সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

প্রাপ্তির প্রত্যাশার পরিমান বেশি থাকে

আপডেটেড
২৩ মে, ২০২৪ ০০:০৩
জাহাঙ্গীর বিপ্লব
প্রকাশিত
জাহাঙ্গীর বিপ্লব
প্রকাশিত : ২৩ মে, ২০২৪ ০০:০৩

তাসনিয়া ফারিণ- মাত্র কয়েক বছরের ক্যারিয়ার। খুব অল্প সময়েই মেধা-দক্ষতা দিয়ে ছোটপর্দায় নিজেকে প্রথম সারির মডেল-অভিনেত্রীর কাতারে নিয়ে গেছেন। বিচরণ করছেন শোবিজের প্রায় সব শাখায়। অভিনয়ের পাশাপাশি এবার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘রঙ্গে রঙ্গে রঙিন’ শিরোনামের একটি গান গেয়ে নতুন করে আলোচনার শীর্ষে চলে আসেন তরুণ এই অভিনেত্রী। আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর প্রথম সিনেমা ‘ফাতিমা’। মুক্তির আগে কিছুদিন আগে ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়ে প্রশংসা অর্জন করে। এই সিনেমা ও অন্যান্য বিষয়ে তিনি কথা বলেছেন দৈনিক বাংলার সাথে।

বাড়তি প্রচারণা নেই…

এটা আমার প্রথম অভিনীত সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। আর প্রথম সিনেমা নিয়ে সবারই বাড়তি ও বিশেষ প্রত্যাশা কাজ করে মনে। আমার মনেও তেমনই কাজ করছে। যদিও আমার প্রথম ছবিটি ছোট পরিসরে মুক্তি পাচ্ছে। শুধু সিনেপ্লেক্সগুলোতে দেখা যাবে ছবিটি। তাই প্রচারে তেমন ব্যস্ততা নেই। বাড়তি কোনো আয়োজনও নেই। তবু সিনেমাটি ঘিরে কিছু কিছু অনুষ্ঠানে উপস্থিত থাকছি।

ভাবিনি ছবিটি মুক্তি পাবে…

২০১৬ সালে শুটিং করার পর বন্ধ হয়ে যায় ছবিটির কাজ। আমি কখনো ভাবিনি ফাতিমা কোনোদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০২৩ সালে আবার এর বাকি অংশের শুটিং হয়। গল্পের বিকাশের সঙ্গে সংগতি রেখে ‘দাহকাল’ সিনেমার নাম পরবর্তন করে রাখা হয় ‘ফাতিমা’। আমাদের অনেক ঘাটতি থাকলেও চেষ্টা করেছি সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছাতে। ইতোমধ্যে সিনেমাটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে। ভালো লাগছে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

দুই মেয়ের গল্প…

ফাতিমা ও সুবর্ণা নামের দুই মেয়ের জার্নি নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এতে আমি অভিনয় করেছি ফাতিমা চরিত্রে। গল্প ও চরিত্র মিলে পর্দায় অন্য এক ফারিণকে দেখতে পাবেন দর্শক। ফাতিমা ছবিটি যখন ইরান চলচ্চিত্র উৎসবে মুক্তি পায়, তখন আমিও সেখানে ছিলাম। সবার সঙ্গে বসে দেখার একটা সুযোগ হয়েছিল। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফিল্মমেকাররা ছবিটা দেখেছেন। পর্দায় নিজের খুঁতগুলোই আগে চোখে পড়ে। সেটাই আসলে আগে দেখি। তবে দর্শকের ভালো লাগাটাই আমার কাছে প্রধান। এটা তো সবে শুরু, আমি চাই সামনে যেন আরও ভালো ভালো ছবিতে কাজ করার সুযোগ পাই।

প্রতিটি কাজই এনজয় করি…

আমি প্রতিটি কাজেই অনেক এনজয় করি। যখন কোনো কাজ করতে থাকি, তখন শুটিংয়ের মধ্যেই মনে হয় যে এটাই আমার লক্ষ্য-উদ্দেশ্য। আসলে এটাই আমার জীবনের লক্ষ্য, এ কারণেই হয়তো এই প্রফেশনটা আমি বেছে নিয়েছি এবং দিনশেষে অবশ্যই কাজের ফলাফলটা গুরুত্বপূর্ণ। যখন একটা কাজ দর্শকের ভালো লাগে, তখন অবশ্যই আমার ভালো লাগে। কিন্তু সেটা আমি বেশিক্ষণ মাথায় রাখি না। মনে করি এই কাজটাই আমার শেষ কাজ, এরপর মানুষ আমাকে আবার প্রথম কাজ হিসেবেই দেখবে, আগের কাজ মানুষ মনে রাখবে না। তাই প্রাপ্তির আনন্দটা সবসময় কম উপভোগ করি কিন্তু প্রত্যাশাটা সবসময় অনেক বেশি থাকে।

ঈদের ব্যস্ততা…

ঈদের কিছু কাজ শেষ করেছি, সামনে আরও কাজ করব। তবে কী কী কাজ করছি তা এখনই বলতে পারছি না। ঈদের আগে এগুলো জানানো হবে। অন্যদিকে ঈদের পরপরই নতুন কাজ নিয়ে হাজির হচ্ছি ওটিটিতে। দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। দর্শকদের ভালোবাসায় অভিনয়ের পাশাপাশি গান চালিয়ে যেতে চাই। পরিকল্পনা অনুযায়ী গান নিয়ে কাজ করছি। তবে ঈদের জন্য নয়। ঈদের বেশ পর নতুন গান প্রকাশ পাবে। গানটি নিয়ে এখনই বিস্তারিত বলা যাবে না।


বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী রুক্মিণী বসন্ত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

কন্নড়, তামিল ও তেলুগু সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরির পর এবার বলিউডের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী রুক্মিণী বসন্তের। ‘কান্তারা: চ্যাপ্টার ১’ সিনেমায় রাজকুমারী চরিত্রে সাফল্যের পর তার ক্যারিয়ারে নতুন মোড় এসেছে এবং তিনি হিন্দি সিনেমায় অভিনয়ের জোরালো ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী জানান, হিন্দি প্রজেক্ট নিয়ে বেশ কিছু আলোচনা চলছে এবং বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত।

হিন্দি ভাষার সঙ্গে নিজের সখ্যতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রুক্মিণী জানান, সামরিক (ফৌজি) পরিবারের সন্তান হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই তিনি এই ভাষার সঙ্গে পরিচিত। বিভিন্ন ক্যান্টনমেন্টে বড় হওয়ার কারণে হিন্দির সঙ্গে তার যোগাযোগ ছিল নিবিড়। এতদিন এই ভাষায় সেভাবে অভিনয়ের সুযোগ না পেলেও, তিনি এখন তার হিন্দি ভাষাগত দক্ষতা কাজে লাগাতে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ঈশ্বরের কৃপায় তার বলিউড যাত্রা শুরু হবে।

ইতোমধ্যেই ‘সপ্ত সাগরদাচে এলো’ এবং ‘মাদ্রাসি’র মতো সিনেমায় অভিনয় করে রুক্মিণী নিজের জাত চিনিয়েছেন। এর আগে ‘আপস্টার্টস’ সিনেমার মাধ্যমে হিন্দিতে তার স্বল্প পরিসরে অভিষেক হলেও এবার বড় পরিসরে কাজের অপেক্ষা করছেন তিনি। বর্তমানে তার হাতে ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’, ‘ড্রাগন’ এবং মণিরত্নমের একটি নামহীন সিনেমার কাজ রয়েছে।


‘পুষ্পা টু’র রেকর্ড ভেঙে বক্স অফিসে রণবীরের ‘ধুরন্ধর’র জয়জয়কার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ ভারতের বক্স অফিসে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। আয়ের দিক থেকে সিনেমাটি দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার হিট ‘পুষ্পা টু’-এর দ্বিতীয় সপ্তাহের আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির দ্বিতীয় রবিবারে ‘পুষ্পা টু’ যেখানে ৫৪ কোটি টাকার ব্যবসা করেছিল, সেখানে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ একই সময়ে ৫৮ কোটি টাকা আয় করে সেই রেকর্ড নিজের করে নিয়েছে। সালমান খান ও আমির খানের মতো তারকাদের সাম্প্রতিক সিনেমাগুলো যা করতে পারেনি, রণবীর সিংয়ের এই সিনেমা সেই সফলতাই করে দেখিয়েছে।

মুক্তির মাত্র ১০ দিনেই ‘ধুরন্ধর’ ভারতের বাজারে সর্বমোট ৩৫১ কোটি ৬১ লাখ রুপি আয় করেছে। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও আর মাধবনের মতো তারকাদের নিয়ে নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমাটি শুধুমাত্র দ্বিতীয় সপ্তাহান্তেই প্রায় ১১১ কোটি টাকা আয় ঘরে তুলেছে।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, বক্স অফিসে বড় কোনো নতুন সিনেমা মুক্তি না থাকায় এবং সামনে বড়দিন ও নববর্ষের ছুটি থাকায় ‘ধুরন্ধর’ এই সুযোগটি পূর্ণমাত্রায় কাজে লাগাবে। তাদের ধারণা, বর্তমান আয়ের ধারা অব্যাহত থাকলে সিনেমাটি খুব দ্রুতই ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে সক্ষম হবে।


হলিউড নির্মাতা রব রেইনার ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নিজ বাসভবন থেকে হলিউডের প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা রব রেইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৭৮ বছর বয়সী এই কিংবদন্তি পরিচালক ও তার ৬৮ বছর বয়সী স্ত্রীর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এনবিসি নিউজের বরাতে জানা যায়, প্রাথমিক তদন্তে উভয়ের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের প্রমাণ মেলায় পুলিশ বিষয়টিকে হত্যাকাণ্ড হিসেবেই দেখছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) ক্যাপ্টেন মাইক ব্ল্যান্ড জানিয়েছেন, ঘটনাটির তদন্তভার ডাকাতি ও হত্যা বিভাগের গোয়েন্দাদের ওপর ন্যস্ত করা হয়েছে। বর্তমানে রেইনারের বাড়িতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং আলামত সংগ্রহের কাজ চলছে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস বলেছেন, এটি শহরের জন্য এক অপূরণীয় ক্ষতি।

রব রেইনার হলিউডের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ এবং ‘এ ফিউ গুড মেন’-এর মতো কালজয়ী সিনেমা পরিচালনার জন্য বিখ্যাত। এছাড়া ‘স্লিপলেস ইন সিয়াটেল’ ও ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-এর মতো জনপ্রিয় সিনেমায় তার অভিনয়ও দর্শকদের মনে দাগ কেটেছে। উল্লেখ্য, ১৯৮৯ সালে ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ সিনেমার সেটে মিশেল সিঙ্গার রেইনারের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। মৃত্যুকালে এই দম্পতি তিন সন্তান রেখে গেছেন।


মুক্তপ্রাণ মানবিক কবি আবদুল হাই মাশরেকীর স্মরণ সভা অনুষ্ঠিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলা গানের জনপ্রিয় ধারার নির্মাতা, কিংবদন্তি কবি ও গীতিকবি আবদুল হাই মাশরেকীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “এসো গণতন্ত্র গড়ে তুলি নতুন দিনের, নতুন দিনের” শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘কবি আবদুল হাই মাশরেকী’ গবেষণা কেন্দ্র ও মাসিক জনপ্রশাসন পত্রিকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং এতে সভাপতিত্ব করেন চিত্রশিল্পী ও সমাজসেবী সন্তু সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. গোলাম শফিক—কথাসাহিত্যিক, নাট্যকার ও সাবেক অতিরিক্ত সচিব; প্রফেসর গাউসুর রহমান—গবেষক, প্রাবন্ধিক ও কবি; মোহাম্মদ আশরাফুল ইসলাম—প্রাবন্ধিক, গবেষক ও ইতিহাসবিদ, দৈনিক বাংলার সমাচারের সম্পাদক অ্যাডভোকেট ফারুক আহমেদ,ও মজিবুর রহমান—সভাপতি, উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরাম।

বক্তারা বলেন, আবদুল হাই মাশরেকী ছিলেন এক মুক্তপ্রাণ মানবিক রেনেসাঁর কবি। তিনি ছিলেন মাটির কাছাকাছি থাকা ভূমিপুত্র, যিনি মানুষের প্রয়োজনকে সর্বাগ্রে স্থান দিতেন। প্রয়োজন হলে তিনি নিজের লেখা ও সৃষ্টিকর্ম বিনা পারিশ্রমিকে মানুষের হাতে তুলে দিতেন। বক্তারা আরও বলেন, তার সাহিত্য ও সাংস্কৃতিক অবদান যথাযথভাবে মূল্যায়ন না করলে ভবিষ্যৎ প্রজন্ম সাংস্কৃতিকভাবে বঞ্চিত হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করেন গজলশিল্পী ওস্তাদ জামাল হাসান ও সহশিল্পীবৃন্দ। অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি গোলাম কাদের, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারা আকবর সিরাজী, কবিপুত্র নঈম মাশরেকী, শহীদুল ইসলাম সেলিম, মো. রুহুল আমিন বাদল প্রমূখ।

আলোচনা সভায় কবি আবদুল হাই মাশরেকীর জীবন, সাহিত্যকর্ম ও গণতান্ত্রিক চেতনায় তার অবদানের ওপর আলোকপাত করা হয়।


চরকির প্ল্যাটফর্মে অভিষেক বিদ্যা সিনহা মিমের: চ্যালেঞ্জিং চরিত্রে আসছেন গ্ল্যামার গার্ল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির কোনো প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন। সম্প্রতি নাম চূড়ান্ত না হওয়া একটি নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যেটি পরিচালনা করবেন কাজী আসাদ।

পরিচালক কাজী আসাদ জানিয়েছেন, মিম ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। তবে এই প্রজেক্টে তাঁকে গ্ল্যামারাস লুকের বাইরে সম্পূর্ণ নতুন ধরনের চরিত্রে ভাঙার চ্যালেঞ্জ নেওয়া হয়েছে, যা নিয়ে নির্মাতারা আশাবাদী।

চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই মিম চিত্রনাট্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি জানান, গল্পের গভীরতা তাঁর মন ছুঁয়েছে, যে কারণে তিনি বেশ কিছুদিন ধরে অন্য কোনো কাজ নিচ্ছেন না। মিম বলেন যে, তিনি অনেক কাজের প্রস্তাব পেলেও গল্প বা অন্যান্য বিষয় মনমতো না হওয়ায় বিরত ছিলেন, কিন্তু কাজী আসাদের এই গল্পটি এবং চরকির আগের কাজ দেখার পর তিনি মনে করেছেন যে এই কাজটি করা উচিত।

তবে এই সিনেমায় মিমকে ঠিক কেমন চরিত্রে দেখা যাবে, সে সম্পর্কে অভিনেত্রী কোনো ইঙ্গিত দেননি। তিনি শুধু জানিয়েছেন যে, গল্পে একটি দারুণ চমক থাকবে এবং সেটি তাঁর চরিত্রের যাত্রার মধ্য দিয়েই প্রকাশ পাবে। মিম চরকির কাজের প্রশংসা করে আশা প্রকাশ করেন যে তাঁর প্রথম এই কাজটিও দর্শকপ্রিয়তা পাবে।

এই চরকি অরিজিনাল ফিল্মটির গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু, এবং কাজী আসাদ নির্মাতা হিসেবে এর চিত্রনাট্য করেছেন আসাদুজ্জামান আবীরের সঙ্গে।


বিয়ে করছেন অর্জুন রামপাল, সেরেছেন বাগদান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পুনরায় আলোচনায় আসা বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন এবং জানিয়েছেন যে তিনি তাঁর দীর্ঘদিনের বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়ডসের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্র অনুযায়ী, সম্প্রতি একটি পডকাস্টে অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা দুজনেই তাঁদের সম্পর্ক নিয়ে কথা বলেন। অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঞ্চালনায় সেই পডকাস্টে বিয়ের প্রসঙ্গ উঠলে গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়ডস প্রথমে বলেন যে তাঁদের বাগদান হয়ে গেছে, কিন্তু তাঁরা বিবাহিত নন এবং ভবিষ্যতে কী হবে তা বলা যায় না। সঙ্গে সঙ্গেই অর্জুন রামপাল বিষয়টি স্পষ্ট করে বলেন যে, তাঁরা বিবাহিত না হলেও বাগদান সম্পন্ন করেছেন, যা শুনে রিয়া অবাক হয়ে যান।

অর্জুন রামপাল এবং গ্যাব্রিয়েলার মধ্যে প্রায় ছয় বছরের সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্কের আগে অর্জুন ১৯৯৮ সালে মডেল মেহর জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই বিয়ে থেকে তাঁদের মাহিকা রামপাল ও মাইরা রামপাল নামে দুই সন্তান রয়েছে। তবে ২০১৯ সালে অর্জুন ও মেহরের বিবাহবিচ্ছেদ ঘটে এবং সেই বছর থেকেই গ্যাব্রিয়ালের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক শুরু হয়।


হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নতুন সিনেমার ঘোষণা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়ার ব্যতিক্রমী আয়োজনে নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

গতকাল এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তানিম নূর পরিচালিত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। যেখানে ট্রেন ভ্রমণের আমেজ সৃষ্টি করে দর্শকদের সিনেমার জগতে প্রবেশ করানো হয়। লাল পর্দা সরিয়ে মঞ্চে ট্রেনের আদলে সাজানো সেটে একে একে পরিচিত মুখেরা মঞ্চে আসেন, যা গল্পের দেশে যাত্রার ইঙ্গিত দেয়।

এই সিনেমায় মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর এবং শরীফুল রাজের মতো তারকাদের সঙ্গে আরও অনেক নতুন মুখকে দেখা যাবে।

এই সিনেমাটি বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। নির্মাতা তানিম নূর পূর্বে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে ‘উৎসব’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। 'বনলতা এক্সপ্রেস'-এ চিত্রা চরিত্রে অভিনয় করবেন সাবিলা নূর। সিনেমাটির শুটিং আগামীকাল থেকে ঢাকায় শুরু হবে এবং এটি আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

নির্মাতা তানিম নূর জানান যে, ‘উৎসব’ তৈরির পর অনেকে তাঁকে আবারও পারিবারিক গল্প নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছিলেন, যা থেকেই তিনি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেন।

অভিনয়শিল্পীরাও এই প্রকল্পে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করেন। মোশাররফ করিম চরিত্র এবং চিত্রনাট্যের প্রতি মুগ্ধতা প্রকাশ করে জানান, হুমায়ূন আহমেদের উপন্যাসের প্রতি তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে। চঞ্চল চৌধুরী বলেন, তানিম নূরের পরিচালনায় এবং হুমায়ূন আহমেদের গল্পে কাজ করতে পারাটা দর্শকদের জন্য বাড়তি আগ্রহের বিষয় হবে। আজমেরী হক বাঁধন জানান, তাঁর মেয়ে তাঁকে এই প্রকল্পে কাজ করতে উৎসাহিত করেছে, কারণ তিনি হুমায়ূন আহমেদের গল্পের অনুরাগী এবং তাঁর সহশিল্পীরাও পছন্দের। জাকিয়া বারী মম নির্মাতা তানিম নূর এবং সহশিল্পীদের প্রতি আস্থা প্রকাশ করে আশা করেন এটি একটি দারুণ যাত্রা হবে।


হানিমুন শেষে প্রকাশ্যে রাজ-সামান্থা: খুনসুটিতে মগ্ন নবদম্পতি, অনুরাগীদের উচ্ছ্বাস

আপডেটেড ১৪ ডিসেম্বর, ২০২৫ ১৪:০১
বিনোদন ডেস্ক

চলতি ডিসেম্বরে বিয়ের গুঞ্জন এবং জল্পনার কেন্দ্রে থাকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং পরিচালক রাজ নিদিমরু অবশেষে বিয়ের পর প্রথমবার জনসমক্ষে এলেন। বিয়ের মাত্র দুদিন পরেই হানিমুনে উড়ে গিয়েছিলেন এই দম্পতি, যা নেটিজেনদের সমালোচনার জন্ম দিলেও, এবার সেখান থেকে ফিরে হায়দরাবাদ বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নবদম্পতিরা নিজেদের মতো করে রং মিলিয়ে জিনস, টি-শার্ট এবং ট্রাউজার-জ্যাকেটে সেজেছেন। একে অপরের সঙ্গে কথায় এবং খুনসুটিতে মগ্ন থাকায় তাদের প্রকাশ্যে দেখে অনুরাগীরা দারুণ খুশি হয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করেছেন সামান্থা, যার মধ্যে ছিল রোগভোগও। সেই কঠিন অধ্যায় কাটিয়ে চলতি ডিসেম্বর মাসের ১ তারিখে তিনি ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেন। এই তারকা দম্পতিকে একফ্রেমে দেখায় ভক্তমহলে আনন্দের ঢেউ সৃষ্টি হয়েছে।

অভিনয়ের ক্ষেত্রে, সামান্থাকে সবশেষ ২০২৩ সালে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে ‘কুশি’ সিনেমায় দেখা গিয়েছিল। এছাড়া ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানিবানি’-তেও তাকে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা গেছে।


ভারতীয় বক্স অফিসে ঝড় তুললেও 'ধুরন্ধর' মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউডের নতুন ছবি ‘ধুরন্ধর’ ভারতে মুক্তির পরপরই বক্স অফিসে এক বিশাল সাফল্য লাভ করেছে এবং দর্শক মহলে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। রণবীর সিং অভিনীত এই ছবিটি শুধু আয়ের দিক থেকেই নয়, সমালোচক ও দর্শকদের মন্তব্যের জেরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে অক্ষয় খান্নার একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি প্রথম সপ্তাহেই ২০৭.২৫ কোটি টাকা আয় করে। দ্বিতীয় শনিবারে এর আয় লাফিয়ে ৪৪.৬ কোটি টাকায় পৌঁছায়, যা দ্বিতীয় সপ্তাহের জন্য সর্বোচ্চ ছিল। সবমিলিয়ে ছবিটি ২৮৩.৮১ কোটি টাকা আয় করেছে এবং বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় রোববারের মধ্যেই এটি ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে।

তবে ভারতের এই সাফল্যের বিপরীতে আন্তর্জাতিক বাজারে একটি বড় বাধা সৃষ্টি হয়েছে। জানা গেছে, মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, ‘পাকিস্তান-বিরোধী থিম’-এর অভিযোগে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ‘ধুরন্ধর’ প্রদর্শনের অনুমতি দেওয়া হয়নি। একটি সূত্র জানিয়েছে, ছবিটির বিষয়বস্তু নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ আপত্তি তোলায় নির্মাতাদের প্রচেষ্টা সত্ত্বেও অনুমোদন পাওয়া যায়নি, যা উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিকভাবে সংবেদনশীল চলচ্চিত্রের ক্ষেত্রে নতুন নয়।

নির্মাতারা ছবিটি একটি স্পাই থ্রিলার হিসেবে দাবি করেছেন, যার প্রেক্ষাপট পাকিস্তান এবং এটি হামজা আলি মাজারি নামক এক রহস্যময় চরিত্রের ওপর আলোকপাত করে, যিনি কুখ্যাত রহমান ডাকাতের গ্যাংয়ে অনুপ্রবেশ করেন। ছবিতে রণবীর সিং ছাড়াও অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর. মাধবন এবং সারা অর্জুন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় প্রশংসা রয়েছে, সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ায় রিভিউ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, যার নিন্দা জানিয়েছে ফিল্ম ক্রিটিক্স গিল্ড। সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এই ছবিতে সংসদ বিস্ফোরণ, মুম্বাই তাজ হোটেল হামলা ও বিমান ছিনতাইয়ের মতো একাধিক সংবেদনশীল ঘটনাও চিত্রিত হয়েছে।


‘আমার প্রথম রোজগার ছিল ৬৪ টাকা’: স্মৃতিচারণায় ঈশিতা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী রুমানা রশীদ ঈশিতা জানিয়েছেন, তার জীবনের প্রথম রোজগার ছিল মাত্র ৬৪ টাকা। বিটিভির একটি নৃত্যনাট্যে অংশ নেওয়ার সুবাদে তিনি এই সম্মানী পেয়েছিলেন। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর নতুন পর্বে অতিথি হয়ে এসে এসব অজানা ও মজার স্মৃতি শেয়ার করেছেন তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পর্বটি আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত হবে।

চলতি সপ্তাহেই ক্যামেরার সামনে ঈশিতার পথচলার ৩৯ বছর পূর্ণ হতে যাচ্ছে। ১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আল মনসুরের একটি নৃত্যনাট্যে অংশ নেওয়ার মাধ্যমে মাত্র ৬ বছর বয়সে তার পর্দায় অভিষেক ঘটে। ‘নতুন কুঁড়ি’র দুইবারের চ্যাম্পিয়ন এই তারকা তার প্রথম আয়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বিটিভি থেকে পাওয়া সেই ৬৪ টাকা তার নানু তৎক্ষণাৎ উত্তরা ব্যাংকে জমা করে দিয়েছিলেন। এমনকি তিনি যখন ভালো উপার্জন করতেন, তখনও বাসা থেকে তাকে খামে ভরে মাসিক ৫০ টাকা হাতখরচ দেওয়া হতো, যা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বেড়ে ৫০০ টাকা হয়েছিল।

পারিবারিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন ঈশিতা। এই সময়ে অনেক লোভনীয় নাটক, সিরিজ ও সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেও, তিনি জানান, মনের মতো চরিত্র ও স্ক্রিপ্ট পেলে যেকোনো মাধ্যমে আবার কাজ করতে তিনি প্রস্তুত। জেড আই ফয়সাল প্রযোজিত এই অনুষ্ঠানে ঈশিতার জীবনের এমন অনেক না বলা কথা জানা যাবে।


অনুমোদন মেলেনি, শেষ মুহূর্তে বাতিল আতিফ আসলামের কনসার্ট

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

নানা জল্পনা-কল্পনা ও আয়োজকদের শতভাগ প্রস্তুতির পরও অবশেষে বাতিল হয়ে গেল আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট। আগামী ১৩ ডিসেম্বর পূর্বাচল নতুন শহরের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় তা আর হচ্ছে না।

আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনক’ এবং সহ-আয়োজক ‘স্পিরিট অব জুলাই’ শেষ মুহূর্ত পর্যন্ত কনসার্টটি আয়োজনের বিষয়ে আশাবাদী ছিল। তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করা হবে। কিন্তু ১১ ডিসেম্বর সন্ধ্যা গড়িয়ে গেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো অনুমতিপত্র আসেনি। এরপর শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় ১৩ তারিখের কনসার্টটি আয়োজন করা যে অসম্ভব, তা নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আয়োজক।

মূলত জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত এক মাস ধরেই দেশে বড় ধরনের কোনো কনসার্টের অনুমোদন দিচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আতিফ আসলামের কনসার্টটিও সেই প্রশাসনিক সিদ্ধান্তের বেড়াজালে আটকে গেল। অথচ দর্শকদের সুবিধার্থে আয়োজকরা টিকিটের মূল্য ৪০ শতাংশ কমিয়েছিলেন এবং যাতায়াতের জন্য কুড়িল বিশ্বরোড থেকে ভেন্যু পর্যন্ত বিআরটিসি ফ্রি শাটল সার্ভিসের ব্যবস্থাও করেছিলেন।

‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের এই জমকালো আয়োজনে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম ছাড়াও মঞ্চ মাতানোর কথা ছিল ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস এবং দেশের কয়েকজন ফোক শিল্পীর। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক জটিলতায় ভেস্তে গেল সব আয়োজন।


যুক্তরাষ্ট্র থেকে জোড়া সুখবর দিলেন মোনালিসা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা শোবিজ অঙ্গন থেকে দূরে সরে যুক্তরাষ্ট্রে প্রবাসজীবন বেছে নিলেও ভক্তদের জন্য এবার জোড়া সুখবর নিয়ে এসেছেন। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রে নিজের পেশাগত জীবনে বড় সাফল্য অর্জন করেছেন তিনি।

দীর্ঘ ১২ বছরের কর্মজীবনের অভিজ্ঞতার পর আন্তর্জাতিক একটি প্রসাধনসামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী থেকে পদোন্নতি পেয়ে ব্যবস্থাপক (ম্যানেজার) পদে উন্নীত হয়েছেন মোনালিসা। গত শুক্রবার থেকেই নতুন এই দায়িত্বে তার পথচলা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই আনন্দের সংবাদটি শেয়ার করে মোনালিসা জানিয়েছেন, কঠোর পরিশ্রমের ফলেই তিনি আজকের এই অবস্থানে পৌঁছেছেন। নিজের প্যাশনের জায়গা থেকে বিউটি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়া মোনালিসা নতুন এই চ্যালেঞ্জ নিয়ে বেশ উচ্ছ্বসিত।

পেশাগত সাফল্যের পাশাপাশি শোবিজ অঙ্গনেও তার ফেরার আভাস পাওয়া গেছে। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’-এ দেখা যাবে তাকে। ইতিমধ্যে চলচ্চিত্রটির টিজার প্রকাশ পেয়েছে এবং এটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে বিয়ের পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০১৩ সাল থেকে নিজেকে নতুন করে গুছিয়ে নেন মোনালিসা। শুরুতে একটি বাংলা টেলিভিশন চ্যানেলে কাজ করলেও পরবর্তীতে নিজের দীর্ঘদিনের ভালোলাগা থেকে প্রসাধনী শিল্পে যুক্ত হন। অভিনয় ও মডেলিং তার ভালোবাসা হলেও মেকআপকে তিনি নিজের প্যাশন হিসেবেই বেছে নিয়েছেন।


হলিউডের জনপ্রিয় অভিনেতা পিটার গ্রিন আর নেই

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

হলিউডের নব্বই দশকের দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ ও জনপ্রিয় খলনায়ক পিটার গ্রিন মারা গেছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইডের ক্লিনটন স্ট্রিটে অবস্থিত নিজ বাসা থেকে ৬০ বছর বয়সী এই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়।

নিউইয়র্ক পোস্ট সূত্রে জানা গেছে, পুলিশ প্রাথমিক তদন্তে তার মৃত্যুর ঘটনায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মেডিকেল পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। অভিনেতার দীর্ঘদিনের ম্যানেজার গ্রেগ এডওয়ার্ডস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাকে ‘এই প্রজন্মের অন্যতম শক্তিশালী অভিনেতা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ব্যক্তিগত জীবনে নানা সংগ্রাম থাকলেও কাজের ক্ষেত্রে গ্রিন ছিলেন ভীষণ পারফেকশনিস্ট এবং একজন অসাধারণ মানুষ।

পিটার গ্রিন মূলত পর্দায় ভয়ংকর ও জটিল নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের মনে গেঁথে আছেন। কুয়েন্টিন টারান্টিনোর কাল্ট ক্লাসিক সিনেমা ‘পাল্প ফিকশন’-এ নিষ্ঠুর ‘জেড’ চরিত্র এবং ‘দ্য মাস্ক’ সিনেমায় জিম ক্যারি ও ক্যামেরন ডিয়াজের বিপরীতে খলনায়ক ডোরিয়ান টাইরেল চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। এছাড়া ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’, ‘ট্রেনিং ডে’, ‘ব্লু স্ট্রিক’ ও ‘লজ অব গ্র্যাভিটি’সহ প্রায় ৯৫টি সিনেমায় তিনি অভিনয় করেছেন।

নিউ জার্সির মন্টক্লেয়ারে জন্মগ্রহণ করা পিটার গ্রিন কৈশোরে বাড়ি ছেড়ে নিউইয়র্কের রাস্তায় জীবন শুরু করেছিলেন। জীবনের এক পর্যায়ে তিনি মাদকাসক্তির সঙ্গে লড়াই করেছেন এবং ১৯৯৬ সালে আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সেই অন্ধকার অধ্যায় কাটিয়ে উঠেছিলেন। মৃত্যুর আগে তিনি মিকি রুর্কের সঙ্গে ‘মাসকটস’ নামের একটি নতুন স্বাধীন চলচ্চিত্রের শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার আগেই এই আকস্মিক মৃত্যুতে সেই পরিকল্পনা থমকে গেল।


banner close