রোববার, ১০ নভেম্বর ২০২৪

রাফীর সিনেমায় টালিউডের জিৎ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৪ ২০:৫৪

অনেকদিন ধরেই খবরটি উড়ছিল দুই বাংলার চলচ্চিত্র আকাশে। তবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি পরিচালক ও নায়কের কাছ থেকে। মূলত কলকাতায় যাওয়ার পর বাংলাদেশি চিত্রপরিচালক রায়হান রাফীর সৌজন্য সাক্ষাতের পরই খবরটি ভাসতে থাকে শোবিজে।

শেষমেশ পাওয়া গেল আসল খবর। ১ অক্টোবর রাতে ডিমের খোলস ভাঙলেন রায়হান রাফী। এবার টালিউডের সুপারস্টার জিতের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পরাণ খ্যাত এই নির্মাতা। ছবির নাম ঠিক করা হয়েছে ‘লায়ন’। তবে জিতের বিপরীতে কোন দেশের নায়িকা থাকছেন উড়ো খবরে তার কিছুই জানা যায়নি।

জানা গেছে, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে নতুন সিনেমা। এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় দুই তারকা শরীফুল রাজ ও জিৎ গভীর সাগরে মুখোমুখি হচ্ছেন। এর আগে শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে ‘পরাণ’ বানিয়ে তরুণ নির্মাতা হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন রাফী। পরে আফরান নিশো ও তমা মির্জাকে নিয়ে নির্মিত ‘সুড়ঙ্গ’ সেই আলোচনাকে ছাপিয়ে যায়। সেই ‘সুড়ঙ্গ’র আলোচনাকেও পেছনে ফেলে শাকিব খান অভিনীত ‘তুফান’। বক্স অফিস বা আলোচনায় তিনটি সিনেমাই একটি অন্যটিকে ছাড়িয়ে গেছে। এবার সেই ‘তুফান’কেও ছাড়িয়ে যাবে ‘লায়ন’- এমনটাই জানালেন রাফী।

রাফী বলেন, বিশাল আয়োজনে আমাদের এই সিনেমাটি। এমন একটি গল্প নিয়ে কাজ করছি, যা দেশের দর্শক আগে দেখেনি। এটি নানা বৈচিত্র্যের থ্রিলার সিনেমা। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ নতুনভাবে পর্দায় আসছেন। বাংলাদেশ থেকে শরীফুল রাজের চরিত্রে চমক আছে। আগের অভিজ্ঞতা থেকে আমরা বলব, আমার ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’–এর চেয়েও ‘লায়ন’ বেশি আলোচিত হবে। সেভাবেই আমরা সিনেমার প্রজেক্টটিকে দাঁড় করাচ্ছি।

এর আগে ‘তুফান’সহ তিনটি সিনেমা একের পর এক ব্লকবাস্টার হয়। সেই জনপ্রিয়তা থেকে নিজের মধ্যে কোনো চাপ তৈরি হচ্ছে কি না, এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো চাপ নিচ্ছি না। আমি টেনশনেও নেই। যেভাবে আমাদের আগের তিনটি সিনেমা দর্শক গ্রহণ করেছে, সেটার চেয়েও বেটার আরও কিছু দেব এবার। যা হবে দর্শকদের প্রত্যাশার বাইরে। দর্শক যেভাবে আগের সিনেমাগুলোকে ব্লকবাস্টার করেছে। এবারও আমাদের লায়নকে ব্লকবাস্টার করবে। সেই চেষ্টাটা আমাদের থাকবে। সেই চেষ্টাই অনবরত করছি।’

আগামী ডিসেম্বর থেকে ‘লায়ন’-এর শুটিং করতে যাচ্ছেন রায়হান রাফী। জানিয়ে রাখলেন, সিনেমাটি তিনটি কিস্তিতে শেষ হবে। ‘লায়ন-১’ থেকে ৩। প্রথম কিস্তি আগামী ঈদুল ফিতরে মুক্তি দিতে চান।

বিষয়:

নতুন গল্পের অপেক্ষায় শবনম

অভিনেত্রী শবনম। ছবি: সংগৃহীত
আপডেটেড ২৭ অক্টোবর, ২০২৪ ০০:০৫
বিনোদন প্রতিবেদক

দীর্ঘ ২৫ বছর ধরে একটি নতুন সিনেমায় অভিনয়ের অপেক্ষায় আছেন বাংলাদেশ চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শবনম। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় সর্বশেষ নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এরপর তাকে আর কোনো সিনেমায় অভিনয়ে দেখা যায়নি বিগত ২৫ বছরে। এটা সত্যিই অবাক করার মতো বিষয়ই বটে। কিন্তু অবাক করার মতো বিষয় হলেও এটাই সত্যি যে দীর্ঘ ২৫ বছর তার কাছে এমন কোনো মৌলিক গল্পের সিনেমাতে অভিনয়ের প্রস্তাব যায়নি যে তাতে তিনি মুগ্ধ হয়ে অভিনয় করবেন। একটা সময় ছিল যখন শবনমকে বাংলাদেশের দর্শক ‘হারানো দিন’, ‘চান্দা’, ‘তালাশ’, ‘নাচের পুতুল’-এর নায়িকা হিসেবেই বেশি চিনতেন। তারপর অবশ্য তিনি বাংলাদেশের ‘সন্ধি’, ‘শর্ত’, ‘সহধর্মিণী’, ‘যোগাযোগ’, ‘জুলি’,‘ বশিরা’, ‘দিল’সহ আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন। পরবর্তী সময় অর্থাৎ ১৯৯৯ সালের ২৫ জুন কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমাটি মুক্তির পর থেকে আজ অবধি দর্শক তাকে ‘আম্মাজান’ হিসেবেই খুব সহজে চেনেন। দীর্ঘদিন তিনি পাকিস্তানের সিনেমাতে অভিনয় করেছেন বলে অনেকেই মনে করতেন তিনি পাকিস্তানের নায়িকা। কিন্তু এই ধারণাও ভুল।

শবনমের আসল নাম ঝরনা বসাক। ‘আম্মাজান’-এর পর আর কোনো সিনেমায় অভিনয়ে দেখা যায়নি শবনমকে। এরই মধ্যে বেশ কয়েক বছর আগে তিনি হারিয়েছেন স্বামী বরেণ্য সংগীত পরিচালক রবিন ঘোষকে। একমাত্র ছেলে রনিকে নিয়েই তিনি রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন। শবনম বলেন, ‘আর কোনোদিন সিনেমায় অভিনয় করব কি না জানি না। তবে ইচ্ছে তো আছেই, গল্প মৌলিক হলে ভেবে দেখব। দেখতে দেখতে ৭৭টি বছর পার করে দিলাম। অথচ এখনো মনে হয় এই তো সেদিনের কথা, বাবা-মায়ের সঙ্গে সময় কাটছে, স্কুলে যাচ্ছি, ফিল্ম করছি। আর এখন ভাবলে মনে হয় কত সময় চলে গেছে জীবন থেকে। জীবনের কত রূপ দেখেছি, নানান বয়সে জীবনের সৌন্দর্যকে উপভোগ করেছি। কত কত মানুষের সঙ্গে পরিচয়, কত কিছু শিখেছি এক জীবনে, কত কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। আবার হারিয়েছিও অনেক প্রিয়জনকে। সত্যি বলতে কী মৃত্যু পর্যন্ত জীবন সুখ-দুঃখের খেলা। এখনো সুস্থ আছি, ভালো আছি-এটাই কম কিসের। বয়স তো আর কম হলো না। সবার দোয়া ও ভালোবাসা চাই।’

চলচ্চিত্রে আসার অনেক আগে থেকেই শবনম নাচের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখতেন। এহতেশাম পরিচালিত ‘এদেশ তোমার আমার’ সিনেমাতে তখন একটি গানে বেশ কয়েকজন নাচের মেয়ের দরকার হয়ে পড়ে। তখন বুলবুল ললিতকলা একাডেমি থেকেই কয়েকজনকে নিয়ে যাওয়া হয়। সেই দলে শবনমও ছিলেন। এরপর ‘রাজধানীর বুকে’ সিনেমাতে তিনি একটি একক নৃত্যে অংশগ্রহণ করেন। তার পরপরই এহতেশাম তাকে ও রহমানকে নিয়ে শুরু করেন ‘হারানো দিন’ সিনেমাটি। এরপর একে একে অনেক সিনেমাতে অভিনয় করেন শবনম।


প্রথমবার অ্যান্থলজি সিরিজে মোশাররফ করিম

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল অভিনেতা মোশাররফ করিম। দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেও সমাদৃত হয়েছেন সমানভাবে। ক্যারিয়ারের তিন দশকে বিভিন্ন ধরনের চরিত্র ও গল্পে অভিনয় করলেও এবারই প্রথমবার কাজ করলেন অ্যান্থলজি সিরিজে। ‘আধুনিক বাংলা হোটেল’ শিরোনামের এই সিরিজটির ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে অবমুক্ত করা হবে আগামী ৩০ অক্টোবর। ওইদিন দিবাগত রাত ১২টা থেকে প্রচারিত হবে সিরিজটির প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’। ‘আধুনিক বাংলা হোটেল’–এর মাধ্যমে চরকির অরজিনাল সিরিজে মোশাররফ করিম প্রথমবারের মতো কাজ করলেন। এর আগে তিনি চরকির অরজিনাল ফিল্ম ‘দাগ’-এ অভিনয় করেন। নতুন এই সিরিজের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী আসাদ। শরীফুল হাসানের ছোটগল্প থেকে সিরিজটির চিত্রনাট্য করেছেন নির্মাতা। নামের মধ্যেই সিরিজটির রহস্য লুকিয়ে আছে। গল্পের যোগাযোগ আছে খাবারের সঙ্গে।

লেখকের ‘খাসির পায়া’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘খাসির পায়া’ পর্ব, ‘নো এক্সিট’ গল্প থেকে নির্মাণ করা হয়েছে ‘হাঁসের সালুন’ আর ‘বোয়াল মাছের ঝোল’ পর্বটি নির্মিত হয়েছে ‘খাবার’ নামের ছোটগল্প থেকে। কাজী আসাদ জানান, ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে দর্শক নানা রকম ঘরানার মিশেল পাবেন। গল্পে সাইকোলজিক্যাল হরর, ফ্যান্টাসি, থ্রিলার ও মিথলজির মিশ্রণ রয়েছে। তিনটি গল্পে তিনভাবে দেখা যাবে মোশাররফ করিমকে। অভিনেতা জানান, খাবারের নাম দিয়ে যে এমন সব গল্প হতে পারে, এটা তার ভাবনাতেই ছিল না। তার দাবি, দর্শকরা সিরিজটি দেখে বিস্মিত হবেন।

