এ বছর ভারতের শীর্ষ ধনী তারকার নামের তালিকায় সবার ওপরে রয়েছেন বলিউড কিং শাহরুখ খানের নাম। প্রতি বছরই সম্পদের নিরিখে শীর্ষ তারকাদের তালিকা প্রকাশ করে ফোর্বস সাময়িকী। এবার ফোর্বস ইন্ডিয়া প্রকাশ করেছে আয়ের নিরিখে ভারতের শীর্ষ ১০ তারকার তালিকা।
পাঠান’, ‘জওয়ান’, ‘ডানকি’ দিয়ে গত বছরটা নিজের করে নিয়েছেন শাহরুখ খান। অনুমিতভাবেই এ তালিকার শীর্ষে আছে তাই শাহরুখ খানের নাম। এরপর এ তালিকায় জায়গা করে নিয়েছেন সালমান খান, আমির খান, আল্লু অর্জুন, অক্ষয় কুমার, রজনীকান্তদের নাম। ফোর্বস ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের সম্পত্তির পরিমাণ ৬ হাজার ৩০০ কোটি রুপি। গত বছর ‘পাঠান’ দিয়ে শাহরুখ খান প্রায় চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেন। এরপর আসে ‘জওয়ান’। ‘পাঠান’ ও ‘জওয়ান’এ দুই সিনেমা বিশ্বজুড়ে প্রায় ২ হাজার কোটি রুপির বেশি আয় করেছিল। ‘ডানকি’ ছবিটিও মোটের ওপর ভালোই ব্যবসা করেছিল। সবটা মিলিয়েই ভারতের সবচেয়ে বিত্তশালী তারকা হয়েছেন শাহরুখ।
ফোর্বসের তালিকায় এর পরেই আছেন সালমান খান। তার সম্পত্তির পরিমাণ ২ হাজার ৯০০ কোটি রুপি। এরপরই আছেন অক্ষয় কুমার।
২ হাজার ৫০০ কোটি রুপির সম্পত্তি আছে তার। অন্যদিকে আমির খান ১ হাজার ৮৬২ কোটি রুপির মালিক। তালিকায় এরপরই আছেন দক্ষিণি তারকা থালাপতি বিজয়। তার সম্পত্তির পরিমাণ ৪৭৪ কোটি রুপি। অন্যদিকে রজনীকান্তের আছে ৪৩০ কোটি রুপির সম্পত্তি। ‘পুষ্পা’খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের সম্পত্তি আছে ৩৫০ কোটি রুপির। প্রভাস ও অজিত কুমারের সম্পত্তির মূল্য যথাক্রমে ২৪১ কোটি ও ১৯৬ কোটি রুপি। এ তালিকার দশম স্থানে আছেন কমল হাসান। তাঁর সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি রুপি।
পুরনো উন্মাদনা আর সানি দেওলের সেই চেনা মেজাজ নিয়ে আবারও পর্দায় ফিরেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বর্ডার ২’। মুক্তির শুরুতেই ভারতীয় বক্স অফিসে কার্যত সুনামি সৃষ্টি করেছে ছবিটি। দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভেসে মাত্র তিন দিনেই ১১৫ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে এই সিনেমা। ‘গদর ২’-এর অভাবনীয় সাফল্যের পর সানি দেওল আবারও প্রমাণ করলেন, ‘মাস-এন্টারটেইনার’ হিসেবে তার আবেদন ও জনপ্রিয়তা আজও অটুট।
মুক্তির প্রথম দিন অর্থাৎ গত শুক্রবারই ৩৫ কোটি টাকার ব্যবসা করে বড় ধামাকার ইঙ্গিত দিয়েছিল ‘বর্ডার ২’। শনিবার আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকলেও রবিবার ছুটির দিনে প্রেক্ষাগৃহগুলোতে ছিল উপচে পড়া ভিড়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রবিবার একদিনেই ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৪০ থেকে ৪২ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট সংগ্রহ ১১৫ কোটি ছাড়িয়ে গেছে। চলতি সপ্তাহে অন্য কোনো বড় বাজেটের সিনেমা মুক্তি না পাওয়ায় বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে ছবিটি।
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ভারত যখন বাংলাদেশকে সহায়তা করছিল, ঠিক সেই সময়ে পাকিস্তান ভারতের কিছু প্রদেশে হামলা চালায়—এমন ঐতিহাসিক ও আবেগঘন প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই ছবি। সিনেমায় সানি দেওলকে দেখা গেছে এক অভিজ্ঞ পথপ্রদর্শকের ভূমিকায়। তবে এবারের লড়াইয়ে তিনি একা নন; তার সঙ্গে তরুণ ব্রিগেডে যুক্ত হয়ে পর্দার উত্তাপ বাড়িয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও আহান শেট্টি।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের প্রথম ব্লকবাস্টার হিসেবে ‘বর্ডার ২’ ইতিমধ্যেই নিজের অবস্থান পাকা করে নিয়েছে। ছবির এই দাপট অব্যাহত থাকলে তা আমির খান বা শাহরুখ খানের পুরনো অনেক রেকর্ড ভেঙে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক চাহিদা ও আয়ের গতি দেখে বোঝা যাচ্ছে, আগামী দিনগুলোতেও বক্স অফিসে রাজত্ব করবে দেশাত্মবোধক এই সিনেমাটি।
ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র ভূমি সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিক এবং পরিচিত মডেল-অভিনেত্রী মারিয়া মিম। ২৪ জানুয়ারি শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তিনি এই ধর্মীয় সফরের বিষয়টি নিশ্চিত করেন।
জীবনের এই বিশেষ মুহূর্তটি ভক্তদের সাথে ভাগ করে নিয়ে মিম লিখেছেন, “আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দাওয়াত এসে পৌঁছেছে। আল্লাহ আমাকে তার ঘরে ডেকেছেন।” অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী মিম ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাঁদের সংসারে একটি পুত্রসন্তান থাকলেও ২০১৯ সালে তাঁদের বৈবাহিক বিচ্ছেদ ঘটে। সচরাচর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আধুনিক জীবনযাপন ও সাহসী উপস্থাপনার জন্য নেটিজেনদের আলোচনার কেন্দ্রে থাকলেও তাঁর এবারের এই ওমরাহ পালনের সিদ্ধান্ত ভক্তদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। অনেক শুভাকাঙ্ক্ষী ও অনুরাগী এই সফরের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও শুভকামনা ব্যক্ত করেছেন।
ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে মুক্তি পেল সালমান খান অভিনীত সিনেমা ব্যাটল অফ গালওয়ান-এর নতুন গান মাতৃভূমি। জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে গাওয়া এই দেশাত্মবোধক গানটি মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। দেশপ্রেমের আবহে তৈরি গানটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের শেয়ার ও ভিউয়ের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে।
গানটির দৃশ্যায়নে সালমান খানকে একজন দৃঢ়প্রত্যয়ী সেনা কর্মকর্তার ভূমিকায় দেখা গেছে, যার চোখেমুখে দেশের প্রতি অগাধ ভালোবাসা ও আত্মত্যাগের অঙ্গীকার ফুটে উঠেছে। আবেগঘন কথা, শক্তিশালী সুর এবং অরিজিৎ সিংয়ের হৃদয়ছোঁয়া কণ্ঠের জাদুতে গানটি ইতিমধ্যেই শ্রোতাদের দেশপ্রেমের প্লেলিস্টে বিশেষ জায়গা করে নিয়েছে। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে এমন একটি আবেগী গানের মুক্তি দর্শকদের মাঝে বাড়তি উচ্ছ্বাস ও উদ্দীপনা তৈরি করেছে।
শুরু থেকেই ব্যাটল অফ গালওয়ান সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যকার সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় সালমান খান কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন। এই চ্যালেঞ্জিং চরিত্রের জন্য তিনি নিজেকে প্রস্তুত করতে কঠোর শারীরিক প্রশিক্ষণ নিয়েছেন। শুটিং শুরুর আগে নিয়মিত বিশেষ অনুশীলন করার পাশাপাশি নিজের খাদ্যাভ্যাসেও বড় ধরনের পরিবর্তন এনেছিলেন এই বলিউড সুপারস্টার।
গত ২৭ ডিসেম্বর নিজের জন্মদিনে সালমান খান সিনেমাটির টিজার প্রকাশ করেছিলেন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়। গালওয়ান সংঘাতের চিত্রায়ন নিয়ে চীন তীব্র আপত্তি জানিয়েছে। চীনা সংবাদমাধ্যমগুলো দাবি করেছে যে সিনেমাটিতে তথ্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে এবং এটি উগ্র জাতীয়তাবাদ উসকে দিচ্ছে। এমনকি সিনেমাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও কটাক্ষ করা হয়েছে। তবে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমার নতুন গান মাতৃভূমি। দেশাত্মবোধের আবেগে ভরপুর এই গানটি সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের মনোনয়ন তালিকায় নতুন ইতিহাস সৃষ্টি করেছে ভ্যাম্পায়ার হরর ঘরানার সিনেমা সিনার্স। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে এই সিনেমাটি মোট ১৬টি বিভাগে মনোনয়ন লাভ করেছে, যা একক সিনেমা হিসেবে অস্কারের ইতিহাসে সর্বোচ্চ মনোনয়নের পূর্ববর্তী সকল রেকর্ড ভেঙে দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে অভিনেতা ড্যানিয়েল ব্রুকস ও লুইস পুলম্যান চূড়ান্ত এই মনোনয়ন তালিকা প্রকাশ করেন।
রায়ান কুগলার পরিচালিত সিনার্স সিনেমাটি এবারের অস্কার দৌড়ে হলিউডের বাঘা বাঘা সব প্রতিযোগীকে পেছনে ফেলেছে। বিশেষ করে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত বহুল আলোচিত থ্রিলার সিনেমা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ১৩টি শাখায় মনোনয়ন পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সিনার্স সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক এবং সেরা অভিনেতাসহ গুরুত্বপূর্ণ প্রায় সব ক্যাটাগরিতেই বিচারকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। চলতি বছর উত্তর আমেরিকার বক্স অফিসেও সিনেমাটি দারুণ সাফল্য দেখিয়েছে এবং আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন মাইকেল বি জর্ডান।
এবারের অস্কারে সিনার্স-এর আধিপত্যের পাশাপাশি অন্যান্য সিনেমাও লড়াইয়ে টিকে আছে। ফ্রাঙ্কেনস্টাইন, মার্টি সুপ্রিম এবং সেন্টিমেন্টাল ভ্যালু সিনেমাগুলো ৯টি করে শাখায় মনোনয়ন পেয়েছে। এছাড়া হ্যামনেট ৮টি শাখায় মনোনীত হয়েছে। এবারের আসরে সেরা সিনেমা হওয়ার দৌড়ে সিনার্স-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, সেন্টিমেন্টাল ভ্যালু, বুগোনিয়া, এফ-ওয়ান, দ্য সিক্রেট এজেন্ট এবং ট্রেন ড্রিমস।
আগামী ১৫ মার্চ হলিউডের বিখ্যাত ডলবি থিয়েটারে এক জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে অস্কারের সোনালি ট্রফি তুলে দেওয়া হবে। হরর সিনেমার জন্য ১৬টি মনোনয়ন পাওয়াকে চলচ্চিত্র সমালোচকরা একটি বিরল ও ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন, যা এবারের অস্কার আসরকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে এক অনন্য মাইলফলক। 'টুয়েলভথ ফেল' সিনেমার অভাবনীয় সাফল্যের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে চলেছেন এই অভিনেতা। তার অভিনীত আসন্ন থ্রিলার সিনেমা ‘হোয়াইট’-এ যুক্ত হচ্ছেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। তবে পর্দায় অভিনয়ের জন্য নয়, সিনেমাটিতে একটি বিশেষ গান গাওয়ার জন্য এই হলিউড তারকার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, জেনিফার লোপেজ এই সিনেমায় একটি ‘অ্যান্থেম’ বা থিম সং গাইবেন। গানটি ইংরেজি ও স্প্যানিশ—উভয় ভাষার সংমিশ্রণে তৈরি হওয়ার কথা রয়েছে, যা সিনেমাটিতে ভিন্ন এক আন্তর্জাতিক মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। যদিও জেনিফার লোপেজের যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে সিনেমা সংশ্লিষ্টরা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, তবে দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক মানের এই থ্রিলার সিনেমাটি মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। সিনেমাটির দৃশ্যধারণের কাজ অনেক আগেই শুরু হয়েছে এবং দক্ষিণ আমেরিকায় এর প্রায় ৯০ শতাংশ শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্মাতারা পরিকল্পনা করছেন মূল সিনেমাটি ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হলেও পরবর্তীতে এটি আরও ২১টি ভাষায় ডাবিং করে বিশ্বজুড়ে মুক্তি দেওয়া হবে।
এদিকে, ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জয়ের পর বিক্রান্ত ম্যাসির জনপ্রিয়তা এখন তুঙ্গে। তার এই নতুন আন্তর্জাতিক প্রজেক্ট এবং জেনিফার লোপেজের মতো বৈশ্বিক তারকার অন্তর্ভুক্তি সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে। বলিউড ও হলিউডের এই মেলবন্ধন দর্শকদের জন্য নতুন কিছু উপহার দেবে বলে আশা করা হচ্ছে।
ছোট পর্দার দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় ও সফল জুটি আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী আবারও এক হতে যাচ্ছেন। তবে এবার আর টেলিভিশনের ছোট পর্দায় নয়, বরং বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে তাদের রসায়ন দেখার সুযোগ পেতে যাচ্ছেন ভক্তরা। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সময়ের আলোচিত ও প্রশংসিত নির্মাতা ভিকি জাহেদ এই দুই তারকাকে নিয়ে একটি সিনেমা নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। যদিও নির্মাতা বা শিল্পীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে শোবিজ অঙ্গনে এই খবরটি নিয়ে জোর গুঞ্জন ও আলোচনা শুরু হয়েছে।
টিভি নাটকে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর জুটি বরাবরই দর্শকদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা পেয়ে এসেছে। কিন্তু গত কয়েক বছর ধরে আফরান নিশো সিনেমায় ব্যস্ত হয়ে পড়ায় এই জুটিকে আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি। সর্বশেষ ভিকি জাহেদেরই ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ তারা একসঙ্গে অভিনয় করেছিলেন, যা ওটিটি প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছিল এবং দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই সফলতার ধারাবাহিকতায় এবং দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নির্মাতা ভিকি জাহেদ আবারও তাদের এক ফ্রেমে বন্দি করার উদ্যোগ নিয়েছেন।
সিনেমাটির প্রাথমিক প্রস্তুতি বা প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। খুব শিগগিরই বড় পরিসরে একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সিনেমার নাম ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই জুটির বড় পর্দায় অভিষেক এবং ভিকি জাহেদের নির্মাণশৈলী—সব মিলিয়ে প্রজেক্টটি নিয়ে দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে।
বর্তমানে এই দুই তারকাই তাদের নিজ নিজ একক প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আফরান নিশো সম্প্রতি রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিং শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী ব্যস্ত রয়েছেন নির্মাতা শিহাব শাহীনের একটি ওয়েব সিরিজের কাজে। সেই সিরিজে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। সব মিলিয়ে ভক্তরা এখন নিশো ও মেহজাবীনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। তার পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের মাঝে দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। শনিবার ২৪ জানুয়ারি সেই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে সিনেমাটির একটি নতুন ঝলক বা টিজার প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শাহরুখ খান নিজেই সিনেমাটির মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন। টিজারে তাকে এক বিধ্বংসী ও লার্জার দ্যান লাইফ ইমেজে দেখা গেছে, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।
প্রকাশিত টিজারে দেখা যায়, তুষারাবৃত এক পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছেন রক্তাক্ত শাহরুখ খান। তার চোখেমুখে প্রতিশোধ ও হিংস্রতার ছাপ স্পষ্ট। টিজারে তাকে গর্জন করে বলতে শোনা যায়, গর্জনের সময় এসে গেছে। এছাড়া পর্দায় ভেসে ওঠে একটি বিশেষ বার্তা, যেখানে লেখা ছিল, বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে। টিজারের এই দৃশ্য ও সংলাপ দর্শকদের মাঝে টানটান উত্তেজনা সৃষ্টি করেছে এবং কিং খানের এই নতুন রূপ ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন জনপ্রিয় নির্মাতা সিদ্ধার্থ আনন্দ, যার পরিচালনায় এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ বক্স অফিসে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছিল। নির্মাতারা জানিয়েছেন, ২০২৬ সালের বড়দিন বা ক্রিসমাস উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। বড়দিনের ছুটিকে কেন্দ্র করে মুক্তির তারিখ নির্ধারণ করায় বক্স অফিসে সিনেমাটি বড় ধরনের বাণিজ্যিক সাফল্য পাবে বলে ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
২০২৩ সালে পর পর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র মতো তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর শাহরুখ খান দীর্ঘ সময় বড় পর্দা থেকে দূরে ছিলেন। প্রায় তিন বছরের এই বিরতি কাটিয়ে তিনি ‘কিং’ সিনেমার মাধ্যমেই রাজকীয় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। এই সিনেমার অন্যতম বড় আকর্ষণ হলো কাস্টিং। এই প্রথমবার বড় পর্দায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। এছাড়া সিনেমায় খলনায়কের ভূমিকায় থাকছেন অভিষেক বচ্চন এবং শাহরুখের বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। তারকাবহুল এই সিনেমাটি বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস গড়বে বলে আশা করা হচ্ছে।
ভারতের হরিয়ানায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে জনসম্মুখে শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী মৌনী রায়। দর্শকদের মাঝে উপস্থিত একদল বয়স্ক ব্যক্তির অসভ্য আচরণের বর্ণনা দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। অভিনেত্রীর ভাষ্যমতে, মঞ্চে আরোহণের ঠিক পূর্বমুহূর্তে দুই বয়স্ক ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করলে তিনি তাৎক্ষণিক এর প্রতিবাদ জানিয়ে তাদের হাত সরিয়ে নিতে বলেন। তবে পরিস্থিতি তাতেও স্বাভাবিক হয়নি বরং পারফরম্যান্সের সময় সামনের সারিতে থাকা ওই ব্যক্তিরা অভিনেত্রীকে লক্ষ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি করতে থাকেন।
মৌনী রায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থাপনাকে সরাসরি দায়ী করেছেন। তিনি জানান যে, ওই ব্যক্তিদের সংযত হওয়ার আহ্বান জানানো হলে তারা উল্টো মঞ্চে গোলাপ ফুল ছুড়তে শুরু করে। পুরো বিষয়টি তার জন্য এতটাই অসহনীয় ও অস্বস্তিকর হয়ে উঠেছিল যে তিনি অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, তবে কেবল পেশাদারিত্বের খাতিরেই শেষ পর্যন্ত পারফর্ম করতে বাধ্য হন। নিজের তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি সামাজিক মাধ্যমে নারী নিরাপত্তার মৌলিক প্রশ্নটি তুলে ধরে বলেন, "আমার মতো একজনকে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তবে সাধারণ বা নতুন মেয়েদের নিরাপত্তা কোথায়?"
টেলিভিশন জগত থেকে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেত্রী মনে করেন, শিল্পীদের কেবল তাদের শৈল্পিক প্রতিভার মাধ্যমেই মূল্যায়ন করা উচিত এবং এ ধরনের অভব্য আচরণের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া জরুরি। মৌনী রায়ের এই অভিযোগ বর্তমানে নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যা জনসমক্ষে নারীদের নিরাপত্তা ও ব্যক্তিগত সম্মানের বিষয়টি আবারও জোরালোভাবে সামনে নিয়ে এসেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে জনসচেতনতা ও আয়োজকদের সতর্কতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ব্যস্ত সময় পার করছেন একাধিক নতুন প্রজেক্ট নিয়ে। এরই মধ্যে ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ শিরোনামের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে শুটিং শুরু করেছেন তিনি। এসব কাজের পাশাপাশি আরও একটি নতুন প্রজেক্টে যুক্ত হলেন এই তারকা অভিনেত্রী।
নতুন এই প্রজেক্টের নাম ‘শিকার’। কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত হতে যাওয়া এটি একটি ওয়েব ফিল্ম। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন সময়ের জনপ্রিয় অভিনেতা পলাশ। এই ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন অপু ও পলাশ, যা নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।
আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মিত ‘শিকার’-এর চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন ডিরেক্টর অব ফটোগ্রাফি সাইফুল শাহিন। রেজা ফিল্মস প্রডাকশনের ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটির শুটিং হবে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে। নির্মাতাদের মতে, ভিন্ন ভৌগোলিক পটভূমি গল্পে নতুন মাত্রা যোগ করবে।
এই প্রজেক্টে অপু বিশ্বাস ও পলাশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ আরও বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী।
উল্লেখ্য, নির্মাতা আমজাদ হোসেনের পরিচালনায় ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অপু বিশ্বাস। তবে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ‘কোটি টাকার কাবিন’-এ প্রধান নায়িকা হিসেবে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ছায়া বৃক্ষ’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে।
সব মিলিয়ে ওয়েব ফিল্ম ‘শিকার’ নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।
বলিউডের তিন দশকের দীর্ঘ পথচলায় শাহরুখ খান নিজেকে কেবল একজন সফল অভিনেতা হিসেবেই নয়, বরং এক অনন্য ব্যক্তিত্ব ও বুদ্ধিবৃত্তিক প্রতীকে পরিণত করেছেন। রোমান্টিক নায়ক থেকে শুরু করে জটিল ও ধূসর চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় প্রতিভার পাশাপাশি ক্ষুরধার মেধা ও রসবোধ তাঁকে বিশেষ উচ্চতা দান করেছে। সমসাময়িক রাজনীতি ও চলচ্চিত্র জগতের আচরণগত পার্থক্য নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত সূক্ষ্ম এক পর্যবেক্ষণ তুলে ধরেন। জনৈক প্রভাবশালী রাজনীতিবিদের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘রাজনীতিবিদ আর চলচ্চিত্রজগতের মানুষ প্রায় একই রকম, পার্থক্য শুধু এক জায়গায়। রাজনীতিবিদদের মতবিরোধ থাকলেও প্রকাশ্যে তারা একে অপরকে জড়িয়ে ধরেন, হাসিমুখে পাশাপাশি দাঁড়ান। আর চলচ্চিত্র জগতে ঠিক উল্টো। প্রকাশ্যে ঝগড়া বা মতবিরোধ দেখা গেলেও ব্যক্তিগতভাবে সম্পর্ক বেশ ভালো থাকে। কিন্তু সেটা থাকে গোপন। ভক্তরা মনে করে তারকারা বুঝি একে অন্যের জন্মের শত্রু। কিন্তু ভেতরে ভেতরে তারা গভীর সম্পর্কে থাকেন।’
শাহরুখের এই মন্তব্যে হাস্যরস থাকলেও তা মূলত বিনোদন ও রাজনীতি—এই দুই প্রভাবশালী মাধ্যমের বাহ্যিক আবরণ এবং অভ্যন্তরীণ বাস্তবতার এক গভীর সত্যকে ফুটিয়ে তোলে। জনমানসে তারকাদের পারস্পরিক শত্রুতার যে ধারণা প্রচলিত রয়েছে, পর্দার অন্তরালের চিত্রটি যে তার ঠিক বিপরীত, তা তিনি তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে স্পষ্ট করেছেন। এই তীক্ষ্ণ ধীশক্তি ও স্পষ্টবাদিতার কারণেই ভক্তদের কাছে তিনি কেবল ‘কিং অফ বলিউড’ নন, বরং ব্যক্তিত্বের এক অনন্য উদাহরণ হিসেবে সমাদৃত। অভিনয়ের জগতেও তিনি বর্তমানে সমান সক্রিয় এবং ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া তাঁর বহুল আলোচিত সিনেমা ‘কিং’-এর জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানকে একটি বিশেষ লুকে দেখা যাবে, যেখানে নিজের অভিনীত চরিত্রটিকে তিনি ‘খুব ডার্ক’ হিসেবে বর্ণনা করেছেন। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এই চলচ্চিত্রে তাঁর সাথে আরও অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও রানি মুখোপাধ্যায়ের মতো শক্তিশালী একঝাঁক তারকা। জীবন ও জগতের নানা সমীকরণকে সহজ ও গভীর অর্থে প্রকাশের ক্ষমতা শাহরুখকে সমকালীন বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পরিপক্ব অভিনয় আর বুদ্ধদীপ্ত কথোপকথনের সমন্বয়ে তিনি এখনো বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে অপ্রতিদ্বন্দ্বী হয়ে আছেন।
শুক্রবার সরস্বতী পূজার এক মাহেন্দ্রক্ষণে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময়ের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়ে তিনি তাঁর প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজ-কলমে ও ধর্মীয় রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মধুমিতার জীবনসঙ্গী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী এবং ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রীর মতোই অত্যন্ত ভ্রমণপিপাসু। এর আগে ১৮ জানুয়ারি তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে অভিনেত্রী ‘শুধুই আমার’ ক্যাপশনে ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন।
বিবাহের আয়োজনে মধুমিতাকে ঐতিহ্যবাহী লাল বেনারসি, সর্বাঙ্গে সোনার গয়না এবং কপালে নিখুঁত চন্দনের কারুকাজে এক অপরূপা বাঙালি কনের সাজে দেখা গেছে। পর্দার অসংখ্য বিয়ের অভিজ্ঞতার সঙ্গে বাস্তব জীবনের এই বিশেষ মুহূর্তের তুলনা করে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেন, ‘পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল।’ এই আনন্দঘন মুহূর্তে পরিচালক শিলাদিত্য মৌলিকসহ শোবিজের অনেক ঘনিষ্ঠ বন্ধু ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত থেকে নবদম্পতিকে শুভকামনা জানান।
এটি অভিনেত্রী মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে খুব অল্প বয়সে তিনি অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বৈবাহিক জীবনে জড়িয়েছিলেন, তবে পরবর্তী সময়ে তাঁদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ বিরতি কাটিয়ে বন্ধু দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে তিনি আবারও সংসারে থিতু হলেন। গত বছরের মাঝামাঝি সময়ে অভিনেত্রী জানিয়েছিলেন যে, ডিসেম্বর বা জানুয়ারির শুরুর দিকেই তাঁরা সাতপাকে বাঁধা পড়ার পরিকল্পনা করছেন এবং সেই অনুযায়ী সরস্বতী পূজার রাতে এই জুটির শুভ পরিণয় সম্পন্ন হলো।
সত্য ঘটনা অবলম্বনে সিনেমা ও ওয়েব ফিল্ম নির্মাণ করে সমকালীন চলচ্চিত্রে বিশেষ পরিচিতি পেয়েছেন নির্মাতা রায়হান রাফী। বরগুনার রিফাত-মিন্নি হত্যাকাণ্ড নিয়ে ‘পরাণ’, গাজীপুরের লোমহর্ষক হত্যাকাণ্ড নিয়ে ‘জানোয়ার’ এবং ঢাকার কদমতলীর ট্রিপল মার্ডার নিয়ে ‘ফ্রাইডে’ নির্মাণের মাধ্যমে তিনি ব্যাপক আলোচিত হন। সম্প্রতি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে তাঁর ওটিটি ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তি পেয়েছে, যা দীর্ঘ সেন্সর জটিলতা কাটিয়ে নতুন সরকার গঠনের পর দর্শকের সামনে এসেছে।
এবার এই মেধাবী নির্মাতা ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া ভয়াবহ বিডিআর বিদ্রোহের ঘটনাকে রুপালি পর্দায় তুলে আনার পরিকল্পনা করছেন। ওই মর্মান্তিক ঘটনায় তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৭৪ জন প্রাণ হারিয়েছিলেন। এ বিষয়ে নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করে রাফী বলেন, ‘আমার খুব ইচ্ছে আছে বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানানোর। এতজন সেনাকে হত্যা করা হলো, একের পর এক লাশ বের হলো, গণকবর হলো। ভেতরে কী ঘটনা ঘটেছিল তা এখনো পুরোপুরি জানি না। আরও তথ্য জানা গেলে তখন এ নিয়ে সিনেমা বানাব।’
বাস্তব ঘটনা নিয়ে কাজ করতে গিয়ে রাফীকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। সেন্সর বোর্ডের বাধা ও সমসাময়িক প্রেক্ষাপটের কথা উল্লেখ করে তিনি জানান যে, সত্য প্রকাশে অবিচল থাকলে এসব বাধা অতিক্রম করা সম্ভব। তাঁর মতে, ‘সাহস থাকলে সত্য ঘটনা অবলম্বনে বারবার কাজ করা যায়। আমার লক্ষ্য হলো, সমাজে একই ধরনের অন্যায় যেন পুনরায় না ঘটে, সেই সচেতনতা তৈরি করা।’
বর্তমানে রায়হান রাফী প্রথমবার প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হয়ে ‘প্রেশার কুকার’ নামক একটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চারটি ভিন্ন গল্প নিয়ে নির্মিত এই ছবিটি আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। এছাড়া তাঁর পরিচালিত ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’-এর চিত্রধারণ শেষ হয়েছে এবং এটিও চলতি বছরেই মুক্তি পেতে পারে। মূলত সমাজের অমীমাংসিত রহস্য এবং সত্য ঘটনাকে সাহসের সাথে পর্দায় ফুটিয়ে তোলাই রাফীর নির্মাণশৈলীর প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে।
২০২৬ সালের একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের মনোনয়ন তালিকায় নতুন এক ইতিহাসের সূচনা হয়েছে পরিচালক রায়ান কুগলারের হরর ড্রামা ‘সিনার্স’-এর মাধ্যমে। একক সিনেমা হিসেবে এই ছবিটি এবার রেকর্ড ১৬টি মনোনয়ন লাভ করে তালিকার শীর্ষে অবস্থান করছে। সেরা চলচ্চিত্রের দৌড়ে ‘সিনার্স’ ছাড়াও মনোনয়ন পেয়েছে ‘বিউগোনিয়া’, ‘এফ১’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’, ‘দ্য সিক্রেট এজেন্ট’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ এবং ‘ট্রেন ড্রিমস’। প্রধান চরিত্রে সেরা অভিনেতার লড়াইয়ে হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও তাঁর ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ ছবির জন্য এবং মাইকেল বি জর্ডান ‘সিনার্স’ ছবির জন্য মনোনয়ন পেয়েছেন। এই বিভাগে আরও স্থান পেয়েছেন টিমোথি শ্যালামে, ইথান হক ও ভাগনার মোরা।
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হিসেবে বেনিসিও ডেল টোরো, জ্যাকব এলর্ডি, ডেলরয় লিন্ডো, শন প্যান এবং স্টেলান স্কার্সগার্ড অস্কারের দৌড়ে শামিল হয়েছেন। প্রধান চরিত্রে সেরা অভিনেত্রীর মনোনয়নে জায়গা করে নিয়েছেন জেসি বাকলি, রোজ বার্ন, কেট হাডসন, রেনেট রেইনসভে ও এমা স্টোন। পার্শ্ব অভিনেত্রী বিভাগে ‘সিনার্স’ থেকে উনমি মোসাকু ছাড়াও রয়েছেন এল ফ্যানিং, ইঙ্গা ইবসডটার লিলিওয়াস, অ্যামি ম্যাডিগান ও টেয়ানা টেইলর। শ্রেষ্ঠ পরিচালনার সম্মান পাওয়ার লড়াইয়ে ক্লোই ঝাও, জশ সাফদি, পল থমাস অ্যান্ডারসন এবং জোয়াকিম ট্রিয়ারের সঙ্গে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন রায়ান কুগলার।
চলচ্চিত্রের অন্যান্য গুরুত্বপূর্ণ শাখার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে ‘আরকো’, ‘এলিয়ো’, ‘কে-পপ ডেমন হান্টার্স’, ‘লিটল অ্যামেলি অর দ্য ক্যারেক্টার অব রেইন’ এবং ‘জুটোপিয়া ২’ একে অপরের মুখোমুখি হচ্ছে। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে তিউনিসিয়ার ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ ছাড়াও ব্রাজিল, ফ্রান্স, নরওয়ে ও স্পেনের চলচ্চিত্রগুলো মনোনয়ন পেয়েছে। এ ছাড়া চিত্রগ্রহণ, পোশাক সজ্জা, সম্পাদনা, মেকআপ ও তথ্যচিত্রসহ বিভিন্ন কারিগরি বিভাগেও ‘সিনার্স’-এর দাপট ছিল লক্ষ্যণীয়। তবে ৯৮তম অস্কারের চূড়ান্ত তালিকা থেকে করণ জোহর প্রযোজিত বলিউড সিনেমা ‘হোমবাউন্ড’ বাদ পড়ায় ভারতীয় সিনেমাপ্রেমীদের মধ্যে হতাশা লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে এবারের অস্কার দৌড়ে ‘সিনার্স’-এর জয়জয়কারই এখন বিনোদন জগতের প্রধান আলোচনার বিষয়।