আপডেট : ১৩ জানুয়ারি, ২০২৩ ১৭:৩৬
প্রাইভেটকারে নারীকে টেনেহিঁচড়ে নেয়া ঢাবির সেই শিক্ষক মারা গেছেন
প্রতিবেদক, দৈনিক বাংলা

প্রাইভেটকারে নারীকে টেনেহিঁচড়ে নেয়া ঢাবির সেই শিক্ষক মারা গেছেন

ফাইল ছবি।

রাজধানীর শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক নারীকে গাড়ির নিচে ফেলে টেনেহিঁচড়ে নেয়া সেই শিক্ষক আজহার জাফর শাহ মারা গেছেন। শুক্রবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্প ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি। আজহার জাফর শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন।

গত ২ ডিসেম্বর শাহবাগে রুবিনা আক্তার নামের এক নারীকে চাপা দেয় একটি প্রাইভেটকার। এ সময় ওই নারীর ওড়না গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। দুর্ঘটনার পর চালক গাড়ি না থামিয়ে চালাতে থাকেন। ওই নারীকে টেনেহিঁচড়ে রাজু ভাস্কর্য, ভিসি চত্বর হয়ে নীলক্ষেত পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার নিয়ে যায় গাড়িটি। নীলক্ষেতে ছাত্রজনতা ধাওয়া করে গাড়িটি থামায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আজহার জাফর শাহকে গণধোলাই দেন ক্ষুব্ধ জনতা। গাড়িটিও ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে আহত ওই নারী ও আজহার জাফর শাহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ওই নারী মারা যান।

সে সময় ওই নারীর দেবর নুরুল আমিন জানান, তাদের বাসা হাজারীবাগের সেকশন এলাকায়।

পুলিশ জানায়, গণধোলাইয়ে আহত হওয়ার পর কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজহার জাফর শাহ। সুস্থ হয়ে উঠলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।