শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
১৪ অগ্রহায়ণ ১৪৩২

এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘রাজকুমার’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪ ১২:২১

এবার ঈদে ১১টি সিনেমা মুক্তি পেলেও ১২৭টি সিনেমা হল নিয়ে একাই রাজত্ব করছে চিত্রতারকা শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি। আর এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। যেটা পরিচালনা করেছেন হিমেল আশরাফ। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমাটি এবার দেশের গণ্ডি পেরিয়ে প্রদর্শিত হতে যাচ্ছে মার্কিন মুলুকে। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডার প্রেক্ষাগৃহেও উঠছে রোমান্টিক-ড্রামা জনরার এই ছবিটি। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর কর্ণধার সজীব সপ্তক। তিনি জানান, আগামীকাল ১৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার ৭৫টি থিয়েটারে দেখা যাবে ছবিটি। হলের তালিকাও প্রকাশ করেছেন এই পরিবেশক। তবে তার তথ্য মতে, কিছু উল্লেখযোগ্য শহরে ছবিটি মুক্তি পেতে এক সপ্তাহ বিলম্ব হবে। যেমন লস অ্যাঞ্জেলেস, বে এরিয়া ও কানেক্টিকাট। এসব অঞ্চলে ‘সিনেমার্ক’ থিয়েটারের মাধ্যমে ছবিটি মুক্তি দেবেন তারা। সে জন্য ওই প্রতিষ্ঠানের প্রক্রিয়া অনুসারে আগামী ২৬ এপ্রিল এসব শহরে ঢুকবে ‘রাজকুমার’।

এই ছবির গল্পের মূল অংশ যুক্তরাষ্ট্র ঘিরে। গল্পের সেই দেশেই মুক্তি পাচ্ছে ‘রাজকুমার’। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে শাকিব খান বলেন, ‘ঈদুল ফিতরে মুক্তির পর সারা দেশের মানুষের ভালোবাসায় ধন্য হয়ে আগামী ১৯ এপ্রিল থেকে সুদূর আমেরিকা ও কানাডায় ‘রাজকুমার’ মুক্তি পাচ্ছে। দেশের পর এবার প্রবাসী বাংলাভাষীদের মন জয় করবে ‘রাজকুমার’, ভালোবাসা ছড়িয়ে পড়বে পৃথিবীজুড়ে।

অবশ্য স্বদেশে নিজের প্রথম সিনেমা মুক্তির বিষয়ে কোনো বার্তা দেননি কোর্টনি কফি। বরং তার সোশ্যাল হ্যান্ডেলে পাওয়া গেল এক প্রতিবাদী পোস্ট! দর্শক-সমালোচক অনেকে অভিযোগের সুরে বলছেন, ‘রাজকুমার’-এ কোর্টনির অভিনয় সাবলীল হয়নি; বরং তাকে রোবটের মতো লেগেছে! এ বিষয়েরই জবাব দিয়েছেন নায়িকা। চিত্রনাট্যের একটি অংশ শেয়ার করেছেন তিনি। যেখানে নায়িকার ভাবলেশহীন থাকার কথা উল্লেখ আছে।

এর আগে গত বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া একই টিমের ‘প্রিয়তমা’ আমেরিকায় মুক্তি দিয়েছিল ‘স্বপ্ন স্কেয়ারক্রো’। সেটি দারুণ সাড়া পেয়েছিল। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, নতুন ছবিটি সেই ধারা অব্যাহত রেখে আরও চমকপ্রদ কিছু করতে পারে। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া জানিয়েছে, ধাপে ধাপে বিশ্বের প্রায় ৪০টি দেশে ‘রাজকুমার’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। যেটার শুরুটা হলো ইউএস-কানাডা মিশনের মাধ্যমে। শিগগিরই আসছে আরব আমিরাতে মুক্তির বার্তা।

বিষয়:

শারীরিক প্রতারণা বিতর্কে মুখ খুললেন কাজল ও টুইঙ্কেল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

সঙ্গী যদি শারীরিকভাবে প্রতারণা করে তাতে আপত্তি নেই কিন্তু সঙ্গী যদি তৃতীয় ব্যক্তিকে মন দেয়, তা হলেই সমস্যা- এমন মন্তব্য করে সম্প্রতি তুমুল বিতর্কের মুখে পড়েছেন বলিউডের দুই নামী অভিনেত্রী টুইঙ্কেল খান্না ও কাজল। এক শোতে তাদের এই বক্তব্য নিয়ে অন্তর্জালে বিতর্কের ঝড় বয়ে যায়।

নতুন প্রজন্মের কাছে কী দৃষ্টান্ত তৈরি করছেন তারকারা? এমন প্রশ্ন তুলেছিলেন অনেকেই। অবশেষে সেই বিতর্কের জবাব দিলেন দুই অভিনেত্রী।

কাজল ও টুইঙ্কলের অনুষ্ঠানে সেদিন উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর। সেখানে একটি বিষয় উঠে আসে- মানসিক না কি শারীরিক, কোন প্রতারণা খারাপ? এই প্রসঙ্গে কাজল ও টুইঙ্কেল দুজনেই জানান, শারীরিক প্রতারণা কোন ব্যাপার নয়। ‘রাত গায়ি, বাত গায়ি’। কিন্তু মন যেন অন্য কারো কাছে না যায়।

ওই বক্তব্যে সম্মতি জানিয়েছিলেন করণ। কিন্তু আপত্তি জানিয়েছিলেন জাহ্নবী। তার মতে, যেকোনো প্রতারণাই খারাপ। এর জেরে কটাক্ষের শিকার হয়েছিলেন কাজল ও টুইঙ্কেল।

সম্প্রতি কাজল ও টুইঙ্কলের সেই শোয়ের নতুন পর্বে উপস্থিত ছিলেন ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ ও শেফালি বর্মা। আবার সেই বিশেষ রাউন্ড শুরু করার আগে কাজল ও টুইঙ্কেল জানান, এই রাউন্ডের জন্য অতীতে তারা সমস্যায় পড়েছিলেন। এই রাউন্ডে যা যা বলা হয়, তা মজার ছলেই বলা হয় বলে দাবি দুই অভিনেত্রীর।

এরপর টুইঙ্কেল বলেন, ‘অনুষ্ঠানে সতর্কীকরণ দেওয়া হয়েছে, যেটা আমাদের প্রথম পর্ব থেকেই দেওয়া উচিত ছিল। আমরা এই রাউন্ডে যা যা বলি, সেগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। দয়া করে আমাদের পরামর্শগুলো অনুসরণ করবেন না।’

সরাসরি সেই ‘প্রতারণা’ বিষয়ের কথা উল্লেখ না করলেও কাজল ও টুইঙ্কেলের ইঙ্গিত যে সেই ‘প্রতারণার’ দিকে, তা বুঝতে বাকি নেই কারও।


লোকসান ঠেকাতে পারলেন না দীপিকা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনয় অঙ্গনে বরাবরই সফল হলেও ব্যবসায় ঠিক উল্টোপিঠ দেখলেন এ অভিনেত্রী। দীপিকা তার প্রসাধনী ব্র্যান্ড ‘এইট্টিটু ডিগ্রি-ই’ নিয়ে স্বপ্নের জাল বুনেছিলেন। শুরুর দিকে লাভও এসেছিল কিছুটা। কিন্তু গত অর্থবছরের সব হিসাব উল্টে দিল। ব্র্যান্ডটি এক বছরে লোকসান গুনেছে প্রায় ১২.৩ কোটি রুপি। ভারতীয় গণমাধ্যমের খবর, দীপিকার ব্র্যান্ডের আয় কমেছে হু হু করে। আগের বছরের ২১.২ কোটি রুপির জায়গায় এবার আয় নেমে এসেছে ১৪.৭ কোটিতে। খরচ কমানো, মার্কেটিং বাড়ানো—সব চেষ্টা করেও লাভের মুখ দেখা যায়নি। তবে পরের বছর ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে ব্র্যান্ড কর্তৃপক্ষ।

তবে দীপিকার সহঅভিনেত্রী ক্যাটরিনা কাইফ ব্যবসায় পুরো উল্টো অভিজ্ঞতা পাচ্ছেন। তার ‘কে-বিউটি’ ব্র্যান্ড ২০১৯ সালে শুরু হলেও এখন দারুণ লাভের মুখ দেখছে। গত অর্থবছরে ক্যাটরিনার ব্র্যান্ডের লাভ বেড়েছে ৪৫ শতাংশ! এছাড়া মাত্র দুই বছরের নবীন ব্র্যান্ড নিয়েও বাজিমাত করেছেন কৃতি স্যানন। তার ‘হাইফেন’ ইতোমধ্যেই আয় করেছে ৪০০ কোটি রুপি।

চুল পরিচর্যার ব্র্যান্ড ‘অ্যানোম্যালি’র মালিক প্রিয়াঙ্কা চোপড়া। ২০১১ সালে এই ব্র্যান্ড শুরু করেছিলেন তিনি। ২০২৩ সালে এই ব্র্যান্ডের মাধ্যমে বিশেষ নজির গড়েছিলেন অভিনেত্রী। ২০২৪ সালে লেডি গাগার ব্র্যান্ডকেও ছাপিয়ে গিয়েছিল ‘অ্যানোম্যালি’।

বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন আনুশকা শর্মা। কিন্তু তার পোশাকের ব্র্যান্ড ‘নুশ’ নিয়ে ব্যস্ত তিনিও। প্রসঙ্গত, মা হওয়ার পর কাজে ফেরা নিয়ে দীপিকাকে ঘিরে নানা বিতর্ক দানা বেঁধেছে। তিনি ৮ ঘণ্টা শিফটের দাবি তোলায় অনেক ভালো ভালো ছবি থেকে তাকে বাদ পড়তে হয়েছে। তিনি নিজেও সরে এসেছেন বেশ কিছু ছবি থেকে।


বাবা হলেন নিলয়

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর। শুক্রবার রাতে নিলয় ও তাসনুভা তাবাসসুম দম্পতির কন্যাসন্তানের জন্ম হয়। কন্যার নাম রাখা হয়েছে রুশদা মাইমানাহ। কন্যা ও মা দুজনই সুস্থ আছেন। কন্যাকে কোলে নিয়ে তোলা একটি ছবি গতকাল রাতে ফেসবুকে পোস্ট করেন নিলয়। ফেসবুক পোস্টে সবার কাছে দোয়া চেয়েছেন নিলয়। আরেক ফেসবুক পোস্টে তাসনুভা তাবাসসুম জানান, পবিত্র কোরআনের সুরা কাহাফ ও সুরা ওয়াকিয়া থেকে নামটি নিয়েছেন তারা। ‘রুশদা’ অর্থ হেদায়াতপ্রাপ্ত বা জ্ঞানী, মাইমানাহ অর্থ সঠিক পথের মানুষ। ২০২১ সালের ৭ জুলাই বিয়ে করেন নিলয় ও তাবাসসুম। দুজনের ফেসবুকে পরিচয়, এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা। এই সময়ে টিভি নাটকের শীর্ষ অভিনেতাদের একজন নিলয়। তাসনুভা তাবাসসুম সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত, বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় দেখা যায় তাকে।


নতুন কুঁড়ির সেরা দশে দ্বিতীয় স্থানে স্বাধিকা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বাংলাদেশ টেলিভিশন আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক জাতীয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ নৃত্য বিভাগের সাধারণ নৃত্য শাখায় দ্বিতীয় স্থান অর্জন করেছে নাজিফা হোসেন স্বাধিকা।

প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় সেরা ৫ প্রতিযোগীর মধ্যে। স্বাধিকা ঢাকা বিভাগীয় বাছাইয়ে সেরা হয়। এরপর সেরা দশ বাছাইয়ে দ্বিতীয় স্থান লাভ করে। সেরা দশ প্রতিযোগিতায় প্রথম হয়ে সেরা ৫-এ স্থান করে নেয় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা হোসেন স্বাধিকা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় সারাদেশের হাজারো শিশু অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব।

২০ বছর বন্ধ থাকার পর আবারও চালু হওয়া বিটিভির জনপ্রিয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’। দেশের শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে সেই সুযোগ তৈরি করেছে বলে মনে করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম। তার প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্বাধিকার এই বড় অর্জনে শিশু একাডেমি গর্বিত। তার আগামীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া প্রার্থনা করেছেন তিনি।

স্বাধিকার সাফল্যে বাংলাদেশ শিশু একাডেমি এবং উদয়ন স্কুল ও কলেজ পরিবার উভয়ই আনন্দিত ও গর্বিত। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘প্রতিযোগিতা নিজেকে আবিষ্কারের এক সুযোগ। বিটিভির জনপ্রিয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’ দেশের শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে সেই সুযোগ তৈরি করেছে। নাজিফার অর্জন আমাদের জন্য অনুপ্রেরণা। তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই আমাদের প্রত্যাশা।’

নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে স্বাধিকা নিজেকে শিশু-কিশোর নৃত্য প্রতিভাদের মধ্যে বিশেষভাবে আলাদা করে তুলেছে। তার এই অর্জন দেশের সাংস্কৃতিক অঙ্গনে শিশু প্রতিভা বিকাশে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।


নতুন রূপে মোশাররফ করিম

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো কমেডিয়ান চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবার তিনি স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে হাজির হবেন।

ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল ফিল্ম ‘ডিমলাইট’–এ এমন এক নতুন রূপে দেখা যাবে তাকে। গত ২০ নভেম্বর চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিল, ‘মোশাররফ করিম চরকিতে ফিরছেন আরও একটি নতুন রূপে! কিন্তু কী নিয়ে?’

দর্শকদের আগ্রহ পূরণ করতে ২৩ নভেম্বর আরেকটি পোস্টে জানানো হয়, ‘লাইফটাই একটা জোক, আর সবচেয়ে বড় জোক মিডলাইফ ক্রাইসিস।’ এই দুটি পোস্ট থেকে ডিমলাইট ফিল্মটি নিয়ে ধারণা করা যায়।

এই চলচ্চিত্রে কমেডিকে আশ্রয় করে একজন পুরুষ চরিত্রের মিডলাইফ ক্রাইসিসের মতো সমস্যা দেখানোর চেষ্টা আছে বলে জানান নির্মাতা শরাফ আহমেদ জীবন।

তিনি বলেন, ‘প্রচুর আলো এবং ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা যায় না। কিছু দেখতে চাইলে পরিমিত আলো প্রয়োজন। আমাদের জীবনে নানা সমস্যা আছে, সেগুলোর কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। সেই না দেখতে পাওয়া সমস্যাগুলো সহজভাবে দর্শকদের দেখাতে প্রয়োজন ডিমলাইট। আশা করছি ফিল্মটি দেখলে দর্শকরা ডিমলাইটের গুরুত্ব বুঝতে পারবেন।’

২৫ নভেম্বর প্রকাশিত অফিশিয়াল পোস্টারে নিশ্চিত করা হয়, এটি মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ষষ্ঠ চলচ্চিত্র। পোস্টারের ক্যাপশনে লেখা ছিল, ‘মিডলাইফ ক্রাইসিস, থুক্কু ডিমলাইট ক্রাইসিস!’ যেখানে নির্মাতারা মিডলাইফ ক্রাইসিসকে প্রতীকের মাধ্যমে ‘ডিমলাইট ক্রাইসিস’ হিসেবে ব্যাখ্যা করেন।

সম্পর্কের নানা দিকের গল্প বলার প্রয়াসে মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের যাত্রা। এর পঞ্চম সিনেমা মুক্তির এক বছর পর মুক্তি পেতে যাচ্ছে ষষ্ঠ সিনেমা ‘ডিমলাইট’। আগের রেশ নিয়ে স্বাভাবিকভাবে ডিমলাইটেও সম্পর্কের গল্প বলা হয়েছে।

নির্মাতা জানান, মিডলাইফ ক্রাইসিসটাকেই প্রতিকীরূপে ‘ডিমলাইট ক্রাইসিস’ হিসেবে বলার চেষ্টা করেছেন তারা। আর এই ক্রাইসিসে ভোগা মানুষটি হলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান মোশাররফ করিম।

সিনেমাটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। সহ-প্রযোজনায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ছবিয়াল’। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নাহিদ হাসনাত। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরিচালক শরাফ আহমেদ নিজেই। মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন ও পারসা ইভানা।


পপিকে আইনি নোটিশ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

মামলা, আইনি জটিলতা যেন পিছু ছাড়ছে না শোবিজ অঙ্গনের তারকাদের। তানজিন তিশা, মেহজাবিনের পর এবার সেই দলে যোগ হলো অভিনেত্রী পপির নাম। মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার চাচাতো বোনজামাই মো. তারেক আহমেদ চৌধুরী।

গত বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডলের মাধ্যমে খুলনা ও ঢাকার ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে নোটিশ পাঠানো হয়।

তারেক আহমেদ বলেন, ‘সাদিকা পারভীন পপি আমার স্ত্রী সম্পর্কের আত্মীয়। তিনি বিভিন্ন সময় আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেন, যা অত্যন্ত দুঃখজনক। তার যদি কোন অভিযোগ থাকে, তাহলে পারিবারিকভাবে কথা বলতে পারেন কিংবা আইনিভাবে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু তিনি সেটা না করে বিভিন্ন মাধ্যমে আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছেন। সেজন্য আইনিভাবে তাকে এই বিষয়গুলো আমি জানিয়েছি।’

তারেক আহমেদ চৌধুরী বলেন, ‘এর আগেও তিনি (পপি) আমাকে দোষারোপ করে মিথ্যা তথ্য ছড়িয়েছিল। ফলে আমি তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছি।’

পপিকে পাঠানো আইনি নোটিশে বলা হয়, ‘একটি সম্পত্তি নিয়ে তাদের পারিবারিক বিরোধ রয়েছে। ওই সম্পত্তিটি সাদিকা পারভীন পপির প্রয়াত চাচার মালিকানাধীন ছিল, যা একটি বৈধ হেবা দলিলের মাধ্যমে তারেক আহমেদ চৌধুরীর স্ত্রী এবং তার মাকে উপহার হিসেবে প্রদান করা হয় এবং তারা আইনগতভাবে উক্ত সম্পত্তির মালিক হন। আমার মক্কেল উক্ত সম্পত্তির কোনো আইনগত উত্তরাধিকারী নন এবং উক্ত সম্পত্তির ওপর তার কোনো দখল, মালিকানা বা আইনি স্বার্থ নেই; সম্পত্তিটির হস্তান্তর ও বণ্টন সম্পূর্ণরূপে উক্ত হেবা দলিল ও প্রযোজ্য উত্তরাধিকার আইনের অধীন পরিচালিত হয়। আমার মক্কেলের সঙ্গে উক্ত সম্পত্তিগত বিরোধের কোনো আইনগত বা বাস্তবিক সম্পর্ক না থাকা সত্ত্বেও, নোটিশ গ্রহীতা গত ২১ নভেম্বর প্রচারিত সময় টিভির অনুষ্ঠানে আমার মক্কেলের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর অভিযোগ করেছেন এবং তা প্রকাশ করেছেন।’

আইনজীবী ইলিয়াছ আলী বলেন, ‘সময় টিভিতে পপি বলেছেন, আমার মক্কেল তাকে তার নিজ এলাকায় চলাফেরায় বাধা দিচ্ছেন এবং তাকে উক্ত সম্পত্তিতে তার অংশ থেকে বঞ্চিত করার উদ্দেশে এমনটি করছেন।’

পপির ধারাবাহিক, বিদ্বেষমূলক ও ভিত্তিহীন জনসমক্ষে প্রদত্ত অভিযোগসমূহ তারেক আহমেদ চৌধুরীর পেশাগত অবস্থান ও নৈতিক সুনামকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলছে এবং ক্ষতিগ্রস্ত করছে বলে নোটিশো অভিযোগ করা হয়।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, নোটিশ দেওয়ার ৭ দিনের মধ্যে নির্দেশনা পালন না করলে পপির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা ও মানহানি মামলাসহ সব আইনানুগ প্রতিকার নেওয়া হবে।


কবে বিয়ে করছেন দেব-রুক্মিণী, ব্যাচেলর জীবন নিয়ে মুখ খুললেন দেব

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বহু বছর ধরে সম্পর্কে রয়েছেন টলিউড সুপারস্টার দেব ও নায়িকা রুক্মিণী মৈত্র, তাদের সম্পর্ক নিয়ে চলেছে বহু চর্চা। তাদের প্রেমের গল্প, একসঙ্গে একাধিক চলচ্চিত্রে কাজ করা, এমনকি দুই পরিবারের অনুষ্ঠানেও তাদের নিয়মিত উপস্থিতি সবকিছুই বারবার ইঙ্গিত দেয় তাদের গভীর সম্পর্কের।

কিন্তু কবে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন? এই প্রশ্নটিই যেন তাদের পিছু ছাড়ে না। এই তারকা জুটিকে যেখানেই দেখা যায়, সেখানেই ভক্ত ও সংবাদমাধ্যম থেকে এই প্রশ্ন ঘুরেফিরে আসে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এক অনুরাগীর কাছ থেকে আবারও একই প্রশ্নের মুখোমুখি হন রুক্মিণী মৈত্র।

বিয়ে সংক্রান্ত প্রশ্ন শুনে নায়িকা বেশ মজার ছলেই জবাব দেন। তিনি বলেন, যেদিন আমাদের সবাই এই প্রশ্ন করা বন্ধ করে দেবে, সেদিন আমরা হঠাৎ করেই সকলকে চমকে দেব। সবাই তখন খুবই আশ্চর্য হয়ে যাবে।’

অন্যদিকে, এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কী টলিউডের সালমান খান? অর্থাৎ ভাইজানের মতো তিনিও কী আজীবন ব্যাচেলর জীবন কাটানোর পরিকল্পনা করছেন?

উত্তরে দেব বলেন, ‘আমি কোন খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি, বেশ ভালোই আছি। তবে এর মানে এই নয় যে আমি আজীবন সিঙ্গল ব্যাচেলর লাইফ লিড করব। বিয়ে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। তবে আমি যে বিয়ে করতে চাই না, এমনটা নয়। অবশ্যই করব। বর্তমানে এ নিয়ে একটি গোপন পরিকল্পনা চলছে, সবাই সেই বিষয়ে জানতে পারবে।’


রণবীর সিং-ই নতুন ডন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বেশ কয়েক মাস ধরে ‘ডন ৩’ নির্মাণ নিয়ে আলোচনা চলছিল। সিনেমাটির পরিচালক ফারহান আখতার অবশেষে নতুন করে মুখে খুলেছেন। তিনি জানান, নতুন ডনে মূল চরিত্রে দেখা যাবে রণবীর সিংকেই। আগামী বছরে ছবির শুটিং শুরু হবে।

সিনেমাটির পরিচালক ফারহান আখতার ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আগামী বছর সিনেমাটির শুটিং শুরু করব। এটাই সম্ভবত সবচেয়ে বড় আপডেট যা আমি আপনাদের দিতে পারি।

পরিচালকের এমন তথ্যের পর বহুল প্রতীক্ষিত ছবিটি আবার ট্র্যাকে ফিরে এসেছে এবং জনপ্রিয় ডন ফ্র্যাঞ্চাইজির প্রতি দর্শকদের আগ্রহের সৃষ্টি হয়েছে।

ফারহান আখতার তার নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘১২০ বাহাদুর’-এর প্রচারের ব্যস্ত সময় পার করছে। এই যুদ্ধভিত্তিক চলচ্চিত্রটি ২১ নভেম্বর মুক্তি পেয়েছে। ভারত-চীন যুদ্ধ ১৯৬২ ও মেজর শাইতান সিং ভাটির বাস্তব কাহিনীভিত্তিক সিনেমা এটি। সিনেমাটি ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

‘ডন ৩’ নিয়ে দীর্ঘ সময় ধরে গুঞ্জন চলছিল যে সিনেমাটি সম্ভবত বাতিল হয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অংশের ঘোষণা ২০২৩ সালের আগস্টে আসে। এরপর থেকেই বিষয়টি আলোচনায় ছিল। ফারহানের নিশ্চিতকরণ প্রমাণ করে যে প্রজেক্টটি আসছে।

নতুন অংশটি ফ্র্যাঞ্চাইজির জন্য একটি নতুন অধ্যায় সূচিত করবে। রণবীর সিং ডনের চরিত্রে অভিনয় করবেন। পূর্বে শাহরুখ খান ২০০৬ সালের ‘ডন’ ও ২০১১ সালের ‘ডন ২’-এ করেছেন। শাহরুখের অভিনয় এখনও ভক্তদের কাছে জনপ্রিয়। তারও আগে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে অমিতাভ বচ্চন অভিনয় করেছেন। তাই রণবীরের অভিনয় কতোটা জমজমাট হবে সে নিয়ে আলোচনা চলছে।

অমিতাভ বচ্চন, শাহরুখ খান হয়ে শেষে ডন এসে পড়ল রণবীরের কাঁধে। মুনিয়া ও আলফার পর এবার ডন ফ্র্যাঞ্চাইজিতে রণবীরের বিপরীতে অভিনয় করবেন শর্বরী।


নদীর নতুন ভাবনা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

কথা দিয়ে কথা না রাখার মতো ঘটনা আগে কখনও চোখে পড়েনি। এবার সত্যি কথার বরখেলাপ হয়ে গেল। ২২ নভেম্বর ‘তুমিহীনা’ গানটি প্রকাশ করার ঘোষণা দিয়ে কথা রাখতে পারলেন না শিল্পী মৌমিতা তাসরিন নদী। অবশ্য এ ক্ষেত্রে নদীকে দোষারোপ করা যাবে না, কারণ গান প্রকাশ না করার বিষয়টি সত্যি ভেবে দেখার মতো। কারণ শ্রোতাপ্রিয় এই শিল্পী চাননি ভূমিকম্প আতঙ্কের মাঝে নতুন কোন গান প্রকাশ করে দর্শক-শ্রোতার বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে।

এও সত্যি যে এ নিয়ে কিছু ভক্তের মন খারাপ হতেই পারে, বিশেষ করে যারা অনেকদিন থেকে প্রহর গুনছিলেন নদীর নতুন গানের। নদীর কথাও তো অযৌক্তিক নয়; যেখানে উঠে এসেছে বাস্তবতা নিয়ে কিছু প্রশ্ন। আপনারাই বলুন, যখন ভক্ত-অনুরাগারীকে আনন্দ দিতে, তাদের মুখে হাসি ফোটাতে বিশেষ কোন আয়োজন করছেন আর ঠিক সেই সময়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো, তাহলে কী করবেন? জানি, এই প্রশ্নের উত্তরে অনেকে বলবেন, তারা তাদের সমস্ত আয়োজন পিছিয়ে দেবেন। কারণ, ভয়াবহ কিংবা অস্বস্তিকর কোন পরিস্থিতিতে আর যাই হোক, কারও কোন প্রত্যাশা পূরণ করা যায় না। নদীও সেই কাজটিই করেছেন। পিছিয়ে দিয়েছেন তার নতুন একক গানের প্রকাশনা। এ নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্টও দিয়েছেন। লিখেছেন, ‘২১ নভেম্বর ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের কারণে অনেকের অনেক রকম ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ এখনও আতঙ্কিত, অনেকে মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে পারছেন না। আর এমনই একটা সময়ে অর্থাৎ ২২ নভেম্বর আমার নতুন গান ‘তুমিহীনা’ প্রকাশিত হবার কথা ছিল। এই পরিস্থিতিতে, এই মন-মানসিকতায় গান প্রকাশ আপাতত স্থগিত রাখা হলো। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সময়মতো গান প্রকাশের পরবর্তী তারিখ জানানো হবে। তার আগে এটাই চাওয়া, সবাই পরিবারের সঙ্গে থাকুন। যা যা সতর্কতা অবলম্বন করা উচিত, তা অবশ্যই করুন। বাকিটা সৃষ্টিকর্তার অনুগ্রহ।’

নদীর এই কথা থেকে তার মানবিক হৃদয়ের পরিচয় যেমন পাওয়া যায়, তেমনি পাওয়া যায় নামের সার্থকতা। নদী মানেই এঁকেবেঁকে চলা জলস্রোত। কেন সেই জলস্রোত এঁকেবেঁকে চলে? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো–চলে প্রাকৃতিক বাধাবিপত্তি, পানিপ্রবাহের শক্তি ও তার স্থিতিশীলতার কারণে। এতো গেল প্রকৃতির অঙ্গ, জলময় নদীর কথা। আমরা যে রক্ত-মাংসের নদীর কথা বলছি, সেই নদীও এঁকেবেঁকে পথ চলছে সংগীতপ্রেমীর তৃষ্ণা মেটানো আর মানবিক দাবি পূরণে। তাই নিরলস কাজ করে যাচ্ছেন ভক্ত-শ্রোতার প্রত্যাশা পূরণে। ভার্সেটাইল শিল্পী হিসেবে গানের ভুবনে পথচলা তার। এরপরও মেলোডি গানের সুবাদে সবচেয়ে বেশি দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছেন। সেই সব শ্রোতার কথা ভেবেই নতুন একটি মৌলিক গান তৈরি করেছেন; যার শিরোনাম ‘তুমিহীনা’। যৌথভাবে এর কথা লিখেছেন সৈয়দা হেমা, হাসিন ও শিল্পী নদী নিজে।

পাশাপাশি হাসিনের সঙ্গে যৌথভাবে গানের সুরও করেছেন এই শিল্পী। সংগীতায়োজন করেছেন হাসিন হাসনাত হৃদয়। নদীমাত্রিক প্রযোজিত এই গানের ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। এসব তথ্য এবং গানের পোস্টার প্রকাশের পর থেকে অনেকে এই গানের জন্য প্রহর গোনা শুরু করেছিলেন। সব এলেমেলো হয়ে গেল ‘ভূমিকম্প’ নামের প্রাকৃতিক দুর্যোগের কারণে।

এরপর আশার কথা এটাই যে, জনমনে স্বস্তি ফিরে এলেই গানটি প্রকাশ করবেন নদী। কিছু সময়ের জন্য হলেও তাদের ভাসিয়ে নেবেন সুরেলা স্রোতে। এর আগে নদী তার গাওয়া ‘যেও না একা করে’, ‘মন মানে না’, ‘মন আমার তোমার কথা কয়’, ‘জলছায়া’, ‘নিঃশ্বাস’, ‘মুগ্ধতা’, ‘দেশি গার্ল’, ‘শিশির ভেজা নদী’, ‘হতে পারে’, ‘হারানো যাবে না’, ‘আসবে না ফিরে’, ‘কথা দিলাম’, ‘দেবো মায়া’, ‘সুতো কাটা ঘুড়ি’ গানগুলোর মধ্যে দিয়ে শ্রোতার মনে অনুরণন তুলে যাচ্ছেন, ঠিক সেভাবেই নতুন আয়োজনের মধ্য দিয়ে সৃষ্টির আনন্দ ভাগ করে নিতে চান সংগীতপ্রেমীদের সঙ্গে। কারণ একটাই, সংগীত এখন তার ধ্যান-জ্ঞান হয়ে উঠেছে এবং এটিই হওয়ার কথা ছিল। কেননা মাত্র তিন বছর বসয়ে যার সংগীতে হাতেখড়ি; ছয় বছর বয়স থেকে শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়ার পাশাপাশি শুরু হয়েছিল রবীন্দ্রসংগীত চর্চা, তাকে তো সংগীতবলয়ে আটকে পড়তেই হতো। তাই নানা রকম গানের চর্চার পর আধুনিক গানের শিল্পী হয়ে ওঠেছেন শুধু শ্রোতার ভালো লাগা আর প্রত্যাশা পূরণের দাবি থেকে। তাই যত কিছুই করুন, নদীর জীবনজুড়ে সুরের স্রোতে বইতে থাকবে–এই অনুমান ভুল হওয়ার আশঙ্কা নেই।


প্রেক্ষাগৃহে নয়, ওটিটিতে আসছে শুভ-ঐশীর ‘নূর’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

৪ বছর আগে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীকে নিয়ে ‘নূর’ সিনেমার শুটিং শেষ করেছিলেন রায়হান রাফী। ২০২২ সালে তৎকালীন সেন্সর বোর্ডে জমা পড়ে সিনেমাটি। প্রথম দফায় ছাড়পত্র না পেলেও দ্বিতীয় দফায় মুক্তির ছাড়পত্র পেয়েছিল নূর। এরপর বেশ কয়েকবার সিনেমা মুক্তির খবর শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। তবে প্রেক্ষাগৃহে নয়, নূর মুক্তি পাচ্ছে ওটিটিতে।

নূর তৈরি হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে। পরে সিনেমাটি কিনে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান কোয়াইট অ্যান্ড সেট। এর পর থেকে মুক্তির নানা উপায় খোঁজা হয়। সিনেমার প্রধান দুই অভিনয়শিল্পী চেয়েছিলেন হলেই মুক্তি পাক নূর। কিন্তু সিনেমা-সংশ্লিষ্টরা একাধিকবার আলোচনা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন, ওটিটিতে মুক্তি দেওয়া হবে নূর। দেখা যাবে বায়োস্কোপ প্লাসে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করবে প্ল্যাটফর্মটি।

ইতোমধ্যে প্রচার পরিকল্পনা সাজানো হয়েছে। প্রচারণামূলক ফটোশুটেও অংশ নিয়েছেন শুভ ও ঐশী। সেই ফটোসেশনের দুটি ছবি পোস্ট করেছেন তারা। ক্যাপশনে শুভ লিখেছেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলব কতবার।’ অন্যদিকে ঐশী লেখেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’

আরিফিন শুভ ও ঐশী অভিনীত তৃতীয় সিনেমা নূর। এর আগে এই জুটিকে দেখা গেছে, ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ সিনেমায়। সেসময় তাদের প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে নায়ক-নায়িকা দুজনেই প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, তারা ভালো বন্ধু। এরপর থেমে যায় সেই গুঞ্জন।


ধানুশ-কৃতি জুটি, প্রথমদিনেই পৌঁনে ২ কোটির অগ্রিম টিকিট বিক্রি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

নির্মাতা আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশক মে’ ছবির জন্য অনেক দিনের অপেক্ষা। এ সিনেমা দিয়ে প্রথমবার জুটি হয়েছেন দক্ষিণী অভিনেতা ধানুশ ও বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। কাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। টিজার, ট্রেলার থেকে শুরু করে গান- সব নিয়েই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে দর্শকের।

অগ্রিম বুকিংয়ের হিসাব বলছে, ছবিটি কাল শুক্রবার ভাল ওপেনিং পেতে পারে। মুক্তির ৪ দিন আগে থেকে অগ্রিম টিকিট বুকিং চলছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, হিন্দি ও তামিল ভাষা মিলিয়ে প্রথম দিনের জন্য বিক্রি হয়েছে ২২ হাজার ২০৩টি টিকিট। প্রথম দিনের প্রি-সেলে আয় দাঁড়িয়েছে ৫৮ লাখ ৫৮ হাজার রুপি। ব্লক সিটসহ মোট অগ্রিম বিক্রি দাঁড়িয়েছে ১ কোটি ৮৭ লাখ রুপি অগ্রিম টিকিট বিক্রিতে শীর্ষে আছে মহারাষ্ট্র। ৮২৬ শোর বিপরীতে রাজ্যটিতে অগ্রিম আয় হয়েছে ১৪ লাখ রুপি। দ্বিতীয় স্থানে আছে দিল্লি, যেখানে ৬৮৬ শোর জন্য অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় ১০ লাখ ৮৭ হাজার রুপি।

ট্রেড বিশ্লেষক সুমিত কাদেল রিপাবলিককে বলেন, সিনেমাটির হিন্দি ভার্সন প্রথম দিনে ১২ থেকে ১৫ কোটি রুপি আয় করতে পারে। তামিল ভার্সনের আয় যুক্ত হলে তা ১৭ থেকে ২০ কোটি রুপিতে পৌঁছাতে পারে। আর দর্শকের ভাল সাড়া মিললে প্রথম সপ্তাহে ছবিটির আয় ৫০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।

বেনারসের পটভূমিতে নির্মিত ‘তেরে ইশক মে’ একটি রোমান্টিক সিনেমা। এটি প্রযোজনা করেছে টি-সিরিজ ও কালার ইয়েলো। গল্প লিখেছেন হিমাংশু শর্মা ও নীরজ যাদব। সূত্র: আউটলুক ইন্ডিয়া


স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, ১৪ বছরের সংসারের ইতি টানলেন সেলিনা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হগের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। শুধু বিচ্ছেদই নয়, স্বামীর বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন এই অভিনেত্রী।

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে এই বিচ্ছেদের ঘোষণা দেন সেলিনা। তিনি অভিযোগ করেন, তার স্বামী অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটার অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির। তিনি সবসময় সেলিনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন এবং নিয়মিত তাকে শারীরিক নিগ্রহের শিকার হতে হতো।

অভিযোগনামায় সেলিনা আরও জানান, তাদের তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় বাবার কাছে রয়েছে। পিটার তাকে সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছেন না, কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য করেছেন।

স্বামীর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ এনে অভিনেত্রী দাবি করেন, পিটার হগ পুরোপুরি তার ক্যারিয়ার এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ‘পঙ্গু’ করে দিয়েছেন। স্বামীকে ‘নার্সিসিস্টিক’ বা আত্মমুগ্ধ আখ্যা দিয়ে সেলিনা জানান, স্ত্রী ও তিন সন্তানের প্রতি পিটারের বিন্দুমাত্র সহানুভূতি নেই।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, সেলিনা জেটলির আবেদনের ভিত্তিতে ইতোমধ্যে মুম্বাই আদালত থেকে পিটার হগকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর।

উল্লেখ্য, প্রায় ১৪ বছর আগে হোটেল ব্যবসায়ী পিটারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেলিনা জেটলি। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে।


মারা গেলেন ‘হাই কিক’ খ্যাত অভিনেতা লি সুন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সুন-জায়ে মারা গেছেন গত মঙ্গলবার। মৃত্যুকালে ‘হাই কিক’ খ্যাত এই অভিনেতার বয়স হয়েছিল ৯১ বছর। অভিনেতার এজেন্সি গণমাধ্যমকে নিশ্চিত করেছে তার মৃত্যুর খবর।

১৯৩৪ সালে হোয়েরিয়ংয়ে (বর্তমানে উত্তর কোরিয়ার অংশ) জন্মগ্রহণ করেন লি। কোরীয় যুদ্ধের আগে তিনি সিউলে চলে আসেন।

তার অভিনয় জীবনের শুরুটা হয় সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র থাকাকালীন। ১৯৫৬ সালে ‘বিয়ন্ড দ্য হরাইজন’ নাটকের মাধ্যমে মঞ্চে তার অভিষেক ঘটে। এরপরের ৬ দশক ধরে তিনি বহু প্রজন্ম ধরে বিভিন্ন মাধ্যমে তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে লি সুন-জায়ে আনুমানিক ১৪০টি উল্লেখযোগ্য নাটকে অভিনয় করেন। ‘হাই কিক থ্রু দ্য রুফ’-এর মতো জনপ্রিয় সিটকমের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। পাশাপাশি, ‘দ্য কিংস ফেস’-এর মতো ঐতিহাসিক নাটকে তার শক্তিশালী অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

তার সাম্প্রতিক এবং বহুল প্রশংসিত কাজগুলোর মধ্যে একটি হলো ‘নাবিলেরা’, যেখানে তিনি দীর্ঘদিন ধরে পুষে রাখা স্বপ্ন পূরণের চেষ্টায় থাকা একজন বয়স্ক মানুষের চরিত্রে অভিনয় করেন। এছাড়াও, ‘ডিয়ার মাই ফ্রেন্ডস’, ‘সেজং’, ‘ফাদারস হাউজ’ এবং ‘দ্য গ্রেট কিং’ তার স্মরণীয় কাজের অন্তর্ভুক্ত।

লি সুন-জায়ে দক্ষিণ কোরিয়ার প্রথম প্রজন্মের টেলিভিশন অভিনেতাদের একজন হিসেবে ব্যাপকভাবে পরিচিতি। ১৯৬০-এর দশকে কোরীয় টিভির পরীক্ষামূলক যুগের সঙ্গে বর্তমানের বিশ্বজুড়ে জনপ্রিয় কে-ড্রামার মধ্যে তিনি একটি সফল সেতুবন্ধন তৈরি করেছেন।


banner close