রোববার, ১৩ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২
বলিউড

১০ বছর পরে ফেরা, তবে বলিউডে নয়

নায়িকা হিসেবে ফিরছেন জেনেলিয়া ডি সুজা। ছবি: ইনস্টাগ্রাম
আপডেটেড
২৭ অক্টোবর, ২০২২ ১৭:৩৭
বিনোদন ডেস্ক
প্রকাশিত
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২২ ১৬:৩০
  • মনের মধ্যে অভিনয়ের ইচ্ছা। তাকে কি আর চেপে রাখা যায়। তাই আবারও রুপালি পর্দায় ফেরা জেনেলিয়া ডি সুজার।

কম নয়। টানা ১০ বছর বলিউডের বাইরে। ২০১২ সালে ‘তেরে নাল লাভ হোগায়া’ ছবিতে শেষ নায়িকা হিসেবে অভিনয়। তারপর অতিথি চরিত্র, প্রযোজনা আর ব্যক্তিগত কাজ নিয়েই সময় কেটেছে এই অভিনেত্রীর। মনের মধ্যে অভিনয়ের ইচ্ছা। তাকে কি আর চেপে রাখা যায়। তাই আবারও রুপালি পর্দায় ফেরা জেনেলিয়া ডি সুজার। তবে বলিউড নয়, মারাঠি ছবি দিয়ে।

ছবিতে আছেন জেনেলিয়ার স্বামী রিতেশ দেশমুখও। শুধু তা-ই নয়, ছবিটি দিয়ে পরিচালনায় হাত খুলছেন রিতেশ। অন্যদিকে মহারাষ্ট্রে জন্ম নেয়া এই অভিনেত্রী অভিনয় শিখেই ঝাঁপিয়ে পড়েছেন হিন্দি-তামিল-তেলেগু সিনেমায়। আর জীবনের এই অপরাহ্নে কিনা শুরু হলো মারাঠি দিয়ে। তাই একটু আবেগপ্রবণই জেনেলিয়া।

জেনেলিয়া ডি সুজা। ছবি: ইনস্টাগ্রাম

‘ভেদ’ নামের এই ছবির পোস্টার ইনস্টাগ্রামে দিয়েছেন জেনেলিয়া। সেখানে রিতেশকে দেখা গেছে সিগারেট হাতে রুক্ষ চরিত্রে। আর জেনেলিয়া একেবারেই গতানুগতিক ভারতীয় নারী। ইনস্টাগ্রামে জেনেলিয়া লিখেছেন, ‘আমি মহারাষ্ট্রে জন্মেছি। অভিনয় শুরু করার পর আমি হিন্দি, তামিল, তেলেগুসহ বিভিন্ন ভাষার ছবি করেছি। আমি প্রচুর ভালোবাসা পেয়েছি দর্শকের কাছ থেকে। আমি মারাঠি ছবিতে অভিষিক্ত হচ্ছি রিতেশের পরিচালনায় প্রথম সিনেমা দিয়ে। মারাঠি ছবিতে অভিনয় করতে গিয়ে অনুভব হয়েছে আমি পুরোপুরিই ফিরে এসেছি।’

View this post on Instagram

A post shared by Riteish Deshmukh (@riteishd)

‘ভেদ’ ছাড়াও জেনেলিয়াকে দেখা যাবে বলিউড ছবি ‘মিস্টার মাম্মি’তে। এ ছবিতেও আছেন রিতেশ। এ ছাড়া জেনেলিয়া কন্নড় ও তেলেগু ছবিতেও অভিনয়ে নামার জন্য প্রস্তুত।


আমার সবচেয়ে বড় অর্জন মানুষের ভালোবাসা: পূর্ণিমা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বাংলাদেশি চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম পূর্ণিমা। নব্বই দশকের শেষ ভাগে যাত্রা শুরু করে তিনি হয়ে ওঠেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ। শুক্রবার (১১ জুলাই) ছিল এই গ্ল্যামার কন্যার জন্মদিন। এদিন ৪৪ বছরে পা রাখলেন তিনি।

চট্টগ্রামের ফটিকছড়িতে ১৯৮১ সালের ১১ জুলাই জন্মগ্রহণ করেন পূর্ণিমা। তার পারিবারিক নাম দিলারা হানিফ পূর্ণিমা। চট্টগ্রামেই কেটেছে তার শৈশব ও প্রাথমিক শিক্ষাজীবন।

অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই চলচ্চিত্রে নাম লেখান। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে, মাত্র ১৬ বছর বয়সে। সেই সময় থেকেই তাকে ঘিরে গড়ে ওঠে আলাদা একটা উন্মাদনা। নানা ধরনের চরিত্রে তার সাবলীল অভিনয় তাকে দ্রুত জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।

এরপর প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ারে শতাধিক দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন। পাশাপাশি টেলিভিশনেও করেছেন চমৎকার কাজ।

২০১০ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমার জন্য পূর্ণিমা সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, হৃদয়ের কথা, ধোঁকা, শিকারী, স্বামী-স্ত্রীর যুদ্ধ, মেঘের পরে মেঘ, টাকা, শাস্তি, মনের সাথে যুদ্ধ, আকাশ ছোঁয়া ভালোবাসা, পরাণ যায় জ্বলিয়া রে, মায়ের জন্য পাগল, শুভ বিবাহ তার উল্লেখযোগ্য চলচ্চিত্র।

হুমায়ূন আহমেদের কাহিনিভিত্তিক চলচ্চিত্র ‘সুভাতে’ শ্রবণপ্রতিবন্ধী চরিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।

বর্তমানে পূর্ণিমা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে জন্মদিনে দেশের বন্ধু, সহকর্মী এবং ভক্তদের ভালোবাসা হৃদয়ে বহন করেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সবচেয়ে বড় অর্জন মানুষের ভালোবাসা। আমি যে সময়টায় কাজ করেছি, সেই সময়ের দর্শকরা আজও আমাকে মনে রেখেছেন-এটাই আমার জন্য আশীর্বাদ। নাটক বা সিনেমায় ফেরার ইচ্ছা আমার আছে। হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প পেলে কাজ করব।’

পূর্ণিমা ঢাকাই চলচ্চিত্রে এক শান্ত অথচ শক্তিময় সৌন্দর্যের প্রতীক। তিনি আবার রুপালি পর্দায় ফিরে আসবেন বলে আশা করেন তার অনুরাগীরা।


দীপিকা ও আলিয়া নন, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পান এই অভিনেত্রী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউড হোক বা দক্ষিণি- সিনেমাপ্রতি কে কত পারিশ্রমিক পান, সেটা সাধারণত বেশ গোপনেই রাখা হয়। তবে মাঝে মধ্যে কিছু প্রতিবেদন কিংবা বিশ্বস্ত সূত্র সেই পর্দা সরিয়ে দেয়, আর তখনই সামনে আসে তারকাদের চোখধাঁধানো পারিশ্রমিকের অঙ্ক। এত দিন ভারতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন দীপিকা পাড়ুকোন। পারিশ্রমিকের দৌড়ে দীপিকার চেয়ে খুব একটা পিছিয়ে নেই আলিয়া ভাটও। তবে সাম্প্রতিক এক চুক্তিতে বদলে গেছে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর নাম। প্রিয়াঙ্কা চোপড়া, যিনি প্রায় ছয় বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন। তিনি একটি ছবির জন্য ৩০ কোটি রুপি নিয়েছেন। এটিই এখন পর্যন্ত কোনো ভারতীয় অভিনেত্রীর সর্বোচ্চ পারিশ্রমিক।

এস এস রাজামৌলির পরবর্তী ছবিতে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। একদিকে এটি তার বলিউডে প্রত্যাবর্তনের ছবি, অন্যদিকে দক্ষিণি ছবিতেও তিনি ফিরছেন দুই দশকের বেশি সময় পর। বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, এই ছবির জন্য প্রিয়াঙ্কা চুক্তিবদ্ধ হয়েছেন ৩০ কোটি রুপিতে।

প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে সিনেমার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘এ কারণেই এত দেরিতে প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হয়েছে। তিনি নিজের পারিশ্রমিকের বিষয়ে একচুলও ছাড় দিতে রাজি ছিলেন না। আর কেনই বা ছাড় দেবেন? শুধু পুরুষ তারকারাই কেন বড় অঙ্ক পাবেন?’

অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘সিটাডেলের’ জন্য প্রিয়াঙ্কা নিয়েছিলেন প্রায় ৪১ কোটি রুপি। যদিও সেটি ছিল ৬ ঘণ্টার কনটেন্ট, তাই সেই পারিশ্রমিককে স্বাভাবিকই বলছেন অনেকে। তবে রাজামৌলি-মহেশ বাবুর ছবির জন্য তার নেওয়া ৩০ কোটি রুপি এখন পর্যন্ত কোনো ভারতীয় অভিনেত্রীর সর্বোচ্চ পারিশ্রমিক।

রাজামৌলির এই ছবিতে সই করার আগপর্যন্ত দীপিকা পাড়ুকোন ছিলেন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য তিনি নিয়েছেন ২০ কোটি রুপি। আলিয়া ভাট ছবিপ্রতি ১৫ কোটি, আর কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ, কিয়ারা আদভানি, নয়নতারা, সামান্থা রুথ প্রভুদের পারিশ্রমিক ১০ কোটি রুপির আশপাশে। তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকে খুব একটা ভারতীয় ছবিতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। ‘জয় গঙ্গাজলের’ পর তিনি অভিনয় করেছেন কেবল একটি হিন্দি ছবিতে- ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, যেটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। তার বহুল আলোচিত নারীকেন্দ্রিক ছবি ‘জি লে জারা’ (আলিয়া ও ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে) অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। ফলে গত ৬ বছরে তাকে ভারতের কোনো প্রেক্ষাগৃহে কিংবা ওটিটিতেও দেখা যায়নি।


চক্ষু দানের সিদ্ধান্ত হৃতিকের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউডের অন্যতম ‘ফিট’ অভিনেতা হৃতিক রোশন। তার সুঠাম চেহারায় অনুপ্রাণিত আট থেকে আশি। তবে কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার সময় পর্বে এমন নায়কোচিত চেহারা ছিলো না হৃতিকের। যা ছিল তা হল তার মায়াবী দুই চোখ। ছোটবেলা থেকেই ঈষৎ কটা তার চোখের মণি। যৌবনে ওই চোখের গহনে মন হারিয়েছেন বহু নায়িকাই। তার চোখের চাহনিতে বাঁধা পড়েছিলেন মেক্সিকান সুন্দরী বারবারা মোরে। এ বার নিজের চক্ষুদানের সিদ্ধান্ত নিলেন অভিনেতা। সিদ্ধান্তটা বহু বছর আগে নেওয়া। নিজের ৪৩ তম জন্মদিনে মৃত্যুর পর চক্ষুদানের জন্য নিবন্ধীকরণ করিয়েছেন। যদিও প্রথম কাউকে কিছু জানাতে চাননি অভিনেতা। পরে অবশ্য সকলকে জানান। তিনি চক্ষুদানের জন্য উৎসাহিত করেন সাধারণ মানুষকে। উল্লেখ্য, বেশ কয়েকবছর আগে ‘কাবিল’ ছবিতে হৃতিক অন্ধ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনয় জীবনের পঁচিশ বছর পার করে ফেলেছেন হৃতিক। এত বছরের ক্যারিয়ারে এই প্রথম হৃতিক কোন ছবি পরিচালনা করতে চলেছেন। বাবা রাকেশের সঙ্গে ‘কৃশ ৪’-এ প্রযোজক হিসেবে জুটি বেঁধেছে যশরাজ ফিল্মস।


জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন নয় : কেয়া পায়েল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। ২০২৫ সালের এসএসসি পরীক্ষা ফল প্রকাশ নিয়ে কথা বলছেন তারকারাও। এদিকে ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল পরীক্ষার্থীদের উদ্দেশে এক পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, জীবনের জন্য পড়াশোনা পড়াশোনার জন্য জীবন নয়। পোস্ট দিয়ে কেয়া পায়েল লিখেছেন, ‘জীবনে মানুষের মতো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সার্টিফিকেট।

মন্তব্যের ঘরে নেটিজেনরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘একদম ঠিক বলেছ আপু তবে মানুষ মনে করে পড়াশোনায় জীবন পড়াশোনার বাইরে কিছুই নাই।’ আরেকজনের ভাষ্যে, ‘সফলতা এমনি এমনি আসে না, এর জন্য কঠোর পরিশ্রম ও ধৈর্য দরকার।’

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।


মেয়েদের জন্য সবার আগে দরকার অর্থনৈতিক স্বাধীনতা: মিথিলা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

বহু পরিচয়ে তিনি আমাদের সামনে এসে দাঁড়ান–অভিনেত্রী, গায়ক, মডেল, শিক্ষক, উন্নয়নকর্মী, মা। একেকটি পরিচয়ের ছায়া পেরিয়ে যে কাহিনি তার জীবনগাথার অন্তরালে জ্বলজ্বলে হয়ে ওঠে, তা হলো–একজন নারীর আত্মপ্রতিষ্ঠার অদম্য সংগ্রাম। তিনি রাফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশের বিনোদন জগতে, যিনি দীর্ঘদিন ধরে নিজের অবস্থান দৃঢ় করে রেখেছেন। মিথিলার পরিচয় শুধু শোবিজ তারকা নন বরং নারীর প্রেরণার প্রতীকও। তিনি জানেন কীভাবে ব্যক্তিগত ঝড়ের মুখে দাঁড়িয়েও নিজের স্বপ্নগুলো আঁকড়ে ধরে এগিয়ে যেতে হয়। যেমন গানে, যেমন পর্দায়, তেমনই বাস্তব জীবনের দৃঢ়তায়।

সাম্প্রতিক সময়ে যখন তার ব্যক্তিগত জীবন নিয়ে জনমনে কৌতুহল তুঙ্গে, তখন মিথিলা নীরবে উচ্চারণ করেছেন অন্য এক বার্তা–নারীর অর্থনৈতিক স্বাধীনতার। তার নিজের কথাতেই উঠে এসেছে জীবনের কঠিন অধ্যায়গুলো। ২৩ বছর বয়সে বিয়েবন্ধনে আবদ্ধ হওয়া, অল্প বয়সেই মা হয়ে ওঠা, স্বপ্নের সংসারের ভেঙে যাওয়া, নতুন করে শুরু করার সংগ্রাম–সবই যেন তাকে তৈরি করেছে এক নতুন রূপে।


মা-মেয়ের প্রথম মৌলিক গান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানিসর বড় কন্যা রোদেলাও গানের জগতে পা রেখেছেন। তার গাওয়া গানগুলো প্রশংসিত হচ্ছে শ্রোতামহলে। এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন মা-মেয়ে। প্রথমবারের মতো মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন তারা। ‘কেন’ শিরোনামের গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর-সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। আজ গানটি প্রকাশিত হবে রোদেলার ইউটিউব চ্যানেলে। ন্যানিস বলেন, ‘গানটি আমার করার কথা ছিল। পরে মাথায় এলো এখানে রোদেলার অন্তর্ভুক্তি হলে মন্দ হয় না। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।’


আলিয়ার অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার অভিযুক্ত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা গায়েব। এই অভিযোগ উঠেছে তার সাবেক ব্যক্তিগত সচিব বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে। সম্প্রতি বেদিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আলিয়া ভাটের ব্যক্তিগত এবং তার প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে। আলিয়ার প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানসাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’ এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৮০ লাখের বেশি অর্থ অবৈধ উপায়ে বেদিকা আত্মসাৎ করেছেন বলে জুহু থানায় অভিযোগ করা হয়েছিল। জুহু পুলিশ এই মামলার তদন্ত করছে। পুলিশ আধিকারিকের বক্তব্য যে তদন্তের মাধ্যমে এই মামলার প্রকৃত ঘটনা বা আরও তথ্য প্রকাশ পাবে।

আলিয়ার মা সোনি রাজদান জুহু থানায় বেদিকার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন। এর প্রায় পাঁচ মাস পর অভিযুক্ত ব্যক্তিকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। আলিয়ার স্বাক্ষর জাল করে ২ বছর ধরে ৮০ লাখের বেশি টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে বেদিকার বিরুদ্ধে। আলিয়া তার ব্যক্তিগত ও প্রযোজনা সংস্থা–সম্পর্কিত সব বিষয় বেদিকাকে দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু বেদিকা নিজের ক্ষমতা ও পদের অপব্যবহার করে আর্থিক তছরুপ করেছেন। এ মামলার বিষয়ে আলিয়ার দল থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

২০২১ সালে আলিয়া তার প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানসাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’ শুরু করেছিলেন। এই বিটাউন নায়িকা তার ব্যানারের তলায় প্রথম ছবি ‘ডার্লিংস’ নিয়ে এসেছিলেন। তবে প্রযোজনার ক্ষেত্রে আলিয়ার সঙ্গে হাত মিলিয়েছিল শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’। ‘ডার্লিংস’ ছবিটি সরাসরি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। এই ছবিতে আলিয়া, শেফালি শাহ, বিজয় ভার্মা মুখ্য ভূমিকায় ছিলেন।

আলিয়া ভাটের ব্যক্তিগত এবং তার প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে

আলিয়া ভাটের ব্যক্তিগত এবং তাঁর প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে কোলাজ।

আলিয়া এখন ব্যস্ত তার আগামী ছবি ‘আলফা’-র শুটিংয়ে। এই ছবির মাধ্যমে অভিনেত্রী স্পাই ইউনিভার্সের দুনিয়ায় পা রাখতে চলেছেন। ‘আলফা’ ছবিতে আলিয়ার সঙ্গে আছেন অভিনেত্রী শর্বরী বাগ। ছবিটি চলতি বছরে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। এদিকে আলিয়া তার স্বামী-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আসতে চলেছেন। সঞ্জয় লীলা বানসালির এই ছবিতে আলিয়া, রণবীর ছাড়াও আছেন ভিকি কৌশল। আলিয়ার ঝুলিতে ফারহান আখতারের ‘জি লে যরা’ ছবিটি আছে। এই ছবির অন্য দুই মুখ্য চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফকে। তিন নারীর পথ-ভ্রমণ নিয়ে ফারহান ছবিটি নির্মাণ করবেন।


অবশেষে সিনেমায় ফিরছেন মিম

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

দীর্ঘদিন ধরেই সিনেমা নিয়ে পর্দায় নেই বিদ্যা সিনহা মিম। ২০২২ সালের আলোচিত ‘পরাণ’ সিনেমার পর তাকে আর সেভাবে দেখা যায়নি। এরপর তার অভিনীত ‘দামাল’ নামে একটি সিনেমা মুক্তি পেলেও এর রেসপন্স খুব একটা সুবিধাজনক ছিল না।

বলা যায়, এরপর থেকে সিনেমা নিয়ে মিম রয়েছেন আলোচনার বাইরে। তবে বিজ্ঞাপন ও ফটোশুটের কাজে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন। এ দুটি কাজ নিয়ে খবরের শিরোনামও হয়েছেন। কিন্তু এরমাঝে আর নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর দেননি এ অভিনেত্রী।

সর্বশেষ ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমার শুটিং করেছেন তিনি। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত এ সিনেমায় তিনি অভিনয় করেছেন পান্না কায়সারের চরিত্রে। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ঘটনার পর সিনেমাটি কবে মুক্তি পাবে বা আদৌ পাবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়।

মিম বলেন, ‘সিনেমাটির শুটিং শেষ। কিছু প্যাচ ওয়ার্কের কাজ বাকি আছে। সেগুলো আগামী ১৬ ও ১৭ জুলাই করা হবে। সেজন্য প্রস্তুতিও নিচ্ছি। তারপরই পুরো কাজ সম্পন্ন হবে।’

এ নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক বেশি আশাবাদী, তাই মুক্তির অপেক্ষায় রয়েছি। অনেক সুন্দর একটি গল্প। প্রত্যাশা করছি দর্শকরা প্রেক্ষাগৃহে এসে দেখবেন।’

অর্থাৎ এ সিনেমা দিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন অভিনেত্রী। সিনেমার বাইরে ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মিম।

নতুন ওয়েব সিরিজ কিংবা সিনেমার বিষয়ে তিনি বলেন, ‘নতুন নতুন কাজের প্রস্তাব পাচ্ছি। কিন্তু গল্প, চরিত্র মনের মতো হলেই নতুন কাজ করব।’ এদিকে দিন কয়েক আগে শ্রীলঙ্কায় ভ্রমণ করেছেন মিম।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব মিলিয়ে ১০ দিন ছিলাম শ্রীলঙ্কা। এবারের ভ্রমণটা অনেক আনন্দের। সেই সঙ্গে অনেক স্মৃতিময় হয়ে থাকবে। কেননা, শ্রীলঙ্কার এত সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি, দ্বিতীয়বার আর না গেলেও হবে।’


৪ বছর পর একসঙ্গে ইমরান-কেয়া পায়েল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। ‘পারব না তোমাকে ছাড়তে’ শিরোনামের এ গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘ক্ষুদে গানরাজ’ এর হুমায়রা ঈশিকা। সদ্যই শেষ হয়েছে গান ভিডিওটির শুটিং। এতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন কেয়া পায়েল। ‘এত ভালোবাসি’, ‘আলো’, ‘পরাণ বন্ধুরে’, ‘কে তোমাকে এতো ভালোবাসতে পারে’ গানের প্রায় ৪ বছর পর আবারও পর্দায় জুটি হয়ে আসছেন ইমরান-কেয়া। ভিডিওটি নির্মাণ করছেন সৈকত রেজা।

