শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

আজ বরেণ্য অভিনেতা আবুল হায়াতের জন্মদিন

আপডেটেড
৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:২১
জাহাঙ্গীর বিপ্লব
প্রকাশিত
জাহাঙ্গীর বিপ্লব
প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:২১

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও লেখক আবুল হায়াত। থিয়েটার, টিভি নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে এখনো তার উপস্থিতি দর্শককে মুগ্ধ করে। নিজেকে ছড়িয়েছেন দুই হাতে; প্রতিটি ক্ষেত্রে দর্প নিয়ে ছুটে চলেছেন সমানতালে। এই দুরন্ত ছুটে চলা মানুষটি বছরে দুইবার জন্মদিনের শুভেচ্ছা আর অভিনন্দনে সিক্ত হন। জন্ম ১৯৪৪ সাল এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন ৭ সেপ্টেম্বর হলেও ২৫ জুন তাকে সিক্ত হতে হয় ভক্ত-অনুরাগী ও কাছের মানুষের শুভেচ্ছায়।

বিষয়টি নিয়ে কিছুটা বিব্রতবোধ করলেও দুটি তারিখেই হাসিমুখে সবার শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। তাহলে সত্যিকারের জন্মদিন কোনটি? এমন প্রশ্নের জবাবে আবুল হায়াত বলেন, ‘আমার প্রকৃত জন্মদিন মূলত ৭ সেপ্টেম্বর। সার্টিফিকেটে আব্বা দিয়েছিলেন ২৫ জুন। তবে প্রতি বছর এই দিনে অর্থাৎ ৭ সেপ্টেম্বরই আসল জন্মদিনটা পালন করা হয়।’

আশি পেরিয়ে আজ একাশিতে পা রাখলেন ‘চিরসবুজ’খ্যাত তারকা আবুল হায়াত। একই দিনে তার নাতনিরও জন্মদিন। এ কারণে প্রতিবার সবাইকে নিয়ে বেশ আনন্দঘন পরিবেশেই জন্মদিন পালন করেন তিনি।

চলচ্চিত্র, মঞ্চনাটক এবং প্রায় এক হাজারেরও বেশি টেলিভিশন নাটকে অভিনয় করা এ শিল্পীর প্রবল ইচ্ছে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অভিনয়ের ওপর ক্লাস নেওয়া। কোনো প্রতিষ্ঠান আগ্রহী হলে তিনি তা ভেবে দেখবেন বলেও জানান। পাশাপাশি তিনি বর্তমান প্রজন্মের সঙ্গে তার অভিনয়ে অভিজ্ঞতা শেয়ার করতে চান। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় আবুল হায়াত মঞ্চে প্রথম ‘টিপু সুলতান’ নাটকে অভিনয় করেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে মঞ্চে তার প্রথম নাটক আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’। টিভিতে তার প্রথম নাটক ছিল জিয়া হায়দারের প্রযোজনায় ‘ইডিপাস’।

মঞ্চে তার নির্দেশিত প্রথম নাটক ‘আগন্তুক’ এবং টিভিতে ‘হারজিৎ’। প্রথম অভিনীত সিনেমা ঋত্বিক কুমার ঘটকের ‘তিতাস একটি নদীর নাম। ১৯৭৪ সালে আলী যাকেরের নির্দেশনায় মঞ্চে ‘বাকি ইতিহাস’ নাটকে অভিনয় করে তিনি ‘সিকোয়েন্স অ্যাওয়ার্ড ফর ইনট্রিডিউসিং ন্যাচারালিস্টিক অ্যাক্টিং অন বাংলাদেশ স্টেজ অ্যাওয়ার্ডে ভূষিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন। এটি বাংলাদেশে দর্শনীর বিনিময়ে প্রথম মঞ্চনাটক। আবুল হায়াত বহু বছর ধরে টিভি নাটক, সিনেমা এবং বিজ্ঞাপনে সফলতার সঙ্গে অভিনয় করে আসছেন।

বিষয়:

শুভ জন্মদিন জাহিদ হাসান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
জাহাঙ্গীর বিপ্লব

জাহিদ হাসান- নাম বললেই পাঠক কিংবা দর্শকের মনে ভেসে উঠবে এমন এক অভিনেতার মুখ, যিনি বিভিন্ন সময়ে নানা রঙে পর্দায় উপস্থিত হয়েছেন। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা একাধারে মডেল, অভিনেতা, পরিচালক ও প্রযোজক। তবে এখন টিভি পর্দায় আর আগের মতো কাজ করেন না। কেবল ঈদের নাটকেই দেখা যায় তাকে। বর্তমানে সিনেমাতেই বেশি মনোযোগী তিনি। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এ অভিনেতা আজ স্পর্শ করলেন জীবনের ৫৮তম বসন্তে।

এবারের জন্মদিন নিয়ে নতুন কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে এই তারকা বলেন, ‘জন্মদিন এলেই আমার মনে এক ধরনের আনন্দ কাজ করে। এই আনন্দের বেশ কিছু কারণ আছে। আমি প্রতিবারই সাংবাদিকদের কাছে এ কথাটাই বলি, এই দিনে গণমাধ্যমকর্মী থেকে আমার পরিবার-পরিজন ও সহকর্মীরা যেভাবে আমাকে শুভেচ্ছায় সিক্ত করেন, এটা আমাকে মুগ্ধ করে। এ জন্য আমার জন্মদিন নিয়ে আমি নিজেও বেশ আগ্রহী। দিনটাতে বেশ ভালো লাগে। তবে বিশেষ এই দিনটি নিয়ে আহামরি কোনো পরিকল্পনা রাখি না। কোনো কাজও রাখি না। পরিবারের সঙ্গেই একান্তে সময় কাটাই। এবারও তার ব্যতিক্রম হবে না। তা ছাড়া এখন অনেক বয়স হয়ে গেছে। এখন আর জন্মদিন নিয়ে কথা বলার দরকার নেই বলেই মনে করি।’

অনেক দিন ধরেই নাটকে অনিয়মিত জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। কালেভদ্রে শোনা যায় নতুন নাটকে কাজ করার কথা। এ অভিনেতা এবার নতুন কাজের খবর দিলেন। টিভি নাটকে নয়, তিনি এখন মনোযোগী অনলাইন প্ল্যাটফর্মের জন্য নির্মিত কাজে। সম্প্রতি যুক্ত হয়েছেন নতুন তিনটি কনটেন্টে। এর মধ্যে দুটি ওয়েব সিরিজ ও একটি ওয়েব ফিল্ম। জাহিদ হাসান বলেন, “কাজগুলো নিয়ে এরই মধ্যে পরিচালকদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। পরিচালক রায়হান রাফীর দুটি ও তানিম নূরের একটি কাজ। তবে ‘পালাবি কোথায়’ নামে একটিতে কাজ করেছি, বাকি দুটির নাম জানাতে পারছি না। সেগুলোর নাম পরিবর্তনের সম্ভাবনা আছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই শুটিং শুরু করব।”

এদিকে জাহিদ হাসানের কাছ থেকে জানা গেল, নাটকে নিজে অভিনয় কমিয়ে দিলেও নিজের প্রযোজনা সংস্থা নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। এই তারকার ভাষ্য, এখন শুধু বিশেষ কিংবা ঈদের নাটকগুলোতে অভিনয় করি। ঈদ মৌসুমে অনেক পরিচালক এসে বিনয়ের সঙ্গে প্রস্তাব করেন। সবগুলো নাটকের গল্পই থাকে আমাকে ঘিরে। এমনকি নাম ভূমিকায় অভিনয়ের প্রস্তাব আসে। এমন সব পরিচালক আসেন, যাদের আমি না করতে গিয়েও পারি না। গত কয়েক বছর ধরে একক নাটকের চেয়ে ধারাবাহিক নাটকেই বেশি কাজ করছি। এখন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই নাটক এবং ওয়েব সিরিজ বানানোয় ব্যস্ত থাকি বেশি।


প্রশংসায় ভাসছেন ইমন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

আবারও সরব হচ্ছেন মডেল-অভিনেতা থেকে চিত্রনায়ক বনে যাওয়া মামনুন হক ইমন। এরইমধ্যে গত ১ অক্টোবরে একটি ওটিাট প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ইমন অভিনীত প্রথম ওয়েব ফিল্ম মায়। মুক্তির আগের দিন গত সোমবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর এসকেএস সেন্টারের স্টার সিনেপ্লেক্সে ছিল মায়ার বিশেষ প্রদর্শনী। এই ওয়েব ফিল্মের অভিনয়শিল্পী, কলাকুশলীসহ এসেছিলেন অন্য তারকা ও পরিচালকরা। প্রদর্শনী শেষে কেউ কেউ বলেছেন, ‘রাহাত’ চরিত্রে বাজিমাত করেছেন মামনুন ইমন। ছবিটি দেখে অনেক তারকাই ইমন ও সারিকার অভিনয়ের প্রশংসা করেছেন।

মায়া সিনেমায় রাহাত চরিত্র হয়ে উঠতে ইমনকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কারণ, তার জন্য এটা অনেক চ্যালেঞ্জিং ছিল। এমন চরিত্রে অভিনয়ের প্রস্তাব তাকে আগে কোনো পরিচালক দেননি। সেই গল্প তুলে ধরে ইমন বলেন, ‘রায়হান রাফী আগের কাজগুলো যাদের সঙ্গে করেছেন, এই যেমন- ‘সুড়ঙ্গ’-তে আফরান নিশো, তাকে কিন্তু দর্শক আলাদা একটা জায়গায় রেখেছেন। শরিফুল রাজের সঙ্গেও করছেন, সেটাও অভিনয়নির্ভর দারুণ একটা গল্প। যত ওয়েব ফিল্ম রাফী বানিয়েছেন, বেশির ভাগই অভিনয়নির্ভর কাজ এবং গল্পগুলোও দুর্দান্ত। শেষে করেছে শাকিব খানকে নিয়ে ‘তুফান’। শাকিব ভাইকে কাছ থেকে দেখার সুযোগ থাকার কারণে আমি দেখেছি, ‘তুফান’-এর শুটিংয়ের সময় কতটা আন্তরিক হয়ে তিনি কাজটি করতেন। আমার মাথায় এসব ছিল। আমিও যে চরিত্র পেয়েছি, সেটাতে নায়কোচিত ভাব থেকে বের হয়ে চরিত্র হয়ে উঠতে হবে, এটা ভাবতে হয়েছে।’

‘রাহাত’ চরিত্রে প্রস্তাব পাওয়ার পর থেকে ঢাকার একটি মাদকাসক্তি নিরায়ম কেন্দ্রে নিয়মিত যেতেন মামনুন ইমন। চিকিৎসকদের সঙ্গে কথা বলতেন। মাদকাসক্ত ব্যক্তিদের আচার-আচরণ সামনে থেকে পর্যবেক্ষণ করতেন। সেসব গল্পই শোনান ইমন, ‘চিকিৎসকদের সঙ্গে কথা বলে মাদকাসক্ত ব্যক্তিদের আচরণ বোঝার চেষ্টা করেছি। তারা সেখানে কী করেন, কেমন তাদের আচরণ। আবার যখন ড্রাগস নেওয়া বন্ধ করে দেন, তখন অবস্থা কেমন হয়, তা-ও বোঝার চেষ্টা করেছি। প্রথম ওয়েব ফিল্ম, চেষ্টার কমতি রাখিনি। চরিত্রটিকে নিজের ভেতর ধারণ করতে ছয় থেকে সাত দিন লেগেছে। এ-ও ভেবেছি যে সৎভাবে যদি কাজটা করি, মানুষ বুঝবে, ইমনের অভিনয়ের প্রতি যে আগ্রহ, তা শুধু মুখে মুখে নয়। বলতে পারেন, আমি চরিত্রটায় ডুবে ছিলাম।’

