বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
১৬ আশ্বিন ১৪৩২

আবারও মা হচ্ছেন সোনম কাপুর?

আপডেটেড
১ অক্টোবর, ২০২৫ ২০:৩৫
বিনোদন ডেস্ক
প্রকাশিত
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ১ অক্টোবর, ২০২৫ ২০:৩৫

কিছুদিন আগেই একমাত্র ছেলের তিন বছরের জন্মদিন পালন করেন সোনম কাপুর। এবার দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী। পিঙ্কভিলা বলছে, ইতোমধ্যেই গর্ভাবস্থার বেশ কয়েকদিন অতিক্রম করেছেন অভিনেত্রী।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, সোনম তার গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে আছেন, এবং দ্বিতীয়বার সন্তানের আগমনে খুব স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছেন উভয় পরিবার। দম্পতির ঘনিষ্ঠ সূত্র আরো নিশ্চিত করেছে যে, শীঘ্রই সুখবর ঘোষণা করা হতে পারে।

এর আগে গেল মাসে সোনমের গর্ভাবস্থার গুঞ্জন উঠেছিল। সেসময় বিমানবন্দরে সোনমকে ব্যাগি প্যান্ট এবং ঢিলেঢালা ধূসর বোতাম-ডাউন শার্ট পরা দেখে নেটিজেনরা নিশ্চিত ছিলেন যে, সোনম অন্তঃসত্ত্বা। ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর।

এরপর ২০২২ সালে প্রথম সন্তানের জন্মের পরেই মোটামুটি সিনেমা জগত থেকে নিজেকে সরিয়ে দেন অভিনেত্রী। সন্তানের দেখাশোনা করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এর মধ্যেই দ্বিতীয় সন্তান জন্মের খবর জানাজানি হতেই অনেকে বলছেন, এবার কী তাহলে পাকাপাকিভাবেই নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে নেবেন অভিনেত্রী? উল্লেখ্য, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘সাওয়ারিয়া’ ছবি দিয়ে বলিউডে পদার্পণ করেছিলেন সোনম কাপুর। তাকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ছবি ‘ব্লাইন্ড’-এ।


ঘর ভাঙছে নিকোল কিডম্যানের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান ও গায়ক কিথ আরবানের বিচ্ছেদ হচ্ছে; এই তারকা দম্পতির আলাদা হওয়ার খবর নিশ্চিত করেছে বিনোদনবিষয়ক মার্কিন গণমাধ্যম টিএমজেড।
৫৮ বছর বয়সি কিডম্যান ও ৫৭ বছর বয়সি আরবান (৫৭) প্রথম পরিচিত হন ২০০৫ সালে লস অ্যাঞ্জেলেসের একটি গালা অনুষ্ঠানে। এক বছরের মাথায় বাগদান হয়; ২০০৬ সালের জুনে সিডনিতে বিয়ে করেন দাঁরা। তাদের দুই কন্যা—সানডে রোজ (১৭) ও ফেইথ মার্গারেট (১৪)।
দাম্পত্য জীবনের শুরুর দিকেই কিথ আরবানের মদ্যপানের সমস্যায় হস্তক্ষেপ করেছিলেন কিডম্যান, যার ফলে গায়ক পুনর্বাসন কেন্দ্রে যান। পরবর্তী সময়ে গায়ক স্বীকার করেন, তাঁর জীবনে ফেরার পথে কিডম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নিকোল কিডম্যান ও কিথ আরবান দুজনেই অস্ট্রেলিয়ায় বেড়ে উঠেছেন। ২০১০ সালে অপরাহ উইনফ্রের শোতে আরবান বলেন, ‘আমি এখন পেছন ফিরে দেখলে বুঝি, নিক আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং জীবন নতুনভাবে দেখার সুযোগ দিয়েছে। এটি আমার জীবনের সেরা সময়।’
এই তারকা দম্পতি গত ১৯ বছরের সংসারে পুরস্কার অনুষ্ঠান থেকে বিভিন্ন আয়োজনের লালগালিচায় সরব ছিলেন। গত বছর এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করার সময় স্বামীকে মঞ্চে পাশে পেয়েছিলেন কিডম্যান।
২০২৪ সালে ফোর্বস নিকোল কিডম্যানকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে তালিকাভুক্ত করে। অস্কারজয়ী এই অভিনেত্রী চলচ্চিত্র ও টেলিভিশন—দুই ক্ষেত্রেই সমান জনপ্রিয়, সাম্প্রতিক কাজের মধ্যে আছে ‘বিগ লিটল লাইস’, ‘নাইন পারফেক্ট স্ট্রেঞ্জারস’ ও ‘দ্য পারফেক্ট কাপল’। টম ক্রুজের সঙ্গে তার প্রথম বিয়ে হয় ১৯৯০ সালে, বিচ্ছেদ হয় ২০০১-এ।
কিথ আরবার চারটি গ্র্যামি ও ১৫টি একাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডস জয় করেছেন। তার ১১টি স্টুডিও অ্যালবাম কিছুদিন আগেই বাজারে এসেছে, এছাড়া আমেরিকান আইডলের তিন মৌসুমে বিচারক ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে রয়েছেন।


অবশেষে মুক্তি পাচ্ছে পপির সিনেমা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

২০২১ সালে সেন্সর থেকে ছাড়পত্র পায় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। তবে ছাড়পত্র পাওয়ার পরেও সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এবার সিনেমাটি মুক্তির বিষয়ে সুখবর দিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী। গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন যে, আগামী ১৭ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পপি-আমিন খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ। উল্লেখ্য, প্রথমে এ সিনেমাটির নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। সেই নাম নিয়েই শুটিং শুরু করেন পরিচালক। এরপর করোনার মধ্যে সিনেমাটির শেষ লটের শুটিং শেষ হয়। এর আগে, ২০১৯ সালে সর্বশেষ পপি অভিনীত সিনেমা ‘দি ডিরেক্টর’ মুক্তি পায়। পরে ২০২০ সালের ২৩ অক্টোবর ‘ধোঁয়া’ নামে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও হঠাৎ সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন পপি।


প্যারিস ফ্যাশন উইকে ৪ ঘটনা নিয়ে আলোচনায় ঐশ্বরিয়া

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দুই বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত থেকেও যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। লাইমলাইট থেকে খানিকটা দূরে সরে গেলেও ভক্তদের ভালোবাসা, মুগ্ধতা কিংবা জনপ্রিয়তায় একচুলও ভাটা পড়েনি তার। আর সে কথাই আবারও প্রমাণিত হলো প্যারিস ফ্যাশন উইকে। ফ্যাশান ছাড়াও তিনটি ঘটনায় ঐশ্বরিয়াকে নিয়ে চলছে আলোচনা।

সোমবার লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আন্তর্জাতিক এই আয়োজনে অংশ নিয়ে র্যাম্পে হাঁটলেন সাবেক এই বিশ্ব সুন্দরী। কালো রঙের হিরাখচিত কাস্টম-শেরওয়ানিতে সবার চোখ একেবারে আটকে গেল তার দিকে। ঐশ্বরিয়ার এই পোশাকের ডিজাইন করেছেন ভারতের প্রখ্যাত ডিজাইনার মানিশ মালহোত্রা।

ঐশ্বরিয়ার সিগনেচার রুবি লিপস, খোলা চুল আর আত্মবিশ্বাসী হাসি যেন পুরো পরিবেশে এক অনন্য মাত্রা এনে দিয়েছিল। দর্শকরা হাততালি দিয়ে তাকে স্বাগত জানায়, আর তিনিও হাত নেড়ে সম্মান ফিরিয়ে দেন। ঐশ্বরিয়ার কয়েক মিনিটের র্যাম্পে হাঁটার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। ঐশ্বরিয়ার পোশাক নিয়েও শুরু হয় আলোচনার ঝড়।

মানিশ মালহোত্রা বলেন, এই কাস্টম-শেরওয়ানি হলো এক অভিনব ক্যানভাস। বিশেষ করে ১০ ইঞ্চি লম্বা ডায়মন্ড-জড়ানো হাতের ডিজাইন যেন আধুনিক রাজকীয়তার প্রতীক। অলংকারের মতো সেই নকশা একসঙ্গে শক্তি ও সংবেদনশীলতা ফুটিয়ে তুলেছে।

প্যারিস ফ্যাশন উইকে শুধু র্যাম্পেই নয়। ঐশ্বরিয়ার মানবিক দিকও নজর কেড়েছে সবার। শো শুরুর আগেই তার এক ভক্ত হোটেলের বাইরে অপেক্ষা করছিলেন। ছবি তুলতে গিয়ে ভক্তটি হঠাৎ কেঁদে ফেলেন। কোনো তারকাসুলভ দূরত্ব না রেখে ঐশ্বরিয়া নিজ হাতে তার চোখের পানি মুছে দেন, জড়িয়ে ধরেন এবং বলেন ‘জোরে শ্বাস নিন, হাসুন।’ সেই মুহূর্তটিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। পাশাপাশি ব্যাক স্টেজেও ঘটছে আরেক ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী কুইয়ার ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজু ঐশ্বরিয়ার সঙ্গে দেখা করেন। সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওতে তিনি লিখেছেন, ‘আমাদের হৃদয়ের রানি। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে দেখা করে আমাদের স্বপ্ন সত্যি হলো।’

শুধু ভক্তদের সঙ্গেই নয়, আন্তর্জাতিক তারকাদের সঙ্গেও সেদিন দেখা গেছে ঐশ্বরিয়াকে। ব্রিটিশ অভিনেত্রী সুপার মডেল কারা ডেলেভিন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন। সেখানেই স্নিগ্ধ হাসিতে তাকে আলিঙ্গন করেন ঐশ্বরিয়া। আবার ব্রিজারটনের অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গেও তার তোলা ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

সব মিলিয়ে ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি যেন পুরো প্যারিস ফ্যাশন উইককে অনন্য মাত্রা দিয়েছে। হিরাখচিত শেরওয়ানিতে তার র্যাম্পওয়ার্ক যেমন সৌন্দর্যের নতুন সংজ্ঞা লিখে গেল, তেমনই অনুরাগীদের সঙ্গে মানবিক আচরণ প্রমাণ করল, সময় যতই যাক, তিনি এখনো ভক্তদের হৃদয়ে সেই ‘রানী’। সূত্র: মিড ডে ও হিন্দুস্থান টাইমস।


নতুন চমক দিতে তৈরি ‘অ্যানিমেল’ সিনেমার তৃপ্তি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউডপ্রেমীদের জন্য আসছে বড় চমক। হিন্দি সিনেমার নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা ‘অ্যানিমেল’খ্যাত তৃপ্তি দিমরি এবার বড়পর্দায় ফুটিয়ে তুলতে যাচ্ছেন কিংবদন্তি নায়িকা পারভীন ববিকে। খবরটি বেশ অনেকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই শুরু হবে এই জীবনীভিত্তিক সিরিজের শুটিং। কাজ শুরু করতে তৈরি তৃপ্তি।

এটি পরিচালনার দায়িত্বে থাকছেন ‘মার্গারিটা উইথ আ স্ট্র’ খ্যাত নির্মাতা শোনালি বোস। নেটফ্লিক্সে মুক্তি পেতে যাওয়া এই সীমিত পর্বের সিরিজের প্রযোজনা করবেন স্নেহা রাজানি। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। মার্চ থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন তৃপ্তি। অন্যদিকে, তৃপ্তি দিমরি সম্প্রতি আলোচনায় রয়েছেন একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য। এবার কিংবদন্তি পারভীন ববির জটিল অথচ বর্ণময় জীবনকে রূপালি পর্দায় ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।

সিনেজগতের অনেকে মনে করছেন, এই চরিত্রে অভিনয় করে তৃপ্তি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারেন। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে পারভীন ববির রূপে দেখার জন্য।

প্রসঙ্গত, সর্বকালের সেরা আবেদনময়ী আইকনদের প্রথম বিশজনের একজন ভাবা হতো পারভিন ববিকে। ১৯৭৩ সালে মডেল হিসাবে তার পেশাদারি জীবন শুরু। সেখান থেকেই অভিনয় জগতে। টাইম ম্যাগাজিনের কভারে খোলামেলা পোজ দিয়ে ঝড় তুলেছিলেন। এর পর বলিউড দুনিয়ায় সেক্স অ্যাপিল নিয়ে দারুণ সময় পার করেন ববি। ১৯৭২ থেকে ১৯৮৩ পর্যন্ত বলিউডে একপ্রকার দাপিয়ে বেড়িয়েছেন পারভিন ববি। মজবুর, নমক হালাল, কালা পাত্থার, দিওয়ার, অমর আকবর অ্যান্টনি, শান এসব ছবির জন্য অনেক অনেক দিন তিনি সিনেমা দর্শক মনে জেগে থাকবেন। সে সময়েও এসব সিনেমাতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়ান পারভিন। বড় বড় অভিনেতাদের সঙ্গে অভিনয়ের সুযোগ ঘটে তার। সাহসী পোশাকের ব্যাবহার করে তৎকালীন হিন্দি সিনেমাতে নতুন স্টাইলের শুরু করেন। হঠাৎ করে জড়িয়ে পড়েন পরিচালক মহেশ ভাটের সঙ্গে গোপন সম্পর্কের বিতর্কে। মাদকে আসক্ত হয়ে পড়েন, ফলে ভুগতেও হয় তাকে। তারপর ধীরে ধীরে লোক চক্ষুর আড়ালে চলে যান পারভিন। অবশেষে ২০০৫ সালে মুম্বাইয়ের ফ্লাটে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। অসাধারণ সুন্দরী ও আবেদনময়ী এই অভিনেত্রীর অভিনয়ের থেকেও তার ব্যক্তিগত জীবন নিয়েই মানুষজনের আগ্রহ ছিল বেশি। মহেশ ভাটের সঙ্গে তার দুর্দান্ত প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হন।


সন্তান ধারণ পরিকল্পনা নিয়ে যা জানালেন তামান্না ভাটিয়া

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

‘স্ত্রী ২’ সিনেমায় ‘আজ কি রাত’ গানের সঙ্গে নেচে সিনেমাপ্রেমী দর্শকদের নজর কেড়েছিলেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। এবার আরিয়ান খানের পরিচালনায় ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ ঝড় তুললেন অভিনেত্রী।

‘গফুর’ গানের সঙ্গে তার নাচ দেখে দর্শকের দাবি— ‘আইটেম’ নাচের রানি হয়ে উঠেছেন তামান্না। তবে নিন্দুকেরা শরীর প্রদর্শনের জন্য কটাক্ষও করেছেন অভিনেত্রীকে। সেদিকে কর্ণপাত করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যতে সন্তানধারণ পরিকল্পনা প্রশ্নের জবাব দেন তামান্না ভাটিয়া।

অভিনেত্রী বলেন, সন্তানধারণ করা কোনো বিনোদনের বিষয় নয়। সন্তান মানেই একটা বড় দায়িত্ব। সন্তানকে বড় করা একটা প্রকল্পের মতো। এটি ২০ বছরের একটি প্রকল্প। তিনি বলেন, বাচ্চা বড় হওয়ার পর আপনার সমস্যা থাকবে। পাশাপাশি বাচ্চার সমস্যাও আপনার সমস্যা হয়ে উঠবে। তাই খুব ভেবেচিন্তে সন্তান ধারণের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তামান্না ভাটিয়া।

তিনি বলেন, জীবনের অনেকটা সময় ও জায়গা বাচ্চার পেছনে বিনিয়োগ করতে হয়। এই পথ খুব সহজ নয়। অভিনেত্রী বলেন, নিজেকে বুঝতে হবে— সন্তানধারণের কোন বিষয়টি ভালো লাগে? কেন আপনি মা কিংবা বাবা হতে চান? সন্তান হলে আপনি কতটা আলোকিত হতে পারবেন? এ সিদ্ধান্ত ভেবে নিন।

তামান্না ভাটিয়া বলেন, অন্যরা আপনাকে মা হতে বলছে বলেই সেটি করবেন না। আপনি একটা কুকুর কিংবা বিড়াল পুষলেও তার কিছুটা দায়বদ্ধতা থাকে। তাই ভাবুন— সত্যিই আপনি সন্তান চান তো? নাকি আপনার কাকা কিংবা কাকিমা এমন পরামর্শ দিচ্ছেন বলে সন্তান নিতে আগ্রহী?

উল্লেখ্য, অভিনেত্রী তামান্না ভাটিয়া অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে দীর্ঘ দুই বছর ধরে সম্পর্কে ছিলেন। সেটি চলতি বছরই ভেঙেছে। এরপর আর নতুন কোনো সম্পর্কে জড়াননি অভিনেত্রী।


শুভেচ্ছাদূত হলেন নাবিলা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা। সবশেষ তাকে দেখা গিয়েছিল শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায়। এদিকে, এবার এ অভিনেত্রী চুক্তিবদ্ধ হলেন শুভেচ্ছাদূত হিসেবে। ভিট বাংলাদেশের সঙ্গে তার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশান-১-এ অবস্থিত রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘ভিট’- ডেপিলেশান ক্যাটাগরি লিডার হিসেবে বিগত ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে স্কিন হাইজিন সচেতনতা বৃদ্ধিতে ও ব্যবসার প্রসার ঘটাতে ভিট বাংলাদেশের সকল কার্যক্রমের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজারের ম্যানেজিং ডিরেক্টর ভিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাত তামান্না মৌ এবং উপস্থিত ছিলেন মাসুমা রহমান নাবিলা ও রেকিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাবিলা বলেন, বিশ্বের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পারাটা বেশ সৌভাগ্যের। ভিট ২৫ বছরেও বেশি সময় ধরে বাংলাদেশের হাজারো নারীদের আত্মবিশ্বাসী হওয়ার এবং এগিয়ে যাওয়ার জন্য যে কাজ করে যাচ্ছে- তা সত্যিই প্রশংসনীয়। এই মহৎ উদ্যোগে আমি ভিটের সঙ্গী হতে পেরে অনেক আনন্দিত।


দ্যুতি ছড়ালেন চিত্রনায়িকা পরীমনি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা পরীমনি সামাজিক মাধ্যমে থাকেন বেশ সরব, প্রায়ই নিজের বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন ভক্তদের মাঝে। নানাভাবেই ভক্তদের সারপ্রাইজ দেন এই অভিনেত্রী। এবারেও চমকে দিলেন এই অভিনেত্রী।

সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে নজরকাড়া পোশাক গহনায় দ্যুতি ছড়ালেন এই নায়িকা। এদিন মূলত একটি গহনার ব্র্যান্ডের হয়ে কয়েকটি ফটোশুট শেয়ার করেন নায়িকা; যা ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে পরীমণিকে এদিন নীল ও সোনালি রঙের একটি লেহেঙ্গায় দেখা যায়; যেটি কাতান বা বেনারসি সিল্কের তৈরি। এর সঙ্গে পরেছেন মানানসই ভারী গহনা, যেমন- নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি পরেছেন। বলা বাহুল্য, তার এই আকর্ষণীয় মেকআপ ও হেয়ারস্টাইল পুরো লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তরা পরীমণির সৌন্দর্যের প্রশংসা করেন। হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠেছে তার পোস্ট। এক ভক্ত লিখেছেন,‘আপনাকে দেখতে রানীর মতো লাগছে।’ অনেকে তার ফ্যাশন সেন্সেরও প্রশংসা করেছেন।


সিনেমা প্রযোজনা করবেন পপি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

নতুনভাবে চলচ্চিত্রে ফিরতে চান সাদিকা পারভীন পপি। গত শুক্রবার বিকালে তিনি বলেন, অভিনয়ে ফিরব না এটা পুরোপুরি নিশ্চিত। তবে, পুরনো কয়েকটি কাজ আছে, সেগুলো শেষ করবো। এরপর আমি নিজের মতো করে ফিরবো। আমি সিনেমা প্রযোজনা করবো। এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা প্রযোজনা অবশ্য আমি আগেও করেছিলাম, এটা নতুন কিছু নয়।


সঞ্জয়লীলা বানসালির ছবিতে ‘সাইয়ারা’ অভিনেতা?

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

অভিষেক সিনেমা দিয়েই বলিউডে বাজিমাত করেছেন নবাগত নায়ক আহান পাণ্ডে। নিজের প্রথম সিনেমা ‘সাইয়ারা’ মুক্তির পর রীতিমতো তরুণীদের ক্রাশ বনে গেছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে যেন চর্চার শেষ নেই।

এরমধ্যেই খবর, এবার নাকি আহান সঞ্জয়লীলা বানসালির সিনেমার নায়ক হতে যাচ্ছেন! সম্প্রতি এমন গুঞ্জনই চাউর হয়েছে বিটাউনে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আহান পাণ্ডেকে একটি সাদা মার্সিডিজ থেকে নেমে বানসালির অফিসের বিল্ডিংয়ে প্রবেশ করতে দেখা গেছে। এরপর থেকেই চাউর হয়েছে, তবে কি এবার বানসালির সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন ‘সাইয়ারা’ নায়ক?

এ সময় হালকা রঙের শার্ট এবং ডেনিম প্যান্ট পরা অভিনেতা পিছন থেকে ক্যামেরাবন্দি হয়েছিলেন। যেহেতু মুখ দেখা যায়নি, তাই ক্লিপটির সত্যতা নিশ্চিত করা কঠিন। যদিও তাতে উৎসাহে খুব একটা ভাটা পড়েনি আহান-অনুরাগীদের।

একজন নেটিজেন লিখেছেন, ‘ওহ মাই গড, এটা বিশাল ব্যাপার হবে যদি সত্যি হয় - আহান এবং সঞ্জয় লীলা বনসালি!’ অন্য আরেকজন লিখেন, ‘ওহ ম্যান! সঞ্জয় লীলা বনসালি আর আহান পাণ্ডে? এ তো মারাত্মক কম্বো।’

তৃতীয় একজন লিখেছেন, ‘আমি বুঝেইছিলাম যে এটা একটা বড় ব্যাপার হতে চলেছে। এই ছেলেটা ভালো অভিনেতা।’ তবে এখন পর্যন্ত, আহান বা বানসালি কেউই এই খবরে সিলমোহর দেননি।

মোহিত সুরি পরিচালিত এবং যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সাইয়ারা’ মুক্তির পর বক্স অফিসে ঝড় উঠে। ছবিটি বিশ্বব্যাপী ৫৭৯ কোটিরও বেশি আয় করে আলোড়ন সৃষ্টি করে এবং বিশেষ করে জেন জি দর্শকদের মধ্যে এই সিনেমা জনপ্রিয়তা পায় সবচেয়ে বেশি। সেইসঙ্গে আলোচনায় চলে আসেন সিনেমাটির নবাগত জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডা।

এদিকে, সঞ্জয়লীলা বানসালি বর্তমানে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে নিয়ে তার পরবর্তী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং নিয়ে ব্যস্ত। ছবিটি আগামী বছরের ২০ মার্চ মুক্তির কথা রয়েছে।


সম্মাননা পেয়ে যা বললেন শাকিব খান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দীর্ঘ ২৫ বছর ধরে রুপালি পর্দা শাসন করছেন শাকিব খান। ঢালিউড কিংয়ের এ অসামান্য অবদান ও জনপ্রিয়তাকে স্বীকৃতি জানাতে একটি বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। সম্প্রতি সেই সম্মাননা পেয়ে অভিনেতা ভক্তদের মাঝে প্রকাশ করেছেন নিজের আবেগ ও অনুভূতি।

গত ৭ সেপ্টেম্বর ‘ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানের আয়োজন করে ‘দ্য ডেইলি স্টার’।

সেখানেই ‘সিলভার জুবিলি অব এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’ পুরস্কারে ভূষিত হন শাকিব খান। সেই সময় কিং খান দেশের বাইরে থাকায় এ সম্মাননা গ্রহণ করা হয়নি। দেশে ফেরার পর সম্প্রতি দ্য ডেইলি স্টারের কার্যালয়ে যান অভিনেতা, সেখানে ব্যক্তিগতভাবে এ সম্মাননা গ্রহণ করেন শাকিব খান।

এরপর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে অভিনেতা লিখেছেন, চলচ্চিত্রে আমার রজতজয়ন্তী উপলক্ষে এ সম্মাননা আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করার এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

শাকিব খান বলেন, আমার প্রিয় দর্শকদের প্রতি রইল অফুরন্ত

ভালোবাসা। আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না। এমন একটি সম্মান দেওয়ার জন্য দ্য ডেইলি স্টারকে জানাই আন্তরিক ধন্যবাদ।


অন্যরকম অভিজ্ঞতায় মেহজাবীন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

অবশেষে দেশে মুক্তি পেল মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’। যদিও তার আগে অভিনেত্রীর শুটিং করা দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ আগে মুক্তি পেয়েছে। বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর থেকে বাংলাদেশের দর্শকরাও বড় পর্দায় দেখতে পারছেন ‘সাবা’। ছবিটি মুক্তির আগে বেশ কয়েকটি প্রচারণায় দেখা মিলেছে মেহজাবীনের। সেসব জায়গায় ছবিতে অভিনয়ের অভিজ্ঞতাও ভাগাভাগি করেছেন তিনি।

‘সাবা’র গল্পে দেখা যাবে- নিখোঁজ বাবা, হুইলচেয়ারে বন্দি মা আর সীমাবদ্ধতায় ঘেরা এক তরুণীর জীবনসংগ্রাম। সেই তরুণী সাবার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। ছবিটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। তারও এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

প্রথম সপ্তাহে সিনেমাটি মুক্তি পেয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, নারায়ণগঞ্জের সিনেস্কোপ ও মাগুরার মম ইন মুভি থিয়েটারে। এদিকে ছবিটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মেহাজীবন। সেখানেও ছবিটির প্রশংসা করেছেন সবাই। পাশাপাশি মেহজাবীন নিজেও হাজির ছিলেন স্টার সিনেপ্লেক্সে। সেসব জায়গায় দর্শকদের কাছ থেকে দারুণ সব মন্তব্য পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

মেহজাবীন বলেন, এই অভিজ্ঞতা অন্যরকম। হলে ছবি মুক্তি পেলে দর্শকদের কাছ থেকে সরাসরি সাড়ার যে অনুভূতি, সেটা অন্য কিছুতে মেলে না। এবারের ছবিটি সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি সংখ্যক দর্শকদের মাঝে পৌঁছবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। মেহজাবীন বলেন, এটি শুধু মা-মেয়ের গল্প নয়। ছোটবেলায় ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা তাদের জীবনকে পাল্টে দেয়। আমি বিশ্বাস করি, ‘সাবা’ দর্শকের মনে এক বিশেষ অনুভূতির জন্ম দেবে।


‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির সিনেমা দিয়ে বলিউডে মীনাক্ষী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতীয় সিনেমায় এই সময়ে আলোচিত মুখ মীনাক্ষী চৌধুরী। ‘গোট’, ‘হিট ২’, ‘লাকি ভাস্কর’ ও ‘সংক্রান্তি বসতুনাম’–মতো একের পর এক সফল সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছেন। সৌন্দর্য আর অনিন্দ্য অভিনয় দিয়ে অল্প সময়ে জয় করে নিয়েছেন অগণিত দর্শকহৃদয়। একইভাবে মনোযোগ কেড়েছেন বড় বড় নির্মাতার। সেই সুবাদে এবার বলিউড সিনেমায় অভিষেক হতে চলেছে মীনাক্ষীর।

আজকালসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে মীনাক্ষী চৌধুরীর। অন্যদিকে এই সিনেমা দিয়ে বিরতি ভেঙে বলিউডে ফিরেছেন অভিনেতা জন আব্রাহাম।

শুধু তাই নয়, জন নির্মাতা বিপুল শাহের কাছ থেকে ‘ফোর্স ৩’ সিনেমার রাইটসও কিনে নিয়েছেন। তিনি চাইছেন, এবার সিনেমার গল্পকে একেবারে শিকড়ে ফিরিয়ে আনতে; যেখানে থাকবে দেশি আবেগ, সঙ্গে টানটান অ্যাকশন ও থ্রিলারের জমাট মিশেল। এ কারণে তিনি পরিচালক ভাব ধুলিয়া ও সৃজনশীল টিমের সঙ্গে বসে চিত্রনাট্যের খুঁটিনাটিতে নজর রেখেছেন।

পাশাপাশি বহু অভিনেত্রীর অডিশনের পর শেষমেশ জন আব্রাহাম ও ভাব ধুলিয়া দুজনেই মীনাক্ষী চৌধুরীকে নির্বাচন করেছেন। শুধু গ্ল্যামার বাড়াতে নয়, এই ছবিতে মীনাক্ষী থাকবেন একেবারে অ্যাকশন-প্যাকড চরিত্রে।

নির্মাতা সূত্রে জানা গেছে, বলিউডে অভিষেক স্মরণীয় করে রাখা এবং অভিনীত চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য মীনাক্ষীকে কয়েক মাসের সময় দেওয়া হয়েছে। এই সময়টাতে অভিনেত্রীকে দিয়ে কয়েকটি অ্যাকশন ওয়ার্কশপ করানো হবে, যাতে চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন তিনি।

প্রযোজনা সূত্র আরও জানিয়েছে, আগামী নভেম্বর শুরু হতে যাচ্ছে ‘ফোর্স ৩’ সিনেমার শুটিং। বর্তমানে জোরকদমে চলছে প্রি-প্রোডাকশন। এই সিনেমার কাজ শুরুর আগে পরিচালক রোহিত শেঠির সঙ্গে রাকেশ মারিয়া বায়োপিক-এর কাজ শেষ করবেন জন।

অক্টোবরের মধ্যেই সেই শুট শেষ হবে বলে আশা করা হচ্ছে। এরপরই জন পুরোপুরি মন দেবেন ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায়ে। ছবিটি মুক্তি পেতে পারে ২০২৬ সালের প্রথমার্ধে। এদিকে জন আব্রাহামের সঙ্গে মীনাক্ষী চৌধুরীর জুটি ইতোমধ্যে কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে। ‘ফোর্স ৩’ সিনেমায় নতুন এই নায়িকা কেমন চমক দেখান আর জন কীভাবে ফিরিয়ে আনেন ফ্র্যাঞ্চাইজির পুরোনো স্বাদ, তা দেখার জন্য অনেকে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


banner close