ইমরান মাহমুদুল বলেন, ‘কেয়া পায়েলের সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আমাদের আগের প্রায় সবগুলো কাজই অনেক জনপ্রিয়তা পেয়েছে।

দর্শক-শ্রোতার অনেক অনুরোধ ছিল আমাদের নতুন কাজ দেখার। যে কারণে চার বছর পর আবারও একসঙ্গে কাজ করা।’

কেয়া পায়েল বলেন, ‘দর্শকের ভালো লাগে বলেই আমরা একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছি। ইমরানের গান সবসময়ই আমার ভীষণ ভালো লাগে।

শুধু তার গানে আমি মডেল হই বিষয়টি এমনই নয়। আমি এটাও চাই যে, আমার নাটকে তার কণ্ঠের গান থাকুক। পারব না তোমাকে ছাড়তে- একটি গল্প নির্ভর মিউজিক ভিডিও। আশা করছি ভালো লাগবে সবার।’

খুব শিগগিরই গান ভিডিওটি অন্তর্জালে উন্মুক্ত হবে বলে জানা গেছে।


বিশ্বের সর্বোচ্চ আয়কারী তারকা হিসেবে স্কারলেটের নতুন রেকর্ড

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন বিশ্বব্যাপী বক্স অফিস আয়ে ঐতিহাসিক রেকর্ড গড়লেন। তার অভিনীত নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ সিনেমার ব্যাপক সাফল্যের পর অভিনেত্রীর মোট আয় গিয়ে ঠেকেছে ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে, যা তাকে বিশ্বের সর্বোচ্চ আয়কারী প্রধান অভিনেতায় পরিণত করেছে। চমৎকার এই তথ্য প্রকাশ করেছে চলচ্চিত্র বিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য র‌্যাপ।

জীবনের ৪০ তম বসন্তে পা রাখা এই অভিনেত্রীর আয়ের বৃহৎ ভাগই এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে, বিশেষ করে ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের চারটি ছবি ও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’–এ ব্ল্যাক উইডো চরিত্রে তার উপস্থিতি থেকে। আলোচিত এই সিনেমাগুলো থেকেই এসেছে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি অর্থ।

সম্প্রতি নতুন জুরাসিক ফ্র্যাঞ্চাইজির ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ সিনেমায় স্কারলেটকে দেখা গেছে জোরা বেনেট চরিত্রে, এক সাবেক সামরিক কর্মকর্তা, যাকে পাঠানো হয় ডাইনোসরে ভরা এক দ্বীপে বিপজ্জনক অভিযানে। ছবিটি মুক্তির ছয় দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে ৩১৮ মিলিয়ন ডলার, যা চলতি বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এদিকে বক্স অফিস বিশ্লেষণ সাইট দ্য নাম্বার্সের তথ্য অনুযায়ী, প্রধান চরিত্রে ভূমিকা রাখার ক্ষেত্রে স্কারলেট অভিনীত ছবিগুলোর মোট আয় এখন ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। এর মধ্যে রয়েছে তার মার্ভেল যাত্রার শুরু ‘আয়রন ম্যান ২’, পাশাপাশি অ্যানিমেটেড মিউজিক্যাল ‘সিং’-এর দুই কিস্তিতে ‘রকস্টার পোর্কুপাইন’ অ্যাশ চরিত্রে কণ্ঠ অভিনয়।

এমনকি তালিকা অনুযায়ী স্কারলেট এখন এগিয়ে আছেন স্যামুয়েল এল জ্যাকসন ও রবার্ট ডাউনি জুনিয়রের মতো মার্ভেল তারকাদের চেয়েও। এছাড়া তালিকার শীর্ষ পাঁচে আছেন আরও টম হ্যাঙ্কস ও ক্রিস প্র্যাট। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, স্কারলেটের এই সাফল্য এসেছে মাত্র ৩৬টি প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে, যেখানে স্যামুয়েল অভিনয় করেছেন ৭১টি ও ডাউনি জুনিয়র ৪৫টি ছবিতে।


হৃতিক-এনটিআরের ‘ওয়ার টু’ এক ঝটকায় গড়ল বিশ্বরেকর্ড

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

হৃতিক রোশনের ব্লকবাস্টার ‘ওয়ার’–এর ছয় বছর পর আসছে তার বহু প্রতীক্ষিত সিক্যুয়েল ‘ওয়ার টু’। এবার হৃতিকের সঙ্গে রয়েছেন দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর। আর মুক্তির আগেই ছবিটি গড়েছে এক নতুন বিশ্বরেকর্ড—ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে মুক্তি পাওয়ার নজির!

