রোববার, ৭ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২

আরেক পরিচয়ে তাহসান খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত : ১৩ মে, ২০২৪ ১৬:০৬

সংগীতশিল্পী তাহসান খান। দীর্ঘদিন ধরেই গানের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সুনামের সঙ্গে অভিনয় করে আসছেন। নতুন বছরে একের পর এক চমক দেখিয়ে নিজের আলোচনার পাল্লা আরও ভারী করে তুলেছেন। সম্প্রতি বেশ কয়েকটি কাজের সুবাদে খবরের শিরোনাম হচ্ছে এই গায়ক-অভিনেতা। সম্প্রতি একটি ওয়েব সিরিজে সাবেক স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে কাজ, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘রঙে রঙে রঙিন হব’ গানে কণ্ঠ দিয়ে ভাইরাল হওয়া, এক সময়ের জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকে পুরনায় গান গাওয়ার পাশাপাশি অচিরেই অস্ট্রেলিয়া সফর-সব মিলিয়ে দারুণ সময় উপভোগ করছেন এই তারকা।

এবার অন্য এক পরিচয়ে ভক্ত-অনুরাগীদের সামনে আসছেন তাহসান খান। বিশ্বের ৫০টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক জনপ্রিয় মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’ এবার সেটির বাংলাদেশি সংস্করণ আসছে। সেটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে! আর এই অনুষ্ঠানটি সঞ্চালনা করতে যাচ্ছেন দেশের তাহসান। টানটান উত্তেজনাপূর্ণ এই অনুষ্ঠানে দুটি পরিবারের সদস্যরা অংশ নেন এবং ১০০ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। প্রতিযোগীদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা এবং এর ভিত্তিতে তাদের পয়েন্ট বণ্টন করা হয়। প্রথম যে পরিবারটি ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়, তার সদস্যরা বোনাস রাউন্ড ‘ফাস্ট মানি’-তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান।

দেশে ‘ফ্যামিলি ফিউড’-এর আয়োজনকে আরও জমজমাট করে তুলতে সঞ্চালক হিসেবে তাহসানকে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে বঙ্গ। এ বিষয়ে তাহসানের ভাষ্য, বঙ্গর প্রযোজনায় বাংলাদেশে ফ্যামিলি ফিউডের মতো দুর্দান্ত একটি অনুষ্ঠানের প্রথম সিজনে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব, যেখানে সব দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন।

মূল আয়োজনের খ্যাতনামা সঞ্চালক স্টিভ হার্ভির হাস্যরসাত্মক পরিবেশনা ‘ফ্যামিলি ফিউড’-কে বিশ্বের দর্শকদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিজয়ীর মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মজার পাশাপাশি অনুষ্ঠানটি পারিবারিক সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা উদ্‌যাপনেরও উপলক্ষ তৈরি করে।

বাংলাদেশেও অনুষ্ঠানটি একইরকম উত্তেজনা আর বিনোদন উপহার দিতে যাচ্ছে, সেই সঙ্গে দেশি সংস্করণে আরও থাকছে আলাদা কিছু চমক। আগ্রহীরা শিগগির বঙ্গর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন জানাতে পারবেন।

‘ফ্যামিলি ফিউড’ আয়োজন প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গর চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের বলেন, আমরা এমন একটি আয়োজন নিয়ে আসছি যেখানে পরিবারের সদস্যরা সবাই মিলে উপভোগ করতে পারবেন। এটি নিঃসন্দেহে আমাদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ। বাংলাদেশে এখনো অনেক যৌথ পরিবার রয়েছে।

বিষয়:

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ঝরা পাতার চিঠি’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

আগামী ১০ জানুয়ারি ঢাকায় শুরু হতে যাচ্ছে ২৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবে প্রদর্শিত হবে গুণী অভিনেত্রী আরজুমান্দ আরা বকুল অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’, যা পরিচালনা করেছেন শায়লা রহমান। বকুল এতে একজন লেখকের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।

চলচ্চিত্রটি ভালোবাসা, অনুশোচনা ও আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের জীবনবোধ ও আত্মঅনুসন্ধানের গল্প উপস্থাপন করে। আরজুমান্দ আরা বকুল বলেন, ‘ঝরা পাতার চিঠি মানুষ ও জীবনের সম্পর্কের গল্প। আধুনিকতায় থাকা সত্ত্বেও মানুষ সত্যিকার অর্থে ভালোবাসা, বিবেক ও অনুশোচনার ভেতরেই নিজেকে খুঁজে পায়। আমরা দর্শকদের সঙ্গে মুখোমুখি হয়ে এই গল্প ভাগাভাগি করার অপেক্ষায় আছি।’


বাবা হারালেন গায়ক কাজী শুভ

আপডেটেড ৬ ডিসেম্বর, ২০২৫ ২৩:৫৬
বিনোদন ডেস্ক

জনপ্রিয় গায়ক কাজী শুভর বাবা কাজী শাহ আলম আর নেই। তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কাজী শুভ নিজেই।

শনিবার (৬ ডিসেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে শুভ লেখেন, ‌‘আব্বা আর নাই’। তার সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা এসে শিল্পীকে শোক ও সমবেদনা জানাচ্ছেন।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টায় বাংলাদেশের বরিশালের গৌরনদী উপজেলায় দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার বাবার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয় তাকে।

কাজী শুভর বাবা কাজী শাহ আলম বিজেএমসি কর্মকর্তা ছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বৈচিত্র্যময় ধাঁচের গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন কাজী শুভ। ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ কিংবা ‘মন পাঁজরে’ গান দিয়ে সহজেই নিজেকে চিনিয়েছিলেন কাজী শুভ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি শুরু থেকেই সুর করছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। অডিওতে তার গাওয়া ও সুরের অনেক গানই শ্রোতাপ্রিয় হয়েছে। ফোক গানে রয়েছে তার বিশেষ গ্রহণযোগ্যতা। পাশাপাশি বরিশালের আঞ্চলিক ভাষার গানেও তিনি নিজেকে আলাদাভাবে পরিচিত করেছেন।

সম্প্রতি প্রথমবারের মতো সিনেমার গানে তিনি কণ্ঠ দিয়েছেন। সোয়াইবুর রহমান রাসেলের পরিচালনায় ‘নন্দিনী’ সিনেমার জন্য তিনটি গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। একইসঙ্গে গানগুলোতে সুরও করেছেন তিনি।


রণবীরের দাপুটে প্রত্যাবর্তন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

চলতি বছর বলিউড রেকর্ড ব্যবসা সফল সিনেমাগুলো মধ্যে একটি ‘সাইয়ারা’। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল অহন পাণ্ডে-অনীত পাড্ডা অভিনীত সিনেমাটি। তবে বছর শেষে চমক দেখাল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। প্রথম দিনেই ব্যবসার নিরিখে ভেঙে দিল ‘সাইরারের’ রেকর্ড।

স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, প্রথম দিন ‘ধুরন্ধর’-এর আয় হয়েছে ২৭ কোটি রুপি। যেখানে ‘সাইয়ারা’ প্রথমদিন মোটে ২১ কোটি রুপি ব্যবসা করছিল।

রণবীরের সিনেমাগ্রাফ অনুযায়ী ‘পদ্মাবত’ আয় করেছিল। আর ‘সিম্বার’ খাতা খুলেছিল ২০.৭২ কোটি দিয়ে। পরে ৩৯০ কোটি রুপি ব্যবসা হাঁকিয়ে ক্ষান্ত হয় রণবীরের এই পুলিশি ড্রামা। তেইশ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকি অউর রানি’ ওপেনিং ইনিংসে আয় করেছিল ১১.১০ কোটি রুপি। এবার ‘ধুরন্ধর’ দিয়ে বক্স অফিসে দাপুটে প্রত্যাবর্তন অভিনেতার।

করোনাকাল থেকেই রণবীর সিংয়ের ফিল্মি কেরিয়ারে খানিক ভাঁটা পড়েছিল ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ কোনো ছবিই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। তেইশে ‘রকি অউর রানি’ ভালো আয় করলেও ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ কিংবা ‘অ্যানিম্যাল’-এর ব্যবসার ধারকাছেও ছিল না। চব্বিশ সালে রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’-এর ডাকসাইটে কাস্টিংয়ে রণবীর সিং থাকলেও, মুখ্য চরিত্রে থাকা অজয় দেবগণ, করিনা কাপুরই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন।

এদিকে স্বামীর সাফল্যে গর্বিত দীপিকা পাড়ুকোনের বলেন, ‘ধুরন্ধর’ দেখলাম। ৩ ঘণ্টা ৩৪ মিনিটের সিনেমার প্রতিটা মুহূর্ত মূল্যবান। রণবীর তোমার জন্য ভীষণ ভীষণ গর্বিত আমি। গোটা টিমকে শুভেচ্ছা রইল।’

‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন অর্জুন রামপাল, সৌম্য ট্যান্ডন, নবীন কৌশিক, মানব গোহিল, ডেনিশ প্যান্ডরসহ অনেকে।


‘মার্ডার-মিস্ট্রি’ সিনেমায় সজলের নায়িকা অপু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ঢালিউড কুইন খ্যাত চিত্র নায়িকা অপু বিশ্বাস নতুন একটি সিনেমায় যুক্ত হলেন। ‘দুর্বার’ নামের এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলকে। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং- এমনই খবর মিলল।

কামরুল হাসান ফুয়াদ পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন সজল ও অপু বিশ্বাস। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

এ প্রসঙ্গে নির্মাতা ফুয়াদ গণমাধ্যমে জানিয়েছেন, ‘দুর্বার’ একটি থ্রিলার ও মার্ডার-মিস্ট্রি ঘরানার সিনেমা। তবে এখনই গল্পের বিস্তারিত জানাতে নারাজ তিনি। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর থেকে একটানা শুটিং করে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করা হবে। জানা গেছে, পুরোদমে চলছে প্রস্তুতি শুটিং ফ্লোরে যাওয়ার আগে কোনো খামতি রাখতে চান না শিল্পীরা। তাই সজল ও অপু বিশ্বাসসহ অন্য কলাকুশলীরা বর্তমানে রিহার্সালে ব্যস্ত সময় পার করছেন। মূল শুটিং শুরুর আগে আগামী ১৪ ডিসেম্বর তাদের নিয়ে একটি আনুষ্ঠানিক ফটোশুট করা হবে বলে শোনা যাচ্ছে। এই সিনেমায় অপু ও সজল ছাড়াও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন। সবকিছু ঠিক থাকলে আগামী বছর কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অপু-সজল জুটির ‘দুর্বার’।

এদিকে ‘দুর্বার’ ছাড়াও অপু বিশ্বাসের হাতে রয়েছে আরও নতুন কাজ। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যেখানে তার নায়ক আদর আজাদ। ‘দুর্বার’-এর কাজ শেষ করেই তিনি ‘সিক্রেট’-এর শুটিংয়ে যোগ দেবেন বলে জানা গেছে।


১২টি সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন কুসুম

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

একসময় নিয়মিতই বড় পর্দা ও ছোট পর্দায় দেখা যেত কুসুম শিকদারকে। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ কিংবা ‘শঙ্খচিল’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি জায়গা করে নিয়েছিলেন দর্শকের মনে। অথচ সাম্প্রতিক সময়ের পর্দায় তাকে দেখা যায় খুবই কম। এতদিন এই ‘নীরবতা’ নিয়ে দর্শকের কৌতূহল কম ছিল না। অবশেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন কুসুম শিকদার। চলচ্চিত্র ও নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি চ্যানেল টুয়েন্টিফোরের একটি অনুষ্ঠানে হাজির হয়ে দীর্ঘ বিরতি, কাজের নির্বাচন ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। গত বছর ‘শরতের জবা’ সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফিরলেও এরপর কুসুম শিকদারকে নতুন কোনো কাজে দেখা না যাওয়ার কারণ ব্যাখ্যা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থাপকের প্রশ্ন ছিল- হঠাৎ করেই কী তিনি হারিয়ে গেছেন? জবাবে কুসুম শিকদার বলেন, ‘হারিয়ে গেলাম কোথায়? যদি কাজের কথা বলেন, তাহলে নাটক করতেই আমার আগ্রহ নেই এখন। সিনেমার অনেক প্রস্তাবই এসেছে। চাইলে অবশ্যই কাজ করতে পারতাম। হ্যাঁ বলে কাজে নেমে যাওয়া সম্ভব ছিল। কিন্তু আমি একটু খুঁতখুঁতে, একটু পারফেকশনিস্ট। প্রস্তাবগুলোর মধ্যে বেশির ভাগ ক্ষেত্রেই মনে হয়েছে কোথাও ঘাটতি আছে, বা যারা বানাচ্ছেন, তারা পুরোপুরি প্রস্তুত নন। তাই সেগুলো করা হয়নি।’

কুসুম শিকদার জানান, ‘শরতের জবা’ মুক্তির পর অন্তত ১২টি সিনেমার প্রস্তাব পেয়েছেন। তবে সব কটি ফিরিয়ে দিয়েছেন। এর পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি ধীরগতির মানুষ। ধীরে কাজ করি। আমার বিশ্বাস, ধীরলয়ে কাজ করলে মানটাও ভালো হয়। সিনেমার জন্য এক বছর খুব কম সময়। ‘শরতের জবা’ করতে আমার দুই বছর লেগেছে। আর লেখা ধরলে তো আরও বেশি সময় লাগে। মনমতো গল্প, প্রস্তুত প্রজেক্ট হলে অবশ্যই আমি করব।’ অনুষ্ঠানে নিজের রূপ ও ফিটনেস নিয়েও কথা বলেন ‘লাল টিপ’-এর অভিনেত্রী। কুসুম শিকদারের মতে, বাহ্যিক যত্নের পাশাপাশি ভেতরের পরিচর্যাই আসল।

তিনি বলেন, ‘আমি মন খুব সতেজ রাখার চেষ্টা করি। পারতপক্ষে মিথ্যে বলি না। কৃতজ্ঞ মানুষ হতে চেষ্টা করি। আমার ভেতরে প্রবলভাবে মুগ্ধ হওয়ার ক্ষমতা আছে, ভালোবাসার শক্তি আছে। এই বিষয়গুলো আমি লালন করি। আমার বিশ্বাস, ভেতরে যদি এগুলো থাকে, তাহলে সেটার প্রভাব বাইরেও পড়ে। মানুষকে সুন্দর রাখে।’

অভিনয় থেকে দূরে থাকা নয়, বরং নিজের মতো করে কাজের অপেক্ষায় থাকার কথাই বারবার উঠে আসে কুসুম শিকদারের কথায়। তিনি মনে করেন, পর্দায় নিয়মিত থাকা নয়—ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়াটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।


১৫ দিনে ৯ লাখ অনুসারী হারালেন অনুপম

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

মাত্র ১৫ দিনের মধ্যে ৯ লাখ অনুসারী হারিয়েছেন বলিউড অভিনেতা অনুপম খের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তার অনুসারীসংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। অভিনেতা নিজেই তার এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এ ব্যাপারে তার উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের মালিকানাধীন এক্সে তার উদ্দেশে একটি পোস্টও দিয়েছেন অনুপম। তিনি নিজের পোস্টে ইলন মাস্ককেও ট্যাগ করেন।

পোস্টটি অভিযোগ নয়, বরং পর্যবেক্ষণ বলে উল্লেখ করে অনুপম খের জিজ্ঞাসা করেন, মাস্ক বা তার দলের কেউ কী জানেন যে প্রযুক্তিজগতে কী ঘটছে, কারণ এত বিপুলসংখ্যক অনুসারীর হঠাৎ চলে যাওয়া তাকে বিভ্রান্ত করেছে।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনুপম খের একটি পোস্ট দেন। এই পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় মি. ইলন মাস্ক, গত ১৫ দিনে আমি ৯ লাখের বেশি অনুসারী হারিয়েছি! আপনি কি কারণটি জানেন? অথবা আপনার দলের কেউ? যাহোক, এটি একটি পর্যবেক্ষণ, অভিযোগ নয়! এখনো।’

অনুপম খেরের এ পোস্টের পরিপ্রেক্ষিতে তার ভক্ত ও অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তাদের মতামত জানান। একজন ব্যবহারকারী অনুমান করেছেন, এক্সে যেসব অ্যাকাউন্ট সচল নয় বা বট অ্যাকাউন্ট, তা তারা সরিয়ে দিচ্ছে। এ কারণে এমনটি হতে পারে।

অন্য এক ব্যবহারকারী বলেছেন, এই অ্যাকাউন্টগুলো কেউ হয়তো ডিঅ্যাকটিভেট (নিষ্ক্রিয়) করেছেন বা ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন। ইলন মাস্ক এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

তবে এত মন্তব্যের ভিড়ে নজর কেড়েছে এক্সের এআই চ্যাটবট গ্রোকের মন্তব্য। একজন ব্যবহারকারী গ্রোককে হঠাৎ এই বিপুলসংখ্যক অনুসারী কমে যাওয়ার কারণ জিজ্ঞাসা করেন। উত্তরে গ্রোক জানায়, এক্স তাদের প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা ও সত্যতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ফেক অ্যাকাউন্ট, বট ও নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোকে তারা সরিয়ে ফেলছে। যেসব অ্যাকাউন্টে ক্রিপ্টো স্ক্যাম, স্প্যাম, অটোমেটেড কনটেন্ট ও ভুয়া নাম রয়েছে, যা এক্সের নিয়ম মানে না, সেসব অ্যাকাউন্টই মুছে ফেলা হচ্ছে।

গ্রোক আরও জানায়, এই পরিবর্তনের ফলে আরও অনেক ব্যক্তির অনুসারীর সংখ্যা কমেছে। যার মধ্যে রয়েছেন রিয়ানা, টেইলর সুইফট, জাস্টিন বিবার, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো হাইপ্রোফাইল তারকারা। তারাও বিপুলসংখ্যক অনুসারী হারিয়েছেন। গ্রোক উল্লেখ করে, জাস্টিন বিবার ২ কোটি অনুসারী হারিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনালদো হারিয়েছেন ৯ কোটি। অনুপম খেরের অনুসারী হারানোর কারণ মোটেও ব্যক্তিগত কোনো কারণ নয়। এটি এক্সের এই অভিযানেরই অংশ!

নিউজ১৮-এর একটি প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, অনেক আন্তর্জাতিক তারকা অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক অনুসারী হারিয়েছেন। তা কয়েক হাজার থেকে শুরু করে কয়েক কোটি পর্যন্ত। যেমন বিশ্বব্যাপী জনপ্রিয় গায়িকা টেইলর সুইফটের অনুসারীর সংখ্যা প্রায় ৬০ লাখ কমেছে। কিম কার্ডাশিয়ান ৬৪ লাখ অনুসারী হারিয়েছেন। তা ছাড়া কেটি পেরির তালিকা থেকে ৩০ থেকে ৫০ লাখ অনুসারী কমেছে।

ইলন মাস্কের অ্যান্টিস্প্যাম প্রচারণার একটি অংশ এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এই স্প্যাম ক্র্যাকডাউন ক্যাম্পেইনের কথা তিনি ২০২৪ সালের এপ্রিলে ঘোষণা দেন।

৭০ বছর বয়সেই অনুপম এই সময়ের ব্যস্ততম অভিনেতাদের একজন। হিন্দি, ইংরেজি সিনেমা ও ওয়েব সিরিজের নিয়মিত মুখ তিনি। সবশেষ চলতি বছর বিশ্বজিৎ সরকারের ‘কানু’ সিনেমায় দেখা গেছে তাকে। এখন পর্যন্ত পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ক্যারিয়ারে অনেক ওঠানামাও দেখেছেন। কিন্তু আজও অভিনয় ছাড়া আর কিছুই ভাবতে পারেন না তিনি। আবার এমনও দেখা গেছে, এই বয়সে ফিটনেসের জন্যও আলোচনা হচ্ছে তাকে নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপম খেরের জিমের ছবি দেখলে তাক লেগে যায়।

একেবারেই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ অনুপম খের। বাবা ছিলেন বন বিভাগের সাধারণ এক কেরানি। অনুপম খের সামাজিক যোগাযোগমাধ্যমের নিজেই জীবনসংগ্রামের কথা তুলে ধরেছেন বিভিন্ন সময়। তিনি নিজেই গত বছর হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘দারিদ্র্য আমাদের সবচেয়ে সস্তা বিলাসিতা। আমার বাবা খুব আশাবাদী ছিলেন। পরীক্ষায় কখনো ৬০-এর মধ্যে ৫৯ পেলেও বাবা বলে গিয়েছেন, পরেরবার যেন আরও ভালো হয়। আর এটাই আমাকে অদম্য সাহস জোগায় জীবনের ব্যর্থতার সময়।’ সাক্ষাৎকারে নিজের কঠিন দিনগুলোর কথাও স্মরণ করেন অভিনেতা। অনুপমের ভাষ্যে, ‘আমি আমার সমস্যাগুলোর মুখোমুখি হতে চাই। আমি আমার ব্যর্থতা এবং আমার খারাপ অভিজ্ঞতা থেকে শিখি। কিন্তু আমি সেগুলো মনে রাখি না। জীবনে অপেক্ষা করার মতো অনেক কিছুই আছে। আমি অনেক ভাগ্যবান। ১৯৮১ সালে আমি ৩৭ টাকা দিয়ে মুম্বাই এসেছিলাম। নিজের জীবন নিয়ে সত্যিই আমি খুব খুশি।’ বর্তমানে এই অভিনেতার সম্পদের পরিমাণ ৪০০ কোটি টাকা। সিনেমাপ্রতি পারিশ্রমিক নেন ৩ থেকে ৪ কোটি রুপি।


আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ঝরা পাতার চিঠি’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

আগামী ১০ জানুয়ারি ঢাকায় শুরু হতে যাচ্ছে ২৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবে প্রদর্শিত হবে গুণী অভিনেত্রী আরজুমান্দ আরা বকুল অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’, যা পরিচালনা করেছেন শায়লা রহমান। বকুল এতে একজন লেখকের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।

চলচ্চিত্রটি ভালোবাসা, অনুশোচনা ও আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের জীবনবোধ ও আত্মঅনুসন্ধানের গল্প উপস্থাপন করে। আরজুমান্দ আরা বকুল বলেন, ‘ঝরা পাতার চিঠি মানুষ ও জীবনের সম্পর্কের গল্প। আধুনিকতায় থাকা সত্ত্বেও মানুষ সত্যিকার অর্থে ভালোবাসা, বিবেক ও অনুশোচনার ভেতরেই নিজেকে খুঁজে পায়। আমরা দর্শকদের সঙ্গে মুখোমুখি হয়ে এই গল্প ভাগাভাগি করার অপেক্ষায় আছি।’


‘সাইয়ারা’-এর রেকর্ড ভেঙে রণবীরের দাপুটে প্রত্যাবর্তন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

চলতি বছর বলিউড রেকর্ড ব্যবসা সফল সিনেমাগুলো মধ্যে একটি ‘সাইয়ারা’। বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছিল অহন পাণ্ডে-অনীত পাড্ডা অভিনীত সিনেমাটি। তবে বছর শেষে চমক দেখাল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। প্রথম দিনেই ব্যবসার নিরিখে ভেঙে দিল ‘সাইরার’র রেকর্ড।

স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, প্রথম দিন ‘ধুরন্ধর’-এর আয় হয়েছে ২৭ কোটি রুপি। যেখানে ‘সাইয়ারা’ প্রথমদিন মোটে ২১ কোটি রুপি ব্যবসা করছিল।

রণবীরের সিনেমাগ্রাফ অনুযায়ী ‘পদ্মাবত’ আয় করেছিল। আর ‘সিম্বা’র খাতা খুলেছিল ২০.৭২ কোটি দিয়ে। পরে ৩৯০ কোটি রুপি ব্যবসা হাঁকিয়ে ক্ষান্ত হয় রণবীরের এই পুলিশি ড্রামা। তেইশ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকি অউর রানি’ ওপেনিং ইনিংসে আয় করেছিল ১১.১০ কোটি রুপি। এবার ‘ধুরন্ধর’ দিয়ে বক্স অফিসে দাপুটে প্রত্যাবর্তন অভিনেতার।

করোনাকাল থেকেই রণবীর সিংয়ের ফিল্মি কেরিয়ারে খানিক ভাঁটা পড়েছিল ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ কোনও ছবিই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। তেইশে ‘রকি অউর রানি’ ভালো আয় করলেও ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ কিংবা ‘অ্যানিম্যাল’-এর ব্যবসার ধারকাছেও ছিল না। চব্বিশ সালে রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’-এর ডাকসাইটে কাস্টিংয়ে রণবীর সিং থাকলেও, মুখ্য চরিত্রে থাকা অজয় দেবগণ, করিনা কাপুরই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন।

এদিকে স্বামীর সাফল্যে গর্বিত দীপিকা পাড়ুকোনের বলেন, “ধুরন্ধর’ দেখলাম। ৩ ঘণ্টা ৩৪ মিনিটের সিনেমার প্রতিটা মুহূর্ত মূল্যবান। রণবীর তোমার জন্য ভীষণ ভীষণ গর্বিত আমি। গোটা টিমকে শুভেচ্ছা রইল।’

‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন অর্জুন রামপাল, সৌম্য ট্যান্ডন, নবীন কৌশিক, মানব গোহিল, ডেনিশ প্যান্ডরসহ অনেকে। সূত্র: সংবাদ প্রতিদিন


মার্ডার-মিস্ট্রি সিনেমায় সজলের নায়িকা অপু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন একটি সিনেমায় যুক্ত হলেন। ‘দুর্বার’ নামের এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলকে। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং- এমনই খবর মিলল।

কামরুল হাসান ফুয়াদ পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন সজল ও অপু বিশ্বাস। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

এ প্রসঙ্গে নির্মাতা ফুয়াদ গণমাধ্যমে জানিয়েছেন, ‘দুর্বার’ একটি থ্রিলার ও মার্ডার-মিস্ট্রি ঘরানার সিনেমা। তবে এখনই গল্পের বিস্তারিত জানাতে নারাজ তিনি। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর থেকে একটানা শুটিং করে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করা হবে। জানা গেছে, পুরোদমে চলছে প্রস্তুতি শুটিং ফ্লোরে যাওয়ার আগে কোনো খামতি রাখতে চান না শিল্পীরা। তাই সজল ও অপু বিশ্বাসসহ অন্য কলাকুশলীরা বর্তমানে রিহার্সালে ব্যস্ত সময় পার করছেন। মূল শুটিং শুরুর আগে আগামী ১৪ ডিসেম্বর তাদের নিয়ে একটি আনুষ্ঠানিক ফটোশুট করা হবে বলে শোনা যাচ্ছে। এই সিনেমায় অপু ও সজল ছাড়াও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন। সবকিছু ঠিক থাকলে আগামী বছর কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অপু-সজল জুটির ‘দুর্বার’।

এদিকে, ‘দুর্বার’ ছাড়াও অপু বিশ্বাসের হাতে রয়েছে আরও নতুন কাজ। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যেখানে তার নায়ক আদর আজাদ। ‘দুর্বার’-এর কাজ শেষ করেই তিনি ‘সিক্রেট’-এর শুটিংয়ে যোগ দেবেন বলে জানা গেছে।


যে কারণে ১২টি সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন কুসুম

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

একসময় নিয়মিতই বড় পর্দা ও ছোট পর্দায় দেখা যেত কুসুম শিকদারকে। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ কিংবা ‘শঙ্খচিল’–এর মতো সিনেমায় অভিনয় করে তিনি জায়গা করে নিয়েছিলেন দর্শকের মনে। অথচ সাম্প্রতিক সময়ের পর্দায় তাঁকে দেখা যায় খুবই কম। এতদিন এই ‘নীরবতা’ নিয়ে দর্শকের কৌতূহল কম ছিল না। অবশেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন কুসুম শিকদার। চলচ্চিত্র ও নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি চ্যানেল টুয়েন্টিফোরের একটি অনুষ্ঠানে হাজির হয়ে দীর্ঘ বিরতি, কাজের নির্বাচন ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। গত বছর ‘শরতের জবা’ সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফিরলেও এরপর কুসুম শিকদারকে নতুন কোনো কাজে দেখা না যাওয়ার কারণ ব্যাখ্যা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থাপকের প্রশ্ন ছিল—হঠাৎ করেই কি তিনি হারিয়ে গেছেন? জবাবে কুসুম শিকদার বলেন, ‘হারিয়ে গেলাম কোথায়? যদি কাজের কথা বলেন, তাহলে নাটক করতেই আমার আগ্রহ নেই এখন। সিনেমার অনেক প্রস্তাবই এসেছে। চাইলে অবশ্যই কাজ করতে পারতাম। হ্যাঁ বলে কাজে নেমে যাওয়া সম্ভব ছিল। কিন্তু আমি একটু খুঁতখুঁতে, একটু পারফেকশনিস্ট। প্রস্তাবগুলোর মধ্যে বেশির ভাগ ক্ষেত্রেই মনে হয়েছে কোথাও ঘাটতি আছে, বা যাঁরা বানাচ্ছেন, তাঁরা পুরোপুরি প্রস্তুত নন। তাই সেগুলো করা হয়নি।’

কুসুম শিকদার জানান, ‘শরতের জবা’ মুক্তির পর অন্তত ১২টি সিনেমার প্রস্তাব পেয়েছেন। তবে সব কটি ফিরিয়ে দিয়েছেন। এর পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি ধীরগতির মানুষ। ধীরে কাজ করি। আমার বিশ্বাস, ধীরলয়ে কাজ করলে মানটাও ভালো হয়। সিনেমার জন্য এক বছর খুব কম সময়। ‘শরতের জবা’ করতে আমার দুই বছর লেগেছে। আর লেখা ধরলে তো আরও বেশি সময় লাগে। মনমতো গল্প, প্রস্তুত প্রজেক্ট হলে অবশ্যই আমি করব।’ অনুষ্ঠানে নিজের রূপ ও ফিটনেস নিয়েও কথা বলেন ‘লাল টিপ’–এর অভিনেত্রী। কুসুম শিকদারের মতে, বাহ্যিক যত্নের পাশাপাশি ভেতরের পরিচর্যাই আসল।

তিনি বলেন, ‘আমি মন খুব সতেজ রাখার চেষ্টা করি। পারতপক্ষে মিথ্যে বলি না। কৃতজ্ঞ মানুষ হতে চেষ্টা করি। আমার ভেতরে প্রবলভাবে মুগ্ধ হওয়ার ক্ষমতা আছে, ভালোবাসার শক্তি আছে। এই বিষয়গুলো আমি লালন করি। আমার বিশ্বাস, ভেতরে যদি এগুলো থাকে, তাহলে সেটার প্রভাব বাইরেও পড়ে। মানুষকে সুন্দর রাখে।’

অভিনয় থেকে দূরে থাকা নয়, বরং নিজের মতো করে কাজের অপেক্ষায় থাকার কথাই বারবার উঠে আসে কুসুম শিকদারের কথায়। তিনি মনে করেন, পর্দায় নিয়মিত থাকা নয়—ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়াটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।


১৫ দিনে ৯ লাখ অনুসারী হারালেন অনুপম, নেপথ্যে কী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

মাত্র ১৫ দিনের মধ্যে ৯ লাখ অনুসারী হারিয়েছেন বলিউড অভিনেতা অনুপম খের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তাঁর অনুসারীসংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। অভিনেতা নিজেই তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এ ব্যাপারে তাঁর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের মালিকানাধীন এক্সে তাঁর উদ্দেশে একটি পোস্টও দিয়েছেন অনুপম। তিনি নিজের পোস্টে ইলন মাস্ককেও ট্যাগ করেন।

পোস্টটি অভিযোগ নয়, বরং পর্যবেক্ষণ বলে উল্লেখ করে অনুপম খের জিজ্ঞাসা করেন, মাস্ক বা তাঁর দলের কেউ কি জানেন যে প্রযুক্তিজগতে কী ঘটছে, কারণ এত বিপুলসংখ্যক অনুসারীর হঠাৎ চলে যাওয়া তাঁকে বিভ্রান্ত করেছে।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনুপম খের একটি পোস্ট দেন। এই পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় মি. ইলন মাস্ক, গত ১৫ দিনে আমি ৯ লাখের বেশি অনুসারী হারিয়েছি! আপনি কি কারণটি জানেন? অথবা আপনার দলের কেউ? যাহোক, এটি একটি পর্যবেক্ষণ, অভিযোগ নয়! এখনো।’

অনুপম খেরের এ পোস্টের পরিপ্রেক্ষিতে তাঁর ভক্ত ও অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তাঁদের মতামত জানান। একজন ব্যবহারকারী অনুমান করেছেন, এক্সে যেসব অ্যাকাউন্ট সচল নয় বা বট অ্যাকাউন্ট, তা তারা সরিয়ে দিচ্ছে। এ কারণে এমনটি হতে পারে।

অন্য এক ব্যবহারকারী বলেছেন, এই অ্যাকাউন্টগুলো কেউ হয়তো ডিঅ্যাকটিভেট (নিষ্ক্রিয়) করেছেন বা ব্যবহারকারীরা তাঁদের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন। ইলন মাস্ক এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

তবে এত মন্তব্যের ভিড়ে নজর কেড়েছে এক্সের এআই চ্যাটবট গ্রোকের মন্তব্য। একজন ব্যবহারকারী গ্রোককে হঠাৎ এই বিপুলসংখ্যক অনুসারী কমে যাওয়ার কারণ জিজ্ঞাসা করেন। উত্তরে গ্রোক জানায়, এক্স তাঁদের প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা ও সত্যতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ফেক অ্যাকাউন্ট, বট ও নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোকে তারা সরিয়ে ফেলছে। যেসব অ্যাকাউন্টে ক্রিপ্টো স্ক্যাম, স্প্যাম, অটোমেটেড কনটেন্ট ও ভুয়া নাম রয়েছে, যা এক্সের নিয়ম মানে না, সেসব অ্যাকাউন্টই মুছে ফেলা হচ্ছে।

গ্রোক আরও জানায়, এই পরিবর্তনের ফলে আরও অনেক ব্যক্তির অনুসারীর সংখ্যা কমেছে। যার মধ্যে রয়েছেন রিয়ানা, টেইলর সুইফট, জাস্টিন বিবার, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো হাইপ্রোফাইল তারকারা। তাঁরাও বিপুলসংখ্যক অনুসারী হারিয়েছেন। গ্রোক উল্লেখ করে, জাস্টিন বিবার ২ কোটি অনুসারী হারিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদো হারিয়েছেন ৯ কোটি। অনুপম খেরের অনুসারী হারানোর কারণ মোটেও ব্যক্তিগত কোনো কারণ নয়। এটি এক্সের এই অভিযানেরই অংশ!

নিউজ১৮–এর একটি প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, অনেক আন্তর্জাতিক তারকা অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক অনুসারী হারিয়েছেন। তা কয়েক হাজার থেকে শুরু করে কয়েক কোটি পর্যন্ত। যেমন বিশ্বব্যাপী জনপ্রিয় গায়িকা টেইলর সুইফটের অনুসারীর সংখ্যা প্রায় ৬০ লাখ কমেছে। কিম কার্ডাশিয়ান ৬৪ লাখ অনুসারী হারিয়েছেন। তা ছাড়া কেটি পেরির তালিকা থেকে ৩০ থেকে ৫০ লাখ অনুসারী কমেছে।

ইলন মাস্কের অ্যান্টিস্প্যাম প্রচারণার একটি অংশ এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এই স্প্যাম ক্র্যাকডাউন ক্যাম্পেইনের কথা তিনি ২০২৪ সালের এপ্রিলে ঘোষণা দেন।

৭০ বছর বয়সেই অনুপম এই সময়ের ব্যস্ততম অভিনেতাদের একজন। হিন্দি, ইংরেজি সিনেমা ও ওয়েব সিরিজের নিয়মিত মুখ তিনি। সবশেষ চলতি বছর বিশ্বজিৎ সরকারের ‘কানু’ সিনেমায় দেখা গেছে তাঁকে। এখন পর্যন্ত পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ক্যারিয়ারে অনেক ওঠানামাও দেখেছেন। কিন্তু আজও অভিনয় ছাড়া আর কিছুই ভাবতে পারেন না তিনি। আবার এমনও দেখা গেছে, এই বয়সে ফিটনেসের জন্যও আলোচনা হচ্ছে তাঁকে নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপম খেরের জিমের ছবি দেখলে তাক লেগে যায়।

একেবারেই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ অনুপম খের। বাবা ছিলেন বন বিভাগের সাধারণ এক কেরানি। অনুপম খের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে নিজেই জীবনসংগ্রামের কথা তুলে ধরেছেন বিভিন্ন সময়। তিনি নিজেই গত বছর হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘দারিদ্র্য আমাদের সবচেয়ে সস্তা বিলাসিতা। আমার বাবা খুব আশাবাদী ছিলেন। পরীক্ষায় কখনো ৬০-এর মধ্যে ৫৯ পেলেও বাবা বলে গিয়েছেন, পরেরবার যেন আরও ভালো হয়। আর এটাই আমাকে অদম্য সাহস জোগায় জীবনের ব্যর্থতার সময়।’ সাক্ষাৎকারে নিজের কঠিন দিনগুলোর কথাও স্মরণ করেন অভিনেতা। অনুপমের ভাষ্যে, ‘আমি আমার সমস্যাগুলোর মুখোমুখি হতে চাই। আমি আমার ব্যর্থতা এবং আমার খারাপ অভিজ্ঞতা থেকে শিখি। কিন্তু আমি সেগুলো মনে রাখি না। জীবনে অপেক্ষা করার মতো অনেক কিছুই আছে। আমি অনেক ভাগ্যবান। ১৯৮১ সালে আমি ৩৭ টাকা দিয়ে মুম্বাই এসেছিলাম। নিজের জীবন নিয়ে সত্যিই আমি খুব খুশি।’ বর্তমানে এই অভিনেতার সম্পদের পরিমাণ ৪০০ কোটি টাকা। সিনেমাপ্রতি পারিশ্রমিক নেন ৩ থেকে ৪ কোটি রুপি।

টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি অবলম্বেন


নতুন বিতর্কে শাহরুখ-পুত্র আরিয়ান

আপডেটেড ৬ ডিসেম্বর, ২০২৫ ০০:২২
বিনোদন ডেস্ক

একটি ভিডিওকে কেন্দ্র করে আবার আলোচনায় শাহরুখ–পুত্র আরিয়ান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে অশালীন অঙ্গভঙ্গি করতে দেখা যায়, যা নিয়ে চলছে তুমুল আলোচনা। কী ঘটেছে?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি গত ২৮ নভেম্বরের বলে জানা গেছে। সেদিন আরিয়ান খান বেঙ্গালুরুর একটি পাবে যান। ভিডিওতে দেখা যায়, শুরুতে আরিয়ান হাত নেড়ে উপস্থিত দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি হঠাৎ ভিড়ের দিকে হাত দিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন তরুণ। তাদের মধ্যে স্থানীয় এক এমএলএর ছেলে নালপাড় ও রাজ্যের এক মন্ত্রীর ছেলে জায়েদ খানকেও দেখা গেছে।

ভিডিওটি সামনে আসতেই অনলাইনে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে। অনেকে আরিয়ানের এই আচরণকে প্রকাশ্যে অতিমাত্রায় অভদ্র ও অনভিপ্রেত বলে মন্তব্য করেন। একই সঙ্গে অনেকে প্রশ্ন তোলেন- ঘটনার পরও কি পুলিশ নীরব থাকবে? আর তারকা হওয়ার কারণে কি তাকে আলাদা সুবিধা দেওয়া হচ্ছে?

তবে অন্তর্জালে আরিয়ানের আচরণ নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেলেও এ বিষয়ে এখনো তিনি কোন প্রতিক্রিয়া জানাননি।

২০২১ সালের অক্টোবরে আলোচনায় আসেন মাদক মামলায় গ্রেপ্তার হয়ে। গোয়াগামী একটি ক্রুজ পার্টি থেকে তাকে গ্রেপ্তারের পর ভারতজুড়ে তোলপাড় শুরু হয়। কয়েক সপ্তাহ জেল হেফাজতে থাকার পর আরিয়ান জামিন পান। পরে অবশ্য তিনি সব অভিযোগ থেকে মুক্তি পান।

সম্প্রতি আরিয়ানের নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে। নেটফ্লিক্সে তার পরিচালিত প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির পর প্রশংসিত হয়েছে।

ইন্ডিয়াডটকম অবলম্বনে


তারকা ভিকি নয়, এখন শুধু ‘বাবা’- জীবনের সবচেয়ে বড় ঘটনা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে এখন খুশির জোয়ার। সদ্য মা–বাবা হয়েছেন এই তারকা জুটি। নতুন অতিথির আগমনে আবেগে ভাসছেন দুজনই। তবে সন্তানের জন্মের পর আপাতত সবটা সময় নবজাতকের সঙ্গেই কাটাচ্ছেন ক্যাটরিনা। নতুন মা হিসেবে এখনো তাকে প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে বাবা হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্য অনুষ্ঠানে দেখা গেছে ভিকি কৌশলকে।

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে হাজির হন ভিকি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের আবেগ আর সন্তানের আগমনের অনুভূতি লুকাতে পারেননি অভিনেতা। প্রথমবার বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে ভিকি কৌশল বলেন, ‘এ বছরটা আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা হলো বাবা হওয়া। আমি সব সময় ভেবেছিলাম, যেদিন এই মুহূর্তটা আসবে, সেদিন হয়তো আনন্দে আত্মহারা হয়ে যাব। কিন্তু বাস্তবে অনুভূতিটা একেবারেই ভিন্ন। এই মুহূর্ত আমাকে আরও সংযত করেছে, মাটির মানুষ করে দিয়েছে।’

বাবা হওয়ার অনুভূতির মধ্য দিয়ে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে গেছে বলে জানান ভিকি। তার কথায় স্পষ্ট, এই অধ্যায় তাকে আরও দায়িত্বশীল ও সংবেদনশীল মানুষ করে তুলেছে।

এখনো তাদের সন্তানের নাম ঠিক করেননি ক্যাটরিনা ও ভিকি। ছেলেকে প্রকাশ্যেও আনেননি তারা। তবে শিগগিরই সন্তানের নাম ঘোষণা করা হবে- এমন ইঙ্গিত দিয়েছেন ভিকি কৌশল।

চলতি বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান ক্যাটরিনা ও ভিকি। বেবি বাম্পের ছবি শেয়ার করে ক্যাটরিনা কাইফ লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর একটি অধ্যায় শুরু হতে চলেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় ভরে আছে।’

গত ৭ নভেম্বর তাদের ঘরে জন্ম নেয় পুত্র সন্তান। সন্তানের জন্মের পর দুজনের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যৌথ বিবৃতি দেন ক্যাটরিনা ও ভিকি। সেখানে তারা লেখেন, ‘আমাদের জীবনে আনন্দের উপলক্ষ্য এসেছে। ভালোবাসা আর কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানাই।’

এই বার্তায় ভক্ত–দর্শকদের ভালোবাসা ও শুভকামনার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানান ভিকি–ক্যাটরিনা।

বিয়ের পর থেকেই কাজের গতি অনেকটাই কমিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। গত দুই বছর তিনি কোন নতুন ছবির কাজ হাতে নেননি। সংসার এবং ব্যক্তিগত জীবনের দিকে মনোযোগ দিচ্ছিলেন অভিনেত্রী। অবশেষে সেই সংসারেই এলো সবচেয়ে বড় সুখবর- এক নতুন জীবনের আগমন।

ভিকি ও ক্যাটরিনার এই নতুন অধ্যায় ঘিরে বলিউড ও তাদের ভক্তদের মধ্যেও বিরাজ করছে আনন্দ ও শুভকামনার আবহ।


banner close