হতদরিদ্র ও ভূমিহীন ইসমাইল হোসেন। বাঁশের খুঁটিতে পলিথিনের বেড়া আর টিনের চালা দিয়ে তৈরি একটি ঘরে কোনোমতে থাকেন পরিবার নিয়ে। মুজিববর্ষে সরকার ভূমিহীন ও গৃহহীনদের ঘর দিলেও দিনমজুরি করে মানবেতর জীবন কাটানো ইসমাইলের ভাগ্যে জোটেনি সেই ঘর।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের মৃত কাশেম আলীর ছেলে ইসমাইল। পেশায় দিনমজুর। কাজ করে কোনো দিন দুই বেলা, কোনো দিন এক বেলা খাবার জোগাতে পারেন পরিবারের জন্য। বাঁশের কয়েকটি খুঁটিতে একটি পলিথিনের বেড়া দিয়ে ঢেউটিনের চালার নিচে তিন সন্তানকে নিয়ে দিন কাটছে তার। ঘর দেখলে মনে হয় একটি গোয়ালঘর। ইসমাইলের অভিযোগ, তার এমন দুর্দশা হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে আসতে পারেননি।
কান্নাজড়িত কণ্ঠে ইসমাইল হোসেন বলেন, ‘কালীগঞ্জের অনেক ভূমি ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে। আমি অনেকবার অনেকের কাছে গেছি। কিন্তু কেউ কোনো কথা বলেনি। খাস জমিতে থেকেও আমার কপালে জোটেনি মুজিববর্ষের উপহারের একটি ঘর। ইউএনও স্যারের কাছেও কয়েকবার গিয়েছি, কাগজ জমা দিয়েছি। কিন্তু তিন বছরেও ঘর পেলাম না।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, ‘আমি নতুন যোগ দিয়েছি। কয়েক দিনের মধ্যে ওই ভূমিহীন পরিবারের খোঁজখবর নিয়ে দ্রুত ঘরের ব্যবস্থা করে দেয়া হবে।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা