পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীরা এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও বেগবান করার প্রয়োজন ছিল। এ কারণে শিক্ষা কার্যক্রমে সংস্কৃতি-ক্রীড়া, শারিরীক চর্চা এবং দাবা খেলাকে নিয়ে আসার চেষ্টা করছি। এতে করে আমাদের শিক্ষার্থীরা আরও বেশি করে বই পড়বে, খেলাধুলা করবে এবং সংস্কৃতি নৈতিকতা নিয়ে এগিয়ে যাবে।’
বুধবার বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা এলাকায় তাসলিমা জালালের বাড়িতে সুফিয়াফুল মঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের বড় শক্তি হলো ভাষা। কারণ আমাদের ভাষার জন্য শিক্ষার্থীরা জীবন দিয়েছেন। সে কারণে আমাদের ভাষার একটি বড় ইতিহাস আছে। আর সেই ভাষার ইতিহাস সারাবিশ্বও জানে।
সংস্কৃতির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সাহিত্য এবং সংস্কৃতি সমৃদ্ধতা নিয়ে দেশে গ্রাম্য থিয়েটার কাজ করে যাচ্ছে। আজকে যে গ্রাম্য মঞ্চের উদ্বোধন করা হলো। এ ধরনের মঞ্চ দেশের প্রতিটি উপজেলায় হয়, তা হলে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনজ্জীবিত হবে। হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে।
অনুষ্ঠানে বাংলা থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম ও সুফিয়াফুল মঞ্চ দ্বারোদঘাটন উৎসবের সদস্য সচিব আনন জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা