আপডেট : ১৩ জানুয়ারি, ২০২৩ ২২:৪০
শেরপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ ৩ প্রাণহানি
প্রতিনিধি, শেরপুর

শেরপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কা,  বাবা-ছেলেসহ ৩ প্রাণহানি

দুর্ঘটনায় শিকার হতাহতদের শেরপুর সদর হাসপাতালে আনা হয়। ছবি: দৈনিক বাংলা

শেরপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার তাতালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার রফিকুল ইসলাম (৪৫) ও রাব্বী মিয়া (১২)। বাকি একজনের পরিচয় জানা যায়নি। নিহত রফিকুল ইসলামও ও রাব্বী মিয়া সর্ম্পকে বাবা-ছেলে। আহতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার মোহাম্মদ আলি (৪৫), হাবিব মিয়া (৩৫) ও ঝিনাইগাতির উপজেলার শুভ পাল (১৫)।


পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে শেরপুরগামী চালভর্তি ট্র‍াকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এতে সিএনজি অটোরিকশায় থাকা ছয়জনের মধ্যে ঘটনাস্থলে বাবা-ছেলেসহ তিন জন প্রাণ হারায়। বাকি তিনজনকে হাসপাতালে পাঠানো হয়।


শেরপুর সদর হাসপাতালের চিকিৎসক শাহনেওয়াজ নোমান জানান, দুর্ঘনার শিকার ছয়জনকে রাত ৮ টার দিকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তবে হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়। আহত তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।


সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছেন।