কুমিল্লার মুরাদনগরে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার কেওট গ্রামে ডাকাতি করতে গিয়ে ধাওয়া খেয়ে পালাসুতা গ্রামের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয় ডাকাতরা। পরে পাহারায় থাকা গ্রামবাসী ওই তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, পালাসুতা, কাজিয়াতল, শুশুন্ডা, বাখরাবাদ ও কেওটসহ আশপাশের কয়েকটি গ্রামে গত এক সপ্তাহ যাবৎ ডাকাতির উৎপাত বেড়ে গেছে। তাই গ্রামের লোকজন রাতভর বাড়ি পাহারা দেন।
১৯ নম্বর দারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, জনতার হাতে তিনজন গণপিটুনি খেয়েছে। পুলিশ এসে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আহত একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা