অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ-এর আয়োজনে গত শনিবার অনুষ্ঠিত হয় একটি সেমিনার। এতে ‘সাম্প্রতিক কাহিনিচিত্র ও অভিনয় বাস্তবতা’ শিরোনামে মূল ধারণাপত্র উপস্থাপন করেন অভিনেতা ও পরিচালক তৌকীর আহমেদ। নানা বিষয় উঠে এসেছে সে ধারণাপত্রে। সে সবসহ তৌকীর আহমেদের বর্তমান কাজ নিয়ে কথা বলেছেন দৈনিক বাংলার সঙ্গে।
শনিবার সেমিনারে উপস্থাপন করা ধারণাপত্র থেকে কেমন সাড়া পাচ্ছেন?
যারা সেদিন ছিলেন এবং পুরোটা শুনেছেন তারা পছন্দই করলেন। তবে কারও কারও পর্যবেক্ষণ আছে। মতামত আছে। এটি আসলে আত্মসমালোচনামূলক একটি কাজ। একটি ধারণাপত্র। তাই এটির মধ্যে যদি কোনো কিছু বাদ পড়ে থাকে, সংশোধন করা লাগে বা যোগ করতে হয় সেটি করেই প্রকাশনা নিশ্চিত করব। এটি আসলে কাজের দিকে নিজেদের ফিরে তাকানো। এটি কিন্তু আসলে কাউকে সমালোচনা বা প্রতিপক্ষ করা উদ্দেশ্য নয়।
কিন্তু আপনার উপস্থাপন করা ধারণাপত্র নিয়ে রোববার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক পোস্ট দিয়েছেন।
ওখানে কিছু নাম বাদ পড়েছে। যেমন কাল বঙ্গবিডি নামও বাদ পড়েছিল। নোটিশ করার পর বলেছি সেটি মূল প্রবন্ধে থাকবে। আসলে এটি ধারণাপত্র। এটিকে আপডেট করার সুযোগ আছে এবং করা হবে।
কিন্তু যারা পোস্ট করছেন তারা তো আপনার সহকর্মী। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কি ঠিক বলে মনে করেন আপনি?
এটি নিয়ে আমি কিছু না বলি। বললে হয়তো মনে হবে আমি এটিতে অংশ নিতে চাচ্ছি। সেটি করতে চাইছি না।
এখন অনেকেই বলছেন, ওটিটি ও সিনেমায় ভালো কাজ হচ্ছে। টেলিভিশন নাটকও এগিয়ে যাচ্ছে বলা যায়। পুরো কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে আপনার মতামত কি?
আসলে সময়ই তো পরিবর্তনশীল। টেকনোলজি যেমন পরিবর্তন হচ্ছে, জীবন বাস্তবতাও পরিবর্তন হচ্ছে। পরিবর্তিত সময়ের সঙ্গে নিজেদের আরও প্রশিক্ষিত করতে হবে। ভালোর তো কোনো শেষ নেই।
বাংলা নাটক বা অভিনয়ের ক্ষেত্রে বেশ কিছু প্রজন্ম এসেছে। যেমন আপনারা আছেন, আপনাদের আগেও ছিল, পরেও আছে। এখন যারা নিয়মিত অভিনয় করছেন তারা কি সঠিকভাবে নিজেদের কাজ করতে পারছেন বলে মনে করেন?
আগেই বললাম, এখন তো সবকিছুর পরিবর্তন হচ্ছে। কনটেন্ট ও প্রেজেন্টেশন পরিবর্তন হচ্ছে। আমার তো মনে হয় নতুনরা বেশ ভালো করছেন। কোনো কোনো ক্ষেত্রে আমাদের চেয়েও ভালো করছেন বলা যায়। সেটিকে যেন আরও এগিয়ে নেয়া যায় বা আরও ভালোর দিকে নেয়া যায় আমাদের সেই চেষ্টা করা উচিত।
বর্তমান সময়ে আপনার ব্যস্ততা কি নিয়ে?
আজ (গতকাল) আবুল হায়াতের পরিচালনায় ‘এসো শ্যামল সুন্দর’ একক নাটকে অভিনয় করছি। নাম দেখেই তো বোঝা যাচ্ছে বেশ রোমান্টিক ব্যাপার আছে। এ ছাড়া কিছুদিন আগে গৌতম কৈরির পরিচালনায় ‘কে’ নামের একটি ওটিটি কনটেন্টে কাজ করলাম। ওই সিরিজে বহুদিন পরে আমি আর জাহিদ ভাই (জাহিদ হাসান) একসঙ্গে অভিনয় করলাম। অভিনয় উপভোগ করছি বলা যায়।
আপনার পরিচালনায় নতুন সিনেমা কবে দেখা যাবে?
এ বছর তো শেষ। এখন পরিকল্পনা ও চিত্রনাট্যের পর্যায়ে আছে। আগামী বছরের শুরুতেই কাজে ঢুকব।
ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নকশিকাঁথার জমিন। সরকারি অনুদানের চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আকরাম খান। ছবিটির সহ-প্রযোজক হিসেবে আছে টিএম ফিল্মস।
ছবিটির পুরস্কার পাওয়ার খবর ফেসবুকে শেয়ার করে ছবিটির অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘‘১৪তম বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান কম্পিটিশনে বিখ্যাত সব সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় ছিল। জীবন ঘনিষ্ঠ নির্মাতা আকরাম খানের নির্দেশনায় নির্মিত অনুদানের সিনেমা, ‘নকশিকাঁথার জমিন’! ইন্টারন্যাশনাল এসব সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে ‘নকশিকাঁথার জমিন’ সিনেমাটি তৃতীয় স্থান অধিকার করেছে। এর আগে সিনেমাটি ইউনেস্ক গান্ধী অ্যায়ার্ডের জন্য মনোনীত হয়েছিল।’’
জানা যায়, ২৩ মার্চ থেকে শুরু হওয়া চলচ্চিত্রের এ আন্তর্জাতিক উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে ১৪টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় যৌথভাবে তৃতীয় হয়েছে ‘নকশিকাঁথার জমিন’ ও ‘ভিরাটাপুরা ভিরাগি’।
উৎসবে প্রথম শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে ‘বিফর, নাও এন্ড দেন’ এবং ‘মাদারলেস’। দ্বিতীয় স্থানে আছে চলচ্চিত্র ‘স্যান্ড’।
এসব বিষয়ে নির্মাতা আকরাম খান বলেন, ‘আমরা খুবই আনন্দিত দেশ-বিদেশের উল্লেখযোগ্য অনেক গুরুত্বপূর্ণ ছবির সঙ্গে লড়াই করে এ পুরস্কার অর্জন করায়। সবচেয়ে বেশি ভালো লাগছে মুক্তিযুদ্ধের মাসে মুক্তিযুদ্ধের চলচ্চিত্রটি আন্তর্জাতিক স্বীকৃতি পেল। আমি আশা করছি, সামনের দিনগুলোতে আরও বেশি দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে পারব।’ এর আগে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়ে দেশের জন্য সম্মান বয়ে আনে ‘নকশিকাঁথার জমিন’।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
হলিউড
১. জন উইক: চ্যাপ্টার ৪ (কিয়ানু রিভস, স্কট এডকিনস, ল্যান্স রেডডিক, ডনি ইয়েন, বিল স্কারসগার্ড)
২. শাজাম: ফিউরি অব দ্য গডস (গ্রেস ক্যারোলিন ক্যারি, জ্যাচারি লেভি, অ্যাশার অ্যাঞ্জেল, জ্যাক ডিলান গ্রেজার, হেলেন মিরেন)
৩. স্ক্রিম ৬ (জেনা ওর্তেগা, মেলিসা বারেরা, হেইডেন প্যানেটিয়ার, সমরা বিন, জ্যাক চ্যাম্পিয়ন)
৪. সিক্স ফাইভ (অ্যাডাম ড্রাইভার, আরিয়ানা গ্রিনব্ল্যাট, ক্লো কোলম্যান, আলেকজান্দ্রা শিপ)
৫. অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া (এভানজিলিন লিলি, ক্যাথরিন নিউটন, জনাথন মেজর, মিকাইল পিফার)
সূত্র: বক্স অফিস মোজো
বলিউড
১. পাঠান (শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, সালমান খান, জন আব্রাহাম, আশুতোষ রানা)
২. ভারিসু (বিজয় থেলাপতি, রাশমিকা মন্দানা, আর. শরৎকুমার, জয়সুধা, প্রকাশ রাজ, শ্রীকান্ত)
৩. ওয়াল্টেয়ার ভিরাইয়া (চিরঞ্জীবী, রবি তেজা, শ্রুতি হাসান, ক্যাথরিন ট্রেসা, উর্বশী রাউতেলা)
৪. তু ঝুটি ম্যায় মাক্কার (রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, বনি কাপুর, ডিম্পল কাপাডিয়া, অনুভব সিং বাসি, কার্তিক আরিয়ান, নুসরাত ভারুচা)
৫. থুনিভু (অজিত কুমার, মঞ্জু ওয়ারিয়ার, যোগী বাবু)
সূত্র: স্যাকনিক ডটকম
বিশ্বসংগীত (বিলবোর্ড হট ১০০)
১. ফ্লাওয়ারস (মাইলি সাইরাস)
২. লাস্ট নাইট (মরগান ওয়ালেন)
৩. কিল বিল (এস জেড এ)
৪. ক্রিপিন (মেট্রো বুমিন, দ্য উইকেন্ড অ্যান্ড স্যাভেজ)
৫. ডাই ফর ইউ (দ্য উইকেন্ড অ্যান্ড আরিয়ানা গ্র্যান্ড)
সূত্র: বিলবোর্ড
মার্কিন সংগীত তারকা কেটি পেরি তিন মাসের চ্যালেঞ্জ নিয়েছেন। তিনি কোনো অ্যালকোহল পান করবেন না। সে কথা রেখেছেনও এই তারকা। এক মাসেরও বেশি সময় ধরে এক ফোঁটাও অ্যালকোহল ছুঁয়ে দেখেননি কেটি পেরি। তিনি একা নন, এই চ্যালেঞ্জে কেটির পাশে রইলেন হবু স্বামী অরল্যান্ডো ব্লুমও। প্রেমিকের কাছে অঙ্গীকার করেছেন তিন মাস অ্যালকোহল থেকে বিরত রাখবেন নিজেকে। পাঁচ সপ্তাহ পেরিয়ে এই বিশেষ মাইলফলক উদযাপন করেন এ পপ তারকা।
সম্প্রতি ‘আমেরিকান আইডল’ অনুষ্ঠানের বিচারকদের সঙ্গে নিউইয়র্কের এক পানশালায় উপস্থিত ছিলেন কেটি পেরি। ছিলেন লাওনেল রিচি, লিউক ব্রায়ান, রায়ান সিক্রেস্ট। সেখানে সবাই নিজেদের পানীয় নিয়ে নিলেও শুধু নেননি কেটি। কেন নিচ্ছেন না এমন প্রশ্ন করা হলে এই পপ তারকা জানান, ‘অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তিন মাসের অ্যালকোহল পান না করার অঙ্গীকার নিয়েছেন তিনি। ইতিমধ্যেই সেই চ্যালেঞ্জের পাঁচ সপ্তাহ কাটিয়েও ফেলেছেন। চ্যালেঞ্জে হারতে বা তা মাঝপথে ছাড়তে এতটুকুও রাজি নন তিনি। তাই বাকিরা অ্যালকোহল নিলেও অ্যালকোহলবিহীন ককটেল পান করেন কেটি। শুধু তা-ই নয়, অ্যালকোহল ছাড়া কীভাবে সুস্বাদু ও লোভনীয় ককটেল বানানো যায়, তার রেসিপিও বলে দিলেন কেটি।’
২০১৬ সাল থেকে প্রেম করছেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম। শোনা যায়, একটা বার্গার নিয়ে ঝামেলা করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছিলেন তারা। ২০১৯ সালে নিজেদের এনগেজমেন্ট ঘোষণা করেন দুই তারকা। ২০২০ সালে এক কন্যাসন্তানের মা-বাবা হন কেটি ও অরল্যান্ডো। আড়াই বছরের মেয়ে ডেইজি ডাভ ব্লুমকে নিয়ে সুখের সংসার কেটি ও অরল্যান্ডোর। মেয়ের কথা ভেবেই অ্যালকোহল পানের ক্ষেত্রে সংযম অভ্যাস করতে চান তারকা যুগল। অ্যালকোহল পানে লাগাম লাগাতেই এই চ্যালেঞ্জে অংশ নিয়েছেন তারা। কেটির আশা, তিন মাস পর্যন্ত মনের জোর রেখেই চ্যালেঞ্জ পূর্ণ করতে পারবেন তিনি ও তার হবু স্বামী অরল্যান্ডো।
শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর। শুক্রবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। আর এ উদ্বোধনী আয়োজনে থাকছে বিভিন্ন চমক।
সাংস্কৃতিক পর্বে দর্শক মাতানোর জন্য তিনজন তারকার নাম ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। তারা হলেন সংগীতশিল্পী অরিজিৎ সিং, অভিনেত্রী রাশমিকা মান্দানা ও তামান্না ভাটিয়া। এছাড়া ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফসহ আরও অনেক তারকার সমাগম হবে বলে শোনা যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে রাশমিকার মুখপাত্র বলেছেন, ‘মান্দানা তার ভক্তদের কাছে শুধু অভিনয় দক্ষতার জন্যই জনপ্রিয় নন, বরং নাচের সময় তার এনার্জিও সবাইকে মাতিয়ে রাখে। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের মঞ্চে তিনি আবারও লুক-গ্ল্যামার আর নাচের ঝংকার তুলবেন।’
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আধা ঘণ্টা ধরে চলবে নাচ-গানের এ আসর। এরপরই শুরু হবে খেলা। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংস।
উদ্বোধনী অনুষ্ঠানসহ আইপিএলের ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি ভুত ও জিও সিনেমা অ্যাপ থেকে অনলাইনে উপভোগ করা যাবে।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মেয়েটির দিন শুরু হয়। কাকডাকা ভোরে খবরের কাগজ হাতে নিয়ে শহরের রাস্তায় রাস্তায় পত্রিকা বিক্রি করে সে। শীত কিংবা উষ্ণ, বৃষ্টিতে ভেজা কিংবা রোদে পোড়া কোনো কিছুরই যেন তোয়াক্কা করে না সে। এমনই এক পত্রিকার হকারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাফা কবিরকে।
‘গরম খবর, তাজা খবর, ১০ টাকায় দেশ-বিদেশের হট নিউজ পড়ে ফেলুন এক্ষুনি’ এমনি ভাবেই ডেকে ডেকে পত্রিকা হকারি করতে দেখা যায় সাফাকে। বৃহস্পতিবার রাজধানী উত্তরার রাজলক্ষ্মী শপিংমলের পাশে প্রধান সড়কের আশপাশে ও ফুটওভার ব্রিজে পত্রিকা বিক্রি করে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।
প্রথমবার দেখেই বেশির ভাগ মানুষই চিনতে পারেননি যে, তিনি সাফা! শত শত মানুষের ভিড়ে পত্রিকা বিক্রি করছেন তিনি। বিশ্বাসই হওয়ার উপায় নেই যে, তিনি নাটকের অভিনেত্রী! ভিড় ঠেলে এ দিন দুপুরে তাকে নিয়ে এমন দৃশ্যের শুটিং করলেন নাট্য-নির্মাতা অনন্য ইমন।
আহমেদ তাওকীরের চিত্রনাট্যে এই নাটকটির নাম ‘খবরের ফেরিওয়ালা’। নাটকটিতে সাফার সঙ্গে আরও অভিনয় করছেন ইয়াশ রোহান। তিনি এতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নাটকটির শুটিং শুরু হয়েছে। চলবে আরও এক দিন।
নাটকটির গল্পে দেখা যাবে, পত্রিকার পাতা খুললেই চারপাশে শুধু নেতিবাচক খবর উঠে আসে। পাঠকের পাশাপাশি খবর সংগ্রহ ও পাঠকের কাছে পৌঁছে দেয়া মানুষজনও এসব নেতিবাচক খবরে নাভিশ্বাস প্রায়। তারা দিন শেষে ইতিবাচক শান্তির খবর খুঁজে বেড়ান। এমন ইতিবাচক বার্তা থাকছে ‘খবরের ফেরিওয়ালাতে’।
নাটকটিতে আরও দেখা যাবে, ঘটনাক্রমে ক্রাইম রিপোর্টার ও হকারের মধ্যে বিভিন্ন ঘটনায় সখ্য গড়ে ওঠে। তাদের পরিচয় ও কথোপকথনে বেরিয়ে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য। ঘটতে থাকে বিভিন্ন ঘটনা। চারপাশের এমন বাস্তবচিত্র উঠে আসছে নাটকটিতে।
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সব সময় চমক থাকে। এবার ঈদের জন্য নির্মিত ইত্যাদিতেও আছে সে রকম অনেক কিছু। বরাবরের মতো এবারও ইত্যাদিতে থাকছে নাচ নিয়ে চমক। এবারের নাচটিতে ব্যাপক আয়োজনে তুলে ধরা হয়েছে তিনটি ধারাকে। তাই এটিকে বলা যায় একটি ত্রিমাত্রিক নৃত্য। নাচটি পরিবেশন করেন দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে আছেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী। উল্লেখ্য, ইত্যাদিতে প্রতিটি নাচের জন্য নতুন নতুন মিউজিক করা হয়। এ ছাড়া পরিবেশনায়ও আছে বৈচিত্র্য। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার পরিচালনায় বর্ণিল এই নৃত্যে প্রত্যেক শিল্পীই আন্তরিক ও স্বতঃস্ফূর্ত।
ইত্যাদির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, সব সময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত, ইত্যাদির নাচগুলোকে তার চেয়ে একটু ব্যতিক্রমী করতে চেষ্টা করা হয়। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। শিবলী-নিপা জুটি ছাড়াও অন্য নৃত্যশিল্পীরাও নেচেছেন দুর্দান্ত। এ ধরনের নতুন নতুন বিষয়ে নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেন হানিফ সংকেত। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।
বেশ কিছুদিন ধরেই বলিউড তারকারা সরব হয়েছেন চলমান নোংরা রাজনীতি নিয়ে। সম্প্রতি মুখ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানালেন বলিউডে কোণঠাসা হয়ে হলিউডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর থেকেই শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহলে। এই বিতর্কের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনের পুরোনো একটি সাক্ষাৎকার। একটি রিয়েলিটি শো-তে গিয়ে তিনি জানিয়েছিলেন এই রাজনীতির শিকার হয়ে কীভাবে তার হাত থেকে চলে গিয়েছিল একাধিক ছবির কাজ।
ভিডিওতে দেখা যায় শো-তে উপস্থাপক সিমি শাহরুখ খান ও ঐশ্বরিয়াকে উদ্দেশ করে জিজ্ঞেস করেন, ‘তোমাদের একসঙ্গে পাঁচটি ছবিতে কাজ করার কথা ছিল, তাই না? আর তাতে ঐশ্বরিয়া জবাব দেন, ‘আমার সঙ্গে কয়েকটি সিনেমা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই সেগুলো হচ্ছে না। কেন, সেই উত্তর আমার কাছে কখনোই ছিল না।’
এরপর অভিনেত্রীকে প্রশ্ন করা হয় ছবি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত তার ছিল কি না? তাতে অভিনেত্রী বলেন, ‘না এটা আমার সিদ্ধান্ত ছিল না।’
সেই ঘটনার বর্ণনা দিয়ে ঐশ্বরিয়া জানান, এই ঘটনা শুধু যে তাকে বিস্মিত বা বিভ্রান্ত করেছিল তা নয়, বড় আঘাতও পেয়েছিলেন তিনি। তিনি জানান, এই ধরনের ঘটনা তাকে আরও সচেতন করে দেয়। বুঝিয়ে দেয় এখানে লোকেরা অন্য মানুষ বা প্রজেক্টের ওপর প্রভাব ফেলতে পারে। এটা স্পষ্ট হয়ে উঠল যে, আমার সঙ্গেও এরকম কিছু হতে পারে। সেটা আপনার বক্স অফিস সাফল্য বা ইন্ডাস্ট্রিতে যতই নিরাপদ অবস্থান হোক না কেন!
ঐশ্বরিয়া ১৯৯৭ সালে মণি রত্নমের তামিল ছবি ‘ইরুভার’-এর মাধ্যমে অভিনয়জীবনে পা রাখেন। পরে হিন্দিতে ববি দেওলের বিপরীতে ‘অর পেয়ার হো গয়া’ ছবিতে তাকে দেখা যায়। যেটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। শেষ তাকে দেখা গেছে মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান-১’-এ।
‘গেম অব থ্রোনস’-এর প্রিক্যুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’-এর দ্বিতীয় মৌসুমের পর্ব কমিয়ে আটটি করা হয়েছে। প্রথম পর্বে ছিল ১০টি পর্ব। পশ্চিমা বিনোদনভিত্তিক গণমাধ্যম ডেডলাইন বলছে, সিরিজটির দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে এটি করা হয়েছে। কারণ তৃতীয় মৌসুমে প্রিক্যুয়েলটির স্পিনঅফ তৈরির পরিকল্পনা করা হয়েছে।
এইচবিওর একজন মুখপাত্র জানিয়েছেন, গল্পের প্রয়োজনেই এই মৌসুমে আটটি পর্ব সাজানো হয়েছে। গল্পকে প্রাধান্য দিতেই অযথা পর্ব বাড়ানোর সিদ্ধান্ত নেননি প্রযোজকরা। ২০২৪ সালের দিকে যুক্তরাজ্যে দ্বিতীয় পর্বের প্রিমিয়ার হওয়ার কথা শোনা যাচ্ছে।
২০২২ সালের ২১ আগস্ট ‘হাউস অব দ্য ড্রাগন’ প্রিমিয়ার হয়। নতুন কোনো অরিজিনাল সিরিজ হিসেবে প্রিমিয়ারেই এটি ইতিহাস গড়ে। ২২ মিলিয়নের বেশি দর্শক একসঙ্গে দেখেছিলেন এটি।
জর্জ আর আর মার্টিনের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ থেকে তৈরি করা হয়েছে সিরিজটি। হাউস অব টারগারিয়ানের কাহিনি; যা ‘গেম অব থ্রোনস’-এর ২০০ বছর আগের কাহিনি। তুমুল জনপ্রিয় ‘গেম অব থ্রোনস’ ২০১৯ সালে আটটি মৌসুমে প্রচারিত হয়।
দ্বিতীয় মৌসুমে একটি বড় যুদ্ধ থাকবে। এখন পর্যন্ত চার মৌসুমের পরিকল্পনা করা হয়েছে। ‘গেম অব থ্রোনস’-এর মিগুয়েল স্যাপুচনিক থাকছেন দ্বিতীয় মৌসুমের পেছনে। সঙ্গে কো-ক্রিয়েটর হিসেবে থাকছেন রায়ান কন্ডাল। দ্বিতীয় মৌসুমে মূল দায়িত্বে থাকছেন কন্ডাল এবং নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন স্যাপুচনিক।
তেলেগু ছবি ‘পুষ্পা’তে শুধু আল্লু অর্জুনের পারফরম্যান্সই দুর্দান্ত হয়নি। মাত্র একটি গান দিয়েই সবার মুখে মুখে চলে আসেন সামান্থা রুথ প্রভু। আইটেম সং ‘ও আন্তভা’ গানে মজেনি এমন লোক পাওয়া ভার। কিন্তু এই গান যখন করেন, তখন পরিবার থেকে বাধা এসেছিল। তা শোনেননি সামান্থা। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে গেছেন নিজের সিদ্ধান্তেই।
‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে আইটেম গানে পারফরম্যান্সের প্রস্তাব এসেছিল নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরপরই। তখন তার পরিবার ও কাছের বন্ধুরা মনে করেছেন, এই সময়ে তার আইটেম গানে নাচা উচিত হবে না।
কিন্তু সামান্থার বক্তব্য, তিনি যা করবেন, তা গোপন করার দরকার কী? সামান্থা বলেন, ‘যখন আমি এই গান করার প্রস্তাব পাই, তখন আমাদের বিচ্ছেদের মাঝামাঝি। বিচ্ছেদ ঘোষণার পরে আমার প্রত্যেক সুহৃদ ও পরিবারের সদস্যের কথা ছিল এ রকম ‘তোমার মাত্র বিচ্ছেদ হয়েছে, তুমি এখন বাসায় থাক। তোমার আইটেম সং করা ঠিক হবে না।’ এমনকি আমার কিছু বন্ধু, যারা আমাকে সব সময় বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহস জোগাত, তারাও বলেছে, আইটেম সং কর না। কিন্তু আমার মনে হয়েছে, ‘ঠিক আছে, আমাকে এটাই করতে হবে।’
সামান্থা আরও বলেন, ‘আমি শুধু ভেবেছি, কেন আমার এটা লুকানো উচিত? আমি তো খারাপ কিছু করছি না। আমি এভাবে অপেক্ষা করিনি যে, আমাকে ট্রল করা হবে, যা-তা বলা হবে, ঘৃণা করা হবে, এসব থেকে দূরে চলে যাব এবং আমি ফিরে আসব এমনভাবে যে, আমি কোনো অপরাধ করেছি। আমি এমন না। আমি শতভাগ দিয়েই বিয়েটা করেছি। কিন্তু এটা কাজ করেনি। তবে আমি নিজেকে দোষী ভাবতে রাজি না। আমি সে রকম করে ভাবিনি।’
সামান্থা রুথ প্রভুকে দেখা যাবে তেলেগু ছবি ‘কুশি’তে। এই ছবিতে তাকে দেখা যাবে বিজয় দেবরকোন্ডার বিপরীতে। আগামী ১ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে। এ ছাড়া প্রাইম ভিডিওর জন্য সিটাডেলের ভারতীয় ভার্সনের জন্যও কাজ করছেন এই অভিনেত্রী।
কদিন আগে কলকাতার একটি সিনেমার শুটিং শেষ করে ফিরেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ। এদিকে গতকাল ছিল এই অভিনেতার জন্মদিন। সবকিছু নিয়ে গতকাল দিনের শেষ ভাগে কথা বলেছেন দৈনিক বাংলার সঙ্গে।
দৈনিক বাংলার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা আপনাকে।
অনেক ধন্যবাদ। আপনাদের জন্য শুভ কামনা।
জন্মদিন কেমন কাটল?
পরিবারের সঙ্গে সময় কাটালাম। উইশ করল। সবাই অনেক কিছু উপহার দিল। আর বিকেলে আমার ফ্যানক্লাবের সবাই মিলে সুবিধাবঞ্চিত শিশুসহ ছিন্নমূল মানুষের মাঝে ইফতারি বিতরণ করল। সেখানে উপস্থিত ছিলাম। আমাকে আজ (গতকাল) দুপুরে জানিয়েছে। তারপর বাসা থেকে দ্রুত বের হয়ে সাড়ে তিন ঘণ্টার যানজট ঠেলে আসাদগেট হাজির হয়েছি। এই কষ্ট আমাদের ফ্যানদের কষ্টের চেয়ে কিছুই না। মজার ব্যাপার হলো, এগুলো ওরা নিজেদের হাতখরচের টাকা থেকে বাঁচিয়ে করেছে। আমি সত্যিই আপ্লুত।
সারা দিনে কী কী উপহার পেলেন?
বেশি পেয়েছি আমার ভক্তদের ভালোবাসা। আর পরিবারের মানুষজন উপহার দিয়েছেন। আমার স্ত্রী উপহার দিয়েছে। তবে কী দিয়েছে সেটা বলা যাবে না।
কদিন আগে কলকাতার একটি সিনেমার শুটিং শেষ করে দেশে এলেন। কেমন ছিল নতুন জায়গার শুটিং অভিজ্ঞতা?
এবার অনেক দিন কলকাতায় ছিলাম। সেখানে ‘প্রতিপক্ষ’ নামে একটি সিনেমার শুটিং করছিলাম। গত রোববার দেশে ফিরেছি। সেখানকার শুটিং অভিজ্ঞতা খুবই ভালো। ওখানে খুব ফাস্ট কাজ হয় আর খুব পরিকল্পনা অনুযায়ী। সেভাবে আমাদের এখানে কাজ কম হয়। আমি এতটা অভ্যস্ত ছিলাম না। তাই কাজটা দ্রুত শেষ হয়েছে। তা ছাড়া আমার সঙ্গেও তাদের প্রত্যেকের আচার-আচরণ একেবারেই বন্ধুর মতো ছিল। দারুণভাবে আমাকে সহযোগিতা করছেন সহশিল্পীরা।
ওই ছবিতে আপনার সহশিল্পী ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার সঙ্গে নিশ্চয়ই অনেক আলাপ হয়েছে?
সত্যি তাই। তিনি বড় মাপের অভিনেতা। তার সঙ্গে কাজসহ নানা ব্যক্তিগত বিষয় শেয়ার করেছি। তিনিও করেছেন। তিনি কাজে খুবই সহযোগিতা করেছেন। যদিও সিনেমায় আমাদের চরিত্র বিপরীতমুখী। আমাদের মধ্যে দ্বন্দ্বই বেশি। দুটি জেনারেশনের গল্প বলা হয়েছে এই সিনেমায়। মজার ব্যাপার হলো, যতবারই বুম্বাদার সঙ্গে আমার চরিত্র নিয়ে কথা বলেছি, তার সহযোগিতা পেয়েছি। শট ভালো হলে বুম্বাদা প্রশংসা করেছেন। একটু কম ভালো হলে বলতেন আরেকবার করে দ্যাখ।
গত ২৮ মার্চ ছিল চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের জন্মদিন। পরদিনই আপনার। বিষয়টা কেমন লাগে?
জন্মের বিষয়টা তো আমার হাতে ছিল না। এটা উপরওয়ালা ও আমার বাবা-মার বিষয়। তবে আমি যখন বিষয়টা বুঝতে পেরেছি, ভালো লেগেছে। সবাই আমার জন্মদিন ভুলে গেলেও বলতে পারব শাকিব খানের জন্মদিনের পরদিন আমার জন্মদিন। তবে এত অল্প সময়ে এত মানুষের ভালোবাসা পেয়েছি আমি, সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ।
সামনের কাজগুলো নিয়ে জানতে চাইছি।
অন্তর্জাল সিনেমার কাজ শেষ করেছি। তবে ঈদে আসবে কিনা এখনো বলতে পারছি না। কিছু কাজ গুছিয়ে এনেছি। ওটিটি প্ল্যাটফর্মে কাজের বিষয়ে কথা হয়েছে। আশা করছি খুব দ্রুতই সবকিছু জানাতে পারব।
আজ ছিলো ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের জন্মদিন। প্রতিবারই তার জন্মদিন ঘিরে নানারকম আয়োজক করে ভক্তরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফেসবুকভিত্তিক গ্রুপ ‘সিয়াম আহমেদ ফ্যান ক্লাব’- এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশু ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন ভক্তরা। এসময় উপস্থিত ছিলেন সিয়াম আহমেদও।
এই আয়োজন প্রসঙ্গে সিয়াম বলেন, জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটালাম। উইশ করলো সবাই। উপহারও পেলাম। তবে বিকেলে ছিলো আমার জন্য অন্যরকম সারপ্রাইজ। আমার ফ্যানক্লাবের উদ্যোগে সবাই মিলে সুবিধাবঞ্চিত শিশুসহ ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরন করলো। বিষয়টি আমাকে আজ (দুপুরে জানিয়েছে ওরা। তারপর বাসা থেকে দ্রুত বের হয়ে সাড়ে তিন ঘণ্টার যানজট ঠেলে আসাদগেট হাজির হয়েছিলাম। এই কষ্ট আমার ফ্যানদের কষ্টের চেয়ে কিছুই না। মজার ব্যাপার হলো এগুলো ওরা নিজেদের হাত খরচের টাকা থেকে বাঁচিয়ে করেছে। আমি সত্যিই আপ্লুত।’
স্বাভাবিকভাবেই এমন আয়োজন উচ্ছসিত সিয়াম আহমেদ। তিনি জানান, ভক্তদের ভালোবাসাই তাকে আজকের সিয়াম আহমেদ করেছে। তাই তাদের ভালোবাসার মূল্য দিতেই এমন আয়োজনে উপস্থিত থাকেন তিনি।
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ছবির সেটে বড় দুর্ঘটনা ঘটেছে। দুর্গ থেকে পড়ে মৃত্যু হয় ইউনিটের এক সদস্যের। মহারাষ্ট্রের কোলাপুরে পানালা দুর্গে চলছিল ছবির শুটিং। সেখানেই সজ্জা কোঠি থেকে পড়ে যান ছবির দলের এক কুশলী নাগেশ প্রশান্ত খোবারে। দুর্গ থেকে পড়ে মাথায় গুরুতর চোট লাগে তার। ১০ দিন হাসপাতালে ভর্তি থাকার পরে মৃত্যু হয় ওই ক্রু সদস্যের।
মারাঠি ছবি ‘বেদাত মরাঠে বীর দৌদলে সাত’ পরিচালনা করছেন মহেশ ম়াঞ্জরেকর। সেই পিরিয়ড ড্রামায় ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার। মহারাষ্ট্রের কোলাপুরে পানালা দুর্গে শুটিং চলছিল ছবির। খুব সম্প্রতি শুটিংয়ের দলে এসে যোগ দেন ক্রু সদস্য নাগেশ প্রশান্ত খোবারে। সেটের ঘোড়ার যত্ন নেয়ার জন্য তাকে রাখা হয়েছিল। পানালা দুর্গের সজ্জা কোঠি থেকে আচমকাই পড়ে যান নাগেশ। সেই সময় মোবাইল ফোনে কথা বলতে নাকি ব্যস্ত ছিলেন তিনি। আনমনা হওয়ার ফলেই ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সজ্জা কোঠি থেকে পড়ে মাথায় ও বুকে গুরুতর চোট লাগে নাগেশের। দুর্ঘটনার পরে দ্রুত কোলাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ১০ দিন ভর্তি থাকার পরে মৃত্যু হয় নাগেশের।
