আপডেট : ১৩ জানুয়ারি, ২০২৩ ২৩:৫০
বাইডেনের বাড়ির দর্শনার্থীর তালিকা যাচাইয়ের দাবি
দৈনিক বাংলা ডেস্ক

বাইডেনের বাড়ির দর্শনার্থীর তালিকা যাচাইয়ের দাবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়িতে আসা দর্শনার্থীদের তালিকা যাচাইয়ের দাবি করেছেন কংগ্রেসের রিপাবলিকান আইনপ্রণেতারা। বাইডেনের বাড়িতে সরকারি গোপন নথি পাওয়া যাওয়ার বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করে এই দাবি জানান তারা।

বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানায়, দর্শনার্থীদের তালিকা প্রকাশ করা হবে কি না, সে ব্যাপারে হোয়াইট হাউসের তরফ থেকে সদুত্তর মেলেনি।

গত বৃহস্পতিবার বাইডেনের ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন আরও সরকারি গোপন নথি নতুন একটি জায়গায় খুঁজে পাওয়ার কথা জানিয়েছিলেন তার সহযোগীরা। অবশ্য কবে এবং কোথায় দ্বিতীয় দফায় গোপন নথিগুলো খুঁজে পাওয়া গেছে তা তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি। তবে পরে ডেলাওয়্যারে তার বাসভবনের গ্যারেজে সংবেদনশীল উপাদান পাওয়ার বিষয়টি স্বীকার করেন বাইডেন। কয়েক মাসে আগে ওয়াশিংটন ডিসিতে বাইডেনের ভাইস প্রেসিডেন্টের মেয়াদ পরবর্তী ব্যক্তিগত দপ্তর থেকে এক দফা গোপন সরকারি নথি মিলেছিল। সম্প্রতি সেই খবর সামনে আসে।

এদিকে বাইডেনের বাড়ি ও এককালে ব্যবহৃত দপ্তরে পাওয়া রাষ্ট্রীয় গোপন নথি বেআইনিভাবে সংরক্ষণের বিষয়টি তদন্তে রবার্ট হুর নামে একজন স্পেশাল কাউন্সেল নিয়োগ দেয়া হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড গত বৃহস্পতিবার তার নাম ঘোষণা করেন।

এমন সময় এসব গোপন নথি পাওয়ার খবর সামনে এল যখন বাইডেনের পূর্বসূরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবন মার-এ-লাগো রিসোর্টে সরকারি গোপনীয় নথি পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ট্রাম্পের বাড়ি থেকে গোপন নথি উদ্ধারের ঘটনার তদন্তেও একজনকে স্পেশাল কাউন্সেল হিসেবে নিয়োগ দেয়া হয়।