বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২

সচেতনমূলক বার্তা শাকিব খানের

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৪ ১৮:০২

বৈষম্যবিরোধী কোটা আন্দোলন জোরদারের পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের এক দফা দাবির জেরে প্রায় ১৬ বছরের স্বৈরশাসনের পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার পদত্যাগের খবর শুনেই সারা দেশে উল্লাসে ফেটে পড়ে দেশের মানুষ। ছাত্র আন্দোলনের শুরু থেকে সমর্থন রেখেছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। তার ফ্যান পেজ ঘাঁটলে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের রক্তারক্তিতে তিনি শুরুতে প্রতিবাদ জানান এবং তিন দিন আগে শহীদ মিনারে গণজমায়েতে শাকিব লাখো সাধারণ মানুষের পক্ষে পোস্ট দিয়েছিলেন।

এদিকে শেখ হাসিনার পতনের পর থেকে সারা দেশে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস করছে বলে খবর পাওয়া যাচ্ছে। এসব থেকে বিরত থাকার আহ্বান জানান বাংলা সিনেমার রাজকুমারখ্যাত নায়ক শাকিব খান। মঙ্গলবার সকালে শাকিব খান তার ফেসবুকে লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এ জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়। এ মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে- সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ।’

সঙ্গে সব দেশবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করার ডাকও দিয়েছেন ঢালিউড কিংখ্যাত এই তারকা। শাকিব খান আরও লিখেছেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে, আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।’

শুধু শাকিব খানই নয়, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই বাংলাদেশের বহু তারকা খুলেছেন মুখ। একটু দেরিতে হলেও প্রতিক্রিয়া এল শাকিব খানের থেকে। মুখ খুলেছেন বাংলাদেশের আরেক নায়িকা, শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসও। যদিও শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে এর আগে তাকে কখনো কথা বলতে দেখা যায়নি। সরকারের চালানো গণহত্যা নিয়েও ছিলেন চুপ। তবে হাসিনা সরকার পড়তেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।’ সঙ্গে পোস্ট করেছেন জাতীয় পতাকার একটি ছবি।

প্রসঙ্গত, এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছে। যদিও কয়েক বছর ধরেই শাকিব খানের সিনেমা দর্শক মাতিয়ে রাখছে। অন্যদিকে তুফান ছবির পর আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খানের আরেক সিনেমা ‘দরদ’। অনন্য মামুন পরিচালিত সাইকো থ্রিলার ঘরানার এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। ইতোমধ্যেই সিনেমার টিজার ও লুক প্রকাশ হয়েছে এবং দুই বাংলার সিনেমাপ্রেমীদের নজরও কেড়েছে।

বিষয়:

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম

আপডেটেড ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৮:১২
দৈনিক বাংলা ডেস্ক

আলোচিত মডেল মেঘনা আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী হবেন। তার অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এমন তথ্য জানিয়ে দেওয়া হয়েছে ঐ এলাকার উন্নয়নমূলক নানান প্রতিশ্রুতিও। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন, নাকি কোনো দলের হয়ে লড়বেন সেটি নিশ্চিত করা হয়নি।

মেঘনা আলমের ফেসবুক পোস্টে বলা হয়, তিনি ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার ‘দেশকে সিঙ্গাপুর বানানো হবে’, এমন ফাঁপা প্রতিশ্রুতি শোনা গেছে। কিন্তু বাস্তবে একটি দেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রয়োজন এমন নেতৃত্ব, যার লালন-পালন, চিন্তাধারা, শিক্ষা ও সামাজিক মেলামেশায় বৈশ্বিক প্রভাব বিদ্যমান এবং যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য। মেঘনা আলম সেই বাস্তব উদাহরণ (the real deal), যিনি কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত রূপান্তরের প্রতিনিধিত্ব করেন।

পোস্টে বলা হয়, বিশেষ করে ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন। এছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান।

এতে বলা হয়, জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম, (গোসল ও ব্রেস্টফিডিং করার, বাচ্চার ডায়াপার চেঞ্জ করার জায়গা) ও কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালু করা হবে, যাতে বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী বা পার্কে হাঁটতে বের হওয়া মানুষ সবাই পরিচ্ছন্ন থাকার সুযোগ পান।

এই কারণেই মেঘনা আলম এমপি হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।


নিকের সঙ্গে প্রেম শুরুর গোপন তথ্য ফাঁস করলেন প্রিয়াঙ্কা: ‘পাখির মাধ্যমেই আলাপ’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউড ও হলিউডের অন্যতম আলোচিত দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তাদের প্রেম ও সংসারের খুঁটিনাটি জানতে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে মার্কিন পপ তারকা নিকের সঙ্গে দেশি গার্লের প্রেমের শুরুটা কীভাবে হয়েছিল, তা নিয়ে অনেকেরই কৌতূহল ছিল। অবশেষে সেই রহস্যের জট খুললেন প্রিয়াঙ্কা নিজেই। জানালেন, কোনো পায়রা নয়, বরং টুইটারের ‘পাখি’র মাধ্যমেই তাদের আলাপের শুরু।

সম্প্রতি জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনে অতিথি হিসেবে হাজির হয়ে এসব তথ্য জানান প্রিয়াঙ্কা। শো-এর একটি প্রমো ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে আড্ডার একপর্যায়ে সঞ্চালক কপিল শর্মা মজা করে জানতে চান, তাদের যোগাযোগের শুরুটা কি পুরনো দিনের মতো পায়রার মাধ্যমে চিঠি পাঠিয়ে হয়েছিল কি না। জবাবে প্রিয়াঙ্কা হেসে জানান, পায়রা না হলেও টুইটারের পাখির (বর্তমান এক্স) মাধ্যমেই তাদের প্রথম যোগাযোগ হয়েছিল। এর মাধ্যমে তিনি নিশ্চিত করেন যে, সোশ্যাল মিডিয়াতেই তাদের সম্পর্কের সূত্রপাত।

ভিডিওতে আরও দেখা যায়, কপিল শর্মার শারীরিক ফিটনেস দেখে অবাক হয়ে যান প্রিয়াঙ্কা। হাসতে হাসতে এর রহস্য জানতে চাইলে কপিল রসিকতা করে বলেন, চারজন নায়িকার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করার কারণেই তার এই পরিবর্তন। অন্যদিকে, প্রিয়াঙ্কার টুইটারে প্রেম শুরুর কথা শুনে কপিল নিজের ভাগ্যকে দোষারোপ করে বলেন, তিনি টুইটারে থাকলেও কেউ তাকে প্রেমপত্র পাঠায় না, উল্টো তার বিরুদ্ধে মামলা হয়। সব মিলিয়ে অনুষ্ঠানটি বেশ উপভোগ্য হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে।


বাথটাবে মৃত বাঘ, হাতে কুড়াল: সিয়ামের ‘রাক্ষস’-এর ফার্স্ট লুকে চমক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার আলোচনার রেশ কাটতে না কাটতেই নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শেহরিন সুমি এবার হাজির হলেন নতুন ধামাকা নিয়ে। তাদের নতুন বাজি চিত্রনায়ক সিয়াম আহমেদ। বুধবার সন্ধ্যায় এফডিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়েছে তাদের নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক, যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা। কয়েক সেকেন্ডের এই ঝলকই বলে দিচ্ছে, এবার আরও বড় কোনো ভায়োলেন্স আর অন্ধকারের গল্প নিয়ে পর্দায় ফিরছেন এই নির্মাতা।

প্রকাশিত ফার্স্ট লুকে দেখা গেছে এক অবিশ্বাস্য ও লোমহর্ষক দৃশ্য। ধবধবে সাদা ঘরের মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ, আর মাঝখানে রক্তে ভরা একটি বাথটাব, যেখানে নিথর পড়ে আছে একটি বাঘ। বাথটাবের পাশে সাদা স্যুট-বুটে দাঁড়িয়ে আছেন সিয়াম আহমেদ, যার এক হাতে চায়নিজ কুড়াল আর অন্য হাতে পিস্তল। বাঘটি মৃত হলেও তিনি গুলি ছুড়ছেন সেদিকে। চোখেমুখে ফুটে ওঠা বিষাদগ্রস্ত অভিব্যক্তির মাঝেও তার দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, ‘রাক্ষস’ প্রেম ও ধ্বংসের এক অদ্ভুত মিশেল হতে যাচ্ছে।

অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, এই চরিত্রের জন্য তাকে দীর্ঘ ৯ মাস ধরে কঠোর পরিশ্রম ও তপস্যা করতে হয়েছে। সিনেমার থিম সম্পর্কে তিনি বলেন, ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’। সিনেমায় সিয়ামের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। জানা গেছে, সিনেমার ক্যানভাস হবে বেশ বড় এবং গল্পের প্রয়োজনে দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও এর দৃশ্যধারণ করা হবে।


বিয়ের আগেই ‘ব্যাচেলরেট’ ট্রিপ? শ্রীলঙ্কায় রাশমিকার ছবিতে অনামিকায় আংটি নিয়ে গুঞ্জন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানার সাম্প্রতিক শ্রীলঙ্কা ভ্রমণকে কেন্দ্র করে আবারও তার বিয়ের গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনের মধ্যেই একঝাঁক বান্ধবীকে নিয়ে এই ঝটিকা সফরকে নেটিজেনরা বিয়ের আগে ‘ব্যাচেলরেট ট্রিপ’ হিসেবে সন্দেহ করছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে নায়িকার অনামিকায় একটি বড় হীরার আংটি দেখা যাওয়ার পর থেকে তাদের বাগদানের বিষয়টি নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে।

ইনস্টাগ্রামে বান্ধবীদের সঙ্গে নীল জলরাশি ও রোদের মধ্যে সময় কাটানোর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রাশমিকা। ক্যাপশনে তিনি জানিয়েছেন, কাজের ফাঁকে হঠাৎ দুই দিনের ছুটি মেলায় বান্ধবীদের নিয়ে সময়টা উপভোগ করতে শ্রীলঙ্কাকে বেছে নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, দারুণ এই ছুটিতে যারা সঙ্গে আসতে পারেননি, তাদের খুব মিস করছেন। তবে তার এই ব্যাখ্যা ছাপিয়ে ভক্তদের চোখ আটকেছে হাতের আংটিতে, যা দেখে অনেকেই নিশ্চিত ধরে নিয়েছেন যে বিজয়ের সঙ্গে গোপনে বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী।

শোনা যাচ্ছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরের কোনো রাজকীয় প্রাসাদে রাশমিকা ও বিজয়ের বিয়ের আসর বসতে পারে। যদিও এখন পর্যন্ত এই জুটি তাদের সম্পর্ক বা বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি, তবুও বান্ধবীদের নিয়ে এই আচমকা বিদেশ ভ্রমণ এবং হাতের আংটি ভক্তদের জল্পনা-কল্পনার আগুনে নতুন করে ঘি ঢেলেছে।


তিন বছর পর ‘রইদ’ নিয়ে ফিরছেন ‘হাওয়া’ খ্যাত নির্মাতা সুমন, নির্বাচিত রটারড্যাম উৎসবে

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

জনপ্রিয় সিনেমা ‘হাওয়া’ মুক্তির তিন বছর পর নির্মাতা মেজবাউর রহমান সুমন তার নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে দর্শকদের সামনে ফিরছেন। সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানে সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশের মাধ্যমে এর আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি সুখবর বয়ে এনেছে; নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ লড়ার জন্য নির্বাচিত হয়েছে ‘রইদ’।

সিনেমাটির গল্প ও প্রেক্ষাপট সম্পর্কে নির্মাতা জানান, সাদু, তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং তাদের বাড়ির পাশের একটি তালগাছকে কেন্দ্র করে এই সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে। এতে হাজার বছরের পুরোনো আখ্যানকে অনুভূতির বর্তমান ফ্রেমে তুলে ধরা হয়েছে, যার প্রতিটি স্তরে চিত্রশিল্পী এস এম সুলতানের আঁকা গ্রামীণ বাংলার আবহের ছোঁয়া রয়েছে। ২ মিনিট ২০ সেকেন্ডের ট্রেলারেও সিনেমার ভিন্নধর্মী ভিজ্যুয়াল, নির্মাণশৈলী ও লোকেশনের বৈচিত্র্য ফুটে উঠেছে।

‘রইদ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনির গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই, সঙ্গে ছিলেন জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান। সব ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। উল্লেখ্য, তিন বছর আগে সুমনের ‘হাওয়া’ সিনেমা এবং এর ‘সাদা সাদা কালা কালা’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।


বাংলাদেশের কাজ আমরা চেটেপুটে খাই: সোহিনী সরকার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার বাংলাদেশের নাটক ও সিনেমার ভূয়সী প্রশংসা করে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের দর্শকরা বাংলাদেশের কাজগুলো দারুণ উপভোগ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, এপার বাংলার মানুষ বাংলাদেশের কাজগুলো রীতিমতো ‘চেটেপুটে খায়’। বিশেষ করে ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর রসায়ন তার কাছে অপূর্ব লাগে এবং নিশোর কাজ তার খুবই প্রিয় বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের অভিনয়শিল্পীদের প্রতি মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে সোহিনী হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর মতো কিংবদন্তিদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া জয়া আহসান, অপি করিম এবং বর্তমান প্রজন্মের তাসনিয়া ফারিণ ও নুসরাত ইমরোজ তিশার অভিনয়েরও প্রশংসা করেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি কাজে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী। একইসঙ্গে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে তিনি ‘বিশাল স্টার’ হিসেবে অভিহিত করেন এবং চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।


‘অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয়ে যায় না’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন শাকিল খান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান সম্প্রতি এক অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পের বর্তমান পরিস্থিতি এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সংগ্রাম ও সাফল্যের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি নিজের অতীত একটি মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন।

শাকিল খান তার বক্তব্যে স্পষ্ট করেন যে, অতীতে তিনি বলেছিলেন ‘দুই-একটা অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয়ে যায় না’। তবে এই মন্তব্যটি শাকিব খানকে উদ্দেশ্য করে করা হয়নি বলে তিনি নিশ্চিত করেন। তিনি বলেন, তার ওই বক্তব্যটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। বরং তিনি সব সময় বিশ্বাস করেন যে, যোগ্য মানুষকে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত। শাকিব খানের প্রশংসা করে শাকিল খান বলেন, ক্যারিয়ারের শুরু থেকে শাকিব নিজের মেধা ও অক্লান্ত পরিশ্রম দিয়ে আজকের এই শক্ত অবস্থান তৈরি করেছেন। শাকিব বর্তমানে যে প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছেন, তার জন্য তাকে সাধুবাদ জানান এই অভিনেতা।

এছাড়া প্রয়াত কিংবদন্তি অভিনেতা রাজ্জাক ও ফারুকের কথা স্মরণ করে শাকিল খান বলেন, গুণী শিল্পীরা চলে গেলেও ইন্ডাস্ট্রি থেমে থাকে না। তবে বর্তমানে চলচ্চিত্রের পরিধি ছোট হয়ে আসার বিষয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, এমন পরিস্থিতি তাদের কাম্য ছিল না এবং ভালো চলচ্চিত্রের মাধ্যমে সারা বাংলার মানুষকে আবারও যুক্ত করার আহ্বান জানান তিনি।


রায়হান রাফির ‘প্রেশার কুকার’-এ বুবলী, রোজার ঈদে মুক্তির সম্ভাবনা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা চিত্রনায়িকা শবনম বুবলী যুক্তরাষ্ট্র থেকে ফিরে বেশ ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির পরবর্তী সিনেমা ‘প্রেশার কুকার’-এ দেখা যাবে তাকে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে এবং আগামী রোজার ঈদে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দু-একদিনের মধ্যেই সিনেমাটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

তবে সিনেমাটিতে অভিনয়ের বিষয়টি নিয়ে বুবলী এখনই নিশ্চিত করে কিছু বলেননি। মুঠোফোনে তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। বুবলী বলেন, “রাফি ভাই অত্যন্ত জনপ্রিয় একজন নির্মাতা। এরকম কোনো খবর হলে অবশ্যই তারা অফিসিয়ালি জানাবেন।” বুবলী বিষয়টি এড়িয়ে গেলেও সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ‘প্রেশার কুকার’-এ তার থাকার বিষয়টি প্রায় নিশ্চিত।

এদিকে, আগামী মাসেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে বুবলীর আরেকটি সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনচিত্র নিয়ে নির্মিতব্য এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর বেশ কয়েকটি বিজ্ঞাপন ও চলচ্চিত্রের কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।


বলিউডে আরিফিন শুভর অভিষেক: ‘জ্যাজ সিটি’র টিজারে বাজিমাত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ঢালিউড ও টলিউডের সীমানা পেরিয়ে এবার বলিউডের ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর। ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের আসন্ন সিরিজ ‘জ্যাজ সিটি’র টিজার প্রকাশের মধ্য দিয়ে মঙ্গলবার এই আনুষ্ঠানিক ঘোষণা আসার পরই দুই বাংলায় ব্যাপক সাড়া পড়ে গেছে। সিরিজটিতে শুভ ‘জিমি রায়’ নামক প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে পুরো কাহিনি।

টিজারে আরিফিন শুভকে সত্তরের দশকের রেট্রো লুকে দেখা গেছে; কখনো মার্জিত ধূসর স্যুটে আবার কখনো সাদা স্যুটে নাচের ভঙ্গিমায় ধরা দিয়েছেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের উত্তাল রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজের গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ‘জুবিলি’ খ্যাত নির্মাতা সৌমিক সেন। শুভ জানিয়েছেন, এটি একটি বহুমাত্রিক গল্প যেখানে সংলাপের পাশাপাশি জ্যাজ সংগীতেরও বিশেষ ভূমিকা রয়েছে। তিনি এই প্রজেক্টে বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি—এই চারটি ভাষায় অভিনয় করেছেন।

সিরিজটিতে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী সৌরসেনী মিত্রকে। সনি লিভ জানিয়েছে, আগামী ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায় সিরিজটি মুক্তি পাবে। ফেরদৌসের পর দীর্ঘদিন বাদে বাংলাদেশের কোনো অভিনেতাকে বলিউডের কোনো প্রজেক্টে এত বড় পরিসরে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাওয়াকে একটি ইতিবাচক ও বড় ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।


‘বলিউডে টিকে থাকতে হলে ব্যক্তিত্ব বজায় রাখতে হয়’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

নব্বইয়ের দশকের বলিউড কুইন মাধুরী দীক্ষিত দীর্ঘ বছর পর মুখ খুললেন ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দয়াবান’ সিনেমার সেই বিতর্কিত ও অন্তরঙ্গ দৃশ্য নিয়ে। ফিরোজ খান পরিচালিত এই সিনেমায় সুপারস্টার বিনোদ খান্নার সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতাকে তিনি নিজের ক্যারিয়ারের একটি ‘কালচে দাগ’ ও দুঃসহ অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেছেন। সম্প্রতি ‘রেডিও নেশা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তখন ইন্ডাস্ট্রিতে নতুন হওয়ায় এবং নিজের অবস্থান তৈরির প্রচেষ্টায় তিনি ওই দৃশ্যে অভিনয় করেছিলেন, যা তাকে পরবর্তীতে ভীষণ লজ্জিত ও অস্বস্তিতে ফেলেছিল।

মাধুরী জানান, সিনেমার ‘আজ ফির তুমপে পেয়ার আয়া হ্যায়’ গানের শুটিংয়ের সময় বিনোদ খান্না এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে পরিচালকের ‘কাট’ বলার পরও তিনি থামেননি, এমনকি তার ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছিলেন। এই ঘটনার পর মাধুরী কান্নায় ভেঙে পড়েন এবং নিজের জন্য একটি কঠোর সীমারেখা টেনে দেন যে ভবিষ্যতে আর কখনোই এমন দৃশ্যে অভিনয় করবেন না। যদিও পরবর্তীতে বিনোদ খান্না ও পরিচালক ফিরোজ খান এই আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন, কিন্তু মাধুরী আর কখনোই বিনোদ খান্নার সঙ্গে জুটি বাঁধেননি। পুরনো সেই ভুলের স্মৃতিচারণ করে মাধুরী বলেন, ওই একটি ঘটনাই তাকে শিখিয়েছে যে বলিউডে টিকে থাকতে হলে নিজের ব্যক্তিত্ব ও সীমানা বজায় রাখা কতটা জরুরি।


শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও কেন এত সাধারণ, জানালেন ঈশিতা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা রুমানা রশীদ ঈশিতা শুধু অভিনয়েই নন, ব্যক্তিজীবনেও বেশ প্রভাবশালী পরিবারের সদস্য। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী হয়েও তিনি নিজেকে বরাবরই আভিজাত্যের চাকচিক্য থেকে দূরে রাখেন। সম্প্রতি একটি পডকাস্টে তিনি তার এই সাদামাটা জীবনযাপনের পেছনের দর্শন ও কারণ তুলে ধরেছেন।

ঈশিতা জানান, বিলাসিতা বা আভিজাত্য তাকে কখনোই সেভাবে আকর্ষণ করেনি। মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পেলেও তিনি সেই যশকে কখনো নিজের ওপর প্রভাব ফেলতে দেননি। তার মতে, মানুষের মেধা, অর্জন কিংবা ধন-সম্পদ—সবকিছুই অত্যন্ত অনিশ্চিত এবং যেকোনো সময় তা বিলীন হয়ে যেতে পারে। জীবনের এই অনিশ্চয়তা বোঝাতে গিয়ে তিনি বলেন, ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্রেইন সার্জনও অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলার মতো পরিস্থিতির শিকার হতে পারেন। মেধার যদি এমন অনিশ্চয়তা থাকে, তবে ধন-সম্পদ নিয়ে অতিরিক্ত স্বস্তিবোধ করার বা গর্ব করার কোনো যুক্তি দেখেন না তিনি।

সবকিছু হারিয়ে যাওয়ার ভয় বা অনিশ্চয়তাকে জীবনের ধ্রুব সত্য বলে মনে করেন এই অভিনেত্রী। নিজেকে ‘অতি সাধারণ’ মানুষ হিসেবে অভিহিত করে তিনি অকপটে নিজের ভুল-ত্রুটির কথাও স্বীকার করেন। দীর্ঘ ক্যারিয়ারে বিতর্কহীন থাকা এই তারকার এমন বিনয় ও জীবনবোধ তাকে ভক্তদের কাছে আরও অনন্য করে তুলেছে।


মা-বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার নির্মাতা রব রাইনারের ছেলে নিক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

হলিউডের কিংবদন্তি নির্মাতা রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারের নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগে তাদের ৩২ বছর বয়সী পুত্র নিক রাইনারকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। মা-বাবাকে খুনের দায়ে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার মামলাটি লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে তোলা হবে।

গত রবিবার স্থানীয় সময় দুপুরে লস অ্যাঞ্জেলেসের নিজ বাসভবন থেকে এই দম্পতির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মা-বাবাকে কুপিয়ে হত্যা করেছেন নিক। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হত্যাকাণ্ডের আগের দিন একটি পার্টিতে মা-বাবার সঙ্গে নিকের প্রচণ্ড কথা কাটাকাটি হয়েছিল। পুলিশ শুরু থেকেই সন্দেহের তালিকায় রেখেছিল তাকে।

রব ও মিশেলের একমাত্র সন্তান নিক নিজেও একজন নব্য পরিচালক, তবে তার ব্যক্তিজীবন ছিল বেশ বিতর্কিত। দীর্ঘ সময় তিনি মাদকাসক্তি ও টেক্সাস-নিউ জার্সির রাস্তায় ভবঘুরে জীবন কাটিয়েছেন। বাবার পরিচালিত ‘বিইং চার্লি’ সিনেমায় সহযোগী লেখক হিসেবে কাজ করার সময় তিনি নিজের সেই মাদকাসক্তি ও গৃহহীন জীবনের অভিজ্ঞতাই তুলে ধরেছিলেন। এদিকে এই মর্মান্তিক ঘটনায় রাইনার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।


‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে রোমাঞ্চকর যাত্রার অপেক্ষায় সাবিলা নূর

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর তার আসন্ন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে একই সিনেমায় পাওয়ার বিষয়টি তাকে এই প্রজেক্টে যুক্ত হতে সবচেয়ে বেশি আগ্রহী করেছে।

সাবিলা জানান, পরিচালক তানিম যখন তাকে এই চরিত্রের প্রস্তাব দেন, তখন তিনি কিছুটা দ্বিধায় ছিলেন। তবে স্বাধীন ও সামিউলের লেখা দুর্দান্ত চিত্রনাট্য এবং শক্তিশালী সংলাপ দেখার পর তার সেই জড়তা কেটে যায়। গুণী সহ-অভিনেতা এবং চমৎকার গল্পের কারণে ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী ও উপভোগ্য অভিজ্ঞতা হবে বলে প্রত্যাশা করছেন এই অভিনেত্রী। তার মতে, সিনেমাটির পুরো যাত্রাটি হতে যাচ্ছে অত্যন্ত রোমাঞ্চকর বা ‘এক্সসাইটিং’।


banner close