শুটিং সেটে দুর্ঘটনায় নাগেশের মৃত্যু নিয়ে প্রযোজনা সংস্থার ওপর ক্ষুব্ধ হয় নাগেশের পরিবার। তাদের দাবি- হাসপাতালে নাগেশের চিকিৎসার সব খরচ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত সেই খরচ নাকি দেয়নি। প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত নাগেশের শেষকৃত্য করবেন না তারা, দাবি পরিবারের। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি পরিচালক মহেশ মাঞ্জরেকর বা প্রযোজনা সংস্থার কেউ।
তরুণ নির্মাতাদের খুঁজে বের করে তাদের ছবি নিয়ে উৎসবের আয়োজন করছে কোলাহল কমিউনিকেশন। এবার তার সঙ্গে যুক্ত হলো যুক্তরাষ্ট্র ও কানাডার বিপণন প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস। ‘কোলাহল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ নামের এই উৎসবটি শুরু হবে এ বছরই। তার আগে আনুষ্ঠানিকভাবে ২৮ মার্চ চুক্তিবদ্ধ হলো কোলাহল ও বায়োস্কোপ ফিল্মস। যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো শহরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবরে পুরো আয়োজন প্রসঙ্গে কোলাহল কমিউনিকেশনের প্রধান নির্বাহী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘এটি আমাদের একটি ড্রিম প্রজেক্ট। দেশ ও দেশের বাইরে যারা বাংলা ভাষাভাষি রয়েছেন তারা সকলেই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগীদের ভেতর থেকে আমরা সৃজনশীল ও মেধাবী নির্মাতাদের খোঁজার এই কার্যক্রম পরিচালনা করব। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এবং সারাদেশ থেকে শর্ট ফিল্ম জমা দেবার শেষ তারিখটাও খুব শিগগির ঘোষণা করব।’
প্রাথমিকভাবে যে কোনো মেধাবী নির্মাতা তাদের যে কোনো ডিভাইসে বানানো নিজেদের শর্ট ফিল্ম পাঠাবেন। এরপর পাঁচজন বিচারকের মাধ্যমে তা বাছাই করে সেরা মেধাবীদের খুঁজে বের করা হবে। বিচারকদের তালিকায় থাকবেন দেশের গুণী চলচ্চিত্র ব্যক্তিত্বরা।
আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গে বায়োস্কোপ ফিল্মসের প্রধান নির্বাহী রাজ হামিদ বলেন, ‘কোলাহল কমিউনিকেশন সবসময় সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা করে থাকে। আমরা বায়োস্কোপ ফিল্মস থেকে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের কথা ভাবছিলাম। ঠিক সেসময় কোলাহলের এই উদ্যোগটি আমাদের কাজটিকে আরও সহজ করে দিয়েছে। আমরা একই সঙ্গে সেরা দশের ৩টি শর্ট ফিল্ম প্রযোজনা করব এবং সেরা ১০টি শর্ট ফিল্ম নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার অধিকাংশ রাজ্যে বড় পর্দায় প্রদর্শনীর ব্যবস্থা করব।’
আয়োজন প্রসঙ্গে তানভীর তারেক আরও বলেন, ‘আমরা ঠিক ফিল্ম ফেস্টিভ্যালের মতো এটিকে রাখছি না বলেই একেবারে সারাদেশ থেকে ট্যালেন্ট হান্ট করব। এর সঙ্গে একটি স্যাটেলাইট চ্যানেল ও আরও কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত হবে। একই সঙ্গে ৩ দিনব্যাপী আমাদের ফাইনাল রাউন্ডের অনুষ্ঠানে চলচ্চিত্র বিষয়ক সেমিনার ও তরুণ নির্মাতাদের নিয়ে ফিল্ম বিষয়ক কর্মশালা এবং চলচ্চিত্র বিষয়ক বই প্রকাশ করা হবে।’
সেরা ১০ নির্মাতাকে নতুন একটি শর্টফিল্ম তৈরির ব্যবস্থা করাই তাদের পুরস্কার হিসেবে ঘোষণা করা হবে।