দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে সারা দেশ থেকে মানুষ ছুটে আসেন চিকিৎসার জন্য। ডেঙ্গুজ্বরের প্রকোপের সময়ও তার ব্যতিক্রম নয়। হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলা থেকে অষ্টম তলা পর্যন্ত চলছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা। সেখানে পা ফেলার জায়গা নেই। ওয়ার্ড ছাড়িয়ে রোগীদের জায়গা হয়েছে মেঝেতে, সিঁড়ির খোলা অংশে, বাথরুমের পাশে। রোগীদের জন্য নেই মশারি, খোলা আকাশের মতো খোলা ছাদের নিচে বেড না পেয়ে মেঝেতে জায়গা হয়েছে তাদের।
চলতি বছরই কেবল নয়, সব সময়ই ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এগিয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চেয়েও এ হাসপাতালে মোট রোগী এবং বর্তমানে রোগীর সংখ্যা বেশি। কিন্তু এখানে পা ফেলারও জায়গা নেই। ডেঙ্গু রোগীদের জন্য একে একে ওয়ার্ড বাড়িয়েও শেষ রক্ষা হচ্ছে না। বারান্দায়ও রোগীদের রাখতে হয়েছে। যেখানে বেড নেই, নেই মশারি।
যদিও ডেঙ্গু রোগীদের চিকিৎসার অন্যতম শর্তই হচ্ছে তাদের মশারির ভেতরে রাখতে হবে। কিন্তু সেটা এখানে করা হচ্ছে না। আর এতে ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালেরই চিকিৎসকরা। তারা বলছেন, এভাবে চিকিৎসা দিয়ে সঠিকভাবে ডেঙ্গু চিকিৎসার গাইডলাইন মানা সম্ভব হচ্ছে না।
অবশ্য স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু রোগীদের চিকিৎসায় দিক-নির্দেশনা দিয়েছে দেশের প্রতিটি হাসপাতালে। সেখানে বলা হয়েছে, ডেঙ্গুজ্বরে ভর্তি রোগীর মশারি ব্যবহার নিশ্চিত করতে হবে। সব হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইডলাইন অনুসরণ করতে হবে। ফ্লুইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপডেটেড ও গাইডলাইন অনুসরণ করতে হবে।
কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের এ নির্দেশনার বাস্তবায়ন দেখা যায়নি। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু রোগীদের স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। অথচ স্বাস্থ্যবিধি মানা একজন রোগীর জন্য যতটা গুরুত্বর্পূণ, তেমনি গুরুত্বপূর্ণ হাসপাতালের অন্যান্য রোগীসহ চিকিৎসক, নার্সসহ সবার জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক বলছেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত গাইডলাইন অনুযায়ী ২ ঘণ্টা পরপর তাদের ফলোআপ করতে হবে। কিন্তু যে পরিমাণ চিকিৎসক ও নার্স রয়েছেন, তাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে না। সিঁড়িতে যেসব রোগী থাকছেন, তারা তো এমনিতেই ‘হাইপো ভলিউমিক শকে (অক্সিজেনের অভাব)’ গিয়ে তার মৃত্যু হবে। আর এবার ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়েই বেশি রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে ডেঙ্গু সংক্রমণ এখন সারা বছর থাকে। তবে বর্ষা মৌসুম এডিস মশার প্রজননকাল। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এ জ্বরে আক্রান্ত হলেও মে মাসে রোগীর সংখ্যা প্রথমবার হাজারের ঘর ছাড়ায়। ওই মাসে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৩৬ জন। তবে পরের জুন মাসেই রোগী ছাড়িয়ে যায় ৫ হাজার। জুন মাসে হাসপাতালে ভর্তি হয় ৫ হাজার ৯৫৬ জন। বছরের প্রথম ছয় মাসে মোট রোগী হাসপাতালে ভর্তি হয় ৭ হাজার ৯৭৮ জন। এরপর মাত্র ১৫ দিনেই অর্থাৎ জুলাইয়ের অর্ধেক সময়ে (১৫ জুলাই সকাল ৮টা) পর্যন্ত রোগী ভর্তি হয়েছে ১৯ হাজার ৪৫৪ জন।
যা বলছে কর্তৃপক্ষ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক দৈনিক বাংলাকে বলেন, ‘রোগী বাড়ছে...অনেক বেড়ে যাচ্ছে। তবে আমরা চেষ্টা করছি রোগীদের সঠিক ম্যানেজমেন্টের আওতায় আনার জন্য। কিন্তু তাদের যদি আমরা বেডে দিই, তাহলে এত রোগী রাখা সম্ভব হবে না। ফ্লোরে জায়গা না দিয়ে তো উপায় নেই।’
তবে রোগীদের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে চেষ্টা করা হচ্ছে জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘চিকিৎসকদের সংকট কিছুটা রয়েছে, কারণ চিকিৎসকরা কর্মবিরতিতে গিয়েছেন কিছু। তারপরও আমরা এখানে চিকিৎসা চালিয়ে যেতে চেষ্টা করছি।’
রোগীর ভিড় সামলানোর চেষ্টার কথা জানিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াতুজ্জামান দৈনিক বাংলাকে বলেন, ‘আমি তো হাসপাতাল থেকে রোগী ফিরিয়ে দিতে পারি না। এখন পর্যন্ত চারটি ওয়ার্ড করা হয়েছে ডেঙ্গু রোগীদের জন্য, বর্তমানে ৪৪৮ জন এ হাসপাতালে চিকিৎসাধীন।’
ডেঙ্গু রোগীদের ফ্লোরে রাখার বিষয়ে তিনি বলেন, ‘সব বেড নেই আমাদের। আজকে (শনিবার) মোট রোগী ভর্তি ১ হাজার ২১৬ জন, আর শয্যা সংখ্যা ৫০০টি। ডেঙ্গু রোগীর সংখ্যা আনএক্সপেক্টেডভাবে (অনাকাঙ্ক্ষিত) বেড়েই চলেছে, তাহলে তাদের আমরা কোথায় রাখব? ৫০০ বেডের হাসপাতালে হাজারের বেশি রোগী রয়েছে…তাদের আমরা বেড দিতে পারছি না, মশারি দিতে পারছি না, যারা ফ্লোরে রয়েছে তাদের।’
নাম প্রকাশে অনিচ্ছুক এই হাসপাতালের একজন চিকিৎসক দৈনিক বাংলাকে বলেন, ‘আমাদের দেশের সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোতে এত বছরেও কোনো পরিবর্তন হয়নি। হাসপাতালগুলোর ছাদ বেড থেকে অনেক অনেক উঁচুতে। সেখানে যে সিলিং ফ্যান রয়েছে সেটার বাতাস রোগীরা আসলে পায় না। যার কারণে গরমের এই সময় মশারি টানাতে চায় না রোগীরা।’
তিনি বলেন, ‘আমরা অনেক অবকাঠামো করছি, অনেক যন্ত্রপাতি কিনে আনছি...কিন্তু রোগীবান্ধব একটি স্বাস্থ্যব্যবস্থা অথবা রোগীবান্ধব হাসপাতাল আমরা এত বছরেও তৈরি করতে পারিনি। অথচ ডেঙ্গু রোগীদের মশারি ছাড়া রাখা সে ভবনের প্রতিটি মানুষের জন্য ঝুঁকিপূর্ণ।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বর্তমান উপদেষ্টা ডা. মুশতাক হোসেন দৈনিক বাংলাকে বলেন, ‘একজন ডেঙ্গু আক্রান্ত রোগীকে যদি মশারি ছাড়া রাখা হয় তাহলে তার চারপাশে যারা রয়েছে সবাই ঝুঁকিতে পড়বে। কারণ তাকে যদি মশা কামড়ে সেই মশা আরেকজন সুস্থ মানুষকে কামড়ায় তাহলে দ্বিতীয়জনও ডেঙ্গুতে আক্রান্ত হবে। যার কারণে এই রোগীদের ট্রিটমেন্ট প্রটোকলেই রয়েছে, তাদের মশারির ভেতরে রাখতে হবে।’
জুলাইয়ের প্রথম ১৫ দিনে সাড়ে ১২ হাজার রোগী
জুন পর্যন্ত দেশে যেখানে ডেঙ্গুরোগীর সংখ্যা ছিল ৭ হাজার, সেখানে চলতি জুলাই মাসের অর্ধেক অর্থাৎ ১৫ জুলাই পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৫৪ জন। সে হিসাবে মাত্র ১৫ দিনে রোগী বেড়েছে সাড়ে ১২ হাজারের মতো।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুসারে, ১ জুলাই ২৭০ জন রোগী নিয়ে সংক্রমণের সংখ্যা ছাড়ায় ৮ হাজার। দুই দিনের মাথায় ৩ জুলাই রোগীর সংখ্যা ছাড়ায় ৯ হাজার। ঠিক তার ৭২ ঘণ্টা পর অর্থাৎ ৬ জুলাই ডেঙ্গু সংক্রমণ ছাড়িয়ে যায় ১১ হাজার। ৮ জুলাই রোগীর সংখ্যা ১২ হাজার ছাড়ায়। এক দিনে প্রথমবারের মতো ডেঙ্গু রোগী ৮০০ ছাড়ায়। সেদিনের রোগীদের মিলিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল ১২ হাজার ১১৮ জন। ৯ জুলাইতে রোগী ভর্তি হয় ৮৩৬ জন। ১০ জুলাইতে ৮৮৯ জনের ভর্তি নিয়ে সেদিন রোগী সংখ্যা হয় ১৩ হাজার ৮৪৩ জনে।
টানা তিন দিন রোগী ৮০০-এর ঘর অতিক্রম করে পরদিন ১১ জুলাই প্রথমবার হাজারের ঘর পার করে নতুন রেকর্ড হয়। সেদিন ১ হাজার ৫৪ জন নিয়ে মোট রোগী হয় ১৪ হাজার ৮৯৭। ১২ জুলাই আগের দিনের রেকর্ড ছাড়িয়ে রোগী ভর্তি হয় ১ হাজার ২৪৬ জন। মোট রোগী দাঁড়ায় ১৬ হাজার ১৪৩ জন। ১৩ জুলাই ১ হাজার ২৩৯ জন নিয়ে রোগী ভর্তি হয় ১৭ হাজার ৩৮২ জন। তবে ১৪ জুলাইতে ৪৪৯ জন ভর্তি হলেও ১৫ জুলাই অর্থাৎ গতকাল ফের সর্বোচ্চ রোগী ভর্তির তথ্য মিলল। অধিদপ্তরের তথ্যমতে, গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬২৩ জন।
পুরো দেশ ঝুঁকিতে
স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ঢাকা শহরের ৫৫টি ওয়ার্ড ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ। অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ দশমিক ৪ শতাংশ আর দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ দশমিক ৪৭ শতাংশ বাড়িতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘দুটি সিটি করপোরেশন এলাকা একই ঝুঁকির মধ্যে আছে। সামগ্রিকভাবে পুরো ঢাকা শহরে যেখানেই বৃষ্টির পানি জমে থাকার সুযোগ পেয়েছে সেখানেই এডিস মশার লার্ভা হয়েছে। দুই সিটিতেই আমরা কাছাকাছি পরিমাণ লার্ভার উপস্থিতি পেয়েছি।’
এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের স্বীকৃত পদ্ধতি ‘ব্রুটো ইনডেক্স’-এর মানদণ্ডে লার্ভার ঘনত্ব ২০ শতাংশের বেশি হওয়া মানেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।
