ঝলমলে সময় কাটছে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের। একের পরিএক নতুন নতুন কাজের সুবাধে বছরের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই তারকা। বেশ কয়েক বছর টানা টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। সিনেমা ও ওয়েব ফিল্মেও দেখা গেছে তাকে। গানে মনোযোগ দেওয়ার কথা জানিয়ে ২০২২ সালে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন তাহসান।
বিরতি কাটিয়ে আবার অভিনয়ে ফিরছেন তাহসান। শুধু তাই নয়- আবার আগের মতো অভিনয়ে নিয়মিত হওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি। আরিফুর রহমানের ‘বাজি’ ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে প্রত্যাবর্তন হচ্ছে তার। এটি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। এর আগে গোলাম সোহরাব দোদুলের ‘ছক’ সিনেমা দিয়ে ওটিটিতে কাজ শুরু করেন তাহসান।
অভিনয়ে ফেরা প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম। ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে। প্রথমবার কোনো ওয়েব সিরিজে অভিনয় করলাম।’
বাজি ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে। এতে তার সঙ্গে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। দাম্পত্য বিচ্ছেদের পর সিরিজটি দিয়ে পর্দায় ফিরছে এই জুটি।
সিরিজটি নিয়ে নির্মাতা আরিফুর রহমান বলেন, ‘ক্রিকেট নিয়ে সাজানো হয়েছে বাজির গল্প। এই প্রথম বাংলা কোনো ওয়েব কনটেন্টে উঠে আসবে ক্রিকেট নিয়ে গল্প। সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য। শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান-মিথিলা। পর্দায় সেই পরিশ্রমের ছাপ দেখতে পারবেন দর্শক।’
সাত পর্বের এই সিরিজ ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা আরিফুর রহমান।
এদিকে গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন তাহসান। চলতি মাসেই ২০ বছর পর স্টেজে ব্ল্যাক ব্যান্ডের হয়ে পারফর্ম করেছেন তিনি। এই ব্যান্ড দিয়েই গানের জগতে পা রেখেছিলেন তাহসান। ২০০৪ সালে ব্ল্যাক ছাড়ার পর এই প্রথম দলটির হয়ে পারফর্ম করলেন তিনি।
সর্বশেষ গত রোজার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রচার হয়েছিল তাহসানের ‘রঙে রঙে রঙিন’ গানটি। কবির বকুলের লেখা ও ইমরান মাহমুদুলের সংগীতায়োজনে এই গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইউটিউবে ২ কোটির বেশিবার শোনা হয়েছে তাহসান-ফারিণের গানটি।
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ইতোমধ্যেই দক্ষ অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। তবে বিয়ের পর বেশ কিছুদিন থেকে তাকে অভিনয়ে দেখা যায় না।
যদিও স্যোশাল মিডিয়ায় বেশ সরব থাকেন অর্চিতা স্পর্শিয়া। নিজের ভালো লাগার বিষয়গুলো সবসময়ই ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন।
সম্প্রতি ফেসবুকে এক পোস্ট দিয়ে অর্চিতা স্পর্শিয়া লিখেছেন, ‘যাকে নিয়ে যা ইচ্ছা তা বানিয়ে বলে দিলেই কিছু প্রমান হয়না। না তোহ যাকে ছোট করার চেষ্টা করেন সে ছোট হয়, না তোহ কাউকে ছোট করে আপনি বড় হন। অযথা শুধু নোংরামি ছড়ানো হয়। আর কোনও মেয়েকে বা মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানুষিক অসুস্থতা। দেশ, সমাজ এবং আমাদের জীবন চলা উচিত সুস্থ রাজনীতি, সুস্থ মন মানুষিকতা, এবং সুশিক্ষার ওপর।’ এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’ এ অভিনয় করে ২০১৩ সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন স্পর্শিয়া।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী হিসেবে তিনি যেমন দ্যুতি ছড়িয়েছেন, গায়িকা হিসেবেও তার অর্জন কম নয়। তবে অনেক দিন ধরেই গান গাইতে দেখা যাচ্ছে না দেশি গার্ল-খ্যাত বলিউড এই তারকাকে। বিরতি ভেঙে এবার ভক্তদের জন্য তিনি নিয়ে আসছেন নতুন চমক।
‘ক্রিসমাস কার্মা’ সিনেমার জন্য ‘লাস্ট ক্রিসমাস’র দেশি রূপে গান গেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমাটি পরিচালনা করেছেন গুরিন্দর চাড্ডা। চিরচেনা ক্রিসমাস ক্লাসিক ‘লাস্ট ক্রিসমাস’র নতুন সংস্করণে প্রিয়াঙ্কার জাদুকরী কণ্ঠে একটি অনন্য দেশি ছোঁয়া যোগ করেছেন এমনই মন্তব্য করেছেন সিনেমাটির নির্মাতা পক্ষ।
এই মিউজিক্যাল চলচ্চিত্রটি আগামী ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে। ভারতে ১২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সাউন্ডট্র্যাকের তালিকায় রয়েছেন আরও অনেক আন্তর্জাতিক তারকা। গ্যারি বার্লো, বিলি পোর্টার, নিতিন সাওনি, শ্যাজনে লুইস, পিক্সি লট এবং বয় জর্জ।
সম্পূর্ণ অ্যালবামটি সিনেমা মুক্তির দিনেই প্রকাশ পাবে। লাস্ট ক্রিসমাস মূলত ১৯৮৪ সালে ব্রিটিশ পপ জুটি ওয়াহাম দ্বারা প্রকাশিত হয়েছিল এবং এটি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ছুটির গান হিসেবে বিবেচিত হয়। গানটি লিখেছেন এবং রেকর্ড করেছেন প্রয়াত সংগীতশিল্পী জর্জ মাইকেল।
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর প্রয়াণে ভারতের চলচ্চিত্র অঙ্গন হারাল এক অনন্য কিংবদন্তিকে। ছয় দশকের বেশি সময় ধরে কোটি দর্শকের হৃদয়ে তিনি বেঁচে ছিলেন এবং বেঁচে থাকবেন তাঁর অনবদ্য অভিনয় ও অমর সংলাপের মাধ্যমে।
মঙ্গলবার সকালে ধর্মেন্দ্রর টিম গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে এখনো শেষকৃত্য সম্পর্কিত বিস্তারিত জানা যায়নি।
এর আগে সোমবার (১০ নভেম্বর) শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সোমবার রাতেই বিভিন্ন সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরিবার তা অস্বীকার করে। অবশেষে মঙ্গলবার সকালে ধর্মেন্দ্রর মৃত্যু নিশ্চিত হয়।
হাসপাতালের বাইরে দিনভর ভিড় করেন তার পরিবারের সদস্য ও বলিউড তারকারা। ছেলে সানি দেওল ও ববি দেওল, মেয়ে এষা দেওল ও আহানা দেওল ছাড়াও শাহরুখ খান, সালমান খান, গোবিন্দ প্রমুখ তারকারা হাসপাতালে উপস্থিত ছিলেন।
১৯৬০ সালে ‘দিল ভি তেরা হম ভি তেরে’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ধর্মেন্দ্রর। এরপর ‘ফুল অউর পাথর’, ‘আয়ে দিন বাহার কে’ ও ‘শোলে’-র মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অল্প সময়েই শীর্ষ অভিনেতার স্থানে পৌঁছে যান। সত্তর দশকে আন্তর্জাতিক গণমাধ্যম তাকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষদের একজন হিসেবে আখ্যায়িত করে। বলিউডে তিনি পরিচিত হন “হি-ম্যান অব ইন্ডিয়া” নামে।
‘শোলে’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘সীতা অউর গীতা’, ‘গুলামি’, ‘তহলকা’সহ অসংখ্য সুপারহিট ছবিতে তার উপস্থিতি দর্শকদের মনে অম্লান দাগ রেখে যায়। নব্বইয়ের দশকে তিনি পার্শ্বচরিত্রে অভিনয়ে মনোযোগ দেন এবং পরে দুই ছেলে সানি ও ববির সঙ্গে ‘আপনে’ ও ‘যমলা পাগলা দেওয়ানা’ সিরিজে একসঙ্গে কাজ করেন। সর্বশেষ তাকে দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরি বাতোঁ মে অ্যাইসা উলঝা জিয়া’ ছবিতে।
অভিনয়ের পাশাপাশি ধর্মেন্দ্র রাজনীতিতেও যুক্ত ছিলেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রাজস্থানের বিকানের আসন থেকে বিজেপির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিজীবনে তিনি দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম স্ত্রী প্রকাশ কৌর, দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। দুই ছেলে সানি ও ববি দেওল প্রথম স্ত্রীর ঘরে, আর দুই মেয়ে এষা ও আহানা দেওল হেমা মালিনীর ঘরে জন্ম নেন।
দেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি নিয়মিত সক্রিয় রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আগের মতো আড়ালে না থেকে এখন খোলামেলাভাবেই নিজের ভাবনা প্রকাশ করছেন তিনি।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে ভদ্রতা ও অভদ্রতা নিয়ে নিজের মত প্রকাশ করেন প্রভা। পোস্টে তিনি লেখেন, ‘যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই।’
প্রভার এমন মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টে হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে, মন্তব্য করেছেন শতাধিক অনুরাগী। বেশিরভাগ ভক্তই প্রভার সঙ্গে একমত পোষণ করে লিখেছেন- ভদ্র মানুষ চুপ থাকলেও সে দুর্বল নয়।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। শুধু অভিনয় নয়, নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন এই অভিনেত্রী।
এদিকে চলতি বছর একসঙ্গে দুটি সিনেমার ঘোষণা দেন প্রভা। একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’, অন্যটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে এই দুটি চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি নিয়ে জোর চর্চা চলছে পশ্চিমবঙ্গজুড়ে। সম্প্রতি এ গান গাওয়া নিয়ে ভারতের এক রাজনীতিবিদের বিরুদ্ধে আনা হয়েছে ‘দেশদ্রোহিতার’ অভিযোগ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।
তিনি বলেন, এটা আমাদের গান। রবীন্দ্রনাথের গান মানে এটা আমার দেশের গান। আসলে আমাদের দেশের রাজনীতিকরা খুবই মূর্খ! এদের আর কিছু বলতে ইচ্ছে করে না। এদের শুধু করুণা করা যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদাহরণ টেনে নচিকেতা বলেন, দুর্গাপুরে এসে নরেন্দ্র মোদি নিজেই তো বলে গিয়েছিলেন ‘আমার সোনার বাংলা’। তখন তো কিছু হলো না। তার মানে স্পষ্ট, এরসঙ্গে দেশের কোন সম্পর্ক নেই। আসলে কতগুলো লোক বাঁদরামি করছে।
মঞ্চে এই গান গেয়েছেন নচিকেতা নিজেও। তিনি বলেন, বহুবার গেয়েছি। কেন গাইব না! রবীন্দ্রনাথের গান গাইব না কেন? আসলে আমাদের দেশের এই রাজনীতিবিদগুলোকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে তোপের মুখে পড়েন আসাম রাজ্যের সিনিয়র কংগ্রেস নেতা বিধুভূষণ দাস। এরপরই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তার বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহিতার’ মামলা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওই ঘটনার নিন্দা জানিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গানটি গেয়ে প্রতিবাদ জানান। যার জেরে অভিভাবকদের ‘চিঠি’ পাঠিয়ে সতর্ক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দীর্ঘ বিরতির পর অভিনেত্রী আনুশকা শর্মাকে দেখা যাবে ফের পর্দায়। মুক্তির অপেক্ষায় ‘চাকদা এক্সপ্রেস’।এটি ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন ভিত্তিক বায়োপিক।
২০১৮ সালের 'জিরো' ছবির পর আনুশকা শর্মাকে আর বড় পর্দায় দেখা যায়নি। ২০২২ সালে তিনি তার বহু আলোচিত ছবি 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিং শেষ করেন। শুরুতে ছবিটি ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তির কথা থাকলেও, তা এখনো আলোর মুখ দেখেনি।
সম্প্রতি ভারতীয় নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় লাভ করার পর ‘চাকদা এক্সপ্রেস’ টিম ছবিটি দ্রুত মুক্তি দিতে নেটফ্লিক্সের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। জানা গেছে, নির্মাতারা ব্যক্তিগতভাবে নেটফ্লিক্স ভারতের শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি লিখে ছবিটি দ্রুত মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
নির্মাতারা চিঠিতে লিখেছেন, ‘আমরা ব্যক্তিগতভাবে নেটফ্লিক্স ভারতের শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি লিখে জানতে চেয়েছি যে, আমরা কি বিতর্কের ঊর্ধ্বে উঠে ছবিটি মুক্তি দিতে পারি? ঝুলনদির মতো কিংবদন্তি ব্যক্তিত্বের উপর নির্মিত একটি বায়োপিক দর্শকদের কাছে পৌঁছানো দরকার।’
বর্তমানে ছবিটি স্বত্ব পুরোপুরি নেটফ্লিক্সের হাতেই রয়েছে। যদিও, ভারতীয় নারী ক্রিকেট দলের সাম্প্রতিক জয়ের পর এই বায়োপিকটি নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে। তাই অনেকেই আশা করছেন, এই মাসেই ছবিটি মুক্তি পেতে পারে। ছবিতে ঝুলন গোস্বামীর চরিত্রে মুখ্য ভূমিকায় দেখা যাবে আনুশকা শর্মাকে।
চিত্রনায়ক শাকিব খান রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অল্প কিছুক্ষণের জন্য তার উপস্থিতির ব্যাপারটা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এই আয়োজনে শাকিব খান নাকি মাত্র ২০ মিনিটে ৩৫ লাখ টাকা নিয়েছেন। তাঁর মানে প্রতি মিনিটে শাকিব নিয়েছেন পৌনে দুই লাখ টাকা?
বিষয়টি নিয়ে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া নিজের ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে ২০ মিনিট । পেমেন্ট নিয়েছে ৩৫ লাখ। কাজ ছিলো একটা ব্র্যান্ড প্রোমোটের! কোথাও সেই ব্র্যান্ডের নাম নাই ফেসবুকে। এমন কি সুপারস্টারের কোথাও ব্র্যান্ড ট্যাগ দেখিনি। সবাই আছে তার গোঁফ আর লুক নিয়ে। ইন্টারেস্টিং। কোন এজেন্সি করেছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট?
এদিকে শাকিব খান আজ দুপুরে নিজের ফেসবুকে বনানীর আলোচিত ইভেন্টের কয়েকটি ছবি পোস্ট করেছেন। তবে শাকিব খান যে প্রতি মিনিটে পৌনে দুই লাখ টাকা নিয়েছেন বা ২০ মিনিটে তা শাকিব সংশ্লিষ্ট কেউ বা তাঁর তরফ থেকে জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছেই। এদিকে শাকিব খান এখন ব্যস্ত রয়েছেন সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ নিয়ে। এতে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা। সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তাহসান দ্রুত একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন। আগামী সংসদ নির্বাচনেও দাঁড়াবেন। এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন তাহসান।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে আমি এমন একটি কথা বলেছি। এখন কেন, ভবিষ্যতেও কখনো রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই আমার। যা ছড়িয়েছে তা মিথ্যে।
তাহসান বলেন, কনসার্টে যখন গান ছাড়ার কথাটা বলেছি, সে সময় খুব কম মানুষ ছিল। সেটা যে এভাবে সারা দেশে ছড়িয়ে যাবে ভাবিনি। অভিনয় থেকে যেভাবে ধীরে ধীরে বিরতি নিয়েছি, সেভাবে গান থেকেও বিরতি নেব। আমি তো একটু আবেগপ্রবণ, কবি মানুষ। এমনভাবে বলে ফেলেছি যে ছড়িয়ে গেছে। আমার ওই একটা কথার ফলে অনেক কিছু হয়ে গেছে।
তিনি আরও বলেন, এখন কিছু মানুষ ভাইরাল হওয়ার নেশায় থাকে। এটা পৃথিবীজুড়েই চলছে। আমাকে নিয়ে ছড়ানো গুজবটা তেমনি ভাইরাল হয়েছে। আমার কাছে মনে হয় এগুলো পার্ট অব দ্য গেম। একটা খেলার মতো। এ কারণে খুব চিন্তা করে কথা বলতে হয়। কোন কথাটা নিয়ে কখন কী হয়ে যাবে, এটা ভাবতে হয়।
তাহসান বলেন, এখন আমরা এক যুগে প্রবেশ করেছি যেখানে, দর্শক কম কিন্তু সমালোচক বেশি। কিন্তু এই সময়ে সত্য নিউজ প্রচার করা খুব জরুরি। তাই আমি সাংবাদিকদের অনুরোধ করব সত্য নিউজটা মানুষের কাছে পৌঁছে দিন।
তাহসান আরো বলেন, কয়েক মাস আগে কোনো এক অনলাইনে নিউজ হয়েছে আমি নাকি বাবা হয়েছি! সারা দেশে ভাইরাল হয়ে গেল। আমার কাছে অভিনন্দিত বার্তা আসতে শুরু করল। অথচ ওটা ছিল তিন-চার বছর আগে আমার এক ছোট ভাই বাবা হয়েছিল, আমি হাসপাতালে দেখতে গিয়ে ছবি তুলেছিলাম- সেই ছবি।
তাহসান বলেন, যারা এসব ফেক নিউজ ছড়ায় আমি তাদের নিয়ে পোস্ট করলে উল্টে তারা ফেমাস হয়ে যাবে। তাই এই কাজগুলো হচ্ছে সাংবাদিক ভাইদের, যারা আমাদের মতো আর্টিস্টদের রক্ষা করবে। কারণ, আমরা যারা কাজ করি তারা এবং বিনোদনের সাংবাদিকরা সম্পূরক।
নারীর যন্ত্রণা বুঝতে পুরুষেরও অভিজ্ঞতা থাকা উচিত বলে মনে করেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নতুন সিনেমা মুক্তির আগেই এমন বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি। শুক্রবার মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’। এমন মুহূর্তে অদ্ভুত ইচ্ছে প্রকাশ করে অভিনেত্রী জানালেন তিনি চান পুরুষেরও পিরিয়ড হোক।
সম্প্রতি রাশমিকা মান্দানা জগপতি বাবুর ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’ শোতে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার প্রচারে গিয়েছিলেন। সেখানেই এমন কথা বলেন অভিনেত্রী।
স্কুলজীবনে রাশমিকা মান্দানার করা এক অভিযোগের প্রসঙ্গ তুলে এনে সঞ্চালক জগপতি বাবু মজা করে জানতে চান— অভিনেত্রী কি সত্যিই চাইতেন পুরুষের পিরিয়ড হোক? জবাবে সম্মতি জানিয়ে রাশমিকা মান্দানা বলেন, পুরুষেরও অভিজ্ঞতা হওয়া উচিত যে, এ সময় নারীদের ঠিক কতটা যন্ত্রণা ভোগ করতে হয়।
তার এমন মন্তব্য শোনে উপস্থিত দর্শকরা যেমন শোরগোল ফেলে দেন, ঠিক তেমনই দারুণ প্রশংসিত হয়েছেন। অভিনেত্রী বলেন, আমি চাই পুরুষেরও ঋতুস্রাব হোক। তখনই কেবল ওরা বুঝতে পারবেন ঠিক কতটা যন্ত্রণা হয়। প্রতি মাসে নারীদের কতটা অস্বস্তি ও অসুবিধায় পড়তে হয়।
জগপতি বাবুর ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’ শোতেই নজর কাড়ে অভিনেত্রীর হাতের আংটিও। রাশমিকা মান্দানা যখন দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছিলেন, ঠিক তখনই ঝলমল করে ওঠে তার হাতের আংটিটি। সেটি দেখেই জগপতি বাবু মজা করে বলেন, তোমার জীবনে এত বিজয়! বিজয় দেবেরাকোন্ডা বন্ধু হয়, বিজয় সেতুপতির ভক্ত, বিজয় থালাপতি চিরকালের ভক্ত। মনে হচ্ছে তুমি বিজয় আর বিজয়ম- দুটোই দখল করে নিয়েছ। এই কথা শোনেই লজ্জায় লাল হয়ে যান রাশমিকা মান্দানা।
‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায় অভিনেত্রী রাশমিকা মান্দানার বিপরীতে রয়েছেন দীক্ষিত শেঠি। এ সিনেমাটি পরিচালনা করেছেন রাহুল রবীন্দ্রন। তিনি বলেন, এ সিনেমা মুক্তির পর নাকি মেয়েরা নতুন করে বিচার করবেন এবং বুঝতে শেখবেন তাদের প্রেমিকদের।
এ ছাড়া অভিনেত্রীর হাতে বর্তমানে একাধিক সিনেমা রয়েছে। তিনি এখন ‘মাইসা’ নামক একটি সিনেমায় কাজ করছেন। বলিউডের এই প্রজেক্টটি নারীকেন্দ্রিক। এ ছাড়া আগামীতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি পিরিয়ড অ্যাকশন সিনেমাতেও কাজ করবেন রাশমিকা মান্দানা।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রাশমিকা মান্দানা। যদিও নিজেদের প্রেমের সম্পর্ককে কখনই প্রকাশ্যে স্বীকৃতি দেননি এ তারকা জুটি। নিজেরা একত্রে ছবি না দিলেও তাদের ট্রিপের বা অন্য সময় পোস্ট করা ছবি দেখে দুইয়ে দুইয়ে চার করেই ফেলেন ভক্ত-অনুরাগীরা।
অন্যদিকে সদ্যই রটে যায়, গত ৩ অক্টোবর নাকি ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদল সেরেছেন তারা। নিজেরা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবে একটি শোতে এই প্রসঙ্গ ওঠায় সেটাকে অস্বীকার করেননি অভিনেত্রী। বরং কায়দা করে এড়িয়ে গেছেন।
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। ৪২ বছর বয়সে প্রথমবারের মতো মা হলেন অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী বলিউড অভিনেতা ভিকি কৌশল।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিনেতা লেখেন, আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে। এর সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি।