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওয়ার টু’। ছবিটি বিশ্বব্যাপী ৭,৫০০টিরও বেশি স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে, যা এর আগে কোনো ভারতীয় সিনেমার ক্ষেত্রে দেখা যায়নি। এর মাধ্যমে ছবিটি মুক্তির আগেই জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়।

২০০ কোটি টাকা বাজেটের এই হাই-অকটেন অ্যাকশন থ্রিলার প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। অয়ন মুখার্জির পরিচালনায় নির্মিত ‘ওয়ার টু’ নিয়ে দর্শকমহলে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।

২০২৫ সালেও হৃতিক রোশন কম কাজ করলেও তার প্রতিটি প্রজেক্ট নিয়ে দর্শকদের আগ্রহ থাকে আকাশচুম্বী। অপরদিকে, ‘ওয়ার টু’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরের, যেটি সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ ভারতে আয় করেছিল প্রায় ৩০০ কোটি টাকা, আর আন্তর্জাতিকভাবে ১৭৫ কোটি টাকা—সর্বমোট ৪৭৫ কোটি। সেই ছবির উত্তরসূরি হিসেবে ‘ওয়ার টু’ যে আরও বড় কিছু নিয়ে আসছে, তা এখনই স্পষ্ট।

এই রেকর্ড এবং বিশাল স্কেল দেখে বোঝা যাচ্ছে, অগাস্টে মুক্তি পেতে যাওয়া এই সিনেমা হতে যাচ্ছে ২০২৫ সালের অন্যতম ব্লকবাস্টার হিট।


মুক্তির পর থেকেই বক্স অফিসে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের’ দাপট

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ইউএনবি

হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ মুক্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু। এবার এসেছে নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’।

এ গল্পের পটভূমিতে ডাইনোসর ক্লান্তি থাকলেও দর্শকদের ক্ষেত্রে বিষয়টি একদমই প্রযোজ্য হয়নি। বরং বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ দাপট দেখিয়েছে ছবিটি। রবিবার (৬ জুলাই) স্টুডিও থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত ৩১৮ দশমিক ৩ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি। এটি মুক্তি পেয়েছিল গত বুধবার।

জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এটি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিরিজের চতুর্থ সিনেমা এবং ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত মাইকেল ক্রাইটনের উপন্যাস অবলম্বনে প্রথম ‘জুরাসিক পার্ক’ মুক্তির পর থেকে সিরিজের মোট সপ্তম সিনেমা এটি।

আন্তর্জাতিক বাজারে চীনসহ ৮২টি দেশে ছবিটি মুক্তি পেয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে প্রথম পাঁচ দিনে আয় ১৭১ মিলিয়ন ডলার। শুধু চীনেই আয় হয়েছে ৪১ দশমিক ৫ মিলিয়ন ডলার। সেখানে ছবিটি ৬৫ হাজার পর্দায় চলেছে, যার ৭৬০টি ছিল আইম্যাক্স স্ক্রিন। এটিই চলতি বছরে চীনে সবচেয়ে বড় ‘মোশন পিকচার অ্যাসোসিয়েশন’ (এমপিএ) মুক্তির রেকর্ড গড়েছে।

এদিকে, উত্তর আমেরিকার ৪ হাজার ৩০৮টি প্রেক্ষাগৃহে পাঁচ দিনে ছবিটির আয় ১৪৭ দশমিক ৩ মিলিয়ন ডলার। এর মধ্যে তিন দিনের ‘সাপ্তাহিক ছুটি’ (শুক্রবারের স্বাধীনতা দিবসের ছুটি, শনিবার ও রবিবারের সম্ভাব্য বিক্রির হিসাব) মিলিয়ে আয় ৯১ দশমিক ৫ মিলিয়ন ডলার।

১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ইউনিভার্সেল পিকচার্সের এই ছবি এরই মধ্যে দর্শকদের বিশেষ আগ্রহ তৈরি করেছে। ছবির প্রধান চরিত্রে আছেন স্কারলেট জোহানসন। তার সঙ্গে আরও আছেন মাহেরশালা আলী ও জোনাথন বেইলি।

জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থে মূল চরিত্রদের যুক্ত করা হয়েছে। সঙ্গে ফিরেছেন জুরাসিক পার্কের চিত্রনাট্যকার ডেভিড কোয়েপ, যিনি গল্প এগিয়ে নিয়েছেন ডাইনোসরের ডিএনএ নিয়ে এক ভয়ংকর শিকার অভিযানের দিকে—যেখানে এবার ডাইনোসর বানানো নয়, বরং হৃদরোগের চিকিৎসার জন্য ডিএনএ সংগ্রহই মূল লক্ষ্য।

ইউনিভার্সালের ঘরোয়া পরিবেশনা প্রধান জিম ওর বলেন, ‘এটা সত্যিই দারুণ সাফল্য। গ্রীষ্মকালে দর্শক ঠিক এমনই কিছু চায়—বড়, মজার আর অসাধারণভাবে নির্মিত অ্যাডভেঞ্চার।’

ছবিটি সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। রটেন টমেটোজে ছবির স্কোর ৫১ শতাংশ, আর প্রথম সপ্তাহের দর্শকদের কাছ থেকে পেয়েছে ‘বি’ গ্রেডের সিনেমাস্কোর।

তবে স্টুডিও বলছে, বয়স ৮ থেকে ৮০—সব বয়সী দর্শক ছবিটি দেখতে এসেছেন। সমালোচনাসত্ত্বেও প্রত্যাশার চেয়ে প্রতিটি ক্ষেত্রেই আয় বেশি হয়েছে।


‘দুইটা বিয়ে করেছি, তিন নম্বর বিয়ের প্রস্তুতি’, গুজব নিয়ে তিশা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিনোদন প্রতিবেদক

সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা অভিনয়ের বাইরেও নানা কারণে আলোচনায় থাকেন। বিনোদন অঙ্গনের তারকাদের সঙ্গেও তার প্রেমের সম্পর্কের কারণে একাধিক খবরের শিরোনাম হন তিনি। এর বাইরে গোপনে বিয়ে করেছেন—এমন খবরও শুনেছেন তিশা। তা–ও আবার একটি নয়, দুটি। এমনকি তার একটি সন্তানও রয়েছে। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে বিয়ে ও সন্তান প্রসঙ্গে কথা বললেন তানজিন তিশা।

মাসখানেক আগে অবকাশযাপনে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘোরাঘুরির সেই চিত্রও দেখা গেছে। এরই ফাঁকে একটি আড্ডার অনুষ্ঠানের অতিথি হন তিনি। বছরখানেকের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকা চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় সেই অনুষ্ঠানে বিয়ে ও সন্তান প্রসঙ্গে কথা বলেন তিনি। উপস্থাপকের প্রশ্ন ছিল এমন একটি গুজব যা তুমি শুনেছ, উত্তরে তানজিন তিশা বললেন, ‘আমার নাকি দুটি বিয়ে হয়েছে। তিন নম্বর বিয়ের প্রস্তুতি চলছে। আমার একটা বাচ্চা আছে, যা দাদির কাছে আছে। ইনশা আল্লাহ আমি বিয়ে করব। তবে এমনটা শুনে আমি ও আমার পরিবারের সবাই হেসেছি।’

তবে আরেক প্রশ্নের জবাবে তানজিন তিশা জানালেন, তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের জন্য তার পাঁচ বছর সময় লাগবে। পাঁছ বছর পর নিজেকে কোথায় দেখতে চান—এই প্রশ্নে তিশা বলেন, ‘ডেফিনিটলি আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হব। আমি জানি, সহজে কোনো নারী শিল্পী এই ধরনের কথা বলে না। আমি বলি কারণ, মানুষের পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনও থাকে। এটাকে আমরা এড়িয়ে চলতে পারব না। আজ অথবা আগামীকাল আমাকে বিয়ে করতে হবে। সবাই তো করছে। সবারই একটা ভবিষ্যৎ আছে। সেই জায়গা থেকে যদি আমার ভবিষ্যতের কথা ভাবি, তাইলে বিয়ের ব্যাপারটাই মাথায় আসে।’

এদিকে ঘোরাঘুরি শেষে দেশে ফিরেছেন তানজিন তিশা। শুরু করেছেন নতুন কাজও। এরই মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করেছেন ভিকি জাহেদ পরিচালিত সেই নাটকের। ‘খোয়াবনামা’ নামের সেই নাটকে তিশার সহশিল্পী তৌসিফ মাহবুব।


banner close