শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
৫ পৌষ ১৪৩২

ঘোষিত হলো কান চলচ্চিত্র উৎসবের মনোনয়ন

‘মিশন ইমপসিবল: দ্য ফাইনাল রেকনিং’র দৃশ্যে টম ক্রুজ। ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশিত
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫ ২০:২৭

বছর ঘুরে আবারও ফরাসি সৌরভের উন্মাদনা। ঘনিয়ে আসছে বিশ্ব সিনেমার সর্ববৃহৎ ও মর্যাদাসম্পন্ন উৎসবগুলোর মধ্যে অন্যতম কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। আগামী ১৩ থেকে ২৪ মে পর্যন্ত ফ্রান্সের কান সৈকতে কান উৎসব অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কান চলচ্চিত্র উৎসবের বিশেষ বিশেষ চমকের কিছু খবর ছড়িয়ে পড়েছে। এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচিত অফিসিয়াল সিনেমাগুলোর নাম প্রকাশ হলো। গত বৃহস্পতিবার রাতে ফ্রান্সের প্যারিসে এক সংবাদ সম্মেলনে উৎসবের প্রেসিডেন্ট আইরিস নোবলোখ ও জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো এ তালিকা ঘোষণা করেন। ২০২৫ সালের এই আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র, যেগুলোর মধ্যে রয়েছে বিখ্যাত নির্মাতাদের নতুন কাজ, পাশাপাশি বেশ কিছু নতুন নির্মাতার অভিষেক চলচ্চিত্র। এ ছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’- প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।

এবারের উৎসবের প্রথম দিন, উদ্বোধনী আসরে আজীবন সম্মাননা তথা গৌরবসূচক পাম দ’র প্রদান করা হবে কিংবদন্তি মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক রবার্ট ডি নিরোকে। সঙ্গে আরও একটি মার্কিনি চমক থাকছে ফরাসি এই উৎসবে। উৎসবের দ্বিতীয় দিন (১৪ মে) লালগালিচা হয়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হাজির হবেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। এদিন অভিনেতার নতুন ছবি ‘মিশন: ইমপসিবল- দ্য ফাইনাল রেকনিং’-এর অফিশিয়াল স্ক্রিনিং হবে।

সংবাদ সম্মেলনে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ ছাড়াও যৌন নিপীড়ন নিয়ে ফ্রান্স সরকারের কঠোর অবস্থান তুলে ধরা হয়। এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ১৯টি সিনেমা, এর মধ্যে মাত্র ছয়টির পরিচালক নারী। তবে সবচেয়ে বড় চমক মূল প্রতিযোগিতা বিভাগে কোনো কোরীয় সিনেমা না থাকা। ২০১৩ সালের পর এই প্রথম স্বর্ণপামের লড়াইয়ে নেই কোনো কোরীয় সিনেমা।

৭৮তম কান উৎসব অবশ্য অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য বড় সুখবর নিয়ে এসেছে। উৎসবে ক্যামেরার সামনে ও পেছনে দুই ভূমিকাতেই পাওয়া যাবে অস্কারজয়ী এই অভিনেত্রীকে। ওয়েস অ্যান্ডারসনের তারকাবহুল সিনেমা ‘দ্য ফিন্যান্সিয়াল স্কিম’ জায়গা পেয়েছে মূল প্রতিযোগিতা বিভাগে। বেনিসিও দেল তোরো, টম হ্যাংকসের সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন। অন্যদিকে পরিচালক হিসেবে অভিনেত্রীর প্রথম সিনেমা ‘এলেনর দ্য গ্রেট’ও জায়গা পেয়েছে উৎসবে। সিনেমাটি লড়বে আঁ সার্তে রিগা বিভাগে।

উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে বেছে নেওয়া হয়েছে আমেলি বোনাঁর প্রথম সিনেমা ‘লিভ ওয়ান ডে’কে। এবারই প্রথম অভিষিক্ত নির্মাতার সিনেমা দিয়ে শুরু হবে কান উৎসব। মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরির দায়িত্ব পালন করবেন জুলিয়েট বিনোশ। এবারের উৎসবে অভিনেতা রবার্ট ডি নিরোকে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে। এ ছাড়া বিগত কয়েক বছরের তুলনায় এবারের কান চলচ্চিত্র উৎসবেও আলাদা নজর কাড়বে ভারতীয় সিনেমা, তারকাশিল্পী ও কলাকুশলীরা। অফিসিয়াল সিলেকশনে আবারও জায়গা করে নিয়েছে ভারত। এবার আর্ট-হাউস ফিল্মকেন্দ্রিক বিভাগ আঁ সাঁর্তে রিগায় নির্বাচিত হয়েছে নীরাজ গাইওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’। এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা জাহ্নবী কাপুর, ঈশান খাট্টার ও বিশাল জেতোয়া। এবারই প্রথম কানে তাদের কোনও ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।

পাঠক, চলুন দেখে নেয়া যাক এবারের কান চলচ্চিত্র উৎসবে কোন কোন সিনেমা জায়গা পেল মূল প্রতিযোগিতা বিভাগে। আউট অব কম্পিটিশন বিভাগে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে আমেলি বোনাঁর প্রথম পরিচালনার সিনেমা ‘পার্তির উঁ জুর’। মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত চলচ্চিত্রগুলো হলো ওয়েস অ্যান্ডারসন পরিচালিত ‘দ্য ফিনিশিয়ান স্কিম’, আরি অ্যাস্টারের ‘এডিংটন’, দারদেন ভাইয়েরার ‘জ্যুন মেয়ের’, জুলিয়া দুকোর্নোর ‘আলফা’, হায়াকাওয়া চিয়ের ‘রেনোয়ার’, অলিভার হারমানাসের ‘দ্য হিস্টোরি অব সাউন্ড’, হাফসিয়া হারজির ‘লা পেতিত দার্নিয়ের’, অলিভার লাক্সের ‘সিরাত’, রিচার্ড লিঙ্কলেটারের ‘নিউ ওয়েভ’, সের্গেই লোজনিত্সার ‘টু প্রসিকিউটরস’, মারিও মার্তোনের ফুয়োরি’, ক্লেবার মেন্ডোনসা ফিলোর ‘সেক্রেতো আজেন্তে’, ডমিনিক মলের ‘দোসিয়ে ১৩৭’, জাফর পানাহির ‘অঁ সিম্পল আসিদঁ’, কেলি রেইচার্ডের ‘দ্য মাস্টারমাইন্ড’. তারিক সালেহর ‘ঐগলস অব দ্য রিপাবলিক’, মাসচা শিলিনস্কির ‘সাউন্ড অব ফলিং’ কারলা সিমোনের ‘রোমেরিয়া’, এবং জোয়াকিম ট্রিয়েরের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।

আঁ সার্তে রিগা বিভাগের মনোনীত সিনেমাগুলো হলো-লা মিস্তেরিওসা মিরাদা দেল ফ্লামেঙ্কো (দিয়েগো সেসপেদেস), মেতেওরস (হুবার শারুয়েল), মাই ফাদার্স শ্যাডো (আকিনোলা ডেভিস জুনিয়র), ল্যাঁকোনু দ্য লা গ্রঁদ আর্শ (স্তেফান দেমুস্তিয়ে), আর্চিন (হ্যারিস ডিকিনসন), হোমবাউন্ড (নীরজ ঘেওয়ান), তোই ইয়ামানামিনো হিকারি ( ইশিকাওয়া কেই), এলেনর দ্য গ্রেট (স্কারলেট জোহানসন), কারাভান (জুজানা কির্চনারোভা), পিলিয়ন (হ্যারি লাইটন), আইশা ক্যান্ট ফ্লাই অ্যাওয়ে (মোরাদ মোস্তাফা), ওয়ান্স আপন আ টাইম ইন গাজা (আরব ও তারজান নাসের), দ্য প্লেগ (চার্লি পোলিঞ্জার), প্রমিসড স্কাই (এরিজ সেহিরি), লে চিত্তা দি পিয়ানুরা (ফ্রানচেস্কো সোসাই) এবং তেস্তা ও ক্রোচে? (মাত্তেও জপ্পিস ও আলেস্সিও রিগো দে রিঘি)।

আউট অব কম্পিটিশন বিভাগে মনোনয়ন পেয়েছে লারস অব টাইম (সেদ্রিক ক্লাপিশ), লা ফেম লা প্লু রিশ দু মন্ড (থিয়েরি ক্লিফা), মিশন: ইম্পসিবল ;দ্য ফাইনাল রেকনিং (ক্রিস্টোফার ম্যাককুয়ারি) এবং ভি প্রিভে (রেবেকা জ্লতোভস্কি)। মিডনাইট স্ক্রিনিংস বিভাগে- ড্যালোয়ে (ইয়ান গোজলান), এক্সিট ৮ (কাওয়ামুরা জেনকি) এবং ফেং লিন হু শান (ম্যাক জুনো)। কানে প্রিমিয়ারের তালিকায় রয়েছে আমরুম (ফাতিহ আকিন), স্প্লিটসভিল (মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো), লা ওলা (সেবাস্তিয়ান লেলিও) কনেমারা (আলেক্স লুটজ), অরওয়েল: ২+২=৫ (রাউল পেক) এবং দাস ফেরশভিন্ডেন দেস যোজেফ মেনগেলে (কিরিল সেরেব্রেনিকভ)। এ ছাড়া বিশেষ প্রদর্শনী হবে স্টোরিজ অব সারেন্ডার (বোনো), টেল হার দ্যাট আই লাভ হার (রোমেন বোহরিঞ্জার) এবং আ ম্যাগনিফিসেন্ট লাইফ (সিলভাঁ শোমে)।

বৃহস্পতিবার অফিসিয়াল সিলেকশন ঘোষণার সংবাদ সম্মেলনে কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোঁ বলেন, ‘দ্য সাবস্ট্যান্স-এর বেলায় যা ঘটেছে সেসব রীতিমতো অবিশ্বাস্য। এটাকেই হয়তো কানের শক্তি হিসেবে উল্লেখ করা যেতে পারে। আমরা জানি আমাদের কিছু শক্তি আছে। আমরা এই শক্তি শিল্পীদের দেই।’

কানে এবার মোট জমা পড়েছে রেকর্ডসংখ্যক ২ হাজার ৯০৯টি চলচ্চিত্র। এর মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ১৯টি চলচ্চিত্র। স্বর্ণপামের দৌড়ে ফিরে আসা নির্মাতাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের ওয়েস অ্যান্ডারসন। তিনি এবার পরিচালনা করেছেন ‘দ্য ফিনিশিয়ান স্কিম’।


যুক্তরাষ্ট্রে মৌসুমী-শাবনূরের আবেগঘন পুনর্মিলন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের দুই জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও শাবনূর। একসময়ে রূপালি পর্দায় তাদের তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বাস্তব জীবনে তাদের সম্পর্ক অত্যন্ত মধুর। দীর্ঘ বিরতির পর সম্প্রতি যুক্তরাষ্ট্রের মাটিতে এই দুই তারকার আবেগঘন পুনর্মিলন হয়েছে, যা ভক্তদের মাঝে দারুণ উচ্ছ্বাস তৈরি করেছে।

গত বুধবার (১৭ ডিসেম্বর) ছিল চিত্রনায়িকা শাবনূরের ৪৬তম জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপন করতে অস্ট্রেলিয়া থেকে একমাত্র ছেলে আইজানকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানে আরেক জনপ্রিয় অভিনেতা অমিত হাসানের বাসায় অবস্থান করছেন। শাবনূরের আগমনের খবর পেয়ে যুক্তরাষ্ট্রে সপরিবারে বসবাসরত মৌসুমী নিজেকে আর আটকে রাখতে পারেননি।

প্রিয় সহকর্মীর আগমনের সংবাদ পেয়ে একগুচ্ছ ফুল হাতে অমিত হাসানের বাসায় ছুটে যান মৌসুমী। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ঢাকাই সিনেমার এই দুই নক্ষত্র। তারা একে অপরকে ভালোবাসায় জড়িয়ে ধরেন। এই আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন স্বয়ং শাবনূর। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অনেকদিন পর মৌসুমী আপুর সাথে দেখা। আপুকে কাছে পেয়ে মনটা ভরে গেছে, কী যে ভালো লেগেছে!’

উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে মৌসুমী এবং একই বছর ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শাবনূরের। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তারা দুজনেই উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। বিদেশের মাটিতে পর্দার এই দুই চিরচেনা নায়িকার পুনর্মিলনের দৃশ্য নেটিজেনদেরও আবেগপ্রবণ করেছে।


অনুষ্ঠানে হেনস্তার শিকার দক্ষিণী অভিনেত্রী নিধি আগারওয়াল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিধি আগারওয়াল সম্প্রতি তার ‘রাজা সাব’ সিনেমার গান মুক্তির অনুষ্ঠানে হেনস্তার শিকার হয়েছেন। অনুষ্ঠানে উপচে পড়া ভিড়ের মধ্যে কয়েকজন ভক্তের সীমাহীন আচরণের শিকার হন তিনি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় ভক্তরা অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, ধাক্কাধাক্কির এক পর্যায়ে নিধির পোশাক ধরে টানাটানি করা হয় এবং কয়েকজন তার খুব কাছাকাছি চলে আসে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গায়িকা চিন্ময়ী শ্রীপাদা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘এরা মানুষ নাকি হায়েনা?’ তিনি প্রশ্ন তোলেন, এমন ঘটনার জন্য নিরাপত্তা ও সম্মানের বিষয়টি কোথায়? তবে অভিনেত্রী নিধি আগারওয়াল বা সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


হাজার কোটির পথে রণবীরের ‘ধুরন্ধর’, ভাঙল ‘বাহুবলী’র রেকর্ড

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দীর্ঘদিনের খরা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে বলিউড তারকা রণবীর সিংয়ের। নানা বিতর্ক আর আইনি জটিলতা পেছনে ফেলে গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমাটি এখন হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশের অপেক্ষায়। মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী ৫০০ কোটির মাইলফলক ছাড়িয়ে সিনেমাটি এখন ভারতীয় বক্স অফিসে নতুন ইতিহাস গড়তে চলেছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির মাত্র তেরো দিনেই ‘ধুরন্ধর’ দেশ ও বিদেশের দর্শকদের মন জয় করে নিয়েছে। বক্স অফিস রিপোর্ট বলছে, এখন পর্যন্ত ভারতে ছবিটির আয় দাঁড়িয়েছে ৪৩৭ কোটি ২৫ লাখ রুপি এবং বিশ্বব্যাপী এর মোট সংগ্রহ ৬৭৪ কোটি ৫০ লাখ রুপি। প্রথম সপ্তাহে ভারতে ২০৭ কোটি ২৫ লাখ টাকার ব্যবসার পর দ্বিতীয় সপ্তাহে আরও ২৩০ কোটি টাকা আয় করে সিনেমাটি তার জয়যাত্রা অব্যাহত রেখেছে।

আয়ের দিক থেকে সিনেমাটি ইতোমধ্যেই আল্লু অর্জুনের ‘পুষ্পা’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ এবং হৃতিক রোশনের ‘ওয়ার’-এর মতো ব্লকবাস্টারগুলোকে পেছনে ফেলে দিয়েছে। এমনকি এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর বিশ্বব্যাপী ৬৫০ কোটি টাকার রেকর্ডও ভেঙে দিয়েছে রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত এই সিনেমা। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, আয়ের বিচারে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’-এর পরেই বর্তমানে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ‘ধুরন্ধর’।

দক্ষিণী সিনেমার দাপটের যুগে বলিউডের এই ঘুরে দাঁড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আয়ের এই গতি বজায় থাকলে খুব শীঘ্রই সিনেমাটি ১০০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করবে এবং হয়তো ৯১৫ কোটি টাকা আয় করা ‘অ্যানিম্যাল’-এর রেকর্ডও ভেঙে দেবে বলে ধারণা করা হচ্ছে। রণবীর সিংয়ের ক্যারিয়ারের মন্দা কাটিয়ে ‘ধুরন্ধর’ এখন বলিউডের নতুন গর্ব হয়ে উঠেছে।


‘হুকআপ’ কালচারে বিশ্বাসী নন, কেমন প্রেমিকের অপেক্ষায় অনন্যা?

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দীর্ঘ দুই বছরের সম্পর্কের পর আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছুদিন নীরব ছিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। বর্তমানে বলিপাড়ায় জোর গুঞ্জন চলছে যে, মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি, যদিও প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। তবে এই জল্পনার মাঝেই অনন্যা তার স্বপ্নের প্রেমিক বা জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, সে বিষয়ে নিজের খোলামেলা মতামত জানিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা পান্ডে জানান, প্রেমের ক্ষেত্রে তিনি বর্তমান প্রজন্মের ‘হুকআপ’ সংস্কৃতিতে বিশ্বাসী নন। বরং তিনি নিজেকে ৯০-এর দশকের বা পুরোনো দিনের ধ্যান-ধারণার মানুষ বলে মনে করেন। পারিবারিক বন্ধনের ওপর গুরুত্ব দিয়ে অনন্যা বলেন, তিনি পরিবারকে ভালোবাসেন এবং চান তার সঙ্গীর পরিবারও যেন তার নিজের পরিবার হয়ে ওঠে। দ্রুত প্রেমে পড়া বা সম্পর্ক ভাঙার আধুনিক রীতির সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন না।

নিজেকে অত্যন্ত আবেগপ্রবণ মানুষ হিসেবে উল্লেখ করে অনন্যা জানান, কথায় কথায় তার চোখে জল চলে আসে। তাই তিনি এমন একজন প্রেমিক চান, যার কাঁধে মাথা রেখে শান্তি পাওয়া যায়। তার মতে, প্রেমিককে সব সমস্যার সমাধান দিতে হবে না, বরং মন দিয়ে তার কথাগুলো শুনলেই চলবে। তিনি চান তার সঙ্গী তার কথা শুনে তাকে মানসিকভাবে হালকা হতে সাহায্য করুক; সমস্যা সমাধানের চেয়ে তার কাছে মানসিক সমর্থন এবং শোনার মানুষ থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজের জগতেও ব্যস্ত সময় পার করছেন অনন্যা। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘তু মেরা আমি তেরা আমি তেরা তু মেরি’। সমীর বিদ্বান পরিচালিত এই সিনেমায় অনন্যার বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।


প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে দীর্ঘ বিরতির পর মুখ খুললেন অভিনেত্রী বিন্দু

আপডেটেড ১৯ ডিসেম্বর, ২০২৫ ২১:৪৪
বিনোদন ডেস্ক

দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দূরে থাকা জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু প্রথমবারের মতো কোন পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিজীবন, প্রেম, বিয়ে ও নানা গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এর জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে তাকে। অনুষ্ঠানটি আগামী শনিবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় প্রচারিত হবে।

২০১৪ সালে বিয়ের কয়েক মাস আগেই বিনোদন জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বিন্দু। প্রায় এক যুগ পর ছোট পর্দার কোনো অনুষ্ঠানে তিনি এতটা দীর্ঘ সময় নিয়ে কথা বললেন। সঞ্চালক রুম্মান রশীদ খানের উপস্থাপনায় এই পডকাস্টে বিন্দু তার বিয়ে, সংসার এবং ব্যক্তিগত জীবন নিয়ে জনমনে থাকা বিভিন্ন ভুল ধারণা বা বিভ্রান্তি দূর করেছেন। একইসঙ্গে প্রেম ও মিডিয়া পাড়ার নানা গুঞ্জন নিয়েও অকপটে নিজের অবস্থান তুলে ধরেছেন।

স্মৃতিচারণ করতে গিয়ে বিন্দু তার ‘এই তো প্রেম’ সিনেমার সহশিল্পী ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রশংসাও করেন। তিনি জানান, শুটিং সেটে শাকিব খানের উদারতা ও সহশিল্পীর প্রতি শ্রদ্ধাবোধ তাকে মুগ্ধ করেছিল। এছাড়া অনুষ্ঠানে বিন্দু তার জীবনের এক ভয়াবহ দুর্ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন। একবার চারতলা থেকে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে গিয়ে তার হাঁটু মচকে গিয়েছিল এবং কপালে ১১টি, ঠোঁটে ৫টি ও দুই হাতে প্রায় ১৫টি সেলাই লেগেছিল। সেই ঘটনার পেছনের কারণও তিনি এই অনুষ্ঠানে প্রকাশ করেছেন।

জেড আই ফয়সাল প্রযোজিত এই বিশেষ পর্বে বিন্দু ভক্তদের জন্য নতুন বছরে নতুন কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন। দীর্ঘ বিরতির পর প্রিয় অভিনেত্রীর অজানা অনেক কথা জানতে এই পর্বটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হবে বলে আশা করা হচ্ছে।


জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম

আপডেটেড ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৮:১২
দৈনিক বাংলা ডেস্ক

আলোচিত মডেল মেঘনা আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী হবেন। তার অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এমন তথ্য জানিয়ে দেওয়া হয়েছে ঐ এলাকার উন্নয়নমূলক নানান প্রতিশ্রুতিও। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন, নাকি কোনো দলের হয়ে লড়বেন সেটি নিশ্চিত করা হয়নি।

মেঘনা আলমের ফেসবুক পোস্টে বলা হয়, তিনি ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার ‘দেশকে সিঙ্গাপুর বানানো হবে’, এমন ফাঁপা প্রতিশ্রুতি শোনা গেছে। কিন্তু বাস্তবে একটি দেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রয়োজন এমন নেতৃত্ব, যার লালন-পালন, চিন্তাধারা, শিক্ষা ও সামাজিক মেলামেশায় বৈশ্বিক প্রভাব বিদ্যমান এবং যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য। মেঘনা আলম সেই বাস্তব উদাহরণ (the real deal), যিনি কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত রূপান্তরের প্রতিনিধিত্ব করেন।

পোস্টে বলা হয়, বিশেষ করে ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন। এছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান।

এতে বলা হয়, জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম, (গোসল ও ব্রেস্টফিডিং করার, বাচ্চার ডায়াপার চেঞ্জ করার জায়গা) ও কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালু করা হবে, যাতে বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী বা পার্কে হাঁটতে বের হওয়া মানুষ সবাই পরিচ্ছন্ন থাকার সুযোগ পান।

এই কারণেই মেঘনা আলম এমপি হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।


নিকের সঙ্গে প্রেম শুরুর গোপন তথ্য ফাঁস করলেন প্রিয়াঙ্কা: ‘পাখির মাধ্যমেই আলাপ’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউড ও হলিউডের অন্যতম আলোচিত দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তাদের প্রেম ও সংসারের খুঁটিনাটি জানতে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে মার্কিন পপ তারকা নিকের সঙ্গে দেশি গার্লের প্রেমের শুরুটা কীভাবে হয়েছিল, তা নিয়ে অনেকেরই কৌতূহল ছিল। অবশেষে সেই রহস্যের জট খুললেন প্রিয়াঙ্কা নিজেই। জানালেন, কোনো পায়রা নয়, বরং টুইটারের ‘পাখি’র মাধ্যমেই তাদের আলাপের শুরু।

সম্প্রতি জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনে অতিথি হিসেবে হাজির হয়ে এসব তথ্য জানান প্রিয়াঙ্কা। শো-এর একটি প্রমো ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে আড্ডার একপর্যায়ে সঞ্চালক কপিল শর্মা মজা করে জানতে চান, তাদের যোগাযোগের শুরুটা কি পুরনো দিনের মতো পায়রার মাধ্যমে চিঠি পাঠিয়ে হয়েছিল কি না। জবাবে প্রিয়াঙ্কা হেসে জানান, পায়রা না হলেও টুইটারের পাখির (বর্তমান এক্স) মাধ্যমেই তাদের প্রথম যোগাযোগ হয়েছিল। এর মাধ্যমে তিনি নিশ্চিত করেন যে, সোশ্যাল মিডিয়াতেই তাদের সম্পর্কের সূত্রপাত।

ভিডিওতে আরও দেখা যায়, কপিল শর্মার শারীরিক ফিটনেস দেখে অবাক হয়ে যান প্রিয়াঙ্কা। হাসতে হাসতে এর রহস্য জানতে চাইলে কপিল রসিকতা করে বলেন, চারজন নায়িকার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করার কারণেই তার এই পরিবর্তন। অন্যদিকে, প্রিয়াঙ্কার টুইটারে প্রেম শুরুর কথা শুনে কপিল নিজের ভাগ্যকে দোষারোপ করে বলেন, তিনি টুইটারে থাকলেও কেউ তাকে প্রেমপত্র পাঠায় না, উল্টো তার বিরুদ্ধে মামলা হয়। সব মিলিয়ে অনুষ্ঠানটি বেশ উপভোগ্য হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে।


বাথটাবে মৃত বাঘ, হাতে কুড়াল: সিয়ামের ‘রাক্ষস’-এর ফার্স্ট লুকে চমক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার আলোচনার রেশ কাটতে না কাটতেই নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শেহরিন সুমি এবার হাজির হলেন নতুন ধামাকা নিয়ে। তাদের নতুন বাজি চিত্রনায়ক সিয়াম আহমেদ। বুধবার সন্ধ্যায় এফডিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়েছে তাদের নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক, যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা। কয়েক সেকেন্ডের এই ঝলকই বলে দিচ্ছে, এবার আরও বড় কোনো ভায়োলেন্স আর অন্ধকারের গল্প নিয়ে পর্দায় ফিরছেন এই নির্মাতা।

প্রকাশিত ফার্স্ট লুকে দেখা গেছে এক অবিশ্বাস্য ও লোমহর্ষক দৃশ্য। ধবধবে সাদা ঘরের মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ, আর মাঝখানে রক্তে ভরা একটি বাথটাব, যেখানে নিথর পড়ে আছে একটি বাঘ। বাথটাবের পাশে সাদা স্যুট-বুটে দাঁড়িয়ে আছেন সিয়াম আহমেদ, যার এক হাতে চায়নিজ কুড়াল আর অন্য হাতে পিস্তল। বাঘটি মৃত হলেও তিনি গুলি ছুড়ছেন সেদিকে। চোখেমুখে ফুটে ওঠা বিষাদগ্রস্ত অভিব্যক্তির মাঝেও তার দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, ‘রাক্ষস’ প্রেম ও ধ্বংসের এক অদ্ভুত মিশেল হতে যাচ্ছে।

অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, এই চরিত্রের জন্য তাকে দীর্ঘ ৯ মাস ধরে কঠোর পরিশ্রম ও তপস্যা করতে হয়েছে। সিনেমার থিম সম্পর্কে তিনি বলেন, ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’। সিনেমায় সিয়ামের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। জানা গেছে, সিনেমার ক্যানভাস হবে বেশ বড় এবং গল্পের প্রয়োজনে দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও এর দৃশ্যধারণ করা হবে।


বিয়ের আগেই ‘ব্যাচেলরেট’ ট্রিপ? শ্রীলঙ্কায় রাশমিকার ছবিতে অনামিকায় আংটি নিয়ে গুঞ্জন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানার সাম্প্রতিক শ্রীলঙ্কা ভ্রমণকে কেন্দ্র করে আবারও তার বিয়ের গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনের মধ্যেই একঝাঁক বান্ধবীকে নিয়ে এই ঝটিকা সফরকে নেটিজেনরা বিয়ের আগে ‘ব্যাচেলরেট ট্রিপ’ হিসেবে সন্দেহ করছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে নায়িকার অনামিকায় একটি বড় হীরার আংটি দেখা যাওয়ার পর থেকে তাদের বাগদানের বিষয়টি নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে।

ইনস্টাগ্রামে বান্ধবীদের সঙ্গে নীল জলরাশি ও রোদের মধ্যে সময় কাটানোর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রাশমিকা। ক্যাপশনে তিনি জানিয়েছেন, কাজের ফাঁকে হঠাৎ দুই দিনের ছুটি মেলায় বান্ধবীদের নিয়ে সময়টা উপভোগ করতে শ্রীলঙ্কাকে বেছে নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, দারুণ এই ছুটিতে যারা সঙ্গে আসতে পারেননি, তাদের খুব মিস করছেন। তবে তার এই ব্যাখ্যা ছাপিয়ে ভক্তদের চোখ আটকেছে হাতের আংটিতে, যা দেখে অনেকেই নিশ্চিত ধরে নিয়েছেন যে বিজয়ের সঙ্গে গোপনে বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী।

শোনা যাচ্ছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরের কোনো রাজকীয় প্রাসাদে রাশমিকা ও বিজয়ের বিয়ের আসর বসতে পারে। যদিও এখন পর্যন্ত এই জুটি তাদের সম্পর্ক বা বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি, তবুও বান্ধবীদের নিয়ে এই আচমকা বিদেশ ভ্রমণ এবং হাতের আংটি ভক্তদের জল্পনা-কল্পনার আগুনে নতুন করে ঘি ঢেলেছে।


তিন বছর পর ‘রইদ’ নিয়ে ফিরছেন ‘হাওয়া’ খ্যাত নির্মাতা সুমন, নির্বাচিত রটারড্যাম উৎসবে

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

জনপ্রিয় সিনেমা ‘হাওয়া’ মুক্তির তিন বছর পর নির্মাতা মেজবাউর রহমান সুমন তার নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে দর্শকদের সামনে ফিরছেন। সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানে সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশের মাধ্যমে এর আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি সুখবর বয়ে এনেছে; নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ লড়ার জন্য নির্বাচিত হয়েছে ‘রইদ’।

সিনেমাটির গল্প ও প্রেক্ষাপট সম্পর্কে নির্মাতা জানান, সাদু, তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং তাদের বাড়ির পাশের একটি তালগাছকে কেন্দ্র করে এই সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে। এতে হাজার বছরের পুরোনো আখ্যানকে অনুভূতির বর্তমান ফ্রেমে তুলে ধরা হয়েছে, যার প্রতিটি স্তরে চিত্রশিল্পী এস এম সুলতানের আঁকা গ্রামীণ বাংলার আবহের ছোঁয়া রয়েছে। ২ মিনিট ২০ সেকেন্ডের ট্রেলারেও সিনেমার ভিন্নধর্মী ভিজ্যুয়াল, নির্মাণশৈলী ও লোকেশনের বৈচিত্র্য ফুটে উঠেছে।

‘রইদ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনির গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই, সঙ্গে ছিলেন জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান। সব ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। উল্লেখ্য, তিন বছর আগে সুমনের ‘হাওয়া’ সিনেমা এবং এর ‘সাদা সাদা কালা কালা’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।


বাংলাদেশের কাজ আমরা চেটেপুটে খাই: সোহিনী সরকার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার বাংলাদেশের নাটক ও সিনেমার ভূয়সী প্রশংসা করে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের দর্শকরা বাংলাদেশের কাজগুলো দারুণ উপভোগ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, এপার বাংলার মানুষ বাংলাদেশের কাজগুলো রীতিমতো ‘চেটেপুটে খায়’। বিশেষ করে ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর রসায়ন তার কাছে অপূর্ব লাগে এবং নিশোর কাজ তার খুবই প্রিয় বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের অভিনয়শিল্পীদের প্রতি মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে সোহিনী হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর মতো কিংবদন্তিদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া জয়া আহসান, অপি করিম এবং বর্তমান প্রজন্মের তাসনিয়া ফারিণ ও নুসরাত ইমরোজ তিশার অভিনয়েরও প্রশংসা করেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি কাজে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী। একইসঙ্গে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে তিনি ‘বিশাল স্টার’ হিসেবে অভিহিত করেন এবং চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।


‘অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয়ে যায় না’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন শাকিল খান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান সম্প্রতি এক অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পের বর্তমান পরিস্থিতি এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সংগ্রাম ও সাফল্যের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি নিজের অতীত একটি মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন।

শাকিল খান তার বক্তব্যে স্পষ্ট করেন যে, অতীতে তিনি বলেছিলেন ‘দুই-একটা অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয়ে যায় না’। তবে এই মন্তব্যটি শাকিব খানকে উদ্দেশ্য করে করা হয়নি বলে তিনি নিশ্চিত করেন। তিনি বলেন, তার ওই বক্তব্যটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। বরং তিনি সব সময় বিশ্বাস করেন যে, যোগ্য মানুষকে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত। শাকিব খানের প্রশংসা করে শাকিল খান বলেন, ক্যারিয়ারের শুরু থেকে শাকিব নিজের মেধা ও অক্লান্ত পরিশ্রম দিয়ে আজকের এই শক্ত অবস্থান তৈরি করেছেন। শাকিব বর্তমানে যে প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছেন, তার জন্য তাকে সাধুবাদ জানান এই অভিনেতা।

এছাড়া প্রয়াত কিংবদন্তি অভিনেতা রাজ্জাক ও ফারুকের কথা স্মরণ করে শাকিল খান বলেন, গুণী শিল্পীরা চলে গেলেও ইন্ডাস্ট্রি থেমে থাকে না। তবে বর্তমানে চলচ্চিত্রের পরিধি ছোট হয়ে আসার বিষয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, এমন পরিস্থিতি তাদের কাম্য ছিল না এবং ভালো চলচ্চিত্রের মাধ্যমে সারা বাংলার মানুষকে আবারও যুক্ত করার আহ্বান জানান তিনি।


রায়হান রাফির ‘প্রেশার কুকার’-এ বুবলী, রোজার ঈদে মুক্তির সম্ভাবনা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা চিত্রনায়িকা শবনম বুবলী যুক্তরাষ্ট্র থেকে ফিরে বেশ ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির পরবর্তী সিনেমা ‘প্রেশার কুকার’-এ দেখা যাবে তাকে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে এবং আগামী রোজার ঈদে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দু-একদিনের মধ্যেই সিনেমাটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

তবে সিনেমাটিতে অভিনয়ের বিষয়টি নিয়ে বুবলী এখনই নিশ্চিত করে কিছু বলেননি। মুঠোফোনে তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। বুবলী বলেন, “রাফি ভাই অত্যন্ত জনপ্রিয় একজন নির্মাতা। এরকম কোনো খবর হলে অবশ্যই তারা অফিসিয়ালি জানাবেন।” বুবলী বিষয়টি এড়িয়ে গেলেও সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ‘প্রেশার কুকার’-এ তার থাকার বিষয়টি প্রায় নিশ্চিত।

এদিকে, আগামী মাসেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে বুবলীর আরেকটি সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনচিত্র নিয়ে নির্মিতব্য এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর বেশ কয়েকটি বিজ্ঞাপন ও চলচ্চিত্রের কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।


banner close