২০২১ সালের ডিসেম্বরে বিয়ের পিড়িতে বসেছিলেন ক্যাটরিনা ও ভিকি। গোপনীয়তা বজায় রেখে বসেছিল সেই বিয়ের আসর। ২০২৪ সাল থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মূলত, অভিনেত্রী দীর্ঘদিন লন্ডনে নিজের মায়ের কাছে গিয়ে থাকছিলেন। সেই সময় থেকে শুরু হয় জল্পনা। পাশাপাশি, অভিনয় থেকেও দূরে সরে গিয়েছিলেন তিনি।
এক দশক আগে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, পরিবার-স্বামী-সন্তান এই বিষয়গুলোকে তিনি বিশেষ মর্যাদা দেন। অভিনেত্রী বলেন, অন্যরকমের ভাবনাচিন্তা অনেকের থাকতেই পারে। কিন্তু আমার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বিয়ে করার স্বপ্ন দেখি। সন্তান নিয়ে সুখে সংসার করতে চাই।
ছোট ও বড়পর্দার অভিনেত্রী কুসুম শিকদার একটা সময় নাটক ও সিনেমার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে এখন আর আগের মতো পর্দায় নিয়মিত নন অভিনেত্রী।
দীর্ঘ সময়ের জন্য কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন এ তারকা। সেভাবে আর তাকে পর্দায় দেখা না গেলেও সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিরতির কারণ জানালেন কুসুম শিকদার। যেখানে তার কথায় পেশাদারত্ব ও প্রতিশ্রুতির গুরুত্ব উঠে এসেছে।
অভিনেত্রী বলেন, কাজের প্রতি শতভাগ নিষ্ঠা বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি সাময়িকভাবে নিজেকে কাজ থেকে দূরে সরিয়ে রাখেন। তিনি বলেন, প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে না পারা কেবল নিজের নয়, সবার জন্যই ক্ষতিকর।
কুসুম শিকদার বলেন, কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি, আমার মনে হচ্ছিল যে, আমি এমন একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি যে, আমি হয়তো কথা দিয়ে কথা রাখতে পারব না। তিনি বলেন, তখন আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আপাতত আমি কাজ না করি। যদি কখনো আবার পারি করব বলে জানান অভিনেত্রী।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে দেখে বোঝার উপায় নেই বয়স যে কখন থমকে দাঁড়িয়েছে। অভিনেত্রীর রূপলাবণ্যে দেখা যায়, দিন দিন যেন তার বয়স কমে যাচ্ছে। অভিনয় আর সৌন্দর্যের দারুণ মিশেলে খানিক ব্যতিক্রমই অভিনেত্রী। দুদেশে পুরোদস্তুর অভিনয় করে চলেছেন তিনি। আর অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার সরব উপস্থিতি। প্রায়ই নিত্যনতুন রূপে ধরা দেন জয়া আহসান। তার ভালোলাগা-মন্দলাগা জানান দেন ভক্ত-অনুরাগীদের।
সাম্প্রতিক সময়ে যেমন অভিনয়ে প্রশংসিত, ঠিক তেমনই ব্র্যান্ড এনডোর্সমেন্টেও তার উপস্থিতি এখনো তুঙ্গে। কাজের প্রতি একাগ্রতা আর কমার্শিয়াল শুটে তার সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করে প্রিয় মুখ জয়া। আবারও তার ব্যতিক্রম হয়নি। অভিনেত্রী নিজেকে মেলে ধরেছেন অন্য এক রূপে।
তার প্রতিটি লুকেই নিজস্ব সৌন্দর্যের ছাপ স্পষ্ট ফুটে ওঠে। সম্প্রতি একের পর এক শাড়ির সাজে নজর কেড়েছেন জয়া আহসান। এবারও দেখা গেছে অন্য এক জয়াকে। সাদা রঙের শাড়ি আর ঐতিহ্যবাহী গহনায় তিনি হয়ে উঠেছেন অনন্য অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে তার পোস্ট করা বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। একই সঙ্গে ভক্তরাও যেন জয়াকে নতুন করেই দেখলেন। সাদা রঙের শাড়িতে গলায় গহনার সংমিশ্রণে লাবণ্যময় উপস্থিতি ফুটিয়ে তুলেছেন এক ক্ল্যাসিক বাঙালি রূপ। ছবির পটভূমিতেও আছে পুরোনো দিনের আসবাব ও সবুজ গাছপালার আবহ, যেন বাঙালি নারীর ঐতিহ্য ও আভিজাত্য ফুটে উঠেছে।
অভিনেত্রীর শুধু স্টাইলই নয়, ছবির আড়ালে রয়েছে এক প্রোমোশনাল দিকও। জয়া আহসানের পোস্টের ক্যাপশনে লিখেছেন- পরনের এই গহনাগুলো একটি গহনা ব্র্যান্ডের প্রচারের অংশ।
এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। একেবারে প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, তখন নিশ্চয়ই এখনকার মতো সাবলীল ছিলেন না। কেমন ছিল প্রথম দিন ক্যামেরার সামনে অভিনয়ের অভিজ্ঞতা, জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ভিজ্যুয়াল ক্যামেরার সামনে প্রথম দাঁড়াই প্রবীর দাদার (প্রবীর রায় চৌধুরী) ‘লাভ সেমিস্টার’ নাটকে।
নতুন মুখ খুঁজছিলেন প্রবীর দাদা। তখন ইমরাউল রাফাত ভাই আমার নাম বলেছিলেন। রাফাত ভাইয়ের সঙ্গে আমার পূর্বপরিচয়।
তিনিও একাধিকবার আমাকে অভিনয়ের অফার দিয়েছিলেন। কম বয়স আর পরীক্ষা থাকার কারণে তখন রাজি হইনি। পরে প্রবীর দাদার অফার পেয়ে ভেবেচিন্তে শখের বসেই রাজি হই। প্রবীর দাদা নাটকের চরিত্রটা সম্পর্কে পুরো ধারণা দিয়েছিলেন, গ্রুমিংও করিয়েছিলেন। প্রস্তুতি শেষে অবশেষে যেদিন শুটিং শুরু হলো, আমার কোনোভাবেই ভয় কাটছিল না।
প্রবীর দাদা বললেন, শুটিং স্পটের সবার সঙ্গে যেন নিজে গিয়ে কথা বলি। এতে সহজে মিশতে পারব। আমি তা-ই করি।
খুব কাজে দিয়েছিল। যদিও প্রবীর দাদা প্রথম দিন আমার কোনো সংলাপ রাখেননি, শুধু দুইটা মোমেন্ট রেখেছিলেন।
চারদিকে ক্যামেরার সামনে আমি যখন ভয়ে ভয়ে প্রথম সংলাপহীন অভিনয় করলাম, তখনই ভয় কেটে গিয়েছিল। পাশাপাশি সবাই আমাকে সাহস দিচ্ছিল, প্রশংসা করছিল। পরের দৃশ্যে সেই ভয়টা আর ছিল না।
এভাবেই আমার প্রথম দিনের শুটিং শেষ হয়।
সেদিনের পুরো সময়টাই আমার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে, কোনো দিন ভুলতে পারব না। মুক্তির পর প্রথম যখন দৃশ্যটা পর্দায় দেখি, আমার খুব লজ্জা লাগছিল। মা-বাবাসহ নিকটজনরা মুখিয়ে ছিল নাটকে আমাকে দেখতে। প্রবীর দাদা আমার জন্য সুন্দর সূচনা করে দিয়েছিলেন। জোভান ভাইও সহশিল্পী হিসেবে খুব সাপোর্টিভ ছিলেন, যার কারণে আমরা এখন পর্যন্ত আটটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছি। সবগুলোই জনপ্রিয়তা পেয়েছে। দর্শকের ভালোবাসা পেয়েছি আমিও, যে কারণে আজকের অবস্থানে আসতে পেরেছি। প্রথমবার ক্যামেরার সামনে গিয়েছিলাম শখের বসে, আর এখন ‘লাইট ক্যামেরা অ্যাকশনের’ মধ্যেই দিন কাটে আমার। দর্শকের কাছে আমি কৃতজ্ঞ। প্রথম নাটকে আমি বেশ ভালো পারিশ্রমিকও পেয়েছিলাম, তবে টাকার অঙ্ক বলতে চাচ্ছি না। যদি পারিশ্রমিক না-ও পেতাম, তবু আমি নাটকটি করতাম।