আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করেছে ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল।
দিবসটি উপলক্ষে এক অনুষ্ঠানে স্টার নার্স সানী আক্তারের হাতে স্মারক তুলে দেন ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রজেক্ট ডিরেক্টর নিজাম উদ্দিন হাসান রশিদ। বিজ্ঞপ্তি
রাজধানীর খামাবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন সৌরশক্তি ও পানিসাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী।
কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন উপপ্রকল্প পরিচালক অশোক কুমার বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরআইয়ের সাবেক পরিচালক ড. মো. আউয়ুব হোসেন। বিজ্ঞপ্তি
পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুরে গতকাল সোমবার গ্লোবাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ অনলাইন মাধ্যমে ওই আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সামি করিম, প্রধান কার্যালয়ের ভিপি ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, এসএভিপি এ কে এম নূরুল আফসার প্রমুখ।
মেঘনা ব্যাংকের বোর্ডে নতুন চারজন পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন ইশমাম রাইদা রহমান, আরিশা মানামি শফিক, জাভেদ কায়সার আলী এবং মাহমুদুল আলম। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এই চারজনকে মেঘনা ব্যাংকের বোর্ডে পরিচালক হিসেবে অনুমোদন দিয়েছে। ইশমাম রাইদা রহমান একজন সফল উদ্যোক্তা এবং উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত।
বর্তমানে তিনি গোল্ড ব্রিকসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়ার স্ক্রিপস কলেজ থেকে ইংরেজি এবং লিগাল স্ট্যাডিজের ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেন। আরিশা মানামি শফিক একজন উদীয়মান এবং সফল উদ্যোক্তা। তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
জাভেদ কায়সার আলী দেশের একজন অত্যন্ত সফল উদ্যোক্তা এবং বিজনেস ব্যক্তিত্ব। বর্তমানে তিনি অ্যাকোয়ামারিন লিমিটেড এবং লাইট হাউস নেভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। মাহমুদুল আলম তৈরী পোশাক খাতের একজন সফল উদ্যোক্তা। মেঘনা ব্যাংকের পাশাপাশি তিনি লাবিব ডাইং মিলসের উপব্যবস্থাপনা পরিচালকের পদেও দায়িত্ব পালন করছেন।
ঢাকায় ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংক তাদের স্টার্টআপ লোন প্রোডাক্ট ‘ইবিএল স্টার্টআপ এক্সপ্লোরার’-এর অধীনে ভ্রমণ বুকিং সাইট শেয়ারট্রিপের অনুকূলে ১ কোটি টাকা ঋণ প্রদান করেছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আশিকুর রহমান, ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, শেয়ারট্রিপের সিইও সাদিয়া হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম খোরশেদ আনোয়ার, ইবিএলের হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন প্রমুখ।
গত নয় বছরের ধারাবাহিকতায় এ বছরও বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ৩৩ হাজার ৬০০ বই হস্তান্তর করল বিকাশ। প্রতিষ্ঠানটির দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় সারা দেশের স্কুল-শিক্ষার্থীদের মধ্যে এই বইগুলো বিতরণ করা হবে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে বইগুলো তুলে দেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)। বিকাশ ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের এই বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে।
ক্যাশলেস অর্থনীতিতে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম জোরদার ও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিংসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে গ্রামীণফোন রিটেইলারদের ব্যাংকের মাইক্রো-মার্চেন্ট হিসাবে নিয়োগদানে গ্রামীণফোনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া।
গত ৩১ মে রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট আদিল চৌধুরীর উপস্থিতিতে, উপব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান এবং গ্রামীণফোনের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগের প্রধান রাশেদা সুলতানা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
২৩ বছরে পদার্পণ করল যমুনা ব্যাংক। সম্প্রতি এক অনুষ্ঠানে দোয়া মাহফিলের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সাইদুল ইসলাম, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, পরিচালক কানুতোষ মজুমদার, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার এ কে এম মুশাররফ হুসাইন, রেদোয়ান-উল করিম আনসারী ও স্বতন্ত্র পরিচালকরা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ প্রমুখ।
গত ৩ জুন স্ট্যান্ডার্ড ব্যাংক ২৪ বছর পার করে ২৫ বছরে পদার্পণ করল। এ উপলক্ষে গত রোববার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান কাজী খুররম আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফেরদৌস আলী খান, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মনজুর আলম, এস এ এম হোসাইন, আবদুল আজিজ, শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, এ কে এম আবদুল আলীম, মো. আবুল হোসেন এবং স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী ও গোলাম হাফিজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান প্রমুখ।
নানা আয়োজনে গতকাল সোমবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ। কোম্পানির ছাতক, মেঘনা এবং মোংলা প্ল্যান্টে এই দিবসটি প্রতিপালনের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা ও প্লাস্টিক পণ্য ব্যবহার হ্রাস করতে সচেতনতা বৃদ্ধি করা।
প্রতিটি প্ল্যান্টের কর্মীদের অংশ গ্রহণে বিশেষ আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন শুরু হয়। এরপর করা হয় বৃক্ষরোপণ। কোম্পানির ছাতক প্ল্যান্টে লাফার্জহোলসিম কমিউনিটি ওয়েলফেয়ার স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং স্কুলের আশপাশের মাঠ থেকে পরিত্যক্ত প্লাস্টিক পণ্য সংগ্রহ করা হয়। কোম্পানির টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ‘জিওসাইকেল’ এর ব্যানারে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
রাজধানীর শ্যামপুরে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তৈরি অস্থায়ী রাসায়নিক গুদাম উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার এই গুদাম উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন, শিল্পসচিব জাকিয়া সুলতানা, প্রকল্পের ঠিকাদার নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মো. আব্দুল্লাহ আল মাকসুস এবং বিসিআইসি চেয়ারম্যান মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
মোনাশ ইউনিভার্সিটির সিএমও ফ্যাবিয়ান মেরোন ও ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড রিক্রুটমেন্ট ডিরেক্টর জেনি ম্যাকহেন্ড্রি সম্প্রতি ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) পরিদর্শন করেছেন।
মোনাশ কলেজ পাথওয়ের কোর্স মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই) এবং বিজনেস, আইটি ও ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা প্রদান করার মধ্য দিয়ে বাংলাদেশে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করছে এসটিএস গ্রুপের এই প্রতিষ্ঠান।
এ সময় দুপক্ষই মোনাশ পাথওয়ে প্রোগ্রাম, গ্র্যাজুয়েটদের নিয়োগের হার এবং স্কলারশিপ প্রোগ্রামসহ আরও বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। বিজ্ঞপ্তি
ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে গতকাল রোববার অনুষ্ঠিত হয় ‘গ্রে জোন অ্যাকটিভিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘অধ্যাপক ড. এস এইচ মাহমুদ ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে।
গতকাল রোববার ট্রাস্ট ফান্ড গঠনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উপাচার্যের দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ঢাবি মনোবিজ্ঞান বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. এস এইচ মাহমুদ তার নামে এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠায় ২৫ লাখ টাকার চেক তুলে দেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে। বিজ্ঞপ্তি