বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২

যুক্তরাষ্ট্র থেকে সুখবর মিলেছে, রোজের বাজিমাত

বিনোদন ডেস্ক
প্রকাশিত
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৫ ২১:০৪

ফুরফুরে মেজাজে আছেন ব্ল্যাকপিংক তারকা রোজে। যুক্তরাষ্ট্র থেকে সুখবর মিলেছে তার। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে আট শাখায় মনোনয়ন পেয়েছেন রোজে। এটিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ডের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।

যুক্তরাষ্ট্র সময় বুধবার মনোনয়নের তালিকা প্রকাশ করেছে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ। এতে ভিডিও অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, বেস্ট কোলাবোরেশন, বেস্ট পপ, বেস্ট ডিরেকশন, বেস্ট আর্ট ডিরেকশন ও বেস্ট ভিজ্যুয়াল ইভেক্টস বিভাগে মনোনয়ন পেয়েছেন রোজে। বেস্ট পপ বিভাগে ‘টক্সিক টিল দ্য এন্ড’ গানের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে রোজে লিখেছেন, ‘আমি প্রচণ্ড অবাক হয়েছি, কী বলব বুঝতে পারছি না। আমি রীতিমতো বাক্‌রুব্ধ।’ তিনি আরও লিখেছেন, ‘আজকের দিনটা একদম অবিশ্বাস্য, অদ্ভূত ব্যাপার। কী ঘটছে?’

ব্ল্যাকপিংকের বাকি তিন সদস্যও মনোনয়ন পেয়েছেন। তারা হলেন—জেনি (লাইক জেনি), জিসু (আর্থকোয়াক) ও লিসা (বর্ন এগেইন)।

বেস্ট পপ বিভাগে রোজে ছাড়াও মনোনয়ন পেয়েছেন জিমিন (হু), এসপা (উইপ্লাশ), স্ট্রে কিডস (চিক চিক বুম)।

এই বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউবিএস অ্যারেনায় আগামী ৮ সেপ্টেম্বর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের আসর বসবে।

জেনির জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়, মাঝে বছর পাঁচেক নিউজিল্যান্ডে পড়াশোনা করেছেন তিনি। পড়াশোনা শেষ করে ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় ফিরে আসেন জেনি, ২০১৬ সালে নাম লেখান ব্ল্যাকপিংকে।

মাত্র সাত বছরের ক্যারিয়ারে নিজেকে অন্য উচ্চতায় নিয়েছেন কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য জেনি; গানের বাইরে অভিনয়েও অভিষেক ঘটেছে তার।

দুই বছরের বিরতির পর ‘ডেডলাইন’ কনসার্ট দিয়ে গানে ফিরেছে ব্ল্যাকপিংক। লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, টরন্টো, প্যারিস, লন্ডনসহ ১৬ শহরে মোট ৩১টি কনসার্টে গাইবেন জেনি, লিসারা।


শুধু হিট নয়, সিনেমাটি হয়ে উঠেছিল সংস্কৃতির প্রতিচ্ছবি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

পঁচিশ বছর আগের কথা। সেই সময় মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলো ছিল নানা ঘরানার। পুরনো তারকা, পুরনো গল্প এবং পরিচিত ধারা। কিন্তু হঠাৎ সেই ধারা যেন পুরো চিত্রটাই পাল্টে দেয় একটি সিনেমা। নাম ‘কহো না পেয়ার হ্যায়’।

রাকেশ রোশনের পরিচালনায় তার ছেলে হৃতিক রোশনকে নিয়ে নির্মিত রোমান্টিক সিনেমাটি শুধু হিটই হয়নি, হয়ে উঠেছিল এক সাংস্কৃতিক ঘটনা। এর মাধ্যমে তৈরি হয়েছিল এক নতুন ‘সুপারস্টার’। নাচে, গানে, প্রেমে ভরা এই সিনেমায় হৃতিক হয়ে উঠলেন নতুন প্রজন্মের এক জনপ্রিয় নায়ক। দুই দশক ধরে একই উজ্জ্বলতায় আলো ছড়িয়ে যাচ্ছেন এই তারকা।

হৃতিকই সেই একমাত্র ‘স্টার সন’, যিনি প্রথম সিনেমায় এমন সাড়া ফেলেছিলেন। তার নাচের ভঙ্গি ছিল সম্পূর্ণ আধুনিক- মিঠুন বা গোবিন্দর প্রচলিত ব্রেকডান্সি ছন্দের বদলে এলো স্মার্ট, কুল, কালো নেট সিঙ্গলেট আর সানগ্লাসে মোড়া এক নতুন প্রজন্মের হিরো।

‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করেছিলেন আমিশা পাটেল। অভিনয় করেন অনুপম খের, মোহনিশ বেহল, দালীপ তাহিল, আশিস বিদ্যার্থী, সতীস সাহাসহ আরও অনেকে।

এর আগে একটি সাক্ষাৎকারে হৃতিক নিজেই জানিয়েছেন, ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার মুক্তি পাওয়ার পর ৩০ হাজারের বেশি বিয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি।

‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে সেরা অভিনেতা এবং সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন হৃতিক। এ ছাড়া ২০০৩ সালে লিমকা বুক অব রেকর্ডসে ঠাঁই পায় ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির নাম। সবচেয়ে বেশিসংখ্যক পুরস্কার ঝুলিতে ভরে রেকর্ড গড়েছিল হৃতিক অভিনীত সিনেমাটি। বিভিন্ন পুরস্কার প্রদান আসর থেকে সব মিলিয়ে ১০২টি পুরস্কার পেয়েছিল ‘কহো না পেয়ার হ্যায়’।

এছাড়া ‘কহো না প্যায়ার হ্যায়’ বিশাল সাফল্যের পর হৃতিক হয়ে উঠেছিলেন নব্বইয়ের দশকের তিন খান- শাহরুখ, সালমান ও আমিরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। যদিও পরবর্তীতে ‘কোই মিল গেয়া’ বা ‘কৃষ’ সিরিজের সাফল্য সত্ত্বেও তিনি আর সেই উচ্চতায় পৌঁছাতে পারেননি।

২০২৫ সালে এসে দেখা যায় তিন খান এখনও বলিউডে রাজত্ব করছেন। হৃতিক যদিও জনপ্রিয়তার সেই সমান্তরাল পর্যায়ে আর নেই। সর্বশেষ তাকে দেখা গেছে দর্শকদের ‘ওয়ার ২’ দেখতে আহ্বান জানাতে-যে ছবিটি সিনেমা হলে ব্যর্থ হয়ে শেষমেশ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। বিদ্রূপের বিষয়, যিনি বড় পর্দার জন্য তৈরি এক নায়ক তিনিই এখন দর্শককে আহ্বান করছেন অনলাইন প্ল্যাটফর্মে তার ছবি দেখার জন্য! সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


দুটি বাড়ি বেচে দিলেন অমিতাভ বচ্চন

আপডেটেড ৬ নভেম্বর, ২০২৫ ১৮:২৯
বিনোদন ডেস্ক

বচ্চন পরিবারে কখন কী ঘটছে, তা নিয়ে সব সময়ই নজর থাকে সামাজিক মাধ্যম ব্যবহারীদের একাংশের। কখনো বউমা ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে অশান্তির গুঞ্জন, কখনো আবার জয়া বচ্চনকে নিয়ে নানা কাণ্ড।

কয়েক দিন আগেই খবরে এসেছে, অমিতাভের বাড়িতে নাকি হুমকি ফোন এসেছে, সেই কারণেই নাকি বাড়ির নিরাপত্তা বাড়িয়েছেন অমিতাভ নিজেই। আর এবার খবর, মুম্বাইয়ের দুটি বাড়ি বেঁচে দিলেন বিগ বি! তা হঠাৎ বাড়ি বিক্রয়ের সিদ্ধান্ত নিলেন কেনো অমিতাভ?

খবর অনুযায়ী, অমিতাভ মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার দুটি সংলগ্ন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন প্রায় ১২ কোটি রুপিতে।

সিআরই মেট্রিক্স থেকে পাওয়া সম্পত্তি নথি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই দুটি ফ্ল্যাট বিক্রির মধ্যে দিয়ে অমিতাভ ১৩ বছরের বিনিয়োগের ওপর আনুমানিক ৪৭ শতাংশ লাভ করেছেন। অমিতাভ বচ্চন ২০১২ সালে এই দুটি ফ্ল্যাট ৮.১২ কোটি রুপিতে কিনে ছিলেন। দুটি ফ্ল্যাটই গোরেগাঁও ইস্টের ‘ওবেরয় এক্সকুইজিট’ (Oberoi Exquisite) ভবনের ৪৭ তলায় অবস্থিত।

তথ্য অনুযায়ী, প্রথম ফ্ল্যাটটির আয়তন ১,৮২০ বর্গফুট এবং এটি ৬ কোটি রুপিতে আশা ঈশ্বর শুক্লার কাছে বিক্রি করা হয়েছে।

এই লেনদেনে ৩০ লাখ রুপির স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রুপির রেজিস্ট্রেশন ফি অন্তর্ভুক্ত ছিল। ফ্ল্যাটটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয় ৩১ অক্টোবর, ২০২৫ তারিখে। প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ৮৩ বছরে পা দিয়েছেন অমিতাভ। এবারের জন্মদিনে নিজেই তিনি উপহার দিয়েছেন একটি বড় মাপের জমি।


দীপিকার প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দীপিকা পাড়ুকোন ছাড়া যেন অসম্পূর্ণ বলিউড বাদশাহ শাহরুখের সিনেমা। দিপীকাকে নিজের ‘লাকি চার্ম’ বলেও মনে করেন শাহরুখ খান। ২০২৩-এ পরপর তিনটি সিনেমা মুক্তি পায় কিং খানের। এর মধ্যে দুটি সিনেমাতেই ছিলেন দীপিকা পাড়ুকোন। সেই দুটি সিনেমাই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিলেন।

দীপিকার অভিনয়ের শুরুটাও হয়েছিল শাহরুখের হাত ধরেই, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওম শান্তি ওম’-এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এ জুটি বাঁধেন তারা। সর্বশেষ ২০২৩ সালে ‘জওয়ান’ ও ‘পাঠান’ সিনেমাতেও তাদের রসায়ন দেখা গেছে।

এদিকে নিজের জন্মদিনে ‘কিং’ সিনেমার প্রথম ঝলক ভক্তদের উপহার দিয়েছেন শাহরুখ খান। প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় সেই সিনেমাটির ঝলক। এর পাশাপাশি সিনেমা নিয়ে সেদিন কথাও বলেন শাহরুখ খান। তখনই উঠে আসে দীপিকার প্রসঙ্গ।

দীপিকা থাকলে, ভালোবাসা থাকবেই- এমনই মনে করেন শাহরুখ। আসন্ন সিনেমা ‘কিং’-এও থাকছেন দীপিকা পাড়ুকোন। এ সিনেমা প্রসঙ্গে শাহরুখ বলেন, গল্প নিয়ে বেশি কিছু বলা যাবে না। একের পর এক ঝলক মুক্তি পাবে। তখন সিনেমার ব্যাপারে আরও জানতে পারবেন। এ সিনেমায় বিভিন্ন চরিত্র রয়েছে।

শাহরুখ বলেন, সিনেমাতে আমার সঙ্গে দীপিকা পাড়ুকোনও রয়েছে। তাই ভালোবাসা তো হতেই হবে। এ শুনেই আবার আনন্দে হই হই করে ওঠেন ভক্ত-অনুরাগীরা।


আমাদের ভাগ্যের চাবি বিক্রি করে দিই, কিছু নির্লজ্জ ক্ষমতালোভীর হাতে: তাসরিফ খান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

২ বছর আগে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান তরুণ গায়ক তাসরিফ। বন্যাদুর্গতদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই লাইভ। তার পর থেকে দুমাস সিলেটবাসীর পাশে ছিলেন এই গায়ক। দীর্ঘদিন পরে এবার সিলেট গিয়েছিলেন এই গায়ক। তবে এবার সিলেটের যাওয়ার অভিজ্ঞতা ভাল না। মনঃক্ষুণ্ন হয়ে এই গায়ক লিখেছেন, ‘প্রজাদের জান গেলে কী আসে যায়?’

এবার সিলেটে যাওয়ার সময় ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়েন এই গায়ক। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি ফেসবুকে লিখেছেন, ‘ঢাকা-সিলেট মহাসড়ক একটা মহা অভিশাপের নাম। গত দুদিনে যাওয়া-আসার পথে তিনটা জঘন্য অ্যাকসিডেন্ট দেখলাম। এটা জানতেন? জানবেন না, জানার কথা না, কারণ এখানে কোনো রাজা, মন্ত্রী কিংবা সেনাপতির কিছু হয়নি, হয়েছে প্রজাদের!’

তাসরিফের এই ফেসবুক পোস্টে অনেকেই মন্তব্য করেছেন সম্প্রতি সিলেটের যাতায়াত ব্যবস্থা ভাল নয়। বর্তমানে অবহেলায় রয়ে গেছে পর্যটনের জন্য পরিচিত এই এলাকা। তাসরিফ লিখেছেন, ‘রাজা-মন্ত্রী আসে আর রাজা-মন্ত্রী যায়, সুযোগে যে যার আখের গোছায়। কাড়াকাড়ি চলে, কে যাবে ক্ষমতায় প্রজাদের জান গেলে কী আসে যায়?’

সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও এই নিয়ে সরকারের দায়িত্বশীলদের টনক নড়ে না, এমনটাই মনে করেন এই গায়ক। তিনি আরও লিখেছেন, ‘দশকের পর দশক ধরে সড়কে প্রতিদিন শত শত অ্যাকসিডেন্টের পরও কখনো দেখলাম না দায়িত্বরত কোনো নির্লজ্জ মন্ত্রীকে পদত্যাগ করতে। কিংবা সংশ্লিষ্ট কারও কোনো শাস্তি হতে। গদিতে বসে দোষ চাপানো হয় ওই গরিব ড্রাইভারকে, কিংবা ২০ হাজার থেকে শুরু করে কয়েক লাখ টাকার বিনিময়ে হয় লাশের ক্ষতিপূরণ।’

এ ঘটনাগুলোর জন্য সমাজের মানুষকেই দায়ী করলেন এই গায়ক। তার মতে, ‘আমাদের ভাগ্যে এগুলোই থাকা উচিত, কারণ আমরা ৫০০-১০০০ টাকার বিনিময়ে ভোট দিয়ে আমাদের ভাগ্যের চাবি বিক্রি করে দিই, কিছু নির্লজ্জ ক্ষমতালোভীর হাতে।’

তরুণ গায়ক তাসরিফের গানের দল ‘কুঁড়েঘর’।

২০১৬ সাল থেকে তাদের গানগুলো আলোচিত হয়ে উঠতে থাকে। এই ব্যান্ডের ‘মধ্যবিত্ত’ গানটি রাতারাতি ‘ভাইরাল’ হয়ে যায়। অল্প সময়ে গানটি সেই সময় আড়াই লাখ বার শেয়ার হয়। গানটিতে মধ্যবিত্তদের মনের কথা ফুটে ওঠে। এছাড়া ‘ময়নারে’, ‘সাত রাজার ধন’, ‘তাই তো আইলাম সাগরে’, ‘ব্যাচেলর’সহ অনেক গান দিয়ে তাসরিফের গানের দলটি শ্রোতাদের কাছে পরিচিত।


৪ সিনেমায় বক্স অফিসে দাপট রাশমিকার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

২০২৫ সাল রাশমিকা মান্দানার জন্য বেশ সফল এবং চর্চায় থাকা বছর। এই বছরে অভিনেত্রী শুধুমাত্র দক্ষিণ ভারতেই নয়, বলিউডেও বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছেন। সূত্রের খবর, রাশমিকা ২০২৫ সালে সবচেয়ে বেশি উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন। রাশমিকা এই বছরে মোট চারটি ছবি মুক্তি দিয়েছেন। এর মধ্যে দুটি ছবির পারফর্ম্যান্স বিশেষভাবে নজরকাড়া। ‘ছাওয়া’ ছিল রাশমিকার ২০২৫ সালের শুরুতে মুক্তিপ্রাপ্ত ছবি। ভিকি কৌশলের পরিচালনায় ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তি পায়। আইএমডিবি অনুযায়ী ছবিটির বাজেট ছিল প্রায় ১৫০ কোটি, আর বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৮০৭.৮৮ কোটি টাকা। ছবিতে রশ্মিকার অভিনয়ও দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। এরপর মার্চে মুক্তি পায় ‘সিকন্দর’। ২০০ কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। আইএমডিবি অনুযায়ী, বিশ্বব্যাপী ছবিটির আয় ১৮৫.৫০ কোটি এবং ভারতীয় বাজারে ১৩১.৫০ কোটি টাকা।

রশ্মিকার তৃতীয় ছবি ছিল ‘কুবেরা’, যা ২০ জুন মুক্তি পায়। আইএমডিবি অনুযায়ী, ছবিটির বাজেট ছিল ১০০ কোটি। ভারতে ছবিটি আয় করেছে প্রায় ১০৬.৫০ কোটি এবং বিশ্বব্যাপী আয় ১৩৮.৬০ কোটি টাকা। চতুর্থ ছবি ‘থাম্মা’ দীপাবলিতে মুক্তি পায়। ছবিটির বাজেট ছিল প্রায় ১৪০ কোটি। বর্তমানে ভারতের আয় ১২৫.৭৫ কোটি এবং বিশ্বব্যাপী ব্যবসা প্রায় ১৪৩.৭৫ কোটি টাকা। মোট হিসাবে, রাশমিকার এই চারটি ছবি ২০২৫ সালে বক্স অফিসে প্রায় ১২৭৫ কোটি টাকার আয় করেছে। এটি স্পষ্টতই দেখাচ্ছে, রাশমিকা মান্দানা বছরের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।


১৯ বছরের ছোট তরুণের প্রেমে মালাইকা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

হাঁটুর বয়সী প্রেমিকে মজেছেন অভিনেত্রী মালাইকা অরোরা। এনরিক ইগলেসিয়াসের মুম্বই কনসার্ট থেকেই ফাঁস হলো সেই গোপন খবর। গত বুধবার সন্ধ্যায় এনরিক ইগলেসিয়াসের হাইভোল্টেজ কনসার্টে যোগ দিয়েছিলেন মালাইকা। সেখানেই ক্যামেরাবন্দি হন রহস্যময় ১৯ বছরের ছোট পুরুষের সঙ্গে তার ঘনিষ্ঠ রসায়ন। দুজনই রং মিলান্তি সাদা পোশাকে কনসার্ট উপভোগ করতে এসেছিলেন। আর সেই ছবি নেটভুবনে ছড়িয়ে পড়তেই তোলপাড় নেটপাড়া।


‘তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে একসময় প্রেমের গুঞ্জন ওঠে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। সেই গুঞ্জনে পানি ঢেলে হঠাৎই ফারিণ বিয়ে করে ফেলেন। এরপর যে যার কাজে ব্যস্তও হয়ে পড়েন তাহসান-ফারিণ।

মূলত একটি নাটকে একসঙ্গে কাজের সূত্রেই একটি মহল এমন খবর ছড়িয়ে দেয়। যদিও অনেকগুলো দিন কেটে যাওয়ার পর বিষয়টি ফের আলোচনায় এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারের প্রশ্নের সূত্র থেকেই নতুন করে জন্ম নিয়েছে এই আলোচনার।

বর্তমানে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ফারিণ এখন সিনেমার নায়িকা। দেশের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্র জগতেও বেশ পরিচিতি মুখ এই অভিনেত্রী। সেই সূত্রেই সাম্প্রতিক সময়ে কলকাতা সফরে গিয়ে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন তিনি। এক দীর্ঘ সাক্ষাৎকারে টালিগঞ্জ সফর, বড় পর্দায় অভিষেক, নিজেকে নিয়ে তৈরি নানা জল্পনা-কল্পনা নিয়েও বিস্তর কথা বলেন তাসনিয়া ফারিণ।

এ সময়ই ওঠে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ; তাহসানের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নিয়েও হয় কথাবার্তা।

সংসার জীবনের সঙ্গে অভিনয় জীবন-দুটোর সঙ্গেই তাল মেলাচ্ছেন তাসনিয়া ফারিণ। অভিনেত্রীর কথায়, ‘আপনারা হয়তো আগামী দিনে আমার উদাহরণ দেবেন। বলবেন, অল্প বয়সে বিয়ে করেও অভিনয় করে গেছি। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন, সেটাই বা নির্দিষ্ট করে দেওয়া হবে কেন? আমার সঠিক সময় কোনটা, সেটা আমি ঠিক করব। আমি তো দেখছি, বিয়ের পর আমার কাজ বেড়েছে।’ এরপরই তাহসানের সঙ্গে প্রেমের সেই পুরোনো গুঞ্জন নিয়ে কথা উঠলে জবাবে ফারিণ বলেন, ‘বিষয়টি পুরোটাই ভুলভাল। আমি অনেকদিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এ কারণে লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দেয়। তারপরই প্রেমিককে (বর্তমান স্বামী) প্রকাশ্যে আনি, সবার ভুল ভাঙে।’ ২০২৩ সালের আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। সাড়ে আট বছরের সম্পর্কের পর সেই মাসের ১১ তারিখে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।


কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে উপন্যাস

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে উপন্যাস লিখেছেন কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মুক্তাদির।

‘মায়ার সিংহাসন’ নামে এ উপন্যাসের উপজীব্য বাংলাদেশের জন-সংস্কৃতিতে এ গায়িকার আবির্ভাব, সংগ্রাম ও বিবর্তন। কথাসাহিত্যিক মুক্তাদির জানান, আগামী ১৭ নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে গীতি-উপন্যাস ‘মায়ার সিংহাসন’। বইটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।

তিনি জানান, ‘যখনই রুনা লায়লার কণ্ঠে গান শুনি, মনে হয় আমি অন্য এক সময়ে পৌঁছে গেছি- যেখানে মানুষ ছিল কম, সুর ছিল বেশি। এই উপন্যাস আসলে সেই যাত্রারই গল্প।’ উপন্যাসটির বিষয়ে রুনা লায়লা এক ভিডিও বার্তায় বলেছেন, ‘এই উপন্যাস আমাকে নিয়ে লিখেছে, আশা করি ভালো লাগবে। আপনারা পড়বেন।’

বইটি সম্পর্কে চন্দ্রবিন্দু প্রকাশন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘মায়ার সিংহাসন’ শুধু একটি উপন্যাস নয়, এটি সুরের ভেতর দিয়ে মানুষের মনের যাত্রা। রুনা লায়লার গানে লুকিয়ে থাকা অনুভব, সময়ের আবেশ, প্রেম ও একাকিত্ব- সবকিছুর মধ্য দিয়ে এ উপন্যাস পাঠককে নিয়ে যাবে এক মায়াবী সুরলোকের ভেতর। লেখকের কলমে, শব্দ যেন সুরে রূপ নেয়, আর সুরের ভেতর থেকে জন্ম নেয় গল্প।

গীতি-উপন্যাস হিসেবে ‘মায়ার সিংহাসন’ বাংলা সাহিত্যে নতুন সংযোজন দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি পাঠকদের নতুন এক সাহিত্য পাঠের অভিজ্ঞতা উপহার দেবে। বইটি রুনা লায়লার কিংবদন্তি জীবন, সুর ও মায়ার স্মারক হয়ে উঠবে বলে আশা প্রকাশনা সংস্থাটির।


‘কিং’ হয়ে ফিরছেন বাদশা, শাহরুখ চমকে দিলেন প্রথম ঝলকেই

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বিরতির পর ২০২৩ সালে তিন সিনেমা ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে চমকে দিয়েছিলেন শাহরুখ খান। এর পর থেকেই ভক্তদের অপেক্ষা ছিল- কবে আসবে প্রিয় তারকার নতুন ছবি? কেমন হবে সে সিনেমায় শাহরুখের লুক? অবশেষে নিজের ৬০তম জন্মদিনে নতুন সিনেমা ‘কিং’- এর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন অভিনেতা। জন্মদিন উপলক্ষে রোববার সকালে প্রকাশ করা হয়েছে ‘কিং’-এর টিজার।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় আবার অ্যাকশন তারকা হিসেবে দেখা যাবে শাহরুখকে। ছবিতে আছেন সুহানাও; মেয়ের সঙ্গে এই প্রথম পর্দায় দেখা যাবে শাহরুখকে। রোববার বেলা ১১টা ৩০ মিনিটে টিজার প্রকাশের পর থেকেই ভক্তেরা প্রতিক্রিয়া দেখিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

১ মিনিট ১১ সেকেন্ডের এই টিজারে শাহরুখ খানকে দেখা গেছে একেবারে নতুন লুকে। ধূসর চুলে এভাবে আগে কখনো অভিনেতাকে পাওয়া যায়নি। দৃঢ় ভঙ্গিতে পর্দায় হাজির হয়ে তিনি বলেন, ‘কত রক্ত বইছে, মনে নেই। খারাপ নাকি ভালো; দেখিনি। কেবল দেখেছি, শেষবারের মতো শ্বাস নিতে।’

টিজারে দ্রুতগতির অ্যাকশন, দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল আর রোমাঞ্চকর আবহসংগীতের ব্যবহার পছন্দ করেছেন ভক্তেরা। ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো ব্লকবাস্টারের পর আবারও শাহরুখের সঙ্গে কাজ করেছেন সিদ্ধার্থ আনন্দ।

‘কিং’ ছবিতে শাহরুখের সঙ্গে বড় পর্দায় তার মেয়ে সুহানা খানকে দেখা যাবে। সুহানা তার প্রথম অভিনয় শুরু করেছিলেন ‘দ্য আর্চিজ’-এ। তবে সেটি ছিল ওটিটির জন্য, এই ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হবে তার। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও জয়দীপ আহলাওয়াত।

‘কিং’ ছবির প্রেরণা এসেছে ১৯৯৪ সালের ফরাসি ক্ল্যাসিক ‘লিয়ন: দ্য প্রফেশনাল’ থেকে। গল্পটি এক আততায়ীর, যিনি এক তরুণীকে তার পরিবারের ট্র্যাজেডির পরে রক্ষা করার জন্য নিজের সর্বোচ্চ বাজি রাখেন।

শাহরুখ খান আগে এই সিনেমা নিয়ে বলেছেন, ‘সিদ্ধার্থ আনন্দ খুবই কঠোর। তিনি আমাকে বলেছেন আমরা কী করছি, সেটা আগেই বলা যাবে না। তবে আমি এটা বলতে পারি, আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি।’

‘কিং’ মুক্তি পাবে ২০২৬ সালে।


৫২-তে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ৫২-তে পা দিলেন। কিন্তু অনন্য সৌন্দর্যের প্রতীক এ অভিনেত্রীকে দেখে তা বোঝার উপায় নেই যে, তার বয়স নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে। সৌন্দর্য, মাধুর্য আর আত্মবিশ্বাস মিলিয়ে এখনো যেন নব্বই দশকের সেই হম্বিতম্বি তরুণী ঐশ্বরিয়া রাই। বয়স বাড়ছে, কিন্তু দীপ্তি কমছে না। ঐশ্বরিয়া প্রমাণ করেছেন, সত্যিকারের সৌন্দর্য কখনো ম্লান হয় না, তা থেকে যায় চোখে ও মননে আর অনুপ্রেরণায়।

অভিনেত্রীর ৫১ পেরিয়ে গেলেও সময় যেন তাকে স্পর্শই করতে পারেনি। সৌন্দর্য ও আত্মবিশ্বাসে তিনি এখনো নতুন প্রজন্মের অনুপ্রেরণা- আইকোনিক। সৌন্দর্যের সংজ্ঞা সময়ের সঙ্গে বদলায়, কিন্তু কিছু নাম সময়কেও হার মানিয়ে দেয়। ঠিক তেমনই ‘ঐশ্বরিয়া রাই বচ্চন’। তার জন্মদিনে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে, ভক্তরা বলছেন- ঐশ্বরিয়া রাই বচ্চন, সময় তোমার কাছে হার মানিয়েছে।

১৯৯৭ সালে তামিল নির্মাতা মনিরত্নমের ‘ইরুভার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় এ সাবেক বিশ্বসুন্দরীর। একই বছর বলিউডে আত্মপ্রকাশ ‘ওর পেয়ার হো গয়া’ সিনেমায়। শুরুটা ছিল খানিক মৃদু, কিন্তু ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনম’ তাকে পৌঁছে দেয় বলিউডের প্রথম সারিতে। এরপর একে একে ‘তাল’, ‘দেবদাস’, ‘জোধা আকবর’, ‘গুরু’, ‘ধূম ২’, ‘রেইনকোট’ সিনেমায় অভিনয়ের নৈপুণ্যে প্রমাণ করেন, তিনি কেবল রূপের নয়, প্রতিভারও প্রতীক। বিশেষ করে ‘দেবদাস’-এ পারো চরিত্রে তার অনবদ্য অভিনয় আজও দর্শকদের হৃদয়ে ঝড় ওঠে।

দক্ষিণী-বলিউডের সীমা ছাড়িয়ে একসময় আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিষ্ঠা পেয়েছেন ঐশ্বরিয়া রাই। ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘দ্য পিঙ্ক প্যান্থার ২’র মতো হলিউড প্রজেক্টে কাজ করেছেন তিনি। কান চলচ্চিত্র উৎসবে তিনি দীর্ঘদিন ধরে ভারতের মুখ হয়ে উঠেছেন। তার রেড কার্পেট উপস্থিতি এখন এক ঐতিহ্যের প্রতীক।

এছাড়া ঐশ্বরিয়া লরিয়েল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবেও পরিচিত। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। তার প্রতিষ্ঠিত ‘ঐশ্বরিয়া রাই ফাউন্ডেশন’ দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় শিশুদের নিয়ে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে।

উল্লেখ্য, কর্নাটকের মঙ্গলুরুতে জন্ম ঐশ্বরিয়া রাইয়ের। ছোটবেলায় স্বপ্ন ছিল স্থপতি হওয়ার, কিন্তু ভাগ্য লিখেছিল অন্য গল্প। নব্বই দশকের শুরুতে বিজ্ঞাপনচিত্র আর মডেলিং দিয়ে যাত্রা শুরু তার। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করে রাতারাতি আলোচনায় আসেন তিনি। সেই থেকে শুরু হয় তারকাখ্যাতির পথচলা। ২০০৭ সালে ঐশ্বরিয়া বিয়ে করেন বলিউড তারকা অভিষেক বচ্চনকে। কিংবদন্তি অমিতাভ বচ্চনের পুত্রবধূ হিসেবে তিনি যোগ দেন বলিউডের সবচেয়ে সম্মানজনক পরিবারগুলোর একটিতে। ২০১১ সালে জন্ম নেয় তাদের কন্যা আরাধ্যা বচ্চন। সংসার, মাতৃত্ব ও ক্যারিয়ার- সবকিছুই তিনি সামলাচ্ছেন সমান দক্ষতায়।

মাতৃত্বের পর কিছু দিন বিরতি নিলেও ঐশ্বরিয়া ফিরে এসেছেন আরও উজ্জ্বল রূপে। ‘জজবা’, ‘সর্বজিত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, এবং সাম্প্রতিক ‘পোন্নিয়িন সেলভান’ সিরিজে তার পর্দা-উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। মণিরত্নমের এই দক্ষিণী কাহিনিতে নন্দিনী চরিত্রে তার উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করেছে- অভিনয়ে তিনি আগের মতোই অনবদ্য।

ঐশ্বরিয়া শুধু সুন্দর মুখ নয়, বরং এক অনুপ্রেরণার নাম। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সৌন্দর্য মানে নিখুঁত হওয়া নয়, বরং নিজের অসম্পূর্ণতাকেও ভালোবাসা। এ দৃষ্টিভঙ্গিই তাকে আলাদা করেছে। তার চোখে মুগ্ধতা, কথায় সংযম, আর আচরণে অনুগ্রহ- সব মিলিয়ে তিনি সৌন্দর্যের এক জীবন্ত প্রতিমূর্তি।


এখনই বিয়ে নয়, আরও অনেক দূর যেতে চাই: পূজা চেরি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ঢালিউড অভিনেত্রী পূজা চেরি বেশ কিছু দিন সিনেমা থেকে অনেকটা দূরে ছিলেন। সম্প্রতি ‘চোরাবালি’খ্যাত নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এই প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন অভিনেতা আফরান নিশোর সঙ্গে। এ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরীও। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস্যরসের মধ্যেই নিজের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করে নেন পূজা চেরি।

‘দম’ সিনেমাটি নিয়ে অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন জানিয়ে পূজা চেরী বলেন, এটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি সিনেমা। কারণ এ কাজটি আমি খুব সহজে পাইনি। অনেক কাঠখড় পুড়িয়েই আমি নির্বাচিত হয়েছি।

এই প্রথমবারের মতো সহশিল্পী হিসাবে আফরান নিশোকে পেয়ে অভিনেত্রী বলেন, নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ হওয়াতেই আমি ভীষণ এক্সাইটেড। কারণ তিনি অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। এছাড়া এ সিনেমায় চঞ্চল ভাইও রয়েছেন। যার সঙ্গে ছোটবেলায় কাজ করেছি।

ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন পূজা চেরী। বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, এখনই এসব ভাবছি না। বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ। এখন আমি ক্যারিয়ার নিয়ে ভাবছি, তারপর বিয়ে। অভিনেত্রী বলেন, আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার কাছে মনে হয়- আমার এখনো অনেক কাজ করার বাকি রয়েছে। আরও অনেক দূর যেতে চাই। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম।

উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘দম’। এটি পরিচালনা করছেন রেদওয়ান রনি। গত বুধবার রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এ মহরত অনুষ্ঠিত হয়। আগামী ঈদুল ফিতরে ‘দম’ সিনেমাটি মুক্তির লক্ষ্যে দ্রুতই শুটিংয়ে শুরু করবেন নির্মাতা। এ সিনেমার গল্পটি সার্ভাইভাল ঘরানার।

উন্নত জীবনের খোঁজে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো প্রবাসীদের কঠিন সংগ্রামই এ সিনেমার মূল বিষয়বস্তু। তবে এ সিনেমার জন্য প্রথমে সৌদি আরব ও জর্ডানে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও নির্মাতারা এখন কাজাখস্তানে দৃশ্যায়নের প্রস্তুতি নিচ্ছেন। ‘দম’ সিনেমায় পূজা চেরী ছাড়াও আরও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো প্রমুখ।


