রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
২৯ ভাদ্র ১৪৩২

উচ্ছ্বাসে ভাসছেন বুবলী

শবনম ইয়াসমিন বুবলী। ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশিত
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫ ২১:৩৬

দেশীয় চলচ্চিত্রের সময়ের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম শবনম ইয়াসমিন বুবলী। সুপারস্টার শাকিব খানের বিপরীতে ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে ঢালিউডে নাম লিখিয়ে সংবাদ পাঠিকা থেকে তিনি হয়ে যান চিত্রনায়িকা। ১০ বছরের সিনেমার ক্যারিয়ারে শবনম বুবলী শাকিব খান ছাড়া কোনো নায়কের বিপরীতে অভিনয় করে খুব একটা সাফল্য পাননি। তবে এবার রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় চিত্রনায়ক সিয়ামের বিপরীতে অভিনয় করে বেশ সাড়া পাচ্ছেন বুবলী। ‘জংলি’-তে দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন এই সময়ের সবচেয়ে ব্যস্ত নায়িকা শবনম বুবলী। তার অভিনীত এই সিনেমা যারাই হলে গিয়ে দেখেছেন সিনেমাটির গল্প, লোকেশন, গান এবং সিনেমাতে যারা অভিনয় করেছেন প্রত্যেকের প্রশংসা করেছেন দর্শক।

ঈদে মুক্তির পর এই সিনেমার দেখার প্রতি দর্শকের আরও আগ্রহ বেড়ে যাওয়ায় এই সিনেমার প্রদর্শনীও বেড়েছে তিনগুণ। যে কারণে সিনেমার অন্যতম প্রধান নায়িকা বুবলী আছেন বেশ খোশ মেজাজে। সিনেমাটির যত ধরনের প্রচারণা আছে সবধরনের প্রচারণাতে তিনি অংশ নেওয়ার চেষ্টা করছেন। দর্শককে আহ্বান জানাচ্ছেন ভিন্ন গল্পের সিনেমা ‘জংলি’ দেখার জন্য। বুবলী’র অভিনয় জীবনের পথচলায় অন্যতম সেরা সিনেমা হিসেবে ‘জংলি’ও যুক্ত হয়েছে। এটাই বুবলীর কাছে অনেক আনন্দের, উচ্ছ্বাসের।

‘জংলি’ প্রসঙ্গে বুবলী বলেন, ‘প্রথম দিন থেকে এখন পর্যন্ত ভালোবাসা পাচ্ছে ছবিটি। পরিবারসহ সবাই দেখছেন, সব শো হাউসফুল যাচ্ছে। একজন শিল্পী হিসেবে সত্যিই ভীষণ ভালোলাগে যখন প্রিয় দর্শকরা হলে হলে গিয়ে এভাবে সিনেমা উপভোগ করেন। জংলির পুরো টিম প্রত্যেক দর্শকের কাছে কৃতজ্ঞ এ কারণেই যে তারা তাদের ভালোলাগার কথা ছড়িয়ে দিয়েছেন সবার কাছে। আমার বিশ্বাস এই ভালোলাগার রেশ থেকে যাবে বহুদিন।

এদিকে ‘জংলি’-তে অভিনয়ের প্রশংসার মাঝেই এরইমধ্যে বুবলী এক বিশেষ সম্মাননাতেও ভূষিত হয়েছেন। গত শনিবার ‘আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বুবলীর হাতে ‘আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৫’ তুলে দেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান।

বুবলী বলেন, ‘কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্তি সবসময়ই অনেক ভালোলাগার এবং সামনে আরও ভালো ভালো কাজের জন্য উৎসাহ যোগায়। তবে সফল সব নারীদের নিয়ে কোনো আয়োজনে যখন আলাদা করে সম্মাননা জানানো হয় তখন একটু বেশিই আনন্দ দেয় কারণ একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের এবং সম্মানের। আর এই সম্মাননাটি গ্রহণ করি আমি আমাদের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শ্রদ্ধেয় দিলারা জামান ম্যামের হাত থেকে। এটাও অনেক অনেক ভালোলাগার বিষয়ও বটে। আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ এই সম্মাননা প্রদানের জন্য।’

বুবলীর ভাষ্য, ‘নারীরা সমাজে কাজের সব সেক্টরেই সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে এটি তার প্রতিফলন। নারীদের যাত্রা আলোকিত হোক। আর এখনো যারা জংলি দেখার সময় সুযোগ করে উঠতে পারেননি, তাদের কাছে বিনীত আহ্বান রইল সিনেমাটি স্বপরিবারে উপভোগ করার জন্য। আশা করি ভালোলাগবে আপনাদের। কারণ যারা এরইমধ্যে সিনেমাটি দেখেছেন তারা তাদের ভালোলাগারই কথা বলছেন বারবার।’

অন্যদিকে বুবলীর প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’ থেকে শিগগিরই কাজ শুরু হতে যাচ্ছে। এরইমধ্যে তিব্বত লাক্সারি সোপের বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তিনি। এটি নির্মাণ করেছেন সনক মিত্র। এ ছাড়া আসন্ন কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমাটি। এ সিনেমাটি নিয়েও বেশ আশাবাদী অভিনেত্রী।


নতুন সঙ্গীর খোঁজে তামান্না

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি। কিন্তু সে সম্পর্ক স্থায়ী হয়নি। বিচ্ছেদ হয়ে যায় তাদের। বিজয় এবং তামান্না- কেউই তাদের বিচ্ছেদ নিয়ে টু শব্দও করেননি। কেউ কাউকে দোষারোপও করেননি। কেবল নিঃশব্দে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এরইমধ্যে তামান্না পরোক্ষভাবে তার ও বিজয়ের প্রেম ভাঙায় সিলমোহর দিলেন। এর পাশাপাশি তিনি যে নতুন করে প্রেম খুঁজছেন, সেই ইঙ্গিতও দিলেন। জানা গেছে, বিয়ে নিয়ে সমস্যা বেধেছিল বিজয় ও তামান্নার মধ্যে। অভিনেত্রী বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু বিজয় নাকি রাজি ছিলেন না। বিচ্ছেদের পর অভিনেতার নতুন সম্পর্ক নিয়েও জল্পনা হয়েছে। কিন্তু বিচ্ছেদযন্ত্রণা সামলে উঠতে নাকি রীতিমতো বেগ পেতে হচ্ছে তামান্নাকে। তবে, ভালোবাসার ওপর আস্থা হারাননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। নতুন প্রেমের খোঁজেই রয়েছি। তিনি আরও বলেন, আমাকে যাতে উল্টো দিকের মানুষটার মনে হয়, গত জীবনে কতো পুণ্য করেছি বলে ওকে পেলাম। জানি না সেই সুখী পুরুষটি কে হবেন! তবে, আমি আরও ভালো হওয়ার চেষ্টা করছি।


সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে: মাহি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

মানুষের প্রতি আস্থা হারানো, সহমর্মিতা ও ভালোবাসার অভাব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি বলেছেন, সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এ সব কথা বলেন।

ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘আজকাল ২৪ ঘণ্টা ভয়ে থাকি। কোনো প্রাকৃতিক দুর্যোগের না, কোনো সমস্যার না; সবচেয়ে বেশি ভয় মানুষের। সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা, নেতিবাচকতা। একে অপরকে বুঝতে শেখার পরিবর্তে মানুষ এখন শুধু দোষ ধরতে শেখে। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উলটো সমালোচনা আসে।’

অভিনেত্রী লেখেন, ‘আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারো সুখ দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার, এখন সেখানে অপরিচিতর মতো দূরত্ব। সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ মানুষ মানুষকেই ভয় পায়।’ সবশেষ মাহি যোগ করেন, ‘আমরা নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাই, কারণ জানি শোনার বদলে কটুকথাই ফিরবে।

এই কি সেই সমাজ, যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা?’

মাহির এই কথাগুলোর সঙ্গে একমত তার ভক্তরাও। কিন্তু অনেকে আবার এসব কথা গুরুত্বসহকারে নেয় না। ফলে মাহির পোস্টে অনেকে হাসির প্রতিক্রিয়াও জানান। এক নেটিজেন মন্তব্য করেন, ‘কথাগুলো একদম সত্য। কিন্তু এরমধ্যে আবার অনেকে হা হা রিয়েক্ট দেয়।’ এর জবাবও দেন মাহি। লেখেন, ‘কারণ ওদের জীবনটাই একটা হাহা’।


মুসলিম পরিবারে বড় হয়েছি: দিয়া মির্জা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী দিয়া মির্জার মা একজন বাঙালি, আর তার বাবা ছিলেন জার্মান নাগরিক। দিয়া মির্জার বয়স যখন ৯ বছর তখন তার বাবা মারা যান। এরপর দিয়া মির্জাকে দত্তক নেন এক মুসলিম দম্পতি। দিয়া মির্জা তার পালক পিতার পদবি নিজের নামের সঙ্গে ব্যবহার করেন।

তার পালক বাবার নাম আহমেদ মির্জা। সম্প্রতি পরিবেশ সচেতনতা বাড়াতে কলকাতায় একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়ে এসব কথা জানিয়েছেন দিয়া মির্জা।

এক সাক্ষাৎকারে দিয়া মির্জা বলেন, ‘পরিবেশ সচেতনতা বাড়াতে ১০ বছর ধরে প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করি না।’

মুসলিম পরিবারের শিক্ষা বহন করেন উল্লেখ করে দিয়া মির্জা বলেন, ‘আমি স্পষ্ট বাংলা বলতে পারি।

কারণ আমার মা একজন বাঙালি। আর বাবা ছিলেন জার্মান, খ্রিস্টান। ৯ বছর বয়সে বাবাকে হারাই। তারপর আমি এক মুসলিম পরিবারে বড় হয়েছি।

তারা আমাকে দত্তক নিয়েছিলেন। সেই পারিবারিক শিক্ষাই আমি এখনো বহন করি।’

দিয়া মির্জা জীবনে অপ্রয়োজনীয় কোনো মানুষ কিংবা সম্পর্ককে স্থান দিতে চান না। তিনি নাকি শিখে গেছেন কখন, কাকে ‘না’ বলতে হয়।

অভিনেত্রী আরো বলেন, ‘মুসলিম পরিবার বললেই, মানুষ ভাবে—মেয়েরা কথা বলতে পারবে না।

অথচ আমি সব ডিবেটে অংশ নিতেই শিখেছি পরিবার থেকে। অপ্রয়োজনীয় কাউকে জীবনে জায়গা দিতে ভালো লাগে না। সে বন্ধু হোক কিংবা কোনো সম্পর্ক হোক। আমার ১৬ বছরের কন্যা, যাকে আমি বিবাহসূত্রে পেয়েছি। সব বিষয়ে আমাকে আর ওর বাবাকে না বলে। ওর কাছ থেকে শিখেছি না বলতে পারাটা দোষের কিছু নয়।’


সব কাজ গ্রহণ না করে মানসম্পন্ন প্রজেক্ট বেছে নিচ্ছি: ফারিণ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি মডেলিং, গান ও উপস্থাপনাতেও দক্ষতার পরিচয় দিয়ে বহুমাত্রিক ক্যারিয়ার গড়ে তুলছেন তিনি, ছুঁয়ে যাচ্ছেন দর্শকহৃদয়।

শোবিজ অঙ্গনে বর্তমানে যে কজন মডেল ও অভিনেত্রী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, তাসনিয়া ফারিণ তাদের অন্যতম। চলতি বছর যেন তার ক্যারিয়ার এক উজ্জ্বল অধ্যায় হয়ে উঠেছে। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও সব মাধ্যমে দক্ষতা দেখিয়েছেন তিনি। ‘ফারিণ মানেই ভিন্ন কিছু’ এই ধারণাটিকে যেন এবার পূর্ণতা দিয়েছেন তিনি তার বহুমাত্রিক উপস্থিতি দিয়ে। সিনেমা, ওয়েব ফিল্ম, অ্যাওয়ার্ড শো উপস্থাপনা–সব জায়গায় যেন তার সরব পদচারণা।

সম্প্রতি সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় মুক্তি পাওয়া সিনেমা ‘ইনসাফ’ তাকে আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে। গত কোরবানির ঈদে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এতে ফারিণ অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ কাজটিতে অভিনয় করতে গিয়ে চ্যালেঞ্জ নিতে হয়েছে তাকে।

সিনেমাটির ওটিটি যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইনসাফ যেন বেশি মানুষের কাছে পৌঁছায়, অভিনেত্রী হিসেবে শুরু থেকেই এটিই ছিল চাওয়া। চরকিতে মুক্তি পাওয়ার পর এটি সবার হাতের মুঠোয় এসেছে। দেশ ও দেশের বাইরের দর্শকেরাও সিনেমাটি এখন দেখছেন–এটি সত্যিই আনন্দের। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটির কথা যেমন মুখে মুখে ছড়িয়েছিল, ওটিটিতে মুক্তির পর এমনটি হচ্ছে।’

শুধু অভিনয় নয়, গানেও আগ্রহী তাসনিয়া ফারিণ। সংগীতের প্রতি তার ভালোবাসা নতুন নয়। গত বছর ‘রঙে রঙে রঙিন হবো’ দিয়ে গানের অভিষেক হয় তার। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে এ গানটি প্রচার হওয়ার পর সংগীতশিল্পী হিসেবে তাকে অন্যরকম পরিচিতি পাইয়ে দেয়। গানে তার সহশিল্পী ছিলেন তাহসান খান। গত বছরের শেষের দিকে ফারিণ ঘোষণা দিয়েছেন নতুন গান প্রকাশের কথা। কথা রাখলেন তিনি। চলতি বছর শেষের দিকে প্রকাশ হতে যাচ্ছে তার নতুন গান। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন তারকা সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এরই মধ্যে রাজধানীর একটি স্টুডিওতে এর রেকর্ডিং শেষ হয়েছে। ফারিণ জানান, গানটি নিয়ে তিনি দারুণ আশাবাদী। তিনি বিশ্বাস করেন, গানটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেবে।

অভিনেত্রী তাসনিয়া ফারিণ ঘুরে বেড়াতে ভালোবাসেন, সেটি অনেকেই জানেন। সামাজিক মাধ্যমে তার নানা সময়ের ছবিই বলে দেয় কাজের অবসর মিললেই বেরিয়ে পড়েন দূরে কোথাও। প্রকৃতির সান্নিধ্যে থাকতে ভালোবাসেন তিনি। সম্প্রতি ভ্রমণ করেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের মনোরম স্কাদার লেক-এ। মন্টেনেগ্রো ও আলবেনিয়া সীমান্তের এ লেক থেকে ভ্রমণের সেসব ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। লাল শাড়ি পরে নৌকায় ঘুরতে দেখা যায় অভিনেত্রীকে।

দেশের ভেতরেও বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য তাকে টানে। শরতের কাশফুলের মায়ায় হারিয়ে যাওয়া কিংবা নদীর ধারে বসে নিরিবিলি সময় কাটানো–এসবই তার প্রিয় অবসর বিনোদন। ফারিণ বলেন, ‘ইউরোপ বলতে আমরা শুধু ইতালি, ফ্রান্সকে বুঝি। আমি সবসময় আন্ডার রেটেড দেশগুলোতে যেতে পছন্দ করি। যেখানে বেশি পর্যটক আসেন না সেখানে আমার ঘুরতে ভালো লাগে। মন্টেনেগ্রো ও আলবেনিয়ায় ঘুরে বেশ প্রশান্তি পেয়েছি। সেখানের খাবার দাবারও ছিল দারুণ। সবকিছু মিলিয়ে বেশ সুন্দর অভিজ্ঞতা ছিল।’

সম্প্রতি প্রথমবারের মতো উপস্থাপক হিসেবেও দর্শকের সামনে এসেছেন তিনি। একটি জাতীয় দৈনিকের আয়োজিত অ্যাওয়ার্ড শো উপস্থাপনা করে তিনি নতুন অভিজ্ঞতা অর্জন করেন। ফারিণ জানান, অভিজ্ঞতাটি ছিল আনন্দঘন এবং ভিন্নধর্মী। তবে নিয়মিত উপস্থাপনা করার ইচ্ছে তাঁর নেই। যদি কোনো ইউনিক বা বিশেষ কিছু অফার আসে, তখন ভেবে দেখবেন তিনি।

অভিনয়, গান, ভ্রমণ ও উপস্থাপনা–সব মিলিয়ে বহুমাত্রিক ক্যারিয়ার গড়ে তুলছেন ফারিণ। সবকিছুর পরও তিনি অভিনয়কেই প্রাধান্য দিতে চান। একই সঙ্গে নিজের কণ্ঠের গান নিয়েও ভক্তদের মাঝে আলাদা জায়গা করে নিতে আগ্রহী তিনি। আজকাল অভিনয় কমিয়ে দিয়েছন ফারিণ।

কাজ বেছে করার কারণ জানাতে গিয়ে এই অভিনেত্রী বলেন, ‘দর্শককে সবসময় ভিন্ন কিছু দিতে চাই। হাতে আসা সব কাজ গ্রহণ না করে মানসম্পন্ন প্রজেক্ট বেছে কাজ করছি। এটি সত্যি, আগের তুলনায় এখন কম কাজ করছি। কিছুটা কম অভিনয় করলেও মানসম্পন্ন প্রজেক্টের দিকে মনোযোগ দিচ্ছি।’

ফারিণের ব্যক্তিত্বের বড় দিক হলো জীবনের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি। কাজের ভিড়ে সময় পেলেই নিজেকে প্রকৃতির কাছে সঁপে দেন মিষ্টি হাসির মেয়েটি। তার মতে, প্রকৃতি মানুষকে শুধু প্রশান্তিই দেয় না, বরং নতুনভাবে কাজ করার শক্তি জোগায়।

তাসনিয়া ফারিণ এখন একজন বহুমাত্রিক শিল্পী। অভিনয়, সংগীত, উপস্থাপনা–সব ক্ষেত্রেই তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। সামনে আরও নতুন কিছু নিয়ে দর্শকের সামনে হাজির হবেন বলে ইঙ্গিত দিয়েছেন এই শিল্পী।


বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউড বাদশাহ শাহরুখ খান বন্যাবিধ্বস্ত ভারতের পাঞ্জাবের মানুষের পাশে দাঁড়ালেন। ‘কিং’ সিনেমার শুটিং কিংবা ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজের প্রচারের ব্যস্ততা যতই থাকুক না কেন, তার স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’র মাধ্যমে প্রতিনিয়ত মানবসেবায় নিয়োজিত তিনি।

গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার বৃষ্টির কারণে পানির নিচে চলে গেছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। জানা গেল, সেখানকার বানভাসি ১৫০০টি পরিবারের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিং খান।

ইতোমধ্যেই ‘মীর ফাউন্ডেশন’ পাঞ্জাবের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার কার্য শুরু করেছে বলে খবর বলিউড মাধ্যম সূত্রে। এছাড়াও বিশুদ্ধ পানি, খাবার, ফোল্টিং কাট, তোশক, মশারিসহ নানা প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিলি করা হচ্ছে শাহরুখের টিমের পক্ষ থেকে।

পাশাপাশি দুস্থদের চিকিৎসার দায়ভারও বহন করছেন কিং খান।

শাহরুখ খানের পক্ষে এই পরিষেবা পৌঁছে যাচ্ছে অমৃতসর, পাতিয়ালা, ফজিলকা, ফিরোজপুরসহ পাঞ্জাবের একাধিক বন্যাকবলিত অঞ্চলের ১৫০০ পরিবারের কাছে। কিং খানের ‘মীর ফাউন্ডেশনে’র প্রতিশ্রুতি, বন্যার্ত পরিবারগুলোকে পুণরায় মাথার ওপর ছাদ গড়ে দিতে সাহায্য করা হবে।

চলতি মাসের শুরুতে শাহরুখ খান টুইটারে পাঞ্জাবের হৃদয়বিদারক পরিস্থিতি নিয়ে একটি বার্তা শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘পাঞ্জাবের এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি প্রাণের জন্য আমার হৃদয় ব্যথিত। প্রার্থনা ও শক্তি পাঠাচ্ছ, পাঞ্জাবের আত্মা কখনও ভাঙবে না, সৃষ্টকর্তা তাদের আশীর্বাদ করুন।’


আদালতের দ্বারস্থ ঐশ্বরিয়া-অভিষেক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ব্যক্তি অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হলেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। এরপর একই পথ অনুসরণ করেছেন তার স্বামী ও বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। দিল্লি হাইকোর্টে এক আবেদনে ঐশ্বরিয়া তার ছবি, স্বাক্ষর ও নাম যেন বিনা অনুমতিতে কোথাও ব্যবহার করা না হয়, ব্যক্তিগত অধিকার রক্ষার্থে সেই আর্জি জানিয়েছেন। অভিষেকও আলাদা আবেদনে কোনো ওয়েবসাইট বা যেকোনো মঞ্চ যেন তার ছবি অনায়াসে ব্যবহার করতে না পারে সেই আর্জি জানিয়েছেন। তার ছবি ও ভাবমূর্তি যেখানে-সেখানে ব্যবহৃত হয়েছে। অনেক সময় ছবি ও ভিডিও যৌনতা সংক্রান্ত বিষয়েও ব্যবহার করা হয়, সে কারণে অনেকদিন ধরেই বিরক্ত অভিষেক। তাই নিজেদের ভাবমূর্তি রক্ষায় পদক্ষেপ নিলেন এ তারকা দম্পতি। দিল্লি হাইকোর্টের বিচারপতি তেজস করিয়ার কাছে এই আবেদনটি করেছেন অভিষেক। অভিনেতার আইনজীবী প্রবীণ আনন্দ অভিযোগ করেছেন যে, অভিষেকের ছবি, ভিডিও, এমনকি স্বাক্ষর পর্যন্ত অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। যার ফলে অভিষেকের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এমনকি মৌলিক অধিকারও লঙ্ঘিত হচ্ছে।


৩০ কোটি বাজেটের সিনেমার আয় ২০৩ কোটি!

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

গেল ২৮ আগস্ট মুক্তি পেয়েছে ভারতের মালয়ালম সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’। এরপর থেকেই বক্স অফিসে ঝড়, সামাজিকমাধ্যমে দর্শকের প্রশংসা আর সমালোচকদের ইতিবাচক রিভিউ পেয়েছে সিনেমাটি।

শুধু দক্ষিণ ভারত নয়, ভারতীয় সিনেমাপ্রেমীর দৃষ্টি এখন ডোমিনিক অরুণ পরিচালিত এই সুপারহিরো সিনেমাটির দিকে। কল্যাণী প্রিয়দর্শন অভিনীত এই মালয়ালম সুপারহিরো সিনেমা বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে চলেছে।

জানা গেছে, মাত্র ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি ইতোমধ্যেই ২০২৫ সালের তৃতীয় সর্বাধিক আয় করা মালয়ালম চলচ্চিত্রে পরিণত হয়েছে। মুক্তির ১৩ দিনে ভারতে সিনেমাটির আয় ৯৭ কোটি ৭৫ লাখ রুপি।

বিদেশেও দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। দেশ-বিদেশ মিলিয়ে এখন পর্যন্ত সিনেমাটির আয় ২০৩ কোটি রুপি! মাত্র ১৩ দিনের মাথায় ৬০০ শতাংশ মুনাফার রেকর্ডও করেছে এই সিনেমাটি।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী। আরও আছেন স্যান্ডি, অরুণ কুরিয়ান ও নাসলেন। সিনেমাটি পরিচালনা করেছেন ডমিনিক অরুণ, আর প্রযোজনায় রয়েছেন দুলকার সালমানের ওয়ে ফেয়ার ফিল্মস।

সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে দুলকার ঘোষণা দিয়েছেন, এই সিনেমার সব কিস্তির মুনাফা তিনি পুরো টিমের সঙ্গে ভাগাভাগি করে নেবেন।

প্রসঙ্গত, ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’ মুক্তির এক সপ্তাহেই বিশ্বব্যাপী ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। এটি দক্ষিণ ভারতের ইতিহাসে নারীপ্রধান সিনেমা হিসেবে সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে উঠেছে।


মামলায় স্থগিতাদেশ, আপাতত স্বস্তিতে শাহরুখ-দীপিকা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

কয়েক দিন আগেই শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নামে রাজস্থানের ভরতপুরে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করা হয়। এক নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থার হয়ে এই দুই তারকা এমন এক গাড়ির প্রচার করেন, যাতে প্রযুক্তিগত একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ। আপাতত ওই মামলায় আদালতে স্বস্তি পেলেন দুই তারকা। ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, স্থানীয় এক ব্যক্তি দুই অভিনেতার নাম উল্লেখ করে একটি এফআইআর করেছিলেন। ওই ব্যক্তির অভিযোগ, তার কেনা গাড়িতে বেশ কিছু সমস্যা ছিল। যে গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ ও দীপিকা। তাদের দেখেই নাকি ওই ব্র্যান্ডের গাড়ি কিনতে চেয়েছিলেন ওই ব্যক্তি। চলতি মাসের শুরুতে দায়ের করা এফআইআর-এ ওই ব্যক্তি দুই অভিনেতা এবং আরও ছয় জনের বিরুদ্ধে ‘ক্রেতাদের বিভ্রান্ত করার’ অভিযোগ করেন।

পাল্টা শাহরুখ এবং দীপিকা দু’জনেই তাদের আইনি পরামর্শদাতাদের মাধ্যমে রাজস্থান হাইকোর্টে এফআইআর বাতিলের আবেদন করেছিলেন। যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন যে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাদের ভূমিকা কতটা ‘সীমিত’। তার করা মামলায় তদন্ত চালু হয়। তবে আপাতত দুই তারকার বিরুদ্ধে মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

শাহরুখ খানের আইনজীবী কপিল সিব্বলকে প্রথম থেকেই বলতে শোনা গিয়েছে, এই মামলার সঙ্গে অভিনেতার সরাসরি কোনও সম্পর্ক নেই। এবং এই ‘ত্রুটির’ জন্য তাকে দায়ী করাও যাবে না। বিজ্ঞাপন করা মানেই যে সব দায় তাদের এমনটা নয় বলেও দাবি শাহরুখের আইনজীবীর। অন্য দিকে, দীপিকা পাড়ুকোনের পক্ষের আইনজীবী মাধব মিত্রও দাবি করেন, প্রোডাক্টের মান নিয়ন্ত্রণে তারও কোনও ভূমিকা নেই। বলিউড তারকাদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এ উল্লেখ করা হয়েছিল গাড়ির ক্রুটির কারণে তিনি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

তিনি আরও দাবি করেন, শাহরুখ এবং দীপিকার বিজ্ঞাপন গ্রাহকদের নানা ভাবে বিভ্রান্ত করেছে। তবে সূত্রের খবর অনুসারে, প্রায় তিন বছর ধরে গাড়িটি ব্যবহার করছেন ওই ব্যক্তি। এবং অভিযোগ দায়ের করার আগেই নাকি তিনি ৬৭ হাজার কিলোমিটারেরও বেশি সময় ধরে গাড়িটি চালিয়েছেন। তাই শাহরুখ ও দীপিকার আইনজীবীদের পাল্টা যুক্তি, গাড়িটি নিয়ে যদি তার কোনও অভিযোগ থাকে, তা হলে তার আরও আগে আদালতে যাওয়া উচিত ছিল।


‘এটা আমার দ্বিতীয় বাড়ি’, দুর্গাপূজায় কলকাতায় কাটানো প্রসঙ্গে জয়া

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়। দুই বাংলাতেই সমান দক্ষতায় অভিনয় করে যাচ্ছেন। ফলে দুই দেশেই তিনি সমানসংখ্যক ভক্ত-অনুরাগীর ভালোবাসা কুড়িয়েছেন। দেশে অসংখ্য সফল সিনেমায় অভিনয়ের পর, টালিউডেও তিনি একের পর এক ছবিতে দাপটের সঙ্গে কাজ করছেন।

বলা যায়, এদেশ-ওদেশ করেই কাটে অভিনেত্রীর অধিকাংশ সময়। অনেক ক্ষেত্রে ঢাকার চেয়ে কলকাতাতেই বেশি সময় কাটান, ফলে এটা যে তার একরকম সেকেন্ড হোম হয়ে গেছে- এবার সরাসরি এমনটাই প্রকাশ করলেন জয়া।

গত ৭ সেপ্টেম্বর ফের কলকাতায় উড়াল দিয়েছিলেন জয়া আহসান। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে, সেখানে এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানে গিয়ে আপ্লুত হয়ে জানালেন, এখানে যোগ দিয়ে তিনি খুবই খুশি। এরপরই দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানান, ভাগ করে নেন পূজার পরিকল্পনাও।

জয়া বলেন, ‘পূজার সময় কলকাতা আমি খুব মিস করি। এমনিতেও কলকাতা এখন আমার সেকেন্ড হোম। তাই পূজার সময় আমি এখানেই কাটাতে বেশি ভালোবাসি। এবারেও এখানে থাকব আমি।’

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইনফ্লুয়েন্সারদের প্রশংসা করে জয়া বলেন, ‘কোনো ছবি মুক্তির পর সেটির জনপ্রিয়তা গড়ে তুলতে ইনফ্লুয়েন্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কনটেন্ট ক্রিয়েটররা যে ভিডিও তৈরি করেন, তা শেষ পর্যন্ত ছবিরই উপকারে আসে।’

বলা দরকার, ‘ডিয়ার মা’, ‘পুতুল নাচের ইতিকথা’র মতো একের পর এক সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া। আগামী বছর শুরু হতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী ২’ এর কাজ। সব মিলিয়ে এই মুহূর্তে ভীষণ ব্যস্ত সময় পার করছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।


মা হয়ে ভিন্ন আলিয়া

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

মাত্র ১৩ বছরের ক্যারিয়ারে নানান স্বাদের ছবি উপহার দিয়েছেন আলিয়া ভাট। কখনো অভিনয়ে মুগ্ধ করেছেন, কখনো আবার সাহসী চরিত্রে চমকে দিয়েছেন। প্রযোজক হিসেবেও নতুন ভ্রমণ শুরু করেছেন এই বলিউড অভিনেত্রী। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নিজেকে বদলে ফেলতে চাইছেন এই তারকা। এমন এক চলচ্চিত্র জগৎ নির্মাণ করতে চান, যেখানে একদিন তার আদরের মেয়ে রাহাও আনন্দ খুঁজে পাবে।

এক ভিডিও সাক্ষাৎকারে আলিয়া স্বীকার করেছেন, এখনো তার ঝুলিতে এমন কোনো ছবি নেই যা ছোট্ট রাহা উপভোগ করতে পারবে। হয়তো এ ভাবনা থেকে, মা হওয়ার পরই তিনি কমেডি ঘরানার ছবির প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন। আগে এ ধারার ছবিতে কাজ করেননি। তার ভাষ্যে, ‘মানুষকে এমন কিছু করতে হবে, যা নিজেকেই অনুপ্রাণিত করে। আর সে কারণেই নতুন কিছু চেষ্টা করার তাগিদ পাচ্ছি।’

ধারণা করা হচ্ছে, শিগগিরই আলিয়াকে কমেডি ছবিতে দেখা যাবে। তবে শুধু ঘরানা নয়, গল্পকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি। আলিয়ার ভাষায়, ‘আমি এমন এক গল্প খুঁজছি, যা আমাকে ভেতর থেকে নাড়া দেবে। সেটা হিন্দি হোক বা ইংরেজি—ভাষা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আসল হলো গল্প।’

আলিয়া বর্তমানে ‘লাভ অ্যান্ড ওয়ার’–এর শুটিং নিয়ে ব্যস্ত। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ছবিটিতে তার সহশিল্পী রণবীর কাপুর ও ভিকি কৌশল। স্বামী রণবীরের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় ছবি। ব্রহ্মাস্ত্র ছবিতে এর আগে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবিটির বড় অংশের শুটিং ইতোমধ্যেই মুম্বাইতে শেষ হয়েছে, আর চূড়ান্ত দৃশ্য ধারণের জন্য শিগগিরই তাকে বিদেশে উড়াল দিতে হবে।

অভিনয়, প্রযোজনা, প্রচার—কাজের শত ব্যস্ততা সত্ত্বেও মায়ের দায়িত্বে এতটুকু অবহেলা করেননি আলিয়া। মেয়ে রাহার সঙ্গে সময় কাটাতে প্রায়ই রাত জেগে শুটিং করেছেন। কখনো রণবীর দিনে কাজ করেছেন আর তিনি থেকেছেন রাহার কাছে। আবার কখনো এর উল্টো। আলিয়ার মতে, ‘কাজ আর পরিবারের মধ্যে স্বাস্থ্যকর সমতা বজায় রাখা আমার কাছে সবচেয়ে জরুরি। এর সঙ্গে কোনো সমঝোতা করা যায় না।’

২০২১ সালে ‘ইন্টারনাল সানশাইন প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’ নামে নিজস্ব প্রযোজনা সংস্থা গড়ে তোলেন আলিয়া। সেই ব্যানারের প্রথম ছবি ‘ডার্লিংস’ মুক্তি পায় নেটফ্লিক্সে। এখানে শুধু প্রযোজক নন, অভিনেত্রী হিসেবেও আছেন তিনি। সঙ্গে ছিলেন বিজয় ভার্মা ও শেফালি শাহ। প্রযোজক হিসেবে নতুন গল্পের আনন্দে ভাসতে চান আলিয়া। ‘আমি সব সময় এমন গল্প পর্দায় আনতে চাই, যা কালজয়ী ও বাস্তবধর্মী। আমার হাতে বেশ কিছু ভিন্ন স্বাদের কাহিনী আছে, সেগুলো দর্শকের সামনে আনতে আমি ভীষণ রোমাঞ্চিত,’ বললেন আলিয়া।

সব মিলিয়ে অভিনয় ও প্রযোজনা দুই পথেই নতুনভাবে যাত্রা শুরু করেছেন আলিয়া ভাট। নিজের জীবনের নতুন অভিজ্ঞতা, বিশেষ করে মা হওয়ার পর তাকে যেন আরও পরিণত করেছে। এবার তিনি সত্যিই প্রস্তুত এক নতুন আলিয়াকে দেখানোর জন্য।


ইসরাইল বয়কটের ঘোষণা ১২০০ শিল্পীর

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

গত দুই বছর ধরে ফিলিস্তিনের নীরিহ মানুষকে নির্বিচার নৃশংসভাবে হত্যা করছে ইসরাইল। এখন পর্যন্ত ইসরাইলের ৬৪ হাজারের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের ওপর নির্বিচারে হত্যা ইসরাইলিদের বর্বরতা থামাতে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব শিল্পী সমাজ।

হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১২০০ শিল্পী ঘোষণা দিয়েছেন—ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সাংস্কৃতিক বা চলচ্চিত্র-সম্পর্কিত কাজে আর অংশ নেবেন না তারা।

যৌথ বিবৃতিতে শিল্পীরা জানান, ইসরাইলি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করবেন না তারা। শুধু তাই নয়, দেশটিতে আয়োজিত কোনো চলচ্চিত্র উৎসবেও অংশগ্রহণ করবেন না। এর ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ, তেলআবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল এবং টিএলভি ফেস্টের মতো গুরুত্বপূর্ণ আসরে থাকবে না তাদের সিনেমা বা উপস্থিতি।

‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’-এর বিবৃতিতে বলা হয়েছে—‘এমন এক সংকটময় মুহূর্তে, যখন বিশ্বের বহু সরকার গণহত্যাকে সমর্থন দিয়ে চলেছে, তখন এই ভয়াবহতাকে রুখে দিতে আমাদের সবকিছু করতে হবে। ইসরাইলি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান, পরিবেশক বা বিক্রয় এজেন্ট—কেউই কখনো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ায়নি।’

অভিনেত্রী হান্না আইনবাইন্ডার বলেন, ‘দুই বছর ধরে গাজায় যা ঘটছে, তা বিবেককে নাড়িয়ে দেয়। একজন ইহুদি আমেরিকান নাগরিক হিসেবে আমি মনে করি, গণহত্যা বন্ধ করতে আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত।

এই গুরুত্বপূর্ণ সময়ে, যখন নেতারা ব্যর্থ হচ্ছেন, তখন শিল্পীদেরই এগিয়ে আসতে হবে। ইসরাইলের সঙ্গে কাজ বন্ধ করতে হবে।’

হান্না আইনবাইন্ডারসহ এ তালিকায় আরো রয়েছেন এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, হান্না আইনবাইন্ডার, পিটার সারসগার্ড, আইমি লু উড, পাপা এসিডু, গ্যয়েল গার্সিয়া বার্নাল, রিজ আহমেদ, মেলিসা বারেরা, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটন, জেভিয়ার বারডেম, জো অ্যালউইন, জশ ও’কনর প্রমুখ। এ ছাড়া নির্মাতাদের তালিকায় রয়েছেন ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, জোশুয়া ওপেনহাইমার, মাইক লেই প্রমুখ।


মাদককাণ্ডে নাম, এক বছর পর মুখ খুললেন সাফা কবির

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

মাদককাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গত বছরের ১৭ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন অরিন্দম রায় দীপ। তাকে জিজ্ঞাসাবাদের সূত্রে সামনে আসে দেশের জনপ্রিয় অভিনেত্রী- সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম। বিষয়টি নিয়ে সেই সময় সরব ছিলেন তানজিন তিশা ও টয়া। ওই ঘটনার প্রায় এক বছর পর মুখ খুললেন ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির।

সম্প্রতি একটি টেলিভিশনের পডকাস্টে অংশ নেন সাফা। সেখানে স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘বৃহস্পতিবার খবরটি প্রকাশ করা হয়। রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করার কথা ছিল। কিন্তু এমন খবরের কারণে তারা সেটা বাতিল করে। আমি তাদের বোঝানোর চেষ্টা করি যে, এটা শুধু একটা নিউজ। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু তাদের কাছে এটা কীভাবে প্রমাণ করব?’

অভিনেত্রী আরও বলেন, ‘আমার কাছে প্রমাণ করার কিছু নেই, বোঝানো ছাড়া। আমার সিনিয়র শিল্পীরা আমার সঙ্গে কাজ বাতিল করে দিচ্ছিলেন। বিতর্ক এড়াতে আমার সঙ্গে কেউ কাজ করতে চাইছিলেন না। আমিও বুঝতে পারছিলাম সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় চলছে।’

না জেনে সামাজিকমাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া যেমন উচিত নয়, তেমনি প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়াও অন্যায় বলে মনে করেন সাফা।

তিনি বলেন, ‘আমরা হুজুগে অনেক কিছু করে ফেলি। কিন্তু চিন্তা করি না এ ধরনের কর্মকাণ্ড মানুষের জীবন বা সমাজে কী প্রভাব ফেলবে। আমাদের পরিবার আছে, ওয়ার্ক লাইফ আছে, এগুলো কি কেউ চিন্তা করে? এমনিতেই মিডিয়াকে মানুষ ভালো চোখে দেখে না। এই ধরনের খবরের কারণে মা-বাবার মনে ধারণা জন্মাল, তাঁদের সন্তানরা এখানে সুরক্ষিত না, তাঁদের এখানে কাজ করতে দেওয়া যাবে না। আমার মনে হয়, যেকোনো কিছু করার আগে দুবার ভাবা দরকার।’

ওই সময় শোবিজের কয়েকজন বন্ধুকে পাশে পেয়েছিলেন বলে জানান সাফা। মানসিকভাবে তারা সাহস জুগিয়েছেন। তাদের জন্যই এমন পরিস্থিতি সামাল দিতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।

সাফা আরও বলেন, ‘তৌসিফ মাহবুব তখন বলেছিল, আমি সাফার সঙ্গে কাজ করব। এ ছাড়া জোভান অনেক সহযোগিতা করেছে, সিয়ামও সে সময় মানসিকভাবে পাশে ছিল। আমার এ বন্ধুরা অনেক সুন্দর। এখানে এত ভালো বন্ধু আমি পেয়েছি। অনেকেই বলেন মিডিয়ার মানুষ বন্ধু হয় না! আমি এর সঙ্গে কানেক্ট করতে পারি না।’


আমাকে ঘিরেই এই ধারাবাহিকের গল্প: শখ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

নতুন একটি ধারাবাহিক নাটক নিয়ে দর্শকের সামনে এলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। গত ৬ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৭টায় ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘রূপনগর’।

এটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। নাটকটির চিত্রনাট্য লিখছেন লিটু সাখাওয়াত।

এই নাটক নিয়ে শখ বলেন, ‘ক্যারিয়ারে সব সময়ই আমি প্রধান চরিত্রে কাজ করেছি। সাইড কাস্টিং করিনি। তবে এবারই প্রথম নারীকেন্দ্রিক ধারাবাহিক গল্পে কাজ করলাম। আমাকে ঘিরেই এটির গল্প।

নির্মাতা কায়সার আহমেদ ‘বকুলপুর’-এর ব্যাপক দর্শকপ্রিয়তার পর এবার এক ঝাঁক জনপ্রিয় শিল্পীদের নিয়ে ‘রূপনগর’ নির্মাণ করেছেন।

নাটকটির গল্প, পাশাপাশি দুটি ইউনিয়নের দুই চেয়ারম্যানের এক এলাকা ‘রূপনগর’-কে ঘিরে। বলা হয়, এখানে সবাই নিজের রূপ আড়াল করে নানা রং-তামাশার ঢালে।

দুই চেয়ারম্যান একসময় পরস্পরের খুব ভালো বন্ধু থাকলেও এখন তাদের মাঝে চরম শত্রুতা।

এ ধারাবাহিকে আরো আছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হকসহ অনেকে।


banner close