এদিকে আগামী সপ্তাহে নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন ইমন। ময়নার চর নামের এই ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান। দুটি ছবির শুটিংও শেষ করা আছে। ‘কানামাছি’ ও ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ নামের ছবি দুটির ডাবিংও শেষ। ‘অপারেশন জ্যাকপট’ ছবির কাজ ৮০ ভাগ শেষ হয়েছে বলে জানান ইমন।

বিষয়:

একগুচ্ছ গান নিয়ে ইমরান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ছোটবেলা থেকেই গানের সঙ্গে বসবাস করলেও তার কপাল খোলে চ্যানেল আই সেরা কণ্ঠ ২০০৮ আসরের প্রথম রানার আপ নির্বাচিত হওয়ার সুবাদে। ওই বছর ‘ভালোবাসার লাল গোলাপ’ সিনেমায় সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেন ইমরান। এরপর আরফিন রুমির হাত ধরে প্রথম একক অ্যালবাম রিলিজ করেন ২০১১ সালে। অ্যালবামের নাম ‘স্বপ্নলোক’। অল্প সময়ে সমসাময়িক অনেকের চেয়ে এগিয়ে যান ইমরান। সংগীতশিল্পী থেকে সংগীত পরিচালক হিসেবেও পরিচিতি পান দ্রুত।

কয়েক বছর ধরেই দেশ ও বিদেশের মাটিতে স্টেজ শো করার পাশাপাশি নতুন নতুন গানও উপহার দিচ্ছেন ইমরান। সেই ধারাবাহিকতায় নতুন তিনটি গান নিয়ে আসছেন তিনি। এরই মধ্যে গান তিনটির সংগীত আয়োজন ও ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে। মিউজিক ভিডিওর শুটিংয়ের পরিকল্পনাও গুছিয়ে এনেছেন তিনি। গান তিনটি হলো ‘মন বুঝলি না’, ‘শুধু তোমাকে ছাড়া’ ও ‘কথা একটাই’।

ইমরানের কাছ থেকে জানা গেল, মন বুঝলি না গানটির কম্পোজিশন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। কথা লিখেছেন আবদার রহমান। ফুয়াদের সঙ্গে যৌথভাবে গানটি প্রযোজনা করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি প্রযোজক সঞ্জয়। তিনি ভারতীয় অনেক গানেরও প্রযোজক।

শুধু তোমাকে ছাড়া শিরোনামের গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ মেলাবেন আরও এক নারী শিল্পী। তবে কে গাইবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। গানের ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হবেন নাজনীন নিহা। কথা একটাই গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটিতে ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পড়শী।

তিনটি গানের মিউজিক ভিডিওর শুটিং হবে থাইল্যান্ডে। অক্টোবরের মাঝামাঝি সময়ে পুরো টিম নিয়ে থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছেন ইমরান। এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘সামনে তিনটি উপলক্ষ আছে। ইংরেজি নববর্ষ, ভালোবাসা দিবস এবং ঈদ। উপলক্ষ তিনটিকে টার্গেট করেই বড় আয়োজনে তৈরি করা হচ্ছে গানগুলো। নতুন বছর উপলক্ষে ফুয়াদ ভাইয়ের গানটি রিলিজ করার পরিকল্পনা করছি। এবার ভালোবাসা দিবস ও ঈদ একই সময় হবে, তাই ডুয়েট গান দুটি তখন মুক্তি দেব।’

ইমরান আরও বলেন, ইতোমধ্যে সব গানের রেকর্ডিং শেষ হয়েছে। কেবল একটি গানের নারীকণ্ঠ বাকি আছে। মিউজিক ভিডিও শুটিংয়ের আগে সেই কাজ করতে চান তিনি।

বিষয়:

আবার কেন্দ্রীয় চরিত্রে কিলিয়ান মারফি

কিলিয়ান মারফি। ছবি: সংগৃহীত
আপডেটেড ৩ অক্টোবর, ২০২৪ ০০:১৬
বিনোদন ডেস্ক

বিখ্যাত ও জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর গল্প অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমা টমি শেলবি। এই ছবিতেও নাম ভূমিকায় অভিনয় করবেন গত বছর অস্কার জয়ী তারকা কিলিয়ান মারফি। সোমবার রাতে প্রকাশ পেয়েছে সিনেমায় টমি শেলবির ফার্স্ট লুক। এতে তুলনামূলক বয়স্ক শেলবিকে দেখা গেছে? পিকি ব্লাইন্ডার্স শুরু হয়েছিল ২০১৩ সালে। সিরিজের লেখক স্টিভেন নাইট, টোবি ফিনলে ও স্টিফেন রাসেল। পরিচালনা করেছেন ওটো বাথার্স্ট (সিরিজ ওয়ান), টম হার্পার (সিরিজ ওয়ান), কোম ম্যাকার্থি (সিরিজ টু), টিম মিল্যান্টস (সিরিজ থ্রি), ডেভিড ক্যাফ্রে (সিরিজ ফোর) ও অ্যান্থনি বার্নি (সিরিজ ফাইভ ও সিক্স)। বিবিসি টু ও বিবিসি ওয়ানে স্ট্রিম হওয়া সিরিজটি দারুণ জনপ্রিয় হয়, এমনকি কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গেছে এটি। সেখান থেকেই সিনেমা নির্মাণের পরিকল্পনা। স্টিভেন নাইটের গল্পে সিনেমাটি পরিচালনা করছেন টম হার্পার এবং এর প্রযোজক নেটফ্লিক্স।

ছবিটি প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী বার্মিংহামের অপরাধ জগৎ নিয়ে নির্মাণ হচ্ছে। প্রশ্ন হচ্ছে, সিনেমাটিও সিরিজের মতো জনপ্রিয় হবে কি না। সিরিজের একরকম চাহিদা ছিল। ছয় সিজনে সিরিজের গল্প এগিয়েছে নিজের গতিতে। বার্মিংহামের অপরাধ জগতের অনেক কিছুই ধীরে ধীরে সময় নিয়ে বলা হয়েছিল এতে। কিন্তু সিনেমায় সে সুযোগ থাকছে না। গল্প কাটছাঁট করেই দেখাতে হবে। টমি শেলবি সেখানে নিজের ক্যারিশমা দেখাতে পারবেন কি না তা একটি সন্দেহের বিষয় এখন।

তবে এর লেখক যেহেতু স্টিভেন নাইট, দর্শক আবার আশায় বুকও বাঁধছেন। কেননা তিনি এ সিরিজকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। মারফি নিজেও সিনেমাটি করতে উৎসাহ দেখিয়েছিলেন। এ নিয়ে তিনি বলেন, ‘মনে হচ্ছিল নাইট আর হার্পারের কাজ আমার সঙ্গে শেষ হয়নি। আমাদের আরও অনেকটা পথ একসঙ্গে চলার মতো কারণ আছে। সে ধারণা থেকেই পিকি ব্লাইন্ডার্সের সিনেমার জন্য আমি সম্মতি দিয়েছিলাম।’

বিষয়:

রাফীর সিনেমায় টালিউডের জিৎ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

অনেকদিন ধরেই খবরটি উড়ছিল দুই বাংলার চলচ্চিত্র আকাশে। তবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি পরিচালক ও নায়কের কাছ থেকে। মূলত কলকাতায় যাওয়ার পর বাংলাদেশি চিত্রপরিচালক রায়হান রাফীর সৌজন্য সাক্ষাতের পরই খবরটি ভাসতে থাকে শোবিজে।

শেষমেশ পাওয়া গেল আসল খবর। ১ অক্টোবর রাতে ডিমের খোলস ভাঙলেন রায়হান রাফী। এবার টালিউডের সুপারস্টার জিতের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পরাণ খ্যাত এই নির্মাতা। ছবির নাম ঠিক করা হয়েছে ‘লায়ন’। তবে জিতের বিপরীতে কোন দেশের নায়িকা থাকছেন উড়ো খবরে তার কিছুই জানা যায়নি।

জানা গেছে, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে নতুন সিনেমা। এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় দুই তারকা শরীফুল রাজ ও জিৎ গভীর সাগরে মুখোমুখি হচ্ছেন। এর আগে শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে ‘পরাণ’ বানিয়ে তরুণ নির্মাতা হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন রাফী। পরে আফরান নিশো ও তমা মির্জাকে নিয়ে নির্মিত ‘সুড়ঙ্গ’ সেই আলোচনাকে ছাপিয়ে যায়। সেই ‘সুড়ঙ্গ’র আলোচনাকেও পেছনে ফেলে শাকিব খান অভিনীত ‘তুফান’। বক্স অফিস বা আলোচনায় তিনটি সিনেমাই একটি অন্যটিকে ছাড়িয়ে গেছে। এবার সেই ‘তুফান’কেও ছাড়িয়ে যাবে ‘লায়ন’- এমনটাই জানালেন রাফী।

রাফী বলেন, বিশাল আয়োজনে আমাদের এই সিনেমাটি। এমন একটি গল্প নিয়ে কাজ করছি, যা দেশের দর্শক আগে দেখেনি। এটি নানা বৈচিত্র্যের থ্রিলার সিনেমা। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ নতুনভাবে পর্দায় আসছেন। বাংলাদেশ থেকে শরীফুল রাজের চরিত্রে চমক আছে। আগের অভিজ্ঞতা থেকে আমরা বলব, আমার ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’–এর চেয়েও ‘লায়ন’ বেশি আলোচিত হবে। সেভাবেই আমরা সিনেমার প্রজেক্টটিকে দাঁড় করাচ্ছি।

এর আগে ‘তুফান’সহ তিনটি সিনেমা একের পর এক ব্লকবাস্টার হয়। সেই জনপ্রিয়তা থেকে নিজের মধ্যে কোনো চাপ তৈরি হচ্ছে কি না, এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো চাপ নিচ্ছি না। আমি টেনশনেও নেই। যেভাবে আমাদের আগের তিনটি সিনেমা দর্শক গ্রহণ করেছে, সেটার চেয়েও বেটার আরও কিছু দেব এবার। যা হবে দর্শকদের প্রত্যাশার বাইরে। দর্শক যেভাবে আগের সিনেমাগুলোকে ব্লকবাস্টার করেছে। এবারও আমাদের লায়নকে ব্লকবাস্টার করবে। সেই চেষ্টাটা আমাদের থাকবে। সেই চেষ্টাই অনবরত করছি।’

আগামী ডিসেম্বর থেকে ‘লায়ন’-এর শুটিং করতে যাচ্ছেন রায়হান রাফী। জানিয়ে রাখলেন, সিনেমাটি তিনটি কিস্তিতে শেষ হবে। ‘লায়ন-১’ থেকে ৩। প্রথম কিস্তি আগামী ঈদুল ফিতরে মুক্তি দিতে চান।

বিষয়:

বিপিএলে দল কিনলেন শাকিব খান

বুধবার রিমার্ক হারল্যানের হেড অফিসে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি দল কিনেছেন বাংলা চলচ্চিত্রের সুপার হিরো শাকিব খান। তার কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের হয়ে কেনা এ টিমের নাম ‘ঢাকা ক্যাপিটালস’। শাকিব খানের এ বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন।

দর্শকদের রায়ে এই নামটি চূড়ান্ত করার পর আজ বুধবার সন্ধ্যায় রিমার্ক হারল্যানের হেড অফিসে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন তিনি।

শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশবিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স করেছেন, যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে "ঢাকা ক্যাপিটালস"।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অনেকে।


চাকরি হারালেন জ্যোতিকা জ্যোতি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে একে একে দেশের অনেক বড় বড় সরকারি প্রতিষ্ঠানে রদ-বদল ঘটছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে বাদ দেওয়া হয় লিয়াকত আলী লাকিকে। এবার এই একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদ থেকে অব্যাহতি পেলেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বছরখানেক আগেই চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্য দিয়ে নিজের প্রথম সরকারি চাকরির অধ্যায়ের ইতি টানলেন এই অভিনেত্রী।

সোমবার প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জ্যোতিকা জ্যোতির অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়। এই প্রজ্ঞাপনে জ্যোতি ছাড়াও শিল্পকলা একাডেমির চুক্তিভিত্তিক আরও চারজন পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে অব্যাহতিপত্র পেয়ে নিজেকে অনেকটা ‘ভারমুক্ত’ মনে করছেন জ্যোতিকা জ্যোতি। পাশাপাশি খানিকটা আক্ষেপও শোনা গেল তার কণ্ঠে।

ফেসবুকে অব্যাহতির প্রজ্ঞাপনের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘প্রজ্ঞাপনের মধ্যদিয়ে শেষ হলো আমার প্রথম সরকারি চাকরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার চাকরির মেয়াদ থাকার পরও আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। আজ (১ অক্টোবর) থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদের দায়িত্বে আমি আর নেই।’

এতদিন তার সঙ্গে কাজের সুবাদে যুক্ত থাকা লেখক, গবেষক, প্রকাশকদের তিনি অনুরোধ লিখেছেন, কোনো প্রয়োজনে সরাসরি শিল্পকলার গবেষণা ও প্রকাশনা বিভাগে যোগাযোগ করবেন। পাশাপাশি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেড় বছরের এই যাত্রায় নতুন নতুন অভিজ্ঞতায় আমাকে ঋদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।’

গত বছরের (২০২৩) ১৩ মার্চ থেকে জ্যোতিকা জ্যোতি দুই বছরের চুক্তিতে একাডেমির গবেষণা ও প্রকাশনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন। এরপর ৫ আগস্ট সরকার পতনের পর পরিস্থিতি বিবেচনায় আর কর্মস্থলে উপস্থিত হননি তিনি।

তবে সম্প্রতি শিল্পকলায় নতুন মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমেদের নিয়োগ হওয়ার খবর পেয়ে ১৭ সেপ্টেম্বর দুপুরে নিজ কর্মস্থলে যান জ্যোতি। সেখানে গিয়ে সহকর্মীদের হেনস্তার মুখে পড়েন এই অভিনেত্রী। এই ঘটনার পরপরই শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদ থেকে অব্যাহতি পেলেন জ্যোতিকা জ্যোতি।

বিষয়:

সংগীতে চর্চার কোনো বিকল্প নেই: জেমস

ফারুক মাহফুজ আনাম জেমস। ফাইল ছবি
আপডেটেড ২ অক্টোবর, ২০২৪ ০০:০৭
বিনোদন প্রতিবেদক

পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। কিন্তু সংগীতাঙ্গনে তিনি কেবল জেমস নামেই পরিচিত। ভক্তদের কাছে তিনি গুরু, অনেকের কাছে তিনি নগর বাউল। তরুণ প্রজন্মের মনে অন্যরকম উন্মাদনা সৃষ্টিকারী এই রকস্টার একাধারে গায়ক-গীতিকার, গিটারিস্ট, সুরকার ও অভিনেতা। বলা চলে ব্যান্ড সংগীতজগতের সমৃদ্ধ এক অধ্যায়ের নাম জেমস। বাংলাদেশের তো বটেই বিশ্বের বিভিন্ন দেশের বাংলা এবং হিন্দি ভাষাভাষী সংগীতপ্রেমী মানুষের কাছে এক মহাতারকা। আজ ষাট পেরিয়ে একষট্টিতে পা রাখলেন এই রকস্টার। জন্মদিন ও অন্যান্য বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন জাহাঙ্গীর বিপ্লব

এবারের জন্মদিনে…

জন্মদিনকে ঘিরে বরাবরের মতো থাকছে না কোনো আয়োজন। পারিবারিকভাবে একটা কেক কাটা হবে। তবে আমি পালন না করলেও দেশ-বিদেশের আমার ভক্ত-অনুরাগী তারা ঠিকই দিনটি পালন করবেন। আমার কাছে জন্মদিনের কোনো বিশেষত্ব নেই। প্রতিদিনই বেঁচে আছি। ভক্তরা আমাকে ভালোবেসে দিনটি উদ্‌যাপন করেন। কেক কাটেন। এতেই আমি খুশি।

গানে গানে সাড়ে তিন যুগ…

গানের জগৎ হলো বিচিত্র এক জগৎ। আমার ক্যারিয়ারে অনেক পরিবর্তন দেখেছি। শিখেছিও অনেক কিছু। বাংলা গানকে অনেকেই একটি অবস্থানে আনার চেষ্টা করেছেন। এখনো চেষ্টা করে যাচ্ছেন।

আলোচনা-সমালোচনা…

গান এবং গায়ককে ঘিরে আলোচনা-সমালোচনা থাকবেই। এটি শুধু আমাদের দেশেই নয়, বিশ্বজুড়ে হচ্ছে। তারকাদের নিয়ে মানুষের বিশেষ আগ্রহ থাকে। তাই আলোচনার পাশাপাশি সমালোচনাও থাকবে। তবে সবাইকে যার যার অবস্থানে যেকোনো বিষয়ে সঠিক চর্চা করা উচিত। গান হচ্ছে খাবারের মতো। খাবার যেমন ভালো হলে মানুষ খায়, গানও ভালো হলে মানুষ শোনেন এবং নিজে নিজে গেয়ে ওঠেন। ভালো গান মানুষ গাইবেই।

গানের একাল-সেকাল…

এখন তো সবকিছু সহজ হয়ে গেছে। আগে এসব কঠিন ছিল। ভালো যেখানে সেখানে মন্দ থাকবেই। এখন যে শিল্পীরা গান করছেন তারা তাদের মনমতো করছেন। তাদের ভালো লাগা থেকে করছেন। এখনকার গান তেমন শোনা হয় না আমার।

