা।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এশিয়ান কম্পিটিশন বিভাগে শর্মিলার সঙ্গে বিচারক হিসেবে থাকবেন আরও চারজন। তারা হলেন রাশিয়ান প্রযোজক আনা সালাসিনা, চায়নিজ চলচ্চিত্র বিশেষজ্ঞ ও প্রযোজক শি চুয়ান, বাংলাদেশি নির্মাতা সামিয়া জামান এবং থাইল্যান্ডের নির্মাতা ও প্রযোজক টম ওয়ালার।
ঢাকা চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘২০ থেকে ২৮ জানুয়ারি উৎসব চলাকালে ঢাকায় আসবেন শর্মিলা ঠাকুর। উৎসবে উপস্থিত থাকবেন তিনি। এশিয়ান কম্পিটিশন বিভাগে জমা পড়া সিনেমাগুলো দেখে বিচারক হিসেবে তার রায় জানাবেন।’
শর্মিলা ঠাকুর ছাড়াও এবারের ঢাকা উৎসবে দেখা যাবে বিশ্ব চলচ্চিত্রের একাধিক খ্যাতিমান ব্যক্তিত্বকে। উৎসবে চলচ্চিত্র নির্মাণের ওপর মাস্টারক্লাস নিতে ঢাকায় আসবেন ‘চিলড্রেন অব হ্যাভেন’ খ্যাত ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদি। আরও দুটি মাস্টারক্লাস নেবেন পশ্চিমবঙ্গের নির্মাতা, অভিনেতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের চলচ্চিত্র বিশেষজ্ঞ শি চুয়ান।
এবার ঢাকা উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে স্থান পাওয়া সিনেমাগুলো থেকে সেরা সিনেমা, সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, চিত্রনাট্যকার ও চিত্রগ্রাহক নির্বাচন করবেন তারা।
চলচ্চিত্র নিয়ে দেশের বৃহত্তম আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে ১৯৯২ সাল থেকে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে উৎসব আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি। আসন্ন ২২তম আসরে থাকছে ৭৫টি দেশের ২৫০টির বেশি সিনেমা।
নেট দুনিয়ায় এখন নতুন বিপদের নাম ভুয়া ভিডিও। এর আগে অভিনেত্রী রাশমিকা মান্দানা, কাজল, সারা টেন্ডুলকার, ক্যাটরিনা কাইফ, শিল্পপতি রতন টাটার মতো ব্যক্তিত্বদের ‘আপত্তিকর’ ভিডিও প্রকাশ হয়েছে। এখন এই তালিকায় যুক্ত হলো বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নাম। আপত্তিকর এসব ভিডিও নেট দুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে বলিউড নায়িকারা এই কুরুচিকর ভিডিও নির্মাণের শিকার হচ্ছেন। আলিয়ার ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন নারী নীল রঙের ফুল ছাপা কো-অর্ড সেট পরে আধাশোয়া অবস্থায় আছেন। আর মেয়েটি ক্যামেরার দিকে তাকিয়ে অশ্লীল ইঙ্গিত করছেন। ওই নারীর চেহারা আলিয়ার মতো লাগছে। তবে একটু গভীরভাবে দেখলে বোঝা যাবে যে, এই ভিডিওর নারীটি আসলে আলিয়া নন।
এই বলিউড নায়িকার মুখ অন্য কোনো নারীর শরীরের ওপর সম্পাদনা করে বসানো হয়েছে। প্রযুক্তির অপব্যবহার করে এ ধরনের ভিডিও বানানোর ট্রেন্ড এখন দেখা যাচ্ছে।
ভারতের পুলিশ, প্রশাসন এর ওপর কড়া পদক্ষেপ নিতে কোমর বেঁধে নেমে পড়েছে। তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এসব ভুয়া ভিডিও গণতন্ত্রের জন্য নতুন এক বিপদ। আর সরকার এ ধরনের ভিডিওর সঙ্গে মোকাবিলা করার জন্য খুব শিগগিরই নিয়ম জারি করবে।
এর আগে রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও ভাইরাল হতেই নেট দুনিয়ায় হুলুস্থূল পড়ে গিয়েছিল। এই প্যান ইন্ডিয়া নায়িকা এ ধরনের ভিডিও দেখার পর জানিয়েছিলেন, তিনি রীতিমতো চিন্তিত।
রাশমিকা টুইটারে লিখেছিলেন, ‘সত্যি বলতে, এ ধরনের ভিডিও শুধু আমার জন্য নয়, সবার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রযুক্তির অপব্যবহারের কারণে অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের।
একজন নারী আর অভিনেত্রী হিসেবে আমি আর আমার পরিবার ও বন্ধুবান্ধবদের কাছে কৃতজ্ঞ, যাঁরা আমাকে সুরক্ষিত রাখছেন। কিন্তু স্কুল বা কলেজজীবনে আমার সঙ্গে এ ঘটনা ঘটলে আমি তা করতে পারতাম না।’ এই অভিনেত্রীর ভুয়া ভিডিওটি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। রাশমিকা ছাড়াও কাজলের সঙ্গে একই ঘটনা ঘটেছে। শুধু তা-ই নয় ‘টাইগার থ্রি’ ছবির ক্যাটরিনা কাইফের একটি সম্পাদনা করা ছবি ভাইরাল হয়েছিল।
একসময় নাটক ও চলচ্চিত্রে সরব উপস্থিতি ছিল কুসুম শিকদারের। পাঁচ বছর আগে হঠাৎ ছন্দপতন, অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। বিরতির পর নতুন রূপে হাজির হচ্ছেন তিনি। ‘শরতের জবা’ শিরোনামের একটি সিনেমা দিয়ে ক্যারিয়ারে প্রথমবার সিনেমার প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে নাম লিখিয়েছেন কুসুম ।
ছবিটি নির্মিত হচ্ছে কুসুমের লেখা 'অজাগতিক ছায়া' গল্পগ্রন্থ অবলম্বনে। কুসুমের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন সুমন ধর। পাশাপাশি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। এর মাধ্যমে অনেক দিন পর অভিনয়ে দেখা যাবে এই মডেল-অভিনেত্রীকে। কুসুমের বিপরীতে রয়েছেন ইয়াশ রোহান।
কাজ নিয়ে হইচই পছন্দ করেন না বলেই চুপিসারে নিজের পরিচালিত ও প্রযোজিত প্রথম সিনেমার দৃশ্যধারণ শেষ করেছেন কুসুম। এই অভিনেত্রী জানালেন, এরই মধ্যে সিনেমার দৃশ্যধারণ ও ডাবিং শেষ হয়েছে। এবার মুক্তির অপেক্ষা। নতুন বছরের শুরুতে তার প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্স থেকে সিনেমাটির মুক্তির পরিকল্পনা করছেন বলে জানান কুসুম শিকদার।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম সবকিছু তুলনাহীন। সিনেমাটি দিয়ে নতুন পরিচয়ে সবার সামনে আসতে যাচ্ছি। এ কারণে দর্শকরা অপেক্ষা করছেন এর জন্য। তাদের অপেক্ষার পালা শিগগিরই শেষ হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই সিনেমাটি মুক্তি দিতে পারব।’
কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি আরও বলেন, ‘শরতের জবা’ আমার স্বপ্নের প্রজেক্ট। ২০০২ সাল থেকে ক্যামেরার সামনে কাজ করছি। নিজের প্রোডাকশন হাউস থেকে সিনেমা বানানোর পরিকল্পনা আগে থেকেই ছিল। সেই ইচ্ছা পূরণ হয়েছে। শুটিংয়ের পুরো সময় পরিচালনা বেশ উপভোগ করেছি। তবে প্রযোজনা ছিল চ্যালেঞ্জিং। একসঙ্গে অভিনয়, পরিচালনা ও প্রযোজনা নিয়ে চাপ ছিল। আগে আমাকে শুধু অভিনয় নিয়ে ভাবতে হতো। এ সিনেমা শেষ করতে গিয়ে আমাকে একসঙ্গে অনেক কিছু সামলাতে হয়েছে। এত বড় টিম, তাদের থাকা-খাওয়া, আর্থিক বিষয়াদিও খেয়াল রাখতে হয়েছে। এখন সিনেমা মুক্তি, সেন্সর পর্ব, কীভাবে প্রচারণা চালাব– তা নিয়েও ভাবতে হচ্ছে। চেষ্টা করেছি সাধ্যমতো এটি নির্মাণ করতে। আশা করছি, দর্শক সিনেমাটি দেখে নিরাশ হবেন না।
আলোচিত অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতাকে এবার দেখা যাবে পরিচালক হিসেবে। বিটিভির ‘ছোট ছবি, বড় স্বপ্ন’ প্রকল্পের আওতায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে প্রথমবারের মতো পরিচালনায় আসছেন তিনি। স্বাগতা পরিচালিত প্রথম সিনেমার নাম ''অতএব''।
এ প্রসঙ্গে স্বাগতা বললেন,''পুরো বিষয়টিই আমার জন্য দারুণ আনন্দের মাসখানেক আগে বিটিভির ''ছোট ছবি, বড় স্বপ্ন'' প্রকল্পের সার্কুলেশন দেখে চিত্রনাট্যটি জমা দিয়েছিলাম।প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর সাক্ষাৎকারের জন্য ডাক আসে। সব প্রক্রিয়া শেষ করে অবশেষে ২৩ নভেম্বর বিটিভির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, নির্বাচিত হয়েছে আমার চিত্রনাট্যটি। এখানে আর একটা বলে রাখতে চাই সেটা হলো আমি ক্যামেরার পেছনে নিয়মিতভাবে কাজ করার ইচ্ছা আছে আমার।''
আর নিজের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে স্বাগতা বলেন,''এটি ভালোবাসার গল্প। রোমিও-জুলিয়েট, শিরি-ফরহাদের মতো ব্যর্থ প্রেমের গল্প। সামাজিক বৈষম্যের কারণে প্রকৃত ভালোবাসা পূর্ণতা না পাওয়ার গল্পই দেখা যাবে। পরিচিত একটি গল্প। তবে দেখাতে চাই আমার মতো করে।’
কথা প্রসঙ্গে স্বাগতা জানালেন, এই সিনেমায় কারা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। নতুন শিল্পীদের নিয়েই কাজটি করতে চান তিনি।
প্রসঙ্গত,স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে পড়েছেন স্বাগতা। মাস্টার্সের অংশ হিসেবে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা তৈরির কথা ছিল। অতএব গল্পটি তাঁর তখনকার লেখা। এখনো মাস্টার্স শেষ করা হয়ে ওঠেনি স্বাগতার। ফলে এটিও এত দিন তৈরি করা হয়নি।