ক্যাটরিনা কাইফের ছবি ভাইরাল, ক্ষুব্ধ পরিবার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

কয়েক মাস ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে। ক্যামেরা থেকে থাকছেন দূরে দূরে। দিওয়ালির শুভেচ্ছা পোস্টেও তাকে দেখা যায়নি। তবে তিনি মা হতে চলেছেন, এমন ঘোষণা দেওয়ার পর থেকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। পূর্বের সময়ের চেয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহও বেড়ে যায়।
তবে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে, যা তার ভক্তদের ক্ষুব্ধ করে তুলেছে। পাপারাজ্জিদের কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন, ক্যাটরিনার স্বামী ও অভিনেতা ভিকি কৌশলের পরিবার। জানা গেছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা।
ক্যাটরিনার ভাইরাল ছবিতে দেখা গেছে, মুম্বাইয়ের নিজের অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। গোলাপি রঙের পোশাকে দাঁড়িয়ে থাকা ক্যাটরিনার হাতে কফির কাপ। পাপারাজ্জিরা জুম লেন্সের সাহায্যে দূর থেকে ছবিটি ধারণ করেছেন।
ক্যাটরিনার অনুমতি ছাড়া তোলা এসব ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। অনেকে পুলিশি পদক্ষেপের দাবি জানান।
এ ঘটনায় অভিনেত্রী সোনাক্ষী সিনহা কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, একজন গর্ভবতী নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি গোপনে তুলে তা প্রকাশ করা কতটা অমানবিক, তা কি এরা বুঝতে পারে না?
জুম টিভি নামের একটি বিনোদন ওয়েবসাইটে ছবিটি প্রকাশিত হলে মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
এর আগে ২০২২ সালেও অন্তঃসত্ত্বা অবস্থায় থাকাকালীন অভিনেত্রী আলিয়া ভাটের কিছু ছবি বিনা অনুমতিতেই প্রকাশিত হয়েছিল। সে সময় তিনিও ক্ষোভ প্রকাশ করেছিলেন।


অনেক দিন ধরে এ মুহূর্তের অপেক্ষায় ছিলাম: সাফা কবির

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ঢালিউড পরিচালক রেদওয়ান রনি ‘চোরাবালি’ দিয়ে বড়পর্দায় এসেছিলেন। এরপর নির্মাণ করেছিলেন ‘আইসক্রিম’ সিনেমা। তারপর আর নেই বড়পর্দায়। দীর্ঘ বিরতি শেষে প্রায় এক দশক পর আবার নতুন সিনেমা ‘দম’ নিয়ে আসছেন তিনি। আর নতুন সিনেমা নির্মাণের খবরে সহকর্মী অভিনেত্রী সাফা কবির জানিয়েছেন শুভেচ্ছাবার্তা।

ঘরোয়া আড্ডা কিংবা যে কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় অভিনেত্রী সাফাকে। সহকর্মীরা ভালো কোনো পরিকল্পনা কিংবা উদ্যোগ নিলেও পাশে থাকেন তিনি। কাজ দিয়েই তাদের পরিচয়; সেই পরিচয় থেকেই বন্ধুত্ব। অভিনেত্রী সাফা কবির নির্মাতা রেদওয়ান রনির একাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। দীর্ঘদিন পর পছন্দের নির্মাতা সিনেমা নির্মাণ করায় সাফাসহ অনেক অভিনেত্রীই শুভকামনা জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে সাফা কবির লিখেছেন— রেদওয়ান রনি ভাইয়া, আজকের দিনটি অবশেষে এসেছে— এটি ভেবে আমি ভীষণ খুশি। তিনি বলেন, অনেক দিন ধরে এ মুহূর্তের অপেক্ষায় ছিলাম, আপনি আবার সিনেমা বানাচ্ছেন— এটি দেখার জন্য কতটা মুখিয়ে ছিলাম, আপনি ধারণাও করতে পারবেন না। আজ মনটা আনন্দে পূর্ণ। অভিনেত্রী বলেন, ‘দম’ সিনেমার টিমের সবার জন্য রইল আমার ভালোবাসা। আশা করছি সিনেমাটি দারুণ হতে যাচ্ছে। ভালো কিছুর অপেক্ষায় রইলাম। ভালোভাবে কাজ শেষ হোক, সেটাই প্রত্যাশা। এ সিনেমাটি বড়পর্দায় দেখার জন্য, আজ থেকেই আমি অধীর আগ্রহে অপেক্ষা করব বলে জানান সাফা কবির।

উল্লেখ্য, মডেল, গল্পকার, চিত্রনাট্যকার ও অভিনেত্রী সাফা কবির আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন। তিনি প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারিকেল তেলের বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেন। @১৮ অলটাইম দৌড়ের ওপর টেলিফিল্মে অভিনয়ের আলোচনায় আসেন।


banner close