বলিউড মিশন…

আসলে বলিউড তো আমার জায়গা নয়। তারা যখন তাদের চাহিদামাফিক কিছু প্রয়োজন মনে করেন, তখন আমাকে ডাকেন। আর পেশাদারভাবে কাজ করার জন্য আমার জায়গা বাংলাদেশ। আমি বাংলাদেশ নিয়ে থাকতে চাই। ওদের যখন প্রয়োজন হবে আবার আমাকে ডাকবে তখন হয়তো যাব।

নতুন শিল্পীদের নিয়ে পরামর্শ…

নতুনদের নিয়ে বলতে চাই চর্চা ছাড়া কিছু হবে না। যেকোনো কাজেই সফলতা আসবে চর্চার মাধ্যমে। আমি গান শিখেছি। এখনো শিখছি। শেখার কোনো শেষ নেই। কেউ যদি বলে আমার শেখা শেষ তবে সেই শেষ। তাই নতুনদের বলব, চর্চা করে যাও। সংগীতে চর্চার কোনো বিকল্প নেই।


ক্যারিয়ারের তিন দশক পেরিয়ে আমিন খান

চিত্রনায়ক আমিন খান। ফাইল ছবি
আপডেটেড ১ অক্টোবর, ২০২৪ ০০:০৪
বিনোদন প্রতিবেদক

ঢালিউডের সবচেয়ে ভদ্র তারকা হিসেবে আখ্যায়িত করা হয় চিত্রনায়ক আমিন খানকে। এই অভিনেতা চলচ্চিত্রে অভিনয়ের তিন দশকেরও বেশি সময় অর্থাৎ ৩১ বছর পূর্ণ করলেন আজ। ১৯৯৩ সালের ১ অক্টোবর মোহাম্মদ হোসেন পরিচালিত ‘সনি কথাচিত্র’ প্রযোজিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্র তার অভিষেক হয়।

এর আগে ১৯৯০ সালে ‘নতুন মুখের সন্ধানে’ আমিন খানেরই চাচা (প্রয়াত) আবু হাসান খানের অনুপ্রেরণায় এই প্রতিযোগিতায় নিজের নাম লেখান। ১৯৯২ সালের ২৪ ডিসেম্বর আমিন খানেরই জন্মদিনে তার প্রথম চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছিল। শেষ হয় ১৯৯৩ সালের ২৯ জুলাই। ১৯৯৩ সালের ১ অক্টোবর সারা দেশের ৮০টি সিনেমা হলে ‘অবুঝ দুটি মন’ মুক্তি পেয়েছিল। অবুঝ দুটি মন মুক্তির আগেই আমিন খান বাদল খন্দকারের ‘দুনিয়ার বাদশা’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তার তৃতীয় চলচ্চিত্র এফ আই মানিকের ‘বীর সন্তান’। প্রথম চলচ্চিত্রে তার নায়িকা ছিল চাঁদনী।

আমিন খানের প্রথম চলচ্চিত্রের ‘স্বর্গ হতে এই জগতে তুমি এসেছো আমি এসেছি’ গানটি সে সময় দারুণ জনপ্রিয়তা লাভ করে। মৌসুমীর বিপরীতে প্রথম আমিন খান ‘আম্মাজান’ চলচ্চিত্রে, শাবনূরের বিপরীতে দীলিপ সোমের ‘হৃদয় আমার’, পপির বিপরীতে একই পরিচালকের ‘তোমার জন্য ভালোবাসা’ এবং পূর্ণিমার বিপরীতে বাদশা ভাইর ‘কাল্লু মামা’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর তাদের সঙ্গে আরও বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আমিন খান অভিনীত আলোচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘তোমার আমার প্রেম’,‘ ঠেকাও মাস্তান’, ‘মুখোমুখি’, ‘ফুল নেবোনা অশ্রু নেবো’, ‘হৃদয়ের বন্ধন’, ‘বিপজ্জনক’, ‘টোকাই থেকে হিরো’, ‘মরণ কামড়’, ‘চাকরের প্রেম’, ‘বিরোধী দল’, ‘আজ গায়ে হলুদ’ ইত্যাদি।

চলচ্চিত্রে অভিনয়ের দীর্ঘ এই পথচলা প্রসঙ্গে আমিন খান বলেন,‘ শুরুতেই মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা, আমার বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা, কারণ তাদের কারণে এই সুন্দর পৃথিবীতে আসা। আমার চাচা আবু হাসান খানের প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে নতুন মুখের সন্ধানে নাম দেওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিলেন। অনেক অনেক কৃতজ্ঞ মোহাম্মদ হোসেন ভাইয়ের প্রতি, কারণ তিনি তার প্রযোজনা সংস্থা থেকে আমাকে নিয়ে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন। পরবর্তীতে বাদল খন্দকার, এফ আই মানিক, মনতাজুর রহমান আকবরসহ আরও অনেকেই আমাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন। সব পরিচালক, প্রযোজক, আমার সহশিল্পী, সিনেমাটোগ্রাফারসহ সংবাদমাধ্যম ও দর্শকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

বিষয়:

দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

বলিউড ও টালিউড তারকা মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার হলো ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত চলচ্চিত্র উৎসব অধিদপ্তর নামক সংস্থা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে এই পুরস্কার প্রদান করা হয়। ভারতীয় চলচ্চিত্র জগৎ থেকে বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দ্বারা গঠিত একটি কমিটি পুরস্কার প্রাপকের নাম নির্বাচন করে। ১৯৬৯ সালে প্রথম এই পুরস্কার প্রচলন করে। সেই ধারাবাহিকতায় এবারের ৭০তম দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মহাগুরু খ্যাত বলিউড ও টালিউড তারকা মিঠুন চক্রবর্তী।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্সে খবরটি ভাগ করে নিয়েছেন। কিংবদন্তি অভিনেতাকে ভারতীয় সিনেমায় অনবদ্য অবদানের জন্য এই বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে। অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘মিঠুনদার অসাধারণ সিনেমাটিক জার্নি প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। দাদাসাহেব ফালকে সিলেকশন জুরি কিংবদন্তি অভিনেতাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সিনেমায় অবিস্মণীয় অবদানের জন্য নাম রয়েছে মিঠুন চক্রবর্তীর।’ ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে পুরস্কারটি প্রদান করা হবে।

সংবাদ সংস্থাকে মিঠুন বলেন, ‘আমার কাছে কোনো ভাষা নেই। আমি হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না। এটা অনেক বড় ব্যাপার আমার জন্য। আমি কল্পনাও করতে পারিনি। খুবই খুশি। কলকাতার একটা ছেলেকে যে ভালোবাসা মানুষ দিয়েছেন, সেটা অনেক বড় ব্যাপার আমার জন্য। আমি আমার পরিবার ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমার সব ভক্তদের তা উৎসর্গ করতে চাই।’

১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত তার সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি টাকা আয় করেছিল। যা সেই সময়ের সিনেমাগুলোর ক্ষেত্রে বড় বিষয় ছিল। ৮ অক্টোবর, ২০২৪-এ ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অভিনেতাকে এই সম্মান প্রদান করা হবে। মিঠুন তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। তিনি হিন্দি, বাংলা, ওড়িয়া, ভোজপুরি, তামিল, তেলুগু, কন্নড় এবং পাঞ্জাবি চলচ্চিত্র-সহ বিভিন্ন ভাষার অনেক চলচ্চিত্রে কাজ করেছেন।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। ‘মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রে অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন। যা অত্যন্ত আনন্দের। তিনি সাংস্কৃতিক দুনিয়ার একজন আইকন। তার বহুমুখী অভিনয় দক্ষতার জন্য প্রজন্মজুড়ে প্রশংসিত। তাকে অভিনন্দন ও শুভেচ্ছা।’

১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মৃগয়া’ সিনেমাটির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন। মিঠুন ‘ডিস্কো ডান্সার’, ‘প্যায়ার ঝুকতা নেহি’, ‘হাম পাঁচ’, ‘বক্সার’, ‘পেয়ারি বহনা’, ‘প্রেম প্রতিজ্ঞা’ ছবিতেও কাজ করেছেন। এ ছাড়া তার ঝুলিতে সুপারহিট একঝাঁক সিনেমা রয়েছে। যা বারবার মন ছুঁয়ে গিয়েছে সব বয়সী দর্শকের।

বিষয়:

আইফায় সেরা অভিনেতা শাহরুখ খান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

এ যেন নব্বই দশকেরই প্রত্যাবর্তন! বহুল আলোচিত আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা শাহরুখ খান, অন্যদিকে সেরা অভিনেত্রী রানী মুখার্জি। বাকি পুরস্কারের তালিকাতেও বলিউডের অভিজ্ঞ তারকাদের সংখ্যাই বেশি। নতুনদের মধ্যে ভিকি কৌশলকে দেখা গেল সঞ্চালনায়। মঞ্চে পারফর্ম করলেন কৃতি শ্যানন, নোরা ফাতেহি, শাহিদ কাপুররা। তবে সেখানেও বাজিমাত করলেন বলিউডের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী রেখা। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসের (আইফা) এবারের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ২৭ সেপ্টেম্বর মরু শহরে শুরু হয় দুই দিনের এই আয়োজন। শনিবার রাতে ঘোষণা করা হয় পুরস্কার।

এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। গত বছর তার মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘জাওয়ান’-এর জন্য এ পুরস্কার পান তিনি। পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ৫৮ বছর বয়সি অভিনেতা বলেন, ‘কেবল এটাই বলতে চাই, ফিরতে পেরে দারুণ লাগছে। আমি পুরস্কার ভালোবাসি, পুরস্কার নিয়ে আমার লোভ আছে...আমার মনে হয়, অনেক দিন পর কাজে ফিরে আমি দর্শকের ভালোবাসা পেয়েছি।’

প্রায় চার বছরের বিরতির পর গত বছর বড় পর্দায় ফেরেন শাহরুখ, তার অভিনীত তিনটি সিনেমা ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’ বক্স অফিসে সাফল্য পায়। পর্দায় শাহরুখের সঙ্গে অনেক ছবিতে জুটি হয়েছেন রানী মুখার্জি। তিনি এবারের আইফায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। ছবিতে তাকে সন্তানের জন্য লড়াইয়ে নামা এক মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমা ‘অ্যানিমেল’ গত বছর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়, ছবিতে পরিচালকের নারীবিদ্বেষী মনোভাব ফুটে উঠেছে- এ কারণে সমালোচিতও হয়। তবে আইফায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছে ছবিটি। সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘অ্যানিমেল’। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন অনিল কাপুর। আইফার ইনস্টাগ্রাম থেকে

এ ছাড়া ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন অনিল কাপুর। ববি দেওলের হাতে উঠেছে সেরা খল অভিনেতার পুরস্কার। ‘রকি অউর রানী কি প্রেমকাহিনি’র জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন শাবানা আজমি। গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘টুয়েলভথ ফেল’-এর জন্য সেরা পরিচালক হয়েছেন বিধু বিনোদ চোপড়া।

‘অ্যানিমেল’ সিনেমার ‘অর্জুন ভেল্লি’ গানের জন্য সেরা গায়ক হয়েছেন ভুপিন্দর বাব্বাল। ‘জাওয়ান’-এর ‘চলেয়া’র জন্য সেরা গায়িকা হয়েছেন শিল্পা রাও। এ ছাড়া ভারতীয় সিনেমায় অসাধারণ অবদানের জন্য সম্মাননা জানানো হয়েছে হেমা মালিনী ও জায়ন্তিলাল গাডাকে।

বিষয়:

আইফায় সেরা অভিনেতা শাহরুখ খান

ছবি: সংগৃহীত
আপডেটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০১
বিনোদন ডেস্ক

এ যেন নব্বই দশকেরই প্রত্যাবর্তন! বহুল আলোচিত আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা শাহরুখ খান, অন্যদিকে সেরা অভিনেত্রী রানী মুখার্জি। বাকি পুরস্কারের তালিকাতেও বলিউডের অভিজ্ঞ তারকাদের সংখ্যাই বেশি। নতুনদের মধ্যে ভিকি কৌশলকে দেখা গেল সঞ্চালনায়। মঞ্চে পারফর্ম করলেন কৃতি শ্যানন, নোরা ফাতেহি, শাহিদ কাপুররা। তবে সেখানেও বাজিমাত করলেন বলিউডের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী রেখা। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসের (আইফা) এবারের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ২৭ সেপ্টেম্বর মরু শহরে শুরু হয় দুই দিনের এই আয়োজন। শনিবার রাতে ঘোষণা করা হয় পুরস্কার।

এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। গত বছর তার মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘জাওয়ান’-এর জন্য এ পুরস্কার পান তিনি। পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ৫৮ বছর বয়সি অভিনেতা বলেন, ‘কেবল এটাই বলতে চাই, ফিরতে পেরে দারুণ লাগছে। আমি পুরস্কার ভালোবাসি, পুরস্কার নিয়ে আমার লোভ আছে...আমার মনে হয়, অনেক দিন পর কাজে ফিরে আমি দর্শকের ভালোবাসা পেয়েছি।’

প্রায় চার বছরের বিরতির পর গত বছর বড় পর্দায় ফেরেন শাহরুখ, তার অভিনীত তিনটি সিনেমা ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’ বক্স অফিসে সাফল্য পায়। পর্দায় শাহরুখের সঙ্গে অনেক ছবিতে জুটি হয়েছেন রানী মুখার্জি। তিনি এবারের আইফায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। ছবিতে তাকে সন্তানের জন্য লড়াইয়ে নামা এক মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমা ‘অ্যানিমেল’ গত বছর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়, ছবিতে পরিচালকের নারীবিদ্বেষী মনোভাব ফুটে উঠেছে- এ কারণে সমালোচিতও হয়। তবে আইফায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছে ছবিটি। সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘অ্যানিমেল’। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন অনিল কাপুর। আইফার ইনস্টাগ্রাম থেকে

এ ছাড়া ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন অনিল কাপুর। ববি দেওলের হাতে উঠেছে সেরা খল অভিনেতার পুরস্কার। ‘রকি অউর রানী কি প্রেমকাহিনি’র জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন শাবানা আজমি। গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘টুয়েলভথ ফেল’-এর জন্য সেরা পরিচালক হয়েছেন বিধু বিনোদ চোপড়া।

‘অ্যানিমেল’ সিনেমার ‘অর্জুন ভেল্লি’ গানের জন্য সেরা গায়ক হয়েছেন ভুপিন্দর বাব্বাল। ‘জাওয়ান’-এর ‘চলেয়া’র জন্য সেরা গায়িকা হয়েছেন শিল্পা রাও। এ ছাড়া ভারতীয় সিনেমায় অসাধারণ অবদানের জন্য সম্মাননা জানানো হয়েছে হেমা মালিনী ও জায়ন্তিলাল গাডাকে।


বুলবুলের গান দিয়ে জাজ মিউজিকের যাত্রা

আপডেটেড ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০৩
বিনোদন প্রতিবেদক

কিংবদন্তি গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ২০১৯ সালের ২২ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুর পরও তার বেশ কয়েকটি অপ্রকাশিত গান প্রকাশ হয়েছিল। আগামীকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশ হতে যাচ্ছে বুলবুলের আরেকটি নতুন গান ‘তুমি নদী প্রেমের নদী’।

গানটি দিয়েই যাত্রা শুরু করতে যাচ্ছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার গানের ইউটিউব চ্যানেল ‘জাজ মিউজিক’।

চ্যানেলটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল আমাদের গানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র। গানের মাধ্যমে তিনি হাজার বছর বেঁচে থাকবেন। আমরা তাকে সম্মান জানিয়েই গানের চ্যানেলটি চালু করছি।’

তিনি আরও বলেন, এ গানটি বুলবুল ভাই নতুন একজন শিল্পীকে দিয়ে গাইয়েছিলেন। আমি জানি না সেই গায়িকা কে। যদি জানতে পারি অবশ্যই তার নাম গানে সংযুক্ত করব।

চ্যানেলটি নিয়মিত গান প্রকাশ করবে বলেও জানান আজিজ। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত একটা নতুন গান করার। চলচ্চিত্রে জাজ সব সময় নতুন মুখ উপহার দিয়েছে।’ বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদসহ অনেকেই এখন প্রতিষ্ঠিত। গানের ক্ষেত্রেও আমরা নতুনদের প্রাধান্য দিতে চাই। যারা নতুন, ভালো গান করেন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা নিজেদের খরচেই গান তৈরি করব। আশা করছি, চলচ্চিত্রের মতো গানেও আমরা বেশ কয়েকজন নতুন শিল্পীকে প্রতিষ্ঠিত করতে পারব।

নন্দিত এই সংগীতজ্ঞ মারা যাওয়ার পর বেশ কয়েকটি অপ্রকাশিত গান প্রকাশ হয়েছিল তার মৃত্যুর পর। এখনো অপ্রকাশিত আছে আরও কিছু গান। সেই গানের তালিকায় থাকা ‘তুমি নদী প্রেমের নদী’ একটি। আর এই গান দিয়ে যাত্রা শুরু হচ্ছে ‘জাজ মিউজিকের’। আগামীকাল ৩০ সেপ্টেম্বর এটি উন্মুক্ত হবে তাদের ইউটিউব চ্যানেলে।


banner close