মোশাররফ করিম বলেন, ‘সিরিজে আমার চরিত্রগুলোয় দেখা-অদেখার মিশ্রণ রয়েছে। চরিত্রগুলোর কিছু বৈশিষ্ট্য আমাদের আশপাশের মানুষের মধ্যে পাওয়া যায়। আবার কিছু বৈশিষ্ট্য অদেখা। কিছু বিষয় আছে, বাইরে থেকে বোঝা যায়। কিন্তু তার মনের মধ্যে যা চলছে, সেটি বোঝার উপায় থাকে না, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে। এমন বিষয় আনতে হয়েছে সিরিজটির অভিনয়ে। এসব ক্ষেত্রে আমি আমার নিজের অনুভূতি-চিন্তা কাজে লাগিয়েছি। আর কিছু অবজারভেশন তো থাকেই।’

নির্মাতা জানান, তার ইচ্ছা ছিল এক প্রজেক্টে মোশাররফ করিমের মতো অভিনেতাকে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির করার। মোশাররফ করিমও কাজটি করে খুব মজা পেয়েছেন বলে দাবি নির্মাতার। শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নির্মাতা জানান, শুটিং ভালোভাবে শেষ করতে পেরেছেন তারা।


৫ ডিসেম্বর আসছে আল্লুর আলোচিত ছবি ‘পুষ্পা ২’

আপডেটেড ২৬ অক্টোবর, ২০২৪ ০০:০১
বিনোদন ডেস্ক

ভারতের দক্ষিণী ছবির মধ্যে তুমুল জনপ্রিয় পাওয়া ‘পুষ্পা ২’-এর মুক্তি নিয়ে চলছে আলোচনা। জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুন অভিনীত এই সিনেমাটি নিয়ে সিনেপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে, তবে মুক্তির তারিখ একাধিকবার পিছিয়ে যাওয়ায় ভক্তদের হতাশা বেড়েই চলেছে। প্রথমে কথা ছিল, সিনেমাটি চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাবে। কিন্তু ভিএফএক্স (ভিজ্যুয়াল এফেক্টস) কাজের জন্য সেই তারিখ পিছিয়ে যায়। পরে নতুন তারিখ নির্ধারণ করা হয় ৬ ডিসেম্বর। তবে এবার আরও একবার মুক্তির তারিখ পিছিয়ে সেটা ৫ ডিসেম্বর করা হয়।

পূর্ব নির্ধারিত তারিখের এক দিন আগেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। সম্প্রতি ছবিটির প্রধান অভিনেতার সামাজিক মাধ্যমের একটি পোস্টে ছবিটির নতুন তারিখ ঘোষণা করা হয়। ‘পুষ্পা- দ্য রাইজ’ ছবির সাফল্যের পরেই এর দ্বিতীয় ভাগ ‘পুষ্পা- দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

সিনেপ্রেমীরা ‘পুষ্পা’ সিরিজের প্রথম পর্ব দেখার পর থেকেই এর দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আল্লু অর্জুনের দুর্দান্ত অভিনয়, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিলের সঙ্গে তার রসায়ন এবং সুকুমারের পরিচালনা দক্ষতা এই সিনেমাটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে।

এদিকে মুক্তির আগেই ‘পুষ্পা ২’ ইতোমধ্যে অবিশ্বাস্য কিছু রেকর্ড গড়েছে। সিনেমাটির স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব বিক্রি করা হয়েছে বিপুল অঙ্কের বিনিময়ে।

গত বছরের শেষের দিকে ছবির কাজে হাতও দিয়েছিলেন পরিচালক সুকুমার। ৪০ শতাংশ শুটিং হয়ে যাওয়ার পর আচমকা বন্ধ হয়ে যায় কাজ।

পরিচালক ফের নতুন করে শুটিং শুরু করেন। গতবারের বিপুল সাফল্যের পর এবার একেবারে নিখুঁতভাবে দর্শকের সামনে আনতে চাইছেন পুষ্পাকে। মাঝে অবশ্য দুটি পোস্টার ও একটি গান মুক্তি পেয়েছে। ছবির পোস্টারে আল্লুর রূপসজ্জা নিয়ে চর্চা হয়েছে বেশ। তেমনই রাশ্মিকার সঙ্গে আল্লুর গানও ইতোমধ্যেই জনপ্রিয়।

জানা গেছে, ‘পুষ্পা ২’-এর মুক্তির তারিখ বারবার পিছিয়ে যাওয়ার ফলে আল্লু অর্জুনের ভক্তরা প্রচণ্ড হতাশ হয়েছেন। সিনেমাটির টিজার ও প্রথম গান প্রকাশের পর ভক্তদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা এবার মুক্তির তারিখের বিলম্বের কারণে কিছুটা ম্লান হয়ে যাচ্ছে বলে অনেকেই উল্লেখ করেন।


যোগ্য পারিশ্রমিক চান কারিনা

কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত
আপডেটেড ২৫ অক্টোবর, ২০২৪ ০০:০৪
বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর খান। এক সময় সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও রুপালি পর্দায় এখন খুব কমই দেখা যায় তাকে। মূলত সাইফ আলি খানের সঙ্গে গাঁটছাড়া বাঁধার পর থেকেই সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এরপর বলিউডে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন এক সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। তবে সম্প্রতি আবারও বলিউডে নিয়মিত হয়েছেন বলিউড বেবো খ্যাত এই অভিনেত্রী। ইতোমধ্যেই কাজ করেছেন বেশকিছু সিনেমায়। কারিনা অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে গত ১৩ সেপ্টেম্বর। সিনেমার নাম ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। সিনেমাটি রুপালি পর্দায় মুক্তি পেলেও আগামী ৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। হনশল মেহতা পরিচালিত এতে অভিনয় করেছেন রণবীর ব্রার, রুক্কু নাহার প্রমুখ। ছবিতে অভিনয়ের পাশাপাশি এর প্রযোজকও কারিনা।

এ ছাড়া কারিনা অভিনীত ‘সিংঘাম এগেইন’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং প্রমুখ। এই ছবিতে ক্যামিও দিয়েছেন বলিউড ভাইজান সালমান খান। তবে কারিনা বলিউডে আবার নিয়মিত হলেও নিজের পারিশ্রমিক নিয়ে মোটেও সন্তুষ্ট নন তিনি। এ জন্য কিছুটা মন খারাপও এই অভিনেত্রীর। সম্প্রতি তিনি এনডিটিভির এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন। কারিনা বলেছেন, এক নম্বর সিরিয়ালের নায়িকা হওয়া সত্ত্বেও বলিউডের অনেক নায়ক এবং তার স্বামী সাইফ আলী খানের চেয়েও পারিশ্রমিক কম পান তিনি। এরপর থেকে কারিনা পারিশ্রমিক বাড়ানোরও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, যোগ্য পারিশ্রমিক না পেলে তিনি কাজ করতে আগ্রহী নয়। তাই নিজের যোগ্যতা প্রমাণ করেই ভবিষ্যতে সঠিক পারিশ্রমিক আদায় করে নেবেন কারিনা।

অভিনয় জীবনের ক্যারিয়ারে শাহরুখ খান, সালমান খান, আমির খানের মতো বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। কিন্তু অবাক করার ব্যাপার, কোনো সিনেমাতেই তিনি খানদের মতো পারিশ্রমিক পাননি। সারা দুনিয়ায় নারীদের চেয়ে পুরুষের পারিশ্রমিকের মূল্য অধিক। এ কথাটা নারী শ্রমিকের ক্ষেত্রে যেমন সত্য, তেমনই বলিউডের নামিদামি নায়িকাদের ক্ষেত্রেও তা সমানভাবে সত্য। দীর্ঘদিন ধরেই এ প্রসঙ্গে স্বাধীন মত প্রকাশ করে আসছেন কারিনা কাপুর।

জানা গেছে, ২০০৩ সালে ‘কাভি অলবিদা না ক্যাহনা’ সিনেমায় কাজ করার জন্য শাহরুখ খানের সমপরিমাণ পারিশ্রমিক দাবি করেছিলেন কারিনা কাপুর। ফলে কাজটি তাকে হারাতে হয়। শুধু তা-ই নয়, এ বিষয়ে প্রযোজক করণ জোহরের সঙ্গেও তার মনোমালিন্য হয় বলে গুঞ্জন রয়েছে।


ক্যারিয়ারের ২ দশকে স্বস্তিকা

স্বস্তিকা মুখার্জি। ছবি: সংগৃহীত
আপডেটেড ২৪ অক্টোবর, ২০২৪ ০০:০৫
বিনোদন ডেস্ক

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে নিয়ে বছরজুড়েই শোরগোল পড়ে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েক দিন পরপরই নতুন নতুন ইস্যু নিয়ে মুখ খোলেন তিনি। সোজাসাপটা কথা বলার জন্য অনেকেই তাকে ‘ঠোঁটকাটা’ বলেও মন্তব্য করেন। বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট করা নিজের বক্তব্য নিয়েও সমালোচনার মুখে পড়েন স্বস্তিকা। সেগুলো নিয়েও ব্যাখ্যা দেন এই অভিনেত্রী। আলোচিত এই অভিনেত্রীর ক্যারিয়ারের দুই দশক পূর্ণ হলো। টালিউড ইন্ডাস্ট্রিতে শুরুটা আগেই হয়েছিল তার। তবে নায়িকা স্বস্তিকা মুখার্জির সফর শুরু ‘মাস্তান’ সিনেমায়। ২০০৪ সালের ২২ অক্টোবর সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। তার বিপরীতে অভিনয় করেছেছিলেন নায়ক জিৎ। বর্তমানে কেবল শুধু নায়িকাই নন, স্বস্তিকা টালিউড-বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রীও বটে। বর্তমানে দাঁড়িয়েই ফিরে দেখলেন নিজের অতীত।

অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে স্বস্তিকা। তবে নিজের অভিনয় প্রতিভার জোরেই ইন্ডাস্ট্রিতে সুখ্যাতি পেয়েছেন। নায়িকা হিসেবে বহু চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী। বলিষ্ঠ অভিনয়ে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন। ‘মস্তান’ সিনেমাটি তৈরি হয়েছিল সুরিন্দর ফিল্মসের প্রযোজনায়। পরিচালক ছিলেন রবি কিনাগি। ছবিতে মমতা নামের চরিত্রে দেখা গিয়েছিল স্বস্তিকাকে। সেই ছবির পাশাপাশি নিজের সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘বিজয়া’র পোস্টার শেয়ার করেছেন স্বস্তিকা।

নিজের এই পোস্টের ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, ‘নায়িকা হিসেবে আমার প্রথম ছবি মস্তান। ২০০৪ সালের ২৪ অক্টোবর সিনেমা হলে মুক্তি পেয়েছিল। এটি একটি দ্বিভাষিক ছবি, বাংলায় ‘মস্তান’ ও ওড়িয়া ভাষায় ‘সুনা সাংখালি’ নাম ছিল। ‘মস্তান’ থেকে ‘বিজয়া’ পর্যন্ত অনেকটা পথ পেরিয়ে এলাম।’ নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন স্বস্তিকা। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছিলেন তিনি। টলিউডে মহিলাদের সুরক্ষা নিয়েও বার বার সরব হয়েছেন। ২০২৪ সালে অভিনেত্রীকে দেখা গেছে ‘বিজয়ার পরে’, ‘দুর্গাপুর জংশন’, ‘লাভ সেক্স অউর ধোকা-২’ এবং দেব প্রযোজিত ‘টেক্কা’ ছবিতে। চলতি বছরের সবচেয়ে বেশি ব্যবসা করে বাংলা সিনেমার তালিকায় উপরের সারিতেই রয়েছে টেক্কা। ইরার চরিত্রে স্বস্তিকার অভিনয়ও প্রশংসিত হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে এবারই সম্পূর্ণ ভিন্নধারার একটি চরিত্র নিয়ে হাজির হচ্ছেন স্বস্তিকা। বিক্রম পর্দায় খুবই রগচটা। স্বস্তিকা ততোধিক ঠাণ্ডা মাথার মানুষ। একসঙ্গে কাজ করতে গিয়ে রসায়ন তৈরি হবে? পরিচালকের মতে, দর্শক তেমনই আশা করছেন। ওটুকু রহস্যই থাক।


মিউজিক ভিডিওতে মৌসুমী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বিরতি কাটিয়ে আবার গানের ভিডিওতে ফিরলেন লাক্সতারকা মৌসুমী হামিদ।

বিশ্ব স্তন ক্যানসার দিবস উপলক্ষে গত রোববার প্রকাশিত গানে দেখা মিলল তার। ‘জীবনের গল্প’ শিরোনামের গানটি গেয়েছেন তাসনোভা তাবাসসুম অতসী।

এর আগে স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করলেও এটি তার গাওয়া প্রকাশিত প্রথম গান। গানের কথা লিখেছেন ও সুর করেছেন উদয়ন রাজীব, সংগীত আয়োজন করেছেন অটমনাল মুন। ভিডিও নির্মাণ করেছেন অতসী।

অতসী আ গোল্ডেন ফ্লাওয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া গানটি উৎসর্গ করা হয়েছে ক্যানসারে মারা যাওয়া ও আক্রান্তদের। দীর্ঘ বিরতির পর মিউজিক ভিডিওর মডেল হওয়া প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘খুব মিষ্টি একটি গান। সব মিলিয়ে মনে হয়েছে ভালো একটা কাজ হবে। তাই গানটিতে মডেল হয়েছি।’

বিষয়:

শুভ জন্মদিন হানিফ সংকেত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

কথার জাদু দিয়ে মুগ্ধতা ছড়িয়ে মানুষের হৃদয় জয় করেছেন হানিফ সংকেত। একাধারে উপস্থাপক, পরিচালক, অভিনেতা, প্রযোজক, লেখক, নির্মাতা- এমন নানামাত্রিক গুণের অধিকারী তিনি। তার জনপ্রিয়তা এখনো বহমান। আজ নন্দিত এই মানুষটির জন্মদিন। ১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত।

প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে তিনি খ্যাতি লাভ করেন। এরপর দেশের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে হাজির হন। এখনো তিনি স্যাটেলাইট চ্যানেলের রাজত্বে ‘ইত্যাদি’ নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রাজত্ব করে চলেছেন।

তার পরিচালিত ও উপস্থাপিত অনুষ্ঠান ইত্যাদিতে তিনি সামাজিক অসঙ্গতি, দুর্নীতিবিরোধী কার্যক্রম তুলে ধরেন। কিছুটা রম্যভাবে তিনি সমসাময়িক নিন্দিত ঘটনার বর্ণনা ও তার বিরোধিতা করে সামাজিক করণীয় তুলে ধরেন।

বিষয়:

অন্যের সুরে আরফিন রুমি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি সাধারণত নিজের সুরে গান করেন বেশি। তবে এর ব্যতিক্রমও ঘটে মাঝেমধ্যে। অডিও আর সিনেমায় এর আগে বেশ কয়েকবার গেয়েছেন অন্যের সুরে। এবার অন্যের সুরে গাইলেন নাটকের জন্য। শিরোনাম ‘প্রাণসখিয়া’।

এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পল্লবী রায়। ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকের জন্য গানটি তৈরি হয়েছে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মালাইকা চৌধুরী। নাটকটির মাধ্যমে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকার অভিষেক হচ্ছে অভিনয়ে। ‘সন্ধিক্ষণ’-এর গল্পটি মেহজাবীনের।

অন্যের সুরে নাটকের গান গাওয়া প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নাটক বলেই এই কাজ করতে রাজি হওয়া। আমার ওপর তার অধিকার আছে। গলা অনুযায়ী তিনি গানটিতে আমাকে কণ্ঠশিল্পী হিসেবে নির্বাচন করেছেন। আমাদের মধ্যকার সম্পর্ক অন্যরকম। তাকে ধন্যবাদ দেব না। এর দরকারও নেই! তিনি আমার অন্তরেই আছেন। ‘প্রাণসখিয়া’ অনেক সুন্দর একটি গান। এর লেখা ও সুর দারুণ। নতুন প্রজন্মের সুরকার নাভেদ পারভেজ ও গায়িকা পল্লবী রায়ের সঙ্গে আমার এই সম্মিলন শ্রোতাদের ভালো লাগবে আশা করি।’

‘প্রাণসখিয়া’ গানের কথা লিখেছেন ওয়াসিক সৈকত। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। তিনি বর্তমানে বাংলাদেশে। নাভেদ বলেন, ‘সুর করার পরই মনে হয়েছে এই গানে আরফিন রুমির কণ্ঠ মানাবে। তবে তিনি সাধারণত অন্যের সুরে গান করেন না। কিন্তু রাজ ভাইয়ের সুবাদে এটা সম্ভব হয়েছে। আর পল্লবী রায় আমার সুর করা বেশ কিছু গান আগে গেয়েছে। সেগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আশা করি, নতুন গানটি সবশ্রেণির শ্রোতার মন জয় করবে।’

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’ এবং ‘তারকাঁটা’র সব গানের সুর ও সংগীত পরিচালনা আরফিন রুমির। এ ছাড়া ‘সম্রাট’ সিনেমার জন্য দুটি গান করেছেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমার সব গানের সুর-সংগীত করেছেন আরফিন রুমি। পাশাপাশি গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সর্বশেষ সিনেমা ‘ওমর’-এ সোমেশ্বর অলির কথা ও স্যাভির সুর-সংগীতে ‘রব জানে’ গানে কণ্ঠ দেন আরফিন রুমি।

বিষয়:

তীব্র সমালোচনায় সাদিয়া আয়মান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

নাটক বা সিনেমার প্রচারণার জন্য নানা কৌশল অবলম্বন করে কঠোর সমালোচনার মুখে পড়েছেন টিভি নাটকের এই সময়ের আলোচিত মুখ সাদিয়া আয়মান।ফেসবুক লাইভে অভিনেত্রী বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরে একটা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমি জানি না, এটা কেন হচ্ছে! তবে বিষয়টা কয়েকবার ঘটেছে দেখেই আজকে লাইভে এসেছি।’

এরপর ঘটনার বিস্তারিত জানিয়ে সাদিয়া বলেন, ‘গত কয়েক দিন আগে আমি একটা শুট শেষ করে বাসায় ফিরছিলাম, তখন রাস্তায় যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমে দেখি সেখানে কেউ নেই।’ অভিনেত্রী আরও বলেন, ‘এরপরে আমরা নিরাপদে সেখান থেকে বাসায় চলে আসি। তবে চলে আসার পরেও বাসার বিপরীত দিকে আবারও সেই ব্যক্তিকে দেখতে পাই।’ এ সময় একটু থেমে সাদিয়া বলেন, ‘আমি কথা বলতে কাঁপছি। কিছুক্ষণ আগেও বারান্দা থেকে দেখেছি সেই ব্যক্তি আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে।’

এরপর মোবাইলটা হাতে নিয়ে বারান্দায় চলে যান এই অভিনেত্রী। সেখানে গিয়ে লাইভে কালো পোশাকে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিকে দেখান সাদিয়া। পুরোটা সময়জুড়ে অভিনেত্রীর চেহারায় ছিল আতঙ্কের ছাপ। রীতিমতো কান্না করতে শুরু করেন। বাড়িতে তিনি বাদে আর কেউ নেই উল্লেখ করে সাদিয়া বলেন, ‘দেখুন আপনারা, ওই ব্যক্তি নিচে দাঁড়িয়ে আছে। বাড়িতে আমি বাদে এখন কেউ নেই…’ বলেই কাঁদতে থাকেন তিনি। একপর্যায়ে বারান্দার দরজা লাগিয়ে রুমে চলে আসেন সাদিয়া আয়মান। এ সময়ও তার ফেসবুক লাইভটি চলছিল। লাইভ চলাকালীন অবস্থায় হঠাৎই আঁতকে ওঠেন অভিনেত্রী। একপর্যায়ে ‘ও মাই গড’, ‘ও মাই গড’ বলতে বলতে লাইভটি কেটে দেন তিনি।

এরপরই সাদিয়া আয়মানের কী হয়েছে? তিনি কি কোনো বিপদে পড়েছেন? এমন নানা উদ্বেগে ফেসবুকজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভক্তরা অভিনেত্রীকে নিয়ে চিন্তিত হয়ে একের পর এক পোস্ট দিতে শুরু করেন। সবাই ধারণা করে নেন, সাদিয়ার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। তবে এর কিছুক্ষণ পরই ফেসবুক থেকে লাইভটি সরিয়ে নেন সাদিয়া আয়মান। ঘণ্টাখানেক বাদে একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন তিনি। ভক্তরাও বুঝে নেন, পুরো ঘটনাই ছিল ওয়েব সিনেমার প্রচারণার অংশ মাত্র। এরপরই শুরু হয় সমালোচনা।

বিষয়:

কিশোর কুমারের বায়োপিকে আমির খান

আপডেটেড ২৩ অক্টোবর, ২০২৪ ১৪:৪৭
বিনোদন ডেস্ক

একের পর এক ব্যর্থতা, তারপর বক্স অফিস থেকে বেশ লম্বা একটা বিরতি নিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। তবে সুপারস্টার আবারও ফিরতে চলেছেন দর্শক দরবারে। ইতোমধ্যেই ‘সিতারে জামিন পার’-এর শুটিং সেরে ফেলেছেন আমির।

ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৫ সালের শুরুর দিকে। এ ছাড়াও পিঙ্কভিলা সূত্রে খবর, তার ঝুলিতে রয়েছে আরও ৫টি ছবি, যেগুলো করার জন্য বিশেষ আগ্রহী আমির। আর এই ৫টি ছবির মধ্যে রয়েছে কিশোর কুমারের বায়েপিক। অনুরাগ বসু পরিচালিত কিশোর কুমারের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন আমির খান। পিঙ্কভিলা সূত্রে খবর, প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে এরই মধ্যেই কিশোর কুমারের বায়োপিক নিয়ে আলোচনা করেছেন আমির ও অনুরাগ। এখনও পর্যন্ত তাদের মধ্যে চার-পাঁচটি মিটিং হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, কিশোর কুমারের বায়োপিক অনুরাগ বসু এবং ভূষণ কুমারের হৃদয়ের ভীষণ কাছের একটা প্রজেক্ট। তারা সুন্দরভাবে এই প্রজেক্টটি উপস্থাপন করতে চান। আমির খানও কিশোর কুমারের একজন বড় অনুরাগী। এ কারণে তিনিও অনুরাগ বসুকে এই কিংবদন্তির জীবন তুলে ধরার বিষয়ে সাহায্য করতে চান। পরিচালক এই ছবিটিকে একটা অন্যমাত্রা দিতে চান, নিখুঁতভাবে ছবিটি বানাতে চান। আর এই বিষয়টিই আমিরকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে বলে জানা গেছে।

কিশোর কুমারের বায়োপিক ছাড়াও আমিরের ভাবনায় রয়েছে আরও ৬টি ছবি। যেগুলো হলো উজ্জ্বল নিকমের বায়োপিক, রাজকুমার সন্তোষীর কমেডির ছবি চার দিন কি জিন্দেগি, গজনী ২, লোকেশ কানাগরাজের একটা সুপারহিরো ঘরানার ছবি এবং জোয়া আখতারের একটা ছবিও আমিরের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। জানা যাচ্ছে, এই সবকটি ছবিই আমিরের ভীষণ পছন্দের। চলতি বছরের শেষের দিকে আমির তার পরবর্তী ছবি নিয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এই ৬টি ছবির মধ্যে ৩টি বেছে নিয়ে বাকি ৩টি ছবি তিনি ছেড়ে দিতে পারেন বলে খবর।

বর্তমানে আমির খান ‘সিতারে জামিন পার’ ছবিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে আমির সঙ্গে জেনেলিয়া ডি’সুজার সঙ্গে অভিনয় করেছেন। ছবিটির প্রযোজনায় রয়েছেন সুপারস্টারের নিজের প্রযোজনা সংস্থা। ২০২৫-এর শুরুতেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া প্রযোজক আমির ‘লাহোর ১৯৪৭’ বলেও একটা ছবি বানাচ্ছেন। ছবিতে সানি দেওল, প্রীতি জিনতা, শাবানা আজমি, করণ দেওল ও আলি ফজল অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী।

বিষয়:

প্রথমবার তামিল সিনেমায় দিশা পাটানি

দিশা পাটানি। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও সুনাম রয়েছে তার। সেই সঙ্গে তেলেগু সিনেমাতে অভিনয় করে বৃত্ত ভাঙেন তিনি। ভারতের বারেইল্লেইতে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী ২০১৩ সালে ভারতের ইন্দোরে অনুষ্ঠিত হওয়া ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ যেটি ভারতের জাতীয় সৌর্ন্দয প্রতিযোগিতা, এতে তিনি প্রথম রানার্স-আপ স্থান অর্জন করেছিলেন। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ২০১৫-এর পুরি জগন্নাথের পরিচালিত লোফার-এ অভিনয়ের মাধ্যমে। এরপর বেশ কিছু সিনেমায় কাজ করেন সাফল্যের সঙ্গে। তিনি জ্যাকি চ্যানের কুং ফু ইয়োগা চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হন যেটি ২০১৭-এর ৩ ফেব্রুয়ারি মুক্তি পায়।

তবে হিন্দি ছবির পর এবার প্রথমবার তামিল সিনেমার পর্দায় দেখা মিলবে এই লাস্যময়ী মডেল-অভিনেত্রীর। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সুরিয়ার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তিনি। ‘কাঙ্গুভা’ শিরোনামের এই তামিল সিনেমাটি মুক্তি পাবে পাবে আগামূী ১১ নভেম্বর। এরই মধ্যে ট্রেলার-গান প্রকাশিত হয়েছে, দর্শকের সাড়াও পেয়েছে বেশ। সিনেমাটিতে তামিল সুপারস্টার সুরিয়ার সঙ্গে অভিনয় করেছেন দিশা। আরও আছেন বলিউড তারকা ববি দেওল। সিনেমার শুটিংয়ে স্মরণীয় সময় কেটেছিল বলেই জানালেন অভিনেত্রী। দিশা বলেন, ‘এ সিনেমার অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ। শুটিংয়ের প্রত্যেকটি দিন আমার জন্য ছিল শিক্ষণীয়, মনে হতো আমি কর্মশালায় যাচ্ছি। অসাধারণ নির্মাতা-সহশিল্পীর সঙ্গে কাজ করেছি। কাজ করতে গিয়ে আমরা একটা পরিবারের মতো হয়ে গেছি। প্রত্যেকে আমার খেয়াল রেখেছেন।’

সুরিয়ার প্রশংসা করে দিশা বলেন, ‘সুরিয়া স্যার সব সময় আমার স্বাচ্ছন্দ্যের ব্যাপারটা নিশ্চিত করেছেন। পর্দায় তিনি নানা ধরনের চরিত্র করেন। তবে বাস্তবে একেবারে নরম মনের মানুষ। আমার মনে হয়, আমার ক্যারিয়ারে সবচেয়ে সুন্দর সময় কেটেছে এ সিনেমার শুটিংয়ে। ববি স্যারের কথাও বলতে চাই, তিনিও খুব গুণী ও সুন্দর হৃদয়ের মানুষ।’

‘কাঙ্গুভা’ নির্মাণ করেছেন শিবা। সিনেমাটি নিয়ে নায়ক সুরিয়াও বেশ উচ্ছ্বসিত। ভারতের জাতীয় পুরস্কারজয়ী এ অভিনেতা মনে করেন, হলিউডের ‘লর্ড অব দ্য রিংস’-এর মতো সিনেমা হয়েছে এটি। আগস্টে ট্রেলার প্রকাশিত হয়েছে। গল্পের প্লট, নির্মাণশৈলী থেকে শিল্পীদের অভিনয়- সিনেমার সবই আকৃষ্ট করেছে দর্শককে। প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমাতে আরও আছেন জগপতি বাবু, যোগি বাবু প্রমুখ।


প্রথমবার আলম আরা মিনু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন প্রতিবেদক

কিছুদিন আগেই ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবুর কণ্ঠে প্রার্থনামূলক গান ‘ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’ প্রকাশিত হলো। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আনিসুল ইসলাম। মিউজিক করেছেন রোজেন রহমান।

গীতিকার, সুরকার আনিসুল ইসলামের ভাষ্যমতে, নোলকের কণ্ঠে এই প্রার্থনামূলক গানটি শুনলে শ্রোতাদের ভীষণ ভালো লাগবে। কারণ এ ধরনের গান নোলক খুব কমই গেয়েছেন। নোলক বাবুর আরও একটি সুখবর হলো তিনি বাংলাদেশের গানের গর্ব শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আলম আরা মিনুর সঙ্গে গান গেয়েছেন এবার।

তরুণ সিং-এর কথায় ও নোলক বাবুরই সুরে একটি নতুন মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন আলম আরা মিনু ও নোলক বাবু। এস ডি সাগরের সংগীতায়োজনে গত সোমবার রাতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

আলম আরা মিনু বলেন, ‘গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নোলক তো এমনিতেই খুব ভালো গায়। আর যেহেতু তার নিজের সুর করা গান, তাই এই গানের প্রতি তার আলাদা একটা দরদও ছিল। যে কারণে গানটি আরও বেশি ভালো হয়েছে। আর আমিও চেষ্টা করেছি মন দিয়ে গানটি গাইতে। সবমিলিয়ে গানটি সত্যিই এত ভালো হয়েছে যে, গানটি সংগীতপ্রেমী শ্রোতাদের মন জয় করবে বলেই আমার বিশ্বাস।’

নোলক বাবু বলেন, ‘শ্রদ্ধেয় মিনু আপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গর্ব। তার সঙ্গে প্রথমবার দ্বৈত গান গাইতে পারা সত্যিই আমার জন্য ভীষণ সৌভাগ্যের। সত্যিই ভীষণ ভীষণ ভালো লাগলো মিনু আপার সঙ্গে গানটি গাইতে পেরে। আমারও বিশ্বাস গানটি শ্রোতা-দর্শকের ভীষণ ভালো লাগবে। কারণ গানের কথা ও সুরের মধ্যে একটা অন্যরকম ভালোলাগা আছে, যা সব গানে সহজে পাওয়া যায় না।’

১৯৯০ সালে বিটিভির একটি নাটকের জন্য আলম আরা মিনু ‘যে বাতাসে ফোটে ফুল’ গানটি গাওয়ার পর গায়িকা হিসেবে দারুণ সাড়া পেতে শুরু করেন। ‘বেদনার বালুচরে’ অ্যালবামের ‘রাজ প্রাসাদের সুখ চাই না আমি’ গানটি মিনুর প্রিয় গানের মধ্যে একটি। এই গানটি গাইবার কথা ছিল প্রয়াত শিল্পী জুয়েলের। কিন্তু প্রণব ঘোষের আগ্রহে গানটিতে মিনুই শেষ পর্যন্ত কণ্ঠ দিয়েছিলেন। এই গান মিনুর ভীষণ প্রিয়। আলম আরা মিনুর বিশটিরও একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। শতাধিক মিক্সড অ্যালবামে গান গেয়েছেন তিনি। একশত সিনেমাতে প্লে-ব্যাক করেছেন তিনি।

১৯৮৯ সালে ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সুরে মিনুর প্রথম অ্যালবাম ‘তোমার দেয়া সে কথার মালা’ প্রকাশিত হয়। এই অ্যালবামে মিনুই প্রথম গেয়েছিলেন ‘সে তারা ভরা রাতে’ গানটি। পরে গানটি আইয়ুব বাচ্চু গেয়েছিলেন।

বিষয়:

অন্য পরিচয়ে ছবি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বাংলাদেশ বেতারের সঙ্গে সম্পর্কটা বেশ পুরোনো অভিনেত্রী ফারজানা ছবির। সময় আর সুযোগ পেলেই বেতারের নাটকে অভিনয় করেন।

গত বছর থেকে মাঝে মাঝে অনুষ্ঠান ঘোষক হিসেবেও কাজ করছেন। এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক হিসেবে। গত শনিবার প্রথমবার বেতারে সংবাদ পড়লেন তিনি।

ফারজানা ছবি বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে অনেক দিন ধরেই বেতারের সঙ্গে আছি। নাটকে অভিনয় করি, আবৃত্তি করি, মাঝে মাঝে অনুষ্ঠান ঘোষক হিসেবে কাজ করি। এবার সংবাদ পাঠ শুরু করলাম। বিষয়টি আমার কাছে ভীষণ আনন্দের। কণ্ঠের পারফরম্যান্স সব সময় আমি উপভোগ করি। ছোটবেলা থেকেই উচ্চারণে খুব ভালো ছিলাম। এটা বেতারে এখন কাজে লাগছে। এখন আমাদের নাটক-সিনেমায় প্রমিত ভাষার ব্যবহার একেবারে কমে গেছে।’

বিষয়:

banner close