বুধবার, ১ অক্টোবর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

ভালোবাসুন নিজের চোখকে

চলছে চোখের পরীক্ষা - নিরীক্ষা
প্রকাশিত
প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২২ ১৬:০৭

‘নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।’ মায়াবী কাজল কালো চোখ নিয়ে মানুষের রোমান্টিকতার শেষ নেই। পাশাপাশি অঙ্গ হিসেবেও চোখের গুরুত্ব অপরিসীম। কারণ, বহির্জগতের সঙ্গে মানুষের সংযোগ রক্ষায় চোখ অন্যতম ভূমিকা পালন করে থাকে। একজন দৃষ্টিহীন মানুষই কেবল বুঝতে পারে চোখের কত মূল্য! তাই দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ রাখার জন্য চোখের যত্ন নেয়ার বিকল্প নেই। সারা বিশ্বে অন্ধত্ব প্রতিরোধ ও নিবারণে জনসচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয়পর্যায়ে পলিসি বিনির্মাণে আরও উদ্যোগ তৈরির লক্ষ্যে প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার ‘বিশ্ব দৃষ্টি দিবস’ পালন করা হয়। এ বছরও আগামীকাল ১৩ অক্টোবর আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হবে। সেই দিবস এবং চোখের গুরুত্ব নিয়েই আজকের ‘স্বাস্থ্যকথার’ সব আয়োজন। লিখেছেন চক্ষু বিশেষজ্ঞ ডা. আতিকুল হক

দৃষ্টিহীনতা বা অন্ধত্ব চোখের নানান রোগের কারণে হতে পারে। এর মধ্যে বেশির ভাগ রোগই প্রতিরোধযোগ্য। সচেতনতা বৃদ্ধি এবং চক্ষু রোগের সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার মাধ্যমে বেশির ভাগ অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব। সমস্যা হচ্ছে আমাদের মতো উন্নয়নশীল দেশে প্রান্তিকপর্যায়ে চক্ষুসেবার অপ্রতুলতা প্রকটভাবে বিদ্যমান। এই সমস্যা নিরসনে প্রান্তিকপর্যায়ে চক্ষুসেবাকে বিস্তৃত করার জন্য বাংলাদেশ সরকারের ‘ন্যাশনাল আই কেয়ার প্রজেক্ট’-এর অধীনে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ভিশন সেন্টার’ স্থাপন করা হচ্ছে। পাশাপাশি নানান বেসরকারি সংস্থাও কাজ করে চলেছে। প্রতিরোধযোগ্য চোখের অসুখের কারণে একটি মানুষও যেন অন্ধ না হন- এ লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সব উদ্যোগের পাশাপাশি নিজেদেরও চোখের অসুখগুলো সম্পর্কে ধারণা এবং কোথায় এ সব অসুখের সঠিক চিকিৎসা পাওয়া যাবে তা জানতে হবে। চোখের সাধারণ কিছু রোগ সম্পর্কে দৃষ্টিপাত ও তার মাধ্যমে এই কাজকে আরেকটু এগিয়ে নেয়াই আজকের আলোচনার উদ্দেশ্য।

নবজাতক ও শিশুদের চোখের রোগ

নবজাতক শিশুদের চোখের রোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, চোখ ওঠা বা কনজাংক্টিভাইটিস, রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি (আরওপি), জন্মগত ছানি, জন্মগত গ্লুকোমা, রিফ্র্যাক্টিভ এরর বা চোখের পাওয়ারের সমস্যা, অলস চোখ, ট্যারা চোখ, চোখে আঘাত পাওয়া ইত্যাদি। এর প্রায় সবই যথাসময়ে ডায়াগনোসিস হলে চিকিৎসায় ভালো করা সম্ভব। যেসব বাচ্চা প্রিম্যাচুর তাদের অবশ্যই জন্মের এক মাসের মধ্যে চক্ষুবিশেষজ্ঞ দিয়ে চোখ পরীক্ষা করিয়ে নেয়া উচিত। কারণ, আরওপি একটি নিরাময়যোগ্য রোগ। কিন্তু সঠিক সময়ে ডায়াগনোসিস না হলে অন্ধত্ব নিশ্চিত। এ ছাড়া প্রতিটি শিশুকে স্কুলে ভর্তি করার সময়ই একবার অন্তত চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করিয়ে নেয়া উচিত। ট্যারা চোখ নিয়েও আমাদের সমাজে রয়েছে নানান কুসংস্কার। যার ফলে অনেকেই এর চিকিৎসা করান না। কিন্তু সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে এটা নিরাময়যোগ্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চাদের খেলাধুলার সময়ে চোখে আঘাত পাওয়া। মাঝে মাঝে এসব আঘাত এমন মারাত্মক হয় যে, চোখ অন্ধ হয়ে যায়। তাই সুচালো, ধারালো বা এই ধরনের ঝুঁকিপূর্ণ খেলনা বাচ্চাদের দেয়া উচিত নয়। বাচ্চাদের চোখের যেকোনো সমস্যায় নিবন্ধিত চক্ষুবিশেষজ্ঞ ছাড়া চিকিৎসা নেয়াও উচিত নয়।

অনেকের ধারণা যে ছানি এবং গ্লুকোমা এসব বয়স্কদের রোগ। কিন্তু বাচ্চাদেরও এসব রোগ হতে পারে। সঙ্গে সঙ্গে চিকিৎসা না করালে স্থায়ীভাবে বাচ্চা অন্ধ হয়ে যেতে পারে, যা পরে চিকিৎসায় তেমন একটা লাভ হয় না। দেশের সরকারি বিভিন্ন হাসপাতালে এসব চিকিৎসা ও অপারেশন প্রায় বিনামূল্যে করা হয়ে থাকে। এর মধ্যে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল অন্যতম, যেখানে বাচ্চাদের সব রোগের চিকিৎসা প্রায় বিনামূল্যে পাওয়া যায়।

এ ছাড়া বর্তমানে আরও একটি সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। সেটি হচ্ছে শিশুদের মাত্রাতিরিক্ত মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার। গবেষণায় দেখা গেছে, যে সব শিশু মাত্রাতিরিক্ত ডিভাইস ব্যবহারে আসক্ত তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়া ছাড়াও চোখের পাওয়ারজনিত সমস্যার ঝুঁকি বেড়ে যায়। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে যেন একদম ছোটবেলা থেকেই এই অভ্যাস তৈরি না হয়।

প্রাপ্তবয়স্কদের নিরাময়যোগ্য চক্ষুরোগ

১. চোখের ছানি বা ক্যাটারেক্ট- এটি বয়স্কদের অন্যতম একটি রোগ যার কারণে চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে যায়। বয়সজনিত এবং আরও কিছু কারণে আমাদের চোখের স্বচ্ছ লেন্সটি ঘোলা হয়ে যায়। এটাই ক্যাটারেক্ট বা ছানি রোগ। এই রোগের চিকিৎসা হচ্ছে যথাসময়ে ছানি অপারেশন করানো। বর্তমানে বিশ্বের উন্নত প্রযুক্তির মেশিনে চোখের ছানি অপারেশন বিভিন্ন সরকারি হাসপাতালে বিনামূল্যে করা হয়ে থাকে। এ ছাড়া বিভিন্ন এনজিও বিনামূল্যে ছানি শনাক্ত ও অপারেশন করে থাকে। তবে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ছাড়া ছানি অপারেশন করানো উচিত না। অপারেশন এবং হাসপাতালের সার্বিক মান ভালো না হলে বরং আরও ক্ষতি হতে পারে।

২. রিফ্যাক্টিভ এরর বা চোখের পাওয়ারের সমস্যা- এই সমস্যার কারণেও দৃষ্টিশক্তি কমে যেতে পারে, যা অতি সহজেই চশমা ব্যবহারের মাধ্যমে সমাধান করা সম্ভব। প্রায় প্রতিটি মানুষের বয়স ৪০ পার হলেই কাছের দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যেতে থাকে। এটি একটি বয়সজনিত সাধারণ সমস্যা। এটাও চশমার মাধ্যমে সমাধান করা সম্ভব।

৩. ডায়াবেটিস ও হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি- যাদের দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের চোখের রেটিনা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এগুলো পুরোপুরিই প্রতিরোধযোগ্য অসুখ। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা না করালে পুরোপুরি অন্ধত্বও হতে পারে। তাই যাদের ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ রয়েছে তাদের বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করানো বাধ্যতামূলক। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ডায়াবেটিস রেটিনোপ্যাথির অগ্রগতি থামানো সম্ভব। এ ছাড়া কিছুটা মারাত্মক অবস্থায় চলে গেলেও লেজার, ইনজেকশন ইত্যাদির মাধ্যমে আরও মারাত্মক ক্ষতি থেকে চোখকে রক্ষা করা সম্ভব। ডায়াবেটিস রেটিনোপ্যাথি স্ক্রিনিং প্রোগ্রাম জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে বিনামূল্যে করা হয়ে থাকে। এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হলেও এ হাসপাতালে তা প্রায় বিনামূল্যে করা হয়ে থাকে।

৪. গ্লুকোমা- এটি চোখের ভেতরের প্রেশার বৃদ্ধিজনিত একটি রোগ। একে বলা হয়ে থাকে নীরব ঘাতক। কারণ একদম মারাত্মক অবস্থায় না গেলে রোগী বুঝতেও পারেন না যে তার এই রোগটি রয়েছে। এটি চোখের স্থায়ী অন্ধত্বের একটি কারণ, যা প্রতিরোধযোগ্য। বিশেষ করে যাদের পরিবারে এই রোগের হিস্ট্রি রয়েছে, নিকটাত্মীয় যেমন, বাবা-মা ও ভাই-বোনের কারো এই রোগ থাকলে তাদের উচিত গ্লুকোমা স্ক্রিনিং নিয়মিত করানো। কারণ প্রাথমিক অবস্থায় ডায়ালোসিস ও নিয়মিত চিকিৎসা গ্রহণের মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব।

৫. কর্নিয়ার অসুখ- আলসার বা ক্ষত তৈরি হওয়া কর্নিয়ার একটি মারাত্মক অসুখ। আঘাতের কারণে, বিশেষ করে যারা কৃষিকাজ করেন, তাদের কর্নিয়ায় ছত্রাক দ্বারা আলসার তৈরি হতে পারে যা অন্ধত্বের কারণ হতে পারে। এ ছাড়া যারা ওয়েল্ডিংয়ের কাজ করেন, তারা প্রায়ই ওয়েল্ডিংয়ের লোহার টুকরার আঘাত পান কর্নিয়ায়, যাতে কর্নিয়ায় স্থায়ী দাগ পড়াসহ আলসার বা ক্ষত তৈরির ঝুঁকি রয়ে যায়। তাই সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি এবং প্রটেকটিভ চশমা ব্যবহার করে কাজ করার উৎসাহ প্রদান করতে হবে। কর্নিয়ার অসুখের কারণে অনেক মানুষ অন্ধত্বের শিকার হন, যা কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে নিরাময় সম্ভব। কিন্তু ধর্মীয়সহ নানা কারণে আমাদের দেশের মানুষ মরণোত্তর চক্ষুদানে তেমন উৎসাহ পান না। এ ব্যাপারে ধর্মীয় নেতাসহ সমাজের সকল স্তরের মানুষের ব্যাপক কাজ করার ক্ষেত্র রয়ে গেছে।

৬. বিবিধ- এ ছাড়া উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত কোলেস্টেরলের কারণে চোখের রেটিনার রক্তনালি ব্লক, চোখের নার্ভের রক্তনালি ব্লকসহ নানান অসুখ হতে পারে। ধূমপান, মদপানের কারণেও এসব রোগ হতে পারে। তাই এ বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করা প্রয়োজন।

চোখ অমূল্য সম্পদ। চোখের যত্ন এবং চোখের নানা প্রতিরোধযোগ্য অসুখের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনেক আগে থেকেই কার্যক্রম চালিয়ে আসছে। এখন সময় এসেছে আমাদের জনগণের নিজেদের সচেতন হওয়ার। আপনার দৃষ্টি, আপনার সম্পদ। তাই আপনার চোখের যত্ন নিন, নিজের চোখ দুটোকে ভালোবাসুন।

লেখক : চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন,

লং টার্ম ফেলো ইন ভিট্রিও-রেটিনা,

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল।


বাংলাদেশে প্রতি পাঁচ মৃত্যুর মধ্যে একটি হৃদরোগজনিত

আপডেটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:১৪
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশে প্রতি পাঁচটি মৃত্যুর একটি হৃদরোগজনিত বলে জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।

গতকাল সোমবার ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সারাদেশে বিশ্ব হার্ট দিবস-২৫ উদযাপন করেছে।

হৃদরোগ বিশ্বের এক নম্বর প্রাণঘাতী অসংক্রামক রোগ, অথচ শতকরা ৮০ শতাংশ ক্ষেত্রেই হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধযোগ্য– এই বার্তা পৌঁছে দিতে দিনব্যাপী আয়োজিত হয়েছে বিভিন্ন কর্মসূচি।

দিনের শুরুতে রাজধানীর মিরপুরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে কয়েক শতাধিক মানুষের একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সামনে এসে শেষ হয়।

এরপর ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আয়োজিত গণমুখী সেমিনারে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে অসংক্রামক রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। আমাদের জীবনাচরণে এমন কিছু পরিবর্তন এসেছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হৃদরোগ প্রতিরোধে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র– সবাইকে সচেতনতা বাড়াতে একসঙ্গে কাজ করতে হবে।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক। তিনি বলেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারকে সহায়তা করতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সারা বছরজুড়ে গবেষণা, অ্যাডভোকেসি ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী।

মূল প্রবন্ধে তিনি বলেন, বাংলাদেশে প্রতি পাঁচটি মৃত্যুর একটি হৃদরোগজনিত। গ্লোবাল বারডেন অব ডিজিজ স্টাডি ২০১৯ অনুযায়ী, মৃত্যু ও পঙ্গুত্বের প্রধান চারটি কারণের একটি তামাক। তাই হৃদরোগের ঝুঁকি কমাতে এখনই তামাক ব্যবহার বন্ধ এবং বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন করা জরুরি।

গণমুখী সেমিনারে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগ্ম-মহাসচিব নওশাদ হোসেন, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক মো. ইউনুসুর রহমান ও অধ্যাপক তওফিক শাহরিয়ার হক।

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।

এছাড়া ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে আয়োজন করা হয় বিনামূল্যে হৃদরোগ নির্ণয় ক্যাম্প, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ কার্যক্রম। রাজধানীর বাইরেও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ৪৫টি অধিভুক্ত সমিতি (অ্যাফিলিয়েটেড বডি) বিভিন্ন স্থানে দিবসটি উদযাপন করে।

সেমিনার থেকে বলা হয়, একটি স্পন্দনও উপেক্ষা করবেন না। প্রতিটি হৃদস্পন্দনই জীবন। এখনই পদক্ষেপ নিন, জীবন বাঁচান।


“ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প” সম্পন্ন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে সফলভাবে অনুষ্ঠিত হলো দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। মহাখালী রাওয়া’র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ প্রদান করেন –
প্রফেসর ডাঃ নাসির উদ্দিন আহমেদ (চিফ কার্ডিয়াক সার্জন), অধ্যাপক ডাঃ খন্দকার কামরুল ইসলাম (চিফ ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), অধ্যাপক ডাঃ অমল কুমার চৌধুরী (সিনিয়র ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান (সিনিয়র কার্ডিওভাসকুলার সার্জন), ডাঃ আশরাফুল হক সিয়াম (মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জন), ডাঃ সানিয়া হক (ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), ডাঃ এম এ হাসনাত (ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ), ডাঃ রোমেনা রহমান (কার্ডিওভাসকুলার সার্জন) এবং ডাঃ আব্দুল জাব্বার জীবন (পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট)।

এর পাশাপাশি দৈনিক প্রথম আলো'র অফিসে ও মহাখালী এসকেএস শপিং মলে বিশেষায়িত হার্ট ক্যাম্প করা হয় এবং একাধিক স্থানে স্ট্রিট ক্যাম্প করা হয়। তাছাড়াও হৃদরোগ সম্পর্কে জনগনের সচেতনতা বৃদ্ধির লক্ষে একটি কার্ডিয়াক ক্যারাভ্যান সারা ঢাকা শহর প্রদক্ষিণ করে।

একইদিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডেও স্থানীয়দের জন্য “ফ্রি হার্ট ক্যাম্প” অনুষ্ঠিত হয়। সেখানে রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডাঃ মোঃ নাজমুল হক (হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ)।

ক্যাম্পে আগত সাধারণ রোগীরা হাসপাতালের সব ধরনের পরীক্ষায় ২০% বিশেষ ছাড় এবং ইউনিভার্সেল হার্ট ক্লাবের মেম্বারগণ ৩০% ছাড় (শর্ত সাপেক্ষে) গ্রহণের সুযোগ পান।


তামাকজনিত রোগে বছরে মৃত্যু ১.৬১ লাখ

ওয়েবিনারে বিশেষজ্ঞদের তথ্য
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশে মৃত্যুর শীর্ষ ১০ কারণের মধ্যে ৪টিই ফুসফুস ও শ্বাসতন্ত্রজনিত রোগ, আর এর অন্যতম বড় কারণ তামাক। প্রতি বছর দেশে তামাকজনিত অসুখে প্রাণ হারাচ্ছে এক লাখ ৬১ হাজার মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এ মৃত্যু ঠেকাতে দ্রুততম সময়ে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন পাস করা ছাড়া কোনো বিকল্প নেই।

গতকাল শনিবার বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে ‘ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন’ শীর্ষক এক ওয়েবিনারে এসব তথ্য তুলে ধরেন ক্যানসার ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, জনস্বাস্থ্যবিদ, সাংবাদিক ও নীতিনির্ধারকরা। দিবসটির এবছরের প্রতিপাদ্য ছিল— ‘হেলদি লান্স, হেলদি লাইফ’।

ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে ফুসফুস ক্যানসারে আক্রান্ত পুরুষ রোগীদের প্রায় ৮০ শতাংশই ধূমপায়ী। ফুসফুস ক্যানসার ছাড়াও তামাক ও পরোক্ষ ধূমপানজনিত গুরুতর রোগগুলোর মধ্যে রয়েছে— ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিস (সিওপিডি), যক্ষ্মা ও হাঁপানি। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ অনুযায়ী, দেশে ৩ কোটি ৭৮ লাখ (৩৫.৩%) প্রাপ্তবয়স্ক মানুষ সরাসরি তামাক ব্যবহার করে। কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের শিকার হয় ৮১ লাখ মানুষ, আর গণপরিবহণে আক্রান্ত হয় আড়াই কোটির বেশি মানুষ।

বিশেষজ্ঞদের মতে, তামাক ব্যবহার ও পরোক্ষ ধূমপানের এই উচ্চ প্রবণতা বাংলাদেশের স্বাস্থ্য পরিস্থিতিকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলছে। বর্তমানে দেশে অসংক্রামক রোগে মৃত্যুর ৪০ শতাংশেরও বেশি ঘটে ফুসফুস ও হৃদ্রোগে, আর এ হার কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন।

স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২১ সালে এ বিষয়ে আইন সংশোধনের উদ্যোগ নিলেও খসড়াটি এখনো চূড়ান্ত হয়নি। ফলে দ্রুত সংশোধনীটি পাস করার আহ্বান জানানো হয় ওয়েবিনারে।

বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, ফুসফুসসহ সব ধরনের ক্যানসারে চিকিৎসা ব্যয় ও মৃত্যুহার অত্যন্ত বেশি। অসুস্থ মানুষের আর্তনাদ নীতিনির্ধারকদের কানে পৌঁছাতে হবে, তাহলেই আইন সংশোধন অগ্রাধিকার পাবে।

বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব ডা. আসিফ মুজতবা মাহমুদ বলেন, ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে হলে তামাক ব্যবহার নিয়ন্ত্রণ করতেই হবে।

ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমদ মনে করেন, গণমাধ্যমকে এই ইস্যুতে আরও সক্রিয় হতে হবে, যেন নীতিনির্ধারকরা বুঝতে পারেন তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের জরুরি প্রয়োজনীয়তা।

স্পটলাইটনিউজ২৪.কমের সম্পাদক মোর্শেদ নোমান বলেন, তামাক নিয়ন্ত্রণ নীতি প্রণয়নে গণমাধ্যম ইতিবাচক ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে।

ওয়েবিনারে সভাপতিত্ব করেন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। প্রজ্ঞার ডিজিটাল মিডিয়া প্রধান মেহেদী হাসানের সঞ্চালনায় মূল উপস্থাপনা দেন কর্মসূচি প্রধান মো. হাসান শাহরিয়ার।


মাগুরায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও ৫ দফা দাবিতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
শিউলি আফরোজ সাথী, মাগুরা :-
শুক্রবার সকালে মাগুরা নোমানী ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাঈদ আহমাদ বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাগুরা-০২ আসনের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম.বি. বাকের। এছাড়া বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ও মাগুরা-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম, সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হোসাইনসহ
মাগুরা সদর উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মাগুরা নোমানী ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে এসে শেষ হয়।


“ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প”

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। মহাখালী রাওয়া’র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ক্যাম্প চলবে।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ প্রদান করবেন দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনবৃন্দ - প্রফেসর ডাঃ নাসির উদ্দিন আহমেদ (চিফ কার্ডিয়াক সার্জন); অধ্যাপক ডাঃ খন্দকার কামরুল ইসলাম (চিফ ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট); অধ্যাপক ডাঃ অমল কুমার চৌধুরী (সিনিয়র ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট); ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান (সিনিয়র কার্ডিওভাসকুলার সার্জন); ডাঃ আশরাফুল হক সিয়াম (মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জন); ডাঃ সানিয়া হক (ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট) ডাঃ এম এ হাসনাত (ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ); ডাঃ রোমেনা রহমান (কার্ডিওভাসকুলার সার্জন) এবং ডাঃ আব্দুল জাব্বার জীবন (পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট)।

একইদিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড-এ স্থানীয়দের জন্য অনুরূপ “ফ্রি হার্ট ক্যাম্প” অনুষ্ঠিত হচ্ছে। সেখানে রোগীদের চিকিৎসা পরামর্শ দিবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ( কার্ডিওলজি) ডাঃ মোঃ নাজমুল হক (হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ)।
ক্যাম্প এ আসা রোগীদের এনজিওগ্রাম এর সিডি ( যদি থাকে) নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে ।

রোগীরা ফ্রি সিরিয়াল নেওয়ার জন্য যোগাযোগ করতে পারবেন নিম্নোক্ত নম্বরে:
ঢাকা – ১০৬৬৭, ০১৮৪১৪৮০০০০

ব্রাহ্মণবাড়িয়া – ০১৭০৫৬৬৬৯৯৯, ০২৩৩৪৪২৭৮০৮
উল্লেখ্য, ক্যাম্পে আগত সাধারণ রোগীগণ হাসপাতালের সব ধরনের পরীক্ষায় পাবেন ২০% বিশেষ ছাড় এবং ইউনিভার্সেল হার্ট ক্লাবের মেম্বারগণ পাবেন ৩০% ছাড় (শর্ত সাপেক্ষে)।
জরুরি প্রয়োজনে যোগাযোগ
ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন বিভাগ
ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল
মহাখালী, ঢাকা
ফোনঃ ০১৮৩৬৯৯৯৯৫৫, ০১৯১২৮৬৫৪৬২
ই-মেইল: [email protected]


ধলপুরে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধকল্পে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিরুণী অভিযান পরিচালনা করলো ডিএসসিসি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল -৫ আওতাধীন ৪৯ নং ওয়ার্ডের আদর্শ উচ্চ বিদ্যালয়, ধলপুর ও সংলগ্ন এলাকায় আজ রবিবার এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধনে চিরুণী অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসি এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথভাবে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডিএসসিসি আওতাধীন আদর্শ উচ্চ বিদ্যালয়, ধলপুর ও সংলগ্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহন করে। প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. জহিরুল ইসলাম বলেন, “প্রতিরোধমূলক অভ্যাসের শুরু হোক শৈশব থেকে। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা ছড়িয়ে দেয়।” তিনি বিদ্যালয়ে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার কাজে যুক্ত করার পরামর্শ দিয়ে বলেন পরিচ্ছন্নতা যেন জীবনের অংশ হয়ে ওঠে। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধ অভিযানে অংশগ্রহণের জন্য ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন প্রতিটি ওয়ার্ডে চিরুণী অভিযান পরিচালনা করা হবে।

ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অ.দা.) ড. নিশাত পারভীন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-০৫ জনাব মোঃ আবু আসলাম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডা: নূর-ই-নাজনীন ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কুমিল্লায় আবারো চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

মশক নিধনে দৃশ্যমান কার্যক্রমে নেই সিটি করপোরেশন
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মাহফুজ নান্টু, কুমিল্লা

কুমিল্লায় আবারো ঘরে ঘরে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। সরকারী হিসেবে সংখ্যাটা কম হলেও বেসরকারি হিসেবে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। সিটি করপোরেশন ও পৌসসভার মশক নিধন কর্মসূচির অপর্যাপ্ততার কারণে প্রতিনিয়ত বাড়ছে মশার উপদ্রব ও ডেঙ্গুজ্বরে আক্রান্ত সংখ্যা। নগরীতে প্রতিদিনই নতুন করে ডেঙ্গুরোগী শনাক্ত হওয়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে নগরীর ২৭টি ওয়ার্ডেই বাড়ছে এডিস মশার উপদ্রব ও ডেঙ্গু রোগীর সংখ্যা।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে শুধু মাত্র দাউদকান্দি উপজেলাতেই ১০ জন আক্রান্ত হয়েছেন। চলতি বছরের ১২ জুন থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৯০ জন। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন।
চলতি বছর জুন মাসে কুমিল্লা দাউদকান্দি পৌরসভায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছিল। সে সময় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দোনারচর গ্রামের মান্নানের ছেলে ইউসূফ আলী, নাজির চৌধুরীর স্ত্রী মাকসুদা বেগম এবং রাসেলের স্ত্রী শাহিনুর আক্তার রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে সময় দাউদকান্দি পৌরসভার শুধু ৫ ও ৬ নম্বর ওয়ার্ডেই ৬ শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন৷ ওই দুই ওয়ার্ডে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
পরে জুলাইয়ের মাঝামাঝিতে এসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসে। তবে সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তাহ থেকে আবারো চোখ রাঙাচ্ছে ডেঙ্গুজ্বর। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
কুমিল্লা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আনোয়ারুল হক জানান, তিনি গত তিন দিন আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। জ্বর কমলেও তার শরীর দুর্বল। পরিবারে আরো দুজন জ্বরে আক্রন্ত। আনোয়ারুল হক আরো জানান, তার কয়েকজন সহকর্মী ডেঙ্গুজ্বরে আক্রান্ত। তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।
শিক্ষক আনোয়ারুল হক জানান, সিটি করপোরেশন থেকে ডেঙ্গু সংক্রমনরোধে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেই। ফগার মেশিন নিয়ে লোক দেখানো স্প্রে করে চলে যায়। যার ফলে কুমিল্লা নগরীতে ডেঙ্গু মহামারি আকার ধারণ করছে।
একই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ৮ দিন আগে তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। তার আরো তিনজন সহকর্মী আক্রান্ত। তারা বলছেন নগরীর মশক নিধন কর্মসূচি নেই বললেই চলে। ফলে এডিস মশার বংশবৃদ্ধি হচ্ছে ব্যাপকভাবে।
কুমিল্লা নিউমার্কেটর ব্যবসায়ী জুয়েল খন্দকার জানান, তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। ওই মার্কেটের আরো অন্তত ৮ থেকে ১০ জন আক্রান্ত। তারা বাসায় চিকিৎসা নিয়েছেন। সরকারি হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেকেই ঘরেই চিকিৎসা নিচ্ছেন।
কুমিল্লা নগরীর পশ্চিম বাগিচাগাও এলাকার বাসিন্দা আসিফ অরুনাভ জানান, তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। সিটি ও করপোরেশন ও জেলা স্বাস্থ্যবিভাগের মাত্রাতিরিক্ত উদাসীনতার কারণে কুমিল্লা নগরীতে ঘরে ঘরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।
কুমিল্লা সিটি করপোরেশনে মশক নিধন কর্মসূচিতে লোকবলের অভাব বলে স্বীকার করেছেন সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মামুন।
তিনি জানান, নগরীর ২৭ ওয়ার্ডের জন্য ফগার মেশিন রয়েছে মাত্র ১০টি। স্প্রে মেশিন রয়েছে ২০টি। এ কাজে লোকবল রয়েছে ২০ জন। এত কম লজিস্টিক সাপোর্ট দিয়ে এত বড় সিটি করপোরেশন এলাকায় মশক নিধনের মত কাজ যথাযথভাবে করা সম্ভব নয়।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ সচেতনতা বৃদ্ধি ছাড়া ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয়। জেলা স্বাস্থ্য বিভাগ প্রতিনিয়ত সভা সেমিনার করছে। সবার উচিত বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা। জমে থাকা পানি ফেলে দেয়া। তাহলে ডেঙ্গু মশার জীবাণুবাহী এডিস মশার বংশবৃদ্ধি কমবে। ডেঙ্গুজ্বরে আক্রান্তও কমবে। এছাড়াও এমন পদক্ষেপ নিতে হবে সেক্ষেত্রে সিটি করপোরেশন ও পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ে।


পূজার আগে ঝলমলে ত্বক পেতে ঘরোয়া যত্ন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

দুর্গাপূজার আর কয়েকদিন বাকি। উৎসবের আগে অনেকেই চান ত্বক হোক ঝলমলে ও সতেজ। কিন্তু ব্যস্ততার কারণে পার্লারে যাওয়ার সময় না পেলে চিন্তার কিছু নেই। ঘরোয়া পরিচর্যা, সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রামেই পাওয়া যাবে উজ্জ্বল ত্বক।

ত্বকের যত্নে করণীয়

ক্লিনজিং-টোনিং-ময়শ্চারাইজিং: প্রতিদিন দু’বার মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর টোনার ব্যবহার করলে পোরস ছোট হয় ও ত্বক ফ্রেশ লাগে। সবশেষে নিজের ত্বকের ধরন অনুযায়ী হালকা ময়শ্চারাইজার লাগান।

স্ক্রাব: সপ্তাহে অন্তত দু’বার স্ক্রাব ব্যবহার করুন। ঘরোয়া উপায় হিসেবে চিনি–মধুর মিশ্রণ বা ওটস–দইয়ের প্যাক ব্যবহার করতে পারেন। এতে মৃত কোষ দূর হয়ে ত্বক উজ্জ্বল হয়।

ফেসপ্যাক: বেসন, দুধ ও হলুদের প্যাক ত্বককে ফর্সা ও দাগমুক্ত করে। মূলতানি মাটি তেল শোষে নিয়ে মুখকে সতেজ রাখে। সপ্তাহে অন্তত দুইবার ফেসপ্যাক ব্যবহার করুন।

হাইড্রেশন: প্রতিদিন কমপক্ষে ৮–১০ গ্লাস পানি পান করুন। ডাবের পানি, লেবু পানি বা গ্রিন টি শরীর থেকে টক্সিন বের করে ত্বক ঝলমলে রাখে।

ঘুম: প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুমালে চোখের নিচের কালো দাগ ও ক্লান্তি দূর হয়। রাত জাগা এড়িয়ে চলুন।

খাবার: জাঙ্ক ফুড, ভাজাপোড়া কমিয়ে ফল, শাকসবজি, বাদাম ও দুধজাতীয় খাবার খান। ভিটামিন সি ও ই সমৃদ্ধ খাবার ত্বকের কোলাজেন বৃদ্ধি করে, বার্ধক্য প্রতিরোধ করে।

সানস্ক্রিন: বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের রং নষ্ট করে ও অকাল বার্ধক্য ডেকে আনে।

ঠোঁট ও হাত-পায়ের যত্ন: ঠোঁটে প্রতিদিন লিপবাম ব্যবহার করুন। রাতে নারকেল তেল বা মধু লাগাতে পারেন। নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করলে হাত-পাও হবে কোমল ও সুন্দর।


সুযোগ-সুবিধা বাড়েনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার

শয্যা সংখ্যা বাড়লেও সুযোগ-সুবিধা বাড়েনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ময়লা-আবর্জনার দুর্গন্ধ বিপাকে ফেলছে রোগী, স্বজন ও দর্শনার্থীদের। স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা। সিঁড়ি থেকে শুরু করে ওয়ার্ড ও জানালার পাশে জমে আছে পলিথিন, পরিত্যক্ত খাবার, ব্যবহৃত সিরিঞ্জসহ নানান আবর্জনা। এসব ময়লা ফেলার জন্য নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় রোগী, স্বজন ও নার্সরাই জানালা দিয়ে বাইরে ফেলছেন, ফলে নিচে তৈরি হয়েছে ময়লার ভাগাড়। জরাজীর্ণ ভবনের ছাদ দিয়ে পড়ছে বৃষ্টির পানি, ধসে পড়ছে পলেস্তার। হাসপাতালজুড়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মৌলভীবাজারের কমলগঞ্জ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। নামে ৫০শয্যা হাসপাতাল হলেও প্রয়োজনীয় জনবল না থাকায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। হাসপাতালের ১৩৬টি পদের মধ্যে কর্মরত আছেন ৮৬ জন। শূন্য রয়েছে ৫০টি পদ। সামান্য রোগ নিয়ে আসা রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে জেলা হাসপাতালে। চিকিৎসক ছাড়াও বিভিন্ন পদ শূন্য থাকায় সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ৭ বছর আগে এ হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলেও প্রয়োজন অনুযায়ী জনবল নিয়োগ হয়নি।

গত রোববার দুপুরে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করেই পরিদর্শনে আসেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। হাসপাতালটি ঘুরে দেখেন এবং রোগী, তাদের স্বজন ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। হাসপাতালে অবস্থানকালে তিনি বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন। রোগীদের অভিযোগ শোনার পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকেও দৈনন্দিন কার্যক্রম ও সমস্যার কথা শোনেন তিনি। পরে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রীতম দাশ।

সাংবাদিকদের তিনি বলেন, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন যে সংখ্যক রোগী আসেন, তার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। পরিছন্নতাকর্মীও অপর্যাপ্ত। ৪ লাখ মানুষের সেবা দেওয়ার জন্য মাত্র ৫০ শয্যার এ হাসপাতালে পর্যাপ্ত জনবল নেই। এতে চিকিৎসা সেবার মানও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন সময় শুনে আসছি এই হাসপাতালে রোগীদের দুর্দশার কথা। তারা নানা ভাবে আমাদের জানিয়েছে। এই প্রতিষ্ঠানটা আমাদের প্রতিষ্ঠান। আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা এটা চলে। শুতারাং এখানে যারা সেবাদান করছেন তাদের সবসময় মনে রাখতে হবে তাদের বেতনটা জনগনের টাকায় হয়। আমরা এখানে এসে যেটা দেখলাম ডাক্তারসহ অন্যান্য চিকিৎসক স্টাফ তেমন নেই। পাশাপাশি আরেকটা জিনিস আমরা লক্ষ করলাম, এখানে বর্তমানে যে পরিমাণে জনবল আছে সে পরিমাণে চিকিৎসা দেওয়া হচ্ছে না। প্রতিটা ওর্য়াডে যে পরিমাণ ময়লা,আবর্জনা পাশাপাশি টয়লেটে ঢোকাই যায় না। রোগীরা এসে কি সেবা নিবে ভালো মানুষরাই রোগী হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি এখানে একটা রোগের জন্য চিকিৎসা নিতে আসেন, বাসায় গেলে পরবর্তিতে আরও ৫টা রোগের ওষুধ নিতে হবে।

তিনি বলেন, আমরা আশা করবো জেলা সিভিল সার্জনসহ সকল কর্মকর্তা এখানে এসে দেখে যান কি অবস্থা এই হাসপাতালের। দ্রত ব্যবস্থা গ্রহণ করুন। হাসপাতালে ঠিকমতো ওষুধ দেওয়া হয়না। সকাল থেকে আমার এখানে দাড়িয়ে দেখছি তেমন কোনো রোগী নাই। রেজিস্টার দেখানো হয়েছে অনেক রোগীকে ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নাই। ওষুধগুলো কোথায় যায়? এছাড়া এই হাসপাতালে রাতের বেলা মাদকসেবন হয়, বিভিন্ন অপকর্ম হয়। একটা হাসপাতালে এসব কি? প্রশাসন সহ সকলের কাছে আমাদের অনুরোধ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এই হাসপাতালটা নিজেই দুখছে। হাসপাতালে অনেক জায়গায় লাইট নষ্ট হয়ে থাকায় অন্ধকার থাকে। বৃষ্টি হলে হাসপাতালের বেডের ওপর পানি পড়ে। আসলে এগুলো সমাধান না হলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

প্রীতম দাশ বলেন, আমরা এনসিপির পক্ষ থেকে দ্রুত স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলব, যেন এখানে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, পরিছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই হাসপাতাল কখনো ঠিক হবে না। কারো নজর নেই এখানে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের আশেপাশে একাধিক ব্যক্তিরা জানিয়েছেন, হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়া ৬ বছর ধরে এই হাসপাতালে আছেন। কিন্তু এই ৬বছর ধরে হাসপাতালের কোনো উন্নতি হয়নি। বরং তিনি কোটি টাকার জায়গা জমি কিনেছেন এখানে। তার দুর্নীতির শেষ নেই।

স্থানীয় বাসিন্দা হাসনাত আলী অভিযোগ করে বলেন, একমাত্র সমাধান স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া ও স্যানেটারী অফিসার দুলাল মিয়াকে এখান থেকে বদলি করলে সব ঠিক হয়ে যাবে।

এদিকে তারেক আহমদ নামে একজন ফেইসবুকে হাসপাতালের সমস্যা নিয়ে একজন সাংবাদিকের একটি পোস্টের কমেন্টে করেছেন। তিনি সেই কমেন্টে লিখেছেন ‘মানুষের চিকিৎসার সেবাকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে মোহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া। তাকে নিয়ে ঠিকমত নিউজ করেন সে দুর্নীতি করতেছে তার কারণে কোন এমবিবিএস ডাক্তার আসতে পারছে না, মহিলা ডেলিভারি রুম খুবই খারাপ অবস্থা এটাই নিয়ে কিছু কথা বলেন তারেক আহমদ।’

দায়সারা কথা বললেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া। তিনি এই প্রতিবেদককে জানান, প্রথম শ্রেণির ডাক্তার এবং কনসালটেন্টসহ ১৯টা পদ আছে। তার মধ্যে ৮পদে লোক আছে। বাকিগুলো খালি।


বার্ন ইনিস্টিউট থেকে ছাড়পত্র পেলেন আরও দুই শিক্ষার্থী

আপডেটেড ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৫৩
নিজস্ব প্রতিবেদক

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউ থেকে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মো. রাইয়ান (১৪) ও হাফসা খাঁন (১১) নামের আরও দুই শিক্ষার্থীকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে।

শনিবার ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

তিনি জানান, মো. রাইয়ান নামের এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার দুপুরের দিকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রাইয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার শরীরে ২২ শতাংশ দগ্ধ ছিল। তিনি গাজীপুরের টঙ্গীর মোহাম্মদ মোশারফ হোসেনের সন্তান।

অধ্যাপক নাসির আরো জানান, হাফসা খাঁন (১১) নামের এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার দুপুরের দিকে তাকেও ছাড়পত্র দেওয়া হয়েছে। হাফসার শরীরে ২২ শতাংশ দগ্ধ ছিল।

ডা. নাসির জানান, আমাদের জাতীয় বার্ন ও ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ২৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখানও ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আমরা আশা করছি, অন্যান্য যারা আমাদের এখানে ভর্তি আছে তারাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন ইনশাল্লাহ।


গবাদি প্রাণীতে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার মানবদেহের জন্য হুমকি: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গবাদি প্রাণীতে অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহারের ফলে ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। যা মানব স্বাস্থ্যের জন্য ভবিষ্যতে মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। মানুষ এবং গবাদিপশু পাশাপাশি থাকলে প্রাণিসম্পদে ক্ষতিকর কিছু ব্যবহার করা হলে তা মানুষের শরীরে ফেরত আসার সম্ভবনা তৈরি হয়।

শনিবার উপদেষ্টা সৈয়দপুরের ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট মিলনায়তনে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) আঞ্চলিক কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন ও কর্মশালা-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় জাতের মুরগিসহ অন্যান্য দেশীয় সম্পদগুলো হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হবে এবং অঞ্চলভিত্তিক ক্ষতির কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য কাজ করতে হবে। দেশীয় মুরগির পাশাপাশি হাঁসের ডিমের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করতে হবে। তিনি বলেন, খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য ফিড ইন্ডাস্ট্রিতে খাদ্য উৎপাদনের সাথে সাথে খাদ্য তৈরির উপাদানের ক্ষেত্রেও আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। বাইরে থেকে খাদ্য তৈরির উপাদান আমদানি করা হলে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, কম খরচে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা করতে হবে। সরকারের বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে মন্ত্রণালয়ের কাজের ব্র্যান্ডিং বাড়াতে হবে। একই সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মরত জনবলের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয় সকল প্রকার সহযোগিতা করবে। কর্মশালায় বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক সভাপতির বক্তৃতায় বলেন, মধ্যম আয়ের দেশ হয়ে উঠার সাথে সাথে আমাদের প্রাণিজ আমিষের চাহিদা বৃদ্ধি পাবে এবং আমাদের উৎপাদন বাড়াতে হবে। আর উৎপাদন বৃদ্ধির জন্য গবেষণার বিকল্প নেই। বিএলআরআই দেশীয় সম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিএলআরআই ভবিষ্যতে স্থানীয় জাত সংরক্ষণ ও খাদ্যের উৎপাদন খরচ কমানোর জন্য কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএলআরআইয়ের পোলট্রি রিসার্চ সেন্টারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. সাজেদুল করিম সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন স্টেকহোল্ডার এ সময় উপস্থিত ছিলেন।


দীর্ঘায়ু পেতে সাহায্য করতে পারে সমুদ্রের বাতাস: গবেষণা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সমুদ্রপাড় বা সমুদ্রের কাছাকাছি বাস করা মানুষের কেবল মনই ভালো রাখে না, বরং দীর্ঘায়ু পেতেও সহায়ক হতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় এমন দাবি করা হয়েছে। ‘ওহাইও স্টেট ইউনিভার্সিটি’র গবেষকদের সাম্প্রতিক এক গবেষণা বলছে, যারা সমুদ্রতীর থেকে প্রায় ৫০ কিলোমিটারের মধ্যে বসবাস করেন তারা নদী বা হ্রদের কাছাকাছি শহরে বসবাসকারী মানুষের চেয়ে দীর্ঘায়ু পেতে পারেন।

যুক্তরাষ্ট্রজুড়ে ৬৬ হাজারেরও বেশি আদমশুমারির তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। মানুষ কোন ধরনের জলাশয়ের আশপাশে বাস করছেন তার ওপর নির্ভর করে তাদের গড় আয়ু কীভাবে পরিবর্তিত হয়, এ গবেষণায় তা খতিয়ে দেখেছেন তারা। যেমন– সমুদ্র, নদী, হ্রদ বা অন্য কোনো জলপথ।

গবেষণা বলছে, যারা সমুদ্রপাড় বা উপসাগরের কাছাকাছি থাকেন তারা সাধারণত বেশি দিন বাঁচেন। গড় হিসেবে উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা যুক্তরাষ্ট্রের জাতীয় গড় আয়ু ৭৯ বছরের চেয়ে আরও এক বছর বেশি বাঁচেন।

অন্যদিকে, যারা বড় হ্রদ বা নদীর মতো জলাশয়ের পাশে থাকা শহরে বাস করেন সমুদ্রপারের মানুষের চেয়ে গড়ে এক বছর কম বাঁচেন তারা।

এ গবেষণার প্রধান লেখক ড. জিয়ানইয়ং ‘জেমি’ উ বলেছেন, আয়ুর এই পার্থক্য নানা বিষয়ের মিলিত প্রভাবে হতে পারে। সমুদ্রের কাছাকাছি বসবাসকারীরা সাধারণত কিছু সুবিধা ভোগ করেন। যেমন– ঠাণ্ডা ও স্থিতিশীল তাপমাত্রা, অপেক্ষাকৃত পরিচ্ছন্ন বাতাস এবং হাঁটা বা সাঁতার কাটার মতো শারীরিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সহজ সুযোগ।

এছাড়াও সমুদ্রপাড়ের মানুষ বেশি আয় করেন, ভালো যাতায়াত সুবিধা পান– এসব বিষয়ও মানুষের সুস্থ থাকা ও দীর্ঘায়ু হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।

অন্যদিকে, নদী বা হ্রদের কাছাকাছি শহরাঞ্চলের মানুষ বেশি মাত্রায় দূষণ, দারিদ্র্য, নিরাপদ ব্যায়ামের জায়গার অভাব ও বন্যার ঝুঁকিতে থাকেন। এসব থেকে ইঙ্গিত মেলে, কেন স্থলবেষ্টিত জলাশয়ের পাশে থাকা মানুষ সমুদ্রপাড়ের মানুষের মতো স্বাস্থ্য উপকারিতা পান না।

গবেষণার আরেক গবেষক ইয়ানি কাও বলেছেন, তাপমাত্রার পার্থক্য এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমুদ্রপাড়ের আবহাওয়া সাধারণত ঠাণ্ডা ও সহনীয় থাকে। ফলে মানুষের গরমজনিত স্বাস্থ্য সমস্যা যেমন হিট স্ট্রোক বা ক্লান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায়।

পানির কাছে বসবাস করাকে ‘ব্লু স্পেস’ বলে, যা শরীরের জন্য ভালো হতে পারে। তবে এ ধারণা নতুন কিছু নয়। আগের বিভিন্ন গবেষণা থেকেও ইঙ্গিত মিলেছে, যারা পানির কাছাকাছি থাকেন তারা সাধারণত বেশি সক্রিয় থাকেন। তাদের মোটা হওয়ার হার কম হয় ও হৃদযন্ত্র ভালো থাকে।

তবে এ গবেষণাতেই প্রথমবারের মতো স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, মানুষ কী ধরনের পানির পাশে ও কেমন পরিবেশে বসবাস করেন তা তাদের আয়ুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ড. উ বলেছেন, ‘উপকূলীয় ও স্থলভাগের বাসিন্দাদের আয়ুর এত বড় পার্থক্য দেখে আমি অবাক হয়েছি। আমরা ভাবছিলাম সব ধরনের ব্লু স্পেস বা পানির আশপাশের এলাকা থেকে সুবিধা পাওয়া যাবে। তবে আমাদের গবেষণা বলছে, সমুদ্রপারের জীবন সত্যিই আলাদা।’


স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার ও স্তন ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (SUB) ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড কন্টিনিউয়িং এডুকেশন (ISDCE)-এর আয়োজনে আজ (২৭ আগষ্ট, বুধবার) অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনার ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি। “Her Health, Her Power: Be Aware, Be Brave, Be Cared” প্রতিপাদ্যে আয়োজিত এ দিনব্যাপী কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আশপাশের এলাকার বিপুল সংখ্যক নারী অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। সভাপতিত্ব করেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখেন ISDCE-এর পরিচালক মো. মাহমুদুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যান্সার মহামারী বিশেষজ্ঞ ও প্রতিরোধমূলক অনকোলজিস্ট প্রফেসর ড. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, যিনি বাংলাদেশে স্তন ক্যান্সারের প্রকোপ, ঝুঁকি, প্রাথমিক লক্ষণ এবং নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “প্রতিরোধ চিকিৎসার তুলনায় অনেক সাশ্রয়ী এবং কার্যকর। সচেতনতা ও প্রাথমিক শনাক্তকরণই জীবন রক্ষার মূল চাবিকাঠি।”
অনুষ্ঠানে ক্যান্সার জয়ী এবং সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের মহাসচিব জাহান-ই-গুলশান শাপলা তার অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া বক্তব্য রাখেন হারমনি ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিতাভ ভট্টাচার্য এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আবু জামিল ফয়সল।
অনুষ্ঠানে উইমেন্স হেলথ এডুকেটর মাহমুদা মিতু পরিচালিত বিশেষ প্রশিক্ষণ সেশনে নারীদের হাতে-কলমে শেখানো হয় কীভাবে ঘরে বসে স্ব-পরীক্ষার মাধ্যমে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্ত করা সম্ভব। পাশাপাশি সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নারী শিক্ষক, শিক্ষার্থী ও পার্শ্ববর্তী এলাকার নারীদের জন্য বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এই কর্মসূচি একদিনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ভবিষ্যতে আরও নিয়মিতভাবে নারী স্বাস্থ্যসচেতনতা ও স্ক্রিনিং সেবা চালু করার পরিকল্পনা রয়েছে। কর্মসূচির পৃষ্ঠপোষকতা করে NanoGroup, যা এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিশ্বাস করে, নারীর স্বাস্থ্য সুরক্ষিত হলে পরিবার ও সমাজ উভয়ই সুরক্ষিত হয়। আজকের এই আয়োজন প্রমাণ করেছে যে শিক্ষাঙ্গন শুধু জ্ঞানচর্চার ক্ষেত্র নয়, বরং সামাজিক দায়বদ্ধতা পালনেরও একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।


banner close