জরিপে দেখা গেছে, উত্তর সিটি করপোরেশনের ৪০টি ওয়ার্ডের মধ্যে ২৭টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ওয়ার্ডেই ব্রুটো ইনডেক্স ২০-এর বেশি। উত্তর সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ড আর দক্ষিণ সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ডে ব্রুটো ইনডেক্স ১০ থেকে ১৯-এর মধ্যে। আর উত্তর সিটি করপোরেশনে ব্রুটো ইনডেক্স ২৫ দশমিক ৫২ শতাংশ আর দক্ষিণ সিটি করপোরেশনে এর হার ২০ দশমিক ৯৮ শতাংশ। এর মধ্যে আবার বহুতল ভবনে ৪৩ দশমিক ৫৩ শতাংশ। একক ভবনে ২১ দশমিক ৩১ শতাংশ, নির্মাণাধীন ভবনে ১৮ দশমিক ২১ শতাংশ।
এবারের জরিপে বাসাবাড়ি, নির্মাণাধীন স্থাপনা, খালি জমিতেও উদ্বেগজনক হারে লার্ভা পাওয়া গেছে। পাশাপাশি প্লাস্টিকের ড্রাম, মগ, টায়ার ও সিমেন্টের পানির ট্যাংকেও লার্ভার উপস্থিতি মিলেছে।
তবে কেবল ঢাকা শহরই নয়, ইতোমধ্যেই দেশের ৬৩ জেলায় ডেঙ্গু ছড়িয়েছে। বাকি রয়েছে কেবল চুয়াডাঙ্গা।
আরও ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা
বিশেষজ্ঞরা বলছেন, এ বছর মৌসুম শুরুর আগেই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এর আগে কখনোই ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েনি বাংলাদেশ। এই মুহূর্তে জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাপকহারে না বাড়ালে এ বছর ডেঙ্গু স্মরণকালের ভয়াবহ বিপর্যয় হিসেবে দেখা দেবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, জুন মাসে তার হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ছিল ১২ জন, অথচ এখন মেঝেতেও জায়গা হচ্ছে না।
এ অবস্থায় চিকিৎসকরা বলছেন, সামনের দিনগুলোতে অবস্থা আরও ভয়ংকর হবে। তারা বলছেন, এই সময়ে স্কুল খোলা উচিত হয়নি। কারণ, স্কুলগুলো সারারাত বন্ধ থাকে, অন্ধকার থাকে। শিশুদের যে স্কুল ড্রেস রয়েছে সেখানে শরীরের অনেকখানি অংশ অনাবৃত থাকে। আগামী সাত থেকে ১৪ দিনের মধ্যে আরও বেশি সংখ্যক শিশু স্কুল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আসবে, তাদের থেকে ছড়াবে পরিবারে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে লার্ভার যে ঘনত্ব উঠে এসেছে তাতে আগামী কয়েক দিনে ডেঙ্গুর সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবার গত কয়েক দিনের বৃষ্টির আগে করা এই জরিপের হিসাব আর বৃষ্টির পরের হিসাব এক থাকবে না। গত কয়েক দিনে থেমে থেমে বৃষ্টি হওয়ায় অসংখ্য পরিত্যক্ত পাত্রে পানি জমা হয়েছে, যার মধ্যে এডিস মশা ডিম পাড়বে। এই ডিমগুলো ফুটে লার্ভা, পিউপা ও উড়ন্ত মশায় পরিণত হবে। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাপক হারে না বাড়ালে ভয়ংকর হবে সামনের দিনগুলো।’
এডিসের চরিত্রও বদলেছে
বর্তমান সময়ে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা তার চরিত্র এবং আচরণ বদলেছে বলে জানাচ্ছেন ড. কবিরুল বাশার। দৈনিক বাংলাকে তিনি বলেন, ‘এত দিন আমরা জানতাম পরিষ্কার পানি এডিস মশার প্রজননস্থল। কিন্তু গবেষণায় সেটা ভুল প্রমাণিত হয়েছে। গবেষণায় এসেছে, এডিস মশা ড্রেনের ময়লা পানি এমনকি সমুদ্রের নোনা পানিতেও ডিম পাড়ে এবং জীবনচক্র সম্পন্ন করতে পারে। এমনকি, ১ সেন্টিমিটার পরিমাণ জমে থাকা পানিতেও এডিসের বংশবৃদ্ধি হয়েছে।’
গবেষণায় অত্যন্ত গুরুত্বর্পূণ বিষয় পেয়েছেন উল্লেখ করে ড. কবিরুল বাশার বলেন, ‘আগে জানতাম এডিস মশা দিনের বেলায় কামড়ায়- সেটাও বদলেছে, দিনের পাশাপাশি এখন রাতেও ভয়ঙ্কর এডিস।’
চলতি বছরে ১০০ মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের তথ্যমতে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে জ্বরটি কেড়ে নিল ৫৩ জনের প্রাণ। আর এ বছরে মোট মৃত্যু হলো ১০০ জনের। এদের মধ্যে ঢাকা নগরে মৃত্যু হয়েছে ৭৮ জনের, আর ঢাকার বাইরে মারা গেছেন ২২ জন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউ থেকে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মো. রাইয়ান (১৪) ও হাফসা খাঁন (১১) নামের আরও দুই শিক্ষার্থীকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে।
শনিবার ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
তিনি জানান, মো. রাইয়ান নামের এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার দুপুরের দিকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রাইয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার শরীরে ২২ শতাংশ দগ্ধ ছিল। তিনি গাজীপুরের টঙ্গীর মোহাম্মদ মোশারফ হোসেনের সন্তান।
অধ্যাপক নাসির আরো জানান, হাফসা খাঁন (১১) নামের এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার দুপুরের দিকে তাকেও ছাড়পত্র দেওয়া হয়েছে। হাফসার শরীরে ২২ শতাংশ দগ্ধ ছিল।
ডা. নাসির জানান, আমাদের জাতীয় বার্ন ও ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ২৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখানও ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আমরা আশা করছি, অন্যান্য যারা আমাদের এখানে ভর্তি আছে তারাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন ইনশাল্লাহ।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গবাদি প্রাণীতে অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহারের ফলে ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। যা মানব স্বাস্থ্যের জন্য ভবিষ্যতে মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। মানুষ এবং গবাদিপশু পাশাপাশি থাকলে প্রাণিসম্পদে ক্ষতিকর কিছু ব্যবহার করা হলে তা মানুষের শরীরে ফেরত আসার সম্ভবনা তৈরি হয়।
শনিবার উপদেষ্টা সৈয়দপুরের ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট মিলনায়তনে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) আঞ্চলিক কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন ও কর্মশালা-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় জাতের মুরগিসহ অন্যান্য দেশীয় সম্পদগুলো হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হবে এবং অঞ্চলভিত্তিক ক্ষতির কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য কাজ করতে হবে। দেশীয় মুরগির পাশাপাশি হাঁসের ডিমের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করতে হবে। তিনি বলেন, খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য ফিড ইন্ডাস্ট্রিতে খাদ্য উৎপাদনের সাথে সাথে খাদ্য তৈরির উপাদানের ক্ষেত্রেও আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। বাইরে থেকে খাদ্য তৈরির উপাদান আমদানি করা হলে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, কম খরচে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা করতে হবে। সরকারের বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে মন্ত্রণালয়ের কাজের ব্র্যান্ডিং বাড়াতে হবে। একই সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মরত জনবলের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয় সকল প্রকার সহযোগিতা করবে। কর্মশালায় বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক সভাপতির বক্তৃতায় বলেন, মধ্যম আয়ের দেশ হয়ে উঠার সাথে সাথে আমাদের প্রাণিজ আমিষের চাহিদা বৃদ্ধি পাবে এবং আমাদের উৎপাদন বাড়াতে হবে। আর উৎপাদন বৃদ্ধির জন্য গবেষণার বিকল্প নেই। বিএলআরআই দেশীয় সম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিএলআরআই ভবিষ্যতে স্থানীয় জাত সংরক্ষণ ও খাদ্যের উৎপাদন খরচ কমানোর জন্য কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএলআরআইয়ের পোলট্রি রিসার্চ সেন্টারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. সাজেদুল করিম সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন স্টেকহোল্ডার এ সময় উপস্থিত ছিলেন।
সমুদ্রপাড় বা সমুদ্রের কাছাকাছি বাস করা মানুষের কেবল মনই ভালো রাখে না, বরং দীর্ঘায়ু পেতেও সহায়ক হতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় এমন দাবি করা হয়েছে। ‘ওহাইও স্টেট ইউনিভার্সিটি’র গবেষকদের সাম্প্রতিক এক গবেষণা বলছে, যারা সমুদ্রতীর থেকে প্রায় ৫০ কিলোমিটারের মধ্যে বসবাস করেন তারা নদী বা হ্রদের কাছাকাছি শহরে বসবাসকারী মানুষের চেয়ে দীর্ঘায়ু পেতে পারেন।
যুক্তরাষ্ট্রজুড়ে ৬৬ হাজারেরও বেশি আদমশুমারির তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। মানুষ কোন ধরনের জলাশয়ের আশপাশে বাস করছেন তার ওপর নির্ভর করে তাদের গড় আয়ু কীভাবে পরিবর্তিত হয়, এ গবেষণায় তা খতিয়ে দেখেছেন তারা। যেমন– সমুদ্র, নদী, হ্রদ বা অন্য কোনো জলপথ।
গবেষণা বলছে, যারা সমুদ্রপাড় বা উপসাগরের কাছাকাছি থাকেন তারা সাধারণত বেশি দিন বাঁচেন। গড় হিসেবে উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা যুক্তরাষ্ট্রের জাতীয় গড় আয়ু ৭৯ বছরের চেয়ে আরও এক বছর বেশি বাঁচেন।
অন্যদিকে, যারা বড় হ্রদ বা নদীর মতো জলাশয়ের পাশে থাকা শহরে বাস করেন সমুদ্রপারের মানুষের চেয়ে গড়ে এক বছর কম বাঁচেন তারা।
এ গবেষণার প্রধান লেখক ড. জিয়ানইয়ং ‘জেমি’ উ বলেছেন, আয়ুর এই পার্থক্য নানা বিষয়ের মিলিত প্রভাবে হতে পারে। সমুদ্রের কাছাকাছি বসবাসকারীরা সাধারণত কিছু সুবিধা ভোগ করেন। যেমন– ঠাণ্ডা ও স্থিতিশীল তাপমাত্রা, অপেক্ষাকৃত পরিচ্ছন্ন বাতাস এবং হাঁটা বা সাঁতার কাটার মতো শারীরিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সহজ সুযোগ।
এছাড়াও সমুদ্রপাড়ের মানুষ বেশি আয় করেন, ভালো যাতায়াত সুবিধা পান– এসব বিষয়ও মানুষের সুস্থ থাকা ও দীর্ঘায়ু হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
অন্যদিকে, নদী বা হ্রদের কাছাকাছি শহরাঞ্চলের মানুষ বেশি মাত্রায় দূষণ, দারিদ্র্য, নিরাপদ ব্যায়ামের জায়গার অভাব ও বন্যার ঝুঁকিতে থাকেন। এসব থেকে ইঙ্গিত মেলে, কেন স্থলবেষ্টিত জলাশয়ের পাশে থাকা মানুষ সমুদ্রপাড়ের মানুষের মতো স্বাস্থ্য উপকারিতা পান না।
গবেষণার আরেক গবেষক ইয়ানি কাও বলেছেন, তাপমাত্রার পার্থক্য এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমুদ্রপাড়ের আবহাওয়া সাধারণত ঠাণ্ডা ও সহনীয় থাকে। ফলে মানুষের গরমজনিত স্বাস্থ্য সমস্যা যেমন হিট স্ট্রোক বা ক্লান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায়।
পানির কাছে বসবাস করাকে ‘ব্লু স্পেস’ বলে, যা শরীরের জন্য ভালো হতে পারে। তবে এ ধারণা নতুন কিছু নয়। আগের বিভিন্ন গবেষণা থেকেও ইঙ্গিত মিলেছে, যারা পানির কাছাকাছি থাকেন তারা সাধারণত বেশি সক্রিয় থাকেন। তাদের মোটা হওয়ার হার কম হয় ও হৃদযন্ত্র ভালো থাকে।
তবে এ গবেষণাতেই প্রথমবারের মতো স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, মানুষ কী ধরনের পানির পাশে ও কেমন পরিবেশে বসবাস করেন তা তাদের আয়ুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ড. উ বলেছেন, ‘উপকূলীয় ও স্থলভাগের বাসিন্দাদের আয়ুর এত বড় পার্থক্য দেখে আমি অবাক হয়েছি। আমরা ভাবছিলাম সব ধরনের ব্লু স্পেস বা পানির আশপাশের এলাকা থেকে সুবিধা পাওয়া যাবে। তবে আমাদের গবেষণা বলছে, সমুদ্রপারের জীবন সত্যিই আলাদা।’
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (SUB) ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড কন্টিনিউয়িং এডুকেশন (ISDCE)-এর আয়োজনে আজ (২৭ আগষ্ট, বুধবার) অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনার ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি। “Her Health, Her Power: Be Aware, Be Brave, Be Cared” প্রতিপাদ্যে আয়োজিত এ দিনব্যাপী কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আশপাশের এলাকার বিপুল সংখ্যক নারী অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। সভাপতিত্ব করেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখেন ISDCE-এর পরিচালক মো. মাহমুদুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যান্সার মহামারী বিশেষজ্ঞ ও প্রতিরোধমূলক অনকোলজিস্ট প্রফেসর ড. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, যিনি বাংলাদেশে স্তন ক্যান্সারের প্রকোপ, ঝুঁকি, প্রাথমিক লক্ষণ এবং নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “প্রতিরোধ চিকিৎসার তুলনায় অনেক সাশ্রয়ী এবং কার্যকর। সচেতনতা ও প্রাথমিক শনাক্তকরণই জীবন রক্ষার মূল চাবিকাঠি।”
অনুষ্ঠানে ক্যান্সার জয়ী এবং সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের মহাসচিব জাহান-ই-গুলশান শাপলা তার অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া বক্তব্য রাখেন হারমনি ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিতাভ ভট্টাচার্য এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আবু জামিল ফয়সল।
অনুষ্ঠানে উইমেন্স হেলথ এডুকেটর মাহমুদা মিতু পরিচালিত বিশেষ প্রশিক্ষণ সেশনে নারীদের হাতে-কলমে শেখানো হয় কীভাবে ঘরে বসে স্ব-পরীক্ষার মাধ্যমে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্ত করা সম্ভব। পাশাপাশি সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নারী শিক্ষক, শিক্ষার্থী ও পার্শ্ববর্তী এলাকার নারীদের জন্য বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এই কর্মসূচি একদিনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ভবিষ্যতে আরও নিয়মিতভাবে নারী স্বাস্থ্যসচেতনতা ও স্ক্রিনিং সেবা চালু করার পরিকল্পনা রয়েছে। কর্মসূচির পৃষ্ঠপোষকতা করে NanoGroup, যা এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিশ্বাস করে, নারীর স্বাস্থ্য সুরক্ষিত হলে পরিবার ও সমাজ উভয়ই সুরক্ষিত হয়। আজকের এই আয়োজন প্রমাণ করেছে যে শিক্ষাঙ্গন শুধু জ্ঞানচর্চার ক্ষেত্র নয়, বরং সামাজিক দায়বদ্ধতা পালনেরও একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।
দেশে প্রাপ্তবয়স্ক চার কোটি মানুষ বাতের ব্যথায় ভুগছে। অর্থাৎ এক-তৃতীয়াংশ গিরা, পেশি কিংবা হাড়ের সমস্যায় ভুগছে। সম্প্রতি ‘কমিউনিটি ওরিয়েন্টেড প্রোগ্রাম ফর কন্ট্রোল অব রিউমেটিক ডিসিজের’ (কপকর্ড) চালানো এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ও এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নীরা ফেরদৌস।
ডা. নীরা ফেরদৌস বলেন, গবেষণায় দেখা গেছে, দেশে প্রায় ৩ ভাগের ১ ভাগ অর্থাৎ প্রায় ৪ কোটি প্রাপ্ত বয়স্ক মানুষ গিরা, পেশি কিংবা হাড়ের সমস্যায় ভুগছে। বাত ব্যথাজনিত রোগী বাড়লেও সেই তুলনায় বাতরোগ বিশেষজ্ঞ দক্ষ চিকিৎসক নেই। ফলে অনেক রোগী অপচিকিৎসার শিকার হচ্ছেন। সরকারের উচিত এই দিকে নজর দেওয়া।
তিনি বলেন, দেশে রিউমাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ১৭ লাখের মতো। প্রতি বছর আরো সাড়ে ৬ হাজার নতুন রোগী বাড়ছে। এদিকে বয়সজনিত বাতের রোগ হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন দেশের প্রায় সোয়া কোটি মানুষ।
আর নতুন করে প্রতি বছরে আক্রান্ত হচ্ছেন কমপক্ষে ১৩ লাখ মানুষ। অন্যদিকে বয়সজনিত কোমড় বাত ব্যথায় (লাম্বার স্পন্ডাইলোসিস) ভুগছেন ১ কোটি ৬ লাখ মানুষ। নতুন করে প্রতিবছর আক্রান্ত হচ্ছেন ৩ লাখের মতো রোগী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএনআরএফআরের চেয়ারম্যান, এশিয়া প্যাসিফিক লীগ অব অ্যাসোসিয়েশন ফর রিউমাটোলজি ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। তিনি বলেন, দেশে প্রতি ৪ জন মানুষে একজন নানা কারণে দরিদ্র হচ্ছেন।
এর মধ্যে চিকিৎসায় মানুষের ব্যয় অনেক বেশি। অথচ এই ক্ষেত্রে সহযোগিতা নেই বললেই চলে। ব্যথার কষ্টে ভোগা মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা থেকে আমাদের যাত্রা শুরু। এই কার্যক্রমে যারা পাশে থেকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
বাত-ব্যথা রোগীদের জন্য কাজ করা সংগঠন প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের পক্ষ থেকে নবমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে দিনভর বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধ, প্রশ্ন উত্তরের মাধ্যমে সমস্যার সমাধানসহ রোগীদের হাতে কলমে ব্যায়াম শেখানো হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মেডিসিন ও ডায়াবেটিস, থাইরয়েড রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাসিম আক্তার চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য মো. মুনির হোসেন, মেজর জেনারেল কাজী ইফতেখার-উল-আলম, রোটারি ক্লাব ঢাকার সাবেক প্রেসিডেন্ট শেখ নাহার মাহমুদ, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম, ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক আমিনুর রহমান সাব্বির, পিএনআরএফআরের সেক্রেটারি জেনারেল ড. পিযুষ কান্তি বিশ্বাস।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন এবং রংপুর বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত একদিনে সারাদেশে ৩০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৬৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ২০ হাজার ৯৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৩ জনের।
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
বিশ্বব্যাপী লিভার ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ২০৫০ সালের মধ্যে প্রায় দ্বিগুণ হতে পারে। মঙ্গলবার প্রকাশিত এক গবেষণায় এমন সতর্ক করা হয়েছে।
তবে স্থূলতা, মদ্যপান ও হেপাটাইটিসের মতো প্রতিরোধযোগ্য ঝুঁকিগুলোর বিরুদ্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিলে অনেক ক্ষেত্রেই এ রোগ এড়ানো সম্ভব।
প্যারিস থেকে এএফপি এই খবর জানিয়েছে।
ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত গ্লোবাল ক্যানসার অবজারভেটরির তথ্য অনুযায়ী, বর্তমানে লিভার ক্যান্সারে প্রতি বছর নতুন আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭০ হাজার হলেও ২০৫০ সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে ১৫ লাখ ২০ হাজারে। রোগটির অবস্থান এখন ক্যান্সারের মধ্যে ষষ্ঠ।
তবে মৃত্যু হারের দিক থেকে এটি তৃতীয়। গবেষণা বলছে, ২০৫০ সালের মধ্যে এই ক্যান্সারে ১৩ লাখ ৭০ হাজার মানুষের প্রাণ যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, লিভার ক্যান্সারের প্রতি পাঁচটি রোগীর মধ্যে তিনজনই চাইলেই এই রোগ থেকে বাঁচতে পারেন। মূল ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে মদ্যপান, হেপাটাইটিস বি ও সি ভাইরাস এবং ‘এমএএসএলডি’ (মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ) নামের এক রোগ। এই রোগে ওজন বাড়ার কারণে লিভারে চর্বি জমা হয়। পূর্বে এটিকে ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ নামে ডাকা হতো।
বিশ্ব হেপাটাইটিস দিবসে (২৮ জুলাই) প্রকাশিত এ গবেষণায় বলা হয়, ২০৫০ সালেও হেপাটাইটিস বি ও সি ভাইরাস লিভার ক্যান্সারের প্রধান কারণ হিসেবে থাকবে। জন্মের পরপর টিকা দেওয়া হেপাটাইটিস বি প্রতিরোধে সবচেয়ে কার্যকর হলেও সাব-সাহারা আফ্রিকাসহ অনেক নিম্নআয়ের দেশে এখনও টিকাদানের হার খুবই কম।
গবেষকদের আশঙ্কা, টিকাদানের হার না বাড়লে ২০১৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত হেপাটাইটিস বি-তে বিশ্বজুড়ে ১ কোটি ৭০ লাখ মানুষের মৃত্যু হতে পারে।
অন্যদিকে, ২০৫০ সাল নাগাদ লিভার ক্যান্সারের ২১ শতাংশ কারণ হবে মদ্যপান, যা ২০২২ সালের তুলনায় দুই শতাংশের বেশি। এছাড়া, ওজন বাড়ার কারণে লিভারে জমে থাকা চর্বি থেকে সৃষ্ট ক্যান্সারের হার বেড়ে ১১ শতাংশে পৌঁছাবে। যা এখনকার চেয়ে দুই শতাংশ বেশি।
গবেষণাটি বলেছে, বিশ্বজুড়ে এখনই লিভার ক্যান্সার প্রতিরোধে জরুরি উদ্যোগ নিতে হবে। বিশেষজ্ঞদের মতে, এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। বিশেষ করে যাঁরা স্থূলতা বা ডায়াবেটিসে আক্রান্ত, তাঁদের মধ্যে ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বেশি। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ায় এ বিষয়ে বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গবেষকরা।
'সারা পৃথিবীতে ৩০ কোটির বেশি মানুষ 'হেপাটাইটিস বি ও সি‘তে আক্রান্ত। পৃথিবীতে ১৩ লাখ মানুষ প্রতিবছর 'হেপাটাইটিস বি'তে মারা যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্যসংস্থার মতে এটি জনস্বাস্থ্যের জন্য বিরাট হুমকি। আগে বাংলাদেশের প্রতি ১২ জনে একজন আক্রান্ত ছিলেন। বর্তমানে তা কিছুটা কমেছে। তবে ৯০ শতাংশ 'হেপাটাইটিস বি' রোগী ব্যক্তি জানেন না তিনি আক্রান্ত। চিকিৎসা হাতের নাগালে। অনেকে সঠিকভাবে স্ক্রিনিং করছেন না। আবার সচেতনতার অভাবে কেউ চিকিৎসা নিচ্ছেন না। সমাজে কুসংস্কার থাকায় মানুষ সচেতন হচ্ছেন না। এই কুসংস্কার ভেঙে দিতে হবে।'
সোমবার (২৮ জুলাই) কুমিল্লায় বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। কুমিল্লা লিভার ক্লাব ও রোটারি ক্লাব অব লালমাইয়ের আয়োজনে কুমিল্লা লিভার ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা ও স্বল্পমূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়। এর আগে একটি র্যালি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কুমিল্লা লিভার ক্লাবের সহ-সভাপতি লুৎফুর বারী চৌধুরী হিরুর সঞ্চালনায় ও সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ইজাজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী রোটারিয়ান দিলনাঁশি মহসিন, রোটারিয়ান ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ, রোটারি ক্লাব অব লালমাইয়ের সভাপতি এনামুল হক জুয়েল, রোটারিয়ান জাকির হোসেন, সাংবাদিক খায়রুল আহসান মানিক, রোটারিয়ান শফিকুল ইসলাম শামিম প্রমুখ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৪ জন রোগী।
শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরাবরের মতো বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ সময়ে বিভাগটিতে আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৬০ জন।
বিজ্ঞপ্তির তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৪ জন।
নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ জন। ঢাকা বাদে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৪ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ১ শতাংশ নারী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১৮ হাজার ৭৮৯ জন। এর মধ্যে ৪১ দশমিক ৪ শতাংশ নারী এবং ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ।
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এ বছর সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে রাজধানী ঢাকায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রামে মৃত্যু হয়েছে একজনের। আর সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৯ জন রোগী।
বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২২৯ জন। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৩ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক ৪ শতাংশ নারী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১৮ হাজার ৩৪৫ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব শনাক্তের খবর পাওয়া যায়। বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৬৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। পাশাপাশি মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭১০ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত, দেশে ২০ লাখ ৫২ হাজার ২৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সারা দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২৭ জনে ঠেকেছে।
ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্মরণে জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক আজ শনিবার (১৯ জুলাই) বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। ডিএসসিসি অঞ্চল-৬ এর ৭৪ নং ও ৭৫ নং ওয়ার্ডে (নন্দীপাড়া-নাসিরাবাদ এলাকা) পরিচালিত এ অভিযানে কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া এঁর উপস্থিতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মো. রেজাউল মাকছুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সকাল ০৬:০০ ঘটিকায় শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থানা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী এবং স্থানীয় জনগণ এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার ও মশার ঔষধ প্রয়োগ করা হয়। এছাড়া, জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দা ও বিডি ক্লিন সদস্যদের অংশগ্রহণে জনসচেতনতামূলক একটি র্যালি অনুষ্ঠিত হয়।
পরিচ্ছন্নতা প্রোগ্রাম চলাকালীন সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, "আমরা যদি নিজ আঙিনা পরিষ্কার রাখি, যত্রতত্র ময়লা না ফেলি তাহলে সিটি কর্পোরেশনের কাজ সহজ হয়ে যায়।" জনগণের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে পরিচ্ছন্ন নগর ও দেশ গড়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া বলেন, " আমরা সম্মানিত নাগরিকদের দুয়ারে দুয়ারে এসেছি স্থানীয় বাসিন্দাদের সচেতন ও সম্পৃক্ত করতে ।" তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় জনগণ অংশগ্রহণ করলেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সফল হবে। এছাড়া নবগঠিত ওয়ার্ড সমূহের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ উদ্যোগ গৃহীত হবে বলে প্রশাসক জানান।
পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা দিনে দিনে বাড়ছে। রবিবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় একজন ও চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩০ জন রোগী।
সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বরাবরের মতো বরিশাল বিভাগে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। এ সময়ে বিভাগটিতে নতুন আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৮৬ জন। বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন।
নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫৯ জন। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৩ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক ৬ শতাংশ নারী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১৫ হাজার ২১০ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী।